Posts

Showing posts from August 28, 2018

ডাকাতরানি! ক্যাবের আড়ালে চালাতেন লুঠতরাজ

Image
ক্যাব চালানো আসলে ছিল ছুতো। এর আড়ালেই চালাত ডাকাতের দল। যাদের কাজ ছিল অপহরণ, পথচারিদের কাছ থেকে লুঠ করা। একটি অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল নবদীপ কৌর এবং তার দুই শাকরেদ।  নবদীপ ওরফে দীপের অপরাধ জগতের সঙ্গে পরিচয় ঘটায় তার স্বামী গুরবিন্দর সিং। আপাতত চণ্ডীগড়ের বুরাইল জেলে ৬টি ব্যাঙ্ক জাকাতির মামলায় সাজা খাটছেন। স্বামীর অনুপস্থিতিতে নিজেই দল বানিয়ে ডাকাতি করার ছক কষতে থাকেন। জুটে যায় অনিলকুমার সোনু এবং গুরপ্রীত সিংয়ের মতো দুই অপরাধীও। শুরু হয় লুঠপাট। সাধারণত মহিলা ক্যাব ড্রাইভার ছিলেন বলে নবদীপকে কেউ সন্দেহ করনি এতদিন। সম্প্রতি মাথায় বন্দুক ঠেকিয়ে ৪০ হাজার টাকা লুঠ করার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে, তিন পুরুষ দুষ্কৃতীর সঙ্গে একজন মহিলাও ছিল। তার পর থেকে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে পুলিশ। পরে একটি ভিটারা ব্রেজাও লুঠ করার ঘটনা সামনে আসে।  জলন্ধর পুলিশ কমিশনার প্রবীণ সিনহা জানান, মোহালি থেকে লুঠ করা ব্রেজা গাড়িটি গুরপ্রীতের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের খোঁজ পায় পুলিশ। ওই গাড়ি ব্যবহার করে আরও কিছু কুকর্

মোদী জমানায় অনুৎপাদক সম্পদ বেড়েছে ৬.২ লক্ষ কোটি! তোপের মুখে রিজার্ভ ব্যাঙ্ক

Image
এনপিএ বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির তোপের মুখে রিজার্ভ ব্যাঙ্ক। মোদী জমানায় তিন বছরে অনুৎপাদক সম্পদ (নন পারফর্মিং অ্যাসেট) পরিমাণ বাড়ল ৬.২ লক্ষ কোটি। সংসদের অর্থ বিষয়ক কমিটির রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। আর তার পরই কমিটির তোপের মুখে পড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগে থেকে কেন ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। সংসদের অর্থ বিষয়ক কমিটি ২০১৫-র মার্চ থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করেছে। কমিটির মাথায় ছিলেন ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি। কমিটির অন্যতম সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মনমোহন সিংহ। সোমবারই সেই রিপোর্ট পেশ হয়েছে। রিপোর্টে উঠে এসেছে, উল্লিখিত তিন আর্থিক বছরে এনপিএ বেড়েছে ৬.২ লক্ষ কোটি টাকা। পাশাপাশি এনপিএ-র এই ক্ষতির মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৫.১ লক্ষ কোটি টাকা দিতে হয়েছে কোষাগার থেকে। অন্যদিকে ২০১৫ সালেরই ডিসেম্বরে সম্পত্তির গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) হয়। ওই পর্যালোচনাতেই অনুৎপাদক ও বন্ধ্যা সম্পদ এবং অনাদায়ী ঋণ বৃদ্ধির ইঙ্গিত

দিঘার কাছে মমতার বিশ্ববাংলা উপড়ে ফেলল নবীনের সরকার

Image
তমলুক: মশানজোড়ের পর উদয়পুর৷ ফের বাংলার সঙ্গে কাজিয়া লাগল আরও এক পড়শি রাজ্যের৷ এবার বিতর্কে জড়িয়ে পড়ল ওডিশার সরকার৷ বিতর্কের সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে বসানো একটি বোর্ড ঘিরে৷ উদয়পুরে রাস্তার ধারে বাংলার প্রশাসনের তরফে ওই বোর্ড বসানো হয়৷ দিঘার সমুদ্র সৈকতেন রক্ষা ও সৌন্দর্যায়ন সংক্রান্ত ওই বোর্ড বসানো হয় রাজ্যের সেচ ও জলসম্পদ দফতরের পক্ষ থেকে৷ মঙ্গলবার সকালে সেখানে আচমকাই হাজির হন ওডিশা সরকারের প্রতিনিধিরা৷ তাঁরা ওই বোর্ড ভেঙে ফেলার তোড়জোড় শুরু করতেই হইচই পড়ে যায়৷ খবর যায় বাংলার প্রশাসনের কাছেও৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দিঘা থানার পুলিশ৷ যান পূর্ব মেদিনীপুরের রামনগরের বিডিও অনুপম বাগ ও অন্য প্রশাসনিক কর্তারা৷ তাঁদের প্রচেষ্টা অবশ্য সফল হয়নি৷ তাঁদের সামনেই ওই বোর্ড ভেঙে দেওয়া হয় ওডিশা বোর্ডের তরফে৷ ফলে আগামিদিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে৷ কারণ, যে জায়গায় বোর্ড, তা ওডিশার ভিতর নাকি বাংলার, তা নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে দুই রাজ্যের প্রশাসনের মধ্যে৷ শুরু হয়েছে দোষারোপের পালাও৷ ২০১৬ সাল থেকে এই বিতর্কের সূত্রপাত৷ সেই সময়

এশিয়াডে প্রতিবেশী দেশকে ২০ গোল ভারতের

Image
জাকার্তা: এশিয়াডে জয়ের ধারা অব্যাহত ভারতের পুরুষ হকি দলের। সেইসঙ্গে প্রতি ম্যাচে যেন চলছে নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ইন্দোনেশিয়া, হংকং ও জাপানকে ৫১ গোল দেওয়ার গত ম্যাচে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কোরিয়া। সেই ম্যাচে ৫-৩ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নেন শ্রীজেশরা। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় মেন ইন ব্লু। লক্ষ্য ছিল সেমিতে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। সেই লক্ষ্যে পুরোপুরি সফল তারা। ২৬ গোলের রেকর্ড ভাঙতে না পারলেও এদিন টুর্নামেন্টের দ্বিতীয় বড় জয় ছিনিয়ে নিলেন আকাশদীপ সিং, হরমনপ্রীত সিংরা। প্রতিবেশী শ্রীলঙ্কাকে তারা হারালেন ২০-০ গোলে। সেই সঙ্গে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে প্রতিপক্ষদের রেকর্ড ৭৬ গোলের মালা পরাল ভারতীয় পুরুষ হকি দল। দ্বিতীয় ম্যাচে ২৬ গোল করে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের নজির তো তঈরি হয়েইছিল, পাশাপাশি প্রথম তিন ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি করেই এশিয়ান গেমসে সর্বকালের রেকর্ড গড়ে ফেলেছিল ভারতীয় দল। এর আগে টুর্নামেন্টে ১৯৮২ এশিয়াডে ৪৪ গোল করে সর্বাধিক গোল করার রেকর্ড ছিল ভারতীয়দেরই দখলে। ভারতীয় দলের এমন বিধ্

তিনজনকে মহাকাশে পাঠাচ্ছে ভারত, জানিয়ে দিল ISRO

Image
নয়াদিল্লি: 'গগনায়ন', মহাকাশে ভারতের মানব অভিযানের কথা ১৫ অগাস্ট লালকেল্লার মঞ্চ থেকেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণায় আগেই শিলমোহর দিয়েছে ইসরো। এবার সেই অভিযান সংক্রান্ত আরও তথ্য দিলেন ইসরোর চেয়ারপার্সন কে শিবান। জানা গিয়েছে, সাতদিনের ওই অভিযানে তিনজনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের একটি কক্ষপথে অবস্থান করবে সেই স্পেসক্রাফট। এক সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র সিং (মিনিস্টার অফ স্টেট, অ্যাটমিক এনার্জি অ্যান্ড স্পেস) জানান, ত্রি স্তরীয় হেভি লিফট লঞ্চ ভেইকল GSLV Mk III ব্যবহার করা লঞ্চ করা হবে এই গগনায়ন। তবে আসল অভিযানের আগে মানুষ ছাড়াই দু'বার এই গগনায়ন পাঠানো হবে মহাকাশে। ২০২২-এর মধ্যে পুরো প্রোগ্রাম সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৩০ মাসের মধ্যে পাঠানো হবে প্রথম মানব-বিহীন স্পেসক্রাফট। আর আসল অভিযানে তিনজনকে পাঠানো হবে। এই প্রোগ্রামে ১০,০০০ কোটি টাকা খরচ হবে বলে আশা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী জানান, ২০২২ সালে কোনও ভারতীয় পুরুষ বা মহিলা 'গগনযান'-এ মহাকাশে প

পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা পছন্দ নয়, দিদিকে গলায় দোপাট্টার ফাঁসে মেরে ফেলল ভাই!

Image
পালঘর (মহারাষ্ট্র): পাড়ার ছেলেদের সঙ্গে দিদির মেলামেশা পছন্দ হয় না বলে তাকে মেরে ফেলল ১৭ বছরের ভাই। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। পুলিশ ইনস্পেক্টর ভারত যাদব জানিয়েছেন, ঘটনাটি ভালিভ এলাকার। ১৯ বছরের মেয়েটি এলাকার ছেলেদের সঙ্গে মিশত বলে খুশি ছিল না ছেলেটি। পাড়া-প্রতিবেশীরাও এ নিয়ে তাদের পরিবারকে টিটকিরি দিত। ছেলেটি এর আগে দিদিকে এজন্য বকাঝকা, এমনকী মারধরও করেছে। গতকাল বাবা-মা কাজে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার পর সে দিদিকে গলায় দোপাট্টার ফাঁস পরিয়ে হত্যা করে বলে অভিযোগ। ভালিভ থানার পুলিশ পরে ছেলেটিকে পাকড়াও করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মামলা রুজু করা হয়েছে।  তদন্ত চলছে। মেয়েটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রকাশ্যে রাস্তায় স্কুল ছাত্রীকে ৭ জন মিলে বিবস্ত্র করে যৌন হেনস্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Image
সম্প্রতি গয়ায় মহিলাকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনার পর দু'দিন কাটতে না কাটতেই আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল ছাত্রীকে ৭ জন মিলে শ্লীলতাহানি করছে ৷ পটনা: সম্প্রতি গয়ায় মহিলাকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনার পর দু'দিন কাটতে না কাটতেই আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল ছাত্রীকে ৭ জন মিলে শ্লীলতাহানি করছে ৷ গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটেছে ৷ সাহায্যের জন্য চিৎকার করছে কিশোরী ৷ ভিডিও দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি ছ'জনের খোঁজে তল্লাশি চলছে ৷ একজন পুলিশ কর্তার কাছে হোয়াটসঅ্যাপে প্রথম ভিডিওটি আসে ৷ এরপর সমস্ত জেলায় অ্যালার্ট জারি করা হয় ৷ কোথায় ঘটনাটি ঘটেছে সেটি খুঁজে পাওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্যাতিতাকে খুঁজে বের করে তার বয়ান নেওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ তবে নির্যাতিতা কোনও অভইযোগ দায়ের না করলেও ভিডিওর ভিত্তিতে মামলা দায়ের করা হবে ৷ যে অফিসারের কাছে ভিডিওটি এসেছে তিনি ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন ৷ ভিডিওতে দে

₹৮০০ কোটির পথে ত্রাণ! কেরলকে বাঁচাচ্ছে দেশের আম-আদমিই

Image
কেরল সরকার জানিয়েছে, দেশজুড়ে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ৭১৩.৯২ কোটি টাকা দিয়েছে৷ তাও মাত্র ১৪ দিনেই এই পরিমাণ টাকা উঠেছে৷ কেন্দ্র যে টাকা কেরলের জন্য বরাদ্দ করেছে, তার চেয়ে ২০ শতাংশ বেশি৷ তিরুঅনন্তপুরম: কেন্দ্র দিয়েছে ৬০০ কোটি টাকা৷ রাজ্য সরকারের ত্রাণ ৭০০ কোটি৷ সাধারণ মানুষ কেরলকে যা দিলেন, তা ছাপিয়ে গেল কেন্দ্রের অনুদানকে৷ কেরলের বন্যা ত্রাণ তহবিলে গোটা দেশ থেকে সব মিলিয়ে ৭১৩.৯২ কোটি টাকা উঠল৷ ৪৩ কোটি টাকা উঠেছে স্রেফ Paytm-এর মাধ্যমেই৷ কেরল সরকার জানিয়েছে, দেশজুড়ে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ৭১৩.৯২ কোটি টাকা দিয়েছে৷ তাও মাত্র ১৪ দিনেই এই পরিমাণ টাকা উঠেছে৷ কেন্দ্র যে টাকা কেরলের জন্য বরাদ্দ করেছে, তার চেয়ে ২০ শতাংশ বেশি৷ এর পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কের কাছেও আর্থিক সাহায্য চাওয়ার পরিকল্পনা করছে কেরল সরকার৷ মঙ্গলবার কেরলের অর্থ দফতর জানিয়েছে, কেরলের পুনর্গঠনের জন্য বিশ্বব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য চাইবে রাজ্য সরকার৷ তবে বিশ্ব ব্যাঙ্কের কাছে ঠিক কত টাকা চাইবে কেরল, তা এখনও ঠিক করা হয়নি৷ কেরলে ত্রাণে ওঠা ৭১৩.৯২ কোটি টাকার মধ্যে ১৩২.৬২ কোটি টাকাই এসেছে ব্যাঙ্ক ও UPI-এর মাধ্যমে৷

তিব্বতে আটকে পড়েছেন ১৫০ মানস সরোবর তীর্থযাত্রী

Image
ভারত থেকে যে সব তীর্থযাত্রী কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন তাঁদের মধ্যে প্রায় ১৫০ জন গত পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছেন তিব্বতের অনিশ্চিত কোনও জায়গায়। তীর্থযাত্রীদের এই দলে বেশির ভাগই প্রবীণ নাগরিক।  ভারী বৃষ্টিতে রাস্তা ভেসে যাওয়ায় তাঁরা আর এগোতে পারেননি নির্দিষ্ট গন্তব্যের দিকে। জানা গিয়েছে তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ও জলও নেই। ওই দলেরই আরও এক যাত্রী জানিয়েছেন তাঁরা সাগা এবং কেরুং-এর মধ্যে কোনও অজানা জায়গায় আটকে পড়েছেন। বন্যায় রাস্তা ভেসে যাওয়ার কারণে মাঝপথেই আটকে পড়েছে ৬টি বাস এবং বেশ কয়েকটি এসইউভি। তারা না পারছে এগোতে, না পিছোতে। যদিও রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে, তবে তা কতক্ষণে শেষ হবে কেউ বলতে পারছে না।  চিনে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি তীর্থযাত্রীদের ওই দলের। ফলে এখনও কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি।

মদের পার্টির খরচ জোগাতে চুরি-ডাকাতি, ধৃত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

Image
বন্ধুদের সঙ্গে মদের পার্টির খরচা তুলতে গিয়ে ডাকাতি আশ্রয়। আর তার জেরেই হাজতবাস করতে হচ্ছে দিল্লির যুবক বিশালকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২৪ বছরের বিশালকে ডাকাতি, ভয় দেখানো এবং শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ গ্রাম এলাকার বাসিন্দা বিশালের বিরুদ্ধে এর আগে একাধিক চুরি-ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার তুঘলকাবাদ দূর্গ এলাকায় এক ব্যক্তিকে মারধর করে দামি DSLR ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিশালের বিরুদ্ধে। অভিযোগ, মডেল-শ্যুটে আসা কৃষণ সিং (১৯)-কে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় বিশাল। কিন্তু, অভিযোগ পাওয়ার পরই তুঘলকাবাদ গ্রাম এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তার থেকে উদ্ধার ক্যামেরা ফেরত দেওয়া হয়েছে অভিযোগকারী যুবককে। ধৃত বিশালকে জেরা করে তার মদের পার্টির সঙ্গীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

মায়ের ঘুম ভাঙছে না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে ভাইবোন

Image
কাটোয়া : রেল লাইনের ধারে ছোট্ট ঝুপড়ি৷ মেঝেতে পড়ে আছে এক মাঝবয়সি মহিলার নিথর দেহ৷ মহিলার ঠিক মাথার কাছে বসে আছে দুই শিশু৷ একটি বছর চারেকের মেয়ে৷ তার কোলে বছর দুয়েকের একটি ছেলে৷ ছেলেটি একভাবে তাকিয়ে আছে মহিলার মুখের দিকে, যেন মহিলার চোখ খোলার অপেক্ষা করছে সে! মায়ের ঘুম ভাঙলেই ঝাঁপিয়ে পড়বে বুকের উপর৷ আর মেয়েটির দু'চোখে অনন্ত শূন্যতা৷ মায়ের ঠিক কী হয়েছে বুঝে উঠতে পারেনি সে-ও৷ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুপরির সামনের ভিড়ের দিকে৷ যেন জানতে চাইছে, মায়ের ঘুম কি ভাঙবে না? মা না উঠলে যে খাবারও জুটবে না ওদের৷ মামনি আর বিশু দুই ভাইবোন৷ মদ্যপ বাবা কবেই ছেড়ে গিয়েছে ওদের৷ একবার খোঁজও নেয় না ছেলেমেয়েরা বেঁচে আছে কি না৷ সংসারে নিজের বলতে ছিল শুধু মা-ই৷ আর ঠিকানা কাটোয়া রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মের পাশের একটা ঝুপরি৷ তাও ঝুপরিটাও আবার এক হকারের৷ রাতটুকু শুধু মা ও দুই শিশুকে থাকতে দিতেন তিনি৷ সারা দিনই প্ল্যাটফর্মেই দিন কাটত তাদের৷ মা কাগজ কুড়িয়ে ভিক্ষা করে যা টাকা পেত, তাই দিয়েই চলত তিনটে পেট৷ সোমবার সকালটা বদলে দিল সব কিছু৷ হঠাৎ করেই শেষ আশ্রয় হারাল অবুঝ শিশু দু'টি৷ এদিন সকালে প্রথমে কয়ে

সিল্কের কাপড়ে ফুটে উঠল ভগবত গীতার শ্লোক

Image
বুনন শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন ডিব্রুগড়ের বাসিন্দা ৬২ বছরের হেমপ্রভা ছুটিয়া।  ডিব্রুগড়ের মোরান-এ বাস হেমপ্রভার। দীর্ঘ ২০ মাসের কঠোর পরিশ্রম ও একাগ্রতা পেরিয়ে রবিবারই তিনি শেষ করেছেন তাঁর মাস্টারপিস। ২০১৬ সালের ৪ ডিসেম্বর হেমপ্রভা ১৫০ ফুট লম্বা মুগা সিল্কের কাপড়ের উপর বোনা শুরু করেছিলেন সংস্কৃত ভগবত গীতা। ৭০০ পংক্তির ভগবত গীতা মহাভারতের অংশ। শুধু সংস্কৃতই নয়, ইংরেজিতেও গীতার একটি অধ্যায় তিনি এই কাপড়ে বুনে ফেলেছেন।  সোমবার একটি সাক্ষাত্‍কারে হেমপ্রভা জানিয়েছেন, 'আমার জীবনের সব চেয়ে বড় স্বপ্ন ছিল আমাদের সংস্কৃতি ও ধর্মের গুরুত্বপূর্ণ অংশ গীতার শ্লোক কাপড়ে বোনার। এর আগে শঙ্করদেবের গুণমালা এবং মাধবদেবের নাম ঘোষ আমি কাপড়ে বুনেছি। আমার এই কাজ যদি কোনও জাদুঘরে সংরক্ষিত হয় তাহলে খুবই খুশি হব।' তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বহু পুরস্কার তুলে দেওয়া হয়েছে হেমপ্রভা ছুটিয়ার হাতে। সেই তালিকায় রয়েছে বকুল বন পুরস্কার, ঐ কনকলতা এবং রাজ্য সরকারের হ্যান্ডলুম ও টেক্সটাইল পুরস্কার। 

'CPM-এর হার্মাদরাই হয়েছে BJP-র জল্লাদ'

Image
TMCP-র প্রতিষ্ঠা দিবসে BJP ও CPM-কে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুত্‍‌সা ও অপপ্রচার রুখতে ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী হয়ে ওঠার বার্তা দেন তিনি।  ধর্মতলার সভায় মমতা ছাত্র-যুবদের উদ্দেশে কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। প্রত্যাশিতভাবেই তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল ২০১৯ লোকসভা নির্বাচন। বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, 'বিজেপি জমানায় সবথেকে বড় ব্যাঙ্ক দুর্নীতি হয়েছে। ১৪.৭ কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারি হয়েছে। টাকার দাম হয়েছে সর্বনিম্ন, পেট্রোপণ্য অগ্নিমূল্য। সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। বাজপেয়ীকে নিয়ে যা চলছে তাও অত্যন্ত অসম্মানজনক।' দেশ ভাঙার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে মমতা বলেন, 'খুনোখুনির রাজনীতি বরদাস্ত করা হবে না। জঙ্গলমহলে সামান্য কিছু আসন পেয়ে খুনোখুনি শুরু করেছে।' এদিন জামবনিতে তৃণমূল নেতা খুনের প্রসঙ্গও টেনে আনেন নেত্রী। সিপিএম ও বিজেপি একজোট হয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ তাঁর। মমতার কটাক্ষ, 'সিপিএম-এর হার্মাদ, হয়েছে বিজেপির জল্লাদ। ২০১৯, বিজেপি ফিনিশ।' অসমের নাগরিক পঞ্জীর বিষ

চুলপড়া থামাতে ব্যবহার করুন পেঁয়াজের রস

Image
পেঁয়াজের রস যে চুলপড়াকে রোধ করে তা কমবেশি অনেকেই জানেন৷ তবে সকলে যে ভুলটা করেন কেবল পেঁয়াজের রস বের করে নিয়ে টাকের জায়গায় বা কম চুলের জায়গায় ঘষে নেন৷ কিন্তু এই একই জিনিস যদি আপনি একটি প্যাকের মতো করে ব্যবহার করতে পারেন তাহলে চুলপড়া এবং টাকের সমস্যা পুরোপুরি দূর হবে৷ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিনি আরও কয়েকটা জিনিস৷ তারপর চুলে লাগান৷ কয়েক মাস এই পদ্ধতি অনুসরণ করলে আপনি আশানুরূপ ফল পাবেন৷ একটি মাঝারি পেঁয়াজ নিয়ে, খোসা ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নিন৷ তারপর সেটাকে ব্লেন্ড করে নিন৷ একটি পাতলা কাপড়ে পেঁয়াজটাকে নিয়ে ভালো করে চিপে রস বের করে নিন৷ যে পাত্রে রসটি রেখেছেন সেটা একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন৷ এবার একটি প্যানে দুই চামচ নারকেল তেল গরম করে নিন৷ ভালো মতো গরম হওয়া অবধি অপেক্ষা করুন৷   তেলের মধ্যে এক চামচ অবিভ ওয়েল দিয়ে আরেকটু গরম করে নিন৷ গ্যাস থেকে প্যান নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন৷ পেঁয়াজের রসের সঙ্গে এই তেল মিশিয়ে নিন৷ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দিন৷ এতে পেঁয়াজের উদ্র গন্ধ চলে যাবে৷ এবার চুলের জট ছাড়িয়ে নরম ব্র

এশিয়াডে ইতিহাস ভারতীয় পুরুষ টেবিল টেনিস দলের

Image
জাকার্তা: ভারতীয় টেবিল টেনিসে স্মরণীয় দিন৷ মঙ্গলবার এশিয়াডের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল পুরুষ টেবিল টেনিস দল৷ এই প্রথম এশিয়ান গেমসের মঞ্চ থেকে পদক জিতল ভারতীয় পুরুষ টিটি দল৷ টুর্নামেন্টের দশম দিনে টিটিতে ছেলেদের টিম ইভেন্টে সেমিফাইনালে শক্তিশালী কোরিয়ার কাছে হেরে পোর্ডিয়াম ফিনিশ করল ভারত৷ সেমিফাইনালে ৩-০ ভারতকে হারাল কোরিয়া৷ ফলে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতীয় পুরুষ টেবিল টেনিস দলকে৷ এটাই এশিয়াডের মঞ্চে ছেলেদের টেবিল টেনিসের দলগত বিভাগে ভারতের প্রথম পদক জয়৷ ইতিহাস গড়লেন ভারতীয় পুরুষ টিটি দল৷ এদিন দিনের শুরুতে দুটি রুপো এসেছে তিরন্দাজি বিভাগে৷ কম্পাউন্ড তিরন্দাজি ইভেন্টের ফাইনালে ভারতীয় মহিলা ও পুরুষ দল রুপো জিতেছে৷  ব্যাডমিন্টন ফাইনালে সোনা হাতছাড়া করেন পিভি সিন্ধু৷ রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে৷

ধর্ষণ না বিবাহ বহির্ভূত সম্পর্ক? পুকুর পারে উদ্ধার গৃহবধূর নগ্ন দেহ

Image
বাঁশবনের মধ্যে পড়েছিল জুতো। পুলিস জানিয়েছে, মৃতের দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এক গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। সোমবার রাতে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম রুনা লাইলা খান। বয়স ৩৫ বছর। পুলিসের প্রাথমিকভাবে অনুমান, শারীরিক নির্যাতনের পরই খুন করা হয়েছে ওই গৃহবধূকে। পাশাপাশি, বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস। কুলপি থানার কচুবেড়িয়া গ্রামে করিমপুর হাট এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন রুনা লাইলা খান। মৃতার স্বামী জানিয়েছেন, প্রায় প্রতিদিন বিকালেই করিমপুর হাট থেকে গ্রামের বাড়িতে যেতেন রুনা লাইলা। সোমবার দিনও গিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি রুনা। রাত বাড়তেই স্ত্রীর খোঁজে বেরন রুনা লাইলার স্বামী। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর, রাত তখন ১০টা, আচমকাই রুনা লাইলা খাঁ-র স্বামীর চোখে পড়ে গ্রামের বাড়ির একটু দূরে বাঁশবনের মধ্যে পড়ে রয়েছে তাঁর স্ত্রীর জুতো। জুতো পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় রুনা লাইলার স্বামীর। লাইল নিয়ে ওই এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এরপরই পুকুর পারে নগ্ন অবস্থায় পড়ে থাকা দেহটি তাঁর চো

জয়পুরে অশান্তির জের, পুরুলিয়ায় ৩৩ টি পঞ্চায়েত বোর্ড গঠনে স্থগিতাদেশ

Image
বোর্ড গঠন ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার একাধিক জায়গা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ বিজেপি কর্মীর।  পুরুলিয়ার জয়পুরে অশান্তির জের। পুরুলিয়ার ৩৩ টি পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিতের নির্দেশ দিলেন জেলাশাসক। সোমবার বোর্ড গঠন ঘিরে  পুরুলিয়ার একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসে। মঙ্গল ও বুধবারও ছিল বোর্ড গঠনের দিন। কিন্তু অশান্তির আশঙ্কা থেকে ও জেলার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলাশাসকের এই সিদ্ধান্ত। বোর্ড গঠন ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার একাধিক জায়গা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ বিজেপি কর্মীর। সোমবার সকালে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়ার জয়পুর ব্লক। এই ব্লকের ঘাগড়ায় বোর্ড গঠন ছিল। তা নিয়েই তৃণমূল-বিজেপির মধ্যে চাপা উত্তেজনা ছিল। সোমবার সকালে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা একে অপরের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি গুলি ও  বোমাবাজি তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। গ্রামে পুলিস ঢুকতেই শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিস। আর সেইসময়ই চারটে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জয়পুরের বাসিন্দা নীলাঞ্জনের শরীরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে

ফাইনালে হার, কিন্তু রুপো জিতেও ইতিহাস গড়লেন সিন্ধু

Image
স্বপ্নপূরণ নয়। স্বপ্নভঙ্গের কাহিনিই দেখা গেল ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে। ভারতের পিভি সিন্ধু রুপো জিতেও অবশ্য ইতিহাস গড়লেন। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে কোনও ভারতীয়ের এটাই সেরা পারফরম্যান্স।  ১৬ মিনিটের মধ্যে প্রথম গেম ২১-১৬ জিতছিলেন তাইওয়ানের তাই জু ইং। দ্বিতীয় গেমেও ২১-১৬ জিতলেন তিনি। শুরু থেকেই এগিয়ে গিয়েছিলেন তাই জু ইং। সিন্ধু চেষ্টা করছিলেন ব্যবধান কমানোর। কিন্তু ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গেলেন তিনি। সাইনা নেহওয়ালের মতো সিন্ধুর রেকর্ডও তেমন ভাল ছিল না তাই জু ইয়ংয়ের বিরুদ্ধে। মুখোমুখি লড়াইয়ে সিন্ধু পিছিয়ে ছিলেন ৩-৯ ফলে। পরাজয় শেষ পাঁচ ম্যাচেই। দুই বছর আগে রিও অলিম্পিকে শেষবার তাই জু ইয়ংকে হারিয়েছিলেন তিনি। এশিয়ান গেমসের শেষ দুই ম্যাচে সিন্ধুকে তেমন দাপুটে মেজাজে দেখা যায়ওনি। এই দুই ম্যাচই গড়িয়েছিল তিন গেমে। ফলে, সিন্ধু কিছুটা ক্লান্তও ছিলেন।

জার্মানিতে যৌনাঙ্গচ্ছেদের শিকার নারীর সংখ্যা বাড়ছে

Image
নারী অধিকার বিষয়ক সংগঠন 'ট্যঁর দ্যে ফ্যাম' জানিয়েছে, যৌনাঙ্গচ্ছেদের শিকার ৬৫,০০০ নারী বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। ডয়চে ভেলের কেট ব্র্যাডি এক সোমালি নারীর সঙ্গে দেখা করেছেন, যিনি এই বর্বর চর্চার ইতি কামনা করেছেন।''আমার বয়স তখন বারো বা তের। বেশ কয়েকজন আমাকে চেপে ধরেছিল। তারপর আমার ওটা কেটে ফেলে। এরপর আমাকে একটি টেবিলের উপর শুইয়ে রাখে। সেদিনের ছবি এখনো আমার চোখে ভাসে। আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর তারা সেখানে সেলাই করে এবং আমার দুই পা একসঙ্গে একমাসের জন্য বেঁধে রাখে যাতে ক্ষত শুকিয়ে যায়।'' বিশ্বের যেসব দেশে নারীর যৌনাঙ্গচ্ছেদ বা এফজিএম এখনো চালু আছে, সেসব দেশ থেকে সাম্প্রতিক সময়ে জার্মানিতে নারীর আগমন বেড়ে যাওয়ায় এখানে এমন চর্চার শিকার নারীর সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছে নারী অধিকার বিষয়ক সংগঠন 'ট্যঁর দ্যে ফ্যাম'। সংঠনটির হিসেব অনুযায়ী, জার্মানিতে বর্তমানে এমন নারীর সংখ্যা ৬৫,০০০-এর মতো, গত বছরের তুলনায় যা ১২ শতাংশ বেশি। ৩০ বছর বয়সি ইফরা (ছদ্মনাম) তাঁদের একজন। জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ-এর হিসেব অনুযায়ী, তাঁর দেশ সোমালিয়াতে এফজিএমের

মোবাইল ফোন কিনতে ছ’সপ্তাহের শিশুকে বিক্রি মায়ের

Image
বেনিন: অভাবের তাড়নায় নয়, সাধের মোবাইল ফোন কিনবেন বলে ছ'সপ্তাহের কোলের শিশুকে বিক্রি করে দিলেন এক নাইজেরিয়ান মা৷ স্থানীয় পুলিশ অভিযুক্ত মা ২৩ বছরের মিরাকল জনসনকে গ্রেফতার করেছে৷ পরে অবশ্য তিনি সন্তানকে বিক্রি করায় অনুতপ্ত বোধ করেন বলে জানায় পুলিশ৷ জানা গিয়েছে, ২ লক্ষ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে একটি অনাথ আশ্রমের কাছে সন্তানকে বিক্রি করেন মা৷ ভারতীয় টাকায় যার মূল্য ৪০ হাজার টাকা৷ পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন৷ পুলিশের জেরায় জনসন দাবি করেছেন সন্তানকে বিক্রি করার জন্য তাঁকে প্ররোচিত করা হয়৷ তাঁর এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়৷ ওই বন্ধু জানায় সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে৷ অথবা স্বামীকে মোটরসাইকেল কিনে দিতে৷ কিংবা নিজের জন্য দামী মোবাইল ফোন কিনতে৷ পুলিশের জেরায় দুই সন্তানের মা জনসন আরও জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন৷ তাঁর স্বামী কোনও কাজ করে না৷ স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ৷ এমনকী তিনি মোবাইল ফোনও কিনতে চাননি৷ যদিও স্ত্রীর বক্তব্যের ভিন্নমত পোষণ করেছেন স্বামী৷ তাঁকে জেরা

‌প্রেমিকার গায়ে অ্যাসিড ছুড়ে ধৃত সমকামী প্রেমিকা

Image
১৭ বছরের প্রেমিকার ওপর অ্যাসিড ছুঁড়ে হামলা করল তারই সমকামী প্রেমিকা। কারণ ওই কিশোরী তার সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল। উত্তপ্রদেশের ফিরোজাবাদে এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত কিশোরীকে আগ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহের বেশ কিছু জায়গা পুড়ে গিয়েছে বলে জানা যায়। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।   ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ১৯ বছরের হতাশ প্রেমিকা তারই সঙ্গী দিব্যার (‌ নাম পরিবর্তিত)‌ ওপর অ্যাসিড ছোঁড়ে। সেই সময় দিব্যা ছাদের ওপর শুয়ে ছিল। দু'‌মাস আগে দিব্যা তার সমকামী প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। সেটা নিয়েই অভিযুক্ত বেশ কিছুদিন ধরে ক্ষুব্ধ ছিল। দিব্যার মুখ, হাত এবং বুক পুড়ে যায় বলে জানা গিয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিব্যা যে বাড়িতে ভাড়া থাকে অভিযুক্ত হল সেই বাড়ির মালিকের মেয়ে। দীর্ঘদিন ধরে তার এবং দিব্যার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং অভিযুক্ত দিব্যাকে বিয়ের জন্য ক্রমাগত জোর দিত। ১৭ বছরের কিশোরীর গায়ে অ্যাসিড ছুঁড়ে ফেলার পর অভিযুক্ত পুরো অভিযোগই দিব্যার স্কুলের বন্ধু অনিলের ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু অ্যাসিড ছোঁড়ার সময় অভ

জ্যাভলিনে সোনা নীরজের, ফাইনালে সিন্ধু

Image
পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন নীরজ চোপড়া। ভারতের ঝুলিতে এল অষ্টম সোনা। নীরজ দুটো ফাউল করেছেন। তৃতীয়বার ছুঁড়েছেন সর্বোচ্চ ৮৮.‌০৬ মিটার। প্রথমবার ছুঁড়েছিলেন ৮৩.‌৮৬ মিটার। চতুর্থ ও পঞ্চমবার নীরজ ছোঁড়েন ৮৩.‌২৫ ও ৮৬.‌৩৬ মিটার। কমনওয়েলথ গেমসে ৮৬.‌৪৭ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এর আগে দোহায় ডায়মন্ড লিগে ৮৭.‌৪৩ মিটার ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ড করেছিলেন নীরজ। এদিন ৮৮.‌০৬ মিটার ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ডের পাশাপাশি সোনা জিতলেন নীরজ। এদিকে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের সুধা সিং রুপো পেলেন। পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে রুপো পেলেন ভারতের ধারুণ আয়াস্বামী। মহিলাদের লংজাম্পে রুপো পেলেন ভারতের নীনা ভারাকিল। ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। তবে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল সাইনা নেহওয়ালকে। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে তৃতীয় বাছাই সিন্ধু ২১–১৭, ১৫–২১, ২১–১০ পয়েন্টে হারালেন দ্বিতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচিকে। খেলা চলল ৬৬ মিনিট। এশিয়ান গেমসে সিন্ধুই প্রথম ভারতীয়, যিনি ফাইনালে উঠলেন। প্রথম গেমটা জোরদার লড়াইয়ের পর জিতে নিয়েছিলেন সিন্ধু। দ্বিতীয় গেম

নারী ক্ষমতায়নে সমবায়ে ঋণদান

Image
সমবায়ের মাধ্যমে অভাবী মানুষকে উপার্জনের পথ করে দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সমবায় কৃষি উন্নয়ন সমিতিগুলিকে ধান সংগ্রহের কাজে নামিয়ে ব্যাপক সুফল মিলেছে। এ বার সমবায়ের মাধ্যমে এক লক্ষ পরিবারের একজন মহিলাকে পশুপালনের জন্য ১৮ হাজার টাকা করে ঋণ দেবে সরকার। অন্য দিকে, ধানের অভাবী বিক্রি বন্ধ করতে খরিফ মরসুমে সমবায়গুলিকে নিয়ে সরকার কোমর বেঁধে নামছে। সোমবার নজরুল মঞ্চে এক আলোচনাসভায় সমবায়মন্ত্রী অরূপ রায় এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন।  রাজ্যের বিভিন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির হাজার তিনেক সদস্য এসেছিলেন। সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, 'এক লক্ষ পরিবারকে সমবায় সমিতির মাধ্যমে ১৮ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। ওই টাকায় হাঁস-মুরগি, ছাগল কিনে প্রতিপালনের জন্য।' এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে অরূপ বলেন, 'মুখ্যমন্ত্রী প্রায়ই স্বামীজির ওই কথাটি বলেন, না-জাগিলে ভারত ললনা এ ভারত জাগে জাগে না। গাঁয়েগঞ্জে প্রকৃত অভাবী পরিবারের মহিলাদের এই ঋণ দেওয়া হবে। হাঁস-মুরগি-ছাগল পালন করে এক জন মহিলা অন্তত সাড়ে তিন থেকে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতানোর নতুন পদ্বতি মোমো !

Image
বীরভূম : মোমো কোনও মারণ গেম নয়। ব্যাঙ্ক হ্যাকারদের নতুন পদ্ধতি মাত্র। বলছেন বীরভূমের সাইবার সেলের অফিসাররা। কীভাবে এই মোমোর কোপ থেকে নিজের মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত করা যাবে তার পদ্ধতিও জানালেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে এই মোমো একটি মারণ গেম হিসাবে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু, আদতে তা নয়। এক সময় ব্লু হোয়েল মারণ গেমের আতঙ্ক ছড়িয়েছিল দিকে দিকে। সেই একই পদ্ধতিতে এবার মোমো নামক মারণ গেমের আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। সাইবার ক্রাইম রোধ সেলের পরিসংখ্যান অনুযায়ী, বীরভূমে এখনও পর্যন্ত ৩ জনের হোয়াটসঅ্যাপে এই মোমোর মেসেজ এসেছে। এই মোমো আসলে কী ? সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের মতে, মোমো কোনও মারণ গেম নয়। মোমো হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়া ক্রিমিনালদের নতুন পদ্ধতি মাত্র। প্রায় সময়ই অনেকের ফোনে ব্যাঙ্ক ম্যানেজারের নাম করে ATM কার্ডের নম্বর, পাসওয়ার্ড নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এবার একইভাবে মোমো গেমের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ করে টাকা হাতিয়ে নেওয়ার নতুন চক্র সক্রিয় হয়ে উঠেছে। দেখা যাচ্ছে, যে সব মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ রয়েছে সেই নম্বরগুলির হোয়

নিজের কম্পিউটারকে Chromebook বানিয়ে তুলবেন কীভাবে?

Image
Chromebook এর নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। এই ল্যাপটপগুলিতে Google এর নিজস্ব অপারেটিং সিস্টেম Chromium OS চলে। কম শক্তিশালী ল্যাপটপের জন্য এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে Google। বিশ্বব্যাপী ছাত্রদের মধ্যে দারুন জনপ্রিয় এই অপারেটিং সিস্টেম। এই প্রতিবেদনে আমরা কীভাবে USB ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে যে কোন কম্পিউটারে Chromium OS চালানোয় উপায় দেখে নেব। এর জন্য একটি Windows, Linux বা Mac অপারেটিং এ চলা একটি কম্পিউটার প্রয়োজন যে কম্পিউটারে অন্যত একটি USB ড্রাইভ রয়েছে। এর সাথেই প্রয়োজন একটি অন্তত 4GB স্টোরেজের USB ফ্ল্যাশ ড্রাইভ (পেন ড্রাইভ)। নিজের কম্পিউটারে পেন ড্রাইভ থেকে Chromium OS চালাতে নীচের পদ্ধতি অনুসরন করুন: ১. Chromium OS এর লেটেস্ট বিলিড ডাউনলোড করুন। Google Chromium OS ডাউনলড করতে দেয় না। কিন্তু Arnold The Bat এর মতো একাধিক ওয়েবসাইটে Chromium OSএর লেটেস্ট বিল্ড পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড হওয়া ফাইলটি zip ফর্ম্যাটে থাকবে। ২. ফাইল এক্সট্র্যাকটার দিয়ে এই ফাইল আনজিপ করিন। ৩. USB ড্রাইভ কম্পিউটারে লাগিয়ে FAT32 তে ফর্ম্যাট করুন (Mac এর ক্ষেত্রে MS-DOS FAT)। ৪. যে কোন এ

ভারতীয় উড়ানের ঐতিহাসিক দিন, স্পাইস জেটের উদ্যোগে ভারত উঠল বিশ্বের এলিট তালিকায়

Image
দেরাদুন থেকে দিল্লি, ২৫ মিনিটের সামান্য পথ এল স্পাইস জেটের একটি বম্বারডিয়ার কিউ৪০০ বিমান। আর তাতেই লেখা হল ইতিহাস। প্রথম বায়োফুয়েলে সম্বৃদ্ধ প্লেন চলল ভারতে। এর ফলে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলির সঙ্গে এক এলিট তালিকায় ঢুকে গেল ভারত। বায়োফুয়েলে যেমন কার্বন কম তৈরি হয়, ফুয়েল এফিসিয়েন্সিও বেশি পাওয়া যায়। এদিনের বিমানটি অবশ্য সম্পুর্ণরুপে বায়োফুয়েলে ওড়েনি, ৭৫ শতাংশ ছিল উড়ানের স্বাভাবিক জ্বালানি, বাকিটা ছিল বায়োফুয়েল। দেরাদুনের সিআইএসআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম-এ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুত হয়েছে এই মিশ্র জ্বালানীটি। প্রস্তুতকারক জাতোর্ফা কর্প। এদিন ডিজিসিএ ও স্পাইস জেটের আধিকারিকরা সহ মোট ২০ জন ওই বিশেষ বিমানে দেরাদুন থেকে দিল্লি আসেন। দিল্লি এয়ারপোর্ট টার্মিনালে এই ঐতিহাসসিক ঘটনাটিকে উদয়াপন করতে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভু, সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন, অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এবং স্পাইসজেটের সিইও অ

জাতীয় রেকর্ড গড়ে জাকার্তায় জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া

Image
প্রত্যাশা মতোই এশিয়ান গেমসের নবম দিনে দেশকে অষ্টম সোনা এনে দিলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া৷ জাতীয় রেকর্ড গড়ে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতলেন হরিয়ানার কুড়ি বছর বয়সী এই অ্যাথলিট৷ এদিন তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন  নীরজ৷ ভারতের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ২০ বছর বয়সে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। ফাইনালে থ্রো করেছিলেন ৮৬.৪৭ মিটার। এই মরসুমে এটাই ছিল তাঁর সেরা থ্রো। পরে সোতভিল অ্যাথলেটিক্স মিট ও ফিনল্যান্ডের লাপিনলাতিতে অনুষ্ঠিত সাভো গেমসে সোনা জেতেন নীরজ৷ তাই জাকার্তায় তাঁর সোনা জয়ের সম্ভাবনা দেখেছিলেন ক্রীড়াবিশেষজ্ঞরা। সোমবার ফাইনালে তৃতীয় প্রচেষ্টায় কেরিয়ারের সেরা ৮৮.০৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন তিনি। আর তাতেই কমনওয়েলথের পর এবার এশিয়ান গেমসেও সোনা জিতে নিলেন হরিয়ানার তরুণ অ্যাথলিট। এশিয়ান গেমসে সোনা জিতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে উত্সর্গ করলেন নীরজ। ১৮ অগাস্ট ২০১৮ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন এই নীরজ চোপড়া। ৯ দিন পর জাকার্তায় সোনা জিতে তেরঙ্গা ওড়াল

লোকসভা নির্বাচন করাতে হবে ব্যালটে, নির্বাচন কমিশনের বৈঠকে একজোট প্রায় সব দল

Image
এদিন নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র অভিষে মনু সিংভি। তিনি বলেন, কোনও কারণে ব্যালটে ভোট করানো সম্ভব না হলে ভোটে ব্যবহৃত ইভিএমের ও ভিভিপ্যাটের ফল অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে। নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে ফের একবার ব্যালটে ভোট করানোর দাবিতে সরব হল অধিকাংশ রাজনৈতিক দল। সোমবার এই বৈঠকে কংগ্রেসের নেতৃত্বে দেশের ৭০ শতাংশ রাজনৈতিক দল ব্যালট ফেরানোর দাবিতে সোচ্চার হয়। বৈঠকে কার্যত এক ঘরে হয়ে যায় বিজেপি। বিরোধী দলগুলির দাবি,  ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক ব্যালটে।  এদিন নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র অভিষে মনু সিংভি। তিনি বলেন, কোনও কারণে ব্যালটে ভোট করানো সম্ভব না হলে ভোটে ব্যবহৃত ইভিএমের ও ভিভিপ্যাটের ফল অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া এদিন নির্বাচনের খরচে লাগাম টানার পক্ষেও জোরদার সওয়াল করে কংগ্রেস। সিংভি বলেন, 'আপনারা জানেন সম্প্রতি একটি রাজনৈতিক দল (পড়ুন বিজেপি) ভোটে কী ভাবে পয়সা খরচ করেছে। এই পরিস্থিতিতে আমরা খরচে লাগাম টানার দাবি জানিয়েছি।'  সিংভির দাবি,

৮ বছর বয়সে বাবাকে হারিয়েছেন, মাকে সাহায্য করতে চাকরি চান এশিয়াডে ৪০০ মিটার হার্ডলসে রুপোজয়ী ধারুন আয়াস্বামী

Image
জাকার্তা: এশিয়ান গেমস থেকে দেশকে সাফল্য এনে দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে সমস্যায় রয়েছেন ধারুন আয়াস্বামী। বাবা নেই, একা মা তাঁকে বড় করেছেন। এবার মাকে সাহায্য করার জন্য চাকরি চাইছেন তামিলনাড়ুর তিরুপুরের ২১ বছর বয়সী এই অ্যাথলিট। সোমবার ৪০০ মিটার হার্ডলসে রুপো পান ধারুন। তিনি বলেছেন, 'আমার যখন আট বছর বয়স ছিল তখন বাবা মারা যান। আমার জন্য মা ত্যাগস্বীকার করেছেন। আমি তাঁর কাছে ঋণী। তিনি এখনও শিক্ষকতার কাজ করে মাসে ১৪,০০০ টাকা উপার্জন করেন। আমি এখন চাকরি করে মাকে সাহায্য করতে চাই।' ৪৮.৯৬ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন ধারুন। এটাই তাঁর সেরা সময়। এ বিষয়ে তিনি বলেছেন, 'আমি শুধু দৌড়তে চেয়েছিলাম, অন্য কোনও বিষয়ে গুরুত্ব দিইনি। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে দৌড়ের গতিতে বিশেষ বদল আসেনি। আমার জাতীয় রেকর্ড উন্নত করতে পেরে খুশি। এশিয়ান গেমসের আগে ৬ মাস পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে গিয়ে অনুশীলন করেছি। তাতে বিশেষ লাভ হয়েছে।'

বিয়ের মাত্র ছ’মাসের মাথায় ‘আত্মঘাতী’ দম্পতি

Image
বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এক দম্পতির। সোমবার ঘটনাটি ঘটেছে, দক্ষিণ শহরতলির বারুইপুর থানার পূর্ব বৃন্দাখালি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাস ছ'য়েক আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা মৌসুমী সর্দারের (২৩) সঙ্গে বিয়ে হয় পূর্ব বৃন্দাখালির বাসিন্দা, পেশায় মৎস্যজীবী সুজন সর্দারের (২৭)। তদন্তকারীরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই সুজনের সঙ্গে মৌসুমীর বনিবনা হচ্ছিল না। গত ছ'মাসে একাধিক বার মৌসুমী বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। পরে সুজন তাঁকে বুঝিয়ে-সুজিয়ে নিয়ে আসতেন। বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পরে দু'জনের মধ্যে তুমুল ঝগড়া হয় বলে জানিয়েছেন পড়শিরা। তার পরে দু'জনই বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেন বলে অভিযোগ। ঝগড়ার আওয়াজ শুনতে পেয়ে সুজনের দাদা ও ভাইয়েরাও ছুটে এসেছিলেন তাঁদের ঘরে। তাঁরা সকলে চলে যাওয়ার পরেই ওই দম্পতি বিষ খান বলে অভিযোগ। বিষ খাওয়ার পরে দু'জনেই বমি করতে থাকেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দু'জনেই মারা যান। চিকিৎসকেরা জানিয়েছেন, অনেকটা বিষ খেয়ে নেওয়ায় তা শরীরের নানা জায়গায় ছড়িয়ে গিয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে

গৌতমের স্ত্রীকে তলব ইডি-র

Image
লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক অনিয়মের ঘটনায় এ বার সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের তরফে সোমবার জানানো হয়, সাত দিনের মধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হওয়ার জন্য শুভ্রাকে নোটিস দেওয়া হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, শুভ্রা এক সময় রোজ ভ্যালির স্বর্ণ বিপণি 'অদ্রিজা'র অন্যতম ডিরেক্টর ছিলেন। অদ্রিজায় একাধিক বার তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিভিন্ন ভাউচার বাজেয়াপ্ত করার পরে দেখা গিয়েছে, শুভ্রা ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতনও নিয়েছেন। শুভ্রা অনেক দিন আগেই অদ্রিজা থেকে সরে এসেছেন। অদ্রিজাও এখন বন্ধ। এ দিন শুভ্রার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''আমি এই ধরনের কোনও নোটিস পাইনি।'' ইডি-র খবর, অদ্রিজা বাজার থেকে ৩৩০ কোটি টাকা ঋণ নিয়েছিল। ইডি-র অভিযোগ, ওই টাকা নানা ভাবে অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে। ওই ৩৩০ কোটি টাকা লেনদেনের ঠিকঠাক হিসেব নেই। শুভ্রা মূলত অদ্রিজার আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। অদ্রিজায় তল্লাশি অভিযানের কয়েক দিন আগেই শুভ্রা ডিরেক্টর-পদে

নাসায় বালুরঘাটের ৮ ছাত্রছাত্রী

Image
নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের গ্রিনভিউ ইংলিশ অ্যাকাডেমির ৮ ছাত্রছাত্রী। নাসার সঙ্গে যুক্ত একটি ভারতীয় সংস্থার উদ্যোগে, মহাকাশ গবেষণার উপরে, অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতাতেই সফল হয় বালুরঘাটের ওই ৮ পড়ুয়া। ১০ নভেম্বর আমেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনা চক্রে ডাক পেয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া অঙ্কন চক্রবর্তী, অনীকরঞ্জন দাস, ডেইজি চৌধুরী, বৈদেহী মণ্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষি দাস, দেবার্ঘ্য বিশ্বাস এবং শাশ্বতী প্রজ্ঞা। এ দিন 'গো টু গুরু' নামে ওই সংস্থার কর্ণধার আব্দুল্লা খান বালুরঘাটে গিয়ে, বিজয়ী ওই আট ছাত্রছাত্রীর হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, ''ওই  প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী সম্মেলনটিতে ডাক পেয়েছে। যার মধ্যে রয়েছে ২৯৭জন ভারতীয়। পশ্চিমবঙ্গের মধ্যে বালুরঘাটের ওই ৮ জন পড়ুয়ার পাশাপাশি শিলিগুড়ির একটি স্কুল থেকেও ২ জন পড়ুয়া ডাক পেয়েছে।''   আন্তর্জাতিক মঞ্চে এক সঙ্গে ৮ পড়ুয়া  ডাক পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। বালুরঘাটের ওই স্কুলটির অধ্যক্ষা কাকলি চক্রবর্তী বল

তিন বার ধর্ষণের শিকার, অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

Image
ধৃত: বাপন পাল। এক মাসের মধ্যে দুই যুবক বার তিনেক ধর্ষণ করে বলে অভিযোগ বছর উনিশের মেয়েটিকে। বাড়িতে সে সব কিছু বলেননি তিনি। শেষমেশ বুধবার হাবড়ার হাটথুবার তরুণী শৌচাগার সাফ করার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাবরা হাসপাতাল থেকে তাঁকে পাঠানো হয় আরজিকর মেডিক্যাল কলেজে। খাদ্যনালীর একাংশ পুড়ে গিয়েছে বলে জানান সেখানকার চিকিৎসেকরা। খাদ্যনালীর কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে। রবিবার হাবড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে তরুণীর বয়ান নথিভুক্ত করেছে। তাঁর বাবা দুই যুবকের নামে রবিবারই থানায় অভিযোগ দায়ের করেন। রাতের দিকে বাপন পাল নামে প্রথম বর্ষের কলেজ পড়ুয়া এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর দত্ত নামে অন্য এক অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। মেয়েটির বাবা পেশায় রাজমিস্ত্রি। দুই ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে। মাধ্যমিকের পরে পড়াশোনা করেননি তিনি। বাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছে পুলিশ। ভাস্কর তাঁর পরিচিত। কিছু দিন আগে ভাস্করের ভাড়া বাড়িতে গিয়েছিলেন তরুণী। সেখানে ভাস্কর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছু অশ্লীল ছবিও তুলেছিল। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরে

মায়ের দেহ পড়ে রইল পাঁচ ঘণ্টা, পাশে বসে কেঁদে যাচ্ছিল দুই খুদে

Image
রেলস্টেশনের পাশের ঝুপড়িতে বসে দুই খুদে। সকাল থেকেই কখনও রেলপাড়, কখনও পুকুর পাড়ে বসে কান্নাকাটি করছিল শিশুদুটি। মৃত মা তখনও পড়ে রয়েছেন লাইন পাড়ের ঝুপড়ি ঘরে। পরিস্থিতি দেখে রেলপুলিশের খবর দেন আশপাশের বাসিন্দারা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও পুলিশ আসেনি। ঘণ্টা পাঁচেক পরে পড়শিরাই ওই মহিলার স্বামীকে ডেকে দেহ তুলে দেন তাঁর হাতে। সোমবার কাটোয়া রেলস্টেশন লাগোয়া ঝুপড়ির ঘটনায় রেলপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মায়ের দেহের সামনে অসহায় এতক্ষণ বসে থাকা দুই শিশুর মনে কী প্রভাব ফেলবে, সে প্রশ্নও উঠেছে। কাটোয়া জিআরপি-র যদিও দাবি, মহিলার পরিজনেরা সময়ে না আসায় ও সৎকারের ব্যবস্থা না করায় দেরি হয়েছে।   স্থানীয় সূত্রে জানা যায়, রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মের কাছে পুকুরের ধারে বছরক পাঁচেকের মেয়ে মামণি ও দেড় বছরের ছেলে বিশুকে নিয়ে থাকতেন পাগলি মান্ডি (৩৫)। এ দিন সকালে ঝুপড়িতেই কাপড় চাপা দেওয়া অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। মামণি ও বিশু ঘোরাঘুরি করছিল পাশেই। কখনও পুকুর পাড়ে, কখনও রেললাইনে বসেও কান্নাকাটি করতে দেখা যায় তাদের। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রেলপুলিশে খবর

দুর্নীতি প্রমাণিত হলেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স

Image
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা সকলের জন্য চিকিৎসা প্রকল্প 'আয়ুষ্মান ভারত' নিয়ে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য বিমা রয়েছে এমন রোগীর কাছ থেকে প্যাকেজের চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালের লাইসেন্স বাতিল থেকে ফৌজদারি মামলা পর্যন্ত করা হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ১৫ অগস্ট থেকে দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে 'আয়ুষ্মান ভারত'-এর পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের কাজ শুরু হবে গোটা দেশে। আপাতত ১৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যাঁরা বিমার সুবিধে পাবেন, তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। মূলত জাতিগত শুমারির ভিত্তিতেই সেই কাজ করা হচ্ছে। গত দশ দিনের অভিজ্ঞতার ভিত্তিতে শুরু থেকেই দুর্নীতি রুখতে চাইছে মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা আজ হুঁশিয়ারি দিয়েছেন, কোনও ওয়েবসাইটে কারও নাম নথিভুক্ত করাতে হবে না। কোনও হাসপাতাল বা বিমা সংস্থার কাছেও নাম লেখানোর প্রয়োজন নেই। নাম নথিকরণের কাজ সরকার করছে। যাঁদের

এক কিলোমিটারেই বছরে ১৪ লক্ষ!

Image
খন্দময়: বেহাল ই এম বাইপাস দিয়ে এ ভাবেই চলছে নিত্য যাতায়াত। নিজস্ব চিত্র কলকাতায় রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৮০০ কিলোমিটার। বাজেট অনুযায়ী ওই পরিমাণ রাস্তার জন্য প্রতি বছর খরচ হয় প্রায় ২০০ কোটি টাকা। তার উপরে রয়েছে রাজ্য সরকারের আর্থিক সহায়তা। যার অঙ্কটাও কমপক্ষে ৬০-৭০ কোটি টাকা। পুরসভার এক অফিসারের কথায়, ''সমস্ত হিসেব ধরলে প্রতি বছর শুধুমাত্র রাস্তা রক্ষণাবেক্ষণের জন্যই খরচের পরিমাণ ২৫০ কোটির বেশি। অর্থাৎ, এক কিলোমিটার রাস্তার জন্য প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় ১৪ লক্ষ টাকা। একই রাস্তার জন্য বছর বছর ওই টাকা খরচ কেন হবে, এ বার তা নিয়েই প্রশ্ন উঠল পুর মহলে। বিষয়টি নিয়ে চিন্তিত পুর প্রশাসনও। একাধিক পুরকর্তার প্রশ্ন, এত খরচের পরেও কেন শহরের রাস্তায় খানাখন্দ তৈরি হচ্ছে? দিন কয়েক আগে শহরের রাস্তার হাল নিয়ে পুর কমিশনারকে মুখ্যমন্ত্রীর 'ভর্ৎসনা'র পরে ঘুম ভেঙেছে পুরসভার। নবান্নের ওই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শহর জুড়ে রাস্তার খানাখন্দ সারানোর কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। সেই কাজ দেখতে গিয়েই নজরে পড়ে বছর বছর একই রাস্তায় টাকা খরচের বিষয়টি। একটি রাস্তা সারানে

হাওয়ালায় টাকা ‘পাচার’, নজরে প্রাক্তন সাংসদ

Image
  সারদা কর্তা সুদীপ্ত সেন এবং রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর কাছ থেকে একাধিক 'প্রভাবশালী' নগদে কয়েকশো কোটি টাকা নিয়েছেন বলে লিখিত বয়ান জমা পড়েছিল সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি অনুযায়ী, সেই টাকার বড় অংশ রাজ্যের প্রাক্তন এক সাংসদের মাধ্যমে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই প্রাক্তন সাংসদ তথা ব্যবসায়ীকে  সিবিআই শীঘ্রই ডাকতে পারে বলে খবর। কোন কোন 'প্রভাবশালী' সুদীপ্ত ও গৌতমের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তৈরি হয়েছে তার তালিকাও। সিবিআইয়ের এক আধিকারিকের দাবি, ওই তালিকায় শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর নাম রয়েছে। ওই বিপুল টাকার উৎসও এখন খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আয়কর দফতর থেকে সংশ্লিষ্ট কিছু নথি সংগ্রহ করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর। সিবিআইয়ের দাবি, সুদীপ্ত ও গৌতম যে সব 'প্রভাবশালী'র নাম উল্লেখ করেছেন, তাঁদের সঙ্গে ওই প্রাক্তন সাংসদের 'ঘনিষ্ঠতা'র প্রামাণ্য নথি তাদের কাছে রয়েছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, ওই সব প্রভাবশালীর টাকা একত্র করে প্রায় ৩৪৫ কোটি কালো টাকা ওই প্রাক্তন সাংসদকে দেওয়া হয়ে

বোর্ড গঠন ঘিরে গুলি-বোমা পুরুলিয়ায়, হত বিজেপির দুই সমর্থক

Image
অশান্তির দায় নিয়ে পাল্টা দোষারোপে মেতেছে তৃণমূল-বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় শাসক দলকে সমানে টক্কর দিয়েছে বিজেপি। রাজ্যে একক শক্তিতে তাদের জেতা গ্রাম  পঞ্চায়েতের সংখ্যাও সবচেয়ে বেশি এই জেলায়। সেই পুরুলিয়াতেই সোমবার পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে মৃত্যু হল দুই বিজেপি সমর্থকের। বিজেপির দাবি, এ দিন জয়পুর ব্লকের ঘাগরা পঞ্চায়েত অফিসের বাইরে পুলিশের গুলিতে মারা যান তাদের দুই সমর্থক নিরঞ্জন গোপ (৩০) ও দামোদর মণ্ডল (৫৯)। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ''কোনও মৃত্যুই কাম্য নয়। তবে পুরুলিয়ায় তৃণমূল ছিল না। পুলিশের সঙ্গে সরাসরি গোলমালে নেমেছে। আমি সবাইকেই বলছি, শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত গড়ুন। আজকে আমি ১৫-২০টা জায়গায় কথা বলেছি। দলকেও বলেছি শান্তিপূর্ণ ভাবে করতে।'' ঘাগরা পঞ্চায়েতে মোট আসন ১১। তৃণমূল, বিজেপি এবং সিপিএম পেয়েছে ৩টি করে আসন। ফব ও নির্দল একটি করে। তাই বোর্ড গঠনে গোলমালের আশঙ্কা ছিলই। পুলিশের সঙ্গে ইএফআর জওয়ানও মোতায়েন করা হয়েছিল। এই পঞ্চায়েতে প্রধানের পদটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। দাবিদার ছিল বিজেপি। ব্লক প্রশাসনের

মালদহে বোর্ড গঠনের লড়াইয়ে নিহত দুই, রেহাই পেল না শিশুও

Image
তখনও বেঁচে। পুরুলিয়া সদর হাসপাতালে বিজেপি সমর্থক দামোদর মণ্ডল। ইসলামপুরের পরে এ বার গোপালপুর। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে উত্তরবঙ্গে আবার চলল গুলি-বোমা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের পণ্ডিতপোতায় শনিবার মারা গিয়েছিলেন এক জন। সোমবার মালদহের গোপালপুরে বেঘোরে প্রাণ গেল দু'জনের। তাঁদের নাম সালেম শেখ (৪০) ও আজাহার শেখ (৭০)। সালেমের বাড়ি গোপালপুরেরই উত্তর হুকুমতটোলায়, আজহারের সহবতটোলায়। বছর তিনেকের শিশু জিশান শেখ সহ অন্তত ৫ জন জখমও হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকচক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত ও আহতদের কেউই কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বোমা-গুলির লড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। সালেম ভিন রাজ্যে কাজ করেন। ইদের মুখে বাড়ি ফিরেছিলেন। আজহারও এক সময় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার রাত থেকে গঙ্গার ধারের গোপালপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে ছররা গুলি আর হাত বোমার শব্দ পাওয়া যাচ্ছিল। ভোর থেকে হুকুমতটোলা, কালীটোলা, বালুটোলা প্রভৃতি গ্রামে শুরু হয় বোমাবাজি। সেই শব্দ শুনে গ্রামের অনেকে সেখানে গিয়েছিল