এই উপায়ে সহজেই জেনে নিন আপনার PF অ্যাকাউন্টের ব্যালেন্স


পিএফ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই নিয়ে বেশির ভাগ সাধারণ মানুষই চিন্তিত থআকেন ৷ কারণ এতদিন পর্যন্ত পিএফ-এ কত টাকা ব্যালেন্স রয়েছে তা জানতে সমস্যায় পড়তে হত ৷ এই পদ্ধিতিটি সহজ করে তোলার জন্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এবার আপনার জন্য রয়েছে অত্যন্ত সহজ একটি উপায়ে ৷ একটি মিসড কলের মাধ্যমেই আপনি জানতে পেরে যাবেন আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স ৷ কিন্তু খেয়াল রাখবে মিসড কল আপনার রেজিষ্টার্ড নম্বর থেকেই পাঠাতে হবে ৷

011-22901406 এই নম্বরে ফোন করে ইপিএফও সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন ৷ পিএফ কন্ট্রিবিউশনের পাশাপাশি KYC সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন হাতের মুঠোয় ৷ স্মার্টফোন ছাড়াও এই সুবিধা সহজেই পেতে পারবেন ৷

যদি অ্যাকউন্ট হোল্ডারের UAN নম্বর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কা৪ড ও আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিসড কলের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য ইউনিফায়েড পোর্টালে আপনার ইউএএন অ্যাক্টিভেট করতে হবে ৷

011-22901406 এই নম্বরে কল করার পর দু'বার রিং হওয়ার পর ফোন কেটে যাবে ৷ মেম্বরদের বিনামূল্যে এইপরিষেবা দেওয়া হবে ৷ মিসড কলের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমে এই সুবিধা পেতে পারবেন ৷ 'EPFOHO UAN' লিখে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷