Posts

Showing posts from January 26, 2019

IRCTC-র নয়া উদ্যোগ, ট্রেনে খাবার কিনতে এবার স্পট ই-পেমেন্ট

Image
প্রজাতন্ত্র দিবসের দিন রেলের নয়া উদ্যোগ। এবার থেকে চলন্ত দূরপাল্লার ট্রেনে খাবার কিনতে হলে আপনার পকেটে নগদ কম থাকলেও চলবে। এবার থেকে 'স্পট ফুড' সার্ভিসে ই-পেমেন্ট শুরু করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা IRCTC। চলন্ত ট্রেনে এবার থেকে খাবার কিনলে আপনি ডেবিট বা ক্রিডিট কার্ডের দ্বারা মূল্য চোকাতে পারেন। আইআরসিটিসি কর্মীদের হাতে থাকবে একটি করে পয়েন্ট অফ সেল বা POS যন্ত্র। যার সাহায্যে খাবার ডেলিভারির সঙ্গে সঙ্গে করতে পারবেন আপনি বিল পেমেন্ট। বিল পেমেন্টের পর আপনি পাবেন কাগজের বিল। রেল সূত্রে জানানো হয়েছে, ইতমধ্যে প্রায় ২ হাজার পিওএস মেল ও এক্সপ্রেস ট্রেন গুলিতে দেওয়া হয়েছে। রেলের তরফে আইআরসিটিসিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি কামরায় অন্তত ৮টি করে পিওএস যন্ত্র দিতে হবে। যদিও প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ১৫ ফেব্র‌ুয়ারি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে চালানো হবে এই পদ্ধতি। যাত্রীদের মতে, IRCTC-র এই নতুন পরিষেবায় ট্রেনে খাবার দিতে আসা বয়দের অতিরিক্ত অর্থ দেওয়া থেকে রক্ষা পাবেন রেল যাত্রীরা। অন্য এক যাত্রীর মতে, অনেক সময়ে ট্রেনে ঠাণ্ডা পানীয় জলের জন্য অতিরিক্ত ২ থেকে ৩ টাক

গায়ে দুর্গন্ধ, প্লেন থেকে নামিয়ে দেওয়া হল শিশুকন্যা-সহ ইহুদি পরিবারকে

Image
মিশিগানের বাসিন্দা এক ইহুদি পরিবারকে তাঁদের ১৯ মাসের শিশুকন্যা-সহ জোর করে প্লেন থেকে নামিয়ে দেওয়া হল। ওই পরিবারটির গা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছিল বলে অভিযোগ মার্কিন উড়ানসংস্থার। প্লেনের সহযাত্রী ও কয়েকজন বিমানকর্মী এই অভিযোগ জানায়। ইয়োসি অ্য়াডলার, তাঁর স্ত্রী জেনি ও ১৯ মাসের একটি শিশুকন্যাকে নিয়ে মিয়ামি থেকে মিশিগান ফিরছিলেন। বাড়িতে তাঁদের আরও আট সন্তান রয়েছে। বিমান ছাড়ার একটু আগে বিমানের এক কর্মচারী এমার্জেন্সির কথা বলে তাঁদের নীচে নেমে আসতে বলেন। বিমান থেকে নামার পর ওই ইহুদি পরিবারকে জানানো হয় যে তাঁদের গায়ের দুর্গন্ধের জন্য প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইয়োসি অ্যাডলার। তাঁর পরিবারকে অপমান ও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ধর্মীয় কারণেই তাঁদের এই ঘটনার শিকার হতে হল বলে দাবি করেছেন ইয়োসি। ওই উড়ানসংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন ইয়োসি। উড়ানসংস্থার অবশ্য দাবি যে কোনও ধর্মীয় কারণ নয়, সব যাত্রীর স্বাচ্ছন্দের কথা ভেবেই তারা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। প্লেন থেকে নামিয়ে দেওয়া হলেও রাতে অন্য হোটেলে ওই ইহুদি পরিবারের থাকা

ব্যর্থ হামলার ছক, কাশ্মীরে এনকাউন্টারে খতম ২ সন্ত্রাসবাদী

Image
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ছক ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে শ্রীনগরের উপকণ্ঠে কোনমোহ গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ২ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। এক সন্ত্রাসবাদী এখন গা ঢাকা দিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এনকাউন্টারে ৩ নিরাপত্তাকর্মী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা বাহিনীর দফতরে হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। কিন্তু গোপন সূত্রে ভোরেই সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ, সেনা এবং সিআরপিএফ জওয়ানদের নিয়ে গঠিত যৌথ বাহিনী। যে বাড়িতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল সেটি চার দিক থেকে ঘিরে ফেলা হয়। এদিকে, বিপদ বুঝতে পেরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। নিরাপত্তা বাহিনীর পালটা জবাব দিলে দু'তরফে গুলির লড়াই বেধে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু'তরফে গুলির লড়াই চলছিল।

৩৬ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, বাতিল একাধিক লোকাল

Image
কলকাতাঃ  ৩৬ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রের খবর, বালিগঞ্জ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে এক থেকে তিন নম্বর লাইনের উপরে থাকা ব্রিজের অংশটি ভাঙার কাজ হবে। তার জন্য ৩৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ব্লক শুরু হবে আগামীকাল রবিবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে। ব্লক চলবে মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিট পর্যন্ত। এই কাজের জন্য সোমবার সবচেয়ে বেশি প্রভাব পড়বে ট্রেন পরিষেবায়। ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের দরুন ভোগান্তির আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। রেল কর্তৃপক্ষ এই ধরনের ব্লক সাধারণত শনি-রবিবার করে থাকে। হঠাত কেন সোমবার সপ্তাহের প্রথম দিনে কাজের দিনে করা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে রেল সূত্রে জানা গিয়েছে রবিবার তিনটি আপ এবং দু'টি ডাউন লাইনের লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ওই দিনই শিয়ালদহ থেকে ছাড়া সাতটি ট্রেন এবং নৈহাটি থেকে ছাড়া একটি ট্রেনকে নিউ আলিপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। শিয়ালদহগামী ট্রেনগুলি নিউ আলিপুর স্টেশন থেকেই ছাড়বে। সোমবার এই শাখায় ১০ জোড়া ট্রেন বাতিল থাকবে। ১৯টি ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে এবং সেখান থেকেই ফিরতি ট্রেনগুলি ছাড়বে। মঙ্গলবার এক জোড়া ট্রেন বাতিল থাকছে।

ক্রাইম থ্রিলার যেন! রক্তমাখা কুঠার হাতে কুম্ভে গ্রেপ্তার সিরিয়াল কিলার

Image
রক্তমাখা কুঠার হাতে নিয়ে ঘুরছিল কুম্ভ মেলায়। মাথায় অন্তত ১০ জনকে খুনের অভিযোগ। এমন এক মূর্তিমান দুষ্কৃতীকে শুক্রবার কুম্ভ মেলা থেকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। নাম তার কালুয়া প্যাটেল ওরফে সুভাষ ওরফে সাই বাবা। সাধারণতন্ত্র দিবসের আগে তার গ্রেপ্তারি পুলিশের বড় সাফল্য বলে মনে করছে। প্রয়াগরাজের এসএসপি নীতিন তিওয়ারি বলছেন, 'আমাদের কাছে খবর ছিল, একজন দুষ্কৃতী কুম্ভ মেলায় ঢুকে পড়েছে। যার বিরুদ্ধে অন্তত ১০ জনকে খুনের অভিযোগ আছে। তারপর থেকেই লাগাতার তল্লাশি শুরু হয়। বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। তবে এই সিরিয়াল কিলারকে খুঁজে বের করতে আমাদের বেশি সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই হাতেনাতে ধরে ফেলা হয়। জেরার মুখে ভেঙে পড়ে কালুয়া সব স্বীকার করেছে। ওর কাছ থেকে একটা রক্তমাখা কুঠারও পেয়েছি। আমাদের প্রাথমিক অনুমান, এটা দিয়েই ও খুন করেছে।' পুলিশ সূত্রে আরও খবর, জেরার মুখে ৩৮ বছরের কালুয়া প্যাটেল স্বীকার করেছে, গত বছর সে বেশ কয়েকজনকে খুন করেছে। এদের মধ্যে বেশিরভাগই সাধারণ শ্রমিক। কিন্তু কী কারণে এমন কাণ্ড?  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কিছুটা উসকোখুসকো চেহারার কালুয়াকে দেখে অনেকেই হাসাহা

দুটি নতুন প্ল্যানে জিও কে টাক্কা দিতে পারবে এয়ারটেল?

Image
সম্প্রতি লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছিল জিও। ১৬৯৯ টাকায় ৩৬৫ দিন ভ্যালিডিটির প্ল্যান লঞ্চের পরেই সব কোম্পানি নিজেদের লম্বা ভ্যালিডিটির প্ল্যান বাজারে আনতে শুরু করেছে। ইতিমধ্যেই ৩৬৫ দিন ভ্যালিডিটির প্ল্যান বাজারে এনেছে ভোডাফোন, বিএসএনএল। এবার লম্বা ভ্যালিডিটির আরও দুটি নতুন প্ল্যান নিয়ে এল এয়ারটেল। ৯৯৮ টাকা ও ৫৯৭ টাকার দুটি প্ল্যানে ১৬৮ দিন ও ৩৩৬ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ৯৯৮ টাকা এয়ারটেল প্ল্যানে থাকছে আনলিমিটেড কল আর মোট 12GB ডেটা। এর সাথেই প্রতি মাসে ৩০০টি SMS করতে পারবেন গ্রাহক। প্রত্যেক ২৮ দিন অন্তর SMS রিনিউ হবে। ৯৯৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। ৫৯৭ টাকা এয়ারটেল প্ল্যানে থাকছে আনলিমিটেড কল আর মোট 6GB ডেটা। এর সাথেই প্রতি মাসে ৩০০টি SMS করতে পারবেন গ্রাহক। প্রত্যেক ২৮ দিন অন্তর SMS রিনিউ হবে। ৫৯৭ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ১৬৮ দিন। এই দুটি প্ল্যান ছাড়াও এই সপ্তাহেই ১৬৯৯ টাকায় ৩৬৫ দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল এয়ারটেল। ১৬৯৯ টাকা প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি দেবে এয়ারটেল। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা। ১৬৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সা

পিছু হঠলেন ট্রাম্প, ৩৫ দিন পর শাটডাউন উঠল আমেরিকায়

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  পিছু হঠতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেস অর্থ বরাদ্দ না করলেও, ট্রাম্প শুক্রবার তাঁর শাটডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। জানালেন, সোমবার, ২৮ জানুয়ারি থেকেই সরকারি কাজকর্ম শুরু হবে পুরোদমে। তবে আগামী তিন সপ্তাহের জন্য। তার মধ্যে কংগ্রেস ওই অর্থ বরাদ্দে সম্মতি না দিলে ফের শাটডাউন শুরুর হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে রেখেছেন, ওই অর্থ বরাদ্দের জন্য প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। ট্রাম্পের শাটডাউন সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে বেতন পাওয়ার ব্যাপারে ৮ লক্ষ মার্কিন কর্মচারীর অনিশ্চয়তার অবসান হল, আপাতত। অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে শক্তিশালী প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতে কংগ্রেসের সম্মতি পাননি, মূলত ডেমোক্র্যাট সদস্যদের তীব্র বিরোধিতায়। তার পর কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণা করে সরকারকে আধা নিষ্ক্রিয় করে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমের

পদ্মশ্রী ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন গীতা মেহতা

Image
লেখিকা গীতা মেহতা। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেহতা। ২৫ জানুয়ারি পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সব মিলিয়ে মোট ১১৩ জনের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে লেখিকা গীতা মেহতা অন্যতম। গীতা বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্ক থেকেই এক বিবৃতি দিয়ে তিনি এই পুরস্কার নেওয়ার কথা অস্বীকার করেছেন। ওই বিবৃতিতে গীতা জানিয়েছেন, "ভারত সরকার আমাকে পদ্মশ্রীর জন্য যোগ্য মনে করেছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই সম্মান আমি নিতে পারব না। কারণ সামনেই লোকসভা নির্বাচন। এই সময়ে এই সম্মান ভুল বার্তা দিতে পারে, তাতে ভারত সরকার এবং আমি, দু'জনেই বিব্রত হব। যা আমার পক্ষে আরও বেশি দুঃখজনক।'' রাজনীতিকদের অনুমান, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ওড়িশায় ক্ষমতায় থাকা বিজেডি নেতা নবীন পট্টনায়েকের বোনকে পদ্মশ্রী সম্মান দিয়ে বিজেডির মন পেতে চান প্রধানমন্ত্রী। সূত্রের খবর, পদ্মশ্রী সম্মান ঘোষণার মাস খানেক আগে প্রকাশক স্বামী সোনি মেহতার সঙ্গে দিল্লিতে এসেছিলেন তিনি। তখনই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর সঙ্গে দেখা করতেও যান দু'জন। প্

ভারতরত্ন মরণোত্তর সম্মানে ভূষিত নানাজি দেশমুখ সম্পর্কে এই তথ্যগুলি জানুন

Image
ভারতরত্ন মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে নানাজি দেশমুখকে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মহারাষ্ট্রের পরভানি জেলার কাদোলি শহরে। এই শহরেই ১৯১১ সালের ১১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন নানাজি দেশমুখ। সমাজকর্মী হিসাবে মহারাষ্ট্রের গ্রামীণ এলাকাকে এক নতুন দিশা দেখিয়েছিলেন নানাজি। রাষ্ট্রীয় স্বয়ং সেবক দলের সদস্য নানাজি দেশমুখ জেপি মুভমেন্টেও এক প্রধান মুখ হয়ে উঠেছিলেন। ব্রিটিশ রাজত্বে দেশের পরাধীনতার শৃঙ্খলকে চোখের সামনে থেকে প্রত্যক্ষ করেছিলেন নানাজি। শিক্ষায় ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু পড়াশোনা করার মতো অর্থ তার পরিবারের কাছে ছিল না। সেই জন্য সবজি বিক্রি করে নিজের পড়াশোনার খরচ তুলতেন নানাজি। ছোট থেকে বালগঙ্গাধর তিলকের আদর্শে অনুপ্রেরণা পেয়েছিলেন। সিকারের স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন। পড়াশোনায় তাঁর মেধা দেখে সিকারের রাওরাজা তাঁকে স্কলারশিপ দিয়েছিলেন। বিড়লা কলেজ যা এখন বিটস পিলানি নামে পরিচিত সেখানে পড়াকালীনই তিনি আরএসএস-এর সংস্পর্শে আসেন। ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নানাজি দেশমুখ। ২০১০ সালে ৯৩ বছর বয়সে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর প্রায় ৮ বছর পর দেশ

সত্তরতম প্রজাতন্ত্র দিবসে রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ, রয়েছে বড় চমক

Image
রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৭০তম প্রজাতন্ত্র দিবস। অনেক দিক থেকেই অভিনব এই প্রজাতন্ত্র দিবসের  কুচকাওয়াজ। এবছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। এই প্রথম রাজপথে প্রদর্শীত হচ্ছে আর্টিলারি গান M777 আর K9 বজ্র। আকাশ উড়ল বায়ো ফুয়েল চালিত AN32। উল্লেখ্য, এই প্রথম আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা অংশ নিলেন অনুষ্ঠানে। তবে আজকের অনুষ্ঠানের বড় চমক অবশ্যই নারীশক্তির জয়গান। অসম রাইফেলসের মহিলা বাহিনী অংশ নিয়েছে কুচকাওয়াজে। বাইক নিয়েও কসরত দেখান মহিলারা। নয়াদিল্লিতে রাজপথে বর্ণময় কুচকাওয়াজের মধ্যে দিয়ে নিজেদের শৌর্য প্রদর্শন করে তিন বাহিনী। পাশাপাশি, প্রতিবারের মত এবারও সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য। পশ্চিমবঙ্গের ট্যাবলোতে এবার একদিকে যেমন ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, তেমনই ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একতা, সম্প্রীতির বার্তা তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। প্রজাতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোহিত, শিখরের দাপটে বে ওভালে ৩২৪ রান তুলল ভারত

Image
ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শিখর ধওয়ন। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রান গড়ল ভারত। দুই ওপেনারের দাপটে তিনশোর ভিত গড়াই ছিল। একসময় অবশ্য সাড়ে তিনশো রান উঠবে বলেই আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শেষ পনেরো ওভারে প্রত্যাশিত ঝড় ওঠেনি। তা সত্ত্বেও নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩২৪ রান তুলল ভারত। অর্থাৎ, সিরিজ ১-১ করার জন্য নিউজিল্যান্ডের দরকার ৩২৫ রান। মাঠ ছোট, স্কোয়ার বাউন্ডারি খুব কাছে বলেই অসম্ভব লক্ষ্য নয় একেবারেই। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ন ২৫.২ ওভারে ১৫৪ রান যোগ করেছিলেন। ধওয়ন ৬৭ বলে করলেন ৬৬। মারলেন নয়টি চার। ধওয়নের কিছুক্ষণ পরেই ফিরলেন রোহিত। তিনি ৯৬ বলে করলেন ৮৭। যাতে ছিল নয়টি চার ও তিনটি ছয়। বিরাট কোহালি (৫৯ বলে ৪৩), অম্বাতি রায়ডু (৪৯ বলে ৪৭) ক্রিজে জমে গিয়েও বড় রান পাননি। মহেন্দ্র সিংহ ধোনি (৩৩ বলে অপরাজিত ৪৮), কেদার যাদব (১০ বলে অপরাজিত ২২) শেষ পর্বে তোলেন ঝড়। ডেথ ওভারে শেষ সাত ওভারে ওঠে ৭০ রান। ভারত এই ম্যাচে কোনও পরিবর্তন ঘটায়নি দলে। তবে এই ম্যাচে দু'টি পরিবর্তন করেছে নিউজিল্যান্ড। পেসার টিম সাউদির বদলে দলে এসেছেন অলরাউন্ডার কলিন ডে গ্রন

সাইকেল চালিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে কোয়েল

Image
বাড়িতে কোয়েল। তেলের টিন দেওয়া দেওয়াল এবং টালির চাল দেওয়া ঘর। ঘরের সামনে একফালি ফাঁকা জায়গা। সেই ঘর থেকেই বিশ্ব জয়ের স্বপ্ন দেখে সাইক্লিস্ট কোয়েল হালদার। তবে, সামনে জাতীয় প্রতিযোগিতা।  আগামি রবিবার সে রওনা হবে রাজস্থানের জয়পুরের উদ্দেশে। সেখানে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার কয়েক দিন আগে জোর কদমে শুরু হয়ে গিয়েছে অনুশীলন। এখন প্রতি দিন কম-বেশি ৪০ কিলোমিটার সাইকেল চালাচ্ছে কোয়েল। ভোর পাঁচটা থেকে তাকে রাস্তায় সাইকেল চালাতে দেখা যায়। সঙ্গে চলছে শরীরচর্চাও।  কোয়েল জানিয়েছে, "আমাদের যা আর্থিক অবস্থা, তাতে সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়। আমার স্যর জীবেশ ঘোষ-সহ অন্যদের চেষ্টায় আমি অনুশীলন করে চলেছি। দেশের সম্মানরক্ষা করতে যাই। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।"  চাকদহ থানার মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ প্রিয়নগর এলাকায় বাড়ি কোয়েলদের। তারা দুই বোন। সে বড়। শিকারপুর বিবেকানন্দ হাইস্কুল ফর গার্লসের নবম শ্রেণির ছাত্রী।  মেয়েটির বাবা কার্তিক হালদার পেশায় এক জন দিনমজুর। তিনি জানান, ভোর থেকে মাছ ধরতে যান বিভিন্ন পুক

মা সুস্থ, পাঁচ সদ্যজাতর মধ্যে জীবিত দু’জনও আশঙ্কাজনক

Image
রুবিনা বেগম। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা রুবিনা বেগম সুস্থ থাকলেও দুই সদ্যজাতের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রের খবর। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের এসএনসিইউ বিভাগে এক সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার ভোরে একসঙ্গে পাঁচটি শিশু প্রসব করেন চ্যাঙরাবান্ধার রুবিনা বেগম। ওই হাসপাতালেই দুই সদ্যোজাতের মৃত্যু হয়। এর পর আশঙ্কাজনক অবস্থায় তিন সদ্যজাত সহ রুবিনাকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি রয়েছেন রুবিনা। আর সদ্যজাতদের চিকিৎসা চলছে এই হাসপাতালের এসএনসিইউ বিভাগে। দু' বছর আগে ধূপগুড়ির মল্লিক পাড়ার রুবিনার সঙ্গে মকসেদ মহম্মদের বিয়ে হয় বলে জানান রুবিনার কাকা ফজলুল হক। এবারই প্রথম প্রসব রুবিনার। শুক্রবার রুবিনার স্বামী মকসেদ বলেন, ''পাঁচটি শিশুকন্যার জন্ম দিলেও এখন দু'টি জীবিত আছে। ওই দুই শিশুকে বাঁচাতে চাই।'' হাসপাতালের এসএনসিইউ-র কর্তব্যরত চিকিৎসক জানান, ''সদ্যোজাতদের ওজন খুবই কম। ৩৬০ গ্রাম

‘স্ত্রীকে খুন করব’, মঞ্জুর ছুটির আর্জি

Image
কাজের চাপে ছুটি পেতেন না তিনি। বাড়িতে কিডনির অসুখে আক্রান্ত স্ত্রীকে দেখার কেউ নেই। বাধ্য হয়েই স্ত্রীকে 'খুন করার' অনুমতি চেয়ে চিঠি লিখলেন ব্যাঙ্ক ম্যানেজার। 'দাহ-সংস্কার' শেষ করে ফের কাজে যোগ দেবেন বলেও জানালেন তিনি। চিঠির কপি পাঠালেন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে। তৎক্ষণাৎ মঞ্জুর ছুটি। বিহারের বক্সার জেলায় দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাঙ্কের বকসড়া শাখার ম্যানেজার মুন্না প্রসাদ। মুন্না প্রসাদ জানিয়েছেন, এর আগে বার বার ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে ছুটির জন্য আবেদন করেছেন তিনি। স্ত্রীর অবস্থা দিনের পর দিন খারাপ হলেও চিকিৎসার জন্য তাঁকে ছুটি দেওয়া হচ্ছিল না। এমনকি প্রতিদিন ব্যাঙ্কে হাজির হতে নির্দেশ দেওয়া হচ্ছিল। তাতেই মানসিক ভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি।  শেষ পর্যন্ত গত ১৯ জানুয়ারির আবেদনপত্রে স্ত্রীকে খুন করে দাহ-সংস্কারের জন্যে দু'দিনের ছু'টির আবেদন করেন। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ। এরপরেই ছুটিতে গিয়েছেন মুন্না প্রসাদ। শীঘ্রই কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। তবে মুন্না প্রসাদের আবেদনের জেরে ব্যাঙ্ক জুড়ে হই হই শুরু হয়েছে। দ্রুত ছ

পদ্ম সম্মান পাচ্ছেন পশ্চিমবঙ্গের তিন কৃতী

Image
এই বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের তিন কৃতী। সেতারবাদক বুধাদিত্য মুখোপাধ্যায় পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক মামেন চান্ডি এবং তবলাবাদক স্বপন চৌধুরী। আজও মাত্র ৫ টাকা ভিজিটে রোগী দেখে চলা ঝাড়খণ্ডের চিকিৎসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দিল্লির পুরাতত্ত্ববিদ দিলীপ চক্রবর্তীও রয়েছেন পদ্মশ্রী-তালিকায়। আছেন ফুটবলার সুনীল ছেত্রী, ক্রিকেটার গৌতম গম্ভীর। লোকসঙ্গীত শিল্পী তিজন বাই, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুলে, লার্সেন অ্যান্ড টুবরোর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান অনিলকুমার মণিভাই নাইক এবং মরাঠি মঞ্চের অভিনেতা বলবন্ত মোরেশ্বর পুরন্দরে পাচ্ছেন পদ্মবিভূষণ। পদ্মভূষণ পাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল, এভারেস্টজয়ী বাচেন্দ্রী পাল-সহ ১৪ জন। খাতায়-কলমে 'বিখ্যাত' নন, এমন মানুষদেরও পদ্মশ্রী দিয়েছে কেন্দ্র। যেমন শ্যামাপ্রসাদ, ওড়িশায় চা বেচে বস্তির শিশুদের পড়ানো ডি প্রকাশ রাও, খরাপ্রবণ মহারাষ্ট্রে ১৬৫টি গরুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া সাবির সৈয়দ।  নরেন্দ্র মোদীর সমস্ত প্রকল্পের নাম দিয়ে তৈরি নতুন 'ব্রেথলেস' গান গাওয়া শঙ্কর

নতুন আইফোনের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে অ্যাপেল?

Image
সংখ্যা কখনও ভুল কথা বলে জা। আর গত কয়েক মাসে যেভাবে হু হু করে আইফোন বিক্রি কমেছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে টিম কুকের কপালে। গত এক বছরে কোম্পানির সুপারহিট প্রোডাক্ট আইফোন ফ্লপ করতে শুরু করেছে। এখন আর অন্যান্য বছরের মতো লেটেস্ট আইফোনের চাহিদা নেই। বিশেষজ্ঞরা বলছেন এই ভাবে চলতে থাকলে অ্যাপেল কে নতুন কিছু ভাবতে হবে। তাই কোম্পানি জুড়ে আইফোনের বিক্রি কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইফোন বিক্রি কমার অন্যতম কারন লেটেস্ট আইফোনের আকাশ ছোঁয়া দাম। সেই কথা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে অ্যাপেল। তাই এবার কম দামের আইফোন এসই ফিরিয়ে আনতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি। বহু দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন এসই বিক্রি বন্ধ করেছিল অ্যাপেল। এই সপ্তাহের শুরুতেই আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সময়ের জন্য এই ফোন বিক্রি শুরু করেছিল কোম্পানি। বিক্রি শুরুর পরে মুহুর্তে সেই ফোনের স্টক শেষ হয়ে গিয়েছিল। তাই বিশেষজ্ঞরা বলছেন আইফোন বিক্রি বাড়াতে আইফোন এসই এর নতুন ভেরিয়েন্ট বাজারে আনা প্রযোজন। এই সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন এসই পুনরায় বিক্রি হওয়ার পরে মুহুর্তে স্টক শেষ হয়েছে এই ফোনের। অর্থাৎ বাজ

এ বারেও পদকহীন বঙ্গের আইপিএস

Image
স্বাধীনতা দিবসেও মেলেনি। প্রজাতন্ত্র দিবসেও পাওয়া গেল না। রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য এ বারও পশ্চিমবঙ্গ ক্যাডারের কোনও আইপিএস অফিসারের নাম বিবেচনায় আনেনি নরেন্দ্র মোদী সরকার। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আট জন আইপিএস অফিসারকে পুলিশ পদক দিতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে নাম সুপারিশ করেছিল। শুক্রবার পুলিশ পদক প্রাপকদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বাংলার ২২ জনের নাম থাকলেও তাঁরা সকলেই কনস্টেবল থেকে অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদ মর্যাদার। এঁদের মধ্যে রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন লালবাজারের ট্রাফিক বিভাগের এএসআই অলোক কুমার সান্যাল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআই শম্ভুনাথ ঝা। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার কথায়, ''সারা দেশ থেকে ৮৫৫ জন পুলিশ পদক পাচ্ছেন। প্রত্যেকের ক্ষেত্রেই প্রাপকের সততা, কর্মদক্ষতা, নিরপেক্ষতা যাচাই করা হয়েছে।'' যদিও নবান্নের এক শীর্ষ কর্তার অভিযোগ, ''পুলিশ পদক নিয়ে এমন একচোখোমি আগে কখনও হয়নি। কোনও বছরে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে রাজ্যের এক জন আইপিএস অফিসারের নামও বিবেচিত হল না, এটা মেনে নেওয়া যায় না। আসলে দিল্লি রাজ্যের অফিসারদের ভিন্ন চ

সিবিআই নিল না, ১৪ দিন জেল হাজতে শ্রীকান্ত মোহতা

Image
সিজিও থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীকান্তকে। বৃহস্পতিবার নাটকীয় ভাবে গ্রেফতার করলেও শুক্রবার শ্রীভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে হেফাজতে নিতে চাইল না সিবিআই। এ দিন ভুবনেশ্বরের সিবিআইয়ের বিশেষ আদালতে শ্রীকান্তকে তোলা হলে সিবিআই জানায়, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের পরে তাঁকে জেরা করে বেশ কিছু তথ্যপ্রমাণ মিলেছে। তাতে তারা সন্তুষ্ট। সিবিআইয়ের এক শীর্ষকর্তা পরে জানান, একাধিক বার সমন জারির পরেও শ্রীকান্ত হাজির হচ্ছিলেন না। সেই কারণেই তাঁকে তুলে এনে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। শ্রীকান্তকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। শ্রীকান্তের শারীরিক অবস্থার কথা বলে তাঁর জামিনের আবেদন করেন আইনজীবীরা। আগামী মঙ্গলবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা। তাঁকে বেসরকারি হাসপাতালে রাখার আবেদন অবশ্য খারিজ করে দেন বিচারক। সূত্রের খবর, শ্রীকান্তকে আপাতত ভুবনেশ্বরের জেল হাসপাতালে রাখা হতে পারে।  শ্রীকান্তকে তড়িঘড়ি গ্রেফতার করার পরেও সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে না-চাওয়ায় বিভিন্ন মহলে অবশ্য বিস্ময় তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, রোজ ভ্যালির টাকায় মুখ্যমন্ত

গড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী

Image
স্বামীর সঙ্গে রোমিতা সদ্য ব্যাঙ্কের চাকরি পেয়েছিলেন তরুণী। শুক্রবার ছিল চাকরির পঞ্চম দিন। তবে এ দিন আর কর্মস্থলে যাওয়া হয়নি গড়িয়া উত্তর শ্রীরামপুরের বাসিন্দা রোমিতা ভট্টাচার্যের (২৬)। পুলিশ জানায়, এ দিন সকালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বাড়ির লোকজন রোমিতাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোমিতা। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৬টা নাগাদ। তাঁর বাপের বাড়ির লোকজন রোমিতার স্বামী, শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। পাটুলি থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (বধূ নির্যাতন) এবং ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা দেওয়া) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতার স্বামী শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়কে এ দিন সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। রোমিতার মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। আজ, শনিবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা। রোমিতার দিদি রিনিতা দাস ভট্টাচার্যের অভিযোগ, কাগজে বিজ্ঞাপন দেখে ২০১৭ সালের জুল

সাধারণতন্ত্র দিবসে জয়ের প্রস্তুতি ভারতীয় শিবিরে, ভরসা কুলদীপেই

Image
ক্রিকেট আর নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুবর্ণ সুযোগ মাউন্ট মনগানুইয়ে। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। সবুজ আর সবুজে চারিদিক একাকার! কিন্তু সবার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের বিষয় নয়। আপাতত শনিবার বে ওভালে যে দু'টি দল মুখোমুখি হবে, তারা ক্রিকেট ছেড়ে এসব রোমান্টিসিজমে মন দিতে যাবে কোন দুঃখে? বিশেষ করে নিউজিল্যান্ড। সিরিজে যারা এই মুহূর্তে ০-১ পিছিয়ে। অস্ট্রেলিয়াকে টেস্ট ও একদিনের সিরিজে হারিয়ে নিউজিল্যান্ডে এসেছেন বিরাট কোহলিরা। সিরিজ শুরুর আগে কিউয়ি শিবির থেকে বলা হচ্ছিল, আসল লড়াই এবার শুরু হবে। আসলে এই সিরিজকে বিশ্বকাপের স্টেজ রিহার্সাল বলে দেখছে ভারত ও নিউজিল্যান্ড। কারণ হাতে আর বেশি সময় নেই। কিন্তু নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম ম্যাচে কিউয়িরা যেভাবে ভারতের সামনে উড়ে গিয়েছে, তাতে বে ওভালে তারা কতটা লড়াই লড়তে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে এই ভারতীয় দলকে বর্তমানে একদম অপ্রতিরোধ্য লাগছে। এমন এক দলের সামনে উইলিয়ামসনের দলকে বাড়তি কিছু করতে হবে লড়াইয়ে টিকে থাকতে হলে। কিন্তু প্রথম ম্যাচে এই লড়াইয়ের কোনও ছাপ অন্তত উইলিয়ামসনরা রাখতে পারেননি। আগের

পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন যাঁরা, একনজরে ২০১৯-এ গর্বের পুরস্কার প্রাপকদের তালিকা

Image
২০১৯ সালের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হল। এবার পদ্ম পুরস্কারের তালিকায় সুযোগ পেলেন দেশের শতাধিক কৃতী ব্যক্তি। সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য, কলা, ক্রীড়া-সহ একাধিক ক্ষেত্রের কৃতীদের এবার পদ্ম সম্মানে ভূষিত করা হল। পদ্মশ্রী পেলেন ৯৪ জন কৃতী। পদ্ম ভূষণ সম্মান পেলেন ১৪ জন। পদ্ম বিভূষণ পেলেন চার মহান ব্যক্তি। পদ্মশ্রী পাচ্ছেন যাঁরা মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন সদ্য প্রয়াত অভিনেতা কাদের খান। এছাড়াও এই তালিকায় রয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, ফুটবলার সুনীল ছেত্রী, পরিচালক প্রভু দেবা, ক্রিকেটার গৌতম গাম্ভীর, গায়ক শঙ্কর মহাদেবন ও কুস্তিগির বজরং পুনিয়া। ৯৪ জনের তালিকা এছাড়াও রয়েছেন বরিষ্ঠ আইনজীবী হরবিন্দর সিং ফুলকা, শাদাব মহম্মদ, কাবাডি খেলোয়াড় অজয় ঠাকুর, প্রাক্তন ভারতীয় বিদেশ সচিব ড. এস জয়শঙ্কর, বাস্কেটবল প্লেয়ার প্রশান্তি সিং। এই তালিকা আরও লম্বা। মোট ৯৪ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এবার। এদিন রাষ্ট্রপতি ভবন সূত্রে প্রকাশ করা হয়েছে এই তালিকা। পদ্মভূষণের তালিকায় যাঁরা পদ্মভূষণের তালিকায় রয়েছেন ১৪ জন কৃতী ব্যক্তি। এই তালিকায় ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণন, প্রাক্তন লোকসভার ডেপুটি স্পিকার ক

প্রোমোটিং নিয়ে গোলমাল, গভীর রাতে তিলজলায় চলল গুলি

Image
রাতের শহরে চলল গুলি। একটা-দু'টো নয়, একেবারে সাত রাউন্ড গুলি চলেছে তিলজলার শিবতলা লেনের ডিসপেনসারি এলাকায়। প্রোমোটিংকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ঘটনার তদন্তে নেমেছে কড়েয়া থানার পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৯/১ তিলজলা শিবতলা লেনে প্রায় পাঁচ কাঠা জায়গার উপর একটি টালির বাড়ি রয়েছে। সেখানে ছায়া দাস ও রেণুকা দাস পরিজনদের নিয়ে থাকেন। বাড়িতে কিছু ভাড়াটিয়াও আছে। অভিযোগ, ওই জায়গাটি দখল করে প্রোমোটিংয়ের ছক কষা হচ্ছিল। একজন নয়, এলাকার দু'টি প্রোমোটার গোষ্ঠী ওই বাড়িটিকে দীর্ঘদিন ধরে দখল করার ছক কষছে। অভিযোগ, দখলের ছক যারা কষছিল, তাদের একদিকে ছিল হাফিজ, হায়দার-সহ বেশ কয়েকজন। অন্যদিকে রয়েছে শেখ খুরশিত নামে আরও একজন। এরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। ফলে দুই পক্ষের মধ্যে এ নিয়ে মাঝেমধ্যেই গোলমাল হত। এই পরিস্থিতিতে ওই বাড়ির একটি ঘরে অফিস খুলে বসে শেখ খুরশিত। শুক্রবার সেখানেই হাফিজ, হায়দররা দলবল নিয়ে হাজির হয় বলে অভিযোগ। প্রথমে বচসা। তার পর দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেখ খুরশিতের দাবি, তার অফিসে ভাঙচুর চালানো হয়। তার পর শূন্যে সাত রাউন্ড গুলি চালানো হ

১০ শতাংশ সংরক্ষণ নিয়ে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট

Image
নরেন্দ্র মোদীর 'ঐতিহাসিক সিদ্ধান্ত' এবার সুপ্রিম কোর্টের আতস কাচের তলায়। লোকসভা ভোটে 'বাজিমাতের লক্ষ্যে' উচ্চবর্ণের গরিবদের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ আসন সংরক্ষণে বিল পাশ করিয়েছে মোদী সরকার। সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল, এই সিদ্ধান্ত সাংবিধানিক ভাবে বৈধ কি না, তা খতিয়ে দেখা হবে।  এই সংরক্ষণের সিদ্ধান্ত সংবিধানের পরিপন্থী, এই দাবি নিয়ে অসরকারি সংগঠন 'ইউথ ফর ইক্যুয়ালিটি', আরও কয়েকজন ব্যক্তি ও সংস্থা সুপ্রিম কোর্টে যায়। সেই মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ''আমরা বিষয়টি পরীক্ষা করব।'' এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে মোদী সরকারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সরকারের জন্য স্বস্তির কথা, সুপ্রিম কোর্ট কেন্দ্রের পদক্ষেপে স্থগিতাদেশ দেয়নি। এখনও রাজ্যে রাজ্যে উচ্চবর্ণের গরিবদের জন্য সংরক্ষণ চালু হয়নি। তার আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশে কংগ্রেস তথা বিরোধীরা মনে করছে, এ নিয়ে মোদী তথা বিজেপির প্রচারের বেলুন চুপসে দেওয়া যাবে। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ''সংরক্ষণ দেওয়ার আগে মোদী সরকার আগে চাকরি তৈরি করুক। বছরে ২ কোটি চা