Posts

Showing posts from January 22, 2019

ত্রাণ তহবিলে জমা পড়েছে ৪০০ ভুয়ো চেক! জানালেন কেরলের মুখ্য়মন্ত্রী

Image
কেরলের সেই ভয়াবহ বন্যা। কেরলের ভয়াবহ বন্যার পর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা জমা দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। যেন কে আগে ত্রাণ, করিবেক দান! অভাব ছিল না প্রচারেরও। কিন্তু আদত ঘটনা হল, ওই ত্রাণ তহবিলে জমা পড়া অর্থের অনেকটাই ছিল ভুয়ো। যা জমা পড়েছিল চেক ও ব্যাঙ্কের ড্রাফ্‌টের মাধ্যমে। ব্যাঙ্ক সেই সব ভুতুড়ে চেক ও ব্যাঙ্ক ড্রাফ্‌ট জমা নিতে অস্বীকার করেছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩ কোটি ২৬ লক্ষ টাকা। কেরল বিধানসভায় মঙ্গলবার কাসারগড়ের বিধায়ক এন এ নেল্লিকুন্নুর এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এও জানিয়েছেন, এমন ভুতুড়ে চেক ও ব্যাঙ্ক ড্রাফ্‌টের সংখ্যা মোট ৩৯৫টি। কেরলের মুখ্যমন্ত্রী এ দিন জানান, বন্যাদুর্গত রাজ্যের জন্য গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর ত্রাণ তহবিলে জমা পড়েছে ২ হাজার ৭৯৭ কোটি ৬৭ লক্ষ টাকা। তার মধ্যে ২৬০ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল অনলাইন ট্রান্সফারের মাধ্যমে। আর চেক ও ব্যাঙ্ক ড্রাফ্‌টের মাধ্যমে তহবিলে জমা পড়েছিল মোট ২ হাজার ৫৩৭ কোটি ২২ লক্ষ টাকা। শুধু চেকের মাধ্যমেই জমা পড়েছিল ৭ কোটি ৪৬ লক্ষ টাকা। পরে কাসারগড়ের বিধায়ক নেল্লিকুন্

৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার রামুয়ার ফ্ল্যাট থেকে

Image
কুখ্যাত দুষ্কৃতী রামুয়া–‌হত্যাকাণ্ডে জড়িত ৫ অপরাধীকে খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য সোদপুর অমরাবতীতে রামুয়ার ফ্লাটে আনে খড়দা থানার পুলিশ। সোমবার দুপুর দেড়টা নাগাদ। রামুয়ার স্ত্রী কাজল, ছেলে সমীর, ছেলের তিন বন্ধু প্রশান্ত, বিশাল এবং শ্যামসুন্দরকে। প্রথমে বাড়িতে ঢোকানো হয় রামুয়ার তিন বন্ধুকে।  তারা ঘটনার দিন রাতে কীভাবে বাড়িতে ঢুকেছিল তা অভিনয় করে দেখায়। এটাও দেখায়, তারা কীভাবে রামুয়াকে ঘুমন্ত অবস্থায় খুন করে সিঁড়ি দিয়ে নেমে বিনা বাধায় পালিয়ে যায়া। ওরা যখন গুলি করে রামুয়াকে, তখন রামুয়ার স্ত্রী, ছেলেমেয়ে কি পজিশনে ছিল, তা–‌ও জানায় তারা। এর পর নিয়ে আসা হয় রামুয়ার স্ত্রী কাজল এবং ছেলে সমীরকে। তারা দু'‌জনে সেদিনের ঘটনা অভিনয় করে জানায়। খুনের পূর্বমুহূর্তে তারা কী করছিল, খুন এবং খুনের পর তারা কে কী করেছিল, তা সব অভিনয় করে দেখায়। রামুয়ার স্ত্রী এবং ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়ার পর পুলিশ জানতে পারে, রামুয়ার ফ্ল্যাটে অনেক পিস্তলের কার্তুজ আছে। এদিন ঘটনার পুনর্নির্মাণের সময় তারা ওই ফ্ল্যাট থেকে লুকোনো কার্তুজগুলি বের করে দেয়। কার্তুজের সংখ্যা ৪০। একটি কার্তুজ পুলিশ উদ্ধার করে রাস্তার ধার থেকে।

আপ কৃষ্ণনগর লোকালে শিশু পাচার! গ্রেফতার মহিলা

Image
সোমবার রাত নটার কৃষ্ণনগর লোকাল থেকে এক মহিলাকে শিশু পাচারের অভিযোগে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, ওই মহিলা একটি চার বছরের শিশুকে নিয়ে এই লোকাল ট্রেনে ওঠেন। এই শিশুটি অত্যধিক কান্নাকাটি করছিল৷ ফলে যাত্রীদের নজর শিশুটির দিকে যায়।   যে মহিলার কোলে শিশুটি ছিল তার ভাবভঙ্গী দেখে সন্দেহ হয় যাত্রীদের। যাত্রীরা মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মহিলার কথায় অসঙ্গতি পেয়ে সন্দেহ হয় যাত্রীদের। তারাই জিআরপিকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি। মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। মহিলা এই শিশুটির নাম বা অন্য কোনও তথ্য পুলিশকে জানাতে পারেনি৷ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ। মহিলা নিজের সঠিক পরিচয় এখনও জানায়নি পুলিশকে। শিশুটিকে উদ্ধার করে একটি হোমে রাখা হয়েছে। শিশুটির সঠিক পরিচয় জানতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। কোথা থেকে শিশুটিকে আনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কাদের হাতে এই শিশুটিকে তুলে দেওয়ার কথা ছিল, তাও এখনও জানা যায়নি৷ এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কীনা, তা জানতে অভিযুক্ত এই মহিলাকে দফায় দফায় জেরা করছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।

প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ হাই কোর্টের

Image
স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। যার জেরে প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। ২৪ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্যানেল তৈরিতে অনিয়মের অভিযোগে মঙ্গলবার তা স্থগিত করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শেখর ববি সরাফ। ২০১৭-এ রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। এনসিইআরটির নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগের এই পরীক্ষা হয়। ফল প্রকাশিত হয় ২০১৮'র জুন মাসে। প্রথমবার ভেরিফিকেশনের পর নোটিফিকেশন জারি হয়। প্রথম তালিকার প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় ডিসেম্বরে। অভিযোগ, সেসময় থেকেই গন্ডগোলের সূত্রপাত। প্রথম লটে যাঁদের ভেরিফিকেশনে ডাকা হয়, তাঁদের মধ্যে কয়েকজনকে দ্বিতীয় লটে কাউন্সেলিংয়ে ফের যেতে বলা হয়। প্রার্থীদের একাংশের বক্তব্য, নম্বর কম থাকার কারণেই দ্বিতীয়বার ডাকার ব্যবস্থা হয়। প্রার্থীরা জানাচ্ছেন, কোনওরকম নোটিফিকেশন ছাড়াই তাঁদের ডাকা হয়েছিল বলে পরে ভুল শোধরানো হয়। তবে ততদিনে দ্বিতীয় লটের কয়েকজনের নাম ওঠে তালিকায়। অথচ প্রকৃত যোগ্য প্রার্থীদের ডাকাই হয়নি বলে অভিযোগ। এই প্রার্

মানচিত্র থেকে মুছে দেওয়া হবে ইজরায়েলকে, হুমকি ইরানের

Image
ইজরায়েল ও ইরানের চাপানউতোরে পশ্চিম এশিয়ায় বাড়ছে যুদ্ধের আশঙ্কা। রবিবার সিরিয়ায় ইরানি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল। তারপরই পালটা হুমকি এসেছে ইরানের তরফে। ইজরায়েলকে 'দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়া হবে' বলে হুমকি দিয়েছেন ইরানি সেনার ব্রিগেডিয়ার আজিজ নাসিরজাদ। রবিবার, দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর, ইরানের গোয়েন্দা দপ্তর ও সেনা ঘাঁটিতে বোমাবর্ষণ করে ইজরায়েলি বোমারু বিমান। রুশ প্রতিরক্ষা বিভাগকে উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ওই হামলায় ১১ জন নিহত হয়েছেন। তার মধ্যে ৪ জন সিরিয়ার নাগরিক। এযাবৎকালের মধ্যে এটাই সিরিয়ায় সবচেয়ে বড় ইজরায়েলি হামলা। রবিবার রাত থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে সিরিয়ার ৬৫টি জায়গায় হামলা চালায় ইজরায়েলের বায়ুসেনা। গাইডেড মিসাইলের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক অস্ত্রভাণ্ডার। বিশেষ করে দামাস্কাস বিমানবন্দরের পাশে থাকা ইরানি ঘাঁটিগুলিকে নিশানা করেছে জঙ্গি বিমান। এদিকে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম সানা জানিয়েছে, রবিবার ইজরায়েলের ছোঁড়া ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। সিরিয়ার বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের

আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের, একধাক্কায় অনেকটাই কমল চিনের আর্থিক বৃদ্ধির হার

Image
কমিউনিস্ট সরকারের উদ্বেগ বাড়িয়ে এক ধাক্কায় অনেকখানি কমে গেল চিনের আর্থিক বৃদ্ধির হার। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় চাপ তৈরি হল বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। এই ব্যতিক্রমী আর্থিক মন্দার ঘটনাকে অশনি সংকেত হিসাবেই দেখছেন চিন সরকার। চিনা পণ্যের লাগাতার বাজার হারানো এবং আমেরিকার সঙ্গে চলতি বাণিজ্য সংঘাতকেই এজন্য দায়ী করছে ওয়াকিবহাল মহল। কিন্তু চিনা অর্থনীতিবিদদের মতে, সদ্য শেষ হওয়া আর্থিক বছরে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে। যা বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে কম। এই ঘটনা এক দিনে হয়নি। গত দুই বছর ধরেই ভারী শিল্প, প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছুঁয়েছে চিন। কিন্তু নিত্য নতুন বাজার ও বিক্রির ক্ষেত্র তৈরি করতে পারেনি। চিনের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনবিএস) সোমবার এক রিপোর্টে জানিয়েছে, ২০১৭ সালে আর্থিক বৃদ্ধির হার ছিল, ৬.৮ শতাংশ। তার চেয়েও কমে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে। ১৯৯০ সালে চিনের আর্থিক বৃদ্ধির হার ছিল এখনও পর্যন্ত সবচেয়ে কম (৩.৯ শতাংশ)। অর্থাৎ ২০১৮ সালের আর্থিক বৃদ্ধির হার হল গত ২৮ বছরের মধ্যে সবচেয়ে কম। এই ঘটনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের OBOR

কর্মবিরতি প্রত্যাহার কর্মীদের, অচলঅবস্থা কাটল হলদিয়া বন্দরের

Image
ইউনিয়নের সঙ্গে প্রশাসনের বৈঠকে জট কাটল। হলদিয়া বন্দরে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন মুরিং ক্রুরা। আন্দোলনকারীদের শোকজ ও ইউনিয়নের এক নেতাকে সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পর্যাপ্ত কর্মী নেই। যাঁরা জাহাজ বেঁধে ফেলার কাজ করেন, তাঁদের প্রতিদিন ওভারটাইম করতে হয়। প্রতিবাদে হলদিয়া বন্দরে আন্দোলনে নেমেছিলেন মুরিং ক্রুরা। চলছিল কর্মবিরতি। রবিবার বিকেল থেকে কাজকর্ম শিকেয় ওঠেছিল বন্দরে। মাল খালাস হয়নি ৯টি জাহাজের। বন্দরের কাছে স্যান্ডহেডে আটকে ২৬টি পণ্যবাহী জাহাজ। কর্মী ইউনিয়নের এক নেতাকে সাসপেন্ড করে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। শোকজ করা হয় ১১ জন মুরিং ক্রুকেও। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। হলদিয়া বন্দরে কর্মবিরতির জন্য কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা ছিল। শেষপর্যন্ত, মঙ্গলবার সকালে বন্দরের কর্মী ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। দুপুরে বৈঠক হয় হলদিয়া প্রশাসনিক ভবনে। সেই আলোচনাতেই সমাধানসূত্র মিলল। এ রাজ্যের একমাত্র সচল বন্দর হলদিয়া বন্দর। প্রতিদিন কয়েক কোটি টাকার মাল খালাস হয় এই বন্দরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও জাহাজ আ

ট্রাফিক চালানের হাত থেকে মুক্তি পেতে কাজে লাগবে গুগল ম্যাপস

Image
ভারতে শিঘ্রই নতুন একটি ফিচার আনবে গুগল ম্যাপস। এই ফিচারে রাস্তায় ট্রাফিক চালানের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। নতুন ফিচারে সারা ভারতে স্পিড ক্যামেরা দেখাতে শুরু করবে গুগল ম্যাপস। এর ফলে সামনে ক্যামেরা থাকলে গুগল ম্যাপস নেভিগেশান ব্যবহার করে তা আগে থেকেই দেখে নিতে পারবেন ড্রাইভার। "মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ইন্দোনেশিয়া ও ভারতে ম্যাপে এই ফিচার আসছে।" এক রিপোর্টে জানানো হয়েছে। অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটে প্রথম এই ফিচার সামনে এসেছিল। সেই রিপোর্টে প্রকাশিত স্ক্রিন শট অনুযায়ী ম্যাপে কমলা রঙে রাস্তা দেখা যাবে আর ক্যামেরা গুলি নীল রঙে দেখা যাবে। ক্যামেরা কাছে এলে গুগল ম্যাপ তা জানিয়ে দেবে। স্ক্রিনে ডান দিকে নীচে প্রত্যেক ক্যামেরার স্পিড লিমিট লেখা থাকবে। এখনও গুগল ম্যাপস এ এই ফিচার না এলেও শিঘ্রই নতুন আপডেটে অ্যানড্রয়েড ও আইওএস এ যোগ হবে ক্যামেরা। সম্প্রতি গুগল ম্যাপস ব্যবহার করে কোথাও জাওয়ার আগেই সভ্যাব্য অটোর ভাড়া জানা যাচ্ছে। দিল্লিতে এই ফিচার শুরু হয়েছে। যে জায়গায় যেতে চান সেই জায়গাটি গুগল ম্যাপসে সার্চ করে নেভিগেশান অপশানে পবল

'স্ত্রী' বনাম 'উরি', বক্স অফিস যুদ্ধে জোরদার লড়াইয়ে ভিকি-রাজকুমারের ছবি

Image
আয়ুষ্মান খুরানা থেকে ভিকি কৌশল, এই মুহূর্তে এই উঠতি তারকাদের সাফল্য নিয়েই ব্যস্ত বলিউড। 'অন্ধাধুন','উরি', 'স্ত্রী', 'বধাই হো' র মত একাধিক কম বাজেটের ছবি যেখানে বক্স অফিসে ক্রমাগত সাফল্য পেয়ে চলেছে সেখানে শাহরুখ , সলমনদের ছবি সেই সাফল্যের ধারে কাছে পৌঁছতে পারছে না। রাজকুমার থেকে ভিকি কৌশল, যেরকম সাফল্য়ের মধ্য দিয়ে যাচ্ছেন তা নিঃসন্দেহে ঈর্ষণীয়। এবার তাঁদের দু'জনের ফিল্ম নিয়ে কার্যত বক্স অফিসে পরিসংখ্যানের খেলায় শুরু হয়েছে লড়াই। 'উরি' যেভাবে বক্স অফিসের যুদ্ধে এগিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে রাজকুমারের 'স্ত্রী'কে পিছনে ফেলে দেবে ছবি। আপাতত 'উরি' ছবির বক্স অফিস কালেকশন বলছে ছবিটি ' ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। অন্যদিকে,'স্ত্রী' ২০১৮ সালে মুক্তি পেতেই তা ছুঁয়ে ফেলে ১২৯ কোটির মার্কেট। অন্যদিকে, 'স্ত্রী' এর সাফল্য যদি 'উরি ' ছুঁয়ে ফেলতে পারে, তাহলে তারপরবর্তী লক্ষ্য হবে 'বধাই হো ' ছবির সাফল্যকে ছোঁয়া। আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি 'বধাই হো'র বক্স অফিস কালকশন ১৩২ কোটি টাকা। ফলে আপাতত বলিউডের বক

একই রাস্তায় পরপর দু'বার মহিলাকে গণধর্ষণ, চাঞ্চল্য বাণিজ্যনগরীতে

Image
পরপর দু'বার একই রাস্তায় একই মহিলাকে গণধর্ষণ করা হল। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। একজন নাবালককে আটক করা হয়েছে। মহিলা এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তখনই তাকে নির্যাতন করা হয়। পুলিশ জানিয়েছে, মহিলা একজন বিধবা। রাত ১১টা ৩০ মিনিট নাগাদ তিনি ফিরছিলেন। সেইসময়ই এই ঘটনা ঘটে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে তিনজনের বয়স ১৭, ১৯ ও ২১ বছর। মহিলাকে গাড়ির পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই নির্যাতন করা হয়। ঘটনার পর মহিলা বাড়ি ফেরার চেষ্টা করলে একই রাস্তায় এক কিলোমিটার দূরে মহিলাকে আবার থামিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মহিলার মাথায়ও চোট লাগে। গুরুতর অবস্থায় মহিলা বাড়িতে ফেরেন। পরের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তা জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে তিনজন নিজের দোষও স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে।

বর্ষসেরা ক্রিকেটার, সেরা টেস্ট-ওয়ানডে ক্রিকেটারও, পুরস্কারের হ্যাটট্রিক কোহালির

Image
আইসিসির বর্ষসেরা পুরস্কারের তালিকায় জয়জয়কার বিরাট কোহালির। বর্ষসেরা ক্রিকেটার। সেরা টেস্ট ক্রিকেটার। সেরা ওয়ানডে ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষিত এই তিন পুরস্কারই জিতলেন বিরাট কোহালি। যা নজিরবিহীন। এর আগে কোনও ক্রিকেটার একইসঙ্গে এই তিন পুরস্কার জিততে পারেননি। ইতিহাস সৃষ্টি করলেন তিনি। সদ্য অস্ট্রেলিয়ায় এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জিতেছেন কোহালি। অস্ট্রেলিয়ায় প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে জিতেছেন দ্বিপাক্ষিক একদিনের সিরিজও। এ বার আইসিসির বার্ষিক পুরস্কার তালিকাতেও জয়জয়কার কোহালির। আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার বা বর্ষসেরা ক্রিকেটার হিসেবে গত বছরও স্যর গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন কোহালি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার গ্যারফিল্ড সোবার্সের নামে বছরের সেরা ক্রিকেটারকে এই ট্রফি দেওয়া হয়। এই নিয়ে টানা দু'বার এই ট্রফি জিতলেন তিনি। এই মুহূর্তে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। ২০১৮ সালে ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩৭ ম্যাচে ৪৭ ইনিংসে ৬৮.৩৭ গড়ে কোহালি করেছেন ২৭৩৫ রান। ফেলে আসা বছরে ১১ সেঞ্চুরি আর নয় হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

চোখে ধুলো নয়, নাকে পচা মাছের গন্ধ দিয়ে পাচারের চেষ্টা, উদ্ধার বিপুল সংখ্যক কচ্ছপ

Image
মাছের কন্টেনার থেকে উদ্ধার হওয়া কচ্ছপ। বাইরে থেকে দেখলে মনে হবে মাছের লরি। অন্ধ্র প্রদেশ থেকে যে রকম মাছের কন্টেনারে মাছ নিয়ে আসা হয় সে রকম কন্টেনার। সেই কন্টেনারের দরজা খোলার পরও আপাত ভাবে সন্দেহ হওয়ার কিছু নেই। সারি সারি মাছের ক্রেট, আর তাতে বোঝাই করা তেলাপিয়া,ট্যাংরার মত মাছ। কেন্দ্রীয় সরকারের বন্যপ্রাণ রক্ষা এবং অপরাধ দমন বিভাগের গোয়ে্ন্দারা বেশ কয়েক মাস ধরেই খবর পাচ্ছিলেন মাছের আড়ালে পাচার হচ্ছে সংরক্ষিত প্রজাতির কচ্ছপ। সোমবার ভোর রাতে উত্তর প্রদেশ থেকে আসা এ রকমই একটি 'কনসাইনমেন্ট' বর্ধমানে পাকড়াও করার পর মাছের গাড়ির বিষয়ে নির্দিষ্ট তথ্য পান গোয়্ন্দারা। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার ভোররাতে বনগাঁর চাঁদপাড়াতে অন্ধ্রপ্রদেশ থেকে আসা একটি মাছের কন্টেনার ধরেন গোয়েন্দারা। রাজ্য সরকারের বন দফতরের এক আধিকারিক বলেন,"প্রথমে কন্টেনার খোলার পর কিছুই অস্বাভাবিক পাওয়া যাচ্ছিল না।সব ক্রেটে তেলাপিয়া মাছ ভরা। কিন্তু আমাদের কাছে পাকা খবর ছিল। তাই সামনের দিকের ক্রেট সরাতে থাকি। একেবারে পিছনের দিকের ক্রেটে দেখি মাছের বদলে বস্তা। আর সেই বস্তা খুলতেই বেরিয়ে আসে কচ্ছপ।" কন্টেনারে

সুষ্ঠু পরিবহণের লক্ষ্যে ভাবনা ভারতীয় রেলে! শীঘ্রই আসতে পারে বড় পরিবর্তন

Image
ভবিষ্যতে লক্ষ্যে বড় চিন্তাভাবনা ভারতীয় রেলে। সুষ্ঠু পরিবহণের লক্ষ্যে ব্যক্তি মালিকানায় রেলের একটি অংশ তুলে দেওয়ার চিন্তা শুরু হয়েছে। যেখানে ব্যক্তি মালিকানাধীন অবস্থায় চলবে প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি ব্যক্তি মালিকানায় মালগাড়ি চালানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।  রেলের সবকটি জোনে পরীক্ষামূলকভাবে এই প্রচেষ্টা শুরু করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী, রেলবোর্ডের এক পদস্থ কর্তা বলেছেন, ব্যক্তি মালিকানা বেছে নেওয়া হলে, ট্রেন চলাচলে উন্নতি হবে। এছাড়াও পরিকাঠামোতেও উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সেন্টার ফর ট্রান্সপোর্টেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্টের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে রেল বোর্ডের পদস্থকর্তারা উপস্থিত ছিলেন। যেখানে বিভিন্ন প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বলে সূত্রের খবর। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেল বোর্ডের সদস্য গিরিশ পিল্লাই বলেছেন, রেলমন্ত্রকের সিনিয়র অফিসাররা আলোচনায় বলেছেন, ব্যক্তি মালিকানাধীন সংস্থাকে রেলের সঙ্গে যুক্ত করে কীভাবে যাত্রীবাহী ট্রেন কিংবা মালগাড়ি চলাচলে উন

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, কেঁপে উঠল সমুদ্রগর্ভ

Image
ইন্দোনেশিয়া ফের দুলে উঠল ভূমিকম্পে। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। তবে ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, কম্পনের স্থায়িত্ব কম থাকায় সুনামির সম্ভাবনা নেই বললেই চলে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে স্বাভাভিকভাবেই ফের কম্পনের ঝাঁকুনি গোটা দেশে আরও একবার প্রবল ভীতির সঞ্চার করেছে। কিছুদিন আগেই ভূমিকম্পে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছ ইন্দোনেশিয়া। হতাহতের সংখ্যা ছিল সাতশোর বেশি। ঘর-বাড়ি হারিয়ে পথে বসেছিলেন ইন্দোনেশিয়ার কয়েক হাজার মানুষ। দিনকয়েক কাটতে না কাটতেই আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সুম্বা বারাত জেলার ১০৩ কিমি উত্তর-পশ্চিমে ছিল এপিসেন্টার। সমুদ্রগর্ভের ১০ কিমি গভীরতায় কম্পন অনুভূত হয়। ভূবিজ্ঞানী আজিজ সুগিয়ারসো জানিয়েছেন, কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফলে সুনামির সম্ভাবনা নেই। আমরা তাই সতর্কতা জারি করিনি। তবে সমুদ্রগর্ভে এই ধরণের কম্পন কখনওই ভালা বার্তা নয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্পের নয় মিনিটের মাথায় আফটার-শক অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.২। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প নতুন কিছু নয়। তবে বারবার সমুদ্রগর্ভ কম্

‘সঙ্গে থাকুন, ভাল থাকুন’, এ বার মমতার চিঠি যাবে বাড়ি বাড়ি

Image
এ বার বাড়ি বাড়ি, হাতে হাতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা-বার্তা। সঙ্গে থাকুন, ভাল থাকুন! বাড়ি বাড়ি, হাতে হাতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা-বার্তা। সামাজিক মাধ্যমের যুগে মোবাইল অ্যাপ বা আরও নানা প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের সংযোগের বৃত্ত তৈরি করতে সচেষ্ট নরেন্দ্র মোদী থেকে রাহুল গাঁধী সকলেই। কিন্তু কেবল প্রযুক্তির ভরসায় না থেকে মুখ্যমন্ত্রী মমতা চিঠি পাঠাতে চান নিজের হাতে সই করে। যে চিঠি মারফত প্রাপকের হাতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর 'ব্যক্তিগত' ছোঁয়াও। গত সাড়ে সাত বছরে তাঁর সরকারের আমলে রাজ্যের নানা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাঁরা পেয়েছেন, তাঁদের সঙ্গেই ব্যক্তিগত স্তরে যোগাযোগ করে 'ধন্যবাদ' জানাতে চান স্বয়ং মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, ২০১১ সালের ২০ মে ( যে দিন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা প্রথম বার শপথ নিয়েছিলেন) থেকে যাঁরা রাজ্যের নানা প্রকল্পের সুবিধাপ্রাপক, তাঁদের সম্পর্কিত যাবতীয় তথ্য দ্রুত সঙ্কলনের জন্য নির্দেশ জারি হয়েছে। মুখ্যসচিব অন্যান্য দফতরের সচিবদের সঙ্গে আলোচনায় তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে

বছরে ৭১২ লক্ষ কোটি টাকা ‘বেতন’ মার যাচ্ছে মহিলাদের!

Image
ছেলেকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো কিংবা বরের জন্য ভাত বেড়ে দেওয়া, শ্বশুর-শাশুড়ির ওষুধ হাতের কাছে রাখা... সারা বিশ্বের মহিলাদের দিনভরের এমন হাজারো বেতনহীন কাজের মোট মাইনে যদি ধার্য করা হয়, তা হলে বছরে তা দাঁড়াবে আনুমানিক ১০ লক্ষ কোটি ডলার! যা কি না অ্যাপল-এর মতো সংস্থার এক বছরের ব্যবসার ৪৩ গুণ। নিজেদের সমীক্ষায় এমনই দাবি করেছে আন্তর্জাতিক অধিকার রক্ষা সংগঠন 'অক্সফ্যাম'। ভারতের ক্ষেত্রে ছবিটা আরও বিবর্ণ। মেয়েদের ঘরের কাজের বেতন ধরলে তা জাতীয় আয়ের ৩.১ শতাংশ। এমন কাজে শহরের মেয়েরা সারা দিনে ৩১২ মিনিট ব্যয় করে। গ্রামাঞ্চলে সেটা ২৯১ মিনিট। সেখানে তুলনা করলে শহরের ছেলেরা ব্যয় করে মাত্র ২৯ মিনিট। আর গ্রামের ছেলেরা ৩২ মিনিট। কিছু দিনের মধ্যেই সুইৎজারল্যান্ডের দাভোসে শুরু হচ্ছে 'ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম' (ডব্লিউইএফ)-এর বার্ষিক সম্মেলন। তার আগে এই রিপোর্টকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন অর্থনীতিবিদরা। ভারতের জন্য মহিলাদের আর্থিক বৈষম্য চোখে পড়ার মতো। অক্সফ্যামের রিপোর্টে দাবি করা হয়েছে, এ দেশে আর্থিক-বৈষম্যের মুখই মেয়েরা। বেতনহীন কাজের পাশাপাশি বেতনভুক্ত, কিংবা কোটিপতিদের  তালিকাতে

ঢাকার কাফেতে হামলায় ৩৯ লাখ টাকা, অস্ত্র গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, স্বীকারোক্তি ধৃত জঙ্গি নেতার

Image
সন্ত্রাসের ঢাকা। খাস কলকাতার হোটেলেই লুকিয়ে ছিল ঢাকার 'হোলি আর্টিজান' কাফেতে হামলার অন্যতম মূল চক্রী। ২০১৬ সালের জুলাইয়ে যখন আইএস অনুপ্রাণিত নয়া জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিরা ওই কাফেতে হামলা চালায় তখন মধ্য কলকাতার হোটেলে বসেছিল দুই প্রধান চক্রী মামুনুর রশিদ ওরফে রিপন এবং তার সঙ্গী শরিফুল ইসলাম খালিদ। রবিবার রিপনকে বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে গাজিপুরে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে জেরা করেই জানা গিয়েছে ওই তথ্য। সূত্রের খবর, ২০১৮-র জুলাইয়ে হোলি আর্টিজান তদন্ত শেষ করে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছিল, ওই দুই অভিযুক্ত ভারতেই লুকিয়ে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে বাংলাদেশ থেকে পাঠানো তথ্য অনুযায়ী তদন্তে জানা যায়, রিপন এবং খালিদ বেকারি হামলার কয়েক মাস আগে এপ্রিল মাসে সীমান্ত পেরিয়ে চলে আসে পশ্চিমবঙ্গে। এই বাংলায় জেএমবি-র খাগড়াগড় মডিউলের অন্যতম মূল পাণ্ডা সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লার তৈরি করা স্লিপার সেলের সাহায্য নিয়ে বাংলাদেশি টাকায় ৩৯ লাখ টাকা পাঠায় বাংলাদেশে দলের শীর্ষনেতাদের কাছে,

নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, পুরস্কার পাচ্ছে নদিয়া জেলা

Image
তেহট্ট: নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করার জন্য জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত হতে চলেছে নদিয়া। সমস্ত কিছু ঠিক থাকলে ২৫ জানুয়ারি জেলাশাসক সুমিত গুপ্তা পশ্চিমবঙ্গের মূখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের হাত থেকে এই পুরস্কার নেবেন। প্রসাশনিক সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর ২৫ জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে কয়েকটি ক্যাটাগরিতে ২০১১ সাল থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে খুব ভুলভ্রান্তি ব্যতিত তালিকা প্রকাশ করলে এই পুরস্কার পাওয়া যায়। এখনও পর্যন্ত নদিয়ায় মোট ভোটার সংখ্যা ৪০,৯১,১৪৫ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২১,১১,৮৫৫ জন। নারীর সংখ্যা ১৯,৭৯,১৮৬ জন। আগের তুলনায় জনসংখ্যার নিরিখে ভোটার বেড়েছে ০.৭১ শতাংশ। গত ১৪ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ অনুযায়ী, নদিয়ায় ভোটার বেড়েছে ছিয়ানব্বই হাজার দুশো এক। উল্লেখযোগ্য বিষয় হল, নারীর বৃদ্ধির হার এক লাফে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে এক হাজার পুরুষের অনুপাতে নারীর হার ৯৩২ ছিল সেখানে এখন হয়েছে ৯৩৭। অবশ্য কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নারীর বৃদ্ধির হার সব থেকে বেশি। নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে। নদিয়ায় নারীর সংখ্যা বেড়েছে বাহান্ন হা

সংঘর্ষে খতম ‘আইএস জঙ্গি’ নিরপরাধ! পাক প্রশাসনের দাবিতে তুঙ্গে বিতর্ক

Image
পুলিশের সঙ্গে সংঘর্ষে শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে খতম হয়েছে শীর্ষ আইএস কম্যান্ডার জিশান৷ আইএস সন্দেহে একই সঙ্গে খতম হয়েছে জিশানের বন্ধু খলিল ও তার পরিবারের দুই মহিলা সদস্য৷ এই ঘটনার ঠিক একদিন পরেই মৃতদের মধ্যে তিনজনকে নিরপরাধ দাবি করলেন পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী বাশারত রাজা৷ এমনকী, ওই জঙ্গিদমন অভিযানের সঙ্গে যুক্ত ১৬ জন তদন্তকারী অফিসারের কঠোর শাস্তির ব্যবস্থা করল পাঞ্জাব প্রশাসন৷ রবিবার পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী জানান, মৃতদের মধ্যে কেবলমাত্র জিশানই আইএস জঙ্গি৷ খলিল ও বাকি দুই মহিলা তার প্রতিবেশী৷ তাদের সঙ্গে আইএসের কোনও যোগ নেই৷ জিশান যে আইএসের শীর্ষ কম্যান্ডার, সেই বিষয়েও কিছু জানত না খলিল ও তার পরিবারের সদস্যরা৷ পাশাপাশি মন্ত্রী বাশারত রাজা অভিযোগ করেন, জঙ্গিদমন অভিযানে নিযুক্ত অফিসাররা কর্তব্যে গাফিলতি করেছে৷ আইএস জঙ্গি জিশানকে খতম করতে গিয়ে নিরপরাধ তিনজন মানুষকে খুন করেছে তারা৷ জানা গিয়েছে, এই অভিযোগে ওই অভিযানে যুক্ত জঙ্গিদমন শাখার ১৬ জন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যে অফিসার তাঁকেও সাসপেন্ড করেছে

হ্যাক হয়েছে ৭৭ কোটি ইমেল: আপনার অ্যাকাউন্টও হ্যাক হল নাকি?

Image
সম্প্রতি হ্যাক হয়েছে ৭৭.৩ কোটি ইমেল আইডি। এই সব ইমেল আইডির পাসওয়ার্ড অনলাইনে প্রকাশ করেছেন হ্যাকাররা। এই ঘটনা নিঃসন্দেহে সাম্প্রতিক ইতিহাসে সব থেকে বড় অনলাইন হ্যাকিং এর নজির। নিঃসন্দেহে এই তথ্য ব্যবহার করে এবার দুষ্কৃতিরা একের পর কুকর্ম শুরু করবে। আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কী না জানবেন কীভাবে? আপনার ইমেল হ্যাক হলে কী করবেন? দেখে নিন। এই হ্যাকিং এ মোট ৭৭২,৯০৪,৯৯১ টি ইমেল আইডি হ্যাক হয়েছে। এই প্রক্রিয়ায় মোট ২১,২২২,৯৭৫ টি পাসওয়ার্ড হ্যাক করেছে হ্যাকাররা। নীজের ইমেল হ্যাক হয়েছে কী না বোঝার জন্য https://haveibeenpwned.com এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সহজেই নিজের ইমেল আইডি হ্যাক হয়েছে কী না তা জেনে নিতে পারবেন। আপনার আইডি হ্যাক হলে এই ওয়াবসাইটে জানানো হবে। হ্যাক না হলেও তা জানাবে এই ওয়েবইসাইট। নিজের পাসওয়ার্ড হ্যাক হয়েছে কী না জানার জন্য https://haveibeenpwned.com/Passwords   ওয়েবসাইটে লগ ইন করুন। সেখানে ডায়ালগ বক্সে নিজের পাসওয়ার্ড লিখুন। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকলে এই ওয়েবসাইট তা জানিয়ে দেবে। আপনার ইমেল আইডি হ্যাক হয়েছে জানলে কী করবেন? ইমেল আইডি হ্যাক হয়েছে জানলে শুরুতেই নিজের ইমে

আপনার চোখের খেয়াল রাখবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

Image
হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় চোখকে শান্ত রাখতে আসছে ডার্ক মোড। নতুন ফিচারে গোটা অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো করে রাখা যাবে। এর ফলে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চোখের উপরে কম চাপ পড়বে। অ্যানড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মের জন্যই এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ডার্ক মোড কেমন দেখতে হবে তার এক ঝলক প্রকাশিত হয়েছে টুইটারে। সেই ছবিতে কনট্যাক্ট তালিকায় কালো ব্যাক গ্রাউন্ড দেখা গিয়েছে। এতদিন কালো ওয়ালপেপার ব্যবহার করে শুধুমাত্র চ্যাট উইন্ডো কালো করে রাখা যেত। কনট্যাক্টের ব্যাকগ্রাউন্ড কালো করার কোন উপায় ছিল না। এবার গোটা অ্যাপে ডার্ক মোড যোগ হবে। ডার্ক মোড যেমন গ্রাহকের চোখে স্বাস্থ্যের খেয়াল রাখবে একই ভাবে ফোনের ব্যাটারি বাঁচবে ডার্ক মোডে। সম্প্রতি স্মার্টফোন ও কম্পিউটারে ডেভেলপাররা ডার্ক মোডে জোর দিচ্ছে। সম্প্রতি উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটে পিসিতে বিশেষ ডার্ক মোড যোগ হয়েছিল। এছাড়াও অ্যানড্রয়েড ও ডেস্কটপে ইউটিউব অ্যাপেল যোগ হয়েছিল ডার্ক মোড। এছাড়াও লেটেস্ট অ্যানড্রয়েড ৯.০ পাই আপডেটে যোগ হয়েছে ডার্ক মোড। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছিল দিনের সময় অনুযায়ী নিজে থেকেই হোয়াট

ইভিএম কারচুপি জেনে যাওয়াতেই খুন গোপীনাথ, গৌরী? লন্ডনে চাঞ্চল্যকর দাবি মার্কিন বিশেষজ্ঞের

Image
গৌরী লঙ্কেশ এবং গোপীনাথ মুন্ডে। ২০১৪-র লোকসভা নির্বাচনে গোপন প্রযুক্তির মাধ্যমে ইভিএমে কারচুপি করা হয়েছিল। ইভিএমে 'হ্যাক' করে বদলে দেওয়া হয়েছিল নির্বাচনের ফলাফল। প্রযুক্তির মাধ্যমে নির্বাচনের ফল বদলে দেওয়ার গোপন ঘটনা জেনে যাওয়াতেই খুন করা হয়েছিল বিজেপি নেতা গোপীনাথ মুন্ডেকে। সোমবার লন্ডনে এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন সাইবার বিশেষজ্ঞ সৈয়দ সুজা। যে বিশেষজ্ঞ দলটি ২০১৪-র লোকসভা নির্বাচনে ভারতের নির্বাচন কমিশনকে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সরবরাহ করেছিল, সৈয়দ সুজা সেই দলের অন্যতম সদস্য ছিলেন বলেই দাবি করেছেন এই সাংবাদিক সম্মেলনে। শুধু তাই নয়, প্রযুক্তির মাধ্যমে নির্বাচন কমিশনের ব্যবহার করা ইলেকট্রনিক ভোটিং মেশিনে কী ভাবে কারচুপি করা যায়, তা-ও করে দেখিয়েছেন সৈয়জ সুজা। লন্ডনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইউরোপের ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। যদিও এই অভিযোগ 'উস্কানিমূলক' বলে উড়িয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ২০১৪ সালের ২৬ মে মোদী সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী হিসেবে শপথ ন

সুখবর! লোকসভার আগেই বাড়ছে বেতন, শিক্ষা মহলে খুশির হাওয়া বইয়ে দিলেন মন্ত্রী

Image
চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আগেই বেড়েছিল। এবার শিক্ষাবন্ধু ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা মিশন-সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত শিক্ষাকর্মীদের বেতন একধাক্কায় বাড়ল অনেকটাই। লোকসভার আগে রাজ্যের এই সিদ্ধান্তে খুশি কর্মীরা। শিক্ষাবন্ধুদের বেতন ছিল ৫ হাজার ৯৯৪ টাকা। তা বেড়ে হচ্ছে ৮ হাজার ৩৯২ টাকা। আর সর্বশিক্ষা মিশন-সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত শিক্ষাকর্মীদের বেতন বাড়ছে ৪০ শতাংশ। সোমবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, অ-শিক্ষক কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল আগেই। তিনি জানান, এবার ৩ হাজার ৯৩২ শিক্ষাবন্ধু এবং এসপিডি, এসআই ও জেলায় জেলায় কর্মরত এমন ২ হাজার ৪৬২ জনেরও বেতন বাড়ানো হল। এর আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যের ৫১ হাজার ৫৮৩ জন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বেতন বাড়ানো হয়েছে স্পেশাল এডুকেটর ও চুক্তিভিত্তিক কর্মীদেরও। এদিন পাস-ফেল চালু নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করা এখনই সম্ভব হচ্ছে না। সিদ্ধান্

ইভিএম হ্যাক করেই ২০১৪-র নির্বাচনে জিতেছিলেন মোদী, বিদেশে বসে চাঞ্চল্যকর দাবি প্রবাসী প্রযুক্তি বিশেষজ্ঞের

Image
ইভিএম হ্যাক করা সম্ভব। ২০১৪ সালে ইভিএম হ্যাক করেই বিপুল জয় পেয়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি। সেকথা জেনে ফেলায় খুন হতে হয়েছে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডে ও সাংবাদিক গৌরী লঙ্কেশকে। লোকসভা নির্বাচনের মুখে এমনই সব চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রবাসী ভারতীয় প্রযুক্তিবিদ সৈয়দ শুজা। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই ইভিএম হ্যাক করার কৌশল হাতে কলমে দেখান তিনি।  শুজার দাবি, ইভিএম-এর নির্মাতা সংস্থা ইলেক্ট্রনিক্স করপোরেশন অফ ইন্ডিয়ায় কাজ করেছেন তিনি। ফলে ইভিএম হ্যাক করার কৌশল তাঁর জানা। শুজার দাবি, ইভিএম হ্যাক হওয়ায় ২০১৪-র নির্বাচনে ২০১টি আসনে হার হয়েছিল কংগ্রেসের।  এদিনের সাংবাদিক বৈঠকে মুখে কাপড় বেঁধে হাজির হন তথাকথিত ওই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। ওই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস নেতা কপিল সিবালও।  সেখানেই ভিডিও কনফারেন্সিংয়ে সৈয়দ শুজা বলেন, বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী গোপীনাথ মুন্ডে ইভিএম হ্যাকের কথা জেনে গিয়েছিলেন। প্রকাশ্যে তিনি সেকথা জানিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। তাই পরিকল্পিত ভাবে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই খুন করা হয় তা

ব্রিগেড ভরবে না, আশঙ্কাতেই মোদীর সভা বাতিল করল বিজেপি

Image
৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ হবে না, জানিয়ে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির ব্রিগেড ভরানোর ক্ষমতায় আস্থা রাখলেন না দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই রাজ্য দলের প্রস্তাব খারিজ করে তাঁরা জানিয়ে দিলেন, ৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ হবে না। তবে ২৮ জানুয়ারি ঠাকুরনগরে, ২ ফেব্রুয়ারি শিলিগুড়িতে এবং ৮ ফেব্রুয়ারি আসানসোলে মোদী সভা করবেন বলে রাজ্য বিজেপি জানিয়েছে। আর সোয়াইন ফ্লু থেকে 'সেরে উঠে' আজ, মঙ্গলবারই মালদহে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গত ১৯ জানুয়ারি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিজেপি বিরোধী ব্রিগেড সমাবেশে মোদী সরকারকে ফেলার ডাক দিয়েছেন ২৩ জন নেতা-নেত্রী। জাতীয় রাজনীতিতে তার প্রভাবও পড়েছে যথেষ্ট। স্বয়ং মোদী দু'দিন ধরে ওই সভার জবাবে পাল্টা কটাক্ষ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছেন, এই পরিস্থিতিতে ব্রিগেড সমাবেশ করে ১৯ জানুয়ারির সভার মোকাবিলা করার মতো সাংগঠনিক শক্তি ও দক্ষতা রাজ্য বিজেপির নেই। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সোমবার বলেন, ''মাত্র ১৮ দিনের মধ