Posts

Showing posts from July 8, 2018

বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অসমে ।

Image
এবারের অসমের এক বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এক মহিলার অভিযোগ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক নিজাম চৌধুরীর বিরুদ্ধে। আরও অভিযোগ, অভিযুক্ত বিধায়ক টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চাপ দিচ্ছেন। অসমের হাইলাকান্দি সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের স্বামী ষড়যন্ত্রে বিধায়কের দ্বারা ধর্ষিত হয়েছেন। এমনটাই অভিযোগ তুললেন অসমের হাইলাকান্দির এক মহিলা। ঘটনার ন্যায়বিচার না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই মহিলা। তাঁর দাবি, বিধায়কের তরফে তাঁকে ৫ লক্ষ টাকার মাধ্যমে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মহিলার অভিযোগ, মে মাসে দুবার বাড়িতে এবং একবার হাইলাকান্দির সার্কিট হাউসে তাঁকে ধর্ষণ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক নিজাম চৌধুরী। যদিও বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অ্যাখ্যা নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক নিজাম চৌধুরী। জনতার সামনে তাঁর ইমেজকে খাটো করতেই এই অভিযোগ করা হচ্ছে বলে দাবি তাঁর। বিধায়ক নিজাম চৌধুরীর দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে

প্রেমে ব্যর্থ, প্রেমিকের ফোন ছেড়ে মলের চারতলা থেকে ঝাঁপ তরুণীর

Image
শনিবারের বিকেল। নয়ডার গ্রেট ইন্ডিয়া প্লেস মলে কেনাকাটায় ব্যস্ত সকলে। ঠিক তখনই জোর একটা শব্দ। মলের ভিতরে থাকা লোকজন রেলিংয়ের কাছে ছুটে এসে দেখলেন, মেঝেয় পড়ে রয়েছেন এক তরুণী। রক্তে ভেসে যাচ্ছে তাঁর চারপাশ। প্রেমে ব্যর্থ হয়ে ওই শপিং মলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, বছর ২৫-এর ওই তরুণীর নাম শিবাঙ্গি।। উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার বাসিন্দা তিনি। নয়ডার বারোলাতে ভাড়া থাকেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জেনেছে, ঘটনার আগে অনেক ক্ষণ চারতলার একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। তর্কাতর্কি হচ্ছিল। ফোনে তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন বলে পুলিশের অনুমান। কারণ উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে পুলিশ জেনেছে, কয়েক দিন ধরেই তাঁদের সম্পর্ক ভাল যাচ্ছিল না। প্রেমিক সম্প্রতি অন্য একটি সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন। খুবই হতাশায় ভুগছিলেন তরুণী। সেই হতাশা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ।

জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের বিরোধিতায় শঙ্করাচার্য

Image
ভুবনেশ্বর: সুপ্রিম কোর্ট শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে সব ধর্মের মানুষের প্রবেশাধিকারের বিষয়টি ভেবে দেখতে বললেও, এই প্রস্তাবের বিরোধিতা করলেন গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ও পুরীর রাজা দিব্যসিংহ দেব। বিশ্বহিন্দু পরিষদও এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে রিভিউ পিটিশন দাখিল করার কথা জানিয়েছে। পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই রীতি বদল করার প্রস্তাবে আপত্তি জানিয়ে শঙ্করাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, 'সনাতন ধর্মের প্রাচীন প্রথা ভঙ্গ করে শ্রী জগন্নাথ মন্দিরে সবার প্রবেশের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।' এ বিষয়ে পুরীর রাজা বলেছেন, 'প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়। সেই সময় সব ধর্মের মানুষই দেবতার আশীর্বাদ পান। স্নান উৎসবের সময়ও লক্ষ লক্ষ মানুষ জগন্নাথের দর্শন পান। সুপ্রিম কোর্টের প্রস্তাব অন্তর্বর্তী রায়ের মতো। রথযাত্রার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্দির কর্তৃপক্ষ। সনাতন ধর্ম ও শ্রী জগন্নাথ মন্দিরের বিষয়ে গোবর্ধন পীঠের শঙ্করাচার্যর সিদ্ধান্তই চূড়ান্ত। আদাল

অ্যামেরিকায় ভারতীয়কে গুলি, খুনিকে ধরতে ১০ হাজার ডলার পুরস্কার

Image
কানসাস (অ্যামেরিকা) : অ্যামেরিকার মিসৌরির কানসাস শহরে খুন ভারতীয় যুবক। নাম শারথ কোপ্পু। বাড়ি হায়দরাবাদের ওরাঙ্গলে। ২৬ বছর বয়সি ওই যুবক অ্যামেরিকার মিসৌরি-কানসাসে থাকতেন। এই ঘটনায় সন্দেহভাজনের CCTV ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। এছাড়া খুনিকে ধরতে গুরুত্বপূর্ণ সূত্র দিলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে এদেশে তথ্যপ্রযুক্তি কম্পানির চাকরি ছেড়ে পড়াশোনা করতে কানসাস যান শারথ। সেখানে ইউনিভার্সিটি অফ কানসাসে পড়াশোনা করতেন। গতরাতে সেখানকার স্থানীয় একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। সেসময় একদল দুষ্কৃতী ওই রেস্তরাঁয় ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পাঁচটি গুলি লাগে শারথের শরীরে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  নিহত যুবকের এক আত্মীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী রেস্তরাঁয় ঢুকে গুলি চালাতে শুরু করে। পাঁচটি গুলি লেগে মৃত্যু হয় শারথের। পরিবারের তরফে ইতিমধ্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তরা দ্রুত ধরা পড়ার পাশাপাশি যাতে তাদের কঠোর শাস্তি হয় সেই ব্যবস

অবৈধ ফার্মহাউস নির্মাণের অভিযোগ, সলমনকে নোটিস মহারাষ্ট্র বনদপ্তরের

Image
আবারও কি বিপাকে পড়তে চলেছেন সলমন খান? অবৈধ নির্মাণের অভিযোগে এবার সলমন ও তাঁর পরিবারকে নোটিস পাঠাল মহারাষ্ট্র বনদপ্তর। সাত দিনের মধ্যে ওই নোটিসের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে একটি ফার্মহাউস রয়েছে ভাইজানের। সলমন খান ছাড়াও ওই ফার্মহাউসের মালিকানা রয়েছে বাবা সেলিম খান, বোন অর্পিতা খান, আলভিরা খান, ভাই আরবাজ খান, সোহেল খান ও মা হেলেনের। এক অনাবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন ওই ফার্মহাউসটি তৈরি করা হয়েছে বনদপ্তরের আইন ভেঙে। নোটিসে বলা হয়েছে, বন আইন ভেঙে ফার্মহাউস তৈরি করতে সিমেন্ট, কংক্রিট আনা হয়েছে। একইসঙ্গে ওই নির্মাণ করার জন্য অন্যান্য আইনও ভাঙা হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, উপ‌যুক্ত সময়ের মধ্যে ‌ওই নোটিসের জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে আইন অনু‌যায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় নোটিসে। এদিকে এ ব্যাপারে সলমনের বাবা সেলিম খান বলেন, ''ফার্মহাউসটি নির্মাণের জন্য সব আইনই মানা হয়েছে। প্রয়োজনীর ফি-ও জমা দেওয়া হয়েছে। কোনওভাবেই ওটি কোনও বেআইনি নির্মাণ নয়

ভেস্তে গেল নাশকতার ছক, সিআইডির জালে ৪ শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা

Image
নাশকতা রোধে বড়সড় সাফল্য পেল সিআইডি৷ শিলিগুড়ির নকশালবাড়ি থেকে গ্রেপ্তার করা হল বিচ্ছিন্নতাবাদী সংগঠন গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন বা জিসিএলও-র চার সদস্যকে৷ ধৃতদের মধ্যে রয়েছে সংগঠনের অন্যতম নেতা নির্মল রায় ও তার সঙ্গীরা। সরকারি অফিস ও রেললাইন উড়িয়ে দেওয়ার ছক ছিল তাদের৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে৷ সিআইডি-র হাতে এসেছে একটি ভিডিও৷ যা থেকে স্পষ্ট হয়েছে বিষয়টি৷ জেরায় তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা৷ সূত্রের খবর, আগামী ৩১ জুলাই বনধের ডাক দিয়েছিল সংগঠনটি। প্রত্যেক বছর ২৮ অাগস্ট জিসিএলও সদস্যরা ভারতভুক্তি চুক্তি দিবস পালন করে থাকে। তার আগেই সংগঠনটি রেললাইন এবং সরকারি অফিসে নাশকতা চালানোর ছক কষেছিল বলে নিশ্চিত হয়েছে সিআইডি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে তাদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভারতভুক্তি চুক্তি মোতাবেক কোচবিহারের বাসিন্দাদের যা যা সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল তার কোনওটাই দেওয়া হয়নি বা হচ্ছে না৷। ফলে দাবি ছিনিয়ে নিতেই সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছে গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন৷ সিআইডি সূত্রে খবর, চল

চাইল্ড পর্ন দেখলে বা ছড়িয়ে দিলে হতে পারে জেল, নয়া আইনের ভাবনা কেন্দ্রের

Image
 শিশুদের দিয়ে তৈরি বা ডাউনলোড করা কোনও পর্নোগ্রাফি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া রুখতে কঠোর পদক্ষেপ ভারত সরকারের৷ মোবাইলে চাইল্ড পর্ন রাখলে এড়ানো যাবে না গ্রেপ্তারি৷ অপরাধীর সাজা পাঁচ বছর পর্যন্ত জেল৷ সমীক্ষায় দেখা গিয়েছে, শিশুদের যৌন হেনস্তা ও ধর্ষণের মতো ঘটনা ক্রমেই বাড়ছে ভারতে৷ ধর্ষণের পর সেই ভিডিও থেকে তৈরি করা হচ্ছে পর্নোগ্রাফি৷ তা ছড়িয়ে দিতে কাজ করছে এক চক্র৷ এবার সেই চক্রের কুকর্ম রোধ করে শিশুদের সুরক্ষিত রাখতেই এমন চিন্তাভাবনা ভারত সরকারের৷ তার আগে ২০১২ সালে শিশু সুরক্ষা আইনে বলা হয়েছে, যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে৷ ১২ বছর বা তার কমবয়সীদের ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা ফাঁসির আইন পাশ হয়েছে সদ্যই৷ শুধু শিশু পর্নোগ্রাফি দেখা, মোবাইলে ডাউনলোড করে রাখা বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যেমন দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে, ঠিক তেমনই পর্নোগ্রাফি তৈরির জন্য শিশু শরীরে নানা হরমোন প্রয়োগের ক্ষেত্রেও হতে পারে সাজা৷ অনেক সময় দেখা যায়, হোমে বেড়ে ওঠা শিশুদের হরমোনজনিত ইঞ্জেকশন দেওয়া হয়৷ এরপর জোর করে পর্নোগ্রাফি তৈরিতে কাজে লাগানো

শিলিগুড়ির ফুলবাড়ি থেকে উদ্ধার ১০ কেজি চোরাই সোনা, গ্রেপ্তার ২ পাচারকারী

Image
শিলিগুড়ি: ভুটান থেকে সোনা পাচারের ছক বানচাল৷ শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ১০ কেজি সোনা উদ্ধার করলেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তার ২ পাচারকারী৷ ধৃতদের একজনের বাড়িতে দিল্লিতে৷ অপরজন বিহারের বাসিন্দা৷ তদন্তকারীদের দাবি, ভুটান থেকে জয়গাঁও সীমান্ত পেরিয়ে সোনা আনা হয়েছিল শিলিগুড়িতে৷ বিহারের পাচারের পরিকল্পনা ছিল৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা৷ একদিকে নেপাল ও ভূটান সীমান্ত৷ অন্যদিকে বাংলাদেশ৷ আবার সহজেই পৌঁছে যাওয়া যায় উত্ত-পূর্ব ভারতেও৷ ভৌগালিক অবস্থানের কারণে শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারী৷ সড়কপথ, রেলপথ, এমনকী, আকাশপথেও পাচার হয়ে যায় সোনা৷ রাজস্ব দপ্তরের গোয়েন্দারা জানিয়েছেন, ভূটান সড়কপথে চোরাই সোনা আনা হচ্ছিল শিলিগুড়িতে৷ গোপনসূত্রে খবর পেয়ে ফুলবাড়ি বাইপাসে গাড়িটি আটক করা হয়৷ সিটের নিচে বিশেষ চেম্বারে রাখা ছিল ১০টি সোনার বাট৷ একে একটির ওজন ১ কেজি৷ ঘটনায় সৌরভ জৈন ও দিলীপ চৌরাসিয়া নামে দু'জনকে গ্রেপ্তার করেছেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ একজন দিল্লির বাসিন্দা৷ আর একজনের বাড়ি বিহারে৷ গোয়েন্দাদের দাবি, ভুটান থেকে চোরাপথে ওই ১০ কেজি সোনা বিহারে

কম্পিউটারে হারিয়ে যাওয়া ডাটা উদ্ধারের সহজ উপায়

Image
স্টোরেজ ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ ডাটা কোনভাবে ডিলিট হয়ে গেলে চোখে শর্ষে ফুল দেখি আমরা। ভুল করে ডিলিট করে দিয়ে একাধিকবার আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুরুত্বপূর্ণ ডাটা হারিয়ে ফেলি। কখনো হার্ড ডিস্ক ক্র্যাশ করার কারনে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়। নিজের কম্পিউটার বা ল্যাপ্টপ থেকে ডিলিট হওয়া যে কোন ডাটা রিকভার করবে কী ভাবে? এই পদ্ধতি শুরু করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন * হারিয়ে যাওয়া সব ডাটা কখনই উদ্ধার করা যায় না। তবে বেশিরভাগ ডাটা উদ্ধার করা সম্ভব। * সাম্প্রতিক ডিলিট হওয়া ডাটা সহজে উদ্ধার করা সম্ভব। * ফাইল এক্সটেনশান এর মাধ্যমে সহজে ডিলিট হওয়া ডাটা খুঁজে পাওয়া সম্ভব। ছবির জন্য .jpg, .png, .CR2., gif ভিডিওর জন্য .mp4, .3gp, .wmv, .mkv ডকুমেন্টের জন্য .doc, .docx, .ppt, .pptx, .xls, .xlxs, .psd অডিওর জন্য .mp3, .m4a, .wav, .wma, .flacc * ডিলিট হওয়া ডাটা কোথায় স্টোর ছিল তা জানা থাকলে সেই ডাটা সহজে উদ্ধার করা সম্ভব। প্রথম পদ্ধতি: Windows-এর বিল্ট ইন ফিচার 'Restore the previous version' নামে Windows এর একটি ডিফল্ট ফিচার রয়েছে। এই ফিচারে ফাইল ও ফোল্ডার স্ক্যান করে Windows এ

‘পেট্রল বোমা ছুঁড়তে ছুঁড়তে ঘিরে ফেলে পাঁচশো জন’

Image
শ্রীনগর : পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল৷ তাই গুলি ছোঁড়া ছাড়া উপায় ছিল না৷ রবিবার বিবৃতি দিয়ে জানাল ভারতীয় সেনা৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামে শনিবার তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। তখনই তাদের ওপরে পাথর নিয়ে হামলা চালায় প্রায় পাঁচশো জন। সেনা জানায়, প্রায় ৫০০ লোক ঘিরে ফেলে৷ লাগাতার উড়ে আসে পাথর। এই পরিস্থিতিতে গুলি না চালালে জওয়ানদের মরতে হত৷ রবিবারের বিবৃতিতে সেনা জানায় প্রাণহানি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। সেনাকে লক্ষ্য করে পাথর নিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছিল। প্রায় ৫০০ জন উত্তেজিত লোক জওয়ানদের কাছাকাছি চলে এসেছিল। তাদের নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় সেনা। পেট্রল বোমাও ছুঁড়েছিল পাথরবাজরা। এমনকী ভিড়ের মধ্যে লুকিয়ে গুলি করেছে জঙ্গিরা। এতে বেশ কয়েকজন জওয়ান জখম হন। এই পরিস্থিতিতে কাশ্মীরে আপাতত বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কাশ্মীরে ৩ পাথরবাজের মৃত্যুর পর সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। রবিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুলগামে সেনার নজরদারি দলের ওপরে হামলা চালিয়েছিল প্রায় ৫০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় জওয়া

আপনার হারানো সামগ্রী খুঁজে দেবে কলকাতা পুলিসের অনলাইন 'বন্ধু'

Image
অনলাইনে জিডির জন্য গুগল প্লে-স্টোরে গিয়ে কলকাতা পুলিসের 'বন্ধু' অ্যাপটি ডাউনলোড করতে হবে। মোবাইল, প্যান বা আধার কার্ড হারিয়ে গেছে? এখন আর থানায় গিয়ে জিডি করার দরকার নেই। হাতে একটা স্মার্টফোন, আর তাতে ইন্টারনেট কানেকশন থাকলেই কেল্লাফতে। এখন থেকে অনলাইনেই থানায় অভিযোগ জানাতে পারবেন আপনি। কলকাতা পুলিসের উদ্যোগে ইতিমধ্যেই চালু হয়ে গেছে এই নয়া এই ব্যবস্থা। কীভাবে অনলাইনে জিডি করবেন আপনি? অনলাইনে জিডির জন্য আপনাকে গুগল প্লে-স্টোরে গিয়ে কলকাতা পুলিসের 'বন্ধু' নামক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপেই মিলবে ই-জিডির অপশন। কী হারিয়েছে? কোথায় হারিয়েছে? কোন থানা এলাকা? এই সংক্রান্ত তথ্য অনলাইনে পূরণ করলেই আপনার জিডির আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এমনকি, এই অ্যাপের মাধ্যমেই আবেদনের একটি প্রতিলিপিও পেয়ে যাবেন আপনি। পুলিস সূত্রে খবর, অনলাইনে জিডি দেখে তা সংশ্লিষ্ট থানাকে জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী কাজ শুরু করবে পুলিস। এই নয়া পদক্ষেপ সাধারণ মানুষের সময় বাঁচাবে বলে আশাবাদী কলকাতা পুলিস। একইসঙ্গে এই উদ্যোগ  প্রযুক্তিগতভাবে কলকাতা পুলিশের হাইটেক হয়ে ওঠারও প্রমাণ। (অ্যাপটি ডাউনলোড করতে

মন থেকে আউট শামি, ছেড়ে আসা পেশায় ফিরছেন হাসিন

Image
এ বার থেকে বড়পর্দায় এই লুকে দেখা যাবে হাসিনকে। ছোট পোশাক। চড়া মেকআপ। যে মহিলাকে আপনি দেখছেন তিনি সদ্য পা রেখেছেন ফিল্মি দুনিয়ায়। তবে দেখে মোটেই নভিস মনে হচ্ছে না। বরং পেশাদার মডেল বা অভিনেত্রীদের সঙ্গে দৃশ্যত খুব একটা তফাত চোখে পড়ছে না অনেকেরই। ইনি মাস কয়েক আগে ক্রিকেটার স্বামীর 'বিবাহ বহির্ভূত সম্পর্ক'কে প্রকাশ্যে এনে শিরোনামে এসেছিলেন। স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। আদালত পর্যন্ত গড়িয়েছে দাম্পত্য কলহ। শিশু সন্তানদের নিয়ে তাঁর লড়াইয়ের কথা বারবার বলেছিলেন। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। পেয়েছিলেন নিরাপত্তারক্ষী। সব মিলিয়ে স্বামী অর্থাত্ মহম্মদ শামির সঙ্গে সাংসারিক দ্বন্দ্ব এনে ফেলেছিলেন খোলা হাটে। মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ফের ফিরলেন শিরোনামে। এ বার নিজের কেরিয়ার নিয়ে। সদ্য ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন হাসিন। এসকেপ (ESCAPE) এবং সরি (SORRY)— দুটো শর্ট ফিল্মে অভিনয় করে ফেলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে অগস্টে মুক্তি পাবে এই দুটি ছবি। গত ছ'মাসের মধ্যেই যেন আমূল বদলে গিয়েছে হাসিনের জীবন। ''আমি এখন পুরোপুরি মডেলিংয়ে চলে এসেছি। দুটো শর্ট

পেট খারাপ, রাজধানী দেরি করাতে বোমার ‘খবর’ দেন বেহালার যুবক

Image
স্টেশনে যাওয়ার পথে স্ত্রীর হঠাৎ প্রচণ্ড পেট ব্যথা। আর সেই ব্যথার ওষুধ কিনতে মাঝপথে থামতে গিয়েই বিপত্তি। ট্রেন মিস হয়ে যাবে বুঝতে পেরে পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন করে বিপাকে কলকাতার বাঙালি দম্পতি। বেহালার বাসিন্দা সুপ্রিয় মুখোপাধ্যায় একটি বেসরকারি সংস্থার কর্মী। পাণিপথে তাঁর স্ত্রী থাকেন। তাঁকে আনতেই দিল্লি গিয়েছিলেন সুপ্রিয়। শনিবার নিউ দিল্লি স্টেশন থেকে বিকেল ৪টে ৫৫ মিনিটের হাওড়া-রাজধানী এক্সপ্রেস ধরার কথা ছিল সুপ্রিয় এবং তাঁর স্ত্রীর। সব কিছুই ঠিক ছিল। কিন্তু নিউ দিল্লি স্টেশনে ঢোকার একটু আগেই অসহ্য পেট ব্যথা শুরু হয় সুপ্রিয়র স্ত্রীর। উপায়ন্তর না দেখে চালককে অটো ঘুরিয়ে কনট প্লেসে নিয়ে যেতে বলেন সুপ্রিয়। সেখানে ওষুধ কিনতে কিনতে ততক্ষণে ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। আর তখনই সুপ্রিয়র মাথায় আসে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করার কথা। নিজের মোবাইল থেকেই ১০০ ডায়াল করে বলেন, হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসে বোমা রাখা আছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, পাঁচটা ৫টা ১৫ মিনিটে ফোনটা আসে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি রেলপুলিশকে জানান। রেল কর্তৃপক্ষ পুলিশের কাছ থেকে খবর পেয়ে গাজ

তারকাদের ইলেকট্রিক বিল কত আসে? জানলে 'শক' লাগতে পারে!

Image
গরমে বাড়িতে ফ্যান,এসি একটু বেশিই চলে! আর তার প্রভাব সোজা গিয়ে পড়ে বাড়ির ইলেকট্রিক বিলে। যা চোকাতে গিয়ে অনেক সময় গলদঘর্ম অবস্থায় পড়ে যান গৃহকর্তা! এই পরিস্থিতি এদেশের বহু সাধারণ গৃহস্থেই ঘটে থাকে। তবে জানেন কি , তারকারা কত টাকা মূল্যের ইলেকট্রিক বিল জমা দিয়ে থাকেন? এক এক জন বলিউড তারকার বাড়ির ইলেকট্রিক বিলের অঙ্ক চমকে দেওয়ার মত! ক্যাটরিনা কাইফ বলিউড ডিভা ক্যাটরিনার রূপের মতোই চমকপ্রদ তাঁর বাড়ির ইলেকট্রিক বিল। ক্যাট সুন্দরীর বাড়িতে প্রতি মাসে ১০ লাখ টাকার ইলেকট্রিক বিল আসে।     শাহরুখ খান বলিুড বাদশা শাহরুখ খান তাঁক 'মন্নত' বাংলোটির জন্যই শুধু বিল দেন ৪৩ লাখ টাকার। বলিউডে সবচেয়ে বেশি খরচের ইলেকট্রিক বিল জমা দেন কিং খানই।     দীপিকা পাড়ুকোন বলিউড সুন্দরী দীপিকার বাড়ির ইনলেকট্রিক বিল ১৩ লাখ টাকা প্রতি মাসে। দীপিকার মুম্বইয়ের বাড়ির এই ইলেকট্রিক বিলের অঙ্ক চমকে দেওয়ার মতো!     আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বাড়ির ইলেকট্রিক বিল ২২ লাখ টাকার হয়ে থাকে প্রতি মাসে। তাঁর বান্দ্রা অ্যাপার্টমেন্টের ইনেলকট্রিক বিলের খরচ এমনটাই।     অমিতাভ বচ্চন বলিউড শাহেনশা অমিতা

ধর্ষণে অভিযুক্তকে মৃত্যুদন্ড দিল মধ্যপ্রদেশ আদালত

Image
মধ্যপ্রদেশ: এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে ৪০-বছর বয়সী এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে মধ্যপ্রদেশের সাগর জেলার একটি আদালত । অভিযোগ জানানোর ৪৬ দিনের মধ্যেই এই রায় দিয়েছে  আদালত । ভারতীয় দন্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৬৬ (অপহরণ) ধারা ও প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস (POCSO) অ্যাক্টে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবারেই মৃত্যুদন্ডের শাস্তি দেন অতিরিক্ত দায়রা জজ সুধাংশু সাক্সেনা । ২১ মে, রেহলি শহরের কাছে খামারিয়া গ্রামে ৯ বছরের ওই নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত। এরপর নিকটবর্তী একটি মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে । মেয়েটির পরিবার ঘটনাস্থলে পৌঁছানোমাত্রই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত । ঘটনার ৩ দিনের মধ্যই তদন্ত শেষ করে ২৫ মে চার্জশীট প্রস্তুত করে পুলিশ । প্রসিকিউশন অফিসার পিএল রাওয়াত জানিয়েছেন, আদালতে মোট ২৫ জন সাক্ষী দেন ও শনিবার দিন এই রায় দিয়েছে আদালত ।

শেষ চারের লড়াইয়ে কে কার মুখোমুখি ?

Image
শেষ চারের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে... রাশিয়া বিশ্বকাপে শেষ আটের লড়াই শেষ। আটটি দল থেকে বিদায় নিয়েছে চারটি দল। আর বাকি চারটি দল এবার মুখোমুখি হবে শেষ চারের লড়াইয়ে। ১০ এবং ১১ জুলাই বিশ্বকাপের দু'টি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ না ইউরো কাপ? মাঝে মাঝে এই প্রশ্ন জাগছে মনে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সুয়ারেজের উরুগুয়ে, নেইমারের ব্রাজিল। বিদায় নিয়েছে আয়োজক রাশিয়াও। ২৮ বছর পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড। ২০ বছর বাদে সেমি ফাইনালে ক্রোয়েশিয়া। '৮৬-র পর আবার সেমি ফাইনালে উঠেছে বেলজিয়াম। '৯৮-র পর আবার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। শেষ চারের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে:       শেষ চারের লড়াই (সেমি ফাইনাল)  দিনক্ষণ       মুখোমুখি     ভেন্যু     সময় ১০ জুলাই, মঙ্গলবার ফ্রান্স বনাম বেলজিয়াম সেন্ট পিটার্সবার্গ রাত ১১.৩০ ১১ জুলাই, বুধবার ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড মস্কো রাত ১১.৩০     

পুত্রবধূর ঘরে প্রেমিক, হাতেনাতে ধরে খেসারত দিলেন শ্বশুর।

Image
ধানতলার কমলাপুরের বাসিন্দা মুক্তিদেবীর স্বামী কর্মসূ্ত্রে ভিনরাজ্যে থাকেন। সেই সুযোগে সুভাষ বাইন নামে স্থানীয় এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর।  পুত্রবধূর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের। প্রাণ গেল শ্বশুরমশাইয়ের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কমলাপুরে। মৃত বৃদ্ধের নাম বিজয়কৃষ্ণ গায়েন। ইতিমধ্যেই অভিযুক্ত বউমা মুক্তি গায়েনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তার প্রেমিক সুভাষ বাইন পলাতক। স্থানীয় সূত্রে খবর, ধানতলার কমলাপুরের বাসিন্দা মুক্তিদেবীর স্বামী কর্মসূ্ত্রে ভিনরাজ্যে থাকেন। সেই সুযোগে সুভাষ বাইন নামে স্থানীয় এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। জানা গিয়েছে, প্রায়শই প্রেমিকার বাড়িতে লুকিয়ে আসা-যাওয়া করত সুভাষ। মৃতের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে যখন সুভাষ মুক্তির ঘরে আসে তখন বিজয়কৃষ্ণ গায়েন দু'জনকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ, এর পরেই ওই বৃদ্ধকে মারধর করে মুক্তি ও সুভাষ। মারধরের জেরে মাটিতে পড়ে যান বিজয়কৃষ্ণ। পরিবারের অন্যান্য লোকজন ওই বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই মৃতের বউমা মুক্তি গায়েন

গাড়ি চালানোর সময় কথা বলতে দেখলেই মোবাইল ফোন নিয়ে নেবে পুলিশ

Image
দেহরাদুন: এবার থেকে উত্তরাখণ্ডে গাড়ি চালানোর সময় কোনও ব্যক্তিকেই মোবাইল ফোন কথা বলতে দেখলেই শুধু জরিমানা করেই ছেড়ে দেবে না পুলিশ, ফোনটি কেড়ে নিয়ে ২৪ ঘণ্টা রেখে দেবে। উত্তরাখণ্ড হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। এর আগে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে লাইসেন্স বাতিলের নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। এবার বিচারপতি রাজীব শর্মা বলেছেন, 'গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে, ট্র্যাফিক সিগন্যাল লঙ্ঘন করলে বা গাড়িতে ওভারলোডিং হলে উত্তরাখণ্ড রাজ্য পরিবহণ বিভাগ ভারতীয় দণ্ডবিধি ও ১৯৮৮ সালের মোটরযান আইনে এফআইআর করতে পারবে। এছাড়া আইন লঙ্ঘনকারী চালকদের উপযুক্ত রসিদ দিয়ে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতে পারবে পরিবহণ বিভাগ।' হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, পরিবহণ সচিব ডি সেন্থিল পান্ডিয়ানকে এক মাসের মধ্যে গোটা রাজ্যের পথ নিরাপত্তা অডিট করাতে হবে। প্রতিটি তেহসিলে এনফোর্সমেন্ট দল গঠন করতে হবে। দুর্ঘটনা রোখার জন্য রাস্তায় প্রাচীর ও বেষ্টনী তৈরি করতে হবে। কেউ মদ্যপান করে গাড়ি চালাচ্ছে কি না, সেটা পরীক্ষা করারও ব্যবস্থা রাখতে হবে। পাঁচ বছরের বেশি বয়সি প্রত্যেককে বাইকে চড়ার সম

মেয়ের বান্ধবীকে ধর্ষণ, গ্রেফতার গুরগাঁওয়ের ব্যবসায়ী

Image
গুরগাঁও: মেয়ের বান্ধবীর ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল গুরগাঁও নিবাসী ৪৫ বছরের এক ব্যবসায়ীকে। খবরে প্রকাশ, বৃহস্পতিবার বান্ধবীর (অভিযুক্তের মেয়ে) কাছে রাতে থাকতে এসেছিলেন ১৮ বছরের নির্যাতিতা। অভিযোগ, সেখানে তাঁকে পানীয় খাইয়ে নিজের বেডরুমে ধর্ষণ করে অভিযুক্ত ব্যবসায়ী। গুরগাঁও পুলিশের জনসংযোগ আধিকারিক জানান, অভিযুক্তর মেয়ে বিদেশে পড়াশোনা করেন। ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। সেই জন্য তিনি নির্যাতিতাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শুক্রবার মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর বয়ানের ভিত্তিতে ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বিশ্বের সর্বোচ্চ ধনীদের তালিকায় তিন নম্বরে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ

Image
এই প্রথম টেকনোলজি দুনিয়া থেকে প্রথম তিনজন ধনীদের তালিকায় স্থান পেলেন ফেসবুকের প্রতিষ্টাতা মার্ক জুকেরবার্গের মুকুটে নতুন পালক। দুনিয়ার তৃতীয় সর্বোচ্চ ধনীর তকমা পেলেন জুকেরবার্গ। তাঁর সামনে এখন বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট ও মাইক্রোসফটের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। ওই তালিকা তৈরি করেছে ব্লুমবার্গ। উল্লেখ্য, এই প্রথম টেকনোলজি দুনিয়া থেকে প্রথম তিনজন ধনীদের তালিকায় স্থান পেলেন। মাত্র ২৩ বছর বয়সে একশো কোটি টাকার মালিক হয়েছিলেন জুকেরবার্গ। এবার ৩৪ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়াল ৫.৫ লাখ কোটি টাকা। ফরচুন ম্যাগাজিনের একটি রিপোর্ট অনু‌যায়ী দুনিয়াজুড়ে বিনিয়োগকারীরা এখন ফেসবুকের দিকে ঝুঁকছেন। কোনও কোনও মহল মনে করছে তার ফলেই দেখা ‌যাচ্ছে ডেটা ফাঁস হয়ে ‌যাওয়ার অভি‌যোগ সত্বেও ফেসবুকের শেয়ার সম্প্রতি ২.৪ শতাংশ বেড়েছে। ২০১২ সালে বাজারে আসার পর ফেসবুকের স্টক ৪০০ শতাংশ বেড়েছে।  

৩০ লক্ষ বছর আগে আড়াই বছরের শিশু দিব্যি গাছে চড়ত, বলছে গবেষণা

Image
শিশুটির নাম সেলাম। ইথিওপিয়ার আমহেরিক ভাষায় যার অর্থ 'শান্তি'। ৩০ লক্ষ বছর আগে এত কম বয়সের পূর্ণাঙ্গ জীবশ্মের আবিষ্কার এই প্রথম বলে দাবি বিজ্ঞানীদের আড়াই বছরের শিশু না-কি গাছে চড়তে পারে! এ ডালে ও ডালে অবাধে তার চলাচল। এমনকী তার মায়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ঝুলেও থাকে সে। বাঁদর নয়, মানুষই। তবে প্রায় ৩০ লক্ষ বছর আগে শিশুদের এমন ক্ষমতা ছিল বলে জানাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা। ২০০২ সালে ইথিওপিয়ার ডিকিকায় এক শিশুর পূর্ণাঙ্গ জীবাশ্ম আবিষ্কার করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। শিশুটির জীবাশ্ম গবেষণা করেই মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। শিশুটির নাম সেলাম। ইথিওপিয়ার আমহেরিক ভাষায় যার অর্থ 'শান্তি'। ৩০ লক্ষ বছর আগে এত কম বয়সের পূর্ণাঙ্গ জীবশ্মের আবিষ্কার এই প্রথম বলে দাবি বিজ্ঞানীদের। মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে নৃতত্ত্ববিদ জেরেমি ডিসলভা জানিয়েছেন, আড়াই বছরের শিশু হাঁটতে পারে এমন জীবাশ্মের খোঁজ মিলল এই প্রথম। তার গোটা পায়ের পাতার হাড় উদ্ধার করা গিয়েছে। সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে, সালেমের সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার ক্ষমতা ছিল। এখনকার মানুষ

দুষ্কৃতীদের গুলিতে অ্যামেরিকায় খুন ভারতীয় যুবক

Image
কানসাস (অ্যামেরিকা) : অ্যামেরিকার মিসৌরির কানসাস শহরে খুন ভারতীয় যুবক। নাম শারথ কোপ্পু। বাড়ি হায়দরাবাদের ওরাঙ্গলে। ২৬ বছর বয়সি ওই যুবক অ্যামেরিকার মিসৌরি-কানসাসে থাকতেন। চলতি বছরের জানুয়ারি মাসে এদেশে সফ্টওয়ার কম্পানির চাকরি ছেড়ে পড়াশোনা করতে কানসাস যান শারথ। সেখানে ইউনিভার্সিটি অফ কানসাসে পড়াশোনা করতেন। গতরাতে সেখানকার স্থানীয় একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। সেসময় একদল দুষ্কৃতী ওই রেস্তরাঁয় ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পাঁচটি গুলি লাগে শারথের শরীরে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  নিহত যুবকের এক আত্মীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী রেস্তরাঁয় ঢুকে গুলি চালাতে শুরু করে। পাঁচটি গুলি লেগে মৃত্যু হয় শারথের। পরিবারের তরফে ইতিমধ্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তরা দ্রুত ধরা পড়ার পাশাপাশি যাতে তাদের কঠোর শাস্তি হয় সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। 

ক্যানসারের চিকিৎসায় নতুন পদ্ধতি বাঙালির

Image
কার্গিলের হাসপাতালে দাঁড়িয়ে দিন-রাতের একটাই ব্রত ছিল আহত সৈনিকদের দ্রুত সুস্থ করে তোলা। লড়াইটা আজও বজায় রেখেছেন তিনি। তবে যুদ্ধক্ষেত্র আজ আর কার্গিল নয়, লড়াইয়ের ময়দান এখন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। লক্ষ্য একটাই, কী ভাবে ক্যানসার আক্রান্ত রোগীদের অল্প সময়ে সঠিক পদ্ধতিতে অস্ত্রোপচার করে দ্রুত সুস্থ করে তোলা যায়। সে কাজে আজ অনেকটাই সফল দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছেলে মুকুরদীপি রায়। দেহে নাভির নীচের অংশে যে নানা ধরনের ক্যানসার হয়ে থাকে, সেই আক্রান্ত কোষগুলিকে অস্ত্রোপচার করে বাদ দেওয়ার একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন সার্জিক্যাল অঙ্কোলজির ওই বাঙালি চিকিৎসক। যে পদ্ধতিকে কুর্নিশ করতে বাধ্য হয়েছে বিশ্বও। দু'বছর আগে তাঁর 'রিভার ফ্লো' পদ্ধতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় 'ওয়ার্ল্ড জার্নাল অব মেথোডলজি'। তার পর গত দু'বছর ধরে সেই পদ্ধতি মেনে শুরু হয় প্রয়োগ। গত দু'বছরে প্রায় ১০৫টি ছোট-বড় অস্ত্রোপচার করেছেন একাধিক জাতীয়-আন্তর্জাতিক পদকপ্রাপ্ত এই চিকিৎসক। গত মে মাস পর্যন্ত  ১০৫টি অস্ত্রোপচারে সাফল্য আসায়  'রিভার ফ্লো'র প্র

ক্ষতি হতে দেব না, ক্ষমাপ্রার্থী কোচ

Image
১২টি বাচ্চার দায়িত্ব এখন তাঁর কাঁধে। বয়স মাত্র ২৫। ২৩ জুন খেলার পরে কিশোর ফুটবল দলকে নিয়ে গুহায় ঢুকেছিলেন কোচ এক্কাপল চান্তাওয়ং। যেমনটা প্রায়শই ঢুকতেন। হড়পা বান আসতে পারে, ঘুনাক্ষরেও টের পাননি। সেই থেকে ১২ দিনেরও বেশি সময় গুহার ভিতরেই। সঙ্গে তাঁর খুদে ফুটবল দল। এক সপ্তাহ ধরে উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল। গত কাল গুহায় ঢুকে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এক ডুবুরির। তবু আশা ছাড়ছে না কেউই। জোরকদমে চলছে উদ্ধারকাজ। মাঠের মতোই গুহার ভিতরেও দলকে মনোবল জুগিয়ে চলেছেন কোচ এক্কাপল। যত ক্ষণ পর্যন্ত না উদ্ধারকারী দল তাঁদের খোঁজ পেয়েছে, তত ক্ষণ পর্যন্ত নিজের ভাগের খাবারটুকুও ছাত্রদের মুখেই তুলে দিয়েছেন তিনি। মোটামুটি ঠিকই আছে খুদেরা। তবু এই বিপত্তির জন্য নিজেকেই দায় করেছেন এক্কাপল। গত কাল ডুবুরিদের হাত দিয়ে খুদেদের বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে পাঠিয়েছেন কোচ। তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন বাচ্চাদের ঝুঁকির মধ্যে নিয়ে আসার জন্য। লিখেছেন, ''ওদের ক্ষতি হতে দেব না। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।'' জানিয়েছেন, বাড়ি ফিরে কাকিমার রান্না খাওয়ার জন্য মুখিয়ে রয়েছ

কিশোরীকে ‘গণধর্ষণ’ পাড়ুইয়ে, ধৃত ৫

Image
খোঁজ মিলছিল না বছর ষোলোর কিশোরীর। আত্মীয়দের থেকে সে খবর পেয়ে ঘণ্টা দেড়েক পরে বীরভূমের পাড়ুইয়ের বাড়ি লাগোয়া কাঁদরের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার ওই ঘটনার পরে কিশোরীর পরিবার পুলিশের কাছে শনিবার লিখিত অভিযোগ করেছে, সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় পরিচিত আট যুবক কাঁদরের কাছেই মেয়েটিকে গণধর্ষণ করেছে। বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীও সংবাদমাধ্যমের কাছে এই দাবি করেছে। হাসপাতাল সূত্রের খবর, কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এ দিন তার ডাক্তারি পরীক্ষা হয়। পুলিশের দাবি, প্রাথমিক ভাবে গণধর্ষণের বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়নি। বীরভূমের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, ''শনিবার রাতে পরিবার লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী হয়েছে জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'' অভিযুক্তদের পরিবারের দাবি, অন্য কোনও আক্রোশ থেকে তাদের ফাঁসানো হয়েছে। সে কারণে ঘটনার প্রায় চব্বিশ ঘণ্টা পরে লিখিত অভিযোগ করা হয়। তবে 'অন্য কারণ'টি ঠিক কী, তা খোলসা করেননি তাঁরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার দুপুরে গ্রামে গিয়ে দ

সাদা কাগজে তালাক! ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা

Image
মুখে মুখে তাৎক্ষণিক তিন তালাক যে অবৈধ, সে কথা আগেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ বার অতি চালাকি করে সাদা কাগজে অন্তঃসত্ত্বা স্ত্রীর সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সই হয়ে যেতেই তরুণীর স্বামী বলে, ''ব্যস, তালাক হয়ে গেল। এ বার বাপের বাড়ি চলে যাও। বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।'' শুক্রবার বিকেলে স্বামীর মুখে এমন কথা শুনে চমকে উঠেছিলেন বছর একুশের তরুণী। কিন্তু মুখে কিছু বলেননি। স্বামী যদি ফের মারধর করে! মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গাড়ি রওনা দেয় নদিয়ার করিমপুরের উদ্দেশে। কিন্তু নওদার পিঁপড়েখালি এলাকায় চলন্ত গাড়ি থেকে আচমকাই ঝাঁপ দেন তরুণী। তাঁর দাবি, ''এ ভাবে তালাক দেওয়া যায় নাকি! গাড়ি থেকে নেমে থানায় যেতে চেয়েছিলাম। কিন্তু চালক গাড়ি তো থামালই না, উল্টে ভুল রাস্তায় নিয়ে চলে যাচ্ছিল।'' ঘটনার পরে গাড়ি নিয়ে চম্পট দেন চালক ও তাঁর সহকারী। মাথায় চোট লাগে তরুণীর। তাঁকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার হরিহরপাড়া থানায় অন্তঃসত্ত্বা ওই তরুণী তাঁর স্বামী-সহ পাঁচ জনের বিরু

বুথ প্রতি ১৩৫০ ভোটার, সিদ্ধান্ত কমিশনের

Image
নির্বাচন প্রক্রিয়ায় বুথের পুনর্গঠন ও পুনর্বিন্যাস সংক্রান্ত কিছু পরিবর্তন আনতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে নির্দেশ জারি করে প্রতিটি জেলা প্রশাসনের কাছ থেকে প্রস্তাব চেয়েছে তারা। সরকারি সূত্রের খবর, জরুরি কিছু পরিবর্তনের মধ্যে থাকছে বুথ প্রতি ভোটারের সংখ্যা কমানো। সরকারি সূত্রের খবর, ১৪০০ থেকে কমিয়ে এ বার থেকে প্রতি বুথে সর্বাধিক ১৩৫০ জন ভোটার রাখার প্রস্তাবে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এ জন্য বিভিন্ন বুথের বাড়তি ভোটার পাশের বুথে সরানো যেতে পারে। সে-ক্ষেত্রে দরকার পড়লে নতুন বুথ তৈরি করা যেতে পারে বলে প্রস্তাবও রাখা হয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বুথ পুনর্গঠন ও পুনর্বিন্যাসের এই প্রস্তাব জমা পড়তে চলেছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই যে সব বুথে ১৩৫০ জনের বেশি ভোটার ছিল তা নিকটবর্তী বুথে সরানো হয়েছে।       ভোটার সংখ্যা ১৩৫০ করার কারণ কী? কমিশনের সূত্র অনুযায়ী, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের দেওয়া নির্দেশনামাতেই তা স্পষ্ট। কারণ, কমিশনের সিদ্ধান্ত, আগামিদিনে সমস্ত ভোটেই ইভিএমের সঙ্গে ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট

কাশ্মীরে সেনার গুলিতে নিহত কিশোরী-সহ ৩

Image
হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগে ফের উত্তাল হল উপত্যকা। আজ দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে এক কিশোরী-সহ তিন জন নিহত হয়েছেন। তবে অশান্তি সত্ত্বেও শান্তিপূর্ণ ভাবেই চলছে অমরনাথ যাত্রা। পুলিশ জানিয়েছে, কুলগামের হাউরা এলাকায় আজ সেনার টহলদারি দলকে লক্ষ্য করে পাথর ছোড়েন স্থানীয়দের একাংশ। সেনার গুলিতে আট জন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। সেনার তরফে দাবি করা হয়েছে, প্রায় চার-পাঁচশো বিক্ষোভকারী সেনার গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ও পাথর ছোড়ে। পরে গুলিও চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। ফলে বাধ্য হয়ে গুলি চালায় সেনা। নিহতদের মধ্যে রয়েছে ১৬ বছরের কিশোরী আন্দলিব জান। পুলিশ জানিয়েছে, আন্দলিব স্থানীয় এক বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা স্থানীয় আপেল ব্যবসায়ী। গোলমালের সময়ে সে কী ঘটছে দেখতে বাড়ির বাইরে এসেছিল। নিহত বাকি দু'জনের নাম শাকির আহমেদ খান্ডে ও ইরশাদ আহমেদ। গোলমালের জেরে অনন্তনাগ, কুলগাম, শোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কয়েকটি এলাকায় জারি হয়েছে কার্ফুও। বিকেলে শ্রীনগরে সিআরপিএফের একটি

মাওবাদী এলাকায় বসছে মোবাইল টাওয়ার

Image
মাওবাদী প্রভাবিত এলাকায় টেলি-সংযোগ বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। বিহার-ঝাড়খণ্ডের মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে ইতিমধ্যেই প্রায় সাতশো মোবাইল টাওয়ার বসানোর ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধুমাত্র বিহারেই ৪১২টি টাওয়ার বসানো হবে। টাওয়ারগুলি পুলিশ থানা, ফাঁড়ি অথবা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শিবির চত্বরে মধ্যেই বসানো হবে। এর ফলে মাওবাদীরা কোনও ভাবেই টাওয়ার উড়িয়ে দেওয়ার মতো নাশকতা চালাতে পারবে না। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক বছরে দেশের ন'টি রাজ্যে মাওবাদীরা প্রায় ২৫০টি টাওয়ার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে। কিন্তু মাওবাদী প্রভাবিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এবং স্থানীয়দের সরকারি পরিষেবা পৌঁছে দিতে শক্তিশালী টেলি-সংযোগ জরুরি। সে কারণেই এই সিদ্ধান্ত। মাওবাদী সূত্রের অবশ্য দাবি, পুলিশ তাঁদের গতিবিধি সম্পর্কে খবর সংগ্রহের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। বিহার-ঝাড়খণ্ডের মাওবাদী প্রভাবিত এলাকায় স্কুলবাড়ি, রাস্তা, রেল লাইন, সেতু, হাসপাতাল এবং যোগাযোগ-সহ যে কোনও রকম পরিষেবা ব্যবস্থায় বাধা তৈরি করে জঙ্গিরা। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় মোবাইল টাওয়ার থেকে

জামিন পেলেও বিয়ে পণ্ড মিঠুনের ছেলের

Image
শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের ওরফে মিমোর বিয়ে! কিছু দিন আগেই এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে মিমোর বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও বিয়ে বাতিল করেননি কনে মদালসা শর্মার পরিবার। তাঁরা মা স্পষ্ট জানিয়েছিলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়েটা আজই হবে। সেই মতো বিয়ের আসরও বসেছিল তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি হোটেলে। বিলাসবহুল এই হোটেলটি মিঠুনেরই। সূত্রের খবর, আজ সেই হোটেলেই তদন্তকারীরা উপস্থিত হওয়ার পরেই বিয়ে বাতিল করে দিয়ে ফিরে গিয়েছেন কনেপক্ষ। মিমোর বিরুদ্ধে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছিলেন তিনি। একটি সূত্র আবার বলছে, অভিযোগকারিণী ভোজপুরি অভিনেত্রী। তাঁর অভিযোগ, পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে ওষুধ খাইয়ে গর্ভপাত করান মিঠুনের স্ত্রী যোগিতা বালি। ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন বলে অভিযোগ। অভিযোগকারিণী জানিয়েছেন, এর পরেই ভয়ে মুম্বই থেকে দিল্লি চলে যান তিনি, পরে রোহিণী থানায় মিমোদের বিরুদ্ধে অভিযোগ করেন। এই সপ্তাহের শুরুতে দিল্লির এক আদালত জানায়, মিমো ও

জয়েন্ট, এনইইটি এ বার বছরে দু’বার, ঘোষণা কেন্দ্রের

Image
সামনের বছর থেকে সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির দু'টি প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স (জেইই-মেন) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (এনইইএটি) বছরে হবে দু'বার করে। অনলাইনে। তবে জয়েন্ট এন্ট্রান্স- অ্যাডভান্সড পরীক্ষা আগের মতোই নেবে দেশের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-গুলি। জেইই-মেন হবে ফি বছর জানুয়ারি ও এপ্রিলে। আর এনইইএটি হবে ফেব্রুয়ারি ও মে মাসে। এত দিন এই পরীক্ষাগুলি নিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এ বার সেই ব্যাটনের হাতবদল ঘটছে। পরীক্ষাগুলি নেবে এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভরেকর এ কথা জানিয়েছেন। এও জানিয়েছেন, শুধু জেইই-মেন এবং এনইইএটি নয়, এ বার সর্বভারতীয় স্তরে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (এনইটি), কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট) এবং গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপটিচ্যুড টেস্ট (জিপ্যাট)-গুলিও নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এ বছর এনইটি হবে ডিসেম্বরে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আশ্বাস, জেইই-মেন এবং এনইইএটি-র মতো সর্বভারতীয় স্তরের প্রবেশিকা

হাওড়ামুখী রাজধানীতে বোমা আছে বলে খবর, যাত্রী নামিয়ে তল্লাশি

Image
রাজধানী এক্সপ্রেস। দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক। শনিবার বিকেলে  দিল্লি থেকে ছাড়ার পর রেল পুলিশের কাছে  ৫.২১ মিনিট নাগাদ ফোনে খবর আসে রাজধানী এক্সপ্রেসে বোমা রাখা রয়েছে। সময় নষ্ট না করে গাজিয়াবাদের কাছে ট্রেনটিকে থামানো হয়। শুরু হয় তল্লাশি। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দু'ঘণ্টারও বেশি সময় ধরে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর পরেও ট্রেনে কোনও বোমা পাওয়া যায়নি। তার পর অবশ্য সাতটা পাঁচ মিনিট নাগাদ গাজিয়াবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় রাজধানী এক্সপ্রেস। অন্য ট্রেনগুলির তুলনায় কামরার সংখ্যা রাজধানী এক্সপ্রেসে বেশি বলে প্রতিটি কামরার যাত্রীদের নামিয়ে তল্লাশি চালাতে অনেকটা সময় লেগে যায়। ওই সময়ে ওই পথে আসা অন্য ট্রেনগুলিও দাঁড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষ প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে, যেখান থেকে ফোনটি করা হয়েছিল, তা চিহ্নিত করা গিয়েছে। ওই জায়গার মালিককে তলব করে জিজ্ঞাসাবাদ করছে নিউদিল্লি জিআরপি থানার পুলিশ।  রেলের তরফে জানানো হয়েছে, বোমাতঙ্কের খবর ভুয়ো ছিল। কিছু পাওয়া যায়নি। এর আগেও বেশ কয়েক বার রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্কের খবর রটেছিল। রেল সূত্রের খবর, এ দিনের

২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে, ট্রফির স্বপ্নে বিভোর ইংল্যান্ড

Image
নায়ক: উচ্ছ্বসিত ইংল্যান্ডের মাগুয়্যের। ইংল্যান্ড ২ • সুইডেন ০ ইংল্যান্ডকে ভীষণ ভাবে মিস করছি। ভুটানের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য থিম্পুতে রয়েছি। কিন্তু মন পড়ে আছে ইংল্যান্ডেই। আমার স্ত্রী জ্যাকি এই মুহূর্তে সারে-র ডরকিংয়ে রয়েছে। ম্যাচের আগে ওর পাঠানো ভিডিয়োতে দেখলাম, শহরের আবহটাই বদলে গিয়েছে। সর্বত্র উৎসবের মেজাজ। রাস্তা থেকে বাড়ি— সাজানো হয়েছে ইংল্যান্ডের জাতীয় পতাকায়। বাড়ির লনে চলছে 'বার্বিকিউ' বানানো। সুইডেনকে ২-০ হারিয়ে ইংল্যান্ড ২৮ বছর পরে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পরে ফোন করেছিলাম জ্যাকিকে। সবাই আনন্দে এত চিৎকার করছে যে, কোনও কথা শুনতে পাচ্ছিলাম না। অথচ আমি একা নিঃসঙ্গ পাহাড়ে ঘেরা অপরূপ থিম্পুতে বসে রয়েছি। ইংল্যান্ডের দুরন্ত জয় দেখে যন্ত্রণা ও উদ্বেগ কিছুটা কমল। উদ্বেগের কারণটা অবশ্য আলাদা। শেষ ষোলোয় কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতলেও হ্যারি কেন-দের খেলা হতাশ করেছিল। এই বিশ্বকাপে দুর্দান্ত শুরু করা দলটা কলম্বিয়ার বিরুদ্ধে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছিল। অথচ গ্রুপ পর্বে ইংল্যান্ডের খেলা দেখে ববি রবসনের কথা মনে পড়েছিল। ম্যাচ রিপোর্টে লিখেওছিলাম, ১৯৯০ সালে রবসন যে