ব্যর্থ হামলার ছক, কাশ্মীরে এনকাউন্টারে খতম ২ সন্ত্রাসবাদী


প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ছক ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে শ্রীনগরের উপকণ্ঠে কোনমোহ গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ২ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। এক সন্ত্রাসবাদী এখন গা ঢাকা দিয়ে আছে বলে মনে করা হচ্ছে।

এনকাউন্টারে ৩ নিরাপত্তাকর্মী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা বাহিনীর দফতরে হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। কিন্তু গোপন সূত্রে ভোরেই সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ, সেনা এবং সিআরপিএফ জওয়ানদের নিয়ে গঠিত যৌথ বাহিনী। যে বাড়িতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল সেটি চার দিক থেকে ঘিরে ফেলা হয়।

এদিকে, বিপদ বুঝতে পেরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। নিরাপত্তা বাহিনীর পালটা জবাব দিলে দু'তরফে গুলির লড়াই বেধে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু'তরফে গুলির লড়াই চলছিল।