Posts

Showing posts from December 3, 2018

চার বছরের পুত্রসন্তানকে পুকুরে ডুবিয়ে খুন, আত্মঘাতী বাবা

Image
বালুরঘাট: নিজের চার বছরের পুত্রসন্তানকে পুকুরের জলে ডুবিয়ে সন্তানকে খুন করল বাবা৷ পেশাদার খুনিকে হার মানিয়ে গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে৷ সোমবার ঘটনাটি ঘটেছে মাল ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বারোঘড়িয়া গ্রামের শিমুলতলায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু পুত্র অভিরাজ জন্মের পর থেকে এক অদ্ভুত রোগে ভুগছিল। জন্ম থেকেই ওই শিশুটির কোনও মলদ্বার ছিল না। নাভির উপরে থাকা একটি ছিদ্র দিয়ে মলত্যাগ করত সে৷ এমাসেই অস্ত্রোপচার হওয়ায় কথা ছিল। সম্ভবত, টাকাপয়সা জোগাড়ের ভাবনায় চিন্তিত হয়ে পড়েছিলেন শিশুর বাবা পণ্ডিত৷ শিশুটির বাবা রবিবার গভীর রাতে তার স্ত্রীকে রান্না করতে বলে। অভিযোগ, স্ত্রী রান্নাঘরে গেলে শিশুপুত্র অভিরাজকে নিয়ে পাশের পুকুরে যায়। সেখানে জলে ডুবিয়ে মারা হয় বলে অভিযোগ। এরপরই পুকুর লাগোয়া এক গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি৷ সোমবার সকালে খবর পেয়ে ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ অন্যদিকে, রবিবারও এমন একটি ঘটনার সাক্ষী থেকেছেন মুর্শিদাবাদের সালার থানার সরমস্তিপুরের পূর্বপাড়া এলাকার বাসি

লোকসভা ভোটের আগে সুখবর! রাজ্যের শিল্পক্ষেত্রে ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ

Image
আগামী লোকসভা ভোটের আগেই রাজ্যে শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগ হতে চলেছে। রানিগঞ্জে শেল গ্যাস উৎপাদনের লক্ষ্যে সবমিলিয়ে মোট ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আনুমানিক ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড (জিইইসিএল)। এছাড়া ৭ হাজার কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করেছে এসার অয়েস অ্যান্ড গ্যাস সংস্থা। অনুমান করা হচ্ছে, রানিগঞ্জ ব্লকে ৬.৬৩ লক্ষ কোটি কিউবিক ফুট গ্যাস জমে রয়েছে। যার মধ্যে ১.৭ লক্ষ কিউবিক ফুট প্রাথমিকভাবে তোলা যাবে বলে জানিয়েছে জিইইসিএল। আগামী বছরের শুরু থেকেই এই কাজ শুরু হযে যাবে। এর ফলে রাজ্যে অনেক কর্মসংস্থান তৈরি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এসারের তরফেও জানানো হয়েছে, পাইলট প্রকল্প হিসাবে কাজ শুরু হবে। তারপর উৎপাদন শুরু হলে তেড়েফুড়ে কাজ করবে সংস্থা। শেল গ্যাসের পাশাপাশি রানিগঞ্জ ব্লকে ২.৬৩ লক্ষ কিউবিক ফুট কোল বেড মিথেন (সিবিএম) রয়েছে। যার মূল্য আনুমানিক ১ লক্ষ কোটি টাকার বেশি। ফলে এই বিপুল পরিমাণ সম্পদ উৎপাদনে এবার হাত পড়তে চলেছে। ধীরে ধীরে উৎপাদন বাড়বে, ফলে কর্মসংস্থানও বাড়বে।

ট্রেনটা আসছে! ছমাসের শিশুকন্যাকে কোলে নিয়ে ঝাঁপ দিল বাবা…

Image
বারাকপুর: ট্রেন লাইন পার হতে গিয়ে আপ গ্যলোপিন রানাঘাট ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাবা ও কন্যা সন্তানের৷ মৃত বাবার নাম বিশ্বরূপ দে (৪২) এবং তার কোলে থাকা কন্যা সন্তানের নাম ধ্রিতিষ্মিতা দে। মাত্র ৬ মাসের ধ্রিতিষ্মিতা দুর্ঘটনার সময় তার বাবা বিশ্বরূপ বাবুর কোলেই ছিল৷ ট্রেনের ধাক্কায় বিশ্বরূপ দে ট্রেন লাইনে কাটা পড়েন এবং তার হাত থেকে ছোট্ট ফুটফুটে শিশুটি ছিটকে আটকে যায় ওই রানাঘাট গ্যালোপিন ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনেরই একটি যন্ত্রাংশের মধ্যে৷ সোমবার সকাল ১১:৫০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে শিয়ালদা মেন শাখার খড়দা রেল স্টেশনের আপ ৩ নম্বর লাইনে। ওই গ্যালপিন ট্রেনটি যখন নদিয়া জেলার রানাঘাট স্টেশনে পৌঁছায়, তখন ওই ট্রেনের গার্ডের নজরে আসে ট্রেনের যন্ত্রাংশে আটকে রয়েছে মৃত ৬ মাসের শিশু সন্তান৷ এরপর ওই মৃত শিশুকে রেলকর্মীরা উদ্ধার করে পরবর্তী ডাউন ট্রেনে করে নৈহাটিতে রেল পুলিশের হেফাজতে দেয়৷ স্থানীয় সূত্রের খবর, মৃত বিশ্বরূপ বাবু খড়দহ থানা এলাকার রহড়া মন্দির বাজার মিশনপাড়া অঞ্চলের বাসিন্দা৷ অসতর্কতার কারনেই ওই শিশুকন্যা ও তার বাবার মৃত্যু হয়েছে বলে খড়দহ রেল স্টেশনের নিত্যযাত্

বাবা-মায়ের আবেদন, সন্ত্রাসের পথ ছেড়ে মূলস্রোতে ফিরল জঙ্গি

Image
শ্রীনগর: ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে হঠাৎ সন্ত্রাসের পথে চলে যায় এক কাশ্মীরি যুবক৷ খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের৷ একমাত্র ছেলেকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে দিতে জঙ্গি সংগঠনের কাছে কাতর আর্জি জানায় পরিবার৷ তাতে কাজও হয়৷ রবিবার বিকালে ঘরের ছেলে ফিরে আসে ঘরে৷ জম্মু কাশ্মীরের পুলিশ ট্যুইট করে এই খবর জানায়৷ লেখে, পরিবারের সাহায্যে জঙ্গি সংগঠনে নাম লেখানো এক যুবককে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পেরেছে পুলিশ৷ নিরাপত্তার খাতিরে ট্যুইটে কারোর নাম করেনি কাশ্মীর পুলিশ৷ গত অক্টোবর মাসে নয়ডা থেকে হঠাৎ গায়েব হয়ে যায় ২০ বছরের এক যুবক৷ তার দিন কয়েক বাদে শ্রীনগরের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ছবিটি সামনে আসার পরই পরিস্কার হয় নিষিদ্ধ জম্মু কাশ্মীর ইসলামিক স্টেট সংগঠনে নাম লিখিয়েছে সে৷ খবর পাওয়ার পরই ছেলেটির পরিবার হতবাক হয়ে যায়৷ ছেলেকে ফিরে পেতে এদিক ওদিক সম্ভাব্য সব জায়গায় ছোটাছুটি করে তারা৷ এই পরিস্থিতিতে কাশ্মীর পুলিশ তাদের পাশে এসে দাঁড়ায়৷ আশ্বস্ত করে জানায়, ছেলেকেটি ফিরিয়ে আনতে সবরকমের সাহায্যে প্রস্তুত তারা৷ ওদিকে পরিবার

৩৪ বছর পরেও ভোপাল গ্যাস দুর্ঘটনার জীবিতরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি

Image
ভোপাল: রাজীব গান্ধীর আমলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটলেও তার ৩৪ বছর পরেও মোদী জমানায় সেই দুর্ঘটনায় জীবিতরা আজও এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি৷ তাঁরা এখনও ঠিক মতো পুনর্বাসন এবং ক্ষতিপূরণ পায়নি৷ তাদের নতুন সমস্যা ডুপন্ট এবং ডাউ কেমিক্যালস কোম্পানির সংযুক্তিকরণ ঘিরে৷ একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম তেমনই প্রতিবেদন প্রকাশ করেছে৷ জীবিত থাকা মানুষগুলির সংগঠনের মতানুসারে, এই দুই সংস্থার সংযুক্তিকরণ হলে ইউনিয়ন কার্বাইটের আইনত কোনও অস্তিত্ব থাকবে না৷ তাহলে এদের দাবি মতো পুনর্বাসন এবং ক্ষতিপূরণ পেতে হয়রানি বাড়বে৷ বিশ্বের অন্যতম জঘন্যতম বিপর্যয় যার জেরে সেই ১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বরে শহরের ইউনিয়ান কার্বাইডের কারখানা থেকে নির্গত বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইট কেড়ে নিয়েছিল ১৫,০০০ মানুষের প্রাণ৷ সংগঠনের চায় কেন্দ্রীয় সরকার যেন ব্যবস্থা নেয় যাতে এই ডাও কেমিক্যালস ভোপালের মানুষদের বিরুদ্ধে হওয়া অপরাধের দায় এড়িয়ে না যেতে পারে ৷ এদের পাঁচটি সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনা জানিয়ে গত ফেব্রুয়ারিতে চিঠি দিয়েছে যদিও তারপরে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনও ব্যবস্থা নেয়নি৷ এই সং

এবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

Image
কন্যাশ্রী প্রকল্পের ব্যাপক সাফল্য সারা রাজ্য তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপুঞ্জ থেকে সম্মাননাও পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সাফল্যকে পাথেয় করেই সরকার এগোতে চাইছে। শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে নদিয়ায়। তার নাম হতে চলেছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, এই নিয়ে রাজ্যের মহিলাদের জন্য দ্বিতীয় বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে। শুধুমাত্র মেয়েরাই এখানে শিক্ষার পাঠ নিতে পারবে। এর আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে মহিলাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় শুধু রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় নয় পূর্ব ভারতে মহিলাদের জন্য তৈরি প্রথম বিশ্ববিদ্যালয়। এবার সেই সাফল্যকে হাতিয়ার করেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে নদিয়ায়।

আইএসসি পরীক্ষার আগেই শুরু হবে আইসিএসই

Image
আইএসসি এবং আইসিএসই পরীক্ষার নিঘর্ণ্ট প্রকাশিত করল সিআইএসসিই কাউন্সিলর। তাদের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ–সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার আগেই শুরু হবে আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সিআইএসসিই কাউন্সিলরের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং ২২ ফেব্রুয়ারি থেকে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ২৫ মার্চ। দেওয়া হল দশম শ্রেণীর পরীক্ষার তারিখ। আইসিএসই ২০১৯ ২২ ফেব্রুয়ারি‌–ইংলিশ ভাষা–ইংলিশ পেপার ১ ২৩ ফেব্রুয়ারি‌–আর্ট পেপার (‌স্টিল লাইফ)‌ ২৫ ফেব্রুয়ারি‌–ইংলিশ সাহিত্য–ইংলিশ পেপার ২ ২৬ ফেব্রুয়ারি–হিন্দি ২৭ ফেব্রুয়ারি–ইভিএস (‌গ্রুপ ২ ঐচ্ছিক)‌ ১ মার্চ–ইতিহাস–পেপার ১ ২ মার্চ–আর্ট পেপার ২  ৫ মার্চ–পদার্থবিদ্যা–বিজ্ঞান পেপার ১ ৮ মার্চ–গণিত ৯ মার্চ–আর্ট পেপার ৩ ১১ মার্চ–ভূগোল–পেপার ২ ১৩ মার্চ–দ্বিতীয় ভাষার পরীক্ষা ১৪ মার্চ–ফরাসী/‌সংস্কৃত (‌গ্রুপ ২ ঐচ্ছিক)‌ ১৫ মার্চ–অর্থনীতি (‌গ্রুপ ১ ঐচ্ছিক)‌ ১৬ মার্চ–আর্ট পেপার ৪ ১৮ মার্চ–গ্রুপ ৩–এর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ১৯ মার্চ–কমার্সিয়াল স্টাডিজ (‌গ্রুপ ২ ঐচ্ছি

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কাতার

Image
‌আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে কাতার। সেই দেশ ২০১৯ সালে ১ জানুয়ারিতে তেল রপ্তানিকারী দেশগুলির জোট, অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে। সোমবার সেদেশের শক্তি সরবরাহমন্ত্রী সাদ অল কাবি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, '‌আমাদের দেশ আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়াতে চায়। দীর্ঘস্থায়ী পরিকল্পনার অঙ্গ হিসাবে আমরা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'‌ অন্যদিকে ৬ ডিসেম্বর বৈঠকে বসছে ওপেক। ওপেক গোষ্ঠীভুক্ত দেশ না হয়েও সম্ভবত তাতে থাকবে রাশিয়া। বৈঠকে সম্ভবত তেলের উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত হবে। তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য গত অক্টোবর মাস থেকে দাম কমাতে হয়েছে আগের থেকে প্রায় এক তৃতীয়াংশ। ওপেকের বৈঠকে সম্ভবত দৈনিক ১০ থেকে ১৪ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।

পরপুরুষের সঙ্গে পরকীয়া? স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার পর লাইনে ঝাঁপ স্বামীর

Image
পরকীয়া সন্দেহে ভোজালির কোপ স্ত্রীকে। পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল স্বামী। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাঁইথিয়ার তিন নম্বর ওয়ার্ডের বড় কালিতলা এলাকার বাসিন্দা শ্যামাপ্রসাদ বাউড়ি। স্ত্রী রিনা বাউরি ও এক সন্তানকে নিয়ে সংসার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরপুরুষের সঙ্গে স্ত্রী রিনা বাউরির পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত শ্যামাপ্রসাদ। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এরমধ্যে বাপের বাড়ি বেড়াতে যান রিনা বাউরি। বাপের বাড়ির পাড়াতেই কারও সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ হয় শ্যামাপ্রসাদের। সন্দেহের বশে স্ত্রীর পিছু পিছু শ্বশুরবাড়ি পৌঁছে যায় শ্যামাপ্রসাদ বাউরি। হাতে ছিল ধারালো অস্ত্র। তা নিয়েই স্ত্রীর উপর চড়াও হয় শ্যামাপ্রসাদ। ধারালো ওই অস্ত্র দিয়ে স্ত্রী রিনা বাউরিকে কোপায়। খুনের চেষ্টা করে তাঁকে। এরপরই ধাঁ করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায় শ্যামাপ্রসাদ। তারপরই সাঁইথিয়ার ময়ূরাক্ষী ব্রিজের কাছে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। গুরুতর জখম অবস্থায় সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিত্সাধী

বাড়িতে গাছ লাগালেই মিলবে করছাড়, ঘোষণা মহানাগরিক ফিরহাদ হাকিমের

Image
বাঙালির ঐতিহ্য ধুতি আর পাঞ্জাবি। কলকাতার মেয়র পদে শপথগ্রহণের সময় পোশাক হিসেবে তাই ধুতি-পাঞ্জাবিকেই বেছে নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু পুরমন্ত্রীর কোনও ভালো জুতো ছিল না! এদিন সকালে তাই একজোড়া নতুন জুতো কেনেন ফিরহাদ হাকিম। পুর নির্বাচনে জয় ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। ফলাফল ঘোষণার পরই সাদা ধুতি-পাঞ্জাবি আর নতুন জুতোয় সজ্জিত হয়ে কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম। শপথগ্রহণের পর পুরসভায় মেয়রের জন্য নির্দিষ্ট কক্ষে চলে আসেন ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন স্ত্রী, মেয়ে, জামাই সবাই। বেশ খানিকক্ষণ চলে নতুন মেয়রকে শুভেচ্ছা জানানোর পালা। এরপরই মেয়রের ঘরে সাংবাদিক বৈঠক করেন নতুন মেয়র। তিনি জানান, শপথগ্রহণের পর তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। নতুন মহানাগরিক বলেন, নেত্রী বিশ্বাস করে তাঁকে দায়িত্ব সঁপেছেন। কলকাতাবাসীকে নাগরিকজীবনের সমস্তরকম পরিষেবা দিতে তিনি অঙ্গীকারবদ্ধ। কলকাতার যেকোনও এলাকায় যেকোনও নাগরিক সমস্যা তাঁকে যাতে সহজে জানানো যায়, সেজন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও এদিন দেন ফিরহাদ হাকিম। ব্রিজ ভাঙা, জল জ

সেনা পাঠাতে চাইছে দিল্লি, ‘উপহার’ ফিরিয়ে দিক মলদ্বীপ: হুঁশিয়ারি উদ্বিগ্ন চিনের

Image
এ বার সরাসরি হুঁশিয়ারির রাস্তা নিল বেজিং। পুতুল সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। মলদ্বীপে জয়ী হয়েছেন ভারতপন্থী প্রার্থী। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির উপর থেকে নিজেদের প্রভাব দ্রুত ফিকে হতে দেখছে চিন। পরিস্থিতি সামাল দিতে মরিয়া বেজিং প্রায় সরাসরি হুঁশিয়ারির রাস্তা নিল। ভারতের কাছ থেকে 'অর্থহীন উপহার' নিশ্চয়ই নেবে না মলদ্বীপ— চিনা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান মুখপত্রে লেখা হল এমনই। মলদ্বীপে ভারত সেনা মোতায়েন করতে চাইছে বলে দাবি করে উদ্বেগও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। 'মলদ্বীপ নিশ্চয়ই বিবেচকের মতো আচরণ করবে এবং নয়াদিল্লির দেওয়া অর্থহীন 'উপহার' প্রত্যাখ্যান করবে।' গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি নিবন্ধের শিরোনাম ঠিক এই রকমই। কোন আন্তর্জাতিক বিষয়কে চিন কী চোখে দেখছে, তা কমিউনিস্ট পার্টি পরিচালিত এই ট্যাবলয়েডের মাধ্যমেই বিশ্বের সামনে তুলে ধরে চিন। সেখানেই সংবাদপত্রটি যে ভাবে মলদ্বীপের প্রতি ভারতের আনুকূল্যকে 'অর্থহীন' হিসেবে ব্যাখ্যা করেছে এবং মলদ্বীপকে তা 'প্রত্

হাইকোর্টের নির্দেশে জট কাটল নবম ও দশমে বাংলার শিক্ষক নিয়োগে

Image
কলকাতা: হাইকোর্টের নির্দেশে জট কাটল ২০১৬-র নবম ও দশম শ্রেণির বাংলায় শিক্ষক নিয়োগের৷ উঠে গেল নিয়োগ পক্রিয়ার উপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশে৷ বাংলা ভাষায় তেরোশো আটাত্তর জনকে অবিলম্বে নিয়োগপত্র তুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। এই পক্রিয়া আগামী ২৪ ঘন্টার মধ্যে চালু করতে বলা হয়েছে৷ এসএসসির নবম ও দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত আসন কমিয়ে দেওয়া হয়েছে৷ এই অভিযোগে শিক্ষক নিয়োগ পক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে চলতি বছরের জুন মাসে হাইকোর্টে মামলা রুজু করেন নিপেশ মাঝি৷ নিপেশ নিজেও প্রতিবন্ধী তালিকায় এক জন প্রার্থী৷ প্রথম শুনানির পরই বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এবছরের ১লা আগস্ট এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে অন্তবর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেন৷ সেই স্থগিতাদেশকে পুরর্বিবেচনার আবেদন জানিয়ে গত ১৫ই সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন জানান বাংলার এসএসসি পরীক্ষার্থী স্বর্ণালী চক্রবর্তী সহ ১৫ জন চাকুরী প্রার্থী। আবেদনে তারা জানায়, বাংলা ভাষা ছাড়া বাকি সব বিষয়ে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। তারাই শুধু চাকরি পাওয়ার ক্ষ

১২১ বনাম ৫-এর লড়াইয়ে যা হওয়ার ছিল তাই হল, মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ

Image
কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। ১২১ ভোট পেয়ে বিজেপির মীনাদেবী পুরোহিতকে হারালেন তিনি। মেয়র পদে ভোটাভুটিতে তাঁর জয় স্রেফ সময়ের অপেক্ষা ছিল। কারণ লড়াই ছিল ১২১ বনাম ৫-এর। সেই ফলের অন্যথা হল না। অর্থাৎ তৃণমূলের ১২১ কাউন্সিলরই তৃণমূলকে ভোট দিল। কোনও ভাঙনই ধরাতে পারল না বিজেপি। ফিরহাদ হাকিম পেলেন ১২১ ভোট। এমনকী ফিরহাদের অনুরোধ মেনে ভোট দিয়ে গেলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। বিজেপি ভোট পেল ৫টিই। উল্লেখ্য, তাদের কাউন্সিলর সংখ্যা ছিল ওই পাঁচই। কংগ্রেস ও বামেরা কোনও প্রার্থী দেয়নি। তাঁরা ভোটাভুটিতে অংশগ্রহণও করেনি। এদিন ভোটে জেতার পর ফিরহাদ বললেন, এই ভোট নিয়ে বিজেপি-সিপিএম নাটক করল। সংখ্যাতত্ত্বের ব্যবধানে অনেক এগিয়ে ছিল তৃণমূল। কোথায় ১২১ আর কোথায় ৫। তবু তৃণমূলকে চাপে রাখতে বিজেপি মীনাদেবী পুরোহিতকে প্রার্থী করেছে। শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী করতে দেওয়া হবে না বলেই বিজেপির তরফে এই সিদ্ধান্ত। সোমবার ১টা থেকে আড়াইটে পর্যন্ত ভোট হয়। ফলাফল প্রকাশ হতেই দেখা গেল ফিরহাদ ১২১টি ভোট পেয়ে নির্বাচিত হলেন। শোভন দলের প্রতি আনুগত্য বজায় রেখে ভোট দিলেন।

নোটবন্দির পর ভোটের সময় বেশি টাকা উদ্ধার হয়েছে, বললেন সদ্য প্রাক্তন নির্বাচন কমিশনার

Image
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। কালো টাকা উদ্ধারে নোটবন্দি দাওয়াই যে কাজে আসেনি, তা প্রমাণ হয়েছে ৯৯ শতাংশেরও বেশি পুরনো নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে আসায়। গত দু'বছরে নোট বাতিল নিয়ে নানা মহল থেকে ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। এ বার অস্বস্তি আরও বাড়ালেন সদ্যপ্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। সপ্তাহ খানেক আগে অবসর নিয়েই রাওয়াতের তোপ, আগে যে পরিমাণ টাকা ভোটের সময় উদ্ধার হত, নোটবন্দির পর তা আরও বেড়েছে। ভোটের সময় কালো টাকার ব্যবহার রুখতে কড়া নজরদারি চালায় নির্বাচন কমিশন। প্রায় সব ভোটেই টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করে কমিশন। সেই নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদ থেকে শনিবারই অবসর নিয়েছেন রাওয়াত। তাঁর চেয়ারে বসেছেন সুনীল অরোরা। রাওয়াতের দাবি, পরিসংখ্যান মিলিয়ে দেখা গিয়েছে, নোটবন্দির পরই ভোটের সময় টাকা উদ্ধারের পরিমাণ বেশি। একটি সংবাদ মাধ্যমে রাওয়াত বলেন, ''মনে করা হয়েছিল, নোট বাতিলের পর ভোটে কালো টাকা ব্যবহারের প্রবণতা কমবে। কিন্তু উদ্ধার হওয়া টাকার পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে, নোট বাতিলের আগের চেয়ে পরের নির্বাচনগুলিতে অনেক বেশি টাকা উদ্ধার হয়েছে। যে কোনও একটি রাজ্য

কেজি প্রতি দেড় টাকারও কম! ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রির ১০৬৪ টাকা মোদীকে পাঠিয়ে প্রতিবাদ চাষির

Image
পেঁয়াজের নামমাত্র দাম পেয়ে বিক্রির টাকা প্রধানমন্ত্রীকে পাঠালেন চাষি।  তিনি অভিনব প্রযুক্তির সাহায্যে কার্যত কৃষি বিপ্লব ঘটিয়েছেন। নিজের উদ্ভাবনীর গল্প শুনিয়েছেন খোদ বারাক ওবামাকে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও মহারাষ্ট্রের সেই চাষির সাফল্যের কাহিনী শুনে তারিফ করেছেন। ফের শিরোনামে মহারাষ্ট্রের নাসিকের সেই চাষি সঞ্জয় শাঠে। এবার অবশ্য সাফল্যের গল্প নয়। বরং মহারাষ্ট্রের চাষিদের ভয়ঙ্কর এক দুর্দশার ছবি তুলে ধরে। এ বছর সাড়ে সাত কুইন্টাল পেঁয়াজ কেজি প্রতি দেড় টাকারও কম দরে বিক্রি করে পেয়েছেন মাত্র ১০৬৪ টাকা। সেই টাকা পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। আট বছর আগে যে মোদী সরকার তাঁকে বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করিয়ে সাফল্যের গল্প শুনিয়েছিল, তারই প্রধানমন্ত্রীকে ফসল বিক্রির টাকা পাঠিয়ে অভিনব প্রতিবাদ করলেন সঞ্জয় শাঠে। নাসিকের নিফাদ তহশিলের সম্ভ্রান্ত চাষি সঞ্জয় বলেন, ''এ বার ফলন ভালই হয়েছিল। স্থানীয় নিফাদ পাইকারি বাজারে কেজি প্রতি এক টাকা দর দেয় ব্যাপারীরা। শেষ পর্যন্ত এক টাকা চল্লিশ পয়সা দরে রফা হয়। ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে হাতে পাই মাত্র ১০৬৪ টাকা।'' সংবাদ সংস্থা পিটিআই-কে সঞ

একাধিক কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড

Image
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৩৯টি ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির জন্য আবেদন করতে পারেন আজই। আবেদনের আগে সমস্ত তথ্য পড়ে নিন। শূন্যপদ: আসন সংখ্যা মোট ৩৯টি। এরমধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ১৫টি। এসএসসিদের জন্য ১১টি, এসটি-র জন্য ৪টি, ওবিসির-এ র জন্য ৬টি, ওবিসির-বি এর জন্য ১টি, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ২টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি থেকেফিজিক্স বা ইলেরট্রনিক্স বা বায়োফিজিক্সে মাস্টার ডিগ্রি লাগবে। সঙ্গে রেডিওলজিকাল বা মেডিক্যাল ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা এবং ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার বা অ্যাটমিক নার্জি রেগুলেটরি বোর্ড থেকে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা: ১ জানুয়ারী, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে। বেতনক্রম: ৪০,৫০০টাকা (পে ব্যান্ড ৪ অনুযায়ী, সঙ্গে গ্রেড পে ৫,৪০০টাকা+অন্যান্য ভাতা) আবেদন পদ্ধতি: ৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শুধুমাত্র জেনারেল প্রার্থীদের ২১০ টাকা অনলাইনে আবেদন ফি দিতে

“তেলের ট্যাক্স থেকে ১১ ট্রিলিয়ন আয় করেছে মোদী সরকার”

Image
নয়াদিল্লি: তেলের ট্যাক্স থেকে ১১ ট্রিলিয়ন আয় হয়েছে মোদী সরকারের। এমনটাই দাবি কংগ্রেসের। কিন্তু সেই টাকা কোনও উন্নয়নের কাজে লাগানো হয়নি বলে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সেই টাকা কোথায় গেল, সেই প্রশ্ন তুলেছেন খাড়গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ওরা ভোজ্য তেল, ডিজেল, পেট্রল থেকে টাকা পাচ্ছে। গত সাড়ে চার বছরে ১১ ট্রিলিয়ন টাকা পেয়েছে ওরা। প্রচুর টাকা এসেছে সরকারের হাতে। কোথায় গেল সেসব টাকা?" তাঁর দাবি এই টাকা সরকার না দিয়েছে কৃষকদের না দিয়েছে সেচের কাজের জন্য। কোনও উন্নয়নমূলক কাজেই সেই টাকা লাগানো হয়নি বলে অভিযোগ। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার মতে, এই টাকা শুধুই সংগ্রহ করেছে এনডিএ। সেসব টাকা দেওয়া হয়েছে বড় বড় কর্পোরেট সংস্থার হাতে। রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিয়েও কর্পোরেট সংস্থাগুলিকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পেট্রোলে লিটার প্রতি ১৯টাকা ৪৮ পয়সা ও ডিজেলে লিটার প্রতি ১৫টাকা ৩৩ পয়সা শুল্ক নেয় কেন্দ্রীয় সরকার।

বন্ধ হয়ে গেল হুগলির ২টি জুটমিল, কর্মহীন ৪০০০

Image
রিষড়া : বন্ধ হয়ে গেল হুগলির দুটি জুটমিল। আজ রিষড়া হেস্টিং জুটমিল ও চাঁপদানি নর্থব্রুক জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। যার জেরে কর্মহীন হলেন চার হাজার শ্রমিক। আজ সকালে কাজে গিয়ে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখেন শ্রমিকরা। কাঁচামালের জোগান না থাকায় বেশ কিছুদিন ধরে সপ্তাহে চারদিন চলছিল হেস্টিং মিল। হঠাৎ দুই জুটমিল একসঙ্গে বন্ধ হওয়ায় সমস্যায় চার হাজার শ্রমিক। অন্যদিকে, অন্যায়ভাবে মিল বন্ধ করা হয়েছে বলে দাবি জানিয়ে মিলের সামনে সন্ধ্যা বাজারে GT রোড অবরোধে সামিল হয় BJP-র শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল।  আর্থিক মন্দা ও কাঁচামালের অভাব-এই দুই কারণ দেখিয়ে রিষড়া হেস্টিং জুটমিলে সাসপেনশনের নোটিশ দেয় কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা মিলে ঢুকতে পারেননি। নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এবিষয়ে, শ্রমিক অনুপ ব্যানার্জি বলেন, "ইউনিয়নের সঙ্গে কথা হয়েছিল। তারা বলেছিল সপ্তাহে চারদিন কাজ হবে মিলে। তারপরও আজ মিল বন্ধ করা হয়েছে। কিন্তু এক লরি করে পাট তো আসছিল। হঠাৎ কী হল তা বুঝতে পারছি না।"  অন্যদিকে, গতকাল চাঁপদানির নর্থব্রুক জুটমিলেও টে

বিদ্রোহের আগুনে জ্বলছে রাজধানী প্যারিস৷

Image
উত্তাল প্যারিস৷ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গণবিক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ বিদ্রোহের আগুনে জ্বলছে রাজধানী প্যারিস৷ রাস্তায় রাস্তায় পোড়ানো হচ্ছে সরকারি যানবাহন৷ ভস্মীভূত সরকারি কার্যালয়৷ প্রতি মুহূর্তে চলছে পুলিশ-জনতা সংঘর্ষ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপেও লাভ হয়নি৷ ক্ষুব্ধ জনতাকে বাগে আনতে এবার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার পথে হাটতে চলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ৷ দেশে জরুরি অবস্থা জারির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ফরাসি সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভাঁ৷ কেননা, গত এক দশকে এতটা উত্তাল হয়ে ওঠেনি প্যারিস৷ ফলে, পরিস্থিতি যে ভয়াবহ তা বুঝতে পেরেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, জরুরি অবস্থা ঘোষণা করার আগে আজ, সোমবার প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ৷ পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের তরফে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা৷ জি-২০ সম্মেলনে আর্জেন্টিনা সফরে ছিলেন ফারসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। সফর কাটছাঁট করে দেশ

সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ এনকাউন্টার! এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট

Image
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সংগ্রাম গ্রামে এনকাউন্টার। সোমবার ভোরে আলো ফোটার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে গুলি যুদ্ধ থেমে যাওয়ার পর এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে। অনুমান গ্রামের একটি বাড়িতে অন্তত ২ জঙ্গি আশ্রয় নিয়েছে। বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরেই সোপিয়ানের সংগ্রাম গ্রাম ঘিরে ফেলে সেনা-সিআরপি এবং কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী। ভোরের আলো ফোটার আগেই অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। অভিযান শুরু হওয়ার সময় থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

আদালতের ইংরেজি নির্দেশ বুঝতেই পারল না পুলিশ! ব্যবসায়ীকে পুরল জেলে

Image
আদালতের নির্দেশের ইংরেজি বুঝতে না পেরে ব্যবসায়ীকে জেলে পুরল পুলিশ।  সাক্ষ্য প্রমাণের অভাবে মূল অপরাধীর ছাড় পাওয়া বা নিরপরাধের শাস্তি হওয়ার নজির অনেক রয়েছে। কিন্তু শুধুমাত্র ইংরেজির অজ্ঞানতায় জেল খাটতে হয়েছে এমন উদাহরণ সম্ভবত নেই। এবার সেই নজিরও গড়ে ফেলল বিহার। ইংরেজিতে লেখা আদালতের নির্দেশের ব্যাখ্যা ভুল  বুঝে ব্যবসায়ীকে হাজতে পুরে দিল পুলিশ। বিচারকের নির্দেশ ছিল, সম্পত্তির হিসাব করার। কিন্তু বিহার পুলিশের ইংরেজির জ্ঞানের এমন বহর যে এক রাত হাজত খেটে তার মাশুল দিলেন এক ব্যবসায়ী। ভুল ভাঙল পরের দিন আদালতে পেশ করার পর। গত ২৫ নভেম্বরের এই ঘটনা বিহারের জেহানাবাদের। আর ইংরেজির ভুলের স্বীকার সেখানকার মিষ্টি ব্যবসায়ী নীরজ কুমার। বিবাহ বিচ্ছেদেরমামলায় তাঁর স্ত্রী রেণু দেবীকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার কথা তাঁর। সম্প্রতি সেই টাকা দিতে পারছিলেন না বা দিচ্ছিলেন না নীরজ। স্ত্রী ফের আদালতের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয়, নীরজের অস্থাবর সম্পত্তি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। বিচারকের নির্দেশের কপিতে ইংরেজিতে লেখা ছিল 'ডিসট্রেস ওয়ারেন্ট', অর্থাৎ সম্পত্তির হিসাব করার নির্দেশ। কিন্তু

অসমে নিরাপত্তা বাহিনীর সাফল্য! গ্রেফতার ৯ জঙ্গি

Image
অসমে গ্রেফতার ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বরোল্যান্ড( সংবিজিৎ) গোষ্ঠীর নয় সদস্য। চিরাং আর্মির রেডহর্ন ডিভিশন, অসম রাইফেলস এবং জয়রামপুর পুলিশের মিলিত অভিযানে এই গ্রেফতার চলে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেফতার হওয়াদের থেকে বিপুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। মায়ানমারের শিবির থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে অনুপ্রবেশ ঘটিয়েছিল। অনুপ্রবেশের পথেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের একদফা লড়াই হয়। নিরাপত্তা বাহিনীর অপারেশনে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে একটি একে ৪৭ এবং একটি একে ৫৬ রাইফেল। গ্রেফতার হওয়া বরো জঙ্গিদের মধ্যে রয়েছে, সুলেখা ব্রহ্ম, সুমুরিয়া নার্জারি, রাজেশ বসুমাতারি, গাওডাং মোচাহারি, রীতা সোনগারি, তোরজোনা নার্জারি, মনিরাম বসুমাতারি, দিলীপ নার্জারি এবং বীনারাম নার্জারি।

শিয়ালদা-বিধাননগর রেললাইনে ফাটল, ব্যহত পরিষেবা

Image
কলকাতা: সোমবারের ব্যস্ত সকালে বিপর্যস্ত রেল পরিষেবা। শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝের রেল লাইনে দেখা গেল ফাটল। এদিন সকালে ফাটলটি নজরে আসার পরই ওই লাইনে রেল পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিনে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। এই লাইনের উপর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ লাইনের ট্রেন যায়। তবে কিছুক্ষণের মধ্যেই লাইনটি চালু করা হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। প্রথমে ধীরগতিতে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে। ফলে লাইন চালু হলেও একেবারে স্বাভাবিক হচ্ছে না পরিষেবা।

দুঃস্বপ্নের রাত ওলা চালকের! স্বামীকে বাঁচাতে স্ত্রী বাধ্য হলেন নগ্ন হতে

Image
ফের শিরোণামে ওলা চালক। তবে এবার তা দুষ্কৃতীদের কবল থেকে পালিয়ে আসার কাহিনী। চারজনকে নিয়ে বেঙ্গালুরুর অদুগরি থেকে দোমোসান্দ্রার দিকে রওনা হয়েছিলেন চালক সোমশেখর। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরেই শুরু হয় হামলা। লুটপাটের পর ভিডিও কলে তাঁর স্ত্রীকে নগ্ন হতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুরোধের যাত্রা রাতের শুরুতেই যাত্রা শুরু করেছিলেন ওলা চালক সোমশেখর। ক্যাব বুক করে। প্রায় ১০০ কিমি দূরে অদুগরি থেকে দোমোসান্দ্রায় পৌঁছন রাত সাড়ে দশটা নাগাদ। সওয়ার ৪ যাত্রী বলে আরও কিছু এগনোর জন্য। দীর্ঘ পথে কোনও সন্দেহ না হওয়ায়, অনুরোধ রাখতে যান ওই চালক। আর তাতেই এখনও পর্যন্ত জীবনের দুঃস্বপ্নের রাত। দুঃস্বপ্নের রাত অনুরোধ রাখতে গিয়েই শুরু হয়ে যায় দুঃস্বপ্নের রাত। প্রথমে গাড়িতে সওয়ার চারজন গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের হাতে। রামনগরের দিকে নিয়ে গিয়ে চলে লুটপাট। নগদে যা ছিল তার পুরোটাই হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। স্ত্রীকে নগ্ন হতে বাধ্য করে চালক সোমশেখরের ফোন থেকেই তাঁর স্ত্রীকে ফোন করে দুষ্কৃতীরা। তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়। বেশ কিছু স্ক্রিনশটও

ক্যানসার জয় করে ঘরে ফিরলেন সোনালী, তার আগে দিলেন এক মর্মস্পর্শী বার্তা

Image
ঘরে ফিরলেন সোনালী। যে ক্যানসার গত কয়েক মাস ধরে তাঁর এবং তাঁর পরিবারের উপর করাল গ্রাসের উপর নেমে এসেছিল আপাতত তাকে প্রতিহত করা গিয়েছে। যার ফলে পাঁচ মাস পর ঘরে ফিরলেন সোনালী। রবিবার গভীররাতে স্বামী গোল্ডি বহেল-এর সঙ্গে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন সোনালী।  মুম্বই বিমানবন্দরেই গভীররাতে সোনালীকে নিতে হাজির হয়েছিলেন তাঁর আত্মীয়-পরিজন। ছিলেন বেশকিছু সিনেমাপ্রেমী এবং সংবাদমাধ্যম। লাউন্জ থেকে বেরিয়ে করজোড়ে সকলের উদ্দেশে নমষ্কারের ভঙ্গিতে বেরিয়ে আসেন সোনালী। চোখে-মুখে ছিল এক অসামান্য লড়াইয়ের ঝলক। সকলের প্রতি কৃতজ্ঞতায় মুখের কথা প্রায় হারিয়ে ফেলেছিলেন সোনালী। চোখে ছিল আনন্দাশ্রু। স্বামী গোল্ডি-কে পাশে নিয়েই মুখোমুখি হন সংবাদমাধ্যমের। গোল্ডি জানান, 'সোনালি এখন ভালোই আছেন। আর সেই কারণে তিনি ফিরে এসেছেন।' সোনালী দ্রুত সুস্থ হচ্ছেন বলেও জানান গোল্ডি। এখনকার মতো চিকিৎসা শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে যে কোনও মুহূর্তেই যে ক্যানসারের জীবাণু আক্রমণ শানাতে পারে সে আশঙ্কাও প্রকাশ করেছেন গোল্ডি। সেই কারণে সোনালীকে নিয়মিত চেকআপ-এর মধ্য়েও থাকতে হবে।  ক্যানসারের চিকিৎসার পর তিনি যে মুম্বই-এ ফিরছ

ডিসেম্বরে টক্করে তিনটি বলিউড ছবি

Image
নভেম্বর মাসটা জুড়ে ছিল অমিতাভ বচ্চন ও আমির খানের সিলভার স্ক্রিনের মায়াজাল। শেষে সেই রেশ টানতেই আসরে এল থালাইভার চিট্টি। সবে বক্সঅফিস মাতাচ্ছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। সেই ফাঁকেই দেখে নেওয়া যাক ডিসেম্বরে কোন কোন ছবি অপেক্ষা করছে আপনাদের জন্য। রণবীরের সিম্বা থেকে কিং খানের জিরো তালিকাটা লম্বা নয় তবে পুরো মাসের ছবির তালিকায় দোটানায় পড়তে পারেন দর্শক। পুরো মাসটাই জুড়ে রয়েছে এক একটি বিস্ফোরক ছবি। প্রথমেই ৭০ এমএমে আসছে সারা আলি খানের বলিউড ডেবিউ কেদারনাথ, এরপরে বলিউড বাদশার জিরো। শেষ পাতে রয়েছে রণবীর সিংয়ের সিম্বা। কেদারনাথ: সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের কেদারনাথ ছবির প্রেক্ষাপট ২০১৩য় উত্তরাখন্ডের বন্যা। এই লাভস্টোরিতে যে সারা আলি খানের থেকে চোখ সরানো মুশকিল তার ঝলক আগেই মিলেছে। প্রসঙ্গত এই ছবি দিয়েই বলিউডের ডেবিউ করছেন সইফ ও অমৃতা সিংয়ের কন্যা। অভিষেক কাপুরের পরিচালনায় হাতেখড়ি এই ছবি দিয়েই। ট্রেলারে সুশান্ত সিংয়ের চরিত্রের নাম মনসুর। যিনি পিঠে করে কেদারনাথ যাত্রীদের ১৪ কিলোমিটার নিয়ে যান। তার পিঠে চড়েই দীর্ঘ পথ পেরিয়ে তীর্থ সার্থক হয় যাত্রীদের। আর তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য যেকো

২০২৪ সালে বিপুল হারে ব্যবহার হবে ইন্টারনেট পরিষেবা, নেপথ্যে ফাইভ জি

Image
2018: ইন্টারনেট ব্যবহারে সেরা তালিকায় জায়গা করতে চলেছে ভারত ভারতে ইন্টারনেট ব্যবহারের চাহিদা বেশি। বর্তমানের মত একই হারে যদি ইন্টারনেট ব্যবহার হতে থাকে তাহলে ২০২৪ সালে রেকর্ড জায়গা করে নেবে ভারত। এরিকসন তাদের গবেষণায় দাবি করেছে আগামী ছয় বছরে প্রায় ১.২ বিলিয়ান ভারতবাসী স্মার্টফোন ব্যবহার করবেন। যার নেপথ্যে থাকবে ফাইভ জি। ঠিক যেমনটা ফোর জি ক্ষেত্রে দেখা গিয়েছিল। ফোর জি সাপোর্টেড ফোন কেনা ধুম লেগেছিল। যার রেশ আজও অব্যাহত। স্মার্টফোন ব্যবহারের সংখ্যা প্রায় ১০ গুণ বেড়েছে গত বছরের তুলনায়। এরিকশনের CAGR সমীক্ষায় জানা গেছে ২০১৮ সালে প্রায় ১.২ বিলিয়ন স্মার্টফোন ব্যবহার করলে তা ২০২৪ সালে গিয়ে পৌছাবে ১.৪২ বিলিয়নে। বিশ্বব্যপী যে সংখ্যা গিয়ে দাঁড়াবে ৭.২ বিলিয়ন। চলতি বছরের গত তিনমাসে দ্বিতীয় স্থানে পৌছেছে ইন্টারনেট ব্যবহার। সমান তালে বেড়েছে মোবাইল ব্যবহারও। বিশ্বব্যাপী, ২০১৮ সালের তিন মাসে ১২০ মিলিয়ন নতুন স্মার্টফোন সাবস্ক্রিপশন করা হয়েছে। যার মধ্যে চীনে ৩৭ মিলিয়ন এবং ইন্দোনেশিয়ায় ১৩ মিলিয়ন নতুন সাবস্ক্রিপশন হয়েছে। অনলাইন ভিডিও দেখার প্রবণতা বেড়েছে প্রবলাকারে। কাজেই খরচ হচ্ছে প্রচুর পরিমাণ ইন্টা

রোজ নোংরা ব্রিজ পরিষ্কার করে সমাজকে শিক্ষা দিচ্ছেন এই প্রাক্তন শিক্ষক

Image
কলকাতা: বয়স আশির কোঠায়, শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন প্রায় ১৬ বছর৷ কিন্তু সমাজকে শিক্ষা দেওয়া এখনও থামাননি রাজকুমার পাল৷ রোজ সকাল-বিকেলে নিয়ম করে পরিস্কার করেন আড়ংঘাটার যুগোল কিশোর সেতুটি৷ সরকার কিংবা অন্য কারও কাছে কোন রকমের সাহায্য আশা না করে একাই ব্রিজ পরিস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আনন্দপুর নদীয়ার রাজকুমার পাল৷ নদীয়ার তাহেরপুর থানার দুটি জায়গা আনন্দপুর এবং আংড়ঘাটার মধ্যে যোগাযোগ রক্ষা করে চুর্নী নদীর উপর নির্মিত যুগোল কিশোর সেতুটি৷ এই গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মানের পেছনও রয়েছেন রাজকুমার বাবু৷ প্রায় ২৩ বছর আগে তাঁরই প্রচেষ্ঠাই এবং তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল এই ব্রিজ৷ তাই এই ব্রিজটির জন্য যথেষ্ট স্নেহ রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষকের মনে৷ কেন্দ্র এং রাজ্য সরকার ভারতের স্বচ্ছতার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে৷ যদিও তার প্রভাব সর্বস্তরে পড়েনি৷ ব্রিজে থেকে রেলস্টেশন, বাসস্টপ, রাস্তাঘাটা যত্রতত্র ময়লা ফেলা লোকের সংখ্যাটা কম নয়৷ সেখানে একজন ৮০ বছরের প্রাক্তন শিক্ষক কোন পারিশ্রমিক কিংবা প্রচার ছাড়াই প্রতিদিন একটি ব্রিজ পরিস্কার রাখছেন৷ এটাকেই সাধ

ভারতে লুকিয়ে থাকা জামাত জঙ্গিদের নিয়ে বিস্ফোরক তথ্য বাংলাদেশের

Image
লক্ষ্য নাশকতা। আর সেই উদ্দেশেই অসমে গা ঢাকা দিয়ে রয়েছে ১৫ জন কুখ্যাত বাংলাদেশী জঙ্গি। এরা প্রত্যেকেরই জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিনের সদস্য। এমনই তথ্য ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে জানানো হয়েছে , ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসমের ধুবরি-বারপোতা অঞ্চলে গা ঢাকা দিয়ে রয়েছে এই জঙ্গিরা। দিল্লিকে জানানো হয়েছে, অসমের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় যাতায়ত বেড়েছে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সালাউদ্দিন সিলোবিনের। দিল্লিকে পাঠানো ঢাকার গোয়েন্দা রিপোর্টে এই সালাউদ্দিন সম্পর্কে বেশ কিছু গোপন তথ্যও জানানো হয়েছে। বহুদিন ধরে এরা কোনও নাশকতার ষড়যন্ত্র করছে বলে মনে করছে ঢাকা। উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংগঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই নির্বাচনের নাশকতার ছক কষছে এই জঙ্গি সংগঠন। এদিকে, বাংলাদেশের তরফে এই গোয়ান্দা রিপোর্ট হাতে পেতেই নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই পশ্চিমবঙ্গ সব উত্তরপূর্বের একাধিক রাজ্যে লাল সতর্কতা জারি হয়েছে। গোয়েন্দারা মনে করছেন , দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গকেই জঙ্গিরা গোপন আস্তানা হিসাবে বেছে নিচ্ছে। কিছুদিন আগেই দক্

‌হাওয়ালা চক্রের পর্দা ফাঁস, দিল্লিতে বাজেয়াপ্ত ২৫ কোটি টাকা

Image
হাওয়ালা চক্র ফাঁস করল আয়কর দপ্তর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিল্লির চাঁদনি চওকের নয়াবাজারে। একটি ব্যক্তিগত ভল্টে হানা দিয়ে শতাধিক লকার থেকে মোট ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্মীরা। শনিবার দিল্লিজুড়ে মোট আটটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন আয়কর অফিসাররা। আয়কর দপ্তর সূত্রে খবর, তদন্তকারী আয়কর অফিসাররা জানতে পেরেছিলেন হাওয়ালায় যেসব ব্যবসায়ীদের টাকা খাটে তারা নিজেদের টাকা রাখতে ব্যাঙ্কের লকারের মতো লকার ব্যবহার করে থাকে। সেজন্যই ওই ব্যক্তিগত ভল্টের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল অঙ্কের টাকা দিল্লি এবং সংলগ্ন এলাকার গুটখা ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী এবং শুকনো ফলের ব্যবসায়ীদের। আয়কর দপ্তর সূত্রে আরও খবর, দুবাইয়ের এক হাওয়ালা চক্রের পান্ডা পঙ্কজ কাপুরের অবৈধ অর্থলগ্নি কোম্পানির সঙ্গে যে সব ব্যবসাদাররা জড়িত তাদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই পঙ্কজের বিরুদ্ধে ৩৭০০ কোটি টাকার হাওয়ালা দুর্নীতির তদন্ত চলছে। এটা এই বছরের মধ্যে তৃতীয় বড় আয়কর তল্লাশি অভিযান। এর আগে জানুয়ারিতে সাউথ এক্সটেনশন পার্ট ২–র একটি ব্যক্তিগত ভল্ট থেকে ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল। তার

এডস আক্রান্ত বাড়ছে, হলদিয়ায় সমীক্ষা ‘ন্যাকো’র

Image
শিল্প আর বন্দর শহর হওয়ার সুবাদে নিয়মিত বহু লোকের আনাগোনা হলদিয়ায়। রুটি- রুজি জোগাড়ের জন্য প্রচুর মানুষ ভিড় করেন এই শিল্প-বন্দর শহরে। কলকাতা ছাড়া, পূর্ব মেদিনীপুরের এই শহর এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 'ন্যাকো'র কাছে। হলদি নদীর তীরে কয়েক দশক আগে গড়ে ওঠা এই শহরকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করেছে 'ন্যাকো'। এড্স নিয়ে কাজ করা এই সংস্থার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এইচআইভি জীবাণুবহনকারী মানুষ রয়েছেন হলদিয়ায়। ১ ডিসেম্বর বিশ্ব এডস দিবসে 'ন্যাকো' র এমন তথ্য সামনে আসায় ঘুম ছুটেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির। উল্লেখ্য, হলদিয়ায় বন্দর ও শিল্প নগরী গড়ে ওঠায় নিত্যদিন লোকের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শয়ে শয়ে ট্রাক ও গ্যাস ট্যাঙ্কারচালক এখানে আসেন। শহরে 'মারণ ব্যাধি' এড্স-এর জীবাণু বহনের বিষয়ে মূলত তাঁদের বিরুদ্ধেই আঙুল তুলছেন এখানকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার পাতিখালিতে হলদি নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে, টাউনশিপের বিদ্যাসাগর মোড় সহ ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে কিংবা কাপাসবেড়িয়া জুড়ে ট্রাক ও ট্যাঙ্কার চাল

ফের মেয়ে! মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আছড়ে মারল বাবা

Image
প্রথমবার কন্যা সন্তান হওয়ার পরেই মুখ ভার হয়েছিল পরিবারের। দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় মুখোশ খুলে গিয়েছিল বাবার। মায়ের কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে আছড়ে মারল 'পিতৃদেব'। শুক্রবার সালারের সরমস্তিপুরের ওই ঘটনার পরে আব্বাস আলি নামে ওই কন্যা-হন্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তার খোঁজে আশপাশের গ্রামে তল্লাশি শুরু করেছে। ফারহা নামে ওই মাস কয়েকের শিশুর মা আমিনা বিবি বলছেন, ''এমন বাবার মৃত্যুদণ্ড চাই!'' শুক্রবার রাতে বাড়ি ফিরে ওই নারকীয় ঘটনার পরে, পড়শিরাই মেয়েটিকে নিয়ে গ্রামীণ হাসপাতালে ছুটেছিলেন। সেখান থেকে রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, শনিবার সেখানেই মারা যায় ফারহা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের আমিনার সঙ্গে আব্বাসের বিয়ে হয়েছিল বছর  দেড়েক আগে। বিয়ের পরেই তাদের প্রথম সন্তান ছিল মেয়ে। মাস ছ'য়েক আগে আরও একটি কন্যা সন্তান হয় ওই দম্পতির। আমিনার উপরে অত্যাচার শুরু হয় এর পরেই। শুধু আব্বাস নয়, সেই অত্যাচারের তালিকায় ছিল শ্বশুর বাড়ির সকলেরই নাম।  দিন কয়েক ধরেই ফারহার জ্বর। ডাক্তার দেখানোর জন্য আব্বাসের কা

‘জঙ্গিদের দমন করতে না পারলে ভারতের সাহায্য চাইতেই পারে পাকিস্তান’

Image
সন্ত্রাসবাদ দমনে এবার পাকিস্তানকে সতর্ক করা নয়, সাহায্যের আশ্বাস দিল ভারত। পাকিস্তান চাইলে সেখানকার জঙ্গিদের কাবু করতে ভারত সাহায্য করতে পারে বলে বার্তা দিলেন রাজনাথ সিং। রবিবার জয়পুরে সাংবাদিকদের রাজনাথ বলেন, 'পাক প্রধানমন্ত্রীকে বলতে চাই, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে যদি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা যায় তাহলে পাকিস্তানে কেন নয়! পাকিস্তান যদি একা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে না পারে তাহলে ভারতের সাহায্য চাইতেই0 পারে।' ভারতে জঙ্গি তত্পরতার কথা বলতে গিয়ে রাজনাথ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত চার বছরে দেশে খুব বড় কোনও জঙ্গি হামলা হয়নি। দেশে কোনও জঙ্গি হামলা হয়নি এমন কথা বলছি না। তবে গত সাড়ে চার বছরে তেমন বড় কোনও ঘটনা ঘটেনি।' রাজনাথের কথা উঠে এল কাশ্মীর প্রসঙ্গও। ভারত বলে আসছে কাশ্মীরে জঙ্গি হামলা বা পাকিস্তানের সীমান্তপার হামলা বন্ধ না হলে কোনও আলোচনা নয়। পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, 'কাশ্মীর কখনওই কোনও বিতর্কের বিষয় ছিল না। এটি বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ। তবে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে কথা বলতেই