Posts

Showing posts from January 23, 2019

দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে

Image
সবকিছু ঠিক থাকলে দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই ডিরেক্টর। একইসঙ্গে তিনি একজন বাঙালিও বটে। ফলে দুই দিক থেকেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কয়েকদিনের মধ্যে সিবিআই প্রধান পদে স্থায়ী ডিরেক্টর বেছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি। সেখানে লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও থাকার কথা। সবমিলিয়ে মোট ১২ জন প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আইপিএস রিনা মিত্র। এছাড়াও রয়েছেন গুজরাত পুলিশের ডিজিপি শিবানন্দ ঝা ও এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদী। রিনাদেবী পদ পেলে তিনি প্রথম মহিলা সিবিআই প্রধান হবেন। এছাড়া বাঙালি হিসাবেও রেকর্ড গড়বেন। ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার রিনা মিত্র এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে কাজ করছেন। তাঁর ভাবমূর্তি খুব পরিষ্কার। কোনও বিতর্ক নেই। ১৯৯৯ সালে পুলিশ পদক ও ২০০৮ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছেন রিনা মিত্র। পাঁচ বছর এর আগে সিবিআইয়ে কাজ করেছেন তিনি।

১ কোটিরও বেশি কেসের জরিমানার নিষ্পত্তি করল কলকাতা পুলিশ

Image
কলকাতা : বকেয়া ট্রাফিক ফাইন আদায়ে নতুন স্কিম এনেছিল কলকাতা পুলিশ৷ নয়া স্কিম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া জরিমানার টাকা মেটালে ৬৫ ও ৫০ শতাংশ ছাড়ের সুযোগ দিয়েছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ৷ পুলিশ কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছিলেন৷ কলকাতা পুলিশের এই স্কিমে অভাবনীয় ভাবে সাড়া দিয়েছিল কলকাতাবাসী৷ তবে প্রথম দফায় বাজি মাত করল কলকাতা পুলিশ৷ প্রথম ধাপেই এক কোটিরও বেশি কেস নিষ্পত্তি করল তারা৷ এই সফলতা পেয়ে যথেষ্ট খুশির হাওয়া লালবাজারে৷ শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানিয়েছে কলকাতা পুলিশ৷ তাদের একটি অফিসিয়াল পেজে পরের ধাপের কথা জানিয়ে এক কোটি কেস নিষ্পত্তির কথাও উল্লেখ করেন তারা৷ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছে কলকাতা পুলিশের এই সাফল্যের জন্য৷ এই স্কিমে এক সপ্তাহের মধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের ছাড়ে অভাবনীয় সাড়া পেয়েছিল৷ লালবাজার সুত্রে খবর এক সপ্তাহের মধ্যে পাঁচ লক্ষেরও বেশী কেসের ফাইন আদায় করা সম্ভব হয়েছে এই পদ্ধতির মাধ্যমে৷ এর মধ্যে থেকে একাধিক কেসের ফাইন দীর্ঘদিন ধরে বাকি ছিল বলে জানা যাচ্ছিল৷ কলকা

সাধারণতন্ত্র দিবসে ভারতে হামলার ছক বানচাল, গ্রেপ্তার ৯ আইএস সহযোগী

Image
আইএসের সঙ্গে যোগ রয়েছে, এই সন্দেহে মহারাষ্ট্রের থানে এবং ঔরঙ্গাবাদ থেকে ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে। ধৃতদের সঙ্গে আইএসের যোগ রয়েছে বলে জানিয়েছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস। তদন্তকারীদের দাবি, সাধারণতন্ত্র দিবসে হামলা চালানোর পরিকল্পনা করছিল ওই জঙ্গিরা। স্লিপিং সেল হিসাবে কাজ করছিল তারা। কয়েক সপ্তাহ আগেই এটিএসের কাছে গোপন সূত্রে এই খবর আসে৷ সেই অনুযায়ী শুরু হয় তল্লাশি অভিযান৷ তাতেই সাফল্য পান আধিকারিকরা৷ বুধবার এটিএসের জালে ধরা পরে ওই ৯ জন৷ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস সূত্রে জানানো হয়েছে, যে কোনও সময় হামলা চালাতে পারে ওই জঙ্গিরা। খবর পেয়ে মঙ্গলবার রাতে থানের মুম্বরা ঔরঙ্গাবাদের ৫ জায়গায় তল্লাশি চালায় তারা। তল্লাশিতে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, হার্ড ডিস্ক, সিম কার্ড, অ্যাসিডের বোতল ও ছুরি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম প্রকাশ করেননি আধিকারিকরা৷ তবে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২ জনের বয়স ২০-২৫ এর মধ্যে। তাদের ঔরঙ্গাবাদের কাইজার কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঔররঙ্গাবাদ থেকেই ৩৫ বছরের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বরা থেকে গ্রেপ্তার করা

বাড়িতে বিদ্যুতের বিল এল ২৩ কোটি টাকার! মাথায় হাত গৃহস্থের

Image
এক কামরার ছোট্ট বাড়ি৷ বৈদ্যুতিক সামগ্রী বলতে আলো, পাখা, ফ্রিজ ছাড়া আর কিছুই নয়৷ খুব বেশি হলে দুই কিলোওয়াট বিদ্যুৎ অপচয় হয়৷ সামান্য এই বিদ্যুত ব্যবহারের জেরে ২৩ কোটি টাকা বিল এসেছে গৃহকর্তার৷ বিপুল অঙ্কের বিল হাতে পেয়ে অবাক তিনি৷ কীভাবে বিল মেটাবেন তিনি, এই ভাবনায় মাথায় হাত পড়েছে উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা আবদুল বাসিত৷ প্রতি মাসেই বিদ্যুতের বিল আসে খুব বেশি হলেও হাজার চারেক টাকা৷ কিন্তু চলতি মাসে বিদ্যুতের বিল হাতে নিয়ে কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন তিনি৷ ২৩ কোটি টাকাও যে কোনও বাড়ির বিদ্যুতের বিলের অঙ্ক হতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না আবদুল৷ প্রথমে ভেবেছিলেন কোনও কারণে তিনি হয়তো ভুল দেখছেন৷ দেখিয়েছেন পাড়া প্রতিবেশীদের৷ কিন্তু না, বৃথা এই ভাবনা৷ দেরিতে হলেও, বিশ্বাস করেছেন তিনি যে মাত্র ১৭৮ ইউনিট বিদ্যুৎ খরচের বিনিময়ে তাঁকে নাকি সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে ২৩ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৫২৪ টাকা৷ তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তরে ছুটে গিয়েছেন তিনি৷ আবদুল বাসিত বলেন, ''আমি এক জীবনে এত টাকা কখনও উপার্জনই করিনি৷ কীভাবে ২৩ কোটিরও বেশি অঙ্কের বিদ্যুতের বিল মেটাব, তা বুঝতেই পার

মুসলিম পুরুষের সঙ্গে হিন্দু নারীর বিয়ে ‘অসিদ্ধ’ হলেও সন্তান বৈধই: সুপ্রিম কোর্ট

Image
ইসলামে পৌত্তলিকতা নিষিদ্ধ। তাই ধর্মান্তরণ না হলে মুসলিম পুরুষের সঙ্গে হিন্দু নারীর বিবাহ ইসলামি মতে অসিদ্ধ (ইরেগুলার)। সে কথা মেনে নিয়েও ওই বিবাহজাত সন্তানকে বৈধ বলেই স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি এন ভি রামান্না এবং বিচারপতি এম এম শান্তনাগৌরদার-এর বেঞ্চ এই রায় দিয়েছে। ইসলামি মতে বিয়ে তিন রকম— সিদ্ধ, অসিদ্ধ, অবৈধ। সিদ্ধ বিয়ে ভেঙে গেলে তা বাতিল বলে গণ্য। আর রীতিবিরুদ্ধ ভাবে বিয়ে হয়ে থাকলে তা অসিদ্ধ। মুসলিম পুরুষের সঙ্গে হিন্দু নারীর বিয়ে, অর্থাৎ ধর্মান্তর না হওয়া হিন্দু নারীর বিয়ে ইসলামি মতে অসিদ্ধ। আদালত সে কথা মেনেও নিয়েছে। কিন্তু মহম্মদ ইলিয়াস এবং ভাল্লিয়াম্মার সন্তানকে বৈধ সন্তান বলেই গণ্য করতে হবে এবং বৈধ সন্তানের যাবতীয় অধিকার দিতে হবে বলে বিচারপতিদের রায়। আদালতের পর্যবেক্ষণ, বিয়ের সময় ভাল্লিয়াম্মা হিন্দু ছিলেন বলে ইলিয়াসের সঙ্গে তাঁর বিয়ে ধর্মমতে সিদ্ধ নয়, আবার আইনের চোখে বেআইনিও নয়। এটা শুধুমাত্র 'অসিদ্ধ' বিয়ে। সে ক্ষেত্রে বিধবা ভাল্লিয়াম্মা ইসসামি আইনে সম্পত্তির উত্তরাধিকার পাবেন না। কিন্তু নিজের ভরণপোষণের অর্থ পাবেন। তবে তাঁর সন্তানকে কোনও রকম বৈষম্যের ম

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি শীত থাকবে, জানাল আবহাওয়া দফতর

Image
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকবে শীত। এখনই শীত-বিদায় নয়। জানুয়ারির শেষ পর্যন্ত থাকবে শীতের আমেজ। আগামী দু'তিন দিন সামান্য তাপমাত্রা চড়লেও, হতাশ হওয়ার কোনও কারণ নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আবার নিম্নমুখী হবে পারদ। ফলে জানুয়ারির শেষ পর্যন্ত রাজ্য জুড়ে ঠান্ডা থাকবে। এমনকি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকবে শীত শীত ভাব। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশপ্রসাদ দাস বলেন, "কয়েক দিন কিছুটা তাপমাত্রা বৃদ্ধি হলেও, ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে।" ডিসেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কনকনে ঠান্ডায় কেঁপে উঠেছিল কলকাতা। দার্জিলিঙে এবছর বরফও পড়েছে। ফলে শীত যে এই মরসুমে জমিয়ে ব্যাটিং করবে, তা ভালই বোঝা গিয়েছিল। প্রধানত পরিষ্কার আকাশ এবং এখনও বাধাহীন ভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে। ফলে এখনই শীত বিদায়ের সম্ভাবনা নেই। উল্টে রাতের দিকে গরম জামা-কাপড় পরতে হতে পারে।

ডিইএলইডি পরীক্ষার চিন্তায় প্রাণ গেল শিক্ষকের! পরিবার তুলল প্রশ্ন, তোপ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের

Image
ডিইএলইডি পরীক্ষায় দুই পেপারের পরীক্ষা বাতিল হওয়ার চাপ হওয়ার আর নিতে পারলেন না এক শিক্ষক। যার জেরে তাঁর মৃত্য়ু হল দাবি তুলল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। ২০ ও ২১ তারিখে শিক্ষক প্রশিক্ষণের জন্য নির্ধারিত ডিইএলইডি পরীক্ষার ৫০৬ ও ৫০৭ নম্বর পেপারের পরীক্ষা বাতিল করা হয়। এনসিটিই স্পষ্ট করে রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে চাকরি রাখতে গেলে ৩১ মার্চের মধ্যে সমস্ত প্রাথমিক শিক্ষককে শিক্ষক প্রশিক্ষণের সার্টিফিকেট জমা করতে হবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের অভিযোগ, ডিইএলইডি পরীক্ষা নিয়ে এমনিতেই এরাজ্যের ১ লক্ষ ৬৯ হাজার শিক্ষক মানসিক চাপে রয়েছেন। এই শিক্ষকদের মধ্যে অধিকাংশেরই বয়স ৫৫ বছরের উপরে। তারমধ্যে পরীক্ষা বাতিলে এরা প্রবলভাবে মানসিক চাপে পড়েছেন। যার জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটল ভাঙরের শিক্ষক হেমচন্দ্র নস্করের। হেমচন্দ্র নস্কর নামে বছর পঞ্চান্নর এই শিক্ষকের বাড়ি ভাঙড়ে। তিনি চাকরি করতেন দক্ষিণ কাশীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি না থাকায় তিনি অন্য শিক্ষকদের মতো এই বয়সে জাতীয় মুক্ত বিদ্যালয়ের ডিইএলইডি কোর্সে নাম লিখিয়েছিলেন এবং গত ২ বছর ধরে সেখানে ক্লাস ক

পুলিশি চর বৃত্তির অভিযোগ! মাওবাদীদের গুলিতে মৃত ৩ আদিবাসী

Image
সন্দেহভাজন মাওবাদী হামলায় ৩ আদিবাসীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের দক্ষিণ গাডচিরোলিতে। ঘটনাস্থল নাগপুর থেকে প্রায় ২৫০ কিমি দূরে, ছত্রিশগড় সীমান্তের কাছে। পুলিশের চরের কাজ করার অভিযোগে এঁদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের আঞ্চলিক সদর দফতরে পৌঁছনো খবর অনুযায়ী, টাটগাঁও থানার অধীনে কসফান্ডি ফাটার কাছে তিন গ্রামবাসীর দেহ  পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে সব মিলিয়ে ছয়জনকে অপহরণ করেছিল মাওবাদীরা। গুলি করে হত্যা করার পর তাদের দেহ রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়। মৃতরা হল, মাল্লা দোগে মাদাবি, কান্না রেনু মাদাবি এবং লাসু মাসা কুদেয়ইতি। এঁরা সবাই ভ্রমরাগড়ের কসপুণ্ডি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মাওবাদীদের বিশ্বাস, মৃতরা পুলিশের চর হিসেবে কাজ করে। ২০১৮-র এপ্রিলে  কাসনাসুর-বোরিয়া এবং নাইনার ফরেস্টে দুটি এনকাউন্টারে মৃত্যু হয় প্রায় ৪০ মাওবাদীর। তাই হত্যা করে প্রতিশোধ নেয় তারা। মাওবাদীদের দক্ষিণ গডচিরোলি ডিভিশনাল কমিটির তরফ থেকে দেহগুলির পাশে ব্যানারও দিয়ে দিয়েছিল। তাতে লেখাছিল, ৪০ সহকর্মীর মৃত্যু হয়েছিল এই তিনজন প

NRS-এ ৫ বছরের শিশুকে কুকুরের হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেন প্রত্যক্ষদর্শীরাই

Image
NRS-এ কুকুরের কামড়ে জখম ৫ বছরের শিশুকন্যা। বুধবার দুপুরে হাসপাতালের সুপারের ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটনাটি ঘটে। রানি মল্লিক নামে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  NRS-এর ভিতরেই বাস রানির। শিশুটির ঠাকুমা হাসপাতালে ঠিকা কর্মীর কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বেলা ১২টা নাগাদ NRS-এর সুপারের অফিসের সামনে দিয়ে যাচ্ছিল রানি। তখনই তার কোমর কামড়ে ধরে একটি কুকুর। অল্প শক্তি নিয়ে কুকুরের সঙ্গে লড়তে পারেনি সে। ওদিকে কিছুতেই তাকে ছাড়তে চাইছিল না কুকুরটি। তখন ঘটনাস্থলে হাজির রোগীর পরিজনরা কুকুরটিকে মেরে কোনওক্রমে উদ্ধার করেন ওই শিশুকন্যাকে।  কুকুরের কামড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে রানির কোমরে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। সেখানে তার প্রাথমিক চিকিত্সা হয়।  ঘটনায় প্রমাণিত হল হাসপাতালে কুকুরের দৌরাত্ম্যের অভিযোগ মিথ্যে নয়। কলকাতা পৌরসভার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার NRS-এ কুকুর ধরতে যাবে তাদের কর্মীরা। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

কয়েকদিনেই বাজারে আসছে হন্ডা সিবি৩০০আর বাইক, পাঁচ হাজারে শুরু বুকিং

Image
বাজারে আসছে হন্ডা সিবি৩০০আর বাইক। এই বাইকের এক্স-শো রুম দাম মোটামুটি দু' লক্ষ ৩০ হাজার টাকার কাছাকাছি। ২০০-৫০০ সিসি মোটরসাইকেলের চাহিদা ক্রমেই বাড়ছে এ দেশে। সেই চাহিদাকে মাথায় রেখেই হন্ডার এই বাইক। ৮ ফেব্রুয়ারি নাগাদ এই বাইক বাজারে আসার কথা। হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া এই তারিখের কথা জানিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পাঁচ হাজার টাকা দিয়েই বুকিং শুরু হচ্ছে এই বাইকের। হন্ডা সিবি১০০০আরের ছোট সংস্করণ বলা যেতেই পারে। রেট্রো লুকসের গোলাকার হেডল্যাম্প ও ৪১ এমএম আপসাইড ডাউন ফর্ক, অ্যালুমিনিয়াম হ্যান্ডলবার-সহ এই বাইকটি আসলে বেশ 'কুল', এমনটাই বলছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা। হন্ডা সিবি৩০০আর-এ রয়েছে ২৮৬ সিসির এক সিলিন্ডারযুক্ত ইঞ্জিন। ৮৫০০ আরপিএমে ৩০.৯ বিএইচপি 'পাওয়ার' দেবে এটি। পিক টর্ক ৭৫০০ আরপিএমে প্রায় ২৭.৫ এনএম। ছয় স্পিডের গিয়ারবক্সের মাধ্যমে 'পাওয়ার' যাবে ১৪৩ কিলোগ্রাম বাইকের পিছনের চাকায়। প্রায় ১০ লিটার তেল ভরা যাবে এর ইঞ্জিনে। এতে প্রায় ৩০০ কিমি টানা সফর সম্ভব, জানাচ্ছে সংস্থা। ফলে এটি জ্বালানি সাশ্রয়কারী বাইক। হন্ডায় থাকছে এলইডি লাইটিং ও দুটো বারযুক্ত এলইডি

আদায় করতে না পেরে ১ কোটি ১৬ লক্ষ টাকার ঋণ বাতিল করল ১৬টি ব্যাঙ্ক

Image
ঠিক সময়ে ঋণের কিস্তির টাকা মেটালে বা বকেয়া ঋণ শুধলে কর্পোরেট সংস্থাগুলি পরেও ঋণ পাবে। না হলে পরে ঋণ পাওয়া তো দূরের কথা, চলতি ঋণও বাতিল হয়ে যাবে। দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে ঋণের টাকা আদায় করতে নাজেহাল হয়ে এই পথ ধরল ১৬টি ব্যাঙ্ক। তার ফলে, প্রায় ১ কোটি ১৬ লক্ষ টাকার কর্পোরেট ঋণ বাতিল হয়ে গেল, চলতি আর্থিক বছরে। বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট সংস্থাগুলিকে দেওয়া ঋণের টাকা পুরোপুরি ফেরত পাওয়ার জন্য এত দিন দু'টি পথে হাঁটত ব্যাঙ্কগুলি। হয় সেই টাকা উদ্ধার করা হত ঋণ পরিশোধ (ডেট রিকভারি) ট্রাইব্যুনালে গিয়ে, না হলে ব্যাঙ্কগুলিকে দেউলিয়া ঘোষণা করা হত ২০১৬-র 'ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি কোড' (আইবিসি) অনুযায়ী। দু'টি পদ্ধতির মধ্যে আইবিসি-ই দ্রুততর। কিন্তু ঋণগ্রস্ত কর্পোরেট সংস্থাগুলিকে তাদের সম্পত্তি বেচে ঋণ মেটাতে বাধ্য করানোর মতো তেমন জোরালো কোনও আইন নেই আইবিসি-তে। তা প্রণয়ন করার ব্যাপারেও চলছে টালবাহানা। এতে অন্য কর্পোরেট সংস্থাগুলিকে ঋণ দিতে বা তাদের ঋণের পরিমাণ বাড়াতে অসুবিধা হচ্ছে ব্যাঙ্কগুলির। পথ দেখিয়েছে স্টেট ব্যাঙ্ক তারই জেরে গত সপ্তাহে একটি নজরকাড়া পদক্ষেপ কর

শ্বশুড়বাড়িতে ঢুকতে দেওয়া হল না কনকদুর্গাকে, আশ্রয় মিলল সরকারি হোমে

Image
কেরলের আয়াপ্পা স্বামীর মন্দির শবরীমালাতে প্রবেশ করার সাহস দেখিয়ে নজির গড়েছিলেন ৩৯ বছরের কনকদুর্গা। তাঁকেই মঙ্গলবার শ্বশুড়বাড়িতে ঢুকতে দেওয়া হল না। কিছুদিন আগেই কনকদুর্গার শাশুড়ি তাঁকে বেধড়ক মারধর করেন। যার জেরে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এই ঘটনার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, পুলিস–প্রশাসন কনকদুর্গার অভিযোগটি আদালতে পাঠিয়েছেন। আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে সকলে। জানা গিয়েছে, পুলিস যখন দুর্গাকে নিয়ে হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে তাঁর শ্বশুড়বাড়িতে নিয়ে আসে, তখন দেখা যায় বাড়িতে তালা ঝুলছে। দুর্গার স্বামী–সন্তান এবং শাশুড়ি অন্য কোথাও চলে গিয়েছেন। বাধ্য হয়েই দুর্গাকে পুলিসি নিরাপত্তা দিয়ে সরকারি হোমে রাখা হয়েছে। কনকদুর্গা ও বিন্দু আম্মিনি এই দুই ঋতুমতী মহিলা শবরীমালায় ঢুকে মন্দিরের দীর্ঘদিনের প্রথা ভাঙেন। এই ঘটনার পরই ডানপন্থী সংগঠনের পক্ষ থেকে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুলিস ও রাজ্যের নিরাপত্তায় তাঁদের রাখা হয় অজ্ঞাতবাসে। মন্দিরে প্রবেশের প্রায় দু'‌হপ্তা পর কনক দুর্গা তাঁর শ্বশুড়বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়িতে ফেরার পর তাঁর শাশুড়ি তাঁকে এমন মারধর কর

স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভরত পশুপ্রেমীদের বেধড়ক মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

Image
স্বাস্থ্যভবনের সামনে পশুপ্রেমীদের ওপর পুলিসি হামলার অভিযোগ। অভিযোগ, পুলিসের মারে জখম হয়েছেন বেশ কয়েকজন পশুপ্রেমী। এমনকী পুরুষ পুলিসকর্মীরা মহিলাদের নিগ্রহ করেন বলেও অভিযোগ উঠেছে।  NRS-এ সারমেয় নিধনকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। অভিযোগ, সেই সময়ই তাদের ওপর হামলা চালায় পুলিস। পুলিসের মারে বেশ কয়েকজন পশুপ্রেমী গুরুতর জখম হয়েছেন বলে দাবি।  সংগঠনটির সদস্য তথা অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম। চলছিল স্লোগানিং। তখনই হঠাত্ আমাদের কর্মীদের সঙ্গে বিতণ্ডা শুরু করেন পুলিসকর্মীরা। আমাদের ছেলেরা প্রতিবাদ করলে মারধর শুরু করে পুলিস। মাটিতে ফেলে লাথি-ঘুসি মারতে শুরু করেন পুলিসকর্মীরা। নিস্তার পাননি মহিলারাও। এক মহিলাকে ছুঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়।  আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে খুন যুবক আহত পশুপ্রেমীদের হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়।

আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে খুন যুবক

Image
আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের বলি হলেন দলেরই এক কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের তপসেখাতায়। ঘটনার পর আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিস এলে শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান। স্থানীয়দের অভিযোগ, এলাকার দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর কোন্দলে খুন হয়েছেন তুষার বর্মন নামে ওই যুবক।   স্থানীয়রা জানিয়েছেন, তপসেখাতার জয়বাংলা হাটে মঙ্গলবার তুষারের ভাইকে মারধর করেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শম্ভুনাথ রায়। খবর পেয়ে সেখানে পৌঁছন তুষার। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তুষারকে। গুলি লাগে তুষার রায়ের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  পুলিস এসে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেন। পথ অবরোধ করে চলে বিক্ষোভ। স্থানীয়রা জানাচ্ছেন, এলাকার দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর দ্বন্দ চলছিল। তার জেরেই খুন হয়েছেন তুষার।  'সিন্ডিকেট ট্যাক্স' মন্তব্য প্রত্যাহার না করলে অমিতের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৃণমূলের অভিযুক্ত শম্ভুনাথ রায় ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। স্থানীয়রা জানিয়েছেন, শম্ভুর বিরুদ্ধে আগেও তোলাবাজির রয়েছে।  স্থা

দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট শামির

Image
দুরন্ত শামি বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরালো করলেন। একদিনের ক্রিকেটে ১০০ উইকেট নিতে ইরফান পাঠানের  লেগেছিল ৫৯ ম্যাচ। তিনিই এতদিন ছিলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম। বুধবার ইরফানকে টপকে গেলেন মহম্মদ শামি। শততম উইকেটে পৌঁছতে তাঁর লাগল ৫৬ ওয়ানডে। ২০১৮ সালে খুব একটা একদিনের ম্যাচে খেলেননি শামি। পারিবারিক সমস্যা ঘিরে ধরেছিল তাঁকে। ক্রমশ তা পিছনে ফেলে এসেছেন তিনি। টেস্টে পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন। নতুন বছরের গোড়ায় অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজেও ভরসা দিয়েছেন দলকে। সিডনিতে প্রথম ম্যাচে যদিও নতুন বল দেওয়া হয়নি তাঁকে। তৃতীয় পেসার হিসেবে এসেছিলেন আক্রমণে। অ্যাডিলেড ও মেলবোর্নে অবশ্য ভুবনেশ্বর কুমারের সঙ্গে নতুন বল হাতে শামিই দৌড়ে আসেন। তিন ম্যাচে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। ভুবনেশ্বর (৮ উইকেট) ও যুজভেন্দ্র চহালের (৬ উইকেট) পর তিনিই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটসংগ্রহকারী। নিউজিল্যান্ডেও তাই হয়েছে। নেপিয়ারে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুই কিউই ওপেনারকেই আউট করেছেন তিনি। তাঁর শততম শিকার হলেন ডানহাতি ওপেনার মার্টিন গাপ্টিল। জের পঞ্চম বলেই তাঁকে বোল্ড করেন শামি। নিজের দ

মেয়ে হলেই মৃত্যু, পর পর চার বারের পর গ্রেফতার বাবা-মা

Image
পর পর চার কন্যাসন্তান। তিন জনেরই মৃত্যু হয়েছে জন্মের কয়েক দিন পরে। ছোট জনের মৃত্যুর পরে পড়শিদের সন্দেহ হয়, পর পর মেয়ে জন্মানোয় মা-বাবাই সন্তানকে খুন করছেন না তো? বাবা-মায়ের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সেই সন্দেহ গাঢ় হয়। পরে এক পড়শি অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ গ্রেফতার করেছে ওই দম্পতিকে। বারো দিনের শিশুটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কেন্দ্রীয় সরকারের 'বেটি বঁচাও, বেটি পড়াও' বা রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের বার্তা যে সমাজের সর্বস্তরে এখনও পৌঁছয়নি, তারই প্রমাণ মিলল বাগদার সিন্দ্রাণীর বাবুপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিকুমার বিশ্বাস ও রানি বিশ্বাসের প্রথম সন্তান জন্মায় বছর পাঁচেক আগে। পেশায় কৃষিজীবী মণির এটা তৃতীয় বিয়ে। স্ত্রী বাংলাদেশি।  স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতির প্রথম কন্যাসন্তান জন্মায় বছর পাঁচেক আগে। কয়েক দিন বেঁচে ছিল সে। হঠাৎই মারা যায়। চার বছর আগে দ্বিতীয় মেয়ের জন্ম হয়। জন্মে পরে দেড়মাস পর্যন্ত সে ছিল পড়শি গীতা মণ্ডলের হেফাজতে। ওই মহিলা বলেন, '' মেয়ে জন্মানোয় মণি খুব অসন্তুষ্ট ছিল। চিৎকার চেঁচামিচি করত। বাচ্চাটা

সপ্তম বেতন কমিশনের আশ্বাস অমিতের, বিশ্বাস নেই রাজ্য সরকারি কর্মী সংগঠনের

Image
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কার্যকর করা হবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ। মালদহের জনসভায় এমন প্রতিশ্রুতিই দিয়েছেন অমিত শাহ। তা অমিতের এহেন নির্বাচনী আশ্বাস নিয়ে কী মত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির?                কো অর্ডিনেশন কমিটির প্রতিক্রিয়া, ''ত্রিপুরা-সহ যেসব রাজ্যে ওদের সরকার আছে সেখানে স্থায়ী পদে কোনো নিয়োগ হচ্ছে না। এসব ভাওতাবাজি। আমরা বিশ্বাস করি না''।  পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের মতে, দেশে তো আচ্ছে দিন চলছে। আর সেটা কেমন মানুষ জানেন। সেই রকম ধারা এরাজ্যে ও বজায় থাকবে। কাজেই এসব কথার কোনো গুরুত্ব নেই। নবপর্যায়ের ধারণা, ভোটের রাজনীতিতে অনেকেই অনেক কথা বলে। তৃণমূলও ক্ষমতায় আসার আগে ভাল ভাল কথা বলেছিল। এসব কথায় তাই না আঁচালে বিশ্বাস নেই। উপরন্তু বিজেপির কথায় কোনও ভরসা নেই তাদের।  কনফেডারেশনের বক্তব্য, আমরা স্বাগত জানাচ্ছি। কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের সমবেতনের দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। যাঁরাই করবে তাঁদের স্বাগত জানাব। এদিন অমিত শাহ বলেন, 'বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কার্যকর করা হবে স

বুধবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি চন্দ্রমুখী আলু – ১৫ টাকা প্রতিকিলো নতুন আলু – ১৩টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১২টাকাপ্রতিকিলো পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো আদা – ৫০ টাকা প্রতিকিলো রসুন – ৬০টাকা প্রতিকিলো ফুলকপি – ৮-১৫ টাকা প্রতি পিস বাঁধাকপি – ১০-১২ টাকা প্রতি কিলো উচ্ছে – ৩০ টাকা প্রতিকিলো বেগুন – ২৫ টাকা প্রতিকিলো টমেটো – ৩০ টাকা প্রতিকিলো লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো কুমড়ো – ২০-২৫ টাকা প্রতিকিলো পালং শাক – ২০টাকা প্রতি কিলো লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো পিঁয়াজকলি – ৫০ টাকা প্রতি কেজি মাছ গোটারুই –২২০ টাকা কিলো কাটারুই – ২৫০-৩০০ টাকা কিলো গোটাকাতলা – ২৫০-৩৫০টাকা কিলো কাটাকাতলা –৩৫০-৪৫০টাকা কিলো বাটা – ১৬০-১৮০ টাকা কিলো চারাপোনা – ১৬০ টাকা কিলো তেলাপিয়া – ১৬০টাকা কিলো পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো পার্শ্বে –৪৫০ টাকা প্রতি কিলো ভেটকি -৪৫০টাকা প্রতি কিলো চিংড়ি – গলদা ৫৫০ থেকে ৬৫০ টাকা . বাগদা – ৫৬০- ৭০০ টাকা প্রতি কিলো মাংস মরগ

পুত্র সন্তান হয়নি ১৩ দিনের শিশু কন্যাকে খুনের অভিযোগ মা - বাবার বিরুদ্ধে

Image
বনগাঁ: পুত্র সন্তান চাই৷ কিন্তু হল কন্যা৷ তাই এ পৃথিবীর আলো বেশিদিন দেখার সুযোগ হল না তার৷ সদ্যোজাতকে খুনের অভিযোগ উঠল তারই বাবা-মায়ের বিরুদ্ধে। বাবা-মা, যে দুজনের কাছে সন্তান সবচেয়ে বেশি নিরাপদ, তাদের বিরুদ্ধে কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠল। প্রতিবেশিদের দাবি, ১৩ দিন আগে এলাকার দম্পতি মণি কুমার বিশ্বাস ও রানি বিশ্বাসের কন্যা সন্তান হয়। পুত্র সন্তানের স্বপ্নই দেখেছিল তারা। কিন্তু স্বপ্নপূরণ হয়নি। পরপর কন্যা সন্তান হওয়াতেই তাকে খুন করে দম্পতি বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত মা-বাবাকে আটক করে এনে জিজ্ঞাসাবাদ করছে৷ মঙ্গলবার সকালে বাগদা থানার সিন্দ্রানী এলাকার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷ বছর চারেকের মধ্যে পরপর তিন কন্যা সন্তানকে একইভাবে খুন করার অভিযোগ তুলে ক্ষোভ জানায় প্রতিবেশিরা৷ ছেলে-মেয়ের সমান অধিকারের দাবিতে প্রচার আন্দোলন চললেও প্রত্যন্ত গ্রামগুলিতে তাতে যে কোনও লাভ হয়নি, বাগদার ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে বিয়ে হয় এই বিশ্বাস দম্পতির। তারপর থেকে তাদের চারটি কন্যা সন্তান হয়৷ আগেই দুটি কন্যা সন্তানের মৃত্যু হয়েছে৷ ফের মঙ্গলবা

সন্তান জন্ম দিতে না পারায় মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী ও শাশুড়ির

Image
বিয়ের পর সন্তানের জন্ম দিতে পারেননি। এমন গুরুতর 'অপরাধ'-এর শাস্তি পেতে হল মহিলাকে। জ্য়ান্ত অবস্থায় তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করল তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। তবে পুলিশি তৎপরতায় কোনওক্রমে প্রাণে বাঁচলেন তিনি। ঘটনা বিহারের রাজধানী পাটনার থেকে ৪৭ কিলোমিটার দূরের আরা এলাকার। সন্তানের জন্ম দিতে না পারায় স্বামী ও শাশুড়ির হাতে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন বছর পঁয়ত্রিশের লক্ষ্মীদেবী। সোমবার স্থানীয়রা কোনওভাবে খবর পেয়ে যান, যে ওই মহিলাকে মেরে পুড়িয়ে দেওয়ার জন্য তাঁকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে তাঁর স্বামী ও শাশুড়ি। সময় নষ্ট না করে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। আর তাতেই রক্ষা পায় মহিলার জীবন। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। ২০০১ সালে রবীন্দ্র ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল লক্ষ্মীদেবীর। কৃষক স্বামী বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ, সন্তান দিতে না পারায় তাঁর উপর প্রতিদিনই শারীরিক অত্যাচার চালানো হত। অসুস্থ হলেও তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যেত না স্বামী। সোমবারও স্বামীর অত্যাচারে অসুস্থ

দিনে 35GB ডাটা দিচ্ছে বিএসএনএল

Image
ব্রডব্যান্ডে আবার নতুন প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল। নতুন প্ল্যানে দিনে 35GB ডেটা ব্যবহার করা যাবে। কয়েক মাসের মধ্যেই সারা দেশ জুড়ে শুরু হবে জিওর ব্রডব্যান্ড সার্ভিস জিও গিগাফাইবার। জিও ব্রডব্যান্ড লঞ্চের আগেই গ্রাহক ধরে রাখতে সম্প্রতি ব্রডব্যান্ডে 1 TB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছে এয়ারটেল। এবার ব্রডব্যান্ডে একের পর এক আকর্ষনীয় প্ল্যান নিয়ে আসছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। লেটেস্ট প্ল্যানে অবিশ্বাস্য দামে ব্রডব্যান্ড গ্রাহকদের দিনে 35 GB ডেটা ব্যবহার করতে দেবে বিএসএনএল। নতুন ও পুরনো বিএসএনএল গ্রাহকরা নতুন ২,২৯৫ টাকার প্ল্যান ব্যবহার করতে পারবেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া সব সার্কেলে এই প্ল্যান শুরু হয়েছে। কানেকশান স্পিড 24 Mbps। সাথে ২৪ ঘন্টা বিনামূল্যে লোকাল ও ন্যাশানাল কল করতে দেবে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। ২২,৯৫০ টাকায় মাত্র ১০ মাসের সাবস্ক্রিপশান দিয়ে ১২ মাসের জন্য এই প্ল্যান ব্যবহার করা যাবে। এছারাও দুই ও তিন বছরের জন্য দিনে 35GB ডেটার প্ল্যান ব্যবহার করতে খরচ হবে ৪৩,৬০৫ টাকা আর ৬৪,২৬০ টাকা। মাসে মাত্র ২৯৯ টাকা থেকে বিএসএনএল ব্রডব্যান্ড প্ল্যানশুরু হচ্ছে। ১,৪৯৫ টাকা প্ল

ইভিএম হ্যাকিংয়ে দাবি করতে গিয়ে মিথ্যার জাল বুনেছেন শুজা? কী কী ফাঁস হল?

Image
লন্ডনে ইভিএম হ্যাকিংয়ের দাবি করে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছেন স্বঘোষিত সাইবার বিশেষজ্ঞ সৈয়দ শুজা। তবে তাঁর অধিকাংশ দাবিই ইতিমধ্যে বাস্তবের সঙ্গে মিলছে না। লন্ডনে স্কাইপের মাধ্যমে সাংবাদিক বৈঠকে শুজা দাবি করেছেন, ২০১৪ সালের লোকসভা ভোটে ইভিএমে কারচুপি করা হয়েছিল। ইভিএম তৈরি করে যে সংস্থা, সেখানে তিনি কাজ করেছেন বলে দাবি করেছেন শুজা। কিন্তু সেই সংস্থাই শুজার দাবি খারিজ করে দিয়েছে।  ভারতের নির্বাচন কমিশনের জন্য ইভিএম তৈরি করে ইলেকট্রনিক কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। সৈয়দ শুজা দাবি করেছেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থায় কাজ করেছেন তিনি। কিন্তু ওই সময় শুজা নামে কোনও ব্যক্তি তাদের সংস্থায় কর্মরত ছিলেন না বলে জানিয়েছে ইসিআইএল। ইসিআইএলের ডিরেকটর সঞ্জয় চৌবে নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে লিখেছেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সৈয়দ শুজা নামে কোনও ব্যক্তি তাদের নিয়মিত কর্মী ছিলেন না বা অন্য কোনওভাবে কাজ করতেন না। শুজা দাবি করেছেন, হায়দরাবাদের শাদান কলেজের পড়াশুনো করেছিলেন তিনি। সেই দাবিও খণ্ডন করেছে কলেজ কর্তৃপক্ষ। শুজার বক্তব্য থেকে দূরত্ব বাড়িয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। তারা টুইটা

লোকসভা ভোটে সাম্প্রদায়িক বিভাজনই কৌশল, বোঝালেন অমিত শাহ

Image
হুঙ্কার: মালদহের নিত্যানন্দপুরে অমিত শাহ। লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক বিভাজনই হবে তাঁদের তুরুপের তাস। মালদহের সমাবেশে মঙ্গলবার কার্যত এই বার্তাই খোলাখুলি দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নাগরিকত্ব সংশোধনী বিল আগামী লোকসভা নির্বাচনে চর্চার বিষয় হবে বলে দাবি করে তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। এই সূত্রেই বিজেপির চিরাচরিত নীতিগত অবস্থান ব্যাখ্যা করে শাহ বলেন, ''নাগরিকত্ব সংশোধনী বিলের ফলে হিন্দু বাংলাদেশিরা ভারতে এসে নাগরিকত্ব পাবেন। কিন্তু পশ্চিমবঙ্গে এক বার পদ্মফুল ফোটালে এক জন অনুপ্রবেশকারীও (অর্থাৎ মুসলিম) ঢুকতে পারবে না।'' ওই মঞ্চে দাঁড়িয়েই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ আরও নির্মম ভাষায় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদ্গার করে তাঁদের দেশছাড়া করার হুমকি দেন। শাহর এই বক্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ''ওরা দাঙ্গাবাজ। মানুষের ক্ষতি করাই ওদের কাজ। তাই ওদের রথযাত্রার পরিকল্পনাও আদালতে আটকে যায়।'' তৃণমূলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের