Posts

Showing posts from October 22, 2018

‘গুলাম’-এর দৃশ্য নকল করে ট্রেনের মুখোমুখি দৌড়! চম্পাহাটিতে ছিন্নভিন্ন হয়ে গেল যুবকের দেহ

Image
'গুলাম' ছবির সেই দৃশ্য মনে আছে! ট্রেনের মুখোমুখি রেললাইনের উপর দিয়ে দৌড়চ্ছেন আমির খান। বন্ধুরা পাশ দিয়ে বলছেন, ভাগ সিধু ভাগ। লাইনের পাশে একটি পোস্ট। ট্রেন আসার আগেই সিধুকে সেই পোস্ট টপকাতে হবে। না হলেই মৃত্যু নিশ্চিত! টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত বাজি জিতে গিয়েছিলেন সেলুলয়েডের নায়ক সিধু। সিনেমার সেই দৃশ্য নকল করে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির বাসিন্দা প্রতীক মণ্ডল। রবিবার রাতে আমিরের মতোই লোকাল ট্রেনের মুখোমুখি দৌড়াচ্ছিলেন ওই যুবক। সেলুলয়েডের নায়ক বাজিতে জিতে গিয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবের এই নায়ক শেষ পর্যন্ত হেরে গেলেন জীবনের বাজি! ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে প্রতীকের দেহ। ওই ঘটনার পর চেনাই দায়। এই ঘটনায় তাঁর এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। নাম প্রকাশ মণ্ডল। এই দলে ছিলেন আরও একজন যুবক। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে বাস্তবের সেই 'খলনায়ক'। পুলিশ এখন সেই যুবকের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে চম্পাহাটি এবং পিয়ালির রেল স্টেশনের মাঝখানে একটি জায়গায়। লাইনের এই অংশেই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ট্রেন লাইনের পাশ

সন্ন্যাসিনী ধর্ষণ মামলার সাক্ষীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ তুলল পরিবার

Image
কেরলে সন্ন্যাসিনী ধর্ষণ কাণ্ডের তদন্তে নতুন মোড়। অভিযুক্ত বিশপ ফাদার ফ্রাঙ্কো মালাক্কালের বিরুদ্ধে প্রধান সাক্ষ্যদানকারী বিশপ কুরিয়াকোসে খাট্টুথারাকে মৃত অবস্থায় পাওয়া গেল জলন্ধরের একটি চার্চে। বিশপ মালাক্কালের বিরুদ্ধে যারা সাক্ষ্যদান করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন খাট্টুথারা। মালাক্কালের বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন এই বিশপ। সোমবার তাঁর মৃতদেহ পাওয়া যায় জলন্ধরের দৌসার সেন্ট পল চার্চে। ৬১ বছরের বিশপের মৃত্যু কীভাবে তা নিয়ে এখন তদন্ত চলেছে। দৌসার ডিএসপি এ আর শর্মা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ফাদার খাট্টুথারার মৃতদেহ পাওয়া যায় সেন্ট পল চার্চে। সেখানেই তিনি থাকতেন। তাঁর কোনও নিরাপত্তারক্ষী ছিল না। এনিয়ে তদন্ত চলছে। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানতে পারছি। তবে বিছানায় বমির দাগ পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে প্রেসারের ওষুধ। ফাদার খাট্টুথারার পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে খুন বলে দাবি করা হয়েছে। খাট্টুথারার ভাই সংবাদমাধ্যমে দাবি করেছেন, খুনিই করা হয়েছে দাদাকে। এই মৃত্যুর পুলিশি তদন্ত হোক। অভিযুক্ত বিশপ মালাক্কাল বর্তমানে কোয়াট্টমের সাব জেল রয়েছেন। তাঁর বিচারবিভাগীয় হেফাজতে থাকার ম

ইন্দোনেশিয়ায় পুলিশের চাকরি পেতে এখানে যুবতীদের দিতে হয় 'virginity test'

Image
জাকার্তা: সমগ্র বিশ্বে যেখানে সমান অধিকারের জন্য মহিলারা আন্দোলন চালাচ্ছে, সেখানে ইন্দোনেশিয়ার একটি খবর সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে৷ কারণ সেখানে চাকরিতে প্রবেশ করতে গেলে মহিলাদের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা শুনলে লজ্জা পাবে অনেকেই৷ একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইন্দোনেশিয়ায় পুলিশ অফিসার হতে গেলে দিতে হয় সতীত্বের পরীক্ষা ('two-finger' virginity test ). শুধু তাই নয়, সেই সঙ্গে আবেদনকারীদের সুন্দরী হওয়াও আবশ্যক৷ এসব কিছুই নাকি রিক্রুটমেন্ট গাইডলাইনে লেখা রয়েছে! "morality or physical examination"-এর নামে ওই দেশে এএই পরীক্ষা করা হয়ে থাকলেও তার ফলাফল কোথাও রেকর্ড করা হয় না৷ এমন ধরণের দাবির পিছনে এককটাই কারণ বলা হয়েছে, সুন্দরী পুলিশ অফিসারই দেশে কাম্য৷ পাশাপাশি সমাজ এমন মহিলাকে পুলিশ অফিসার হিসেবে গ্রহণ করবে না যে সতীত্ব হারিয়েছে, তাই এই ধরমের পদক্ষেপ! মহিলাদের সতীচ্ছেদ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয় 'two-finger' টেস্টের মাধ্যমে৷ এই ধরণের পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক মহিলা জানান, শুধু যোনিতেই নয়, পায়ুপথে আঙুলের মাধ্যমে পরীক্ষা চলে যা অত্যন্ত বেদ

অবশেষে রাজি হলেন মমতা, কালীঘাটের বাড়ির সামনে বসছে জোড়া ওয়াচ টাওয়ার

Image
ঠিকানা বদলাতে তিনি কোনও ভাবেই রাজি নন। কিন্তু আদি গঙ্গার পাশে কালীঘাটের পৈতৃক বাড়ির নিরাপত্তা বলয় আঁটোসাঁটো করতে, অবশেষে সম্মতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সম্মতি মেলার পরই, যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়ে গিয়েছে দুটি ওয়াচ টাওয়ার বসানোর প্রক্রিয়া। নেওয়া হচ্ছে নিরাপত্তার আরও কিছু ব্যবস্থা। ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই ঠিকানাতেই মমতার বড় হয়ে ওঠা। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, তার পর সাংসদ হয়েছেন, হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, তার পর ২০১১ সালে বাম জমানার পতন ঘটিয়ে সেই থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী— ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে অনেক রদবদল ঘটে গিয়েছে, কিন্তু শত অনুরোধেও কালীঘাটের বাড়ি বদলাতে রাজি হননি তিনি। তাঁর এই বাড়ি না বদলের জেদে রীতিমতো চাপে পড়ে যায় পুলিশ-প্রশাসন। মমতার কালীঘাটের বাড়িতে প্রতি দিন শয়ে শয়ে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন। তা ছাড়া এলাকাও বেশ ঘিঞ্জি। রাস্তাঘাট সরু। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সব সময়ই চিন্তায় থাকতে হয় পুলিশ-প্রশাসনকে।   তা ছাড়া ভিআইপি, ভিভিআইপিদের যাতায়াত মমতার বাড়িতে অনেক কাল ধরেই। এ বাড়িতে দলীয় বৈঠকও হয়। এই সব কথা ভ

দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করল নিজেদেরই অন্যতম সর্বোচ্চ আধিকারিককে

Image
সপ্তাহ খানেক আগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করেছিল। এদিন গ্রেফতার করা হল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের ডেপুটি এসপি দেবেন্দ্রর কুমারকে গ্রেফতার করা হল। মঈন কুরেশি মামলায় দুর্নীতির অভিযোগেই দিল্লির এই সিবিআই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। সিবিআই দুর্নীতি মামলায় এইআইআর দায়ের করেছে। মইন কুরেশি মামলায় গঠিত তদন্তকারী দলের দায়িত্বে ছিলেন রাকেশ আস্থানা। সেই তদন্তের সময় আস্থানা ঘুষ নেন বলে অভিযোগ। মইনের বিরুদ্ধে টাকা নয়ছয় ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। সেই রেকর্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত বলা ভালো, সিবিআই ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধে ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানা দুর্নীতির অভিযোগ এনেছেন। যদিও সিবিআই এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। এখন ঘটনা হল, রাকেশ আস্থানা বেশ চাপে পড়ে গেলেন। কারণ সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের ডেপুটি এসপি দেবেন্দ্রর কুমার আস্থানার কাছের লোক বলে পরিচিত। এবার কি তার পালা! সময়ই তার উত্তর দেবে।

দেশে কোটিপতি করদাতার সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ

Image
নয়াদিল্লি: গত চার বছরে দেশে বছরে এক কোটি টাকার বেশি আয়সম্পন্ন করদাতার সংখ্যা ১.৪০ লক্ষ বাড়ল। শতাংশের হিসেবে এই বৃদ্ধি ৬০ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি) সূত্রে এ কথা জানা গিয়েছে। চার বছরের আয়কর ও প্রত্যক্ষ কর সংক্রান্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করে আয়কর বিভাগের নীতি প্রণয়ণ সংস্থা সিবিডিটি জানিয়েছে, বছরে ১ কোটি টাকার বেশি আয়ের ব্যক্তিগত করদাতার সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। ১ কোটি টাকার বেশি আয়ের সার্বিক করদাতা (কর্পোরেট, ফার্মস, হিন্দু অবিভক্ত পরিবার সহ অন্যান্য)-র সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়েছে। ২০১৪-১৫ তে এক কোটি টাকার বেশি আয়ের কথা জানিয়ে করদাতার সংখ্যা ছিল ৮৮,৬৪৯। ২০১৭-১৮ তে এই সংখ্যা বেড়ে হয়েছে ১,৪০,১৩৯। শতাংশের বিচারে এক্ষেত্রে বৃদ্ধি প্রায় ৬০ শতাংশ। একইভাবে এক কোটি টাকার বেশি আয়ের ব্যক্তিগত করদাতার সংখ্যা ওই পর্বে ৪৮,৪১৬ থেকে বেড়ে হয়েছে ৮১,৩৪৪। অর্থাত্, এক্ষেত্রে বৃদ্ধির হার ৬৮ শতাংশ। সিবিডিটি বলেছে, গত চার বছরে একাধিক আইন, প্রচার এবং আয়কর দফতরের আইন প্রয়োগের উদ্যোগের পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি হয়েছে।

পুজোর মরশুমে আয়ের রেকর্ড রেলের

Image
কলকাতা: মাত্র চার দিনেই বিপুল আয় করেছে পূর্ব রেলওয়ে। যা সৃষ্টি করেছে এক নয়া রেকর্ড। সৌজন্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চার দিন বলতে সপ্তমী থেকে দশমী কিন্তু নয়। চতুর্থী থেকে সপ্তমী। অর্থাৎ শুরুর সময়েই বাজিমাত করেছে রেল। ওই চার দিনে অর্থাৎ অক্টোবর মাসের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত কেবলমাত্র শিয়ালদহ স্টেশনেই ছয় লক্ষেরও বেশি যাত্রী সমাগম ঘটেছিল। যা কার্যত রেকর্ড। রেলের তথ্য অনুসারে, ওই চার দিনে শিয়ালদহ স্টেশনে মোট ছয় লক্ষ ১২ হাজার ১৩৬ জন যাত্রী যাতায়াত করেছিল। যা গত বছরের তুলনায় ১২.১ শতাংশ বেশি। গত বছরে ওই চার বিশেষ দিনে শিয়ালদহ স্টেশনের যাত্রী বহন হয়েছিল পাঁচ লক্ষ ৪৬ হাজার ২৬০ জন। শুধু যাত্রী গেলেই তো হবে না, দরকার টিকিট বিক্রি। না হলে আয় বাড়বে না। শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রির হারও বেড়েছে অনেক। গত বছরের থেকে যা ২৭.৯ শতাংশ বেশি। এই বছরের ওই চার দিনে শিয়ালদহ স্টেশনের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে এক কোটি ১৯ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা। যা গত বছরে ছিল ৯৩ লক্ষ ৬৮ হাজার ৩০ টাকা। সমগ্র শিয়ালদহ বিভাগেও পুজোর মরশুমের প্রথম চার দিনে বেড়েছে যাত্রীদের সংখ্যা। শতাংশের হিসাবে যা গত বছ

Xiaomi Mi Mix 3 তে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা

Image
আগামী 25 অক্টোবর চিনে লঞ্চ হবে Xiaomi Mi Mix 3। লঞ্চের পাঁচ দিন আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান ইন্টারনেটে প্রকাশ করল Xiaomi। নতুন এক টিজারে Xiaomi জানিয়েছে নতুন Mi Mix 3 ফোনে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা। সাথে থাকবে সেলফি লাইট। এছাড়াও এই টিজারে ফোনের নচ বিহীন ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে। চিনে এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই টিজার পোস্ট করেছে Xiaomi। এছাড়াও কোম্পানি জানিয়েছে Mi Mix 3 ফোনে থাকবে 10GB RAM আর 5G কানেক্টিভিটি। Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। আগে এক রিপোর্টে জানা গিয়েছে 6GBRAM/ 64GB  স্টোরেজ ভেরিয়েন্টের দাম 510 মার্কিন ডলার (প্রায় 36,300 টাকা)। 6GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 555 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা)। 8GB RAM /128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 মার্কিন ডলার (প্রায় 42,700 টাকা)। আর প্রিমিয়াম 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 645 মার্কিন ডলার (প্রায় 45,900 টাকা)। Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট 10GB RAM, 256GB স্টোরেজ

ঝগড়া করে বাপেরবাড়ি গিয়েছিলেন বৌদি, ফেরত আনতে গিয়ে দেওরের মৃত্যু গণপিটুনিতে

Image
দাদার সঙ্গে ঝগড়া করে বাপেরবাড়িতে চলে গিয়েছিলেন বৌদি। তাঁকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল দেওরের। বৌদির বাপেরবাড়ির পরিজনদের বেধড়ক মারে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে। ফুড সাপ্লাই বিভাগের সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন নদিয়ার হাঁসখালির বছর পঁয়ত্রিশের যুবক মিলন বিশ্বাস।  ৪ বছর আগে বেনালির মৌসুমী বিশ্বাসের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় বগুলা স্টেশন পাড়ার  কসমেটিক ব্যাবসায়ী লিটন বিশ্বাসের।  তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ,  গত ৭ অক্টোবর পারিবারিক অশান্তির কারণে শ্বশুর বাড়িতে চলে যান মৌসুমী।  এরপর ১৮ তারিখ  স্ত্রী এবং মেয়েকে ফিরিয়ে আনার জন্য রাতে  লিটন বিশ্বাস  ও তাঁর ভাই মিলনকে সঙ্গে নিয়ে বেনালিতে শ্বশুরবাড়িতে যান।  অভিযোগ,  শ্বশুরবাড়ির লোক  জামাই এবং তাঁর ভাইকে দড়ি দিয়ে একটি  গাছের সঙ্গে বেঁধে রেখে সারারাত ধরে বেধড়ক মারধর  করেন। ভোরের দিকে  পুলিশ গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে। বগুলা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক মিলন বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন।   গণপিটুনির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হাঁসখা

বাড়িতে ডেকে মদের সঙ্গে বিষ মিশিয়ে প্রতিবেশী যুবককে খুন ‘বৌদি’র!

Image
স্বামী বিদেশে থাকেন। আর সেই সুযোগেই নিজের শারীরিক চাহিদা মেটাতে  পাড়ারই বিভিন্ন কিশোর –যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। কিন্তু সম্পর্কের টানাপোড়েনে বিপত্তি। আর সেই কারণেই প্রতিবেশী এক যুবককে বাড়িতে ডেকে মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। একাদশীর সন্ধ্যায়  মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন  নদিয়ার রানাঘাটের নোকাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। রানাঘাটের নোকাড়ি ঘোষপাড়ার বাসিন্দা  বছর তেত্রিশের শুল্কা ঘোষের স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। প্রতিবেশীদের অভিযোগ, কর্মসূত্রে স্বামী বিদেশে থাকায় প্রায় এক বছর ধরে বছর চব্বিশের সুমন ঘোষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল শুক্লা ঘোষের। প্রায় প্রতিদিনই মহিলার বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের। পরিবারের দাবি, শুক্রবার রাতে শুক্লার বাড়ি থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন সুমন। শুরু হয় বমি। রাতেই তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে, ২০ তারিখ মৃত্যু হয় পেশায় ফুল ব্যবসায়ীর। ছেলেকে পরিকল্পিত ভাবে পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয়েছে বলে দাবি সুমনের পরিবারের।ঘট

বিরাট নজিরের সামনে বিরাট কোহালি, ১৬ ইনিংসে চাই ৯০২ রান

Image
দশ বছর হয়ে গেল অভিষেকের। এই এক দশকে বিরাট কোহালি জয় করেছেন একের পর এক শৃঙ্গ। বিশ্বজুড়ে শাসন করছেন বোলারদের। দেশে-বিদেশে তাঁর ব্যাট রাজত্ব করছে বাইশ গজে। প্রায় প্রতিদিনই গড়ছেন নিত্য-নতুন রেকর্ড। চলতি বছরে যেমন তিন ফরম্যাট মিলিয়ে এখনই ২০৯৮ রান করে ফেলেছেন কোহালি। পরিসংখ্যান জানাচ্ছে, টানা তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকর, ম্যাথু হেডেন ও জো রুটের। তবে তিনিই প্রথম অধিনায়ক, যিনি টানা দু'বছর ২০০০ রান করলেন। ২০১৬ সালে তিনি অধিনায়ক ছিলেন না ওয়ানডে ফরম্যাটে। কোহালি ২০১৭ সালে টেস্ট (১০৫৯ রান), ওয়ানডে (১৪৬০ রান) ও টি-টোয়েন্টি (২৯৯ রান) মিলিয়ে করেছিলেন মোট ২,৮১৮ রান।  ২০১৬ সালে টেস্ট (১২১৫ রান), ওয়ানডে (৭৩৯ রান) ও টি-টোয়েন্টি (৬৪১ রান) মিলিয়ে মোট রান হল ২,৫৯৫। যে দুরন্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন, তাতে ক্রিকেট ইতিহাসের প্রথম পুরুষ হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৩০০০ রানও করে ফেলতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহালি যেমন পাচ্ছেন আরও চার একদিনের ম্যাচ। তারপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই রয়েছে চার ম্যাচের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মানে মো

স্ত্রীকে খুনের পর মেয়ে কোলে দেহ আগলে বসে স্বামী! চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর বুকে

Image
দুবছরের শিশু সন্তানের সামনে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি দিল্লির কমলা মার্কেট এলাকার। এর পরের ঘটনা আরও চমকে যাওয়ার মতো। জেরায় যুবক জানিয়েছে, শিশু সন্তানকে নিয়ে মৃতদেহের পাশেই তিনি বসেছিলেন প্রায় ২৪ ঘন্টার মতো। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই যুবক। অভিযুক্ত যুবক দিল্লি ইউনিভার্সিটি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মী বলে জানা গিয়েছে। অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহের বশেই খুন বলে জানিয়েছে পুলিশ। দুজনের মধ্যে এনিয়ে ঝগড়াও হত বলে জানা গিয়েছে। ১৮ অক্টোবর রেশমা বাবার বাড়িতে চলে গিয়েছিল। যদিও পরের দিনই শিশুকে নিয়ে ফেরত আসে। ওইদিন রাতে ঝগড়ার সময় শ্বাসরোধ করে হত্যা করা হয় রেশমাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী যুবকের নাম কামিল। পুলিশের তরফে যুবককে কমলা মার্কেটের শাকির কি ডান্ডির বাড়িতে নিয়ে যাওয়া হয়। ২২ বছরের স্ত্রী রেশমার দেহ পড়ে ছিল ঘরের মেঝেতে। মৃতের পরিবারের অভিযোগ, কামিল পণের দাবিতে রেশমার ওপর অত্যাচার করত। অভিযুক্ত কামিলের বিরুদ্ধে হত্যা ও বধূহত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ অফিসার জানিয়েছেন, শিশু কন্যাকে নিয়ে কামিল থানায়

আজ থেকে বন্ধ সবরীমালার দরজা

Image
লাগাতার অশান্তির জের৷ সোমবার থেকেই সবরীমালা মন্দির বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের৷ এই সিদ্ধান্তের জেরে আবারও মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকায় নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা পুলিশের৷ স্থানীয় প্রশাসনের তরফে সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশিকা জারি করা হয়েছে৷ প্রয়োজনে এলাকা ছাড়তে হতে পারে বলেও জানিয়েছে পুলিশ৷ ১০ থেকে ৫০ বছর পর্যন্ত বয়সি মহিলারা সবরীমালা মন্দিরে ঢুকতে পারতেন না৷ একশো বছর ধরে এটাই ছিল মন্দিরের রীতি৷ মন্দিরে মহিলা প্রবেশের ক্ষেত্রে যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট৷ ১৮ অক্টোবর থেকে সবরীমালা মন্দিরে মহিলা প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ তারপর থেকেই কেরলজুড়ে অশান্তির আবহ৷ সুপ্রিম রায় মানতে নারাজ ভক্তেরা৷ কোনও ঋতুমতী মহিলাকেই মন্দিরে প্রবেশ করতে দিতে চান না তাঁরা৷ মন্দিরের সামনে ক্যাম্প করে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা৷ মন্দিরে প্রবেশ করতে গিয়ে বারবারই বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন মহিলারা৷ এমনকী বয়সের প্রমাণপত্র না থাকার কারণেও মন্দিরে ঢুকতে পারেননি অনেকেই৷ যদিও এই অশান্তির জন্য আরএসএসকেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী

লুকিয়ে নাবালিকা প্রেমিকার ঘরে, পিটিয়ে খুন ভিনজাতের যুবককে

Image
রাতের অন্ধকারে নাবালিকা প্রেমিকার ঘরে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ২৭ বছরের এক যুবক। মেয়েটির আত্মীয়-স্বজন তাঁকে ধরে বেধড়ক পেটালেন। অবেতন অবস্থায় তাঁকে ফেলে এলেন পরিত্যক্ত এক স্থানে। ছেলেটির পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  রবিবার ভোররাতে কোয়েম্বাটোরের নমক্কল জেলায় পাল্লিপালায়মের কাছে এক্কাট্টুর এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম কে ধর্মরাজ। পুলিশ জানিয়েছে, ১৬বছরের ওই কন্যা ক্লাস নাইন ড্রপ-আউট। সে একটি কারখানায় কাজ করে। সেখানেই ধর্মরাজের সঙ্গে তাঁর আলাপ হয় এবং কয়েকদিনের মধ্যে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ধর্মরাজ মাঝেমাঝেই রাতে মেয়েটির বাড়িতে গিয়ে লুকিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন। মেয়েটির বাবা-মা বিষয়টি জানার পর মেয়েকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। ধর্মরাজ ভিন জাতের হওয়ায় তাঁরা কোনওদিন এই সম্পর্ক মেনে নেবেন না বলে জানান তাঁরা। তবে তাঁদের কথায় কান দেয়নি মেয়েটি ও ধর্মরাজ। রবিবার রাত ২টোর সময় আবার ধর্মরাজ কয়েকজন বন্ধুকে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকতে গিয়েই ধর্মরাজকে হাতেনাতে ধরে ফেলেন মেয়েটির

ওড়িশায় পেট্রোলের দামকে ছাপিয়ে গেল ডিজেল

Image
পেট্রোল-ডিজেলে অগ্মিমূল্যের মধ্যেই আজব ঘটনা ঘটল ওড়িশায়। রবিবার সেখানে পেট্রোলের দামকে ছাপিয়ে ডিজেল। এদিন ওড়িশায় পেট্রোল বিক্রি হয়েছে ৮০.৬৫ টাকা প্রতি লিটার। আর ডিজেল তাকে টপকে বিক্রি হয়েছে ৮০.৭৮ টাকায়। শনিবার ওড়িশায় পেট্রোলের দাম ছিল ৮০.৯০ টাকা ও ডিজেলের দাম ছিল ৮০৯৭ টাকা প্রতি লিটার। দেশে এই ধরনের ঘটনা এই প্রথম। সাধারণভাবে পেট্রোলের দাম ডিজেলের দাম সব সময় কম থাকে। কারণ ডিজেলের ওপরে ট্যাক্স কম বসানো হয়। উল্লেখ্য, পেট্রোল-ডিজেলে দাম বৃদ্ধি নিয়ে বেশ বেকায়দায় কেন্দ্রীয় সরকার। বিরোধীদের ক্রমাগত চাপের মুখে পড়ে শেষপর্যন্ত জ্বালানীর ওপরে কর কম করতে বাধ্য হয়েছে কেন্দ্র। গত মাসেই সরকার ঘোষণা করেছে, পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ২.৫০ টাকা কর কম করা হবে। পাশাপাশি তেল কোম্পানিগুলি কম করবে ২.৫০ টাকা। তার পরেও জ্বালানীর দামে আগুনের আঁচ কম হয়নি। জ্বালানীর দাম কমানো নিয়ে কেন্দ্র-রাজ্য চাপান উতোর চলছেই। এনিয়ে ওড়িশার অর্থমন্ত্রী শশীভূষণ বেহরা সংবাদমাধ্যমে বলেন, তেলের দাম বৃদ্ধির পেছনে দুটি কারণ থাকতে পারে। হয় তেল কোম্পানিগুলির ওপরে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই নয়তো দুপক্ষের মধ্যে গোপন ব

ফের গাছে ঝুলন্ত বিজেপি কর্মীর দেহ উদ্ধার, এ বার বীরভূমে, অভিযোগ খুনের

Image
গাছে ঝুলছে বিজেপি কর্মীর দেহ। পুরুলিয়ার সুপুরডির ছায়া এবার বীরভূমের লাভপুরে। ফের বিজেপি কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এ বার দাঁড়কা গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাপস বাগদী (৩৩) নামে এক সক্রিয় বিজেপি কর্মীর দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুজোর পর থেকে গ্রামে উত্তেজনা ছড়ানোয় বাড়িছাড়া থাকার পর রবিবার দুপুরেই বাড়ি ফিরেছিলেন তাপস বাগদী। বিকেলের দিকে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতেও ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে ফিরে আসেন। গভীর রাতে গ্রামের আশপাশে ফের খুঁজতে শুরু করেন পাড়া প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। তখনই গ্রাম লাগোয়া বনসৃজনের প্রকল্পের জঙ্গলে একটি গাছে ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ঘটনাস্থলের কাছে কোনও পোস্টার বা অন্য কিছু পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, তাপসকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ যদিও জানিয়েছে, লিখিত কোনও অভিযোগ তারা পাননি। তদন্ত চলছে। স্থানীয় সূত্রে খবর, তাপস বাগদী পঞ্চায়ে

অ্যাপে জ্বলবে আলো, বন্ধ হবে দরজা স্বীকৃতি পেল বাঙালি বিজ্ঞানীর গবেষণা

Image
বাড়ির পাখা, আলো থেকে শুরু করে সরকারি নিরাপত্তার নজরদারিতে থাকা ব্রিজ, রেলের ট্র‌্যাক, সিগন্যাল, সমস্ত কিছুই মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু তার জন্য ব্যবহার করতে হবে একটি সেন্সর। যে সেন্সরই আপনার হুকুম তামিল করবে।  ‌ অনেকেই হয়তো বলবেন, ও বাবা!‌ এসব তো অনেক খরচের ব্যাপার। না, তেমন খরচ নয়। এক বাঙালি গবেষক এমনই এক প্রোটোটাইপ বা পরীক্ষামূলক যন্ত্র তৈরি করেছেন, যাতে খরচ হয়েছে মাত্র হাজার ছয়েক টাকা। বিশ্বে এত কম খরচে এমন যন্ত্র আর কেউ তৈরি করতে পারেনি বলেই দাবি করেছেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক, বারাসতের বাসিন্দা দীপশুভ্র গুহরায়। তিনি জানিয়েছেন, '‌ইন্টারনেট অফ থিংস বা আইওটি গবেষণার অঙ্ক বা অ্যালগোরিদমে পরিবর্তন এনেছি আমি। কাজে সাহায্য করেছেন অপর গবেষক বিপাশা মাহাতো ও গবেষণার সুপারভাইজার অধ্যাপক দেবাশিস দে। এছাড়াও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নের অধ্যাপক রাজকুমার বুইয়া। পুরনো সমস্ত গবেষণাতেই মূলত দুটো সমস্যা তৈরি হচ্ছে, প্রযুক্তির ভাষায় যাকে বলা হচ্ছে '‌ডিলে'‌ এবং '‌মেসেজ লস'‌। সোজা কথায় বললে, আপনি হয়তো অ্যাপের মাধ্যমে ক

সমস্যা বাড়িয়ে বন্ধ ৪০০ পেট্রল পাম্প, জ্বালানি মজুতে উপচে পড়ল ভিড়

Image
নয়াদিল্লি: তেলের মূল্য বৃদ্ধি-হ্রাসে এমনিতেই নাকানিচোবানি খাচ্ছে আমজনতা৷ আর তারইমাঝে সপ্তাহের শুরুতেই সোমবার আরও এক সমস্যার সম্মুখীন রাজধানী৷ পেট্রল-ডিজেলে কেজরিওয়াল সরকার ভ্যাট না কমানোয় দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন (ডিপিডিএ)সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত মোট ৪০০টি পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়৷ ডিপিডিএ-র পক্ষ থেকে জানানো হয়, এই ৪০০ পেট্রল পাম্পে এমন যার সঙ্গে জড়িয়ে রয়েছে সিএনজি স্টেশনও৷ পেট্রল-ডিজেল চালিত গাড়ি ছাড়াও সিএনজি চালিত অটো-ট্যাক্সিচালকদেরও সমস্যায় পড়তে হবে এই বন্ধের কারণে৷ যাদের কাছে পেট্রল পাম্প বন্ধ থাকার খবর ছিল তারা সময়ের আগেই ভিড় জমায় পেট্রল পাম্প স্টেশনগুলিত৷ অন্যদিকে যাদের কাছে খবর ছিল না তাদের মাথায় হাত৷ কারণ সপ্তাহের শুরুতে সোমবার অটো-ট্যাক্সির ব্যবহার সবথেকে বেশি হয়, আর সেখানেই টানা ২৪ ঘন্টা বনধের জেরে অনেকের রুটিরুজিতে টান পড়ার আশঙ্কা যে রয়েছে, তা বলাই বাহুল্য৷ তবে সেঞ্চুরি করার আগে ক্রমশ পিছনে সরছে ভারতের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। উৎসবের মরশুম শেষ হয়ে আজ সোমবার শুরু হচ্ছে কাজের দিন। এদিনও সকালে শুভ ইঙ্গিত দিল দ

উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় শিক্ষককে খুনের হুমকি

Image
বালুরঘাট: উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চরম হেনস্থা হতে হল এক শিক্ষককে৷চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের চকভৃগু এলাকায়। অভিযুক্তরা এখনও অধরা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা শিক্ষক শংকর জোয়াদ্দারের বাড়িতে তাঁর হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ পিতা ও ছোট্ট বাচ্চা রয়েছে। ওই শিক্ষকের অভিযোগ, শনিবার রাতে স্থানীয় ক্লাবের সদস্যরা কানফাটা শব্দে ডিজে বাজিয়ে নাচানাচি করছিল। বাবার অসুস্থতার কারণে ডিজে'র শব্দ কমানোর অনুরোধ করেন। তাতে কেউ কর্নপাত না করলে বাধ্য হয়েই তিনি ফেসবুকে বিষয়টি পোস্ট করে বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্ঠা করেন। সেই পোস্ট পুলিশ-প্রশাসনের নজরে না এলেও ওই ক্লাব সদস্যদের চোখ এড়ায়নি। অভিযোগ, ওই রাতে তাঁরা শিক্ষকের বাড়ি লক্ষ্য করে প্রথমে ঢিল ছোঁড়ে। তারপরই একদল মদ্যপ যুবক তাঁর বাড়িতে চড়াও হয়ে দরজায় লাথালাথি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে৷ সেইসঙ্গে তাঁকে প্রাণনাশের হুমকিও দেয় বলে শিক্ষক শংকর জোয়াদ্দার অভিযোগ করেছেন। ওই শিক্ষকের আরও অভিযোগ, রাতে থানায় জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তিনি ও তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন বলে সংবাদমাধ্যমের কাছে শ

৫৬ বছর পরে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৩৮ কোটি টাকা পেলেন অরুণাচলের বাসিন্দারা

Image
বমডিলা: ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পরে সেনাবাহিনীর ঘাঁটি, বাঙ্কার ও ব্যারাক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৩৮ কোটি টাকা পেলেন অরুণাচল প্রদেশের বাসিন্দারা। এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিম কামেঙ্গ জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের হাতে চেক তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। রিজিজু জানিয়েছেন, 'গ্রামবাসীদের হাতে ৩৭.৭৩ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেটি যৌথ অধিকারে ছিল। তাই যে টাকা দেওয়া হয়েছে, তা গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।' ১৯৬২ সালের যুদ্ধের পর সেনাঘাঁটি, বাঙ্কার, ব্যারাক, রাস্তা, সেতু তৈরির জন্য বিপুল জমি অধিগ্রহণ করা হয়। তবে গত বছর পর্যন্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অরুণাচলের বাসিন্দা রিজিজ নিজে উদ্যোগ নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, 'জাতীয় স্বার্থে জমি অধিগ্রহণ করেছিল সেনাবাহিনী। তবে ষাটের দশক থেকে কোনও সরকারই অরুণাচল প্রদেশের গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবেনি। অবশেষে সেটা দেওয়ায় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা

টিউবওয়েল ব্যবহার নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, কুপিয়ে খুন যুবককে

Image
রাস্তার পাশে থাকা পুরসভার টিউবওয়েল ব্যবহার নিয়ে এক পাড়ার দুটি পরিবারের মধ্যে বিবাদের জেরে খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার মালদার কুতুবপুরে। অভিযোগ, পুরসভার টিউবওয়েলের জল তোলা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিবাদ চলছিল ওই দুটি পরিবারের মধ্যে। শনিবার তা চরমে ওঠে যখন একটি পরিবারের ছেলের শ্বশুরবাড়ির এক শিশু টিউবওয়েলে স্নান করার সময় অন্য পরিবার থেকে আপত্তি জানানো হয়। এরপরই দুই পরিবারের সদস্যরা প্রথমে বচসা এবং তারপর মারামারিতে জড়িয়ে পড়ে। আরও অভিযোগ, এরপরই একটি পরিবারের এক যুবককে অন্য পরিবারের সদস্যরা কুপিয়ে খুন করে। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন মৃতের পরিবারের এক প্রৌঢ়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা পলাতক। মালদা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তদন্ত চলছে।

বেতন-ক্রমেও বিতর্ক, বাড়তি খরচের বোঝা

Image
শুধু 'নিয়োগ বিভ্রাট'ই নয়, উত্তর দিনাজপুরের শিক্ষা দফতরের একটি সিদ্ধান্তে সরকারি কোষাগারের কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জেলার প্রধান শিক্ষকদের ফোরামের অভিযোগ। 'পাস গ্র্যাজুয়েট'দের উচ্চতর বেতন স্কেল দেওয়ার এই সিদ্ধান্তের জের সরকারকে বহু বছর ধরেও টানতে হবে। ফোরামের দাবি, গত কয়েক বছরে শ'খানেক শিক্ষককে এ ভাবে উচ্চতর স্কেল দেওয়া হয়েছে। ২০১৭ সালে নতুন ডিআই এসে এই কাজ একেবারে বন্ধ করে দেন। শিক্ষা দফতরের নির্দেশ (২০০৫ সালের দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুলস, কন্ট্রোল অ্যান্ড এক্সপেন্ডিচার-১৪/২ ধারা) অনুযায়ী, 'গ্র্যাজুয়েট টিচার' শ্রেণিতে যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা শিক্ষাগত যোগ্যতা বাড়ালেও কখনই উচ্চতর বেতন কাঠামো দাবি করতে পারবেন না। শুধুমাত্র পাস কোর্সের গ্র্যাজুয়েটদের জন্যই এই নিয়ম করা হয়েছে। কিন্তু তা না মেনে উত্তর দিনাজপুরের শিক্ষা দফতর বহু শিক্ষককে উচ্চতর বেতনের স্কেল দিয়েছে। এর ফলে শিক্ষক-পিছু বছরে বাড়তি দেড়-দু'লক্ষ টাকা করে ব্যয় হচ্ছে। অবসরের পরেও তিনি বর্ধিত স্কেল অনুযায়ী পেনশনের টাকা পেতে থাকবেন। পে-স্কেল সংশোধিত হলেও তিনি বর্ধিত স্কেলের সুবিধা অনুযায়ী বেশি টাকা প

পড়ুয়াদের উপর নিগ্রহ ঠেকাতে শিক্ষকদের প্রশিক্ষণ

Image
পড়ুয়ার হাঁটাচলা ও শরীরী ভাষা দেখেই বুঝতে হবে তার মানসিক অবস্থা। শিক্ষক-শিক্ষিকা বা সহপাঠীর দ্বারা সে কি নির্যাতিত? পড়ুয়ারা মুখে না বলতে পারলেও শিক্ষকেরা যেন তা সরাসরি বুঝতে পারেন। এ বার সেই লক্ষ্যেই আগামী নভেম্বর থেকে রাজ্যের প্রায় ৭০ হাজার স্কুলের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করছে স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)। এসসিইআরটি-র এক কর্তা জানান, তাঁরা একটি বিধি তৈরি করেছেন। শিশুদের উপর নির্যাতন রুখতে সেই বিধি অনুসারে কাজ করবেন স্কুলের সমস্ত শিক্ষকেরা। প্রথমে প্রধান শিক্ষকদের প্রশিক্ষিত করা হবে। পরে তাঁরাই সমস্ত শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। প্রসঙ্গত, প্রতিটি স্কুলেই একটি 'সেফটি ও সিকিউরিটি মনিটারিং কমিটি' রয়েছে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কমিটি সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সম্প্রতি কলকাতার বিনোদিনী গার্লস স্কুলে এক পড়ুয়ার যৌন নিগ্রহের অভিযোগকে ঘিরে যে গোলমাল হয়েছে সেখানেও দেখা গিয়েছে স্কুলের কোনও কমিটির কাছে অভিযোগই জমা পড়েনি।তার আগেই রণক্ষেত্রে পরিণত হয়েছে স্কুল চত্বর। শুধু শিক্ষক বা শিক্ষাকর্মীই নন। কিছু ক্

সাদা বলে কোহালির জন্য কোনও ছকই খাটে না

Image
ওয়েস্ট ইন্ডিজ যখন স্কোরবোর্ডে ৩২২ রান তুলে দিল, ভেবেছিলাম এই ম্যাচে একটা লড়াই নিশ্চয়ই হবে। খেয়াল ছিল না, ভারতের ওয়ান ডে দলে বিরাট কোহালি আবার ফিরে এসেছেন! এশিয়া কাপের বিশ্রাম পর্ব শেষ করে।  কোহালি এখন যে ভাবে খেলছেন, সাদা বলের ক্রিকেটে ওকে থামানোর মতো কোনও দল বা বোলার দেখছি না। দেখা যাচ্ছে, কোহালির জন্য প্ল্যান এ, বি, সি, ডি— কিছুই খাটছে না।  রবিবার গুয়াহাটিতে তার ওপর আবার ছিলেন রোহিত শর্মা। দু'জনে মিলে ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে ময়দানের ক্লাব পর্যায়ে নামিয়ে আনলেন। ৩২২ রান উঠে গেল ৭.৫ ওভার বাকি থাকতে। এতেই বোঝা যাচ্ছে এই দুই ব্যাটসম্যানের আধিপত্য কতটা ছিল এই ম্যাচে। কোহালি ১০৭ বলে ১৪০ রান করে আউট হয়ে গেলেও রোহিত অপরাজিত থাকলেন ১১৭ বলে ১৫২ রানে।  রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই শিখর ধওয়ন আউট। ওই সময় কোহালি নেমে শুধু ওয়েস্ট ইন্ডিজ বোলিংই ধ্বংস করলেন না, রোহিতকেও সুযোগ দিলেন উইকেটে জমে যাওয়ার। কোহালি দ্রুত রান তুলছেন দেখে রোহিত ওই সময় কোনও ঝুঁকি নেননি। খুচরো রান নিয়ে কোহালিকে স্ট্রাইক দিয়ে গিয়েছিলেন।  কোহালির ধারাবাহিকতা, স্ট্রোক প্লে, রান তাড়া করার ক্ষমতা— এ সবের কথা তো আমরা ভাল কর

বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

Image
অমাবস্যার রাতে চাঁদ দেখেছেন কখনও? বা পূর্ণিমাতে একাধিক চাঁদ? কথাটা শুনে কোনও হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এ কোনও হেয়ালি নয়, বাস্তবে যে এমনটাই হতে চলেছে চিনে।    আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে চিন। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ। চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী,  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে চিনের চেঙদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২-এর মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ 'ঝোলাবে' চিন। এমনটাই জানিয়েছেন, চেঙদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারপার্সন উ চুনফেঙ। তাঁরাই এই প্রকল্পের কাজটি করছেন বলে জানিয়েছেন চুনফেঙ।    তাঁর কথায়,''আসল চাঁদের আলোতেই আলোকিত হবে এই কৃত্রিম চাঁদ। কিন্তু চাঁদের থেকেও আট গুণ বেশি হবে এই কৃত্রিম চাঁদের আলো। এই কৃত্রিম চাঁদ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আজ নয়, শুরু হয়েছিল

গণধর্ষণের হাত থেকে বাঁচতে নগ্ন অবস্থাতেই তিন তলা থেকে ঝাঁপ!

Image
গণধর্ষণের হাত থেকে রক্ষা পেতে অ্যাপার্টমেন্টের তিন তলা থেকে নগ্ন অবস্থায় ঝাঁপ দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে জয়পুরের মোহানা এলাকায়। স্থানীয় জয়পুরিয়া হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩২ বছর বয়সী ওই মহিলা। তবে ঘটনার পরেই অভিযুক্তরা ওই অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে গিয়েছিল বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে লোকেশ সাইনি (১৯) এবং কমল সাইনি (২৪) নামের ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণের মামলাও রুজু করেছে পুলিশ। ওই অ্যাপার্টমেন্টেরই এক বাসিন্দা পুলিশকে শনিবার ভোর তিনটে নাগাদ ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। পুলিশের কথা অনুযায়ী, ''আমরা ঘটনাস্থলে পৌঁছনোর পরে স্থানীয়রা জানান,  শুক্রবার সন্ধ্যের দিকে ওই দু'জনের সঙ্গে মহিলাকে ফ্ল্যাটে আসতে দেখেন। মর্নিং ওয়াক করতে যাওয়ার সময়ে অনেকেরই কানে আসে ওই মহিলার আর্তনাদ।'' পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লিবাসী ওই মহিলা আসলে নেপালি। তবে ওই দুই অভিযুক্তের একজনের সঙ্গে তাঁকে প্রায়শই দেখা যেত। এসিপি মানসরোবর কে কে আওয়াস্থি যিনি ঘটনাটির তদন্ত করছেন, জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তের পর পরিষ্কার, অভিযুক

গণধর্ষণের পর শরীরে লোহার রড! নির্ভয়ার ছায়া ধূপগুড়িতে

Image
একাদশীর সন্ধেয় অন্ধকার নেমে এসেছে। দেওরের ছেলের ডাকে বাড়ির বাইরে পা দিতেই মধ্য তিরিশের আদিবাসী বধূটির মুখ চেপে ধরল কয়েক জন। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল গ্রাম থেকে কিছু দূরে গিরান্ডি নদীর ধারের একটি ঝোপে। ধূপগুড়ির নিরঞ্জনপাটের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তাঁকে গণধর্ষণ করে শরীরে লোহার রড ঢুকিয়ে দিয়েছে তাঁরই শ্বশুরবাড়ির লোকজন। ওই অবস্থাতেই তাঁকে রাস্তায় ফেলে চলে যায় তারা। ব্যথায়, রক্তপাতে অচেতন হয়ে সারা রাত পড়েছিলেন মহিলা। রবিবার বেলার দিকে এক ভ্যানচালক তাঁকে দেখতে পেয়ে গ্রামে খবর দেন। ঘটনার প্রায় আঠারো ঘণ্টা পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গিরান্ডি নদীতে দুর্গাপুজোর ভাসান হয়। তিন সন্তানের জননী এই মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ভাসানের ঘাট থেকে দূরে নির্জন একটি এলাকায়। সেই রাতে গ্রামের আর কেউই বুঝতে পারেননি কী হয়েছে। এ দিন সকালে দিনমজুর পরিবারের এই বধূকে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসক মৌমিতা শর্মা বলেন, ''প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওঁর। একটু সুস্থ হলে অস্ত্রোপচার করা হবে। রক্ত দেওয়া হচ্ছে।

ভোটে টার্গেট পূর্ব এবং উত্তর-পূর্ব, গাঁধীজির পর নেতাজি হাতিয়ার মোদীজির

Image
তিন সপ্তাহ আগে গাঁধীজির ১৫০ তম জন্মবার্ষিকী পালন করেছিলেন ধুমধাম করে। এ বার আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদ্‌যাপন করতে লাল কেল্লায় আজ পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কংগ্রেসকে কোণঠাসা করতে তিনি অস্ত্র করলেন সুভাষচন্দ্র বসুকেও।  অনুষ্ঠানে নেতাজি-টুপি পরা মোদী অভিযোগ করলেন, স্বাধীনতা সংগ্রামে 'একটি পরিবারের' অবদানকেই এত দিন বড় করে তুলে ধরা হয়ে এসেছে। অর্থাৎ এখানেও ঘুিরয়ে নেহরু পরিবারকেই নিশানা করলেন তিনি। স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকার কথা বলতে গিয়ে মোদীর মন্তব্য, ''শুধু একটা পরিবারকেই বড় করে দেখানো ঠিক নয়। সুভাষচন্দ্র বসু, বল্লভভাই পটেল এবং অম্বেডকরের মতো সুসন্তানের অবদানকে ওই পরিবার কোনও মর্যাদা দেয়নি। অবহেলা করেছে।'' প্রধানমন্ত্রীর অভিযোগ, স্বাধীনতার পরে দেশ চালানোর নীতি স্থির করতে গিয়ে ব্রিটিশের চোখ দিয়েই সব কিছু দেখা হয়েছে। যা নেতাজির ভাবনার বিরোধী। মোদী বলেন, ''নেতাজির বিশেষ নজর ছিল পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে। অথচ এই এলাকাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার।'' মোদীর আক্রমণের জবাব দিতে নেমে কংগ্রেসের মুখপাত্র রণদীপ স