Posts

Showing posts from May 8, 2018

সন্তানকে গাড়ি থেকে ছুরে ফেলে মাকে ধর্ষণ !

Image
মুজফফরনগর: ফের উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধেয় দিল্লি-দেহরাদূন জাতীয় সড়কে এক মহিলার তিন বছরের সন্তানকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলাকে চলন্ত গাড়িতে দুই দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। ২৬ বছরের ওই মহিলার সন্তানকে গ্রামবাসীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শিশুটি বিপন্মুক্ত বলে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীরা মহিলাকে চাপার এলাকায় গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন, এসপি (শহর) ওমবীর সিংহ। ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সিংহ। নির্যাতিতার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে আর কে মেহতা নামে এক অভিযুক্ত তাঁকে ডেকে পাঠায়। এরপর তাঁকে মাদক মেশানো তরল খাইয়ে মেহতা ও তার বন্ধু তাঁকে ধর্ষণ করে বলে ওই মহিলার অভিযোগ। জ্ঞান ফেরার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অনাথ আশ্রমে কিশোরীদের ধর্ষণে দোষী অধ্যাপকের আমৃত্যু কারাবাস

Image
শিবপুরী (মধ্যপ্রদেশ): অনাথ আশ্রমের কিশোরীদের ধর্ষণ ও হয়রানি করার জন্য এক ৭৯ বছরের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও তাঁর আইনজীবী মেয়েকে আমৃত্যু কারাবাসের সাজা দিল মধ্যপ্রদেশের একটি আদালত। বিশেষ বিচারক অরুণ কুমার ভার্মা দুই দোষী সাব্যস্ত—অধ্যাপক কে এন অগ্রবাল ও তাঁর মেয়ে শৈল অগ্রবালকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে। সরকারি কৌঁসুলি জানান, মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় অনাথ মেয়েদের জন্য একটি আশ্রম চালাত শৈল। রাজ্যের শিশু কল্যাণ সমাজ এবং জেলার এক শিশুরক্ষা আধিকারিকের কাছে অভিযোগ আসে, ওই আশ্রমে কিশোরীদের ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে ২০১৬ সালের নভেম্বরে তদন্ত শুরু হয়। সেখানে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। সরকারি আইনজীবীর দাবি, তদন্তে জানা যায়, ওই অধ্যাপক নিয়মিত কিশোরীদের নিজের লালসার শিকার বানাতেন। পুলিশ জানতে পারে, ধর্ষণ করার আগে কিশোরীদের মাদক দেওয়া হতো। যখন তারা এই নির্যাতনের কথা প্রধান অভিযুক্তের মেয়েকে জানাতে যেত, তাদের মারধর ও ভয় দেখিয়ে চুপ করানো হতো। শুধু তাই নয়। পুলিশ আরও জানতে পেরেছে, বহুক্ষেত্রে, বাবার এই বিকৃত কাজে পুরোদমে সাহায্য করত তার মেয়ে। জানা যায়, প্রায়  ২৩ জন কিশোরী

ভারতে ৪০০ কোটি টাকা পাচারের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে

Image
ইসলামাবাদ: সীমান্ত পার করে অর্থ পাচারের অভিযোগ উঠল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে। ভারতে কয়েক লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশের দুর্নীতি বিরোধী শাখা NAB. মঙ্গলবার পাক প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে এখন সরগরম ইসলামাবাদ। কিছুদিন আগে দেশে ফিরতে চেয়ে নিরাপত্তার দাবি করেছিলেন এই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। যা খারিজ করে দেওয়া হয়েছিল পাক সরকারের পক্ষ থেকে। এবার তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তের সিদ্ধান্ত শরিফকে বেকায়দায় ফেলল বলে মনে করা হচ্ছে। অভিযোগ অন্তত ৪.৯ বিলিয়ন অর্থাৎ ৪০০ কোটি ৯০ লক্ষ টাকা পাচার করেছিলেন তিনি। মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই খবর সম্প্রচার করা হয়েছে। তাঁদের খবরে দাবি করা হয়েছে ন্যাশানাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর পক্ষ থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই বেআইনিভাবে অর্থ পাচার করা হয়েছিল বলেই অভিযোগ। দুর্নীতির অভিযোগে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস

৪ বছরে কতজন চাকরি পেয়েছেন?

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এ বার ভোটারদের কৈফিয়ত দিতে হবে বুঝে হিসাব কষতে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে জিততে ২০১৪-য় বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তার পর ৪ বছরে দেশে কর্মসংস্থানের সুযোগ কতটা তৈরি করা গিয়েছে, অঙ্কের হিসাবে তা কতটা, তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের খবর, কেন্দ্রের এনডিএ সরকার কর্মসংস্থানের সুযোগ কতটা তৈরি করতে পেরেছে, নতুন নতুন কাজের সুযোগ তৈরির ক্ষেত্রে তাঁর সরকারের কোন কোন প্রকল্প ও কর্মসূচিগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সবক'টি কেন্দ্রীয় মন্ত্রককে তার খুঁটিনাটি জানিয়ে রিপোর্ট তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী। দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে সেই সব প্রকল্প ও কর্মসূচি কী ভূমিকা নিয়েছে, প্রধানমন্ত্রী তারও রিপোর্ট চেয়েছেন। সন্দেহ নেই, মোদীর দেওয়া বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিই ২০১৪-র সাধারণ নির্বাচনে বিজেপি-কে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়ে ক্,মতাসীন হতে সাহায্য করেছিল। মোদী সরকারের ৪ বছর পূর্ণ হবে আগামী ২৬ মে। বিজেপি নেতৃত্বের একাংশের আশঙ্কা, এ বার ভোটারর

নিজের ছেলেকে গলা টিপে খুন করে পুকুরে ফেলে দিল বাবা !

Image
ডোমকল: আট বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে৷ মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা৷ পরিবারের তরফে ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ডোমকলের সারাংপুর গ্রামপঞ্চায়েতের জোড়গাছা মালতীপুর৷ সেখানকার বাসিন্দা সজীব মণ্ডল নামে ওই নাবালক৷ স্থানীয় সূত্রে খবর, সজীবের মা-বাবার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়৷ আলাদা থাকেন তাঁরা৷ এই নিয়ে সজীবের বাবার মধ্যে একটা রাগ কাজ করত৷ এরইমধ্যে ছেলে বাবার কাছে থাকতে চাইত না৷ এই নিয়ে ক্ষোভ বাড়ছিল বাবার৷ জোর করে ছেলেকে নিজের কাছে নিয়ে আসে সে৷ অভিযোগ, এরপরই ছেলের গলা টিপে শ্বাসরোধ করে পুকুরে ফেলে দেয়৷ এমন পাশবিক আচরণ সভ্য সমাজে কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযুক্তর পরিবারই৷ তারাই সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে৷

টিভির রিমোট নিয়ে দিদির সঙ্গে ঝগড়া, গলায় দড়ি পঞ্চম শ্রেণির ছাত্রীর

Image
বাবা-মা দু' জনেই চাকরি করেন। তিনতলা বাড়ির এক তলায় তাঁরা থাকতেন ২ মেয়ের সঙ্গে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ টিভির রিমোট হাতে পাওয়া নিয়ে ১২ বছরের দিদির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ১০ বছরের মানুষী-র। অনেক ক্ষণ চেষ্টা করেও রিমোট হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় ছোটবোন।  ঘটনাটি ঘটেছে নয়ডায়। দুই মেয়েকে বাড়িতে রেখে অফিসে বেরোন অভিভাবকরা। স্কুলের দিনে দুই মেয়েকেও সঙ্গে নিয়ে বেরোন তাঁরা। স্কুলে নামিয়ে চলে যান কাজে। সদ্য গরমের ছুটি পড়েছে। তাই বাড়িতেই ছিল দুই বোন। সকাল সাড়ে ৮টা নাগাদ কার্টুন দেখা নিয়ে দুই বোনের বচসা শুরু হয়। অনেক ক্ষণ ধরে ঝগড়া হওয়ার পর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় মানুষী। এর মাঝেই তিনতলা থেকে নীচে নেমে ওদের ঠাকুরমা দেখেন, মানুষী গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাঁর চিত্‍কারেই প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।  ঘটনায় হতবাক সকলে। ঘটনায় তদন্তকারী অফিসার রাজীবকুমার সিং জানিয়েছেন, মানুষীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ করা হয়নি। রিপোর্ট আসার পর

পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ল স্বামী, আহত মা

Image
অন্য ব্যক্তির সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক রয়েছে। এই সন্দেহে ঘুমন্ত স্ত্রীয়ের দিকে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় আহত আরও এক মহিলা। ঘটনাটি ঘটেছে দিল্লির পাহাড়গঞ্জে। পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলার নাম নিশা ও লক্ষ্মী। নিশার বয়স ২৪ বছর, লক্ষ্মীর বয়স ৫০। তাঁরা দুজনে একই ঘরে শুয়েছিলেন। গত দেড়মাস ধরে নিশা তাঁর বাবা মায়ের সঙ্গে থাকতেন। স্বামী রাজেশের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না। রাজেশকে এর আগে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। নিশাই তার স্বামী রাজেশের নামে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ দায়ের করেছেন। অ্যাসিডে নিশার দেহ ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। লক্ষ্মীর দেহ ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ২৩ বছরের এক যুবক এক মহিলার উপর টয়লেট ক্লিনার ছোড়ে। তার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য ওই মহিলার উপর টয়লেট ক্লিনার ছোড়ে ওই যুবক। এসিপি ডি কবিতা বলেছেন, এমন তিনটি মামলা পেয়েছেন তাঁরা। একটি অভিযোগ এসেছে এক বন্ধু ও সহকর্মী এক মহিলাকে চাপ দিচ্ছেন। প্রেমের প্রস্তাব যাতে ওই মহিলা মেনে নেন, সেই কা

অদম্য যৌন আকাঙ্ক্ষা কি একরকম নেশা? কী বলছেন বিশেষজ্ঞরা?

Image
নেশা না কল্পনা? অদম্য যৌন আসক্তি আসলে ঠিক কী? বারবার শারীরিক মিলনে লিপ্ত হওয়ার গভীর বাসনাকে কি আদৌও নেশার তালিকায় ফেলা যায়? নাকি, সঙ্গমের সুতীব্র আসক্তি আসলে স্রেফ একটি কল্পনাপ্রসূত ব্যাপার! কিংবা মানসিক অসুস্থতা! আরও স্পষ্ট করে বলতে গেলে 'সেক্স অ্যাডিক্ট'দের আপনি কী বলবেন? নেশাখোর? কল্পনাপ্রবণ? নাকি অসুস্থ? আপাতত এই উত্তর খুঁজতেই উঠেপড়ে লেগেছেন বিশেষজ্ঞরা৷ চিকিৎসকদের দাবি,  নেশা। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই বিশ্লেষণ হাস্যকর। প্রামাণ্য হিসাবে বলা হচ্ছে, ২০১৩ সালে মানসিক অসুস্থতা সংক্রান্ত একটি ডায়াগনস্টিক এবং স্ট্যাটিসটিক্যাল ম্যানুয়ালে অস্বাভাবিক যৌন আসক্তিকে অন্তর্ভুক্ত করার কথা উঠেছিল। কিন্তু প্রমাণের অভাবে তা বাতিল করা হয়। যদিও বর্তমানে ফের 'কমপালসিভ' তথা অপ্রতিরোধ্য যৌন আচরণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক শ্রেণিভুক্ত রোগের তালিকায় শামিল করার প্রস্তাব করা হচ্ছে। এর কারণ হিসাবে বলা হয়েছে যে, নীলছবি  দেখার সময় কোনও ব্যক্তির মস্তিষ্কে যে ক্রিয়া-প্রতিক্রিয়া হয়, কোনও মাদকাসক্তের সামনে মাদক এনে রাখলেও অনেকাংশে তাই হয়। অতএব, যৌন মিলনের তাড়না হয় নেশা নয় মান

মাংস-বিশু তো বাঙালির গর্ব, ভাগাড় চক্র নতুন দিগন্ত দেখিয়ে দিল রাজ্যবাসীকে

Image
ভাগাড় থেকে মরা মাংস পাচার চক্রের মূল পাণ্ডা বিশ্বনাথ ঘড়ুই। বাঙালি নিশ্চয়ই তাঁর অবদানের কথা মনে রাখবে। ভাগাড় চক্র নতুন দিগন্ত দেখিয়ে দিল রাজ্যবাসীকে। কে বলেছে বাঙালি ব্যবসা করতে পারে না? কে বলেছে বাঙালি বাণিজ্য-বিমুখ? মাংস-বিশু দেখিয়ে দিল ভাগাড় থেকেও কীরকম ব্যবসা করা যায়। ওহ্। কী বিজনেস মডেল! ভাবা যায়? আমরা সবাই কত টন পচা মাংস খেয়েছি তা ভেবে মরছি। কিন্তু বিশ্বনাথ ঘড়ুইকে দেখুন। এ যাবৎ কালের অন্যতম সেরা বাঙালি ব্যবসায়ী। শিল্পপতি বললেও কম বলা হয় না। বিদেশেও পৌঁছে যেত ভাগাড়ের মাংস, তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য ভাগাড় থেকে মরা পচে যাওয়া মাংস প্রসেস করে নিয়ে এসে, তাতে কেমিক্যাল মিশিয়ে, প্যাকিং করে হয় সরাসরি তা পাচার হয়েছে বা খাঁটি তাজা মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে তা স্টোর করে রাখা হয়েছে। পরে সেই প্যাকেজড মাংস পৌঁছে গেছে নানা বিপণিতে। একে শিল্প বলবেন না তো কাকে বলবেন! এতদিন তো কেউ বুঝতে পারেনি। কী কুক্ষণে কয়েকজনকে বজবজের ভাগাড়ে দেখে ফেলল, বেচারা বিশুর সাম্রাজ্য ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ১০ বছর ধরে ধীরে ধীরে কী সুন্দর নিজের সাম্রাজ্য বানিয়েছে ভাগাড়-মাংস কাণ্ডের মূল হোতা বিশ্বনাথ। কত

ই-মেলের মাধ্যমে জমা পড়া মনোনয়ন বৈধ, সিপিএমের দাবিকে স্বীকৃতি দিল আদালত

Image
পঞ্চায়েত নির্বাচনের রায়দান পর্বের প্রথম থেকেই নির্বাচন কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। 'ই-মেলের মাধ্যমে মনোনয়ন জমা নিতে হবে।'  নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের মধ্য দিয়ে, হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি। পঞ্চায়েত নির্বাচনের রায়দান পর্বের প্রথম থেকেই নির্বাচন কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। বিচারপতির মন্তব্য, 'অনলাইনে মনোনয়নপত্রগুলি দেখতেই উদাসীন ছিল কমিশন। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারলে, তা গণতন্ত্রবিরোধী।'  এরপরই নির্বাচন কমিশনের ভূমিকাকে সমালোচনা করে বিচারপতি বলেন, 'ই-মেলে মনোনয়ন নেওয়া উচিত ছিল।'  এরফলে যে ৩৪০ জন অভিযোগকারী মনোনয়ন দিতে পারেননি, তাঁদের আবেদনপত্রের সঙ্গে মনোনয়নপত্র সংযুক্ত করা থাকলে, তা বৈধতা পাবে।  প্রসঙ্গত, বামেদের আর্জি খতিয়ে না দেখার জন্য সোমবারও হাইকোর্টের ভর্তসনার মুখে পড়ে কমিশন। ৩৪০টি ই মনোনয়ন সম্পর্কিত রিপোর্ট তলব করে আদালত। এদিনও কমিশনের নিরপেক্ষতা, তত্পরতা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বারবার তোপের মু

ঘনিষ্ঠ সম্পর্কের পরেও বাঙালি বিমানসেবিকাকে বিয়ে করতে না চাওয়ায় ধৃত পাইলট

Image
পাইলটের সঙ্গে বিমানসেবিকার প্রাথমিক সম্পর্ক এবং তা থেকে ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। কখনও-সখনও সেই ঘনিষ্ঠতা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। আবার কখনও বা মাঝপথে ভেঙে গিয়েছে সম্পর্ক। ঠিক যেমনটা হয়েছে গোয়ার বাসিন্দা, পাইলট ক্যাপ্টেন বিবেক মেন্ডিসের ক্ষেত্রে। শুধু তাই নয়, সম্পর্কের এই টানাপড়েনের জেরে বিবেকের আপাতত ঠিকানা হাওড়া সাব জেল। ২৮ বছরের ওই পাইলটকে আগামী ২০ মে পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। বাঙালি যে বিমানসেবিকার সঙ্গে বিবেকের সম্পর্ক তৈরি হয়েছিল, তিনিই সম্প্রতি হাওড়া পুলিশের মহিলা থানায় অভিযোগ করেছেন যে, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিবেক। কিন্তু এখন ওই তরুণ জানিয়ে দিয়েছেন, তিনি বিয়ে করবেন না। বিবেক একটি বিমান সংস্থার এয়ারবাস ৩২০-র কম্যান্ডার পাইলট। বছর পাঁচেক আগে তিনি ওই সংস্থায় যোগ দেন। তরুণীও চার বছর আগে ওই সংস্থায় বিমানসেবিকা হিসেবে যোগ দেন। মাঝআকাশে তাঁদের আলাপ। তা থেকে ঘনিষ্ঠতা। আদতে গোয়ার বাসিন্দা হলেও বিবেক মুম্বইয়ে থাকতেন। মাঝেমধ্যে থাকতেন নিউ টাউনে বিমান সংস্থার দেওয়া ফ্ল্যাটে, কখনও বাইপাসের একটি হোটেলে। তরুণীর অভিযোগ, বাইপাসের ধারে ওই হোটেলে তিনি বহু বার বিবেকে

পঠানকোটে সরানো হল কাঠুয়া মামলা

Image
কাঠুয়া কিংবা জম্মুতে শুনানি হলে কখনওই নিরপেক্ষ বিচার হবে না, এই আশঙ্কায় ভিন্‌ রাজ্যে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিলেন কাঠুয়ায় নির্যাতিত শিশুটির বাবা। আজ সুপ্রিম কোর্ট মামলাটি জম্মু-কাশ্মীর থেকে পঞ্জাবের পঠানকোটে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানায়, মামলার রুদ্ধদ্বার শুনানি হবে। শুনানি চলবে প্রতিদিন। অযথা সময় নষ্ট না করে মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে হবে। মামলা পঞ্জাবে সরিয়ে দেওয়া হলেও জম্মু-কাশ্মীরের রণবীর দণ্ডবিধি (জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয় না। এখানে রণবীর দণ্ডবিধি প্রযোজ্য) অনুযায়ী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। শিশুটির পরিবার, বন্ধুবান্ধব ও আইনজীবীকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে কোর্ট। কাঠুয়া-কাণ্ডের নাবালক অভিযুক্তের নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার কথাও জানিয়েছে বেঞ্চ। সুপ্রিম কোর্টের মতে, 'সুবিচার' এবং 'ভয়' শব্দ দু'টি একে অপরের পরিপন্থী। যেখানে অভিযোগকারী, অভিযুক্ত ও সাক্ষীরা নিরাপদে থাকতে পারেন এবং নির্ভয়ে আদালতে আসতে পারেন সেখানেই সুবিচার পাওয়

হাসপাতালও আর সুরক্ষিত নয়, স্বামীর হাতে অত্যাচারিত মহিলার ভয়ঙ্কর অভিজ্ঞতা

Image
বাড়ি, হাসপাতাল বিপদ দুই জায়গাতেই। প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন গৃহবধূ। বাড়িতে দিন দিন স্বামীর কাছে জুটত চরম অত্যাচার। স্বামীর নির্যাতনে আহত হয়ে মহিলা ভর্তি হলেন হাসপাতালে। সেখানেও রক্ষা পেলেন না তিনি। হাসপাতালের কর্মীর কাছে ধর্ষণের শিকার হলেন তিনি। খালের জলে ধুয়ে হাসপাতালের রোগীদের পোশাক শুকোয় মাঠে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানার ওসমানিয়া হাসপাতালে ভর্তি এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, স্বামীর কাছে মার খেয়ে হাতে আঘাত পান ওই মহিলা। তিনি হাসপাতালের চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওয়েটিং রুমে বসে থাকার সময় সেখান থেকে হাসপাতালের এক কর্মী ওই মহিলাকে আলাদা করে নিয়ে উপরের তলায় নিয়ে যায়। সেখানেই মহিলাকে ওই কর্মী ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে ভি নাগারাজু নামে ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে হাসপাতালের হোম গার্ড ওমর এলাহিকে। কারণ এলাহি পুরো ঘটনাটি দেখলেও নাগারাজুকে থামাননি। জানা গিয়েছে, ঘটনার পরেই প্রবল আতঙ্কে রয়েছেন নির্যাতিতা ওই মহিলা। ওসমানিয়া হাসপাতাল তেলেঙ্গানার

নেশামুক্তি কেন্দ্রে ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

Image
সোনারপুর : এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল সোনারপুরে একটি নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে। মৃতের নাম রাজেশ চৌধুরি। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গত সপ্তাহে রাজেশকে ওই কেন্দ্রে ভরতি করা হয়েছিল। পরিবারের অভিযোগ, ভরতির পর থেকেই তাঁকে মারধর করা হত। রবিবার রাত থেকে মারধরের মাত্রা বেড়ে যায়। এমনকী, তাঁকে পর্যাপ্ত খাবারও দেওয়া হত না। মারের চোটেই রাজেশের মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবারের দাবি।  ওই কেন্দ্রের এক আবাসিক বলেন, "রাজেশদা আমাদের সঙ্গেই ছিল। এরপর রাজেশদাকে আলাদা করে দেয় নাইটগার্ড। রাজেশদা একটু বেশি চিৎকার করছিল। তাই রবিবার রাতে তার হাতে, পায়ে ও মুখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর জানলার সঙ্গে বেঁধে রাজেশদাকে কয়েকজন কর্মী বেধড়ক মারধর করে। রাজেশদার চিৎকারে কেউ ঘুমাতেই পারেনি। আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু, ওই কর্মীরা কেউ আমাদের কথা শোনেনি। গতকাল সকালে রাজেশদা মারা যান।" যদিও এপ্রসঙ্গে মুখ খুলতে চায়নি ওই কেন্দ্রের কর্মীরা।  এরপর গতকাল সকালে রাজেশের পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ জানাতে যান। তাঁরা জানান, থানায় প্রায় ৭ ঘণ্টা বসিয়ে রাখ

কলকাতায় উদ্ধার ৬৬ লাখ টাকার সোনার বিস্কুট

Image
উদ্ধার হওয়া সোনা কলকাতা : কলকাতা জোড়াবাগান থেকে চালানো হতো স্মাগলিং চক্র। মূলত সোনার কারবার। খবর ছিল কাস্টমসের কাছে। গতরাতে মহর্ষি দেবেন্দ্রনাথ রোডে হানা দিয়ে কাস্টমস বমাল গ্রেপ্তার করল দুজনকে। ধৃতদের নাম তুষার কদম ও সঞ্জয় চৌহান। আজ তাদের আদালতে তোলা হবে। দুবাই থেকে আনা হত সোনা। স্মাগলিং চলত মূলত আকাশপথে। কিন্তু কলকাতা বিমানবন্দর সহ দেশের অন্য বিমানবন্দরে ধরপাকড় শুরু হওয়ার পর পাচারের পথ বদলায় তুষার কদম, সঞ্জয় চৌহানরা। বাংলাদেশের অসুরক্ষিত সীমানা দিয়ে এদেশে সোনার বিস্কুট ঢোকাতে শুরু করে। দুবাইয়ে কম দামের সোনা কিনে গয়না হিসেবে এদেশে বিক্রি করত সঞ্জয়রা। সোর্স মারফত এমন তথ্য পায় কাস্টমস। তারপরই হানা দেওয়া হয় তুষার সঞ্জয়দের ডেরায়। পাওয়া যায় ১৯টি সোনার বিস্কুট। যার ওজন ২ কেজি ৮৫ গ্রাম। বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। তুষার, সঞ্জয়দের জেরা করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ নিচ্ছে কাস্টমস। কাস্টমসের এক তদন্তকারী বলেন, "আমরা এই ধরনের বেশ কয়েকটি চক্রের খোঁজ পেয়েছি। মনে হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত। আশা করছি পুরো চক্রের খোঁজ পাব।" 

আজই সাতপাকে বাঁধা পড়ছেন সোনম, রকডেল মুখী বলিউড

Image
মুম্বই: বলিউড ফ্যাশনিস্তার বিয়ে বলে কথা। মুম্বইতে সকাল থেকেই আজ তাই সাজ সাজ রব। আর কিছুক্ষণের মধ্যেই সাতপাকে বাঁধা পড়বেন সোনম কাপুর, আনন্দ আহুজা। ২৬ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রকডেলে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে শিখ রীতি মেনে হবে বিয়ে। এরপর আজই সন্ধে ৮টা থেকে লীলা হোটেলে রিসেপশন পার্টি। সোমবার মেহন্দি পার্টির রাজকীয় সাদা পোশাকের সাজেই সোনম বুঝিয়ে দিয়েছেন তিনি সত্যিই বলিউডের ফ্যাশনিস্তা। তাই আজ বিয়ের আসরে সোনম কী পরেন তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। ট্রু ফ্যাশনিস্তার মতোই মেহন্দি পার্টিতে অতিথিদের জন্যও ড্রেস কোড রেখেছিলেন সোনম। সাদা পোশাকে কনের সঙ্গে ফ্যাশনে দিব্বি পাল্লা দিয়েছে গোটা বলিউডও। আজও বিয়ে, রিসেপশনের আসরে অথিথিদের জন্য ড্রেস কোড রেখেছেন সোনম-আনন্দ। বিয়েতে ভারতীয় ট্রাডিশনাল পোশাক আর রিসেপশনে ভারতীয় বা পশ্চিমী ফর্মাল পোশাকে সেজে আসতে অনুরোধ জানিয়েছেন তাঁরা। ইকো ফ্রেন্ডলি ই-কার্ডের মাধ্যমে নিমন্ত্রণ জানিয়ে অভিনবত্বের ছাপ রেখেছেন কাপুর, আহুজা পরিবার। আর সেই কার্ডেই উল্লেখ রয়েছে তাঁদের একান্ত ইচ্ছা। কোনও উপহার গ্রহণ করছেন না এই বলিউড কাপল।

মাইল পেরোতে হয় পানীয় জলের জন্য

Image
ছত্তিসগড়: দেশের বেশ কিছু রাজ্যে পানীয় জলের সমস্যা রয়েছে৷ সেই সমস্যা প্রকট হয় গ্রীষ্মকালে৷ ছত্তিসগড়ের রাজনন্দগাঁওয়ে সে সমস্যা চরমে পৌঁছেছে এই গরমে৷ এক ঘড়া খাবার জলের জন্য পায়ে হেঁটে পার করতে হয় পাঁচ ছয় কিলোমিটারের রাস্তা৷ প্রতিদিন৷ এই সমস্যার সমাধানে আজও কোনও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে৷ এক সংবাদ সংস্থাকে গ্রামের এক সাধারণ মানুষ জানিয়েছেন, "আমাদের কাছে শুধুমাত্র একটা কি দু'টো নলকূপ রয়েছে৷ কিন্তু সেই নলকূপে জল নেই৷ নদী থেকে জল আনতে রোজ কয়েক কিলোমিটার হেঁটে যেতে আসতে হয় আমাদের৷ এছাড়া আর কোনও উপায় নেই আমাদের কাছে৷" ছত্তিসগড়ের বেশকিছু জেলায় জলকষ্ট রয়েছে৷ এই জেলার গড়িয়াবন্দ, ধামতারি, মহসামুন্দ, দুর্গ, কোরবা, রাইগড়, সুরগুজা, বলরামপুরের মানুষ পানীয় জলের অভাবে সমস্যায় রয়েছেন৷ জল আনতে পাড়ি দিতে হয় দূর দূরান্তে৷ বহুবার বহু জায়গায় জানিয়েও কাজের কাজ না হওয়ায় আশা ছেড়ে দিয়েছেন গ্রামবাসীরা৷ এখন মাইল পার করে রোজ এক ঘড়া জল বয়ে নিয়ে যান বাড়ি৷ এছাড়া আর উপায় কি!

হয় ক্ষমা চান, না হলে ১০০ কোটির মানহানি মামলা সামলান, মোদীকে সিদ্দারামাইয়া

Image
নয়াদিল্লি: ভোটআসন্ন কর্নাটকে প্রচারে গিয়ে ভিত্তিহীন ও মিথ্যে দাবি করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার আইনি নোটিস পাঠালেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাত-পাতার নোটিসে হুঁশিয়ারি দিয়ে সিদ্দারামাইয়া জানিয়েছেন, হয় প্রধানমন্ত্রী ক্ষমা চান। না হলে, তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকা মূল্যের ফৌজদারি মানহানি মামলা দায়ের করা হবে। নরেন্দ্র মোদীর পাশাপাশি, একই নোটিসে নাম রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। নোটিসে সিদ্দারামাইয়া দাবি করেছেন, নির্বাচনী প্রচারে এসে একাধিক অবমাননাকর ও অসত্য মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। নোটিসে গত ৫ ফেব্রুয়ারি বিজেপির নবকর্নাটক পরিবর্তন যাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে, প্রচারে মোদী বলেছেন—কর্নাটকে কংগ্রেস সরকার ১০ শতাংশ সরকার। নোটিসে এ-ও দাবি করা হয়েছে, মোদী প্রচারে বলেছেন—এখানে কেলেঙ্কারি ও মাফিয়ার নগ্ন নাচ চলছে। আরও দাবি করা হয়েছে, কর্নাটকে কংগ্রেস মুখে সহজে ব্যবসা করার কথা বললেও, আদতে সহজে হত্যা করেছে। এখানেই থেমে থাকেননি সিদ্দারামাইয়া। তাঁর আরও দাবি, তাঁকে এক বন্ধুর দেওয়া একটি ঘড়ি উপহারকে 'ঘুষ

গুলি-যুদ্ধ বিমানবন্দরে, ঘায়েল তিন ‘জঙ্গি’

Image
গাড়িটাকে হাত দেখালেও দাঁড়াল না। দুই নিরাপত্তারক্ষীর পাশ দিয়ে হুশ করে পেরিয়ে গেল টোল প্লাজা। টোল প্লাজার পরেই বাঁ দিকের রাস্তাটা চলে গিয়েছে টার্মিনালের দোতলার দিকে, ডিপারচার এলাকায়। আর ডান দিকের রাস্তাটা দু'ভাগ হয়ে একটি গিয়েছে টার্মিনালের একতলায় অ্যারাইভালের দিকে। অন্যটি গিয়েছে পার্কিং এলাকায়। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে ঢোকার মুখে টোল প্লাজায় নির্দেশ না মেনে গাড়িটি সোজা উঠে যায় ডিপারচারে যাওয়ার সেতুতে। টোল প্লাজার সামনে থাকা সিআইএসএফের দুই জওয়ান সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে সতর্ক করেন সহকর্মীদের। সেতুটি ইংরেজি 'ইউ'-এর মতো বাঁক নিয়ে টার্মিনালের সামনে পৌঁছেছে। বাঁ দিকে প্রথমেই ১এ গেট। সেই গেটের আগে, বাঁকের মুখে সিআইএসএফের চৌকি। ভিতরে স্বয়ংক্রিয় রাইফেল হাতে জওয়ান। চৌকির সামনে রাখা গার্ড রেল। যা দিয়ে আটকে দেওয়া যায় রাস্তা। এ দিন ওয়াকিটকিতে বার্তা পেয়েই ওই চৌকির জওয়ানেরা সঙ্গে সঙ্গে গার্ড রেল দিয়ে আটকে দেন রাস্তা। মুহূর্তে নিয়ে নেন পজিশন। গাড়িটি ততক্ষণে চলে এসেছে চৌকির কাছে। বাধা পেয়ে গার্ড রেলের সামনেই দাঁড়িয়ে যায় সেটি। গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েন তিন যুবক। পিঠে বড় ব্যাগ।

মাথা মুড়োলেন ধর্ষিতা

Image
উন্নাওয়ের স্মৃতি এখনও টাটকা। উত্তরপ্রদেশে ফের এক বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন লখনউয়ের এক দলিত আইনজীবী। তিনি আজ সাংবাদিক বৈঠকে আত্মহত্যার হুমকি দেন ও সেখানে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন। তাঁর আপত্তিকর কিছু ভিডিয়ো তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই আইনজীবী। মহিলার অভিযোগ, তিন বছর ধরে তাঁকে ধর্ষণ ও মানসিক নির্যাতন করে আসছেন তাঁরই এক প্রবীণ সহকর্মী সতীশ শর্মা। তিনি রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতা। গাজিপুর থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তিনি দলিত ও অভিযুক্ত শাসক দলের নেতা বলে পুলিশ তাঁর অভিযোগ কানে তুলছে না। অবধ বার অ্যাসোসিয়েশনের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছে। টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্যও তাঁকে চাপ দেওয়া হচ্ছে। তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বারবার। সাংবাদিক বৈঠকে ওই আইনজীবী জানান, কাল বিকেলের মধ্যে সতীশ শর্মার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তিনি আত্মহত্যা করবেন। সতীশ তাঁর খানিকটা চুল আগেই কেটে ফেলেছিলেন। তাই তিনি আজ নিজেই মাথার বাকি চুল কেটে ফেলেন।

জেহাদের কথা বলতেন রফি

Image
দক্ষিণ কাশ্মীরে নিহত শিক্ষক মহম্মদ রফি বাটের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগের কথা কেউ আঁচ করতে পারেননি বলে গত কাল দাবি করেছিল তাঁর পরিবার। কিন্তু আজ পুলিশ দাবি করেছে,  রফি বাটের দুই সম্পর্কিত ভাই ১৯৯০-এর দশকেই জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। ১৯৯২ সালে সংঘর্ষে তাঁরা নিহত হন। অন্য দিকে রফির আর এক সম্পর্কিত ভাই মুদাসির বাটের দাবি, সম্প্রতি প্রায়ই জেহাদের কথা বলতেন রফি। এমনকী কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে তাঁর এক সহকর্মীও জানিয়েছেন, রফি 'চরম সিদ্ধান্ত' নিতে পারেন বলে তাঁর মনে সন্দেহ হয়েছিল। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক রফি বাট নিখোঁজ হওয়ায় উত্তপ্ত হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর। নিখোঁজ শিক্ষকের মোবাইলের সূত্র ধরে শেষ পর্যন্ত শোপিয়ানে হিজবুল জঙ্গিদের ডেরায় পৌঁছে যায় যৌথ বাহিনী। সদ্য হিজবুলে যোগ দেওয়া শিক্ষককে ফ‌েরাতে পারেননি তাঁর পরিবারের সদস্যেরাও। নিহত হয় আরও চার জঙ্গি। তাদের মধ্যে ছিল হিজবুল কম্যান্ডার সাদাম পাদেরও। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস পি বৈদ্য আজ জানিয়েছেন, মহম্মদ রফি বাটের দুই সম্পর্কিত ভাই আকলাক আহমেদ বাট ও ইশতিয়াক আহমেদ বাট ১৯৯০-এর দশকে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। ১৯৯২ সাল

ফের প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, সতর্কবার্তা জারি ১৩ রাজ্যে

Image
ফের প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা উত্তর ও পূর্ব ভারতের ২০টি রাজ্যে। ধুলোর ঝড় ও মেঘভাঙা বৃষ্টিতে গত সপ্তাহেই রাজস্থান ও উত্তরপ্রদেশে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। অত বড় মাত্রায় না হলেও ফের উত্তর ও পূর্বে ঝড়বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া মন্ত্রক। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের পোরসা শহরে দু'টি আলাদা জায়গায় বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে একটি শিশু ও এক মহিলার। উত্তরপ্রদেশের মৈনপুরীতে গাছ পড়ে মারা গিয়েছে ১১ বছরের একটি মেয়ে। রবিবার রাতেই আগামী দু'দিনের জন্য হরিয়ানায় ৩৫০টি বেসরকারি স্কুল ও ৫৭৫টি সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। নির্দেশিকা জারি করে ঝড়বৃষ্টির সময় সবাইকে বাড়িতে থাকার আর্জি জানিয়েছে সরকার। বিপদ এড়াতে গাছের তলায় দাঁড়াতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। বৃষ্টির হাত থেকে শস্য বাঁচানোর জন্য সাবধান থাকতে বলা হয়েছে কৃযকদের। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত দিল্লিও। বেশি রাতে সেখানে ঝড় আছড়ে পড়েছে। কাল সেখানে দুপুরের স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় উদ্ধারকারী দলকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সোমবার সকাল থেকেই হিমাচলপ্রদেশের বেশ কিছু অঞ্

পণের টাকা গুনতে পারেনি বর, বিয়ে ভাঙল কনে!

Image
পণের নগদ টাকা পাত্র গুনতে না পারায় ভেস্তে গেল বিয়েটাই। মণ্ডপ থেকেই ফিরে যেত হল বর এবং বরযাত্রীদের। বিহারের সারণ জেলার ডোমনছপড়া গ্রামের ঘটনা। তবে কোনও তরফই কোথাও কোনও অভিযোগ দায়ের করেনি। স্থানীয় পঞ্চায়েতের লোকেরাই বিষয়টি মিটমাট করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমনছপড়া গ্রামের বাসিন্দা সকলদেব রায়ের মেয়ে রাধা কুমারীর সঙ্গে দানাপুরের হেতনপুর গ্রামের বাসিন্দা রামশঙ্কর রায়ের ছেলে অরবিন্দ কুমারের বিয়ে ঠিক হয়। শনিবার বরপক্ষের লোকেরা হাজির হতে প্রথমে রীতি মেনে পুজো করা হয়। কিন্তু তার পরেই পাত্রের আচরণে সন্দেহ হয় রাধার। গোটা বিষয়টি পরিবারের লোকেদের জানান তিনি। রাধার বক্তব্য, পণের একতাড়া নোট নিয়ে এসে গুনতে দেওয়া হয় পাত্রকে। কিন্তু পাত্র সেই টাকা গুনতে পারেনি। রাধা জানিয়ে দেন, এমন ছেলেকে বিয়ে তিনি করবেন না। এ নিয়ে দু'পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং দু'তরফের লোকেরা এর পরে সালিশি বসান। সেখানে মেয়ের কথাই মেনে নেওয়া হয়। গোটা সমাজই মেয়ের পক্ষে দাঁড়িয়ে তাঁর কথাই মেনে নিচ্ছে— বিহারের যাদব সম্প্রদায়ের মধ্যে এমন ঘটনার নজির বিশেষ নেই। সালিশি সভার সিদ্ধান্তে, বরপক্ষ নিজ

‘যাচ্ছেতাই’-এর সংস্থান নেই ভারতীয় গণতন্ত্রে

Image
অদ্ভুত প্যাঁচ আর আজব পয়জারে আটকে পড়েছি আমরা সকলে মিলে। জট আর কাটে না কিছুতেই। পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটগ্রহণ যেন মরীচিকা এক। ওই সামনেই ভোটগ্রহণের তারিখ দেখা যায়। কাছে আসতেই যেন আবার সব হাওয়ায় মিলিয়ে যায়। ভোট কবে? রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী ১৪ মে-তেই হবে ভোট? নাকি হাইকোর্টের নির্দেশে পিছিয়ে যাবে আবার, তারিখ ঘোষিত হবে নতুন করে? সব প্রশ্নের জবাব মিলতে পারে আজ। সাগ্রহে তাকিয়ে গোটা বাংলা। কিন্তু বাংলা যে শুধু  কোনও একটা রায় বা ভোটগ্রহণের কোনও একটা তারিখের অপেক্ষায় রয়েছে, এমনটা ভাবলে বেশ ভুল হবে। বাংলা কিন্তু আসলে যথাযথ বিহিতের অপেক্ষায় রয়েছে। নবম পঞ্চায়েত নির্বাচনের মুখোমুখি হয়েছে বাংলা। অর্থাৎ এর আগে আরও আট বার পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে এ রাজ্যে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘিরে যে পরিস্থিতি এ বার দেখা যাচ্ছে, তেমনটা আগে কখনও হয়নি। বেনজির এই পরিস্থিতির দায় কার? হয় রাজ্য নির্বাচন কমিশনের। না হলে প্রশাসনের। এর বাইরে কোনও পক্ষকে দায়ী করা সম্ভব নয়, সমীচীনও নয়। শাসক দল হোক বা বিরোধী, সব পক্ষই নির্বাচনের অংশগ্রহণকারী, নির্বাচনের নিয়ন্ত্রক নয়। নিয়ন্ত্রক হল কমিশন এবং তার সহয

নাটকীয় ম্যাচ হেরে চলতি আইপিএল থেকে প্রায় বিদায় বিরাটদের, শীর্ষে সানরাইজার্স

Image
নাটকীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫ রানে হেরে চলতি আইপিএল থেকে প্রায় বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ শেষ হয়ে যায় ১৪৬ রানে। কিন্তু সেই রানও তুলতে পারেননি বিরাট কোহালিরা। হায়দরাবাদের দুরন্ত বোলিংয়ের সামনে আরসিবি করে ছ'উইকেটে ১৪১ রান।  এই ম্যাচে হারার ফলে ১০ ম্যাচে আরসিবির পয়েন্ট দাঁড়াল ৬। শেষ চারটে ম্যাচে জিতলেও কোহালিরা ১৪ পয়েন্টের বেশি তুলতে পারবেন না। ফলে সরকারি ভাবে না হলেও আরসিবির কার্যত বিদায় ঘটে গেল, বলেই দেওয়া যায়। অন্য দিকে, হায়দরাবাদ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট তুলে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলল।  চলতি আইপিএলে অবিশ্বাস্য বল করছেন হায়দরাবাদের বোলাররা। চার বার কেন উইলিয়ামসনের দল প্রথমে ব্যাট করেছে এবং চার বারই জিতেছে। তার চেয়েও বড় কথা হল, প্রতিটা ম্যাচে কম রান তুললেও বোলাররা জিতিয়ে দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১৮, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৩২, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫১ এবং আরসিবির বিরুদ্ধে ১৪৬ তুলে জিতেছে হায়দরাবাদ। তাদের দুই স্পিনার— রশিদ খান, শাকিব-আল-হাসান এবং তিন পেসার— ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল এবং সন্দী

গ্রাম নয়, সমিতি নয়, বাংলার মন বুঝতে জেলা পরিষদে নজর অমিত শাহদের

Image
নজর রাখছেন খোদ অমিত শাহ। রাজ্য বিজেপির নেতারা সে নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু বলছেন না। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেজায় চাপে রয়েছে ৬ নম্বর মুরলীধর সেন লেন। বাংলার পঞ্চায়েত নির্বাচনের দিকে সর্বক্ষণ নজর রাখছে দেশের শাসক দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি বা কংগ্রেসের মতো সুবৃহৎ জাতীয় দলগুলির সর্বোচ্চ নেতৃত্ব কোনও রাজ্যের পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন নিয়ে খুব ভাবিত, এমনটা বেশ বিরল। কিন্তু বাংলার পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এ বার সেই বিরল ঘটনাই ঘটছে। বিরল তৎপরতা যে রয়েছে, বিজেপির রাজ্য নেতৃত্ব সে কথা মেনেও নিচ্ছেন। জেলা পরিষদ আসনগুলিতে কেমন চেহারা নিচ্ছে লড়াই, মূলত সেই দিকেই নজর রাখছেন অমিত শাহরা। বাংলায় এ বারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সম্ভাবনা যে খুব উজ্জ্বল, তা কিন্তু নয়। নির্বাচনকে ঘিরে যে সন্ত্রাসের আবহ রয়েছে, তা নিয়ে সংশয়ের অবকাশ কমই। ত্রিস্তর পঞ্চায়েতের বহু আসনে বিরোধী দলগুলির প্রার্থীই নেই। বামফ্রন্ট বা কংগ্রেসের তুলনায় বিজেপির অবস্থা কিছুটা ভাল। কিন্তু কোনও স্তরেই ১০০ শতাংশ প্রার্থী দেওয়ার ধারেকাছে পৌঁছতে পারেনি বিজেপি। পঞ্চায়েতি লড়াইয়ে নিজেদের ঘরটা যে এত অগোছালো হয়ে রয়েছে, বিজেপি