Posts

Showing posts from August 13, 2018

ছাত্রীদের যৌন হেনস্থায় অভিযুক্ত প্রিন্সিপালকে কুপিয়ে খুন

Image
ছাত্রীদের উপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার কুপিয়ে খুন করা হল অভিযুক্ত স্কুল অধ্যক্ষকে। হিমাচল প্রদেশের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।  সোমবার ভোরে হিমাচলের সোলান জেলার বাড্ডিতে শিবালিক সায়েন্স স্কুলের কর্ণধার তথা অধ্যক্ষ ভগত রাম সাইনিকে তাঁর বাসভবনের বাইরে কুপিয়ে খুন করে পালাল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। জানা গিয়েছে, ভগত রামের সঙ্গেই আক্রমণ হানা হয়েছিল তাঁর স্ত্রীর উপরেও। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় তাঁদের মেয়ে বাড়িতে ছিলেন না। কিন্তু ছেলেকে বাড়ির একটি ঘরের ভিতরে হাত-পা বেঁধে দরজা বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। বাড্ডির পুলিশ সুপারিন্টেনড্যান্ট রানি বিন্দু সচদেব জানিয়েছেন, 'ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য জোগাড়ের জন্য ফরেন্সিক দলকে পাঠানো হয়েছে। গ্যাস কাটার দিয়ে তালা ভেঙে বাড়ি ঢোকে আততায়ীরা।'  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আততায়ীরা সঙ্গে ছুরি এবং রড নিয়ে এসেছিল। সুপার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত তথ্য মিলবে বলে তিনি জানান। প্রসঙ্গত, মৃত অধ্যক্ষের ব

রাজ্যে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইনফোসিস

Image
দীর্ঘ দিনের অপেক্ষা, রাজনৈতিক টানাপড়েন- বাদ ছিল না কিছুই। অবশেষে সোমবার মিলল সুখবরটা। তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস জানাল তারা বাংলায় বিনিয়োগ করছে। আর বিনিয়োগের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার। এই বিপুল টাকা খরচ করে সফটওয়্যার ডেভলপমেন্ট সেন্টার খুলবে ইনফোসিস।    প্রথম ধাপে সেন্টারের 525 হাজার বর্গফুট জায়গা   তৈরি হবে বলে জানা গিয়েছে। আর তাতে প্রায়  এক হাজার মানুষের চাকরি হবে। সরকারি ছাড়পত্র পাওয়ার পর  আগামী 15 মাসের মধ্যে  প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে বলে অনুমান সংস্থার।

৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে অমিতের বিরুদ্ধে পদক্ষেপ: নোটিস পাঠালেন অভিষেক

Image
অমিত শাহকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি সভাপতি অমিত শাহকে মানহানির নোটিস পাঠালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১১ অগস্ট কলকাতায় মেয়ো রোডের জনসভা থেকে একাধিক বার অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শাহ। তার প্রেক্ষিতেই আইনি নোটিস পাঠানো হল অমিত শাহের নামে। চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য হবেন, জানানো হয়েছে চিঠিতে। মেয়ো রোডের জনসভা থেকে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তথা তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তোলেন অমিত শাহ। নারদ, সারদা, রোজভ্যালি-সহ নানা দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি অমিত শাহ 'ভাইপোর দুর্নীতি' বলেও উল্লেখ করেন। অন্য একটি প্রসঙ্গে অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা দিয়েছে, তা লুঠে নিয়েছে 'সিন্ডিকেট' আর 'ভাইপো'। 'ভাইপো' বলতে যে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর কথাই বলতে চেয়েছেন, সে বিষয়ে রাজনৈতিক শিবিরের কোনও সংশয় ছিল ন

সারদা তদন্তে আরও সক্রিয় সিবিআই, তৃণমূল অ্যাকাউন্টের তথ্য চেয়ে চিঠি ব্যাঙ্ককে

Image
দশ লাখ বা তার বেশি অঙ্কের একাধিক ড্রাফ্ট জমা পড়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে। সেই ডিমান্ড ড্রাফ্ট কারা জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলে, জানতে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের হরিশ মুখার্জি শাখায় চিঠি দিল সিবিআই। সূত্রের খবর, শুক্রবারসিবিআইয়ের তরফে ওই ব্যাঙ্ককে চিঠি দিয়ে বলা হয়, ২০১২-২০১৪ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে বেশ কয়েকটি ডিমান্ড ড্রাফ্ট জমা পড়েছিল, যেগুলির অঙ্ক সবই দশ লাখ টাকার বেশি। সেই ড্রাফ্টগুলি কারা দিয়েছিল, তাঁদের নাম, ঠিকানা জানতে চাওয়া হয়েছে। সারদা মামলার তদন্তের সূত্র ধরেই এই চিঠি পাঠানো হয়েছে ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ককে। ঠিক কতগুলি এ রকম ড্রাফ্টের লেনদেন হয়েছিল, সেই নিয়ে সিবিআই আধিকারিকরা নির্দিষ্ট করে কিছু বলতে চাননি। তবে সিবিআই সূত্রে খবর, সেই ড্রাফ্টের সংখ্যা কমপক্ষে কুড়িটি। এর আগে, ২০১৫ সালের এপ্রিল মাসে, তৃণমূল কংগ্রেসের ২১টি অ্যাকাউন্টের লেনদেনের নথি চেয়ে পাঠিয়েছিল সিবিআই। সেই সময়ে তৃণমূল নেতা সুব্রত বক্সি সিবিআইয়ের কাছে নথি জমা দিয়েছিলেন। পরের মাসেই সিবিআইসেই একই তথ্য ব্যাঙ্কের কাছেও চেয়ে পাঠায়। সিবিআই সূত্রে খবর, সেই লেনদেন পরীক্ষা

পুত্র না কন্যা? জবাব দিচ্ছে ব্রিটিশ গবেষণা

Image
গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণের পরীক্ষা করানো বেআইনি— এ কথা আমরা সকলেই জানি। তবুও পুত্র বা কন্যা। সন্তান নিয়ে আমাদের অনেক রকম স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু সব কিছুর রাশ তো আর মানুষের হাতে নেই। গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণে একচ্ছত্র অধিকার প্রকৃতির। কিন্তু যদি আবিষ্কার করে ফেলা যায় সেই রহস্য! তেমনটাই দাবি করছেন একদল ব্রিটিশ গবেষক। এ বিষয়ে একেবারে নিশ্চিত হবার তেমন কোনও উপায় না থাকলেও, ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে। অর্থাত্, আপনার সন্তান ছেলে হবে না মেয়ে, তার নিয়ন্ত্রণ রয়েছে আপনারই হাতে! অন্তত এমনটাই দাবি করা হয়েছে একাধিক ব্রিটিশ গবেষকদের স্টাডি রিপোর্টে। মূলত, শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। সন্তান ছেলে হবে না মেয়ে— তা কী করে নিয়ন্ত্রণ করে শারীরিক মিলনের সময়? এ ক্ষেত্রে প্রথমেই দু'টি বিষয়ে ভাল করে জানতে হবে, বুঝতে হবে। একটি হল ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কী ভাবে কাজ করে, আরেকটি হল স্পার্ম বা শুক্রাণু কী ভাবে একে প্রভাবিত করে। প্রথমে দেখা যাক ডিম্বপাত বা ওভিউলেশনের প্রক্রিয়াটি কী ভাবে কাজ করে। ডিম্বপাত প্রক্রিয়া: নারী শরীরে প্রতি মাসে প

অবিশ্বাস্য কম দামে গৃহস্থের ব্রডব্যান্ড বাজারে থাবা বসাতে চলেছে রিলায়েন্স জিও

Image
শিঘ্রই গৃহস্থের ব্রডব্যান্ডে বাজার দখলে নিতে লঞ্চ হবে Reliance Jio ব্রডব্যান্ড। এই পরিষেবায় মাসে নুন্যতম ৫০০ টাকায় গ্রাহকরা হাই স্পিড ইন্টারনেটের সাথে পাবেন ইন্টারনেট টিভি পরিষেবা। দীপাবলির আগেই ভারতে GigaFiber পরিষেবা লঞ্চ করবে মুখেশ আম্বানির রিলায়েন্স জিও। সূত্র মারফৎ জানা গিয়েছে আপাতত শুধুমাত্র বড় শহরগুলিতে GigaFiber পরিষেবা লঞ্চ হবে। ১৫ আগস্ট থেকে এই পরিষেবার জন্য রেজিস্ট্রেশান শুরু হবে। যে এলাকা থেকে বেশি রেজিস্ট্রেশান হবে সেই সব এলাকাতে আগে কানেকশান দেওয়া হবে বলে জানিয়েছে জিও। এই মুহুর্তে ভারতে 100 Mbps স্পিডে 100GB প্ল্যানের মাসিক মূল্য ৭০০-১০০০ টাকা। এর সাথেই প্রত্যেক ঘরেই টিভির জন্য ৩০০ টাকা খরচ হয়। এই দুই পরিষেবা একসাথে ৫০ শতাংশ কম দামে দেবে রিলায়েন্স জিও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন 4G এর তুলনায় ২৫-৩০ শতানশ কম দামে ব্রডব্যান্ডে ডাটা দেবে জিও। এই মুহুর্তে 4G তে 1 GB ডাটার জন্য গ্রাহককে গড়ে ২.৭ টাকা থেকে ৫ টাকা খরচ করতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে জিওর এই হোম ব্রডব্যান্ড ও টিভি পরিষেবা 4G বাজারে কোন প্রভাব ফেলবে না। তবে নতুন এই পরিষেবার দাম কত হতে চলেছে সেই বিষয়ে কোন মন্তব্য করেনি জিও। ত

'সেক্সে নাবালিকার সম্মতি-অসম্মতির কোনও ফারাক নেই, সবই ধর্ষণ!'

Image
যৌন মিলনের ক্ষেত্রে নাবালিকার সম্মতিটা কোনও সম্মতিই নয়। তা কোনওভাবে গ্রহণযোগ্য নয়। মত মধ্যপ্রদেশ হাইকোর্টের।  এক শিশু ধর্ষণ মামলায় নিম্ন আদালত অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। ২০১৬ সালের ২৬ এপ্রিল সিওনি জেলার বিশেষ আদালত বেকসুর খালাস করে দিয়েছিল শিশু ধর্ষণে অভিযুক্ত সুরজ প্রসাদ দেহারিয়াকে। মূলত ধর্ষিতার মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে রায় দিয়েছিল আদালত। রিপোর্টে ধর্ষিতার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ঘটনার সময় সে চিত্‍‌কার করে বাঁচারও চেষ্টা করেনি। এতে নিম্ন আদালতের মনে হয়, সেটি সম্মতিক্রমে যৌনমিলনের ঘটনা, ধর্ষণ নয়।  রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিভিশন পিটিশন করলে মুখ্য বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি ভিকে শুক্লার বেঞ্চ আগের রায়কে খারিজ করে দেয়। বিচারপতি বলেন, স্কুলের রেজিস্টার বছরে মেয়েটির বয়স ১৪ বছরের কম। সে যদি যৌনমিলনে সম্মতি দিয়েও থাকে, তবু তাকে সম্মতিক্রমে যৌনমিলন হিসেবে গৃহীত হবে না। বিচারপতির কথায়, '...এই ধরনের ক্ষেত্রে সম্মতি গ্রহণযোগ্য হিসেবে বিচেচিত হবে না।' 

১৩ বছর দেহ ব্যবসায়! অবশেষে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলেন নির্যাতিতা

Image
১৩ বছর আগে অপহৃত হওয়ার পর হারিয়ে গিয়েছিলেন দেহ ব্যবসার অন্ধকার গলিতে। বয়স তখন ছিল মাত্র ১১ বছর। অবশেষে বৃহস্পতিবার সেই ভয়াবহ জীবনের থেকে মুক্তি পেলেন ২৪ বছরের এই তরুণী। আবদুল্লাপুরমেত থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।  শনিবার পুলিশের জালে ধরা পড়ে পাচারকারী দলের পাণ্ডা সহ আরও দু'জন। আবদুল্লাপুরমেত গ্রামের ৬৫ বছর বয়সী পাকানাতি পদম্মা ও তার পুত্রবধূ ৩০ বছরের পাকানাতি সাবিত্রী দু'জনে মিলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে নাবালিকা এবং মহিলাদের ভুল বুঝিয়ে দেহ ব্যবসায় নিয়ে আসত।  আবদুল্লাপুরমেত পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ডি মুণি জানিয়েছেন, প্রতিমাসে মেয়েদের হাতে ৫-৬ হাজার টাকা তুলে দিয়ে দেহ ব্যবসার পুরো টাকা আত্মসাৎ করত পদম্মা ও সাবিত্রী।  পাচার হওয়ার আগে নির্যাতিতা একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। আরও ভালো মাইনের লোভ দেখিয়ে সেখান থেকেই তাঁকে বের করে আনে পদাম্মার এক সহযোগী পবিত্রা। পরে তাঁকে ইয়াদাগিরিগুট্টায় নিয়ে গিয়ে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। পাকানাতি পদম্মার আরও পাঁচ সহযোগী আচাম্মা, অঞ্জলী, শোভা, আঞ্জাম্মা এবং পবিত্রা এখনও নিখোঁজ।  গত ১৩ বছর ধরে প্রতিদিন প্রায় ১০ থে

JNU ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি

Image
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে দুলি ছুড়ে পালাল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন তিনি। সংসদ ভবনের সামনে কনস্টিটিউশন ক্লাবে একটি অনুষ্ঠানো যোগ দিতে যাচ্ছিলেন তিনি।   পুলিশ জানিয়েছে, সোমবার দিল্লির রফি মার্গে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে ছিলেন উমর খালিদ। সে সময় হেলমেট পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্লাবের সামনে এসে বাইক দাঁড় করায়। কোমর থেকে পিস্তল বার করে গুলি ছুড়েই ফের বাইকে চেপে পালিয়ে যায় সে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনায় কেউ হতাহত হননি।  খালিদ বলেন, 'দেশজুড়ে একটা ভয়ের আবহ চলছে। যাঁরাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাঁদেরই ভয় দেখানো হচ্ছে।' ক্লাবে 'খওফ সে আজাদি' শীর্ষক একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উমর। সেখানেই বক্তব্য রাখতে যাচ্ছিলেন। ক্লাবের পাশে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। সে সময় ওই বাইক আরোহী এসে গুলি চালায়।

ছেলেকে বেঁধে রেখে বেরিয়েছিলেন মা, আগুনে পুড়ে মৃত ছেলে।

Image
ঢাকা: মানসিকভাবে ভারসাম্যহীন। প্রায়ই গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে ছেলে। মাঝে মাঝেই হিংস্র হয়ে উঠে সে। ফলে বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন মা। তারপর অভাবী সংসারে দু'মুঠো অন্ন জোগাতে ভিক্ষা করতে বেরিয়ে যান মা। এমনটাই চলছিল জীবন। রবিবারও এমনি ছেলেকে বেঁধে রেখে ভিক্ষেয় বেরিয়েছিলেন মা। তখনই বস্তিতে আগুন লাগে। ঝুপড়ি থেকে বেরিয়ে আসতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় বছর তিরিশের রবিউল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বন্দরশহর চট্টগ্রামে। রবিবার সকালে আগুন লাগে শহরের চাঁদগাঁও বস্তিতে। এলাকার অধিকাংশ বাসিন্দারাই অত্যন্ত দরিদ্র। ভিক্ষা করে বা দিন মজুরের কাজ করেই দিন গুজরান হয় তাঁদের। প্লাস্টিক ও টিনের ঝুপড়িগুলিতেই কোনও মতে মাথা গুঁজে থাকে পরিবারগুলি। ওই বস্তিরই বাসিন্দা ফাতেমা ও তাঁর ছেলে রবিউল। ভিক্ষা করে সংসারে অন্ন জোগান ফাতেমা। বছর তিরিশের রবিউল মানসিক ভারসাম্যহীন। অন্য দিনের মতোই ছেলেকে ঝুপড়িতে বেঁধে রেখে ভিক্ষা করতে বেরিয়েছিলেন ফাতেমা। তখনই ভয়াবহ আগুন লাগে বস্তিতে। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৩০টি ঝুপড়ি। অনেকেই সময়মতো বেরিয়ে আসতে পারলেও, বাঁধা থাকায় বেরিয়ে আসতে পারেননি রবিউল। ফলে জীবন্ত দগ্ধ হয়ে

আরপিএফ নিয়োগে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ করবে রেল।

Image
রেলে আরপিএফ নিয়োগে ৫০ শতাংশ সংরক্ষণ পাবেন মহিলারা। রবিবার পাটনাতে এমনই ঘোষণা রেলমন্ত্রী পীযুষ গোয়েলের। খুব শিগগির আরপিএফ নিয়োগের কাজে হাত দেবে ভারতীয় রেল। প্রায় ১০ হাজার জওয়ান নিয়োগের ব্যবস্থা হচ্ছে। যার মধ্যে ৫০ শতাংশ আসন থাকবে মহিলারদের জন্যই। শনিবারই মুঘলসরাই নাম বদলে দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে যাওয়ার পর নতুন নামকরণের অনুষ্ঠানে একটি পণ্যবাহী ট্রেনের পতাকা উত্তোলন করেন মহিলা কর্মীরা। এরপরেই কর্মী নিয়োগে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুধু আরপিএফ নয়। খুব শিগগির কর্মী নিয়োগ শুরু করবে রেল। একসঙ্গে ১৩ হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। কম্পিউটারেই হবে পরীক্ষা। সেখানে উত্তীর্ণ হলে নিয়োগপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। বলা বাহুল্য, সর্ববৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে বিশ্বের মধ্যে এক নম্বরে ভারতীয় রেল। প্রায় ১০ লক্ষেরও বেশি কর্মী রয়েছেন এখানে।  এত বেশি সংখ্যক কর্মী থাকা সত্ত্বেও রেল নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষের শেষ নেই। প্রায় প্রাণ হাতে করেই চলাচল করতে হয় যাত্রীদের। দূরের যাত্রাপথে প্রয়োজনে রেলরক্ষীদের খুঁজে পাওয়া যায় না। আসন সংরক্ষণ নিয়ে দূর্নীতি। আইআরসিটিসির

ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত জলপাইগুড়ির ছেলে দীপু

Image
জলপাইগুড়ি: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৭ তম জন্মদিবস উপলক্ষে দু'দিন ব্যাপী আন্তর্জাতিক রসায়নবিদদের একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল৷ সম্প্রতি ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি ও হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির যৌথ উদ্যোগে চলতি মাসের ২ ও ৩ তারিখ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটি হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজিতেই হয়েছিল। সেই সমাবেশে অজৈব রসায়ন বিভাগের গবেষক হিসেবে জলপাইগুড়ির ছেলে দীপু কুমার মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশ গ্রহণ করেন। জলপাইগুড়ি উত্তর রায়কত পাড়ার বাসিন্দা দীপু কুমার মিশ্র। সমাবেশে তিনি তাঁর একটি গবেষণা পত্র উপস্থাপন করেছিলেন৷ আর সেই অভিনব গবেষণা পত্রের কারণে সভায় উপস্থিত বিশিষ্ট দেশ-বিদেশের বৈজ্ঞানিক দ্বারা তিনি প্রশংসিত হন। শুধু তাই নয়, তাঁকে 'আচার্য প্রফুল্লচন্দ্র রায় মেমোরিয়াল ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড'-য়ে পুরস্কৃত করা হয়। তাঁর গবেষণা পত্রটির মূল বিষয়বস্তু ছিল জিঙ্কের একটি নতুন জটিল যৌগের সংশ্লেষণ এবং ডিএনএ-র সঙ্গে তার মিথষ্ক্রিয়া। তাঁর এই গবেষণা ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ২০ জন এই সমাবেশে সুযোগ পান তাঁদের নিজে

সোমনাথ দা’কে হারিয়েই প্রথম সাংসদ হয়েছিলেন মমতা

Image
কলকাতা: ভারতের অষ্টম লোকসভা নির্বাচনে ঘটে গিয়েছিল এক চরম অঘটন। প্রবীণ রাজনীতিক এবং আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। ১৯৮৪ সালের সেই নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তাঁর বিরুদ্ধে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭১ সালে প্রথম পঞ্চম লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন সোমনাথবাবু। এরপর ১৯৭৭ এবং ১৯৮০ সালেও জিতে ছিলেন তিনি। সাংসদ হিসেবে হ্যাট্রিক করার পরে ১৯৮৪ সালে হেরে গিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। যাদবপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত পরাস্ত হন তিনি। প্রবীণ আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে গোটা দেশের নজর কেড়েছিলেন নবীন মমতা। সেই সময় সংসদে কনিষ্ঠ সাংসদদের মধ্যে ছিলেন বর্তমান তৃণমূল নেত্রী। এরপরে ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে ফের জিতে সাংসদ হন সোমনাথবাবু। সেই বছরে অবশ্য হেরে গিয়েছিলেন মমতা। যদিও তাঁরা প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ২০০৪ সালে বোলপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়। ওই বারেই তিনি লোকসভার স্পিকার হয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার একমাত্র সাংসদ ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য

প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় (১৯২৯-২০১৮)

Image
দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।  প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার তথা সিপিএমের প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৯। সোমবার সকাল সওয়া ৮টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সোমনাথবাবু। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও কিডনি কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। ডায়ালিসিস চলাকালীনই হৃদ্‌রোগেও আক্রান্ত হন তিনি। এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হতে থাকে। বসাতে হয় পেসমেকার। রবিবার তাঁকে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন সোমনাথবাবু। তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছিল। এর আগেও দীর্ঘ দিন বার্ধক্যজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন। ১ অগস্ট তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন। কিডনির সমস্যায় গত বৃহস্পতিবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোমবার অর্থাৎ আজ তাঁর ডায়ালিসিস হওয়ার কথা ছিল। এ দিন সকালেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। হাসপা

বাংলায় ছোট শিল্পে জোয়ার আনতে ‘সিনার্জি’র আয়োজন মমতার

Image
কলকাতা:  ফের রাজ্যে শিল্পসম্মেলন! তবে এবার ছোট শিল্পের রাজ্যস্তরের সম্মেলন। আগামী ২০ এবং ২১ অগস্ট বাংলায় বসবে এই আসর। বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন। 'সিনার্জি' নামের সেই শিল্প সম্মেলনে একদিকে বিভিন্ন শিল্পসংস্থার আধিকারিকরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে পারবেন, তেমনই সেখানে পণ্য বিক্রিরও জায়গা করা হচ্ছে। ফলে যাঁরা ওই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন, তাঁরা হস্তশিল্প সহ অন্যান্য পণ্যের সম্ভার থেকে কেনাকাটা করতে পারবেন। এর পাশাপাশি ব্যাঙ্ক ঋণ সহ অন্যান্য বিষয়ে সাহায্যের জন্যও জায়গা রাখা হবে ওই সম্মেলন। এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বাংলায় পরিবর্তন আসার পরেই বিশ্ববাংলাতে পরিনত করতে সারাক্ষণ চেষ্টা চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বিশ্ব বাণিজ্য সম্মেলন সহ একাধিক উদ্যোগ রাজ্য সরকারের। যেখানে বিশ্বের তাবড় তাবড় দেশ এবং সেই দেশের শিল্পপতিরা উপস্থিত থাকেন। এবার ছোট শিল্পের প্রসার নিয়েও ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রীর। অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঋণ জোগাড়ের পাশাপাশি আমরা ছে

রাজ্যে নতুন ৬টি মেডিক্যাল কলেজ, অনুমোদন নবান্নের

Image
কলকাতা: ২০১৬ সালের বিধানসভার নির্বাচনী বৈতরণী হাসতে হাসতে পার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হাতিয়ার ছিল বাংলার স্বাস্থ্যক্ষেত্রের ব্যাপক উন্নতি। সূত্রের খবর, আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনেও মমতার অন্যতম ইউএসপি হতে চলেছে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি। কিছুদিন আগেই পাঁচ মেডিক্যাল কলেজের ছাড়পত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জ, কোচবিহার, ডায়মন্ডহারবার, রামপুরহাট ও পুরুলিয়ায় জোরকদমে কলেজ নির্মাণের কাজ চলছে। এবার রাজ্যে আরও ছ'টি মেডিক্যাল কলেজ তৈরির ছাড়পত্র দিল নবান্ন। সেগুলি হবে যথাক্রমে জলপাইগুড়ি, আরামবাগ, ঝাড়গ্রাম, তমলুক, উলুবেড়িয়া এবং বারাসতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আরামবাগের প্রস্তাবিত মেডিক্যাল কলেজের ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর জমা পড়েছে। বাকিগুলিরও কাজ চলছে জোরকদমে। প্রতিটি মেডিক্যাল কলেজ হবে ১০০ আসনের। গড়তে আনুমানিক ২০০-২৫০ কোটি টাকা খরচ হবে। কেন্দ্র ও রাজ্যের যৌথভাবে সে খরচ বহন করার কথা। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা লোকসভা ভোটের আগেই প্রস্তাবিত এই ছ'টি মেডিক্যাল কলেজের প্রাথমিক কাজ শেষ করতে চাইছে মমতার স্বাস্থ্যদপ্তর। আর কাজ সম্পূর্ণ করতে চাইছে ২০২১ সালের বিধান

ফের একাদশ, দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ নিয়ে আইনি জটিলতা ৷

Image
কলকাতা: ফের একাদশ, দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ নিয়ে আইনি জটিলতা ৷ শারীরিক প্রতিবন্ধীদের জন‍্য সংরক্ষিত আসনে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ‍্যোপাধ‍্যায়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বেশ কয়েক দফা আইনি জটিলতা কাটিয়ে সম্প্রতি কাউন্সেলিং হয়। মোট শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৭১২ ৷ এর মধ‍্যে ৮৬টি শূন্য পদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। এই সংরক্ষিত পদে নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন নিয়ম মানেনি। এই অভিযোগের প্রেক্ষিতে শারীরিক প্রতিবন্ধী কোটায় নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ‍্যোপাধ‍্যায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরেও বিতর্কের শেষ নেই। শুধু আইনি সমস্যাই নয়, পরীক্ষার্থীদের বাল্ক এসএমএস পাঠিয়ে কমিশনের অফিসে ডাকায় নতুন করে বিতর্ক। কোনও নির্দেশিকা ছাড়া কেন এমন এসএমএস? নিয়োগ প্রক্রিয়ায় কি তা হলে স্বচ্ছতা থাকল? প্রশ্ন নানা মহলে। ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফে পাঠানো বাল্ক এসএমএসে পরীক্ষার্থীদের বলা হয়েছে, ১৭ অগাস্ট সংশ্লিষ্ট কমিশনের অফিসে, নথি-সহ গিয়ে দেখা করতে। কিন্তু, এসএসসির নিয়ম অনুযায়ী,

সেদ্ধ চালে আর্সেনিক ঢুকছে শরীরে

Image
চলছে ধান সেদ্ধ করার প্রক্রিয়া। আতপ চাল নয়, বাঙালির প্রথম পছন্দ সেদ্ধ চালের ভাতই। কিন্তু শুধুমাত্র গাইঘাটা, দেগঙ্গা, বসিরহাটের মতো আর্সেনিক কবলিত ব্লকগুলিই নয়, কলকাতা থেকে কোচবিহার, সেই সেদ্ধ চালই হয়তো আপনার অজান্তে ডেকে আনছে আর্সেনিকের বিপদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের সাম্প্রতিক একটি গবেষণা থেকে উঠে আসছে এই তথ্য। সেই গবেষণা থেকে দেখা যাচ্ছে, আতপ চালের তুলনায় ২০৫% বেশি আর্সেনিক মিলছে সেদ্ধ চালে। যা থেকে শুধুমাত্র ভাতই নয়, খই, মুড়ি, চিড়ের মতো খাবারগুলিও তৈরি হয়। এই তথ্য সামনে আসায় দুশ্চিন্তায় বিজ্ঞানী মহল। আতপ চাল নয়, বাঙালির প্রথম পছন্দ সেদ্ধ চালের ভাতই। কিন্তু শুধুমাত্র গাইঘাটা, দেগঙ্গা, বসিরহাটের মতো আর্সেনিক কবলিত ব্লকগুলিই নয়, কলকাতা থেকে কোচবিহার, সেই সেদ্ধ চালই হয়তো আপনার অজান্তে ডেকে আনছে আর্সেনিকের বিপদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের সাম্প্রতিক একটি গবেষণা থেকে উঠে আসছে এই তথ্য। সেই গবেষণা থেকে দেখা যাচ্ছে, আতপ চালের তুলনায় ২০৫% বেশি আর্সেনিক মিলছে সেদ্ধ চালে। যা থেকে শুধুমাত্র ভাতই নয়, খই, মুড়ি, চিড়ের মতো খা

কেরালার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৮০ কোটি টাকা আগাম সাহায্য কেন্দ্রের

Image
কোচি (কেরালা) : বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেরালা সরকারকে আগাম ৮০ কোটি ২০ লাখ টাকা সাহায্য করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল কেরালার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে এই টাকা অনুমোদন দেন তিনি। রাজনাথ বলেন, "কেন্দ্রীয় সরকার কেরালার এই পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল। SDRF-র জন্য গত মাসে প্রথম কিস্তির ১৮ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়। কেরালা যাওয়ার আগে আমি দ্বিতীয় কিস্তির টাকা অনুমোদন দিয়েছি। যদি আরও NDRF-র দল প্রয়োজন হয় তবে আমরা তা দেব।" বন্যা পরিস্থিতির জেরে জনজীবন কার্যত স্তব্ধ কেরালায়। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় ৮,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে পরিস্থিতি পরিদর্শন করে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বন্যা কবলিত ইডুকি ও এর্নাকুলাম জেলা পরিদর্শন করেছেন তিনি। গতকাল হেলিকপ্টারে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সঙ্গে নিয়ে তিনি কেরালার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। প্রশাসনিক আধাকারিকদের থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছেন। পাশাপাশি কী ধরনের সাহায্য প্রয়োজন তাও খোঁজ নিয়েছেন। এছাড়াও বন্যা দুর্গতদের সঙ্গেও তিনি কথা বলেন। কেরালা অবস্থাকে &quo

ভালবেসে বিয়ে, তাই স্বামীর ঘরে অত্যাচার সইত মুখ বুজে

Image
বহরমপুর: দাবিমতো পণ না মেলায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে৷ ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার পালপাড়া এলাকার৷ পুলিশ সূত্রে জানা যায়, বছর তিনেক আগে পালপাড়ারই বাসিন্দা হীরা পালের সঙ্গে প্রেম করে বিয়ে হয় লাবনির৷ বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন৷ কিন্তু ভালোবেসে বিয়ে করায় সব কিছু মেনে নিয়েছিল লাবনি। অত্যাচার সহ্য করেও থাকত শ্বশুরবাড়িতে৷ কিন্তু রবিবার সকালে শ্বশুরবাড়ির ঘর থেকে উদ্ধার হয় লাবনি পালের দেহ। মৃতার বাড়ির লোকের অভিযোগ, পণ না মেলায় তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। বধূ হত্যার অভিযোগে ইসলামপুর থানায় হিরা-সহ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ির লোকেরা৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী হীরা পাল-সহ তার পরিবারের সদস্যরা৷

বিয়ে আটকানোর পরদিনই আত্মঘাতী নাবালিকা

Image
পটাশপুর: নাবালিকা মেয়ে৷ পাড়ার লোকজন তাই বিয়ে রুখে দিয়েছিলেন৷ হাতের শাঁখা, পলা খুলে নিয়েছিল মেয়ের হাত থেকে৷ পরদিনই বিষ খেয়ে আত্মহত্যা করল সেই নাবালিকা৷ পূর্বমেদিনীপুর জেলার পটাশপুর থানার পীতাম্বরপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল ওই কিশোরী৷ পাশের পাহাড়পুর গ্রামের বছর একুশের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়৷ শুক্রবার ছিল বিয়ে৷ কিন্তু মেয়ে যে এখনও বিবাহ যোগ্য হয়ে ওঠেনি৷ অল্পবয়সী মেয়ের বিয়ে মানে হাজার বিপদ৷ শরীর, মন দুই'য়েই প্রভাব ফেলে এই বিয়ে৷ প্রশাসন বারবার সচেতন করে এই বিয়ে শুধু অনুচিৎই নয়, আইন বিরুদ্ধও বটে৷ পাত্র-পাত্রী তো বটেই পরিবারকেও আইনের কড়া কোপে পড়তে হতে পারে এর জন্য৷ নাবালিকার বিয়ে রোখার বহু ঘটনা ঘটেও৷ সরকারও কম প্রচার করছে না৷ তাতেই এলাকার মানুষ সচেতন হয়ে বিয়ের দিন পাত্রের বাড়িতে হাজির হন৷ রুখে দেন এই বিয়ে৷ মেয়ের হাতের শাঁখা পলাও খুলে দেন গ্রামবাসীরা৷ এরপর ছেলে ও মেয়ের অভিভাবকের কাছ থেকে কাগজে লিখিয়ে নেওয়া হয় আঠারো বছর হলে তবেই মেয়ের বিয়ে দেবেন৷ ঘটনার পরদিনই পাত্রীর নিথর দেহ

বেতন চালু রুখতে শেষ চেষ্টা করতে চলেছেন বাস মালিকরা

Image
কলকাতা: রাজ্যের পরিবহণ দফতরের সঙ্গে একাধিকবার বৈঠক করেও বেতন চালুর ব্যাপারে কোনও সমাধান সূত্র পাননি বাসমালিকরা৷ তাই ১৫ অগাস্টের পর একবার শেষ চেষ্টা করতে চান তারা৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের পর পরিবহণ দফতরের সঙ্গে ফের আরও একবার আলোচনায় বসা হবে৷ বাসের রেষারেষি বন্ধ করতে কমিশন প্রথা তুলে দিয়ে বেতন ব্যবস্থা চালু করতে চায় রাজ্যের পরিবহন দফতর৷১ আগস্ট থেকে বাসচালক, কন্ডাক্টরদের জন্য বেতন চালু হওয়ার কথা থাকলেও ১৫ অগাষ্ট থেকে বেতন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ রাজ্যের এই সিদ্ধান্তে খুশি নন বাসমালিকদের একটা বড় অংশ৷ইতিমধ্যেই ৯ আগস্ট বেতন ব্যবস্থা চালুর সুবিধা–অসুবিধা সংক্রান্ত সাত দফা প্রস্তাব দিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন তারা৷ তাতে ‌‌কমিশন পদ্ধতি পুনর্বিবেচনারও দাবি করা হয়েছে। বাসমালিকদের যুক্তি, বেতন চালুর পর বাসকর্মীরা কিছুক্ষণ কাজের পর বসে থাকলে লোকসান হবে। প্রভিডেন্ট ফান্ড, গ্র‌্যাচুইটি বাবদ মালিকদের খরচ বাড়বে। তাই খরচের দিকটা রাজ্যকে দেখতে হবে। তা না হলে বেতন ব্যবস্থা চালু করা কঠিন। রাজ্যের

পর্নোগ্রাফি দেখায় ও অস্বাভাবিক যৌন সম্পর্কে বাধ্য করা হত! চতুর্থ অভিযোগে জানা গেল ভয়ঙ্কর তথ্য

Image
জোর করে দেখানো হত পর্নোগ্রাফি দেখতে। সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক গড়তে বাধ্য করা হত। মধ্যপ্রদেশের ভোপালের সরকারি হস্টেলের ডিরেক্টর অশ্বিনী শর্মার নামে শনিবার চতুর্থ অভিযোগ এসেছে । দায়ের হয়েছে আরও একটি এফআইআর। গত বৃহস্পতিবার এক মুক ও বধির আদিবাসী মেয়েকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই খবর প্রকাশিত হতেই একে একে মুখ খুলছেন ওই হস্টেলের মেয়েরা। শনিবার এরকম চতুর্থ অভিযোগ এসেছে অশ্বিনী শর্মার নামে। তিনি জানিয়েছেন অশ্বিনীর সেইসব বিকৃত আবদার না মানতে চাইলেই চলত অকথ্য অত্যাচার। বন্দী করে রাখা হযেছিল তাঁদের। শুধু সেই নয়, আরও অনেক মেয়ের উপরই অশ্বিনী এরকম অত্যাচার চালাতেন বলে জানিয়েছে সে। এতদিন ভয়ে কেউ মুখ খোলেননি। রবিবার ডিআইজি হরিনারায়ণাচারী মিশ্র জানিয়েছেন, মেয়েটি ইন্দোরের হীরানগর থানায় অভিযোগ জানায়। কেস ডায়েরিটি ভোপালে স্থানান্তরিত করা হয়েছে। গত বৃহস্পতিবার অশ্বিনীর বিরুদ্ধে প্রথম অভিযোগটি জানিয়েছিলেন ১৯ বছরের এর মুক ও বধির আদিবাসী যুবতী। পুলিশ জানিয়েছে অশ্বিনী তাকে ধর্ষণের কথা স্বীকার করলেও বাকিদের উপর অত্যাচার চালানোর বিষয়টি এখনও মেনে নেয়নি। নয়া অভিযোগ সম্পর্কে পুলিশ

প্রতিবেশীর বিকৃত লালসার শিকার ২ বালিকা, ধর্ষককে গণধোলাই জনতার

Image
বনগাঁ: মাঝবয়সী প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার দুই বালিকা। হাতেনাতে ধরে ধর্ষককে গণধোলাই দিলেন গ্রামবাসীরা। শেষপর্যন্ত, পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশীকে। ঘটনাটি ঘটেছে বনগাঁর দেবগড় এলাকায়। নির্যাতিতাদের একজন পঞ্চম শ্রেণির ছাত্রী। আর অন্যজন পড়ে তৃতীয় শ্রেণিতে। জানা গিয়েছে, বুধবার বিকেল আচমকাই নিখোঁজ হয়ে যায় দুই বালিকা। দু'জনেই বনগাঁর দেবগড় এলাকার বাসিন্দা। খোঁজাখুঁজি করতে শুরু করেন পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, সন্ধ্যায় সন্তু মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি ছাদ থেকে বালিকাদের কান্নার আওয়াজ শোনা যায়। তড়িঘড়ি বাড়ির ছাদে ওঠেন ওই দুই বালিকার বাড়ির লোক ও স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদে গিয়ে দেখা যায়, দু'জনই যন্ত্রণায় কাঁদছে। আর পাশে শুয়ে সন্তু। তার গায়ে সুতো পর্যন্ত নেই। কী ঘটেছে? বুঝে যান সকলেই। সন্তুকে ধরে গণধোলাই দিতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। এদিকে এই ঘটনায় রাগে ফুঁসছে বনগাঁর দেবগড়ের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আগেই এমন কাণ্ড করেছে সন্তু। কিন

দুর্ঘটনা রোধে দু’চাকার যান বিক্রিতে নজর

Image
এই ছবি বদলাতে চায় প‌রিবহন দপ্তর। রাজ্য জুড়ে ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। সরকারি হিসেব মতে, ৬০ শতাংশ দুর্ঘটনার কারণই দু'চাকার যান। বেশির ভাগ ক্ষেত্রেই তার শিকার হচ্ছেন অল্প বয়সীরা। এ বার তাই ওই যানের উপরে নজরদারি বাড়াল পরিবহণ দফতর। দফতরের এক শীর্ষ কর্তা জানান, বর্তমানে কলকাতা-সহ রাজ্যে ভারী ও ছোট মিলিয়ে ৯০ লক্ষ গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। যার মধ্যে ৬৫ লক্ষ শুধু স্কুটার এবং মোটরবাইকই। যেহেতু পরিবহণ আইন কেন্দ্রীয় আইন, তাই রাজ্য এর কোনও পরিবর্তন করতে পারে না। সে কারণেই দুর্ঘটনায় রাশ টানতে মাস দেড়েক আগে কিছু পরামর্শ দিয়েছিলেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। যেমন, সরকারের তরফে জেলার পরিবহণ আধিকারিকদের পরামর্শ দেওয়া হয়, বাইক এবং‌ স্কুটার বিক্রির আগে ক্রেতার নাম, পরিচয় এবং বয়স খতিয়ে দেখতে হবে। আগে স্কুটারের ক্ষেত্রে ১৭ বছর বয়সে লাইসেন্স দেওয়ার নিয়ম ছিল। তবে অভিভাবকের লিখিত অনুমতি বাধ্যতামূলক ছিল। এ জন্য তাঁদের উপস্থিতির দরকার ছিল না। এখন অভিভাবকের উপস্থিতিতে লিখিত অনুমতি বাধ্যতামূলক হয়েছে। দুর্ঘটনা কমানোর পাশাপাশি কম বয়সীরা যাতে যথেচ্ছ স্কুটার কিনতে না পারেন, তাই সরকারের তরফে এই ব্যবস্থা চালু হয়েছ

হিসেবই নেই, তবু নরেন্দ্র মোদীর দাবি চাকরি হচ্ছে!

Image
কোনও দিনই এ ব্যাপারে হিসেব দিতে পারেননি তিনি। তবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, তাঁর জমানায় চাকরি হচ্ছে। রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই মোদী জমানায় কর্মসংস্থানের বিষয়টি নিয়ে সরব। রাহুল গাঁধী ঠিক করে ফেলেছেন, ২০১৯-এর ভোটে মোদী জমানায় চাকরির হাহাকারই তাঁর প্রধান অস্ত্র হবে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নিতিন গডকড়ীও বলে দিয়েছেন, চাকরিই তো নেই! প্রধানমন্ত্রী অবশ্য এ সব কোনও কিছুই মানতে নারাজ। তিন মাস অন্তর শ্রম মন্ত্রক যে চাকরির হিসেব প্রকাশ করত, তা বন্ধ করে দিয়েছে মোদী সরকারই। বিরোধীদের অভিযোগ, মোদীর প্রতিশ্রুতির সঙ্গে শ্রম মন্ত্রকের হিসেব মিলছে না বলেই ওটা বন্ধ করা হয়েছে। মোদী তবু নিজের দাবিতে অনড়। এমনকি পকোড়া ভাজাকে কর্মসংস্থান বলে দাবি করতেও ছাড়েননি তিনি! এক সাক্ষাৎকারে চাকরি নিয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর যুক্তি, যখন অর্থনীতির বৃদ্ধির হার এত বেশি, তখন চাকরির বাজার না বেড়ে থাকে কী করে? রাস্তায় নতুন ট্যাক্সি, বাস, ট্রাক নামছে। সেখানে চাকরি হচ্ছে না? মোদীর যুক্তি উড়িয়ে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ''এই দাবি হাস্যকর বললেও কম বলা হয়। তি

বালুরঘাটে খাবারের অভাবে ধুঁকছেন মা ও মেয়ে!

Image
সরু আল রাস্তা শেষে ঝোপ জঙ্গলের মধ্যে এক আদিবাসী বৃদ্ধা ও তাঁর মেয়ে খাবারের অভাবে ধুঁকছেন। বেশিরভাগ দিন তাদের শাকপাতা সেদ্ধ করে খেতে হয়। বালুরঘাটের চকভৃগু অঞ্চলের দক্ষিণ কুয়ারন গ্রামের শেষ প্রান্তের বাসিন্দা বৃদ্ধা আনে গুড়িয়া ও তাঁর মেয়ে রেনুকার অর্ধাহার ও অনাহারে রুগ্ণ শরীর নিয়ে কোনও মতে চলাফেরা করেন। অসহায় ভূমিহীন ওই পরিবারের অন্ত্যোদয় কার্ডে আছে দু'টাকা কেজি চাল। কিন্তু রেশন তোলার আর্থিক সামর্থ্য নেই। আগে ১০০ দিনের মজুরির কাজ ছিল। এখন কাজ বন্ধ। অপুষ্টিতে মা ও মেয়ের জীর্ণ দুর্বল শরীর দেখে কেউ কাজেও ডাকেন না। স্বামী গাবরেল কাউয়া বেঁচে থাকার সময় পঞ্চায়েত থেকে ইন্দিরা আবাস যোজনায় ইটের দেয়াল উঠেছিল। লিংটেল অবধি হয়েই বাড়ি শেষ। টিনের ছাউনি দিয়ে ইট বের করা ছোট দুটি ঘরে মেয়েকে নিয়ে থাকেন বৃদ্ধা আনে গুড়িয়া। এলাকার কাটনা হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে মেয়ে রেনুকা। বৃদ্ধার কথায়, স্কুল খোলা থাকলে মিড ডে মিলে মেয়ের খাবার জুটে যায়। স্কুল বন্ধ থাকলে পুরো দিন না খেয়ে থাকতে হয়। এলাকার আশপাশের বাসিন্দারাও গরিব। ফলে লোকের বাড়িতে রোজ হাত পাততে সঙ্কোচ করেন আনে। তখন জলা থেকে কলমিশাক তুলে সেদ্ধ করে খেত

গণহারে গণপিটুনির দায় বিরোধীদের উপরে চাপালেন মোদী

Image
একের পর এক গণপিটুনিতে মৃত্যু। কখনও গো-রক্ষার নামে। কখনও দলিত হওয়ার 'অপরাধে'। কখনও স্রেফ গুজবে ভর করে। একটা-দু'টো নয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া ইস্তক এমন ঘটনা বহু বার ঘটেছে। কিন্তু শত সমালোচনাতেও একটি মন্তব্যও করেননি মোদী। অবশেষে তিনি মুখ খুললেন। তবে কোনও সাংবাদিক সম্মেলনে নয়। গত চার বছরে একটিও সাংবাদিক সম্মেলন না করা মোদী একটি সংবাদসংস্থাকে ই-মেল মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে গণপিটুনি নিয়ে মুখ খুললেন। আর মুখ খুলে গণপিটুনি নিয়ে রাজনীতির অভিযোগ তুলে দুষলেন বিরোধীদের! গত তিন বছরে দাদরির মহম্মদ আখলাখ থেকে অলওয়ারে পেহলু খান— প্রায় সবক'টি ঘটনাতেই গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের দিকে আঙুল উঠলেও মোদীর দাবি, এ সব নিয়ে রাজনীতি করাটা বিরোধীদের বিকৃত মানসিকতা! প্রধানমন্ত্রীর কথায়, ''সংখ্যা দিয়ে এ সব ঘটনার বিচার করে রাজনীতি করাটা হাস্যকর। হিংসা আর অপরাধের ব্যাপারে এক সঙ্গে বিরোধিতা না করে যারা লাভ তোলার কথা ভাবছে, সেটা তাদের বিকৃত মানসিকতার পরিচয়। একটি ঘটনা হলেও সেটি অত্যন্ত দুর্ভাগ্যের।'' শান্তি ফেরাতে সকলকে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে এবং এ ব্যাপারে রাজ্যগুলিকে কড

লাদাখে ভারত-চিন টক্কর

Image
নিজেদের অবস্থান থেকে সরে না এসেই ভারত ডোকলামে চিনের সঙ্গে সমস্যা মিটিয়েছে বলে সম্প্রতি সংসদে দাবি করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু এ বার লাদাখে ফের মুখোমুখি দাঁড়াল দু'দেশের সেনা। এই ঘটনায় নরেন্দ্র মোদীর চিন নীতি ফের প্রশ্নের মুখে পড়বে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। সেনা সূত্রে খবর, ডেমচকের কাছে শেরডং-নেরলং নাল্লান এলাকায় সপ্তাহ দুয়েক আগে অনুপ্রবেশ করে চিনা সেনা। স্থানীয় পোশাক পরে ছাগল চরাতে চরাতে ভারতীয় এলাকায় ঢুকে পড়েন চিনা সেনারা। তার পরে সেখানে পাঁচটি তাঁবু খাটিয়ে ফেলেন তাঁরা। খবর পেয়ে ওই এলাকায় চিনা সেনার মুখোমুখি দাঁড়ায় ভারতীয় সেনাও। লাদাখে মোতায়েন সেনার ১৪ নম্বর কোরের কর্তারা জানিয়েছেন, নেরলং এলাকায় একটি রাস্তা তৈরি করছিল স্থানীয় প্রশাসন। সেই কাজ বন্ধ রাখার দাবি করেছে চিনা সেনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ওই এলাকা চিনের বলে দাবি তাদের। চিনাদের জন্য ওই এলাকায় পশুচারণের অধিকারও দাবি করেছে তারা। ভারত এই দাবি মানতে রাজি নয়। ব্রিগেড কম্যান্ডার স্তরে বৈঠকের পরে দু'টি তাঁবু সরিয়েছে চিনা সেনা। কিন্তু এখনও মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন দু'দেশের জওয়ানেরা। লে