Posts

Showing posts from January 12, 2019

পণের টাকা বকেয়া থাকায় যুবতির মাথা ফাটানোর অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Image
ইসমা বিবি পণের দাবিতে এক যুবতিকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আক্রান্ত যুবতির নাম ইসমা বিবি (১৯)। ঘটনাটি কালিয়াচক থানার গোলাপগঞ্জের পীরপাড়ার। তিন বছর আগে স্থানীয় ইমাম শেখের সঙ্গে নিকাহ হয় ইসমার। নিকাহের সময় ইসমার পরিবারের থেকে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করা ইমামের পরিবার ৭৫ হাজার টাকা দাবি করেছিল। আর্থিক অবস্থা খারাপের জন্য ইসমার আব্বা আবদুল শেখ ৬০ হাজার টাকা পণ হিসেবে দেন। এরপর থেকে শওহরের অবর্তমানে ১৫ হাজার টাকার জন্য ইসমার ওপর শ্বশুর মহিবুর রহমান, শাশুড়ি তাইফুল বিবি ও দেওর ইনসান শেখ অত্যাচার শুরু করে বলে অভিযোগ। গতকাল সন্ধেয় ইসমাকে আব্বার বাড়ি থেকে ১৫ হাজার নিয়ে আসতে বলে মহিবুর। প্রতিবাদ করতেই ইসমাকে তাঁর দেওর, শ্বশুর ও শাশুড়ি মারধর করে বলে অভিযোগ। লাঠির আঘাতে গুরুতর চোট পান ইসমা বিবি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন। ইসমা বিবি বলেন, " শওহর ভিনরাজ্যে কাজে গেছেন। এই সুযোগে নিকাহের ১৫ হাজার টাকার জন্য দেওর, শ্বশুর ও শাশুড়ি আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সমস্ত ঘটনা আমি ফোনে শওহরকে জানাই। শওহর আমাকে ঘটনাটি মীমাং

সিঙ্গুরের জমি চাষোপযোগী করার দায়িত্ব সরকারের নয়, দাবি রাজ্যের

Image
সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে দেওয়ার দায়িত্ব নাকি সরকারের নয় ! সিঙ্গুরে জমি ফেরত নিয়ে একটি মামলার হলফনামায় কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়েছে রাজ্য সরকার। সিঙ্গুরের কিছু কৃষকের দাবি, তাঁদের জমি চাষযোগ্য করে ফেরত দিক রাজ্য। যতদিন না জমি চাষের উপযোগী হচ্ছে ততদিন ফসলের মূল্য দিক। সরকারের তরফে এখানেও রাজনীতি করা হচ্ছে। যে সমস্ত কৃষক সেসময়ে টাটাদের মোটর কারখানা গড়ার জমি দিতে অনিচ্ছুক ছিল তাদের রেশনে চাল,ডাল এবং মাসে ২০০০ টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু, ইচ্ছুক চাষীদের দেওয়া হচ্ছে না। এই দাবিতে গত বছর তপন সাহাসহ আরও বেশ কয়েকজন কৃষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি প্রতীকপ্রকাশ ব্যানার্জির সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য গতকাল শুনানিতে বলেন,"যতদিন কৃষকদের চাষের উপযুক্ত জমি ফেরত দিতে না পারছে ততদিন অন্তত ক্ষতিপূরণ দিক সরকার।" রাজ্যের তরফে এই বিষয়ে একটা হলফনাম দেওয়া হয়েছে কোর্টে। ১ ফেব্রুয়ারির মধ্যে সেই হলফনামার জবাব দেবেন মামলাকারীরা।  ২০১৬ সালে টাটাদের সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রাজ্য সরকারকে জমি চাষযোগ্য কর

হিটম্যানের সেঞ্চুরি সত্ত্বেও অজ়িদের বিরুদ্ধে ৩৪ রানে হার ভারতের

Image
কাজে এল না রোহিত শর্মার ১৩৩ রানের দুরন্ত ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৪ রানে হারল ভারত। আজ সিডনিতে ২৮৯ রান তাড়া করতে নেমে ২৫৪ রানেই আটকে যায় ভারত। এর ফলে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ তে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। সিডনিতে টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে। পিটার হ্যান্ডসকম্ব ও মার্কাস স্টইনিসের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে অজ়িরা শেষ আট ওভারে ৮৮ রান তোলে। ৭৩ রান করেন হ্যান্ডসকম্ব। ৪৭ রানে অপরাজিত থাকেন স্টইনিস। দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব। ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে যায় ভারত। প্রথম ওভারের শেষ বলে আউট হন ধাওয়ান। অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে পাঠান রিচার্ডসন। দু'বল পরেই আউট হন রায়ুডু। চার রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেখান থেকে ইনিংসের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। কিন্তু, রান তোলার গতি আটকে যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক হাফ সেঞ্চুরি করলেও রীতিমতো টেস্ট ইনিংস খেলেন তিনি। ৯৬ বলে মাত্র ৫১ রান করেন। দলের ১৪১ রানের মাথায় ধোনি আউট হলে রোহিত একা লড়তে থাকেন। কিন্তু, অপরদিকে কোনও ব্যাট

‌পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে অ্যাসিড ছুড়ল স্বামী

Image
পারিবারিক অশান্তির জের। আর সেকারণে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির দক্ষিণতল্লা এলাকায়। অ্যাসিডে ওই দম্পতির দুই সন্তানও আহত হয়েছে। দু'‌জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক ব্যক্তি বিদ্যাসাগর মান্না ওরফে দীনেশ মান্নার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। জানা গিয়েছে, শুক্রবার রাত আটটা নাগাদ ওই ঘটনাটি ঘটে। অ্যাসিডে আহত হয় দম্পতির দেড় এবং ৫ বছরের শিশুকন্যাও। পরে স্থানীয়রা মিলে আহত তিনজনকেই হেড়িয়া হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তিনজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দেড় বছরের শিশুকন্যা এবং আক্রান্ত ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। বধূর বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। ফলে শ্বশুরবাড়ি থেকে ওই মহিলা বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। সেখানে গিয়েই অভিযুক্ত ব্যক্তি অ্যাসিড হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি।‌‌

আগামী মাসে ভারতে আসতে পারে রেডমি নোট ৭, থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

Image
সম্প্রতি চিনে রেডমি নোট ৭ লঞ্চ করেছে শাওমি। এই ফোনের প্রধান আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। ভারতে রেডমি নোট ৭ ফোনে থাকবে Sony IMX586 সেন্সার। সামনেই চিনে নতুন বছর। চিনা নতুন বছর শুরু হলে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে শাওমি। 3GB RAM + 32GB স্টোরেজে রেডমি নোট ৭ এর দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১০,০০০ টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে রেডমি নোট ৭ এর দাম ১,১৯৯ ইউয়ান (১২,৫০০ টাকা)। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৪,৫০০ টাকা)। ১৫ জানুয়ারি থেকে চিনে রেডমি নোট ৭ বিক্রি শুরু হবে। প্রতিবেশী দেশেচ তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। রেডমি নোট ৭ ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি নোট ৭ এ থাকছে একটি ৬.৩ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। রেডমি নোট ৭ এর ওজন ১৮৬ গ্রাম। ডুয়াল সিম রেডমি নোট ৭ এ অ্যান

পড়ুয়া ও শিক্ষিকার সংখ্যা ১! বেহাল দশা শিলিগুড়ির স্কুলের

Image
অদ্ভুত স্কুল। তাও আবার সরকারি। উন্নত পরিকাঠামো, ভাল স্কুল ভবন। সবই রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র এক। শিক্ষিকার সংখ্যাও এক। ঘটনাটি শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ১ নম্বর শিশু বিদ্যালয়ের। অভিযোগ, কয়েকবছর ধরে এভাবেই চলে আসছে এই স্কুলটি। মাঝে একটিও পড়ুয়া ছিল না। কিন্তু এই বছর শিক্ষিকার তৎপরতায় ধরে বেধে একজন ছাত্রীকে ভরতি করা হয়েছে। বিদ্যালয়ের পরিস্থিতির বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে একাধিকবার জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। জানা গিয়েছে, স্কুলের শিক্ষিকা এনাক্ষি বোস আর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিম্পা রায়কে নিয়েই চলছে স্কুলটি। নিয়ম মেনে পালা করে দু'জনেই সকালবেলা স্কুলে আসে আর বিকেল চারটেয় বেড়িয়ে যায়। একজন মাত্র পড়ুয়া থাকায় মিড-ডে মিল রান্নার প্রশ্নই ওঠে না। শিক্ষিকার আনা টিফিনই দু'জনে ভাগ করে খান। জানা গিয়েছে, ওয়ার্ড কমিটি, শিক্ষক সংগঠনের তরফে স্কুলটির বেহাল দশা কাটিয়ে ওঠার জন্য বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে বদল করার আবেদন জানানো হয়েছে প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে। কিন্তু আট মাস অতিক্রান্ত হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। শিক্ষিকা এনাক্ষি বোস বলে

স্ত্রী ও মেয়েদের উপর অ্যাসিড ছুড়ে গ্রেপ্তার ব্যক্তি

Image
খেজুরিতে স্বামীর ছোড়া অ্যাসিডে আক্রান্ত হলেন এক যুবতি ও তাঁর দুই শিশুকন্যা। গতরাতে এই ঘটনা ঘটার পর তিনজনের চিকিৎসা চলছে তমলুক জেলা হাসপাতালে। অ্যাসিডে ঝলসে গেছে তাদের শরীরের প্রায় ৭০ শতাংশ। এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক ছিল ওই যুবতির স্বামী। পরে তল্লাশিতে নেমে উদাখালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে খেজুরি থানার পুলিশ। খেজুরির দক্ষিণতলার বাসিন্দা বান্টি সেনের (নাম পরিবর্তিত) সঙ্গে বছর আটেক আগে প্রেম করে বিয়ে হয়েছিল হেঁড়িয়ার বাসিন্দা অনুপমের(নাম পরিবর্তিত)। বিয়ের পর কিছুদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু, অনুপমের চায়ের দোকান ঠিকভাবে চলছিল না। তাই বিয়ের বছর খানেক বাদেই অভিযুক্ত প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরে বান্টিকে মারধর করত বলে অভিযোগ। অত্যাচারের জেরে দুই শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়ি চলে যান বান্টি। তারপর মেয়েদের ভরণ-পোষণের খরচ জোগাতে কিছুদিন আগে কাজের সন্ধানে কলকাতায় যান। কিন্তু, কাজ না পেয়ে পুনরায় বাবার বাড়িতে ফিরে আসেন। এর কয়েকদিন পর স্ত্রী ও দুই কন্যাকে বাড়ি ফেরাতে শ্বশুরবাড়িতে যায় অনুপম। স্থানীয়রা মধ্যস্থতা করলেও বাড়ি ফিরতে রাজি হননি বান্টি। উলটে স্বামীর নির্যাতনের সমস্ত

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে মামলা দায়ের

Image
সৌমিত্র খাঁ।  তৃণমূল থেকে বহিষ্কৃত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করলেন তাঁরই এক আত্মীয়। বড়জোড়া থানায় বৃহস্পতিবার রাতে ওই অভিযোগ করেন বড়জোড়ারই বাসিন্দা প্রশান্ত মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জামিন অযোগ্য ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করল। বাঁকুড়ার জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও শুক্রবার বলেন, ''বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।'' পুলিশ সূত্রে খবর, ডিএসপি পদমর্যাদার এক আধিকারিককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সৌমিত্র অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সূত্রে খবর, সৌমিত্রর মামাতো ভাই প্রশান্ত অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ২০১৭ সালে স্কুল সার্ভিস কমিশনের তৃতীয় শ্রেণির কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে সৌমিত্র ৩ লক্ষ টাকা নিয়েছিলেন। তাঁকে কিছু নকল নথিও দেখানো হয়। পরে চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে, সাংসদ তাঁকে হুমকি দেন বলে প্রশান্তর অভিযোগ। তাঁর দাবি, শুধু তাঁর কাছেই নয়, চাকরি দেওয়ার নামে সৌমিত্র আরও অনেকের কাছ থেকে একই ভাবে টাকা নিয়ে প্রতারণা করেছেন। এত দিন পরে তিনি কেন অভিযোগ ক

মৃত্যুর সঙ্গে লড়াই করে হাসপাতালেই বিয়ে সারলেন প্রেমিক–প্রেমিকা

Image
কেউ কেউ মনে করেন মরার পর হয়ত ভালোবাসার মূল্য বুঝতে পারবে সকলে। এই ভাবনা থেকেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক প্রেমিক যুগল। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তাঁরা। আর এই ঘটনাতেই মন গলেছে দুই পরিবারের। হাসপাতালেই প্রেমিক–প্রেমিকাকে মেলাতে বিয়ের আসর বসানো হল। তেলঙ্গনার ভিকারাবাদের বাসিন্দা ২০ বছরের রেশমির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর থেকে চার বছরের বড় নওয়াজের। দু'‌জনেই তাঁরা দূর সম্পর্কের ভাই–বোন। রেশমি অনেক আগে থেকেই জানতেন যে তাঁর পরিবার এই সম্পর্কে মান্যতা দেবে না। বিয়েও দিতে চাইবে না। মঙ্গলবার রেশমি জানতে পারেন যে তাঁর পরিবার অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছে তাঁর। নওয়াজকে ছাড়া তাঁর জীবন ভাবতেই পারে না রেশমি। অগত্যা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। নওয়াজ প্রেমিকার আশঙ্কাজনক অবস্থা শুনে দ্রুত হাসপাতালে আসেন। রেশমি বাঁচবেনা ভেবে নওয়াজও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই পরিবারের আর তখন কিছু করার থাকে না। দু'‌জনের ভালোবাসার কাছে অবশেষে হার মানতে বাধ্য হয় পরিবার। হাসপাতালেই ইসলামিক বিয়ের আয়োজন করা হয়। শরীরে আইভি টিউব সহ স্যালাইন নিয়েই পাত্র–পাত্রী বিয়ের আসরে বসেন। হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় বরকে। শ

কাঁটাচামচ দিয়ে ২৩ বছরের যুবককে খুন করল তাঁরই প্রতিবেশী

Image
কাঁটাচামচ দিয়ে ২৩ বছরের যুবককে খুন করল তাঁরই প্রতিবেশী। তার আগে দু'‌জনের মধ্যে তুমুল বচসা হয় বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয়ও জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, পেশায় নিরাপত্তারক্ষী ইন্দ্রজিত মিশ্র বৃহস্পতিবার দিল্লির রানা পার্ক এলাকায় তাঁর বোনের বাড়ি ঘুরতে যান। সেখানে তাঁর বোনের স্বামীর ভাই গৌতম কুমারের সঙ্গে দেখা হয়। তাঁরা দু'‌জনেই কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন, সেই সময় ওই এলাকারই ধ্যান কুমার ওরফে সঞ্জয় তার ছোট ট্রাক নিয়ে আসে। ট্রাকটি গিয়ে গৌতম কুমারের পার্ক করে রাখা বাইকে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনার জেরে তিনজনের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলাকালীন সঞ্জয় কুমার ট্রাক থেকে কাঁটাচামচ এনে গৌতমের ওপর হামলা চালায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গৌতমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওইদিন রাতেই অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিস। যে কাঁটাচামচ দিয়ে হামলা করা হয়েছিল তাও উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, অভিযুক্ত বা মৃত ব্যক্তি কেউই সেই সময় মদ্যপ ছিল না।

অনির্দিষ্টকালের জন্য হিন্দে বন্ধ 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো

Image
শুক্রবার তাণ্ডব করেছিলেন যুব কংগ্রেস কর্মীরা। শো শুরুর ১০ মিনিটের মধ্যে শো বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও তারপরের শো-টি আবার নির্দিষ্ট সময়েই চলেছিল। কিন্তু শনিবার অনির্দিষ্টকালের জন্য হিন্দ আইনক্সে বন্ধ করে দেওয়া হল 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো। তবে বাকি আইনক্সগুলিতে ছবি প্রদর্শন চলবে। এমনটাই জানিয়েছে আইনক্স কর্তৃপক্ষ। ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই পথে নামেন যুব কংগ্রেস সমর্থকরা। সকাল থেকেই হিন্দ আইনক্সের সামনে শুরু হয় বিক্ষোভ। কুশপুতুল পোড়ানো হয়। পরিস্থিতি বিচার করে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী। ছবিটি প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হলের বাইরে বাড়তে থাকে উত্তেজনা। এই পরিস্থিতিতে শো শুরুর ১০ মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ছবিটি প্রদর্শন। দর্শকরা জানিয়েছেন, ছবি শুরুর ১০ মিনিটের মধ্যেই শো বন্ধ করে দেওয়া হয়। ছবিটির প্রদর্শন চলাকালীন হঠাত্ই হলের ভিতর ঢুকে পড়ে সাদা পোশাকের পুলিস। তারপরই তাঁদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়। বিক্ষোভের জেরে শো বন্ধ হওয়ার পরই মাথাচাড়া দিয়ে ওঠে রাজ্যে 'দ্যা অ্যকসিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিষিদ্ধ করা

রাতের হাওড়া স্টেশন এখন যেন ধর্মশালা

Image
স্টেশন নয়, যেন ধর্মশালা! রাত গড়ালেই হাওড়া স্টেশনের পরিস্থিতি রেলের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সশস্ত্র রেলরক্ষী, 'সতর্ক' রেলপুলিশ এবং অজস্র রেলকর্মীর ভিড়ে গমগমে হাওড়া স্টেশনেই সন্ধে থেকে আশ্রয় নিতে শুরু করেন বহু মানুষ। তাঁদের কাছে টিকিট নেই, তাঁরা গভীর রাতের যাত্রীও নন। তা হলে এঁরা কারা? কী করেন? সারাদিন কোথায় থাকেন? তার উত্তর নেই কারও কাছেই। সন্ধের পর থেকেই গুটি গুটি পায়ে তাঁদের স্টেশনে আবির্ভাব। হাওড়া ও শিয়ালদহ। শহরের বুকে দু'টো রেলস্টেশন। জনসংখ্যার নিরিখে দেশের ব্যস্ততম স্টেশনের অন্যতম হাওড়া ও শিয়ালদহে রাতের ছবি একেবারে উল্টো। শিয়ালদহে যখন রাত বাড়লে প্রতি প্ল্যাটফর্মে টহলদারি চালিয়ে অনভিপ্রেত লোকজনকে ধরে ধরে স্টেশন থেকে বের করতে শুরু করেন রেলরক্ষীর দল, তখন হাওড়ায় একঘুম হয়ে গিয়েছে অনামী বহিরাগতদের। হাওড়া স্টেশনে এটিএম-এর সামনে, দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষার জায়গায় এবং আরও কয়েকটা নির্দিষ্ট জায়গাই বহিরাগতদের প্রতিদিনের বসবাসের জায়গা। একই জায়গায় রাত্রিযাপনের ধরন দেখে বুঝতে কষ্ট হয় না নিরাপত্তারক্ষীদের পূর্ণ মদতেই এই ব্যবস্থা চলছে।

বউদির সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্বামী, প্রতিবাদ করায় গৃহবধূকে খুন

Image
কাটোয়া: আইনের চোখে পরকীয়া অপরাধ নয়। কিন্তু স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক স্ত্রীর পক্ষে মেনে নেওয়া কার্যত অসম্ভব। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে অভিযোগ। শ্বশুরবাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী-সহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। মৃতার নাম মমতা বিবি। বাপেরবাড়ি, মুর্শিদাবাদের খড়গ্রামে। এক বছর আগে কেতুগ্রামের সেলিম শেখের সঙ্গে বিয়ে হয় মমতার। সেলিম পেশায় কসাই। মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে নানা অজুহাতে বছর ঊনিশের ওই তরুণীর উপর অত্যাচার চালাত স্বামী ও তাঁর পরিবারের লোকেরা। পণের জন্য চাপও দেওয়া হত। শেষপর্যন্ত জানা যায়, নিজের বউদির সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক আছে সেলিমের। এমনকি, একদিন দু'জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলেছিলেন মমতা। প্রতিবাদ করায় অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে মমতা বিবি-র ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তখন বাড়িতে কেউ ছিল না। তাঁরাই মৃতদেহটি নামিয়ে উঠোনে শুইয়ে রাখে। এদিকে

অপটু নার্সদের টানাটানির জের, ধড় থেকে আলাদা সদ্যজাতর মাথা

Image
সন্তান প্রসব করতে এসে স্বাস্থ্যকেন্দ্রের পুরুষ কর্মী বা নার্সদের চূড়ান্ত গাফলতি ও অদক্ষতার শিকার হলেন এক মহিলা। প্রসবের সময় এতটাই জোরে গর্ভস্থ সন্তানের দেহ ধরে টান দিল স্বাস্থ্যকেন্দ্রে এক পুরুষ কর্মী, যে শিশুর মাথা রয়ে গেল মায়ের গর্ভে। দেহটি ছিঁড়ে বেরিয়ে এলো। এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমেঢ়ের রামগড় স্বাস্থ্যকেন্দ্রে। চার দিন আগে ঘটনাটি ঘটলেও নজরে আসে শুক্রবার। এই ঘটনায় মূল অভিযুক্ত হাসপাতালের পুরুষ কর্মী অমৃতলাল এবং তাঁর সহকারী ঝুঝর সিং৷ ঘটনার পরই নিজেদের কুকর্ম চাপা দিতে চেষ্টা করেছিল তারা। তড়িঘড়ি নবজাতককে মৃত ঘোষণা করে, চিকিৎসককে দিয়ে তা লিখিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা৷ কিন্তু তাদের সেই চেষ্টা ধরা পড়ে যায়। তদন্তে জানা গিয়েছে, প্রসবের সময় নবজাতকের পা ধরে অপটু হাতে হ্যাঁচকা টান মারে সহকারী ঝুঝর সিং৷ এতটাই বলপূর্বক টান মেরেছিল, যার ফলে শিশুর মাথাটি রয়ে গিয়েছিল মাতৃগর্ভে। বাকি দেহাংশ বাইরে বেরিয়ে আসে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুর মাথা যে ওই মহিলার গর্ভে রয়েছে, এ কথা কাউকে জানাননি দুই পুরুষ কর্মী। উলটে ওই মহিলা প্রসূতির পর

সিরিজ়ের মাঝপথে দেশে ফিরছেন পান্ডিয়া, রাহুল

Image
মুম্বই : প্রথমে শোকজ় ও নির্বাসনের পর এবার অস্ট্রেলিয়া সিরিজ়ের মাঝপথ থেকে দেশে ফেরত পাঠানো হল হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলকে। ৮২ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ক্রিকেটারকে সিরিজ়ের মাঝপথে দেশে পাঠানো হল। সম্প্রতি একটি সর্বভারতীয় চ্যানেলের টক শোতে হার্দিক পান্ডিয়া মহিলাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্য করেন। যাকে সমর্থন করেন কে এল রাহুল। যা নিয়ে BCCI-এর COA-এর রোষের মুখে পড়েন এই দুই ক্রিকেটার। তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় COA-র তরফে। যেখানে দু'জনেই ক্ষমা চান।  এরপর COA-এর তরফে একটি তদন্ত কমিটি বসানো হয়। যেখানে, তদন্ত চলাকালীন নির্বাসিত করা হয় দুই ক্রিকেটারকে। তবে দু'জনকে সাসপেন্ড করলেও মনে করা হয়েছিল তাঁদের দলের সঙ্গে রাখা হবে। কিন্তু বোর্ড তা না করে তাঁদের দেশে ফেরার নির্দেশ দেয়। BCCI একটি বিবৃতিতে বলে, "টিভি শোতে মন্তব্যের জন্য COA সিদ্ধান্ত নিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সমস্তরকম ক্রিকেট থেকে নির্বাসিত করা হচ্ছে। BCCI আইনের ৪১ নম্বর ধারা ভঙ্গ করেছেন দুই ক্রিকেটার। তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে।" ৪১(৬) নম্বর ধারায় বলা আছে, কোনও প্লেয়ার আইন ভঙ্গ করলে তা

দেড় কোটি টাকার লেনদেন! সারদা মামলায় চার্জশিটে নাম প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্ত্রীর

Image
চিটফান্ড কেলেঙ্কারিতে সারদা-যোগের কারণে প্রাক্তন অর্থমন্ত্রী পি দিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ হল সিবিআই আদালতে। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। এই চার্জশিটে পি চিদম্বরের স্ত্রীর বিরুদ্ধে সারদার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অভিযোগ, তিনি ২০১০ থেকে ২০১২ সালে সারদা থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। সিবিআই তদন্ত উঠে এসেছে, বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার সঙ্গে আর্থিক লেদেন ছিল নলিনী চিদম্বরমের। তিনি প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন সারদার থেকে। সেই কারণেই শুক্রবার উত্তর ২৪ পরগনার বারাসত আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। এদিকে ইডিও এই মামলায় তদন্ত চালাচ্ছে। সারদার টাকা কোথায় পাচার হয়েছে, তা নিয়ে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের হাতে উঠে আসে সিবিআইকে লেখা সারদা কার্তা সুদীপ্ত সেনের একটি চিঠি। সেই চিঠির সূত্র ধরেই উঠে আসে নলিনী চিদম্বরমের নাম। এই মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোরঞ্জনা সিংকে জেরা করেও নলিনী চিদম্বরমের নাম পাওয়া যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে আসে, সারদার নথি তৈরির ক্ষেত্রে ও উত্তর-পূর্বে টিভি চ্যা

আইইডি বিস্ফোরণ! কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় মৃত্যু সেনাবাহিনীর মেজর, জওয়ানের

Image
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনাবাহিনীর এক মেজর এবং জওয়ানের। সংবাদ সংস্থা পিটিআই এমনটাই  জানিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নিয়ন্ত্রণ রেখায় পায়ে হাঁটা রাস্তায় এই বিস্ফোরক রাখা ছিল। নৌসেরার লাম বেল্ট সীমান্তে টহল দেওয়ার সময় বিস্ফোরণে এক মেজর এবং এক জওয়ান আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। আইইডি বিস্ফোরণে মৃত্যু সীমান্তে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনাবাহিনীর এক মেজর এবং জওয়ানের। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরের। বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।     শ্রীনগরে সিআরপিএফ-এর ওপর হামলা শ্রীনগরের লালচক এলাকায় সিআরপিএফ-এর ওপর জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। তবে সেখানে হতাহতের কোনও খবর নেই। রাজৌরিতে আইইডি বিস্ফোরণ এদিন সকালের দিকে নিয়ন্ত্রণ রেখায় টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণে আহত হন এক জুনিয়র কমিশনড অফিসার এবং এক সেনা জওয়ান। সীমান্তে টহলদারি দলকে লক্ষ্য করেই সেই আইইডি রাখা হয়েছিল। সীমান্তে টহলদারিতে থাকা সেনাবাহিনীকে আইইডি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।     যুদ্ধবিরতি

সাংবাদিক হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

Image
সাংবাদিক হত্যা মামলায় ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম-সহ চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। সাজা ঘোষণা হবে ১৭ জানুয়ারি। ২০০২ সালে খুন হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। পরের বছর হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। ২০০৬ সালে রাম রহিমের গাড়ির চালকের বয়ানের পর  খুনে রাম রহিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ২০০২ সালের ২৪ অক্টোবর 'পুরা সচ' পত্রিকার সাংবাদিক রামচন্দ্রকে প্রকাশ্যে গুলি করে করে কুলদীপ ও নির্মল। ২১ নভেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় রামচন্দ্রের। মামলা দায়েরর সময় রাম রহিমের নাম ছিল না এফআইআরে। ২০০৩ সালে তদন্ত শুরু করে সিবিআই। ২০০৬ সালে স্বঘোষিত ধর্মগুরু খট্টা সিংয়ের বয়ানের ভিত্তিতে রাম রহিমের নাম সামিল করা হয় অভিযুক্তের তালিকায়। ২০০৭ সালে চার্জশিট পেশ করে সিবিআই।  রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে চিঠি লিখেছিলেন সাধ্বীরা। সেই চিঠি নিজের পত্রিকায় ছাপান রামচন্দ্র। শুধু ছাপাই নয়, সেই চিঠি যাতে প্রধানমন্ত্রীর দফতর, সিবিআই ও আদালত পর্যন্ত পৌঁছয়, তাও নিশ্চিত করেছিলেন ওই সাংবাদিক। সাধ্বীদ

‘তোতা’ আবার খাঁচাবন্দি, অলোক বর্মার অপসারণে কটাক্ষ কংগ্রেসের

Image
পাঁচ বছর আগে সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি আর এম লোঢা মন্তব্য করেছিলেন, সিবিআই আসলে 'খাঁচাবন্দি তোতা'। যে শুধু প্রভুর কথাই বলে। অলোক বর্মাকে অপসারণের পর সিবিআইয়ের প্রাক্তন কর্তারা মনে করছেন, খাঁচার তোতা ফের খাঁচায় ঢুকে পড়ল। মোদী সরকারের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির মতে, ''সরকারের গোটা বিষয়টা আগেই মিটিয়ে ফেলা উচিত ছিল। এতে সিবিআইয়ের সুনামও নষ্ট হল।'' মোদী সরকার সিবিআইকে বশে রাখার জন্যই অলোক বর্মাকে সরাল বলে বিরোধীরা অভিযোগ তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মত, ''সুপ্রিম কোর্ট এক বার বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে আমাদের শিক্ষা দিয়েছে। তার পরেও ভিজিল্যান্স কমিশনের রিপোর্টের ভিত্তিতে ফের বর্মাকে হটানো যায় না। বোগাস আইনি পরামর্শদাতাদের কথা প্রধানমন্ত্রীর শোনা উচিত নয়।'' প্রবীণ আইনজীবী বিশ্বজিৎ দেবের যুক্তি, ''মোদী সরকার আসলে লাগাম পরানো সিবিআই চায়। যখনই সরকার দেখল, সিবিআইকে লাগাম পরিয়ে রাখা যাচ্ছে না, তখনই বর্মাকে সরিয়ে দেওয়া হল।'' শীর্ষকর্তাদের বিরুদ্ধে বারবার দুর

‘ডিজাস্ট্রাস প্রাইম মিনিস্টার’ নামে আরও একটা ছবি তৈরি হবে! কটাক্ষ মমতার

Image
মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধোনা করে 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও তাঁর দলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সুরেই তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণেই 'বিকৃত' একটি ছবি বাজারে আনা হয়েছে। মোদীকে কটাক্ষ করে মমতা মন্তব্য করেছেন, এর পরে 'ডিজাস্ট্রাস প্রাইম মিনিস্টার' নামে আরও একটা ছবি তৈরি হবে! বারাসতে শুক্রবার মুখ্যমন্ত্রী এই কথা বলার কিছু আগেই কলকাতায় কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে হিন্দ আইনক্স-এ বন্ধ হয়ে গিয়েছে ওই ছবির প্রদর্শন। রাতে কংগ্রেসের কিছু কর্মীর বিক্ষোভের জেরে পার্ক সার্কাসের 'কোয়েস্ট' মলের প্রেক্ষাগৃহ ছেড়েও বেরিয়ে যেতে হয়েছে দর্শকদের। বারাসতে ২৩ তম যাত্রা উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মমতা এ দিন আহ্বান জানিয়েছেন বাস্তব জীবনকে ভিত্তি করে যাত্রা তৈরি করার। সেই সূত্রেই তিনি বলেছেন, ''কেউ কেউ তো এখন রাজনৈতিক যাত্রা করছে। ভোটের আগে অ্যাক্সিডেন্টাল পি এম নামে একটা সিনেমা তৈরি করেছে। এটা বিকৃত! এট

নিয়ন্ত্রণরেখায় ‌আইইডি বিস্ফোরণ, সংঘর্ষ, শহিদ মেজর সহ তিন

Image
পাক সেনার হামলায় শহিদ হলেন সেনাবাহিনীর এক মেজর সহ তিনজন। শুক্রবার সন্ধ্যায় জম্মু–কাশ্মীরের নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি চালানো সেনা দলকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটালে জখম হন এক মেজর এবং এক জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। একথা জানিয়েছে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক। এদিন সন্ধ্যাতেই সুন্দরবেনী সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছোড়ে পাক সেনা। পাক গুলিতে গুরুতর জখম হন হেমরাজ নামে সেনাবাহিনীর এক কুলি। আশঙ্কাজনক অবস্থায় তাংকে হাসপাতালে ভর্তি করা হলে পরে সেখানে মারা যান হেমরাজ। সেনার তরফে হেমরাজের পরিবারকে যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিনই শ্রীনগরের লাল চওক এলাকায় সিআরপিএফ–এর প্ল্যাটুন লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। সেনা সূত্রে খবর, পাক সেনার ব্যাট নিয়ন্ত্রণরেখায় আইইডি বিস্ফোরণের ছক কষছিল বলে আগেই সতর্কতবার্তা দিয়েছিল গোয়েন্দা বিভাগ।