বিপদসীমার উপরে বইছে গঙ্গার জল, লাল সতর্কতা জারি


মালদহ: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই সতর্কতা জারি হয়েছে৷ তালিকায় রয়েছে মালদহও৷ এদিকে ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করে বইছে গঙ্গার জল৷ শুরু হয়েছে ভাঙনও৷ তাই প্রশাসনের তরফে লাল সতর্কতা জারি করা হল৷

গঙ্গার করাল গ্রাসে ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে কয়েক'শ হেক্টর জমি। সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে রতুয়া-১ ব্লকের বিলাইমারি গ্রামপঞ্চায়েতের নয়াবিলাইমারি, খাসচামনা, বিলাইমারি, জঙ্গলিটোলা এলাকা। প্রায় দু'হাজার পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন৷

ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলেও গিয়েছে। ফলে গৃহহীন অবস্থায় দিন গুনছেন বেশ কয়েকটি পরিবার। মালদহ জেলা সেচদফতরের আধিকারিক-সহ ব্লক আধিকারিক মঙ্গলবারই ঘটনাস্থল ঘুরে দেখবেন৷ প্রয়োজনে এলাকার লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ ইতিমধ্যে প্রশাসন সে ব্যবস্থা করেও ফেলেছে৷ এলাকাবাসীরাও নিজেরা সরে যাচ্ছেন৷

নদীর স্রোত বেশি থাকায় এলাকায় পৌঁছতে সমস্যা হচ্ছে৷ উদ্ধারকাজেও তার প্রভাব যে পড়ছে তা স্বীকার করতেই হয়৷ নির্বাহী বাস্তুকার প্রণবকুমার সামন্ত জানান, ''ভাঙন শুরু হয়েছে৷ আমরা আমাদের কর্মীদের নিয়ে দিন রাত কাজ করছি৷ তবে নদীর জল আরও বাড়বে। ইতিমধ্যে গঙ্গার তীরবর্তী নিচু এলাকার বেশ কয়েকটি গ্রামে জল ঢুকছে৷ আমরা তাদের উদ্ধারের কাজ শুরু করেছি৷''