Posts

Showing posts from September 11, 2018

লাইসেন্স না-থাকলে কেনা যাবে না মোটরসাইকেল, রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট

Image
শুনানিতে মঙ্গলবার রাজ্যের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন জানান, রাজ্যের সিদ্ধান্ত বিভ্রান্তিমূলক ও পরস্পরবিরোধী। একদিকে সরকার বলছে লাইসেন্স না থাকলে কাউকে মোটরবাইক বিক্রি করা যাবে না। অন্য দিকে নাবালকদের বাবা-মায়ের উপস্থিতিতে মোটরবাইক বিক্রি করা যাবে বলে জানিয়েছে সরকার। নাবালকের হাতে লাইসেন্স কোথা থেকে আসবে? প্রশ্ন আদালতের। ড্রাইভিং লাইন্স না থাকলে মোটরসাইকেল কেনা যাবে না, রাজ্য সরকারের এই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানিতে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, 'এই নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা বিভ্রান্তিমূলক ও পরস্পরবিরোধী।' গত ৪ জুলাই রাজ্য পরিবহণ দফতরের তরফে জারি এক নির্দেশিকায় জানানো হয়, কারও কাছে লাইসেন্স না-থাকলে তাকে বিক্রি করা যাবে না মোটরসাইকেল। কোনও নাবালক মোটরসাইকে কিনলে সঙ্গে হাজির থাকতে হবে তাঁর বাবা অথবা মা-কে। রাজ্য সরকারের এই নির্দেশিকার জেরে বেজায় বেকায়দায় পড়েন মোটরসাইকেল বিক্রেতারা। রাজ্য সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তাঁরা।  সেই মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্যের নির

JioPhone ও JioPhone 2 থেকে WhatsApp ব্যবহার করবেন কীভাবে ?

Image
১৫ অগাস্ট আসার কথা ছিল। কিন্তু কোন কারনে তা হয়ে ওঠেনি। অবশেষে JioPhone আর JioPhone 2 তে হাজির হল WhatsApp। এবার দেশের সবথেকে জনপ্রিয় ফিচারফোনে বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিন অ্যাপ ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই ভারতে প্রতিদিন ২০ কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। JioPhone আর JioPhone 2 তে এই মেসেজিং অ্যাপ আসার পরে ভারতে WhatsAppগ্রাহক সংখ্যা হঠাৎ করে অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যানড্রয়েড ও আইফোনের মতোই Jio Phone ও JioPhone 2 তে WhatsApp এ এন্ড – টু – এন্ড এনক্রিপশান সাপোর্ট থাকবে। তবে এই দুই ফিচার ফোন থেকে WhatsAppএ ভয়েস কল বা ভিডিও কল করা যাবে না। তবে WhatsApp থেকে ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠানো যাবে। একই সাথে JioPhone ও JioPhone 2 এর WhatsApp এ নতুন পেমেন্ট ফিচার সাপোর্ট করবে না। JioPhone ও JioPhone 2 তে WhatsApp ডাউনলোড করার জন্য লেটেস্ট সফটওয়্যার থাকা বাধ্যতামূলক। এই দুই ফিচার ফোনে WhatsApp ডাউনলোড করার জন্য মেনু অপশানে JioStore এ যেতে হবে। সেখানে WhatsApp সার্চ করলে নতুন এই অ্যাপ পাওয়া যাবে। WhatsApp ওপেন করলে ইনস্টল অপশান সিলেক্ট করলে JioPhone বা JioPhone 2 তে

বাজারে তৈরি হচ্ছে আধার নম্বর তৈরির জাল সফটওয়্যার

Image
নয়াদিল্লিঃ হ্যাক হয়েছে আধার নথিভুক্তিকরণের সফটওয়্যারটি। যার ফলে যাবতীয় সুরক্ষাবিধি উপেক্ষা করে আধার নম্বর সহজেই তৈরি করা যাচ্ছে। মঙ্গলবার হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আধার নম্বর তৈরি করার জন্য আধার কেন্দ্রগুলিকে একটি সফটওয়্যার দেয় UIDAI। কাউকে নতুন আধার কার্ড করতে হলে একটি আবেদনপত্র ও প্রয়োজনীয় যাবতীয় নথি নিয়ে যেতে হয় আধার কেন্দ্রে। তার কোনও একটি বাদ গেলে আধার নম্বর তৈরি করতে পারবেন না আধার কেন্দ্রে থাকা কর্মী। হাফিংটন পোস্টের দাবি, তাদের হাতে যে প্যাচটি এসেছে সেটি ব্যবহার করে একাধিক দরকারি নথি না থাকলেও তৈরি করে ফেলা যাচ্ছে আধার নম্বর। অর্থাত্ যাদের কাছে দরকারি নথি নেই তারাও সহজেই হাতে পেয়ে যাচ্ছে আধার। এই আধার তৈরি করতে খরচ করতে হচ্ছে মাত্র ২,৫০০ টাকা।

মারা গেলেন নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম

Image
লন্ডন: মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হল লন্ডনের হাসপাতালে চিকিত্সাধীন কুলসুমের। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সভাপতি তথা জেলবন্দি নওয়াজের ভাই শাহবাজ শরিফ কুলসুমের মৃত্যু সংবাদ দিয়েছেন। তাঁকে দেখতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ। ২০১৪-র জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭-র আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মঙ্গলবার লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছিল বলে জানিয়েছে জিও টিভি।  ১৯৭১-এর এপ্রিলে বিয়ে হয় নওয়াজ, কুলসুমের।

৩৩ বোতল বিয়ার! কুককে বিদায়ী উপহার সাংবাদিকের

Image
"এই চার দিন ছিল আমার জীবনের সব থেকে অবিস্মরণীয় মুহূর্ত। আমার অনেক বন্ধুই এই কয়েকদিন আমাকে অভিবাদন জানিয়েছে, তবে আজ যা হল (শতরান) তা কোনও দিনই ভোলার নয়। শেষ কয়েকটা ওভারে দর্শকরা যেভাবে বার্মি আর্মি গান গাইলো, তা ছিল অবিশ্বাস্য রকম দারুণ"। বড় ব্যাটসম্যান কে? যিনি প্রথম ম্যাচে শতরান করেন না কি যিনি জীবনের শেষ ম্যাচে শতরান করেন? সবথেকে সহজ উত্তর, 'দুজনই বড়'। সৌরভ গাঙ্গুলির কথাই ভাবুন না, লর্ডসে শতরান দিয়ে শুরু আর শেষ ইনিংসে তাঁর স্কোর কার্ডে লেখা হল শূন্য। এবার আপনিই বলুন, তিনি কী বড় ব্যাটসম্যান নন? এবার ভাবুন, যার এক যুগ ক্রিকেট জীবনের শুরুটা শতরান দিয়ে, আর শেষটাও শতরানেই হল, তিনি কতটা বড় ব্যাটসম্যান? চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে দেখলে ঠিক যতটা বড় দেখায়, ঠিক ততটা বড়। কুকের ক্রিকেট জীবন ঠিক এতটাই বড়। ১৬১ ম্যাচে ১২ হাজার ৪৭২ রান। শতরান ৩৩টি। দ্বিশতরান আছে ৫টি। আর  অর্ধশতরান রয়েছে ৫৭টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন অবসর নিলেন, তাঁর ব্যাটিং গড়ের পাশে লেখা হল ৪৫.৩৫। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক যারা, সেই তালিকায় পাঁচ নম্বরেই নাম রয়েছে তাঁর। এরপরও অ্যালিস্টারের মাহাত

ভিন ধর্মে প্রেম, তরুণীকে খুন করল বাবা-দাদা, ধরিয়ে দিল একটি নম্বর!

Image
রাস্তার ধারে পড়ে রয়েছে এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ।  রক্ত চুইয়ে পড়ছে দেহ থেকে। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। বর্ধমানের জামালপুরের  স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখেছিলেন। পরে খবর যায় পুলিসে।  বর্ধমান পুলিস দেহ উদ্ধার করে। কিন্তু পরিচয় জানা যাচ্ছিল না তরুণীর।  কিন্তু ডোমরা পুলিসকে দিল একটি ক্লু।  তরুণীর শরীরে লেখা ছিল দুটি নম্বর। আর তাতেই রহস্যের উন্মোচন। উঠে এল রাজ্যে অনার কিলিংয়ের আরও এক ভয়ঙ্কর ঘটনা।     অনার কিলিং' এর এই রোমহর্ষক ঘটনায়  আরও এক নতুন সংযোজন।  বিহারের মুজফফরপুরের ইলাদাদ গ্রামের  বাসিন্দা জাহানা খাতুন। বয়স মাত্র উনিশ।  প্রেমে পড়ে ভিন ধর্মের একটি ছেলের।  বাধা হয়ে দাঁড়িয়েছিল তরুণীর পরিবার।  তাই সঙ্গীর সঙ্গেই পালিয়ে যায় সে। কিন্তু বাড়ির লোক তাদের ফিরিয়ে আনে।  তবুও বাঁধা মানেনি প্রেম। আবার পালায় দুজনে। এবারেও বুঝিয়েসুঝিয়ে ফিরিয়ে আনে বাড়ির লোক।  কিন্তু এবার মেয়েকে ঘরে ফিরিয়ে অন্য প্ল্যান ছিল  তরুণীর বাবা ও দাদার। বাবা মহঃ মুস্তাক ওরফে মুস্তাফা আর দাদা মহঃ জাহিদ, দুজনেই কলকাতায় পার্ক সার্কাস এলাকায় থাকেন।  তাঁরা পেশায় গাড়ি চালক। তাঁরা বুঝিয়ে জাহানাকে কলকাতা নিয়ে আসেন।  কল

মেয়ের পড়ার জন্য মাসে ৪০ হাজার দিতে হবে শোভনকে, নির্দেশ দিল আলিপুর আদালত

Image
বাবা কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীও। তা সত্ত্বেও মেয়ের পড়়াশোনার খরচ আদায় করতে আদালতে ছুটতে হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে বিচারক জানিয়ে দিলেন, মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়াশোনার খরচের জন্য শোভনকে মাসে ৪০ হাজার টাকা দিতে হবে। বাকি টাকা দেবেন মা। যদিও আলিপুর আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন মেয়র। বেশ কয়েক মাস ধরে শোভন-রত্নার মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আলিপুর আদালতে। বিচারকের কাছে হলফনামা পেশ করে সেই মামলার খরচ বাবদ ১৫ লক্ষ টাকা দাবি করেছিলেন রত্নাদেবী। আলিপুর নগর ও দায়রা আদালতের বিচারক সে জন্যে অবশ্য শোভন চট্টপাধ্যায়কে এককালীন ৭০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ দিন আদালতে হাজির ছিলেন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধায়ও। সর্ব ক্ষণ তাঁকে মেয়রের পাশেই দেখা গিয়েছে। পরে মেয়রের আইনজীবী বলেন, ''আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছি। রায়ের কপি হাতে এলেই পিটিশন দাখিল করা হবে।'' গত বছর স্ত্রী রত্নাদেবীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন মেয়র। মামলা চলাকালীন কলেজ শিক্ষি

গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা, সমস্ত তথ্য জানুন

Image
নয়াদিল্লি: বহু প্রতিক্ষীত আরআরবি গ্রুপ-ডি পরীক্ষার (RRB Group D) তথ্য জানাতে লগ-ইন পেজ অ্যাক্টিভেট করল ভারতীয় রেলওয়ে৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে৷ রেজিস্টার করা প্রার্থীরা লগ-ইন করলে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন৷ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে আরআরবি গ্রুপ-ডি পরীক্ষা৷ কম্পিউটার বেসড পরীক্ষাটি (সিবিটি) জন্য প্রায় ১.৮৯ কোটি প্রার্থী আবেদন করেছেন৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৬৩ হাজার৷ প্রার্থীরা পরীক্ষাটির জন্য অ্যাডমিট কার্ড পরীক্ষার চারদিন আগে ডাউনলোড করতে পারবেন৷ লগ-ইন করার পর হোমপেজে আবেদনকারী দেখতে পাবেন নিজের পরীক্ষাকেন্দ্র, তারিখ এবং সময়৷ আরআরবি জানাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা একটি অনলাইন ট্রায়াল মক-টেস্ট দিতে পারবেন৷ তবে, পরীক্ষাটি শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই থাকছে৷ এই ট্রায়াল মক-টেস্ট প্রার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য আরও বেশি অভ্যস্ত করে তুলবে৷ রেলওয়ে গ্রুপ-ডির প্রথমপর্বের সিবিটি ৯০ মিনিট ধরে হবে৷ ১০০ নম্বরের পরীক্ষার প্রশ্নগুলি অংক, জেনারেল

তেলাঙ্গনায় বাস দুর্ঘটনা, ৫০ জনের মৃত্যু

Image
কোন্ডাগুট্টা (তেলাঙ্গানা) : বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫০ জনের। ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাটি তেলাঙ্গানার কোন্ডাগুট্টা এলাকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে কোন্ডাগুট্টার দিকে যাচ্ছিল একটি বাস। সেখানে একটি ধর্মস্থান আছে। বাস যাত্রীদের বেশিরভাগ সেখানে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। কোন্ডাগুট্টা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় একটি নয়নজুলিতে। চলছে উদ্ধারকাজ বাসটিতে ৭০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। বেশ কয়েকজন আহত। আহতদের জাগাত্থালা সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থানে পৌঁছেছেন জাগাত্থালার জেলাশাসক ও পুলিশ সুপার। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।

বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের, দামে ছাড়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের

Image
সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার কলকাতা: সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দামের ছেঁকা থেকে খানিকটা হলেও স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে ১ টাকা করে ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর ফলে বাংলায় লিটারে ১ টাকা করে কমছে দাম ৷ মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে কেন্দ্রীয় সেস প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজস্থান, অন্ধ্রপ্রদেশের পর একই পথে হাঁটল বাংলা ৷ সাধারণ মানুষকে জ্বালানির দামের ছেঁকা থেকে খানিকটা হলেও স্বস্তি দিতে লিটারে এক টাকা ছাড়ের কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ আজ অর্থাৎ মঙ্গলবার রাত ১২ টার পর থেকেই লাগু হবে নয়া দাম ৷ পেট্রোল বা ডিজেল কিনলে বর্তমান দামের উপর ১ টাকা করে ছাড় পাবেন রাজ্যবাসী ৷ এদিনই লিটারে ১৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি পেট্রোল ৮৩ টাকা ৭৫ পয়সা। ৭ দিনে পেট্রোলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৫৩ পয়সা। আজ ডিজেলের দাম লিটার প্রতি ৭৫ টাকা ৮২ পয়সা। ৭ দিনে ডিজেলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৬৩ পয়সা। কলকাতায় এদিন লিট

তেল-সমস্যা সমাধানের দায় এড়িয়ে গেল কেন্দ্র

Image
মূল্যবৃদ্ধির হার কমেছে! টুইটেএ ভাবে দেখাতে গিয়ে হাসির পাত্র বিজেপি। বিরোধীরা যখন পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে জোট বেঁধে 'ভারত বন্‌ধ' করছেন, মোদী সরকারের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, ''এই সমস্যার সমাধান আমাদের হাতে নেই।'' এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে রাফাল চুক্তি নিয়ে অভিযোগের জবাব দিতে আসরে নামানো হয়েছিল অরুণ জেটলিকে, যিনি সরকারের অর্থমন্ত্রী। আবার জেটলির মন্ত্রকের পিএনবি-কেলেঙ্কারি নিয়ে সরকারের পক্ষে সরব হন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সেই ধারা বজায় রেখেই এ বার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস ও বিরোধী দলগুলির প্রতিবাদের দিনে সরকারের হয়ে ব্যাট হাতে তুলে নিলেন রবিশঙ্কর প্রসাদ, যিনি আদতে আইনমন্ত্রী। বলা ভাল, কার্যত হাত তুলে নিলেন। মন্ত্রীর সুরে অর্থ মন্ত্রকের কর্তারাও বলছেন, পেট্রোপণ্যের দাম কমাতে কেন্দ্রের হাতিয়ার একমাত্র উৎপাদন শুল্ক কমানো। কিন্তু লিটারে এক টাকা করে শুল্ক কমালেই বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। চলতি অর্থ বছরের প্রায় ছ'মাস পেরিয়ে গিয়েছে। যার অর্থ, এখন এক টাকা শুল্ক কমালেও প্রায় ১৪ থেকে ১৫

কিছু একটা করুন! টাকার পতন নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে বলল মোদী সরকার

Image
টাকার দামের রেকর্ড পতনে বেসামাল কেন্দ্র এবার রিজার্ভ ব্যাঙ্ককে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল।  গত সপ্তাহেই এই নিয়ে নির্দেশ পৌঁছেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে, এমনটাই জানা যাচ্ছে একটি গোপন রিপোর্টে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই রিপোর্ট। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত এক মাস ধরে টাকার দামে লাগাতার পতনে উদ্বিগ্ন সারা দেশ। সোচ্চার বিরোধীরা, প্রভাব পড়েছে শেয়ার বাজারে, খারাপ অবস্থায় দেশের আমদানি-রফতানি, শোচনীয় অবস্থায় দেশের বিদেশী মুদ্রার ভাঁড়ার। সামগ্রিক চাপের মুখে অবশেষে রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ হল কেন্দ্র। কী ব্যবস্থা নিলে টাকার দামে নিয়ন্ত্রণ আনা সম্ভব, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। টাকার দামে পতন আটকাতে কেন্দ্রের প্রথম নজর অনাবাসী ভারতীয়দের হাতে থাকা বিদেশী মুদ্রার দিকেই। অনাবাসী ভারতীয়দের জন্য আকর্ষণীয় সঞ্চয়ী প্রকল্প তৈরি করার কথা ভাবা হচ্ছে। অনাবাসী ভারতীয়রা এই প্রকল্পে বিদেশী মুদ্রা জমা দিলে রিজার্ভ ব্যাঙ্কের বিদেশী মুদ্রার ভাঁড়ার বেড়ে উঠবে। তার ফলে ডলার প্রতি টাকার মূল্যে নিয়ন্ত্রণ আনা সম্ভব হতে পারে বলে মনে করছে কেন্দ্র। কিন

আকাশ পথে জঙ্গি হামলা হতে পারে দিল্লিতে, হাই অ্যালার্ট জারি

Image
নয়াদিল্লি: সামনে উৎসবের মরশুম৷ তার আগেই দিল্লিতে জারি জঙ্গি হামলার সতর্কতা৷ আকাশপথে হতে পারে সেই হামলা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এমনই রিপোর্ট দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা৷ এরপরই নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হয়েছে৷ যাতে নিরাপত্তার ফাঁক গলে মাছিও না প্রবেশ করতে পারে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামলার জন্য জঙ্গিরা টার্গেট করেছে ভিভিআইপি এলাকা লুটইয়েন জোনকে৷ যে এলাকায় থাকেন মন্ত্রী থেকে শুরু করে আমলা, সেনা কর্তা ও বিচারপতিরা৷ এই লুটইয়েন এলাকাতে রয়েছে প্রধানমন্ত্রীর অফিস, রাষ্ট্রপতি ভবন ইত্যাদি৷ এমন এক এলাকায় আকাশপথে হামলার ছক কষেছে জঙ্গিরা৷ গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের৷ এই রিপোর্টকে তাঁরা মোটেই হালকাভাবে নিতে নারাজ৷ রিপোর্ট পাওয়ার পরই লুটইয়েন জোরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী, আকাশপথে বিমান থেকে বোমা বা গুলি বর্ষণ করে হামলা হবে এমনটা নাও হতে পারে৷ প্যারাগ্লাইড, প্যারাসেইল, ড্রোন, অ্যারো মডেল বা হট এয়ার বেলুনের মাধ্যমে হামলা করতে পারে জঙ্গিরা৷ লস্কর-ই-ত

মেয়ের জন্য ১২ জন কর্মী রাখলেন কোটিপতি বাবা

Image
লন্ডন: মেয়ে ভর্তি হয়েছে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে। উদ্বিগ্ন, স্নেহশীল বাবা প্রথম বর্ষের ছাত্রীর জন্য ১২ জন কর্মী রেখে দিয়েছেন, যাঁদের কাজ তাঁর মেয়েকে সাহায্য করা। এঁদের মধ্যে আছেন হাউস ম্যানেজার, ৩ জন হাউস কিপার, মালি, মেয়ের সর্বক্ষণের সহচরী ও বাটলার। রয়েছেন ৩ জন ফুটম্যান, একজন ব্যক্তিগত রাঁধুনি ও শোফার বা গাড়ি চালক। মেয়ে পড়াশোনা করছে, তাকে যদি অন্যদিকেও নজর দিতে হয়, তাহলে চলে? এই ভারতীয় কোটিপতির নাম জানা যায়নি। বাবার রেখে দেওয়া ১২ জন কর্মীর দৌলতে তাঁর মেয়েই এখন ইংল্যান্ডের সব থেকে 'অভিজাত' পড়ুয়া। তা ছাড়া মেয়ে ৪ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাকে যাতে অন্য ছাত্রছাত্রীদের মত হস্টেলে থাকতে না হয়, তাই বাবা বিশাল এক বিলাসবহুল প্রাসাদ কিনে ফেলেছেন। এই ১২ জন কর্মী সেখানে থেকেই মেয়ের দেখভাল করবেন। এই সব কর্মী চেয়ে কয়েক মাস আগে খবরের কাগজে বিজ্ঞাপন দেন ওই কোটিপতি। তাতে সর্বক্ষণের সহচরী বা লেডিজ মেইডের যে চাহিদা রাখা হয়, তাতে ছিল, ওই ছাত্রীর ঘুম ভাঙাতে হবে, অন্য কর্মীদের সঙ্গে বসে তাঁদের কাজকর্মের রুটিন ঠিক করে দিতে হবে, দরকার মত সাহায্য করতে হবে, মেয়ের আলমারি গ

বিপদসীমার উপরে বইছে গঙ্গার জল, লাল সতর্কতা জারি

Image
মালদহ: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই সতর্কতা জারি হয়েছে৷ তালিকায় রয়েছে মালদহও৷ এদিকে ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করে বইছে গঙ্গার জল৷ শুরু হয়েছে ভাঙনও৷ তাই প্রশাসনের তরফে লাল সতর্কতা জারি করা হল৷ গঙ্গার করাল গ্রাসে ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে কয়েক'শ হেক্টর জমি। সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে রতুয়া-১ ব্লকের বিলাইমারি গ্রামপঞ্চায়েতের নয়াবিলাইমারি, খাসচামনা, বিলাইমারি, জঙ্গলিটোলা এলাকা। প্রায় দু'হাজার পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলেও গিয়েছে। ফলে গৃহহীন অবস্থায় দিন গুনছেন বেশ কয়েকটি পরিবার। মালদহ জেলা সেচদফতরের আধিকারিক-সহ ব্লক আধিকারিক মঙ্গলবারই ঘটনাস্থল ঘুরে দেখবেন৷ প্রয়োজনে এলাকার লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ ইতিমধ্যে প্রশাসন সে ব্যবস্থা করেও ফেলেছে৷ এলাকাবাসীরাও নিজেরা সরে যাচ্ছেন৷ নদীর স্রোত বেশি থাকায় এলাকায় পৌঁছতে সমস্যা হচ্ছে৷ উদ্ধারকাজেও তার প্রভাব যে পড়ছে তা স্বীকার করতেই হয়৷ নির্বাহী বাস্তুকার প্রণবকুমার সামন্ত জানান, ''ভাঙন শুরু হয়েছে৷ আমরা আমাদের কর্

এডইস আক্রান্তকে হেনস্থা করলে লাখ টাকার জরিমানা, ১ বছর জেল পর্যন্ত হতে পারে

Image
নয়াদিল্লি: এবার থেকে HIV/AIDS আক্রান্ত ব্যক্তিকে হেনস্থা করলে, লাখ টাকার জরিমানা ও ১ বছরের জেল পর্যন্ত হতে পারে ৷ দ্রূত কার্যকর হতে চলেছে এই নিয়ম ৷ HIV/AIDS Act 2017-তে সোমবারই পড়েছে সিলমোহর ৷ সমাজে এইচআইভি আক্রান্তদের প্রতি যে বৈষম্য করা হয়, এই অ্যাক্টের মাধ্যমে তা বন্ধের চেষ্টাই করছে সরকার ৷ এইচআইভি আক্রান্ত মানুষ যাতে সঠিক চিকিৎসার বা শিক্ষার সুযোগ পান তার জন্যই এই নিয়মগুলো তৈরি হয়েছে ৷ সামাজিক কোন সুযোগ সুবিধা থেকে  শুধুমাত্র রোগের কারণে এইচআইভি আক্রান্তরা যাতে বঞ্চিত না হন, তার জন্যেই এই উদ্যোগ ৷ এছাড়াও চাকরি বা শিক্ষাক্ষেত্রে যোগদানের আগে এইচআইভি টেস্ট করার নিয়মও কোনভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে এই বিশেষ অ্যাক্টে ৷ কেউ এইচআইভির শিকার হলে, তার সম্মতি ছাড়া এই তথ্য প্রকাশ করা যাবে না ৷ আক্রান্তের বয়স যদি ১৮-র নীচে হয়, তাহলে তাদের ক্ষেত্রে বাড়তি কিছু সুরক্ষাবলির কথা উল্লেখ করা হয়েছে HIV/AIDS Act 2017-এ ৷ স্বাভাবিক নিয়মেই অন্যদের সঙ্গে এক ঘরে থাকতে পারবে তারা ৷ এক থালায় খেতে পারবে বাঁকা চোখের চাউনি এড়িয়েই  ৷ কারণ তাদের প্রতি অনিয়ম হলেই মোটা টাকার জরি

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের

Image
বর্ষীয়ান অভিনেতা বলেন, "আমার অভিনয় যদি একজনের মুখেও হাসি ফুটিয়ে থাকে, যদি একজনকেও বেঁচে থাকতে সাহায্য করে থাকে, সেটাই আমার শিল্পীসত্তার সবচেয়ে বড়় স্বীকৃতি।" অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডিলিট সম্মান তুলে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে। ছাত্র বিক্ষোভের জেরে ২০০ বছরের  প্রথা ভেঙে এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ডিরোজিত হলে না হয়ে অনুষ্ঠিত হচ্ছে নন্দন ৩ প্রেক্ষাগৃহে। সেখানেই বর্ষীয়ান অভিনেতার হাতে এই সম্মান তুলে দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অনুরাধা লোহিয়া। সম্মান গ্রহণ করে আবেগতাড়িত হয়ে পড়েন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর ছাত্রজীবন থেকে কলেজজীবন, নিজের লেখনীতে স্মৃতিচারণায় উঠে আসে অনেক কথাই। প্রেসিডেন্সি কলেজ পরববর্তীকালে বিশ্ববিদ্যালয়, শিক্ষায়নটিকে তার মেধার উত্কর্ষতার জন্য স্যালুট জানান তিনি। বলেন, ছোটোবেলা থেকেই কলেজ স্ট্রিট পাড়ার এই 'বাড়িটির' দিকে 'শঙ্কা মিশ্রিত সম্ভ্রম' নিয়ে তাকাতেন তিনি। কিন্তু শঙ্কা কীসের? নিজের ব্যক্তব্যে তার ব্যাখ্যাও এদিন দেন বর্ষীয়ান অভিনেতা। বলেন, তাঁর দাদা প্রেসিডেন্সিতে

স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ! পাল্টে যাচ্ছে টাকা লেনদেনের নিয়ম

Image
টাকা লেনদেনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ৷ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে এসবিআই ৷ নোট বাতিলের সময় একাধিক জালিয়াতির ঘটনা সামনে এসেছিল ৷ এর জেরে স্টেট ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজনের অ্যাকাউন্ট অন্য কেউ টাকা জমা করতে পারবেন না ৷ যদি 'A' নামে কোনও ব্যক্তির স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে কেবল সেই ব্যাঙ্কের ক্যাশকাউন্টারে গিয়ে টাকা জমা দিতে পারবে ৷ এমনকি বাবা বলে ছেলের অ্যাকাউন্টে টাকা জমা করতে দেওয়া হবে না ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এসবিআই-কে এই পদক্ষেপ নেওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে নোট বাতিলের সময় একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ৫০০ ও ১০০০ টাকার নোটে জমা করা হয়েছিল ৷ অ্যাকাউন্টহোল্ডারকে এত বড় অঙ্কের টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে অন্য কোনও ব্যক্তি তার অজান্তে অ্যাকাউন্টে টাকা জমা করেছে ৷ এরপর আয়কর বিভাগ সরকারি ব্যাঙ্কদের এমনটি একটি নিয়ম বানানোর পরামর্শ দিয়েছে যাতে অন্যের অ্যাকাউন্টে যেন অন্য কোনও ব্যক্তি তাতে ক্যাশ টাকা জমা করতে না পারে ৷ এর জেরে অ্যাকাউন্ট হোল্ডার

নাবালিকা ধর্ষণে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার-পুত্র

Image
বছর এগারোর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গুরগাঁওয়ের কুখ্যাত এক গ্যাংস্টারের পুত্রকে সোমবার গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। অভিযুক্তের নাম পীযূষ বানজারা। তার বাবা রাকেশ বানজারের নামে একাধিক খুন ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। পুলিশের দাবি, নেপালে পালোনোর ছক কষেছিল পীযূষ।  পুলিশ জানায়, গত ২৮ অগস্ট রাতে ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। পরদিন সকালেই এফআইআর করে তার পরিবার। কিন্তু, অভিযুক্ত গা-ঢাকা দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। সোমবার বিশেষ সূত্রে খবর পেয়ে, পুলিশ তাকে গ্রেফতার করে।  জেরায় পুলিশ জানতে পারে, অনেক দিন ধরেই সে ওই মেয়েটিকে টার্গেট করেছিল। ২৮ অগস্ট গাড়ি পার্কিংয়ের সময় সে বেসমেন্টে ওই মেয়েটিকে একা পেয়ে যায়। গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে, তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্ত। মেয়ে নিজে থেকে কিছু না-জানালেও, কিছু লক্ষণ দেখে মায়ের সন্দেহ হয়। মায়ের পীড়াপীড়িতে মেয়ে ঘটনার কথা জানালে, পরদিন থানায় গিয়ে এফআইআর করা হয়। 

পুরীতে ১২ দিন রেলের কাজে বাতিল বহু ট্রেন, সমস্যায় পর্যটকরা

Image
যাওয়া-আসার 'কনফার্মড' টিকিট হাতে পেয়ে যাঁরা নিশ্চিন্ত মনে পুরীযাত্রার পরিকল্পনা করেছিলেন, ভারতীয় রেলের একটি এসএমএসে তাঁদের আক্কেল গুড়ুম। রেলের পক্ষ থেকে এসএমএস করে যাত্রীদের জানানো হয়েছে, পুরী স্টেশনে সংস্কারমূলক কাজ চলবে ১২ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ধরে। ২৫ সেপ্টেম্বর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল। এই কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের আবার গন্তব্যের আগে যাত্রা শেষ হবে। আচমকা ট্রেন বাতিলের এমন ঘোষণায় চরম সমস্যায় যাত্রীরা।  রেলের কাজ চলার সময় যাঁদের ফেরার কথা, তাঁরা কী করে পুরী থেকে বেরোবেন? বোঝা যাচ্ছে না। এ ভাবে ট্রেন বাতিল হলে আদৌ টিকিট বিক্রি করা হয়েছিল কেন, সে প্রশ্ন তুলেছেন অনেকে? যাত্রীদুর্ভোগে দুঃখপ্রকাশ করে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, 'সংস্কারের কাজ শুরুর নেপথ্যে লম্বা তোড়জোড় থাকে। এই কাজের সঙ্গে যুক্ত দল সবুজ সঙ্কেত দিলে সংস্কারের মূল প্রক্রিয়ায় হাত দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর যে কাজ শুরু করা যাবে, সেটা আগে থেকে ঠিক ছিল না।' ২০১৫-য় জগন্নাথের 'নব কলেবর' উৎসবের কিছুদিন আগে পুরী-খুর্দা রোড সিঙ্গল লাইন ব

ওয়াশিংটনের বিরুদ্ধে সিরিয়ার উপর ফসফরাস বোমা বিস্ফোরণের অভিযোগ করল মস্কো৷

Image
রুশ নিশানায় আমেরিকা৷ ওয়াশিংটনের বিরুদ্ধে সিরিয়ার উপর ফসফরাস বোমা বিস্ফোরণের অভিযোগ করল মস্কো৷ অভিযোগে বলা হয়েছে, সিরিয়ার দের-আল-জোর প্রদেশের হাজিন শহরে এই বোমা বিস্ফোরণ করে মার্কিন সেনা৷ শনিবার গভীর রাতে মার্কিন বোমারু বিমান এফ-১৫ থেকে নিক্ষেপ করা হয় এই বোমা৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, চাপানউতোর তৈরি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে৷ যদিও রাশিয়ার করা অভিযোগ অস্বীকার করেছে আমেরিকা৷ জানা গিয়েছে, এই হাজিন শহর হল আইএস জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি৷ সেখানে অনেকদিন ধরেই ওঁত পেতে রয়েছে জঙ্গি সংগঠনের সদস্যরা৷ রাশিয়ার করা অভিযোগ সম্পর্কে মুখ খুলেছে পেন্টাগন৷ কমান্ডর শেন রবার্টসন জানান, এমন কোনও তথ্য তাঁদের কাছে নেই৷ সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনার কাছে হোয়াইট ফসফরাস বোমার মতো কোনও রাসায়নিক উপাদান নেই বলেও জানান তিনি৷ যদিও এর আগে একাধিকবার আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ করেছে সিরিয়ায় কাজ করে চলা বহু মানবাধিকার সংগঠন৷ তাঁদেরও অভিযোগ, জঙ্গি সংগঠনকে খতমের জন্য সিরিয়ায় হোয়াইট ফসফরাস বোমার ব্যবহার করছে মার্কিন বায়ু সেনা৷ পূর্ব সিরিয়ার অনেকাংশে এখনও দখল করে রেখেছে

গর্তের ভিতরে কর কঙ্কাল ?

Image
কৃষ্ণনগর: চারদিকে বাঁশঝাড়, অন্যান্য গাছে ঘেরা ঘন জঙ্গল৷ দিনের আলোতেও ওই এলাকায় ঢুকলেই কেমন একটা গা ছমছম ভাব৷ তাই সচরাচর কেউ ওই জঙ্গলে পা রাখেন না৷ বারবার এলাকার শিশুদেরও ওই জঙ্গলে ঢুকতে বারণ করেছেন তাঁরা৷ কিন্তু, কে শোনে কার কথা? না জানিয়ে জঙ্গলে ঢুকতেই ঘটল অবাক কাণ্ড৷ সামনে এল গাঁয়ে কাঁটা দেওয়া ঘটনা৷ নদিয়ার চকদিক নগরের গোপালপুরে জঙ্গলে ঢুকেই একটা গর্ত দেখতে পায় শিশুরা৷ কৌতূহলবশত ওই গর্তে মুখ বাড়াতেই ভয় পেয়ে যায় তারা৷ দেখে, গর্তের মধ্যেই পড়ে রয়েছে মানুষের হাড়গোড়৷ সঙ্গে কঙ্কালের মাথা৷ ব্যাস, ওই দেখেই ভয়ে দৌড়ে জঙ্গল ছাড়ে শিশুরা৷ ছুটতে ছুটতে ওই শিশুরা বাড়ি গিয়ে পৌঁছে গোটা ঘটনাটি জানায়৷ কঙ্কালের উদ্ধারের খবরই এখন 'টক অফ দ্য টাউন'৷ স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ সিংহ ১৮ আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান৷ পরিজনরা ভেবেছিলেন, হয় তো কাজের খোঁজে ভিন রাজ্যে চলে গিয়েছেন তিনি৷ কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবেন৷ কিন্তু, প্রায় বাইশ দিন কেটে গেলেও কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন বাড়ির লোকজনেরা৷ ইতিমধ্যেই কঙ্কালের উদ্ধারের ঘটনা আশঙ্কা বাড়াচ্ছে নিখোঁজ বিশ্বনাথের পরিজনদের৷ তাঁর

ভারতকে ফের ল্যাং মারল নেপাল! এবার চিনের সামরিক অনুশীলনে যোগ ওলির দেশের

Image
ভারতকে পরপর তিনটি বড় ধাক্কা দিল সবসময়ের বন্ধু দেশ নেপাল। প্রথমে চিনের বন্দর ব্যবহার, তারপরে ভারতে অনুষ্ঠিত বিমস্টেকের সেনা মহড়ায় যোগ না দেওয়া। আর এবার চিনের সেনা অনুশীলনে যোগ দিয়ে ভারতকে নতুন বার্তা দিল নেপাল। হিমালয়ের দেশ ১২ দিন দীর্ঘ সেনা অনুশীলনে যোগ দিচ্ছে। এমাসের শেষেই এই অনুশীলন হবে। ভারতের কাছে এই পদক্ষেপ ততটা সুখদায়ক না হলেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে পারে না। তবে চিনের সঙ্গে নেপালের এত ঘনিষ্ঠ সম্পর্ক নিঃসন্দেহে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। নেপাল সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গোকুল ভান্ডারী জানিয়েছেন, চিনের সঙ্গে সেনা অনুশীলন করছে নেপাল। এটিকে বলা হচ্ছে সাগরমাথা ফ্রেন্ডশিপ ২। ১৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুশীলন চলবে চিনের চেংদুতে। মূল লক্ষ্য থাকবে সন্ত্রাসবাদ কীভাবে প্রতিরোধ করা যায় তার উপরে। নেপাল-চিন সেনা অনুশীলন নিয়ে এত প্রশ্ন উঠছে কারণ একদিন আগেই ভারতেক পুনেয় অনুষ্ঠিত বিমস্টেকের সেনা মহড়ায় নেপাল আসবে না বলে জানিয়েছে। বিমস্টেক ভুক্ত দেশগুলিতে নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে ভারতের যে অবস্থান তার সঙ্গে পুরোপুরি সহমত নয় নেপাল। তার উপরে পুন

শ্বশুরবাড়িতে পুড়ে মৃত্যু হয়েছিল মেয়ের, সুবিচার চেয়ে এখনও অপেক্ষা করে চলেছেন মা

Image
দিদিমার মোবাইলে মায়ের পুরনো ছবি দেখলেই মুখ ঘুরিয়ে নেয় শিশুটি। সেখান থেকে মুছেও দিয়েছে কিছু ছবি। মায়ের ছবি দেখতে চায় না সে। তার সামনে কোনও আগুন জ্বালালে এখনও চিৎকার করে ওঠে ভয়ে। বলে ওঠে, 'বন্ধ কর'। গত বছর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এই শিশুপুত্রের মা তানিয়া অগ্নি আলির। বছর ঘুরলেও তানিয়ার রহস্যজনক মৃত্যুর বিচার প্রক্রিয়া শুরু হয়নি এখনও। বিচারের আশায় দুই নাতি-নাতনিকে আগলে অপেক্ষা করছেন তানিয়ার বাবা-মা। ২০১৭-র ৭ সেপ্টেম্বর বছর সাতাশের তানিয়া অগ্নি আলিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজারহাটের বিষ্ণুপুর দাসপাড়ায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেন পড়শিরা। কিন্তু ততক্ষণে তাঁর শরীরের ৯৯ শতাংশই পুড়ে গিয়েছিল। দু'দিন পরে, ৯ সেপ্টেম্বর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃতার পরিজনেরা অভিযোগ করেছিলেন, তাঁদের মেয়েকে পুড়িয়ে মেরে ফেলেছেন তাঁর স্বামী, শাশুড়ি ও ননদ। ওই অভিযোগের ভিত্তিতে তানিয়ার স্বামী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবাল আলি গ্রেফতার হন। তিন মাস জেলে থাকার পরে জামিন পেয়ে যান তিনি। জামিন পেয়ে যান তানিয়ার শাশুড়ি ও ননদও। অর্থাৎ, বর্তমানে অভিযুক্তেরা সকলেই জামিনে মুক্ত। তানিয়ার পরিবারের আইনজীবী চন্দ্রশ

মাদকের টাকা মেটাতে বাবাকে বন্ধক রাখলো ছেলে।

Image
লালবাগ: পাওনাদারদের হাত থেকে বাঁচতে বাবাকে অপহরণ করে মাদক কারবারিদের কাছে জিম্মা রেখে পলাতক ছেলে। মাদক পাচারকারী গুণধর ছেলে সেঞ্জারুলকে পুলিশ ধরতে না পারলেও, রবিবার তার নিরীহ বাবা মতিউর রহমানকে মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে লালগোলা থানার পুলিশ।   পুলিশ সূত্রে জানা যায়, লালগোলা থানার গণেশপুরের বাসিন্দা মতিউর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাঁর পরিবার ৩১ আগস্ট থানায় লিখিত অভিযোগ করে। তার দু'দিন পর মতিউরের স্ত্রী সাদেনুর বিবি তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে বলে ফের থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মুক্তিপণ হিসেবে ১৫ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকারের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। এর পরেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অপহৃতের পরিবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিচার চেয়ে আবেদন করে। ততদিনে লালগোলা থানার পুলিশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে এই অপহরণের সঙ্গে মতিউরের পরিবারের লোকজন যুক্ত আছে। তদন্তে শেষে পুলিশ জানতে পারে, ২২ আগস্ট মতিউরের ছেলে সেঞ্জারুল মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা মহসিন শেখের কা

অন্তঃসত্ত্বাকে খুন করে স্যুটকেসে পুরলেন প্রতিবেশী, তারপর...

Image
নয়ডা: প্রতিবশী মহিলার কাছে প্রচুর গয়না ও দামি জামা কাপড় রয়েছে ৷ এই লোভে ওই মহিলাকে গলা টিপে খুন করে, সুটকেসে পুরলেন এক দম্পতি ৷ ঘটনা নয়ডার ৷ কিছু মাস আগেই বিয়ে হয়ে নয়ডার বিসরাখ এলাকায় থাকতে শুরু করেন মালা ৷ সেই সূত্রে ঋতু ও সৌরভের প্রতিবেশী হন তিনি ৷ গত বৃস্পতিবার নিজের বাপের বাড়ি থেকে আনা গয়না ও জামাকাপড় এক আত্মীয়কে দেখাচ্ছিলেন মালা ৷ তখন তার বাড়িতে উপস্থিত ছিলেন ঋতু ৷ এত সম্পত্তি দেখে ভড়কে যায় ঋতু ৷ তখনই ছকে ফেলে মালাকে খুনের প্ল্যান ৷ পরের দিনই মালার স্বামী চাকরি জন্য বেরিয়ে যাওয়াতেই তাকে নিজেদের বাড়ি ডাকে সৌরভ-ঋতু ৷ গলা টিপে খুন করে মালাকে ৷ যেই সুটকেসে দামি জিনিসপত্র ছিল, সেখানেই মালাকে পুরে ফেলে তারা ৷ হাতিয়ে নেয় মালার সব সম্পতি ৷ ঘটনার পর গা ঢাকা দেয় সৌরভ-ঋতু ৷ মেয়েকে খুনে মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেন মালার পরিবার ৷ পরে তদন্তে নেমে সৌরভ ও ঋতুকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোপাট হওয়া সম্পতিও ৷

বনধ না করেও আন্দোলন করা যায় বললেন মুখ্যমন্ত্রী

Image
কলকাতা: পেট্রল-ডিজেলের দাম বাড়া এবং টাকা দুর্বল হওয়ার  জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক অব্যবস্থাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সোমবার নবান্ন থেকে  সাংবাদিকদের তিনি জানিয়েদেন বনধই প্রতিবাদের প্রথম বা শেষ পথ নয়। কংগ্রেস সহ  21 টি দলের ডাকা বনধে তেমন প্রভাব কলকাতা সহ বাংলায় সেভাবে পড়েনি। সেই 2016 সালের নোটবন্দি এবং তার পরের বছর জিএসটির মতো সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আর্থিক নীতির সমালোচনায় সরব হয়েছেন মমতা। এদিন আরও একবার মোদী সরকারকে নিশানা করে তিনি বললেন বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের আর্থিক অব্যবস্থার জন্য।সাংবাদিকদের মমতা বলেন, 'সরকারের আর্থিক অব্যবস্থার জন্যই পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। অন্যদিকে টাকার দাম পড়ছে। সাধারণ মানুষের জীবনের কোনও মূল্যই নেই। দাম বাড়তে বাড়তে শেষমেশ কোথায় গিয়ে থামবে তা বোঝা যাচ্ছে না।' বনধ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, বনধের কারণগুলিকে আমরা সমর্থন করি। কিন্তু বনধকে নয়। বাম আমলে বনধের জন্য রাজ্যের আশি লক্ষ কর্ম দিবস নষ্ট হয়েছে। তাই আর বনধ নয়। আমি মনে করি বনধ আন্দোলনের প্রথম এবং শেষ কথা  নয়। অন্য একটি প্রস

নাবালিকা ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতার স্বামী

Image
কলকাতা: ভয়াবহ অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রীর আত্মীয়ের বিরুদ্ধে। সোমবার পুলিশ জানায়, ওই তৃণমূল নেত্রীর স্বামী গত দেড়বছর ধরে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। গতকালই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের ওই নেত্রী নিজে একজন কাউন্সিলর এবং বরানগর মিউনিসিপালিটির চেয়ারপার্সন। পুলিশের এক কর্তা জানান, অভিযুক্ত ব্যক্তিকে শনিবার শেষ রাতে কলকাতা বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। "ওই নাবালিকার অভিভাবকরা বেশ কয়েক মাস আগেই বেলঘড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, তাঁদের সন্তানকে ওই অভিযুক্ত গত দেড়বছর ধরে ধর্ষণ করে যাচ্ছে। ওই অভিযোগের ওপর ভিত্তি করেই আমরা গ্রেফতার করি অভিযুক্তকে। যদিও যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁরা অভিযোগ দায়ের করার পর থেকেই অন্তরালে রয়েছেন", বলেন ওই পুলিশকর্তা। ওই অভিভাবকরা অভিযোগ করেন যে, তাঁদের মেয়ে যখন এক গৃহশিক্ষকের কাছে পড়তে যেত, সেইসময়ই তাকে ধর্ষণ করত ওই অভিযুক্ত। ওই গৃহশিক্ষকের ফ্ল্যাটের পাশেই যার বাড়ি, বলেন তিনি। তিনি আরও বলেন, "ওই নাবালিকার অভিভাবকরা স্পষ্ট অভিযোগ করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি ওই মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণ করত প্রত্যেক

প্রধানমন্ত্রীকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা মমতার

Image
কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। ইন্দো-বাংলাদেশ রেল যোগাযোগ এবং এরাজ্যের উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রির বিষয়ে গতকাল এক ভিডিয়ো কনফারেন্স হয়। তাতে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর গতকাল নবান্ন থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সুষমা স্বরাজ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর শুভেচ্ছা বিনিময় করেন। ভারতের সঙ্গে ত্রিপুরা হয়ে বাংলাদেশে রেল চলাচল করবে। এরাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির উপর কড়া নজরদারির কথা বলা হয় গতকালের ভিডিয়ো কনফারেন্সে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন। পশ্চিমবঙ্গ থেকে উদ্বৃত্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করবে রাজ্য। তার জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র প্রয়োজন। সেই কারণেই গতকাল কেন্দ্রীয় সরকারের উপস্থিতিতে এই আলোচনা সারলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মুখ্যম

ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩৫

Image
আবুজা: ভয়াবহ বিস্ফোরণে ৩৫ জন মৃত উত্তর নাইজেরিয়াতে। একটি গ্যাস ট্যাঙ্কার ফেটে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর। নাইজেরিয়ার SEMA ( State Emergency Management Agench) তরফে জানানো হয়েছে একটি পেট্রোল-স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। রাজধানী শহর আবুজার সঙ্গে উত্তর এবং দক্ষিণ নাইজেরিয়ার যোগযোগ রক্ষা করে লাফিয়া মাকুরাডি রোডো। এই রোডেই একটি পেট্রোল স্টেশনে গাড়িটি বিষ্ফোরণ করেছে। SEMA আ্যাক্টিং ডিরেক্টর বলেন, 'গ্যাস বেরনোর ফলেই বিস্ফোরণ। আমরা সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছি ৩৫ জন এই দুঘটনায় মারা গেছে। যাদের মধ্যে অনেকেয় ঘটনাস্থলে মারা যান।"

স্ত্রী’র মুণ্ড হাতে থানায় এসে আত্মসমর্পণ স্বামীর

Image
চিকমাঙ্গালুর: স্ত্রী'র কাটা মুণ্ড নিয়ে আত্মসমর্পণ করতে থানায় হাজির হলেন স্বামী। এই হাড় হিম করা ঘটনার কেন্দ্রস্থল কর্ণাটকের চিকমাঙ্গালুর। বাড়ি ফেরার পর স্ত্রী রূপাকে অন্য পুরুষের সঙ্গে দেখার পর মাথা ঠিক রাখতে পারেননি সতীশ। রাগের বসে রূপার সঙ্গীকে আক্রমণ করতে গিয়ে সেই কোপ পড়ে যায় রূপার উপর। বিপদ বুঝে পালিয়ে যায় রূপার সঙ্গী।   ৩০ বছর বয়সী সতীশের সঙ্গে রূপার বিয়ে হয় নয় বছর আগে। তাদের দুটি সন্তানও রয়েছে। এদিকে গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রূপা। সতীশ তাদের বারবার সতর্ক করলেও লাভ হয়নি কিছুই।  রবিবার বেঙ্গালুরু থেকে ফিরে সতীশ এই ঘটনা দেখার পর নিজেকে আর স্থির রাখতে পারেনি। ক্রোধের বশে সেখানেই স্ত্রী'র মুণ্ডচ্ছেদ করেন। তারপর সেই কাটা মাথা একটি ব্যাগে নিয়ে মোটরবাইক চালিয়ে ২০ কিলোমিটার দূরের থানায় উপস্থিত হন। এরপর থানায় ঢোকার আগে ব্যাগ থেকে সেই মুণ্ড বের করে চুলের মুঠি ধরে নিয়ে যান পুলিশের কাছে। পুলিশ তাকে গ্রেফতার করে।চিকমাঙ্গালুর পুলিশ সুপার আন্নামালাই কুপ্পাস্বামী জানিয়েছেন, তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে৷

জেনে নিন গোলমরিচের কয়েকটি গুন

Image
রান্নাঘরে গোলমরিচ তো সকলেরই থাকে৷ কিন্তু জানেন কী এই গোলমরিচের গুনাগুন৷ কিছু কিছু ক্ষেত্রে এই গোলমরিচ ঔষধিরও কাজ করে৷ সকালে খালি পেটে ইষদুষ্ণ জলের সঙ্গে যদি গোলমরিচ খেতে পারেন তা আপনার বহু সমস্যার সমাধান করবে৷ আয়ুর্বেদ শাস্ত্র বলে খালি পেটে গোলমরিচ সেবন করলে তা মানবদেহে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ যা শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার শক্তি দেয়৷ যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্যও গোলমরিচ খুব উপকারী৷ ডিহাইড্রেশনের সমস্যা থাকলে এই গোলমরিচ কিন্তু অব্যর্থ৷ হাল্কা উষ্ণ জলের সঙ্গে গোলমরিচ খান৷ এটি আপনার শরীরে জলের অভাব তৈরি হতে দেবে না৷ ত্বকের রুক্ষ্মতা হঠাতেও এর জুড়ি নেই৷   গোলমরিচ কিন্তু অতিরিক্ত ফ্যাট কমাতেও কার্যকরী৷ ইষদুষ্ণ গরম জলের সঙ্গে গোলমরিচ খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে৷ ক্যালরি বার্ন করতেও উপকারী৷ যাদের সর্দি লাগার ধাত আছে তারাও গোলমরিচ খেলে উপকার পাবেন৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে জলের সঙ্গে গোলমরিচ খেলে উপকার পাবেন৷ এক কাপ জলে লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন৷ সামান্য বিট লবনও দিতে পারেন৷ কিছুদিন খেলেই এর উপকারিতা ব

তেলে ছেঁকা অব্যাহত, নয়া উচ্চতায় পেট্রল ও ডিজেলের দর

Image
নয়াদিল্লি: বিশ্ববাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি ও টাকার দরের অবাধ পতনে মঙ্গলবার তেলের দাম উঠল রেকর্ড উচ্চতায়৷ সকাল হতেই এদিন আরও এক দফা পেট্রল ও ডিজেলের দাম বাড়াল তেল কোম্পানিগুলি৷ রাজধানী দিল্লিতে পেট্রল ৮১ ছুঁই ছুঁই৷ এদিন দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১৪ পয়সা৷ নতুন দাম হয়েছে ৮০.৮৭ পয়সা৷ দাম বেড়েছে ডিজেলেরও৷ দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭২.৯৭ পয়সা৷ পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় নাজেহাল অবস্থা মুম্বইয়ের৷ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বাণিজ্য নগরীতে জ্বালানির দাম সবচেয়ে বেশি৷ মঙ্গলবার মুম্বইয়ের পেট্রলপাম্পের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে জ্বলজ্বল করছে নতুন দাম৷ পেট্রল ৮৮.২৬ পয়সা, ডিজেল ৭৭.৪৭ পয়সা৷   সকালে ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটে তেলের দাম ঘোষণা হতেই মাথায় হাত মধ্যবিত্তের৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও টাকার দর কমে যাওয়ায় দেশে পেট্রল ও ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে দিচ্ছে৷ পরিসংখ্যান বলছে চলতি বছর দিল্লিতে পেট্রলের দাম প্রায় ১১টাকা বৃ্দ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে আরও বেশি ১৩ টাকা৷ একই হাল অন্যান্য শহরেও৷ ক্রমাগত তেলের দাম বাড়তে

বন্‌ধ না হয় হল, দামের কী হবে

Image
তেলের চড়া দরের ক্ষোভের আগুনেই পুড়বে লঙ্কা। এই আশাতেই সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন বিরোধীরা। কিন্তু পেট্রল পাম্প থেকে বাজার, অফিস থেকে পাড়ার আড্ডা— দিনের শেষে সর্বত্র ঘুরপাক খেল প্রশ্ন, বন্‌ধ তো হল, কিন্তু দাম? দেশে পেট্রল, ডিজেলের দর নির্ভর করে মূলত দু'টি জিনিসের উপরে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম এবং টাকার সাপেক্ষে ডলারের দর। হিসেব বলছে, দু'টির কোনওটিই এই মুহূর্তে কমার মেজাজে নেই। অশোধিত তেলের দাম বাড়ছে। তার উৎপাদন বাড়ানোর কথাও হালে বলেনি তেল উত্তোলনকারী দেশগুলি। উল্টে ইরানের উপরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওই দেশ থেকে তার জোগান কমেছে। আর তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডলারের আক্রমণ। ৩১ অগস্ট থেকে এ পর্যন্ত এক দিন বাদে রোজই বেড়েছে মার্কিন মুদ্রার দর। সোমবারই এক লাফে তা চড়েছে ৭২ পয়সা। পৌঁছে গিয়েছে ৭২.৪৫ টাকায়। তার প্রভাব যে কত তীব্র, তা স্পষ্ট এই সময়ের মধ্যে পেট্রল, ডিজেলের দৈনিক দাম বৃদ্ধির অঙ্কেও। ৩১ অগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে দাম বাড়েনি (একই থেকেছে) মাত্র এক দিন। বাকি প্রতিদিন জ্বালানির দর চড়েছে। পেট্রল বেড়েছে দিনে ৪৭ পয়সা পর্যন্ত। ডিজেল আরও ব

ব্রহ্মপুত্রে ডুবন্ত মা-পিসিকে বাঁচিয়ে হিরো এই কিশোর

Image
তার কথা যে এমন 'ফলে' যাবে তা ভাবেনি ১২ বছরের ছেলেটা। গুয়াহাটি থেকে 'ব্রহ্মপুত্র' নামের নৌকায় চেপে ব্রহ্মপুত্র পারাপারের জন্য রওনা হওয়ার সময়েই অন্য নৌকার মাঝিরা সতর্ক করেছিলেন, ও নৌকার ইঞ্জিন খারাপ! ষষ্ঠ শ্রেণির ছাত্র কমলকৃষ্ণ দাস সঙ্গে থাকা মা ও পিসিকে মজা করে বলেছিল, ''যদি নৌকা ডুবে যায়, তোমরা শুধু মুখ বন্ধ রাখবে। জল গিলবে না। বাকিটা আমি দেখে নেব।'' মিনিট দশেকের মধ্যেই অঘটন ঘটল। ব্রহ্মপুত্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় টুকরো টুকরো হয়ে গেল নৌকা। আর সকলের সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়েছিল কমলও। নিয়ম করে ব্রহ্মপুত্রের বুকে দাপাদাপি করা কিশোরের কাছে সাঁতরে পাড়ে চলে আসা কোনও ব্যাপারই ছিল না। কিন্তু পাড়ে পৌঁছে সে দেখতে পায়, সাঁতার না জানা মা ও পিসি কোথাও নেই। মুহূর্তের মধ্যে ফের বর্ষায় ফুঁসতে থাকা ব্রহ্মপুত্রে ঝাঁপিয়ে পড়ে কমল। মা জিতুমণি দাসের হাতটা ভেসে ওঠে জলের উপরে। পলকে মায়ের হাতের বালা দেখে চিনতে পেরে মায়ের চুল ধরে টেনে তোলে সে। কোনও মতে জল প্রকল্পের নির্মীয়মাণ পিলারের বেদিতে তুলে দেয় মাকে। তত ক্ষণে পিসি মীনাক্ষী দাস নৌকোর ভাঙা কাঠ ধরে অনেক দূরে ভেসে গিয়েছেন। পিসি

বন্‌ধে বাংলায় জনজীবন প্রায় স্বাভাবিক

Image
কোথাও সড়ক, কোথাও রেল অবরোধ। আর তার জেরে সোমবার, সপ্তাহের প্রথম দিনই কাজে বেরিয়ে ভুগতে হল এ রাজ্যের বহু মানুষকে। তবে, মোটামুটি ভাবে রাজ্যের জনজীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কংগ্রেস ও বামেদের ডাকা এ দিনের বন‌্ধ। নবান্ন-সহ রাজ্যের সরকারি অফিস-কাছারিতে হাজিরা ছিল স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্য তেমন ভাবে বিঘ্নিত হয়নি। প্রভাব পড়েনি উত্তরের চা-বাগানগুলিতে। শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকলেও লোকজন তুলনায় কম বেরিয়েছিলেন। কয়েকটি জায়গায় বিক্ষোভ হলেও কোনও গোলমাল হয়নি। নিজের 'গড়' মুর্শিদাবাদে তাঁর আর সেই প্রতিপত্তি নেই। তবু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভারত বন্‌ধের দাপট দেখাতে সোমবার নিজেই নেমেছিলেন বহরমপুরের রাস্তায়। তবুও সার্বিক ভাবে এই জেলায় বন্‌ধ সফল হয়নি। অধীর অবশ্য দাবি করেছেন, ''বন্‌ধ সর্বাত্মক।'' অবরোধ ছিল মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুর্গাপুরের মায়াবাজারের কাছে আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস আটকে দেন সিপিএম কর্মী-সমর্থকেরা। পানাগড় বাজারে জাতীয় সড়ক অবরোধ করা হয়। সকাল সাড়ে ৮টা নাগাদ ভাতারে বর্ধমান-কাটোয়া রোডে যানবাহন আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে দু

দুর্গা পুজোর জন্য ২৮ কোটি দিলেন মমতা

Image
রাজ্যের ২৮ হাজার বারোয়ারি পুজো কমিটির জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলক্ষে পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনিক সমন্বয় বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কলকাতার তিন হাজার এবং জেলাগুলির ২৫ হাজার পুজো কমিটি প্রত্যেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবে। কলকাতায় এই টাকা দেবে পুরসভা ও দমকল। বিতরণ করবে কলকাতা পুলিশ। জেলার পুজোগুলিকে অনুদান দেবে রাজ্যের পর্যটন, ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী দফতর এবং রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্যে বিরোধীরা রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছে। তাদের মতে, দুর্গাপুজো এখন সামাজিক উৎসবে পরিণত হলেও আসলে তা একটি নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান। কোনও একটি নির্দিষ্ট ধর্মের জন্য সরকার এভাবে অর্থ বরাদ্দ করতে পারে কি না, প্রশ্ন তুলেছে তারা। পাশাপাশি, লোকসভা ভোটের দিকে তাকিয়ে পুজো কমিটিগুলিকে ঢালাও টাকা বরাদ্দ করার পিছনে ধর্মভিত্তিক রাজনীতি করার প্রবণতা আছে বলেও বিরোধীদের অভিযোগ। এমনকী, সেতু মেরামতের টাকা না মেলা নিয়েও খোঁচা দিয়েছে তারা। বিষয়টির মধ্যে যে 'রাজনীতি'র গন্ধ রয়েছে, তার ইঙ্