দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে


সবকিছু ঠিক থাকলে দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই ডিরেক্টর। একইসঙ্গে তিনি একজন বাঙালিও বটে। ফলে দুই দিক থেকেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী কয়েকদিনের মধ্যে সিবিআই প্রধান পদে স্থায়ী ডিরেক্টর বেছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি। সেখানে লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও থাকার কথা।

সবমিলিয়ে মোট ১২ জন প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আইপিএস রিনা মিত্র। এছাড়াও রয়েছেন গুজরাত পুলিশের ডিজিপি শিবানন্দ ঝা ও এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদী।

রিনাদেবী পদ পেলে তিনি প্রথম মহিলা সিবিআই প্রধান হবেন। এছাড়া বাঙালি হিসাবেও রেকর্ড গড়বেন। ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার রিনা মিত্র এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে কাজ করছেন।

তাঁর ভাবমূর্তি খুব পরিষ্কার। কোনও বিতর্ক নেই। ১৯৯৯ সালে পুলিশ পদক ও ২০০৮ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছেন রিনা মিত্র। পাঁচ বছর এর আগে সিবিআইয়ে কাজ করেছেন তিনি।