অ্যামেরিকায় ভারতীয়কে গুলি, খুনিকে ধরতে ১০ হাজার ডলার পুরস্কার


কানসাস (অ্যামেরিকা) : অ্যামেরিকার মিসৌরির কানসাস শহরে খুন ভারতীয় যুবক। নাম শারথ কোপ্পু। বাড়ি হায়দরাবাদের ওরাঙ্গলে। ২৬ বছর বয়সি ওই যুবক অ্যামেরিকার মিসৌরি-কানসাসে থাকতেন। এই ঘটনায় সন্দেহভাজনের CCTV ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। এছাড়া খুনিকে ধরতে গুরুত্বপূর্ণ সূত্র দিলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে এদেশে তথ্যপ্রযুক্তি কম্পানির চাকরি ছেড়ে পড়াশোনা করতে কানসাস যান শারথ। সেখানে ইউনিভার্সিটি অফ কানসাসে পড়াশোনা করতেন। গতরাতে সেখানকার স্থানীয় একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। সেসময় একদল দুষ্কৃতী ওই রেস্তরাঁয় ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পাঁচটি গুলি লাগে শারথের শরীরে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

নিহত যুবকের এক আত্মীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী রেস্তরাঁয় ঢুকে গুলি চালাতে শুরু করে। পাঁচটি গুলি লেগে মৃত্যু হয় শারথের। পরিবারের তরফে ইতিমধ্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তরা দ্রুত ধরা পড়ার পাশাপাশি যাতে তাদের কঠোর শাস্তি হয় সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। 

গতকাল কানসাস পুলিশ একটি CCTV ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, বাদামি ও সাদা স্ট্রাইপের শার্ট পরা সন্দেহভাজন ওই বন্দুকধারী রেস্তরাঁয় ঢুকছে। কিছুক্ষণ থাকার পর আবার রেস্তরাঁ থেকে বেরিয়ে যাচ্ছে। পুলিশের তরফে এই খুন সংক্রান্ত তথ্য জানানোর জন্য ইতিমধ্যে দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছ। এছাড়া পুলিশ জানিয়েছে কেউ যদি এই খুন সংক্রান্ত এমন কোনও গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে যা অপরাধীকে ধরতে সাহায্য করবে তবে তাকে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।