সমস্যা বাড়িয়ে বন্ধ ৪০০ পেট্রল পাম্প, জ্বালানি মজুতে উপচে পড়ল ভিড়


নয়াদিল্লি: তেলের মূল্য বৃদ্ধি-হ্রাসে এমনিতেই নাকানিচোবানি খাচ্ছে আমজনতা৷ আর তারইমাঝে সপ্তাহের শুরুতেই সোমবার আরও এক সমস্যার সম্মুখীন রাজধানী৷ পেট্রল-ডিজেলে কেজরিওয়াল সরকার ভ্যাট না কমানোয় দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন (ডিপিডিএ)সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত মোট ৪০০টি পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়৷

ডিপিডিএ-র পক্ষ থেকে জানানো হয়, এই ৪০০ পেট্রল পাম্পে এমন যার সঙ্গে জড়িয়ে রয়েছে সিএনজি স্টেশনও৷ পেট্রল-ডিজেল চালিত গাড়ি ছাড়াও সিএনজি চালিত অটো-ট্যাক্সিচালকদেরও সমস্যায় পড়তে হবে এই বন্ধের কারণে৷

যাদের কাছে পেট্রল পাম্প বন্ধ থাকার খবর ছিল তারা সময়ের আগেই ভিড় জমায় পেট্রল পাম্প স্টেশনগুলিত৷ অন্যদিকে যাদের কাছে খবর ছিল না তাদের মাথায় হাত৷ কারণ সপ্তাহের শুরুতে সোমবার অটো-ট্যাক্সির ব্যবহার সবথেকে বেশি হয়, আর সেখানেই টানা ২৪ ঘন্টা বনধের জেরে অনেকের রুটিরুজিতে টান পড়ার আশঙ্কা যে রয়েছে, তা বলাই বাহুল্য৷

তবে সেঞ্চুরি করার আগে ক্রমশ পিছনে সরছে ভারতের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। উৎসবের মরশুম শেষ হয়ে আজ সোমবার শুরু হচ্ছে কাজের দিন। এদিনও সকালে শুভ ইঙ্গিত দিল দেশের অর্থনীতি। দাম কমে জ্বালানী তেল পেট্রল এবং ডিজেলের। জাতীয় রাজধানী দিল্লিতে এই মূল্য হ্রাসের হার লিটার প্রতি যথাক্রমে ৩০ পয়সা এবং ২৭ পয়সা। সুতরাং এদিন দিল্লিতে প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৮১ টাকা ৪৪ পয়সা এবং ৭৪ টাকা ৯২ পয়সা।

তবে দাম কমলেও জাতীয় রাজধানী দিল্লিতে দেখা দিয়েছে নতুন সংকট। জ্বালানী তেলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করার দাবিতে মোট ৪০০টি পেট্রল পাম্প প্রায়. ২৪ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷