১২১ বনাম ৫-এর লড়াইয়ে যা হওয়ার ছিল তাই হল, মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ


কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। ১২১ ভোট পেয়ে বিজেপির মীনাদেবী পুরোহিতকে হারালেন তিনি। মেয়র পদে ভোটাভুটিতে তাঁর জয় স্রেফ সময়ের অপেক্ষা ছিল। কারণ লড়াই ছিল ১২১ বনাম ৫-এর। সেই ফলের অন্যথা হল না। অর্থাৎ তৃণমূলের ১২১ কাউন্সিলরই তৃণমূলকে ভোট দিল। কোনও ভাঙনই ধরাতে পারল না বিজেপি।

ফিরহাদ হাকিম পেলেন ১২১ ভোট। এমনকী ফিরহাদের অনুরোধ মেনে ভোট দিয়ে গেলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। বিজেপি ভোট পেল ৫টিই। উল্লেখ্য, তাদের কাউন্সিলর সংখ্যা ছিল ওই পাঁচই। কংগ্রেস ও বামেরা কোনও প্রার্থী দেয়নি। তাঁরা ভোটাভুটিতে অংশগ্রহণও করেনি। এদিন ভোটে জেতার পর ফিরহাদ বললেন, এই ভোট নিয়ে বিজেপি-সিপিএম নাটক করল।

সংখ্যাতত্ত্বের ব্যবধানে অনেক এগিয়ে ছিল তৃণমূল। কোথায় ১২১ আর কোথায় ৫। তবু তৃণমূলকে চাপে রাখতে বিজেপি মীনাদেবী পুরোহিতকে প্রার্থী করেছে। শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী করতে দেওয়া হবে না বলেই বিজেপির তরফে এই সিদ্ধান্ত। সোমবার ১টা থেকে আড়াইটে পর্যন্ত ভোট হয়। ফলাফল প্রকাশ হতেই দেখা গেল ফিরহাদ ১২১টি ভোট পেয়ে নির্বাচিত হলেন। শোভন দলের প্রতি আনুগত্য বজায় রেখে ভোট দিলেন।