তিব্বতে আটকে পড়েছেন ১৫০ মানস সরোবর তীর্থযাত্রী


ভারত থেকে যে সব তীর্থযাত্রী কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন তাঁদের মধ্যে প্রায় ১৫০ জন গত পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছেন তিব্বতের অনিশ্চিত কোনও জায়গায়। তীর্থযাত্রীদের এই দলে বেশির ভাগই প্রবীণ নাগরিক। 

ভারী বৃষ্টিতে রাস্তা ভেসে যাওয়ায় তাঁরা আর এগোতে পারেননি নির্দিষ্ট গন্তব্যের দিকে। জানা গিয়েছে তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ও জলও নেই। ওই দলেরই আরও এক যাত্রী জানিয়েছেন তাঁরা সাগা এবং কেরুং-এর মধ্যে কোনও অজানা জায়গায় আটকে পড়েছেন। বন্যায় রাস্তা ভেসে যাওয়ার কারণে মাঝপথেই আটকে পড়েছে ৬টি বাস এবং বেশ কয়েকটি এসইউভি। তারা না পারছে এগোতে, না পিছোতে। যদিও রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে, তবে তা কতক্ষণে শেষ হবে কেউ বলতে পারছে না। 

চিনে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি তীর্থযাত্রীদের ওই দলের। ফলে এখনও কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি।