Posts

Showing posts from August 27, 2018

ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখে ক্যুরিয়রে চিতাভস্ম চাইল মেয়ে

Image
নীরিবাই ধীরজ প্যাটেল মুম্বই শহর থেকে ৮০ কিলোমিটার দূরে মানোরে প্রয়াত হয়েছেন। বছর ৬৫-র এই পার্সি মহিলার পরিবারের আর কেউ ছিলেন না। একমাত্র বিবাহিত মেয়ে থাকেন আহমেদাবাদে। মৃত্যুর পরে প্রতিবেশীরা দেহ সৎকারের আগে মেয়েকে ফোন করে মায়ের মৃত্যু সংবাদ দেন। মেয়ে জানান, এখুনি আসতে পারবেন না। উল্টে হোয়াটসঅ্যাপে শেষকৃত্যের ভিডিও পাঠাতে বলেন। শুধু তাই নয়, ভিডিও কলে মায়ের শেষকৃত্যও আহমেদাবাদে বসে দেখেছেন মেয়ে। তারপরে ক্যুরিয়রে চিতাভস্ম চেয়ে পাঠিয়েছেন। গ্রামবাসীদের আবদান জানিয়েছেন, মায়ের মুখ যেন শেষবার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে তাকে দেখানো হয়। গ্রামবাসীরা মেয়ের কথা শুনেই কাজ করেছেন। নীরিবাঈ অনেকদিন অসুস্থ ছিলেন। মেয়ে দেখতেও আসতেন না। শেষকৃত্যেও আসেননি। গ্রামে পার্সি রীতি মেনে শেষকৃত্যের কোনও ব্যবস্থা নেই। নীরিবাঈ প্রয়াত হওয়ার পর তাই মেয়েকেই ফোন করে গ্রামবাসীরা পরামর্শ চান। শেষ অবধি বৃদ্ধাকে গ্রামেই দাহ করার ব্যবস্থা করা হয়। মেয়ে কেন এলেন না, তা স্পষ্ট করে জানা যায়নি।

রুপো জিতে কোটিপতি হয়ে গেলেন দ্যূতি চাঁদ

Image
ভুবনেশ্বর : এশিয়ান গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ে রুপো জয়ী দ্যূতি চাঁদকে দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা করল ওড়িশা সরকার ৷ ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে ঐতিহাসিক অ্যাচিভমেন্ট দ্যূতির ৷ ১১.৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রবিবারই রুপো পেয়েছিলেন দ্যূতি ৷ এবার সেই দ্যূতির পারফরম্যান্সকে স্বীকৃতি দিতেই ওড়িশা সরকারের অভিনব উদ্যোগ ৷ এছাড়াও ওড়িশা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি বিবৃতিতে জানানো হয়েছে, ''এশিয়ান গেমসের মঞ্চ থেকে ২০ বছর বাদে এই স্বীকৃতি এনে দিয়েছে ওড়িশা ৷ ১৯৯৮ সালে ওড়িশার অ্যাথলিট রচিতা পান্ডা মিস্ত্রি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ৷ ''  এছাড়াও আরও বলা হয়েছে, ''ওঁর প্রতিভার স্বীকৃতিস্বরূপ ওঁকে যাতে আরও কঠিন পরিশ্রমের জন্য মোটিভেট করা যায় তাই এই দেড় কোটি টাকা পুরস্কার দেওয়া হচ্ছে ৷ '' দ্যূতির সাফল্যে ইতিমধ্যেই টুইটারে প্রধানমন্ত্রী থেকে ক্রিকেটার সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তরুণ এই অ্যাথলিটকে ৷

বন্ধুর বাড়িতে ডেকে প্রেমিকাকে ধর্ষণ, অপমানে আত্মহত্যার চেষ্টা তরুণীর

Image
যুবতীকে ধর্ষণ করে ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ যুবতীকে ৷ হাবড়া: যুবতীকে ধর্ষণ করে ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ যুবতীকে ৷ অপমান, লজ্জায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবতী ৷ আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনার সঙ্গে যুক্ত আরেক যুবক পলাতক ৷ ঘটনাটি ঘটেছে হাবড়া থানার রবীন্দ্রপল্লী এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের বাসিন্দা এক ছাত্র ওই এলাকায় ভাড়া নিয়ে থাকত ৷ যুবতীকে দরকারি কাজ আছে বলে ঘরে ডেকে ধর্ষণ করে ৷ ছবি তুলে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠে যুবকের বিরুদ্ধে ৷ মনসার পুজোর দিন প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ডেকে ধর্ষণ করে যুবক ৷ এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল তরুণী ৷ এর জেরে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে নির্যাতিতা ৷ সামাজিক লজ্জার হাত থেকেই বাঁচতে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের ৷

এশিয়াডে রুপোলি মেয়ে সুধা

Image
জাকার্তা: অ্যাথলেটিক্সে আরও একটি রুপো ভারতের৷ এবার মেয়েদের ৩০০০ মিটার স্টিপেলচেজে রুপোর পদক গলায় ঝোলালেন ভারতের সুধা সিং৷  অন্যদিকে মেয়েদের লং জাম্পে ৬.৫১ মিটার জাম্প দিয়ে রুপো জিতছেন নিনা ভারাকিল৷ সপ্তাহের প্রথম দিনে অ্যাথলেটিক্সে সুহানা সফর ভারতের৷ জাকার্তা এশিয়াডের নবম দিনে এখনও পর্যন্ত তিনটি রুপো ও নীরজ চোপড়ার হাত ধরে একটি সোনার পদক জিতেছে ভারত৷ ৩০০০ মিটার স্টিপেলচেজে এদিন ৩২ বছরের সুধা সময় নিয়েছেন ৯মিনিট ৪০.৩ সেকন্ড৷ ৯মিনিট ৩৬.৫২ সেকেন্ড সময়ে রেস শেষ করে সোনা জিতেছেন বাহেরিনের উইফ্রেড য়াভি৷   মেয়েদের লং জাম্পে এবার ইতিহাস গড়লেন নিনা ভারাকিল৷ এশিয়াডের ইতিহাসে নিনাই প্রথম ভারতীয় যিনি লং জাম্পে পোর্ডিয়াম ফিনিস করলেন৷  এদিন চতুর্থ প্রয়াসে ৬.৫১ মিটার জাম্প দিয়েছেন নিনা৷ ৬.৫৫ মিটার জাম্প করে সোনা জিতেছেন ভিয়েতনামের ভুই থি থাও৷ এর আগে ২০০৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে লং জাম্পে রুপো জিতেছিলেন অঞ্জু ববি জর্জ।

জাত্রোফা ফল থেকে তৈরি জ্বালানিতে ভারতের আকাশে প্রথম উড়ল স্পাইস জেটের বিমান

Image
নয়াদিল্লি:  বায়োজেট জ্বালানিতে প্রথম পরীক্ষামূলকভাবে ভারতে বিমান চালালো স্পাইস জেট। ওই বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  পরীক্ষামূলক এই উড়ানে বোম্বারডায়ার কিউ ৪০০ বিমানটি দেহরাদূন থেকে আকাশে ওড়ে এবং দিল্লিতে অবতরণ করে। এই উড়ানে আংশিকভাবে বায়োজেট জ্বালানি ব্যবহার করা হয়েছে। বিমান পরিবহণ সংস্থার দাবি, ভারতে তারা প্রথম সফলভাবে বায়োজেট জ্বালানিতে  বিমান চালিয়েছে। বিমান পরিবহণ সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে যে, ওই উড়ানে ৭৫ শতাংশ এয়ার টারবাইন জ্বালানি (এটিএফ) ও ২৫ শতাংশ বায়োজেট জ্বালানির মিশ্রণ ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বায়োজেট জ্বালানি ব্যবহারের সুবিধা হল এতে এটিএফের তুলনায় কম কার্বন নির্গমন ঘটে এবং জ্বালানির কার্যকারিতাও বৃদ্ধি পায়। স্পাইসজেট জানিয়েছে, ওই জ্বালানি তৈরি করেছে  দেহরাদূনের সিএসআইআর-ইন্ডিয়ান ইন্সস্টিস্টিউট অফ পেট্রোলিয়াম। বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ এবং স্পাইস জেটের আধিকারিকরা সহ ২০ জন ওই পরীক্ষামূলক উড়ানে ছিলেন। উড়ানের সময় ছিল ২৫ মিনিট। স্পাইস জেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহ বলেছেন, ওই বায়োজেট জ্বালানির দাম কম এবং

দিল্লিতে অসুস্থ লকেট চট্টোপাধ্যায়, রাখা হয়েছে আইসিইউ-তে

Image
লকেট চট্টোপাধ্যায়। উড়ান ধরার আগেই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফিরতে পারলেন না কলকাতায়। দিল্লিতেই হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। রাখিবন্ধন উপলক্ষে শনিবার দিল্লি গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। রবিবার সকালে প্রধানমন্ত্রীর নিবাসে গিয়ে নরেন্দ্র মোদীর হাতে রাখি বাঁধেন বাংলার এই বিজেপি নেত্রী। রবিবার রাতেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাজ্য বিজেপি-র মুখপাত্র সায়ন্তন বসু জানালেন, লকেট চট্টোপাধ্যায়ের হার্টের সমস্যা রয়েছে। তার জেরে আগেও তিনি অসুস্থ হয়েছিলেন। রবিবারও সেই সংক্রান্ত সমস্যার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রবিবার বিকেলেই দিল্লি থেকে কলকাতার উড়ান ধরার কথা ছিল লকেটের। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগেই তিনি বুকে অস্বস্তি বোধ করতে থাকেন, প্রবল ঘামও হতে থাকে। খবর বিজেপি সূত্রের। লকেট দিল্লি থেকেই ফোন করেন কলকাতায় তাঁর চিকিৎসককে। অসুস্থতার কথা শুনে তিনি লকেট চট্টোপাধ্যায়কে অবিলম্বে দিল্লিতেই কোনও চিকিৎসকের কাছে যাওয়

এই উপায়ে সহজেই জেনে নিন আপনার PF অ্যাকাউন্টের ব্যালেন্স

Image
পিএফ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই নিয়ে বেশির ভাগ সাধারণ মানুষই চিন্তিত থআকেন ৷ কারণ এতদিন পর্যন্ত পিএফ-এ কত টাকা ব্যালেন্স রয়েছে তা জানতে সমস্যায় পড়তে হত ৷ এই পদ্ধিতিটি সহজ করে তোলার জন্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এবার আপনার জন্য রয়েছে অত্যন্ত সহজ একটি উপায়ে ৷ একটি মিসড কলের মাধ্যমেই আপনি জানতে পেরে যাবেন আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স ৷ কিন্তু খেয়াল রাখবে মিসড কল আপনার রেজিষ্টার্ড নম্বর থেকেই পাঠাতে হবে ৷ 011-22901406 এই নম্বরে ফোন করে ইপিএফও সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন ৷ পিএফ কন্ট্রিবিউশনের পাশাপাশি KYC সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন হাতের মুঠোয় ৷ স্মার্টফোন ছাড়াও এই সুবিধা সহজেই পেতে পারবেন ৷ যদি অ্যাকউন্ট হোল্ডারের UAN নম্বর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কা৪ড ও আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিসড কলের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য ইউনিফায়েড পোর্টালে আপনার ইউএএন অ্যাক্টিভেট করতে হবে ৷ 011-22901406 এই নম্বরে কল করার পর দু'বার রিং হওয়ার পর ফোন কেটে যাবে ৷ মেম্বরদের বিনামূল্যে এইপরিষেবা দেওয়া হবে ৷ মিসড কলের

প্যান কার্ড প্রতারিত হয়ে জুটল আয়কর নোটিস

Image
নয়াদিল্লি: দেশে কর সংক্রান্ত প্রতারণা আটকাতে বার বার সরকার পদক্ষেপ করলেও প্রতারকরা ঠিক নিত্য নতুন উপায় বের করে ফেলছেন৷ আর তার ফলে ভুগতে হচ্ছে নির্দোষ কর দাতাকে৷ সম্প্রতি দিল্লিতে ২৭ বছরের এক মধ্যবিত্ত ব্যক্তিকে একেবারে চমকে দিয়ে আয়কর দফতর থেকে বড় অংকের কর চেয়ে নোটিস এসে গিয়েছে৷ কারণ ওই ব্যক্তি দাবি করেছেন , তাঁর প্যান কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে এবং তারই জেরে অন্য কেউ সেই প্যান নম্বর ব্যবহার করেছেন বড় অংকের লেনদেনে৷ তবে শুধু তাঁর নামে বড় অংকের লেনদেনই হয়নি, পাশাপাশি তিনি জানতে পেরেছেন তাঁর নাম ব্যবহার করা হচ্ছে ১৩টি সংস্থার ডিরেক্টর হিসেবে৷ পুরো বিষয়টি গত জানুয়ারিতে তিনি জানতে পারেন যখন তাঁর কাছে আয়কর দফতর থেকে নোটিস পাঠায়৷   ওই নোটিস পাওয়ার পর তিনি প্রতারিত হয়েছেন বলে পুলিস এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অভিযোগ জানান৷ওই ব্যক্তি জানিয়েছেন , প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দিতে চাননি কিন্তু আয়কর দফতরের কাছ থেকে ফোন কল পেয়ে তিনি জানতে পারেন তাঁর প্যান কেমন করে ব্যবহার করা হয়েছে বড় অংকের লেনদেনে যার পরিমাণ হল ৬১.৩৭ লক্ষ টাকা ৷ ওই অর্থ সিঙ্গাপুরে কোনও এক ম্যাক্সকার্

নিজের রেকর্ড ভেঙে রুপো আনলেন ধরুণ

Image
জাকার্তা: এশিয়ান গেমসের নবম দিনে অ্যাথলেটক্সের হাত ধরে দিনের প্রথম পদক ভারতের৷ ছেলেদের ৪০০ মিটার হার্ডলে ৪৮.৯৬ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতলেন ধরুণ আয়াসামি৷ তামিলনাড়ুর ধরুণের রুপো মিলিয়ে এখনও পর্যন্ত এশিয়ান গেমস থেকে ৩৮টি পদক জিতেছে ভারত৷ এটি ভারতের ১১তম রুপোর পদক৷ ৭টি সোনা, ১১ টি রুপো ও ২০টি ব্রোঞ্জ পদক জিতে জাকার্তা এশিয়াডের পদক তালিকায় নয় নম্বরে রয়েছে ভারত৷ এদিন ৪০০ মিটার হার্ডলে জাতীয় রেকর্ড ভেঙে দেন ধরুণ৷ এশিয়াডে তামিল অ্যাথিলট সময় নিয়েছেন ৪৮.৯৬ সেকেন্ড৷ এর আগে জাতীয় রেকর্ড ছিল জোসেফ আব্রাহামের৷ ২০০৭ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে ৪০০ মিটার হার্ডলে আব্রাহাম সময় নিয়েছিলেন ৪৯.৫১সেকেন্ড৷ চলতি বছরে ফেড কাপের আসরে সেই রেকর্ড ভেঙে দেন ধরুণ৷ তাঁর নতুন রেকর্ড রেকর্ড ছিল ৪৯.৪৫৷ নিজের সেই রেকর্ড এদিন ভেঙে দেন জোসেফ৷ এদিন ৪৯ সেকেন্ডে মধ্যেই ৪০০ মিটার হার্ডেল পূর্ণ করেছেন তামিল অ্যাথলিট৷

ব্যবহার করেন নাকি SBI-এর এই কার্ড? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর

Image
দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক SBI ৷ নিন্দুকেরা বলেন, কোনও পরিষেবাই নাকি বিনামূল্যে দেয় না এই ব্যাঙ্ক ৷ এমনকী সামান্য পরিষেবার বিনিময়ে আদায় করে চড়া চার্জ ৷ কিন্তু এবার নিন্দুকদের মুখে পড়তে চলেছে ছাই ৷ গ্রাহকদের জন্য অসাধারণ অফার এনেছে এসবিআই ৷ SBI এবার গ্রাহকদের এমন সুযোগ দিচ্ছে যা অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহকেরা পান না ৷ এবার নগদ ছাড়াই শপিংয়ের সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ বিনামূল্যেই গ্রাহকদের ক্লাসিক শপিং কার্ডের সুবিধা দিচ্ছে SBI ৷ শুধু তাই নয় SBI ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড ব্যবহার করে ফ্রিডম রিওয়ার্ডস পয়েন্ট পাবেন গ্রাহকেরা ৷ যার মাধ্যমে নগদ ছাড়াই শপিং করতে পারবেন কার্জ ব্যবহারকারীরা ৷ তবে এই কার্ড ব্যবহার করে তোলা যাবে নগদ টাকাও ৷ ভারতে SBI ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড ব্যবহার করে কেনাকাটায় ছাড় পেতে পারেন ৫ লাখেরও বেশি সংস্থায় ৷ অনলাইনে বিল মেটানো, কেনাকাটা, সিনেমার অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত সুরক্ষিত ৷ কার্ডের নিরাপত্তার জন্য প্রতিটি লেনদেনে গ্রাহকের মোবাইলে পাঠানো হয় এসএমএস অ্যালার্ট ৷ এই কার্ড ব্যবহারকারীরা বিশেষ সংস্থা থেকে কেন

রাজ্য সরকারের উদ্যোগ, ৫ কোটি টাকা খরচে কৃষকদের জন্য তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স

Image
কৃষকদের পাশে দাঁড়াতে সবসময়ই উদ্যোগী রাজ্য সরকার। সবজি বিক্রিতেও কৃষকদের যাতে কোনও অসুবিধা না হয় সেকারণে ধূপগুড়িতে তৈরি হচ্ছে আধুনিক মার্কেট কমপ্লেক্স। ধূপগুড়ি সুপার মার্কেটে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কৃষকরা সবজি বিক্রি করেন । ধূপগুড়ি: ধূপগুড়ি সুপার মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে সবজি বিক্রি করেন কৃষকরা। পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টিতে অসুবিধা হয় ক্রেতা ও বিক্রেতা দু'পক্ষেরই। সমস্যা সমাধানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স। খরচ হবে পাঁচ কোটি টাকা। এখানে বিক্রি না হওয়া সবজি প্রয়োজনে রেখেও যেতে পারবেন কৃষকরা। কৃষকদের পাশে দাঁড়াতে সবসময়ই উদ্যোগী রাজ্য সরকার। সবজি বিক্রিতেও কৃষকদের যাতে কোনও অসুবিধা না হয় সেকারণে ধূপগুড়িতে তৈরি হচ্ছে আধুনিক মার্কেট কমপ্লেক্স। ধূপগুড়ি সুপার মার্কেটে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কৃষকরা সবজি বিক্রি করেন । ঘিঞ্জি জায়গায় কেনা-বেচায় সমস্যা হয় ক্রেতা ও বিক্রেতাদের। এছাড়াও ধূপগুড়ি সুপার মার্কেটের উপরে কোনও পাকা ছাদ নেই। তাই বর্ষাকালে আরেক বিপত্তি। বৃষ্টিতে ভিজে ফসল বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। বিক্রি না হওয়া সবজি পচে যাওয়ার ভয়ে কম দামেই বেচতে বা

ক্যাব-বিভীষিকা! ড্রাইভারের মোবাইলে পর্ন-বাঁ হাতে চলছে হস্তমৈথুন-পিছনের সিটে যুবতী

Image
পুলিশকে ওই যুবতী জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস যাওয়ার জন্য ক্যাব বুক করেন তিনি৷ কুইনস সার্কেলের কাছে ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছে৷ বেঙ্গালুরু: ফের ওলা ড্রাইভারের লালসার শিকার ২২ বছরের এক যুবতী৷ অভিযোগ, ওই যুবতীকে দেখিয়ে মোবাইলে পর্ন ভিডিয়ো দেখতে দেখতে হস্তমৈথুন শুরু করে ওলা ক্যাব চালক৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই, দেবসামোলিয়া নামে ওই ড্রাইভার পলাতক৷ পুলিশকে ওই যুবতী জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস যাওয়ার জন্য ক্যাব বুক করেন তিনি৷ কুইনস সার্কেলের কাছে ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছে৷ হঠাত্‍ তিনি দেখেন, ড্রাইভার তার স্মার্টফোনটি ঘুরিয়ে দিয়েছে যুবতীর দিকে৷ চলছে পর্ন ভিডিয়ো৷ বাঁ হাতে চালাচ্ছে হস্তমৈথুন৷ তখনই গাড়ি থামাতে বলেন যুবতী৷ ড্রাইভার বলে, গাড়ি এখনই থামানো যাবে না৷ ডেস্টিনেশন তো দেরি আছে৷ শেষমেশ কস্তুরবা রোডে কোনও ক্রমে গাড়ি থেকে জোর করে নেমে পালিয়ে বাঁচেন তিনি৷ অফিস পৌঁছেই ওলা-য় অভিযোগ জানান৷ কিন্তু ওলা কোনও পদক্ষেপ না-করায় পুলিশে অভিযোগ দায়ের করেন৷ ঘটনার পর থেকেই পলাতক ওই ড্রাইভার৷ স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করে চলছে তল্লাশি৷

এশিয়ান গেমস: থাইল্যান্ডকে ৫-০ গোলে ওড়ালেন ভারতের মেয়েরা

Image
এশিয়ান গেমসে আজ নারীশক্তির জয়গান। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে ব্যাডমিন্টারনের ফাইনালে পৌঁছালেন পি ভি সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে এশিয়াডে পদক পেলেন সাইনা নেহওয়াল। পুল বি-র হকি ম্যাচে থাইল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিলেন রানি রামপালরা। যার মধ্যে একাই তিন গোল করেন রানি।  খেলা শুরু হওয়ার পর থেকে থাইল্যান্ডের অর্ধেই ম্যাচ গড়িয়েছে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছিল ভারত। গোলের সুযোগ এসেছে বেশ কয়েকবার। কিন্ত তা কাজে লাগাতে পারেননি মনিকা-নভজ্যোতরা। প্রথম গোলের জন্য তৃতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতকে।  ৩৬ মিনিটে লেফ্ট ফ্ল্যাঙ্ক থেকে গোলমুখী হিট করেন উদিতা। থাই গোলকিপারের বুটে লেগে রিবাউন্ড করে। সেই বল ধরে গোল করেন রানি। এর আগে সহজ সুযোগ হারালেও এটা হারাননি। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ২-০ করেন রানি। একই ভাবে ফিল্ড গোল করে যান তিনি। ৫১ মিনিটে তৃতীয় গোল পেনাল্টি কর্নার থেকে। গুরজিতের শট রিবাউন্ড করে যায় মনিকার কাছে। জোরাল শটে গোল করেন তিনি। ৫৪ এবং ৫৫ মিনিটে পর পর ২টি গোল করেন ভারতীয় মেয়েরা। যার মধ্যে শেষ গোল করে হ্য়াট ট্রিক পূর্ণ করেন রানি। এমনিতে এশিয়াডে ভা

পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় সংঘর্ষ-বোমাবাজি, মৃত ২

Image
'সুপ্রিম' নির্দেশে পঞ্চায়েত মামলার জট কাটার পর বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হতেই জেলায় জেলায় বাঁধল তুমুল গণ্ডগোল। মালদহের মানিকচকে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। সংঘর্ষ-বোমাবাজিতে প্রবল উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের নানুর, সদাইপুর, নদিয়ার চাপড়া ও উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।  মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রামপঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে রবিবার রাত থেকেই গোলমাল শুরু হয়। সোমবার সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শেখ সালাম (৩৫) নামে এক ব্যক্তির। বোমা ফেটে আহত জিসান (৩) নামে এক শিশু ও শেখ আজাদ নামে এক যুবক। গোপালপুরে নির্বাচনে তৃণমূল ৫টি ও কংগ্রেস ৫টি আসন পেয়েছিল। বোর্ড গঠন নিয়ে গোলমাল তৃণমূলের মধ্যে। কারণ কংগ্রেসীরা ভেতরে ভেতরে তৃণমূলে চলে গিয়েছে বলে সূত্রের দাবি। কিন্তু তাঁরা তৃণমূলের সাবিত্রী গোষ্ঠী না গৌড় চন্দ্র মণ্ডল গোষ্ঠীতে গিয়েছে, সেটা এখনও পরিষ্কার নয়। ফলে দুই পক্ষই নিজেদের ক্ষমতা জাহির করতে বোমা-গুলি নিয়ে লড়াইতে নেমেছে বলে খবর। যদিও কেউই তা স্বীকার করেননি। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে ইসলামপুরেও গণ্ডগোল হয়। ঘটনাস্থল চোপড়া থানার লক

অশ্লীল ছবি তুলে শ্লীলতাহানির চেষ্টা, বিষ্ণুপুর থেকে ধৃত এক যুবক

Image
কলকাতা: গতকাল দক্ষিণ চব্বিশ পরগণা থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সে একজন মহিলার বেশ কিছু অশ্লীল ছবি তুলে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল বলে জানায় পুলিশ। মুর্শিদ আলি মোল্লা নামের ওই যুবককে গ্রেফতার করা হয় দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থেকে। তার প্রতিবেশি এক বিবাহিতা মহিলার শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, জানান এক পুলিশকর্তা। "অভিযোগ অনুযায়ী, শুধু শ্লীলতাহানির চেষ্টা নয়, কয়েকদিন আগেই ওই মহিলার বেশ কিছু অশ্লীল ছবিও তুলেছিল ওই যুবক। সেই ছবিগুলি নিয়ে তারপর মহিলাকে ব্ল্যাকমেল করা শুরু করে সে। বারবার হুমকি দিত যে, এই ছবিগুলি সে অনলাইনে ছেড়ে দেবে", জানান পুলিশের ওই কর্তা। নিজের পাঁচ বছরের সন্তানকে নিয়ে থাকা ওই মহিলা অভিযোগ করেন, তাঁর সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিল ওই ব্যক্তি। তিনি অস্বীকার করায় তাঁকে হুমকি দিতে শুরু করে সে।

4,000 টাকা পর্যন্ত দাম কমলো এই তিনটি Vivo স্মার্টফোনের

Image
হাইলাইট Vivo V9 এর দাম হয়েছে 18,990 টাকা Vivo Y83 আর Vivo X21 ফোনের দাম কমে হয়েছে 13,990 টাকা আর 31,990 টাকা অনলাইন স্টোরে এখনো পুরোনো দামেই ফোনগুলি বিক্রি হচ্ছে ভারতে তিনটি স্মার্টফোনের দাম কমিয়েছে Vivo। একটি ফোনের দাম 4000 টাকা পর্যন্ত কমিয়েছে চিনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি। Gadgets360 কে Vivo জানিয়েছে Gadgets360 কে Vivo জানিয়েছে ভারতে Vivo V9, Vivo Y83 আর Vivo X21 ফোন তিনটির দাম কমানো হয়েছে। সোমবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে। সোমবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে। দাম কমে Vivo V9 এর দাম হয়েছে 18,990 টাকা, Vivo Y83 আর Vivo X21 ফোনের দাম কমে হয়েছে যথাক্রমে 13,990 টাকা আর 31,990 টাকা। এই বছর লঞ্চের সময় Vivo V9 এর দাম ছিল 22,990 টাকা। জুলাই মাসে এই ফোনের দাম কমে হয়েছিল 20,990 টাকা। আবারও দাম কমে এবার মাত্র 18,990 টাকায় Vivo V9 কেনা যাবে। ভারতে Honor Play ও Nokia 6.1 Plus এর মতো ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখিন হয়েছে Vivo V9 তিনটি আলাদা রঙে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Vivo V9 পাওয়া যায়। জুন মাসে ভারতে লঞ্চের সময় Vivo Y83 ফোনের দাম ছিল 14,990 টাকা। 4GB RAM আর 32GB স্

অমর্ত্যকে দলীয় পতাকা হাতে নিতে বললেন বিজেপির এই নেতা

Image
কলকাতা: তিনি বলেছিলেন বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তিগুলিকে পরাস্ত করতে বিরোধীদের এক ছাতার তলায় আসা উচিত। তাঁর মনে হয়েছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এই পরিস্থিতি বদলাবে না। গত সপ্তাহের শেষ দিকে এমন কথা বলার পর থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিশানা করে আসছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এবার সরব হলেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। সাংবাদিকদের  তিনি বললেন রাজনৈতিক নেতার মতো কথা বলার আগে তাঁর উচিত কোনও রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নেওয়া। সেটা না করলে এমন কথা বলা থেকে  বিরত থাকাই শ্রেয় । শিশির মঞ্চের সেই অনুষ্ঠান থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন অমর্ত্য। তার পাল্টা দিতে গিয়ে রাহুল বললেন, উনি বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ। এরকম একজন মানুষের থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়। এরপরেই রাহুল বলেন, রাজনীতিতে আগ্রহ থাকলে অমর্ত্য সেনের উচিত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পাতাকা হাতে নেওয়া। এর আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন অমর্ত্য চিরকাল বামপন্থায় বিশ্বাস করেন। এখনও সেটাই করে চলেছন। আর এভাবেই সমাজকে ভুল পথে পরিচালিত করছেন তিন

অভিযুক্তর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মেয়ে, বাধা দেওয়ায় খুন প্রবীণ?

Image
দুর্গাপুর : দুর্গাপুরের ফরিদপুর রায়পাড়ায় প্রাক্তন প্রধান শিক্ষক খুনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রদীপ চৌহানের সঙ্গে সম্পর্ক ছিল তপনবাবুর মেয়ের। প্রায়ই নাকি ওই যুবক বাড়িতেও আসত। গতকাল মেয়ের সঙ্গে প্রদীপকে দেখে প্রতিবাদ করেন তপনবাবু। এরপরই তাঁকে খুন করে প্রদীপ। গতকাল প্রদীপকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, উত্তরপ্রদেশের বাসিন্দা প্রদীপ মাঝে-মাঝেই দুর্গাপুরে আসত। ভিড়িঙ্গি ও ফরিদপুর এলাকার মাঝে জাতীয় সড়কের মধ্যবর্তীস্থানে একটি হোটেলে থাকত সে। তপনবাবুর স্ত্রী নার্সের কাজ করতেন, তাই মাঝে মধ্যেই নাইট ডিউটি থাকায় বাড়িতে থাকতেন না তিনি। এদিকে তপনবাবু রাত আটটার পর ঘুমিয়ে পড়তেন। এদিকে মা ডিউটিতে চলে গেলেই নাকি ওই যুবককে বাড়িতে ডেকে নিত সে। ভোরবেলায় চলে যেত প্রদীপ।  পুলিশ সূত্রে ২০১৭ সালের অক্টোবরে শেষবার প্রদীপ তপনবাবুর বাড়িতে আসেন। সেই সময় তপনবাবু প্রদীপের আসা-যাওয়ার খবর জানতে পেরে প্রতিবাদ করেন। সেসময় পুলিশ নাকি তাকে আটকও করেছিল। ছাড়া পেয়ে উত্তরপ্রদেশে চলে যায় প্রদীপ।  তপনবাবুর স্ত্রীর অভিযোগ, ওই যুবক প্রায়ই মেয়েকে হুমকি দিত। বলত ওর বাবা

বারুইপুরে ইভটিজ়িং, প্রতিবাদ করে আক্রান্ত অন্তঃসত্ত্বা

Image
বারুইপুর : কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় মারধর করা হল এক গর্ভবতী মহিলা সহ চারজনকে। ঘটনাটি বারুইপুর থানার রামধারি এলাকার। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। গতকাল রামনগরের বাসিন্দা সুমিত (নাম পরিবর্তিত) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঘুরতে যান। তাঁর অভিযোগ, বাড়ি থেকে বেরোতেই তিনজন যুবক তাঁর সঙ্গে থাকা মহিলাদের লক্ষ্য করে অশালীন কথাবার্তা বলতে শুরু করে। যুবকরা বাইকে করে এসেছিল। তারা কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতেও শুরু করে। এই ঘটনার প্রতিবাদ করেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা।  প্রতিবাদের মুখে পড়ে এলাকা ছেড়ে তখনকার মতো চলে যায় যুবকরা। অভিযোগ, কিছুক্ষণ পর আরও কয়েকজনকে নিয়ে সেই যুবকরা ফিরে আসে। এবার তারা সুমিতবাবুর পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। শুরু করে মারধর। অন্তঃসত্ত্বা সুমিতবাবুর স্ত্রীও রেহাই পাননি আক্রমণকারীদের হাত থেকে। তাঁকেও মারধর করা হয়।  সুমিতবাবুর স্ত্রী বলেন, "আমাদের সঙ্গে অশালীন আচরণ করেছিল ওরা। প্রতিবাদ করেছিলাম। তাই মারধর করা হল। সঙ্গে থাকা বাচ্চাদেরও ছাড়েনি। আশপাশের সবাই দেখেছে, কিন্তু কেউ কোনও প্রতিবাদ করেননি।"  গতরাতেই বারুইপুর থা

জাপানকে হারিয়ে ফাইনালে সিন্ধু

Image
জাকার্তা : এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে জিতে ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সিন্ধু ফাইনালে উঠলেন। ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে ৬৬ মিনিটে ২১-১৭, ১৫-২১, ও ২১-১০ সেটের খেলা হয়। অলিম্পিকের পর এবার এশিয়ান গেমসে প্রথম ভারতীয় হিসেবে সিঙ্গলসের ফাইনালে খেলবেন সিন্ধু। এর আগে ১৯৪২-এ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সৈয়দ মোদি। আর আজ সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জেতেন সাইনা নেহওয়াল। আজ আত্মবিশ্বাসের সঙ্গে সিন্ধু কোর্টে নামেন। তারপর একের পর এক শট। নিজের সেরাটা দিয়ে জয়ের খেতাব ছিনিয়ে নেন। এই ম্যাচের আগে এশিয়ান গেমসের টিম ইভেন্টে ইয়ামাগুচিকে হারিয়েছিলেন সিন্ধু। এখন শুধু ফাইনালের অপেক্ষা। ফাইনালে চিনের তাইপেয়ির তাই জ়ু ইয়ংয়ের মুখোমুখি হতে চলেছেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। 

ইমরান খানকে সৎ হওয়ার পরামর্শ দিলেন রেহাম

Image
লন্ডন: দেশ বা সমাজ বদল করার আগে নিজেকে সৎ হতে হয়। এমনই মনে করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। প্রাক্তন স্বামীকে সেই 'সৎ' হওয়ার পরামর্শ দিয়েই 'আক্রমণ' করেছেন রেহাম। রবিবার গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছে রেহাম খানের সাক্ষাতকার। সেখানেই ইমারান সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। নিজের লেখা নতুন বইতেও প্রাক্তন স্বামী সেই দাম্পত্য জীবন সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন রেহাম খান।   ০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। কিন্তু, মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়। রেহাম বলেছেন, ইমরানের সঙ্গে বিয়ে হওয়ার পর জীবন এতটাই দুর্বিষহ হয়ে পড়েছিল যে সম্পর্ক ছিন্ন করা ছাড়া তাঁর সামনে আর কোনও বিকল্প ছিল না। গত মাসে পাকিস্তানে হয় সাধারণ নির্বাচন। সেই ভোটে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। প্রাথমিক অবস্থায় সংখ্যা গরিষ্ঠতা না থাকলেও পরে তা পূরণ হয়ে যায়। সম্প্রতী পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা ইমরান খান। পাকিস্তানের উন্নতির জন্য তাঁর নানাবিধ পরিকল্পনার কথা বলেছেন তিনি। গার্ডিয়ান পত্রি

অভিযোগ নেবে কে? হোয়াটসঅ্যাপকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Image
নয়াদিল্লি: ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপকে সমন জারি করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি তথ্য প্রযুক্তি ও অর্থ দফতরকেও তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। দেশে সবচেয়ে বড় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস্যাপের কেন কোনো অভিযোগ গ্রহণকারী নেই?  প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল শীর্ষ আদালত৷ সরকার ও ফেসবুক অধিকৃত হোয়াটস অ্যাপ আলোচনার মধ্যেই সুপ্রিম কোর্ট এই নোটিস জারি করল। প্রসঙ্গত গত সপ্তাহে তথ্য প্রযুক্তি ও আইন মন্ত্রী রবি শঙ্কর হোয়াটস্যাপের সিইও চেরিস ড্যানিয়েলসকে ডেকে পাঠান। 'ফেক' মেসেজ রুখতে হোয়াটস্যাপকে অভিযোগ গ্রহণকারী আধকারিক নিয়োগ করার কথা বলেন। পাশাপাশি ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু সাধারণ তথ্য নথিভুক্ত রাখার নির্দেশও দেন তিনি। বিভিন্ন ভুল বা ক্ষতিকর মেসেজের ক্ষেত্রে সেগুলি বন্ধ করার জন্য কিছু প্রযুক্তিগত ব্যবস্থা তৈরির কথাও হোয়াটস্যাপকে জানায় প্রযুক্তি ও আইন মন্ত্রক।   সূত্রের খবর, হোয়াটস্যাপ কর্তৃপক্ষ সরকারের এই দাবি মেনে ব্যাবহারকারীদের জন্য বিশেষ কিছু প্রাইভেসি সেটিংস রাখার কথা ভাবছে। হোয়াটস্যাপকে হাতিয়ার করে অপরাধপ্রবণতা ক্

রাজ্যের ওষুধের দোকানগুলির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Image
বর্ধমান: গোটা রাজ্যের প্রায় সমস্ত ওষুধের দোকানেই নেই কোনও স্থায়ী ফার্মাসিস্ট।উপরন্তু মোটা টাকার বিনিময়ে একজন ফার্মাসিস্টের লাইসেন্সকে সম্পূর্ণ অবৈধভাবে একাধিক দোকানে কার্যত ভাড়া খাটানো হচ্ছে।রবিবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত লয়েল কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে তৃণমূল কংগ্রেস প্রভাবিত নয়া সংগঠনের জেলা সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠল৷ ওই অ্যাসোসিয়েশনের কর্তাদের মতে, ড্রাগ অ্যান্ড কসমেটিক আইনানুসারে প্রতিটি ওষুধের দোকানে স্থায়ী ফার্মাসিষ্ট সহ সহকারী ফার্মাসিস্ট থাকা আবশ্যক একজন। কিন্তু বাস্তবে এই বিপরীত অবস্থা রাজ্যের অধিকাংশ ওষুধের দোকানেই। অধিকাংশ ওষুধের দোকানে স্থায়ী ফার্মাসিস্ট তো নেয়ই, উপরন্তু একজন ফার্মাসিস্টের লাইসেন্সকে সম্পূর্ণ অবৈধভাবে একাধিক দোকানে কার্যত ভাড়া খাটানো হচ্ছে মোটা টাকার বিনিময়ে।   আবার ওষুধ ব্যবসায়ীরাও ব্যবসারপ্রয়োজনে এই অবস্থাকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। অথচ সরকারী নিয়মানুযায়ী, কোনেও ওষুধের দোকান করতে গেলে সংশ্লিষ্ট দোকানদারের ফার্মাসিস্ট লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিদেনপক্ষে তিনি সর্বক্ষণের জন্য একজন ফার্মাসিস্ট রাখছেন এমন

কেরলের বন্যায় কমতে পারে সোনার চাহিদা

Image
মুম্বই:সামনে উৎসব এবং বিয়ের মরশুম থাকলেও বন্যার জেরে কেরলে অলংকারের চাহিদা কমতে পারে বলেই আশংকা৷ কেরলে এমনিতে দেশের মধ্যে সবেচেয়ে সোনা কেনার রাজ্য হলেও এই বন্যায় অনেক হিসেবই পাল্টে দিচ্ছে ৷ গড়ে যেখানে ওই রাজ্যে বিয়েতে ২০০গ্রাম থেকে ১কেজি সোনা দেওয়ার চল রয়েছে সেখানে পরের মাসে বিয়ের জন্য ৫০ শতাংশ চাহিদা পড়ে যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছেন একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম৷ কারণ ওই প্রতিবেদনে তেমনই আশংকা প্রকাশ করেছেন অল কেরল গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বি গোবিন্দন৷ আপাতত এই বন্যা কবলিত মানুষ জনের গহনা কেনার বদলে অন্য অত্যাবশ্যকীয় পণ্য কেনাকাটি করাটা অগ্রাধিকার দেবে বলেই মনে করা হচ্ছে ৷ এদিকে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের কর্তারা কেরলের অলংকার বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ পাশাপাশি তাদের অবস্থা খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করতে শীঘ্রই এই সংগঠনের প্রতিনিধিরা কেরল যাবেন বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান নীতিন খান্ডেলকার৷   ২০১১-১২ সালে স্ট্যাটিস্টিকস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের করা সমীক্ষায় বল

আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে বাড়ছে উত্তেজনা, ভারতকে পাশে চাইছে বেজিং

Image
আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্য যুদ্ধের আবহ, ভারত ও চিনের সম্পর্ককে মজবুত করার জন্য সহায়ক হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি বেজিং-এর সঙ্গে নয়াদিল্লির কথোপকথনেও সেই ইঙ্গিত মিলেছে। দুই দেশের সম্পর্ক দুর্বল করতে কোনও তৃতীয় পক্ষ যাতে হাত না বাড়ায় সেই ব্যাপারেও সতর্ক করেছে তারা। ডোকালাম সহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। কিন্তু চ্রাম্প প্রশাসনের আগ্রাসী বানিজ্য নীতি ও মালয়েশিয়ায় চিনের আর্থ-রাজনৈতিক প্রকল্প ওবিওআর ব্যর্থ হওয়ার পর এখন বেজিংকে ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে আগ্রহী ভূমিকায় দেখা যাচ্ছে। তবে এর মানে এই নয় যে পাকিস্তানকে দিয়ে ভারতকে চাপে রাখার খেলা থেকে সরে আসছে চিন। তবে সাম্প্রতিক অগ্রগতির ফলে নিউক্লিয়ার পাওয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের প্রবেশ বা জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার মতো ইস্যুগুলি নিয়ে চিনকে চাপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। শুরুটা হয়েছিল ইউহানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর বৈঠকের মধ্য দিয়ে। তারপর থেকে চিন-ভারতের মধ্যে যে কটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধন এবং আগ

‘মোমো চ্যালেঞ্জে’ এর বিরুদ্ধে কী পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার?

Image
ইতিমধ্যেই উত্তরবঙ্গে মারন অনলাইন গেম 'মোমো চ্যালেঞ্জ' খেলে আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন দুইজন। এবার এই মারন গেমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষনা করল পশ্চিমবঙ্গ সরকার। এক সরকারী আধিকারিক পিটিআই কে জানিয়েছেন প্রত্যেক স্কুলে ছাত্র-ছাত্রীদের স্বভাবের উপরে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। "প্রতিদিন এই গেম জনপ্রিয়তা লাভ করছে। ব্লু হোয়েল ভ্যালেঞ্জের পরে এবার এই 'মোমো চ্যালেঞ্জে' প্রধানত হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আমরা প্রত্যেক জেলার আধিকারিকদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।" বলে জানিয়েছেন তিনি। ইতিমিধ্যেই এই 'মোমো চ্যালেঞ্জে' গেম দার্জিলিং জেলার কার্শিয়াং এর মনিশ সারকি (১৮) আর অদিতি গোয়েল (২৬) এর প্রান নিয়েছে। পুলিশের সন্দেহ এই দুজনেই 'মোমো চ্যালেঞ্জে' খেলতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। "এই গেম খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের কাছে প্রতিদিনই এই গেম খেলার খবর আসছে।" বলে জানিয়েছনে এক সরকারী আধিকারিক। প্রথমিক তদন্তে জানা গিয়েছে যে সব ব্যক্তি হতাশায় ভোগেন প্রধানত তারাই এই গেম খেলছেন। ২১ অগাস্ট জলপাইগুড়ির কবিতা রাই এর কাছে এই

শ্রীনগরের হোটেলে মহিলা কাণ্ডে দোষী সাব্যস্ত মেজর গগৈ, ব্যবস্থা নিচ্ছে সেনা

Image
কাশ্মীরের হোটেলে মহিলা নিয়ে গিয়ে ধরা পড়া মেজর লিতুল গগৈ সেনা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় কাশ্মীরের হোটেলে মহিলা সমেত ধরা পড়েন মেজর গগৈ। পুলিশ খবর পেয়ে হাতেনাতে তাঁকে ধরে ফেলেছিল। সেনা আদালত জানিয়েছে, সেনার নির্দেশ অমান্য করে কর্তব্যস্থলে স্থানীয়দের সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন মেজর গগৈ। এখন সেনার নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি দেওয়া হতে পারে। অথবা কোর্ট মার্শাল করবে সেনা। এই মেজর গগৈ এর হয়ে কাশ্মীরে গলা ফাটিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিতে দমন করায় সেনাবাহিনী পুরস্কৃতও করে মেজর গগৈকে। তবে তারপরই কাশ্মীরের হোটেলে মহিলা ও যুবকের সঙ্গে তিনি ধরা পড়েন। হোটেলে ঢুকতে বাধা দেওয়া হলে বচসা হয়। পরে পুলিশ ফোন করে অভিযোগ জানানো হয়। এবছরের মে মাসে ঘটনাটি ঘটে। নর্থ সিটির পুলিশ সুপার সাজাদ আহমেদ শাহকে তদন্তের নির্দেশ দেন কাশ্মীরের পুলিশের ইনস্পেক্টর জেনারেল এসপি পানি। সেখানে দেখা গিয়েছে, গগৈ এর নামেই হোটেল বুক করা ছিল। ৩১ মে কাশ্মীর পুলিশ রিপোর্ট পেশ করে। তারপরই এদিন সেনা আদালতের নির্দেশ সামনে

এ বার পুলিশের মোবাইলেও মোমো, পাল্টা চ্যালেঞ্জ ছুড়তেই খুনের হুমকি

Image
হোয়াটসঅ্যাপে মোমোর মেসেজ খুলে দেখাচ্ছেন ওই তরুণী। ই যখন আতঙ্কে কাঁটা তখন 'মোমো'কে 'চাউমিন' উত্তর দিয়ে পাল্টা চমকে দিলেন এক মহিলা পুলিশকর্মী। ওই মহিলা জলপাইগুড়ি পুলিশ লাইনে কর্মরত। রবিবার রাত ১২টা নাগাদ হঠাৎই তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। ওই তরুণী মেসেজ খুলে দেখেন, সেখানে লেখা আছে—"হাই আই অ্যাম মোমো। আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ।" সেই পুলিশকর্মী ভাল করে দেখেন, নম্বরটি অচেনা এবং বিদেশের। একটুও না ঘাবড়িয়ে পাল্টা তিনি উত্তর দেন—'আই অ্যাম চাউমিন।" এ ভাবে কয়েক মিনিট ইংরেজিতে কথা বলার পরেই সেই 'মোমো' রোমান হরফে বাংলায় চ্যাট করতে শুরু করে। ঠিক সেই সময়েই ওই মহিলা পুলিশকর্মীর এক সহকর্মীর শেফালি রায়ের কাছেও হোয়াটসঅ্যাপে মোমোর মেসেজ আসে। শেফালি ধূপগুড়ির বাসিন্দা। জলপাইগুড়ি আদালতে কর্মরত তিনি। রবিবার রাতে শেফালির কাছে মোমোর মেসেজ আসে। তিনি কিছু ক্ষণ কথাও বলেন কৌতূহলের বশে। শেফালি পুলিশকে জানিয়েছেন, মোমো পরিচয়ে তাঁর সঙ্গে যে চ্যাট করছিল, সে শেফালির নাম পরিচয় এবং তিনি কী কাজ করেন— সবই জানে। মোমো তাঁকে প্রথমে বলে, আয়নার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে ছবি তুলতে।

পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি! মোদীর 'আচ্ছে দিন' নিয়ে প্রশ্ন

Image
প্রতিদিনই একটু একটু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। গত আটমাসে এই মূল্যবৃদ্ধি ১০ শতাংশেরও বেশি। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সাধারণ বাজারে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরে টানা দাম বৃদ্ধি চলার পর ৩০ মে থেকে পেট্রোপণ্যের দাম কিছুটা করে হ্রাস পায়। তবে এরপর থেকে পেট্রোল-ডিজেলে টানা মূল্য বৃদ্ধি চলছেই। শুধুমাত্র পেট্রোলেই অগাস্টে মূল্যবৃদ্ধি হয়েছে ১.৪২ টাকা। আর ডিজেলে মূল্যবৃদ্ধি হয়েছে ১.৪৬ টাকা। একনজরে দেখে নেওয়া যাক চার মেট্রো শহরের সোমবারের পেট্রোলের মূল্য দিল্লি ৭৭.৭২ টাকা, কলকাতা ৮০.৮৪ টাকা, চেন্নাই ৮০.৭৪ টাকা এবং মুম্বই ৮৫.১৪ টাকা একনজরে দেখে নেওয়া যাক চার মেট্রো শহরের সোমবারের ডিজেলের মূল্য দিল্লি ৬৯.২৩ টাকা, কলকাতা ৭২.৩১ টাকা, চেন্নাই ৭৩.১৩ টাকা এবং মুম্বই ৭৩.৪৯ টাকা একনজরে অগাস্টে যেভাবে বেড়েছে পেট্রোলের মূল্য(কলকাতা) ৩১ জুলাই ৭৯.২৪ টাকা ২৭ অগাস্ট ৮০.৮৪ টাকা ৮ মাসে পেট্রোলের দাম বেড়েছে ৮. ৩২টাকা একনজরে অগাস্টে যেভাবে বেড়েছে ডিজেলের মূল্য(কলকাতা) ৩১ জুলাই ৭০.৬১ টাকা ২৭ অগাস্ট ৭২.৩১ টাকা ৮ মাসে ডিজেলের দাম বেড়েছে ৯.৯৫ টাকা প্রসঙ্গ ক্রমে কংগ্রেস নেতৃত্বাধী

ডিলিট করলেও মোবাইলে ফিরে আসছে ‘মোমো’, কালিয়াগঞ্জে আতঙ্কে কিশোরের পরিবার

Image
মোমো আতঙ্কে গোটা পরিবার। মোবাইল থেকে মুছে দেওয়ার পরও তা ফিরে আসছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনা। নিজের মোবাইলে মোমো গেম ডাউনলোড করে কালিয়াগঞ্জের স্কুল পাড়ার বাসিন্দা এক কিশোর। বিষয়টি পরিবারে জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে। বাড়ির লোকজন গেমটি ডিলিট করে দিতে বললেও তা মানতে চায়নি ওই কিশোর। বরং এনিয়ে বাড়িতে প্রবল ঝগড়াঝাঁটি করে। গেম ডিলিট করার পরিবর্তে টাকা দাবি করে ওই কিশোর। সেকথা মেনে নিয়ে গেমটিকে ডিলিট করে দেওয়া হয়। গেম ডিলিট করে পরিবার নিশ্চিন্ত হলেও আতঙ্ক ফেরে রবিবার সকালে। গেমটি ফের কিশোরের মোবাইলে ফিরে আসে বলে দাবি করছে পরিবার। কিশোরের মামা শ্রীদাম মান্না জানিয়েছেন, ওই কিশোর কোনওভাবেই গেমটি মোবাইল থেকে গেমটি মুছতে চায়নি। এনিয়ে প্রবল ঝগড়া হয়। পরে সে টাকা চায়। কখনও বলে পাঁচশো টাকা, কখনও বলে হাজার টাকা দাও। টাকা দেওয়ার পর সেটি মোবাইল থকে মুছে ফেলা হয়। শ্রীদাম মান্না আরও জনিয়েছেন, 'গেমটি মুছে ফেলার পর একদিন রাতে ভাগ্না আমাকে ফোন করে। ফেনে সে ভুতের মতো আচরণ করতে থাকে। আমি সব শুনে ফোনটি কেটে দিই। পরে আবার ফোন করি। জিজ্ঞাসা করি কেন ফোন করেছিলি। ও বলে কোনও ফোনই করেনি।

অমিত শাহের নিরাপত্তায় খরচ কত, জানাতে অস্বীকার করল কেন্দ্র

Image
বিজেপি সভাপতির নিরাপত্তায় খরচ কত? জানাতে অস্বীকার করল কেন্দ্র। তথ্য জানার অধিকার আইনে ওই খরচের কথা জানতে চেয়েছিলেন দীপক জুনেজা নামে এক ব্যক্তি। বিজেপি সভাপতির নিরাপত্তায় খরচ কত? জানাতে অস্বীকার করল কেন্দ্র। তথ্য জানার অধিকার আইনে ওই খরচের কথা জানতে চেয়েছিলেন দীপক জুনেজা নামে এক ব্যক্তি। অমিত শাহের মতো হাই প্রোফাইল নেতার পেছনে সরকার কত খরচ করে তানিয়ে দেশের বহু মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে সেই তথ্য জানা খুব একটা সোজা নয়। তথ্য জানার অধিকার আইনে কিছু ফাঁকফোকর রয়েছে। দীপক জুনেজা ওই আবেদনটি করেছিলেন ২০১৪ সালের ৫ জুলাই। কেন্দ্রীয় তথ্য কমিশন জুনেজাকে জানিয়েছে, বিষয়টি ব্যক্তিগত। পাশাপাশি এর সঙ্গে অমিত শাহের নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে। ফলে তা জানানো ‌যাবে না। জুনেজা আরও জানতে চান, কোনও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আইনটি আসলে কী। সেই আবেদনেও সাড়া দেয়নি কমিশন। অমিত শাহ সম্পর্কে সরকারি খরচের কথা ‌যখন জানতে চাওয়া হয় তখন তিনি রাজ্যসভার সদস্যও ছিলেন না। দীপক জুনেজা আরও জানতে চান, সরকার কাদের নিরাপত্তার ব্যবস্থা করে তার একটা তালিকা দেওয়া হোক। সেই আবেদনও সাড়ে দিতে অস্বীকার করেছে সরকার। কেন্দ

৭০০০ শূন্যপদ! মোবাইলে টাইপ করতে জানলেই চাকরি

Image
কর্মসংস্থানের ব্যাপক সুযোগ। একসঙ্গে ৭০০০ শূন্যপদে নিয়োগের ঘোষণা হল। ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদন করতে হবে, কারণ, এমাসের মধ্যেই আবেদন করার সময়সীমা ধার্য করা হয়েছে। ফিল্ড সার্ভে করার জন্য লোক নিয়োগ করা হচ্ছে। দিল্লির প্ল্যানিং ডিপার্টমেন্টের তরফে এই ঘোষণা করা হয়েছে। দিল্লি সরকারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল http://www.delhi.gov.in . ৩১ অগস্ট আবেদনের শেষ তারিখ। যদিও শর্ট টার্মের ভিত্তিতে এই চাকরিতে নিয়োগ করা বে। দিনে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই ফিল্ড সার্ভেয়ারদের বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করতে হবে। ২০১৮-র অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই ডেটা কালেকশনের কাজ। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী/ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। স্মার্টফোনে বা ইংরেজিতে ভাল টাইপিং স্পিড থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের কাছে স্মর্টফোনও থাকতে হবে। আবেদন শেষ তারিখ: ৩১ অগস্ট। আয়: কাজের উপর নির্ভর করে দেওয়া হবে টাকা। ১৫০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এক দিনে। এক এক দিনে ৫০-৬০ জনের কাছ থেকে ডেটা সংগ্রহ করতে হবে। এইভাবে দিনে ১২৫০-১৫০০ টাকা পর্যন্ত রোজগার হতে পারে। ব্

বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ, মেয়ের সামনে খুন প্রবীণ

Image
দুর্গাপুর : বাড়িতে ঢুকে এক প্রবীণ ব্যক্তিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি দুর্গাপুরের ফরিদপুর রায়পাড়া এলাকার। ঘটনাস্থানেই মৃত্যু হয় ভিড়িঙ্গি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তপন মুখার্জির (৬৫)। একজন পালিয়ে গেলেও অপর দুষ্কৃতীকে ঘিরে ফেলেন স্থানীয়রা। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গতকাল রাত দশটা নাগাদ তপনবাবুর বাড়িতে ঢোকে দুই দুষ্কৃতী। ঢুকেই তাঁর উপর এলোপাথাড়ি ছুরি চালায় তারা। ঘটনাস্থানেই মৃত্যু হয় তপনবাবুর। সেই সময় ওই ঘরে ছিলেন তপনবাবুর মেয়ে ও শাশুড়ি। স্ত্রী কাজোড়া ECL হাসপাতালে কর্মরত। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না।  এদিকে মেয়ের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যান। বেগতিক দেখে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতি। স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেললে এক দুষ্কৃতী ছাদে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও কমব্যাট ফোর্স। স্থানীয় জনতার হাত থেকে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে নিয়ে যায় তারা।  তপনবাবুর মেয়ে জানান, এদের মধ্যে প্রদীপ চৌহান বলে উত্তরপ্রদেশের এক যুবক তাকে বহুদিন ধরে উত্যক্ত করছিল ও হুমকি দিচ্ছিল। দুশ্চিন্তায় তাঁর বাবার স্ট্রোকও হয়েছিল। কিন্তু, তাঁর বাবা কাউকে কিছ

পুজোর কলকাতায় আকাশছোঁয়া হতে পারে পোশাক-মূল্য

Image
কলকাতা: হাতে আর বেশি সময় নেই৷ দু'মাস পরই শারোদৎসব৷ সেই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে৷ কেউ জামা-কাপড় কেনা শুরু করে দিয়েছেন, তো কেউ কেউ আপাতত বানিয়ে ফেলছেন পুজোর পোশাকের তালিকা৷ ভাবছেন হাল ফ্যাশনের কী কী পোশাক কেনা যায় এবার পুজোয়৷ ফলে শিরোনাম দেখে চমকে গেলে অবাক হওয়ার কিছু নেই৷ কারণ, এবার দুর্গাপুজোয় এমন ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে৷ অন্তত এমনটাই আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একাংশ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, ব্যবসায়ীরা কেন এমন আশঙ্কা করছেন? জানা গিয়েছে, এই আশঙ্কা তৈরি রয়েছে খিদিরপুর ডক সংক্রান্ত একটি সিদ্ধান্তকে ঘিরে৷ কী সেই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ঠিক পুজোর মুখে খিদিরপুর ডক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ৷ সোমবার থেকে ওই ডক বন্ধ হয়ে যাচ্ছে৷ আগামী দু'মাস বন্ধ থাকবে৷ যার অর্থ পুজোর আগে আর ওই ডক খোলার কোনও সম্ভাবনা নেই৷ কিন্তু ডক বন্ধ হওয়ার সঙ্গে পুজোর বাজার আগুন হওয়ার যোগসূত্র কোথায়? ব্যবসায়ীদের একটি অংশ বলছে, বিদেশি জামা-কাপড়, পোশাক তৈরির সরঞ্জামের একটা বড় অংশ জাহাজেই আসে৷ যা খিদিরপুর ডক থেকে ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায়৷ কিন্তু পুজোর মু

চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য

Image
বারাসত: চাকরির প্রতিশ্রুতি দিয়ে সল্টলেকের এক তরুণীর সঙ্গে সহবাস করার অভিযোগে আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্যকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার দুপুরে পুলিস ওই সদস্যকে গ্রেপ্তার করতেই বিজেপি নেতৃত্ব রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, আগামী বুধবার বোদাই পঞ্চায়েতে বোর্ড গঠন রয়েছে। সেখানে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিরোধীরা একজোট হয়ে যাতে কোনওভাবে বোর্ড গঠন করতে না পারে, তার জন্যই বোর্ড গঠনের আগে তৃণমূল ওই সদস্যকে গ্রেপ্তার করিয়েছে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অলোক কাহার। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোদাই গ্রাম পঞ্চায়েতের মোট ১৫টি আসন। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটি, সিপিএম চারটি, নির্দল চারটি এবং অলোক কাহারকে নিয়ে বিজেপি দু'টি আসনে জয়লাভ করেছে। ওই পঞ্চায়েতে কারা বোর্ড গঠন করবে তা নিয়েই এখন জল্পনা চলছে। বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অরুণ ব্রহ্ম বলেন, ওই পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই আমরা বিরোধীরা সকলে মিলে সেখানে তৃণমূল বিরোধী পঞ্চায়েত গড়ার চেষ্টা চালাচ্ছিলাম। অল

ঘুষ নেওয়া আটকাতে করদাতাদের সঙ্গে অফিসারদের মুখোমুখি বসার রাস্তা প্রায় বন্ধ করল ইনকাম ট্যাক্স

Image
কলকাতা: আয়কর সংক্রান্ত কোনও জবাবদিহি চাইতে কোনও করদাতাকে নিজের অফিসে আর ডেকে পাঠাতে পারবেন না ইনকাম ট্যাক্স অফিসাররা। আয়কর দপ্তর থেকে এই বিষয়ে নোটিস জারি করা হয়েছে গত ২০ আগস্ট। তাতে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষের কর ধার্য করার সময় অফিসাররা শুধুমাত্র ই-প্রসেসিং পদ্ধতিতেই কর নির্ধারণ করতে পারবেন। সেক্ষেত্রে যদি করদাতাকে কোনও প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে তিনিও তা করবেন একমাত্র ই-ফাইলিং পোর্টালের মাধ্যমেই। অর্থাৎ সরাসরি আয়করদাতাকে সশরীরে হাজির হতে বাধ্য করা যাবে না। সংশ্লিষ্ট মহল বলছে, করদাতাকে ডেকে, ধমক-চমক দিয়ে বা বিপাকে ফেলে উৎকোচ আদায় বন্ধ করতেই এই নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি বিশেষ ক্ষেত্রে অবশ্য এই নিয়মের শিথিলতাও রয়েছে।  সাধারণ মানুষ যাতে আয়করে ভয় না পান, তার জন্য নানাভাবে প্রচার করছে কেন্দ্রীয় সরকার। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে শুধু টাকা আদায়ের যন্ত্র হিসেবে না দেখিয়ে, তাকে পরিষেবাপ্রদানকারী সংস্থা হিসেবেই তুলে ধরতে চেয়েছে কেন্দ্র। কিন্তু বাস্তবে তা যে আদৌ হয়নি, তা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন দপ্তরের উচ্চপদস্থ কর্তারাই। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, ইনকাম

আধারের পর ডিএনএ বিল, ক্ষুব্ধ বিরোধীরা

Image
নয়াদিল্লি : আধার সমস্যার পর এবার ডিএনএ টেকনোলজি বিল বিতর্ক নিয়ে দিল্লির দরবারে তোলপাড় শুরু হল। প্রশ্ন একটাই, নতুন করে সাধারণ মানুষের নিরাপত্তা কি সঙ্কটে পড়তে চলেছে? এই ইস্যুতেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নামছে বিরোধী দলগুলি। সরাসরি দাবি উঠছে, দেশের নাগরিকদের ডিএনএর তথ্য জেনে নিতে চাইছে মোদি সরকার। তথ্যব্যাঙ্কে সাধারণের ডিএনএর নমুনা সংগ্রহ করে পরে কাজে লাগাবে কেন্দ্র। কংগ্রেস তো সাফ অভিযোগ করেছে, এ ধরনের বিল আনার মানেই হল নাগরিকদের ব্যক্তিগত চরিত্র জেনে নিয়ে নজরদারি। প্রয়োজনে ব্ল্যাকমেল। কংগ্রেস জানিয়েছে, 'আধার তথ্য ফাঁস হওয়ায় মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে। একইভাবে এই ডিএনএ বিল পাশ হয়ে গেলে মানবদেহের যাবতীয় তথ্য সংগ্রহ করে কেন্দ্র যে পরবর্তীকালে তার অপ্রয়োগ করবে না, সে গ্যারান্টি কোথায়?' এই প্রশ্ন কিন্তু শুধু কংগ্রেস নয়, সমগ্র বিরোধীকুলের। 'দ্য ডিএনএ টেকনোলজি (‌ইউস অ্যান্ড অ্যাপ্লিকেশন) রেগুলেশন বিল ২০১৮' নির্দিষ্ট কিছু ব্যক্তির পরিচয় জানার লক্ষ্যেই আনা হয়েছে বলে সরকারিভাবে বলছে কেন্দ্র। তার জন্য ডিএনএ ডেটা ব্যাঙ্ক তৈরি করা

অটোতে ৪ জনের বেশি যাত্রী নয়, বিধি চূড়ান্ত করল রাজ্য

Image
কলকাতা: এবার কাটা রুটে অটো চালালে পারমিট সাসপেন্ড অথবা বাতিল হবে। অটোতে নেওয়া যাবে না চারজনের অতিরিক্ত যাত্রী। অটোয় তারস্বরে গান বাজানো যাবে না। ঝলমলে আলো লাগানোও যাবে না। সম্প্রতি অটোরিকশ পলিসি'র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানেই কীভাবে অটো চালাতে হবে, তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০১৫ সালের ১ জানুয়ারি বা তার আগে থেকে টানা যেসব অবৈধ অটো চলছে, সেগুলিকে বৈধতার সুযোগ করে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সেই কাজ করে ফেলতে হবে। রাজ্যে নয়া অটো পলিসি কার্যকর হচ্ছে আগামী মাস থেকেই। পরিবহণ দপ্তরের কর্তাদের বক্তব্য, রাজ্যে অবৈধ অটোর রমরমা নতুন কিছু নয়। বহু বছর ধরে অবৈধ অটো চলছে। তাতে রাজ্য যেমন তার রাজস্ব হারাচ্ছে, তেমনই সেসব অটোতে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতেই অবৈধ আটোকে আইনে বাঁধার কাজ শুরু করছে রাজ্য সরকার।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া পলিসি অনুসারেই রাজ্যে অটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সময়সীমা পার হয়ে গেলে আর কোনও অবৈধ অটোকে রাস্তায় চলতে দেওয়া হবে না। কোনও টু-স্ট্রোক অটোকে বৈধতা দ

প্রৌঢ়ার নলিকাটা দেহ ঘরে, চাঞ্চল্য

Image
ঘরের মধ্যে থেকে এক প্রৌঢ়ার নলি কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিপ্রা মুখোপাধ্যায় (৬০)। পুলিশ জানিয়েছে, চ্যাটার্জিহাটে  একটি বাড়িতে দীর্ঘ দিন ভাড়া থাকতেন অবিবাহিতা শিপ্রাদেবী। এ দিন সকালে জল আনতে যাওয়ার সময়ে বাড়িরই আর এক ভাড়াটে রিনা প্রামাণিকের চোখে পড়ে, অস্বাভাবিক ভাবে শুয়ে আছেন ওই প্রৌঢ়া। সন্দেহ হওয়ায় গ্রিলের ফাঁক দিয়ে রিনাদেবী দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিপ্রাদেবী। সঙ্গে সঙ্গে রিনা ডেকে আনেন তাঁর স্বামী সুবীর প্রামাণিককে। সুবীরবাবুই স্থানীয় থানায় যোগাযোগ করেন। পুলিশ এসে শিপ্রাদেবীর অচৈতন্য দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়া। তাঁর ঘর থেকে একটি রক্তমাখা ব্লেডও উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিপ্রাদেবী আগে আয়ার কাজ করতেন। বর্তমানে আর সেই কাজ না পেয়ে শুরু করেছিলেন বাড়ি বাড়ি রান্নার কাজ। আপাতত ওই প্রৌঢ়ার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ডাক্তার সেজে প্রতারণা! শুনে তাজ্জব পান্না গ্রাম

Image
সরকারি চাকরি দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় থেকে ভুয়ো পরিচয় দিয়ে নতুন নতুন লোকেদের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা— ছোট থেকেই একের পর এক প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনই এক প্রতারণার অভিযোগে সম্প্রতি দাসপুরের সুজানগরের যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আদতে বিহারে বাড়ি সঞ্জয় সিংহের। ছোট বেলায় মায়ের সঙ্গে সে ঘাটাল থানার পান্না গ্রামে মামা বাড়িতে চলে আসে। বছর কয়েক আগে পান্না ছেড়ে পাকাপাকি ভাবে বাড়ি ভাড়া নিয়ে দাসপুরের সুজানগর গ্রামে চলে আসে সে। স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। আগেও তার বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি সে নতুন প্রতারণার ফাঁদ পাতে। বিয়ে করার জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান চেয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সে জানায়, তার নাম দিব্যেন্দু রায়। সে পেশায় নিউরো সার্জন। বিদেশে বাড়ি রয়েছে। দু'টি চা বাগানও আছে। এখন কলকাতায় থাকে। দেওয়া হয়েছিল মোবাইল নম্বরও। বিজ্ঞাপন দেখে ফোন নম্বরে বহু ফোন আসত। অভিযোগ, কম সময়ের মধ্যে একাধিক পরিবারের সঙ্গে সখ্যতা তৈরি করে সে টাকা আদায় করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে বেলেঘাটা থানা এলাকার এক তরুণীর সঙ্গে তার যোগাযোগ হ

ফ্লোরিডায় বন্দুকবাজের হামলা, নিহত ২

Image
ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালীন হামলা চালাল এক বন্দুকবাজ। রবিবার ঘটনাটি ঘটে ফ্লোরিডার জ্যাকসনভিলে। এই হামলায় নিহত হয়েছেন ২ জন। আহত প্রায় ১১ জন। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ডেভিড কাজ। বছর চব্বিশের ওই যুবক বাল্টিমোরের বাসিন্দা। ওই দিন জ্যাকসনভিলের একটি মলে ভিডিও গেম টুর্নামেন্ট চলছিল। আচমকাই সেখানে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ডেভিড। গুলির শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মলে। ভয়ে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দেন। গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা মলটিকে ঘিরে ফেলে। তার পর এক এক করে মলের ভিতর থেকে লোকজনকে উদ্ধার করে। হামলাকারীর খোঁজে শুরু হয় তল্লাশি। তখনই মলের ভিতর থেকে ডেভিডের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, গুলি চালানোর পর আত্মঘাতী হয়েছে ডেভিড। তবে কী কারণে সে গুলি চালাল সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।

মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে উপহার দেওয়া হত কুকুরছানা!

Image
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কানাডা। অবিবাহিতা মহিলারা অন্তঃসত্ত্বা হয়ে পড়লেই পাঠানো হত প্রসূতি হোমে। সন্তানের জন্মের পরে সদ্যোজাতকে কেড়ে নেওয়া হত মায়ের থেকে। তার পর  সেই বাচ্চাদের দত্তক নিতেন অন্য কোনও দম্পতি। তাদের স্তন্যপান করাতে, এমনকি ছুঁতে পর্যন্ত পারতেন না মা। সন্তানের দুঃখ ভোলাতে কুকুর ছানা উপহার দেওয়া হত অনেককে। অবিবাহিতা মায়ের 'লজ্জা' ঢাকতে এমন ঘটনা আকছার ঘটত ১৯৪০ থেকে '৭০-এর মধ্যে। সম্প্রতি কানাডার সেনেট কমিটির এক রিপোর্টে উঠে এসেছে দেশের এই অন্ধকার অধ্যায়। কমিটির দাবি, এই নির্দয় নীতির জন্য ক্ষমা চাক সরকার। কমিটির চেয়ারম্যান আর্ট এগলেটন জানিয়েছেন, অবিবাহিত মায়ের 'সামাজিক কলঙ্ক' মুছতে জোর করে তাঁদের পাঠানো হত ওই হোমগুলিতে। যেগুলি সাধারণত চালাত সেনা নইলে ধর্মীয় সংগঠন। রেকর্ড বলছে, ১৯৪৫ থেকে ১৯৭১ সালের মধ্যে কানাডায় এই রকম ছ'লাখ সন্তানের জন্ম হয়েছিল। এই শিশুদের ৯৫ শতাংশকেই দত্তক দেওয়া হয়েছিল অন্য কোনও দম্পতিকে। 'এ লজ্জা আমাদেরও' শীর্ষক রিপোর্টে প্রকাশ, হোমে পাঠানোর পরে নিত্য অত্যাচার করা হত ওই মহিলাদের। বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া

ছেলের দেহ আগলে রাতভর স্টেশনে

Image
কিশোর ছেলে বিজু দাস অসুস্থ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার করে দিলে তাঁকে গুয়াহাটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তার মা-বাবা। নিউ কোচবিহার স্টেশনের কাছে পৌঁছতেই টান উঠতে শুরু করে বিজুর। তড়িঘড়ি ট্রেন থেকে নেমেও শেষ রক্ষে হয়নি। রেলের চিকিৎসক সেখানে পৌঁছে মৃত ঘোষণা করেন বিজুকে। শনিবার রাতভর ছেলেকে আগলে স্টেশনে বসে থাকতে হয় মা-বাবা, আত্মীয়দের। তাঁর বারবার বলছিলেন, "একবার হাসপাতালে নিয়ে যাই।" অভিযোগ, রেলকর্তারা কেউ রাজি হয়নি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সেখানে গিয়ে ওই বাসিন্দাদের পাশে দাঁড়ান। রবিবার সকালে দেহ ময়নাতদন্তের পরে বাড়ি নিয়ে যাওয়া হয় বিজুকে। নিউ কোচবিহার স্টেশনের জিআরপি-র ওসি দীপেন রসৌলি বলেন, "নিয়ম অনুযায়ী রাতে দেহ পুলিশ হেফাজতে রাখা হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্ত করানো হয়।" পুলিশ ও রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্টেশনেই বিজুর মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী তাঁরা দেহ ময়নাতদন্ত না করে ছাড়তে পারে না। সে জন্যেই রাতে দেহ রেখে দিতে হবে। ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য বলেন, "নিয়মের বেড়া জালে এ ভাবে আটকে রাখলে বিপদ