মাইল পেরোতে হয় পানীয় জলের জন্য


ছত্তিসগড়: দেশের বেশ কিছু রাজ্যে পানীয় জলের সমস্যা রয়েছে৷ সেই সমস্যা প্রকট হয় গ্রীষ্মকালে৷ ছত্তিসগড়ের রাজনন্দগাঁওয়ে সে সমস্যা চরমে পৌঁছেছে এই গরমে৷ এক ঘড়া খাবার জলের জন্য পায়ে হেঁটে পার করতে হয় পাঁচ ছয় কিলোমিটারের রাস্তা৷ প্রতিদিন৷ এই সমস্যার সমাধানে আজও কোনও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে৷

এক সংবাদ সংস্থাকে গ্রামের এক সাধারণ মানুষ জানিয়েছেন, "আমাদের কাছে শুধুমাত্র একটা কি দু'টো নলকূপ রয়েছে৷ কিন্তু সেই নলকূপে জল নেই৷ নদী থেকে জল আনতে রোজ কয়েক কিলোমিটার হেঁটে যেতে আসতে হয় আমাদের৷ এছাড়া আর কোনও উপায় নেই আমাদের কাছে৷"

ছত্তিসগড়ের বেশকিছু জেলায় জলকষ্ট রয়েছে৷ এই জেলার গড়িয়াবন্দ, ধামতারি, মহসামুন্দ, দুর্গ, কোরবা, রাইগড়, সুরগুজা, বলরামপুরের মানুষ পানীয় জলের অভাবে সমস্যায় রয়েছেন৷ জল আনতে পাড়ি দিতে হয় দূর দূরান্তে৷ বহুবার বহু জায়গায় জানিয়েও কাজের কাজ না হওয়ায় আশা ছেড়ে দিয়েছেন গ্রামবাসীরা৷ এখন মাইল পার করে রোজ এক ঘড়া জল বয়ে নিয়ে যান বাড়ি৷ এছাড়া আর উপায় কি!