ফেসিয়াল আইডি দিয়েই এবার বিমানবন্দরে প্রবেশ করতে হবে


নয়াদিল্লি : বিমানযাত্রীদের জন্য সুখবর৷ ২০১৯ সালের মধ্যেই চালু হচ্ছে এক বিশেষ নিয়ম৷ ডিজিটাল পেপারলেস বিমানযাত্রার উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে৷ বলা হয়েছে বিমানবন্দরে ঢুকতে গেলে কোনও আই কার্ড লাগবে না৷ যাত্রীর মুখ স্ক্যান করেই মিলবে পরিচয় পত্র৷ এমনই নিয়ম চালুর ভাবনা চিন্তা করছে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷

এর নাম দেওয়া হয়েছে ডিজি যাত্রা আইডি৷ যাত্রীদের সুবিধা এই আইডির ফলে বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ডিজি যাত্রা আইডি চালু করা হবে বলে জানানো হয়েছে৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু জানান, এই প্রযুক্তি আধুনিক ও ভবিষত্যের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

জানানো হয়েছে ২০১৯ সালের মধ্যেই পেপারলেস বায়োমেট্রিক সেল্ফ বোর্ডিং টেকনোলজি চালু হতে চলেছে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে৷ এই টেকনোলজি মূলত কাজ করবে ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক সফটওয়্যারের মাধ্যমে৷ ফলে, যাত্রীদের মুখের বায়োমেট্রিক তথ্যের মাধ্যমেই তাঁদের পরিচয় পাওয়া যাবে।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে এই প্রযুক্তি চালু হলে যাত্রীদের বারবার বোর্ডিং পাস বা অন্য পরিচয়পত্র দেখাতে হবে না৷ সেক্ষেত্রে যাত্রীদের মুখই নির্ভুল পরিচয়পত্রের কাজ করবে৷

মন্ত্রক জানাচ্ছে, এই প্রযুক্তির ফলে পুরো প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে, যাত্রীদের কোনও সমস্যায় পড়তে হবে না। এই প্রযুক্তিতে কোনও যাত্রী যখন প্রথমবারের জন্য বিমানবন্দরে যাবেন, তখনই অত্যাধুনিক ক্যামেরায় তাঁর ছবি তুলে রাখা হবে৷ সেই সঙ্গে যোগ করা হবে তাঁর সম্পর্কে নানা তথ্য৷

পরের বার থেকে যখন তিনি বিমানবন্দরে প্রবেশ করতে যাবেন, তখন আগের তোলা সেই ছবি ও তথ্যই তাঁর পরিচয়পত্র হিসেবে কাজ করবে৷ ফলে বোর্ডিং পাসের জন্য আলাদা করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না তাঁকে৷