Posts

Showing posts from June 14, 2018

স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে, নিজে আত্মহত্যার চেষ্টা যুবকের!

Image
মালদা : প্রথমে স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে খুনের চেষ্টা। পরে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। পুলিশের অনুমান, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই এমন করেছে যুবক। বর্তমানে দু'জনেই গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দু'জনের পরিবারের তরফে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মালদার গাজোল থানার চম্পাদিঘি গ্রামের ঘটনা। ওই গ্রামের যুবক দীপঙ্কর বিশ্বাস (২২)-এর সঙ্গে ন'মাস ধরে সম্পর্ক ছিল স্থানীয় এক যুবতির। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি দীপঙ্কর ওই যুবতিকে বিয়ে করে দিল্লি চলে যায়। সেখানে একটি কেবল অপারেটর কম্পানিতে শ্রমিকের কাজ করত দীপঙ্কর। কিছুদিন আগে যুবতির বাবা দিল্লি গিয়ে মেয়েকে নিয়ে চলে আসেন। ফিরে আসে দীপঙ্করও। দিল্লি থেকে এসে বাপেরবাড়িতেই থাকতে শুরু করে যুবতি। স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরে আসার পর পাড়ার আরেক যুবকের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেটা মেনে নিতে পারছিল না দীপঙ্কর। স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে খুনের চেষ্টা করে, পরে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে দীপঙ্কর। তবে দীপঙ্করের পরিবারের বক্তব্য, যুবতি মানস

হলদিয়ায় পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪৬০টি কন্টেনার

Image
মাঝ সমুদ্রে আচমকাই পণ্যবাহী জাহাজের বিস্ফোরণ। দাউ দাউ করে আগুন লেগে গেল জাহাজে। উত্তাল সমুদ্রের ঝোড়ো হাওয়ায় চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জাহাজটি সত্তর শতাংশই পুড়ে গিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪৬০টি কন্টেনার। তবে দুর্ঘটনাগ্রস্ত জাহাজের ২২ জন ক্রু মেম্বারকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের নিয়ে আসা হয়েছে হলদিয়া বন্দরে। বৃহস্পতিবার ভোরে  হলদিয়া বন্দরের অদূরে স্যান্ডহেটের কাছে বঙ্গোপসাগরে আগুন লেগে যায় একটি পণ্যবাহী জাহাজে। বুধবার অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপট্টনম থেকে এ রাজ্যের হলদিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পণ্যবাহী জাহাজ এমভি এসএসএল কলকাতায়। বৃহস্পতিবার ভোরে জাহাজটি যখন হলদিয়ার বন্দরের অদূরে স্যান্ডহেটের কাছে পৌঁছয়, তখনই মাঝ সমুদ্রে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন লেগে যায়। উত্তাল বঙ্গোপসাগরে তখন ঝোড়ো হাওয়া বইছে। পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। কোনওরকমে উপকূলরক্ষী বাহিনীর কাছে বিপদ সংকেত পাঠান জাহাজের ক্যাপ্টেন। প্রায় ঘণ্টা তিনেক বাদে দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী জাহাজ। দু'দফায় উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত জাহাজের ২২ জন ক্রিউ মেম্বারকে। জানা গিয়েছে, জাহাজে এ

এক গ্লাস গাজরের রস, রোগ বালাই দূরে থাক

Image
কলকাতা: গাজর খেলে চোখ থাকে ভালো ৷ একথা তো ছোটোবেলা থেকেই শোনা ৷ তবে গাজর শুধু চোখ নয়, শরীরকে সুস্থ রাখতে দারুণ কাজ দেয় ৷ কারণ, এই গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ৷ রয়েছে বিটা ক্যারোটিন যা কিনা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে৷ অনেকেই স্যালাডে, ভাতে সেদ্ধ দিয়ে গাজর খান ৷ চিকিৎসকরা বলছে, কাঁচা গাজর খাওয়ার তুলনায় অল্প সেদ্ধ করা গাজরের উপকার অনেক বেশি ৷ তবে যদি মিস্কিতে ফেলে গাজরের রস খাওয়া হয়, তাহলে উপকার পাবেন তিনগুণ ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, গাজরে থাকা ভিটামিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ৷ চুল ভালো রাখে ৷ নিয়মিত গাজর খেলে বলিরেখাও রোধ করা যায়৷ তবে গাজরের সবচেয়ে উপকারি দিক হল, গাজর ক্যানসার প্রতিরোধক ৷ ক্যান্সার প্রতিরোধ ও রক্ত শুদ্ধিকরণে দারুণ সাহায্য করে গাজর৷ কারণ, গাজরে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ৷

আমেরিকায় টলিউডের অভিনেত্রীদের দিয়ে চালানো হত মধুচক্র, গ্রেফতার ভারতীয় দম্পতি

Image
ওয়াশিংটন: শ্রী রেড্ডির কাস্টিং কাউচের পর ফের নয়া বিতর্কে জড়াল টলিউড ৷ সম্প্রতি আমেরিকায় তামিল অভিনেত্রীদের দিয়ে সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগে ভারতীয় দম্পতিকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দারা ৷ শিকাগো ট্রিবিউন প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, মার্কিন জেলা আদালতে ৪২ পাতার একটি অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দারা ৷ কিষাণ মোদুগুমুদি ওরফে শ্রীরাজ চোন্নুপাত্তি বয়স ৩৪ ও তার স্ত্রী চন্দ্রাকে(৩১) গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, টলিউডের অভিনেত্রীদের বিভিন্ন শো-তে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মধুচক্র চালাত ৷ বিভিন্ন জনপ্রিয় শো-তে অভিনয় করার টোপ দিয়ে তাদের আমেরিকায় নিয়ে যেত দম্পতি ৷ এরপর সেখানে তাদের যৌন পেশা গ্রহণ করতে বাধ্য করা হত ৷ পাশাপাশি তাদের নানাভাবে হেনস্থা করারও অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, কিষাণ আমেরিকার একজন ব্যবসায়ী ৷ তিনি বেশ কয়েকটি তেলেগু ছবিতে প্রযোজনা করেছেন ৷ অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে একটি নোট পাওয়া গিয়েছে যাতে একজন নির্যাতিতা তাকে রেহাই দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ এছাড়া তাদের বাড়ি থেকে একটি ব্যাগের মধ্যে ৭০ টি কন্ডোম পাওয়া গিয়েছে ৷ প

বেড়াতে এসে রাজস্থান থেকে নিখোঁজ হয়ে গেলেন ফরাসি তরুণী

Image
নিখোঁজ ফরাসি পর্যটক ৷ জয়পুর: ঘুরতে এসে রাজস্থান থেকে নিখোঁজ হয়ে গেলেন বছর কুড়ির ফরাসি তরুণী ৷ গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ তিনি ৷ গত ৩০ মে রাজস্থানের পুষ্করে পৌঁছন গেইলি চৌটিউ নামের ওই তরুণী ৷ ওই এলাকাতেই 'হোলি কা চক' নামের একটি হোটেলে উঠেছিলেন তিনি ৷ ১ জুন হোটেল থেকে বেরিয়ে যান গেইলি ৷ পুষ্কর থেকে জয়পুর যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু এরপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি গেইলির ৷ গতকাল গেইলির খোঁজ পেতে ফরাসি অ্যাম্বাসাডরের তরফে ট্যুইটারে খবরটি শেয়ার করা হয় ৷ পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে রাজস্থান পুলিশও ৷ যত দ্রুত সম্ভব ওই তরুণী পর্যটকের কোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ ফ্রেঞ্চ অ্যাম্বাসাডরের পোস্ট করা ওই ট্যুইটের প্রেক্ষিতে রাজস্থান পুলিসের তরফেও একটি ট্যুইট করে জানানো হয়, সমস্ত জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে ৷ আজমির পুলিশও তদন্তে সহযোগিতা করছে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত দুই সপ্তাহে একবারও গেইলির মোবাইল ফোন বা এটিএম কার্ড ব্যবহার করা হয়নি ৷ তবে পুষ্করের হোটেল চাড়ার সময় তিনি আলওয়ারের তাপুকরা জায়গাটি সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন ৷ এমনকী হোটেলে বলেছিলেন, দুই

প্রতিবাদের শাস্তি! স্ত্রীর যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে দিল স্বামী, চলল নারকীয় নির্যাতন

Image
পড়শি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্বামী। প্রতিবাদ করতেই স্ত্রীর যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদায়। মালদার পুখুরিয়ার ছরকামারি গ্রামের বাসিন্দা গেদু শেখ। স্থানীয়রা জানিয়েছেন, পেশায় লরিচালক গেদু প্রতিবেশী সাহানুর বেওয়া নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিগত কয়েক মাস ধরেই তাদের মধ্যে সম্পর্ক চলছিল। স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেন গেদুর স্ত্রী মিনু বিবি। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে রোজই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি লেগে থাকত। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, তখনই মিনু বিবির উপর চড়াও হয় গেদু শেখ। প্রথমে স্ত্রী মিনু বিবিকে বেধড়ক মারধর করে। তারপরই স্ত্রীর যৌনাঙ্গে বাড়িতে পড়ে থাকা বাঁশ ঢুকিয়ে তাঁকে খুন করে সে। আরও অভিযোগ, খুনের পর প্রমাণ লোপাট করতে মিনু বিবিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় গেদু। এমনকি মিনু বিবিকে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল গেদু শেখের প্রেমিকা সাহানুর বেওয়া। এদিন সকালে গ্রামবাসীরা ঘরের মধ্যে থেকে মিনু বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রথমে ম

সারাক্ষণ মোবাইলে খুটখুট? প্যারালাইসিসের শিকার হতে পারেন কিন্তু!

Image
ঘন ঘন মোবাইল ঘাঁটার অভ্যাস পরিত্যাগ করুন আজই। সকাল হোক বা রাত, অফিস হোক বা পাড়ার ঠেক— সবেধন মোবাইলটি ছাড়া আমরা প্রায় অস্তিত্বহীন। ফেসবুকে আপডেট, হোয়াটস অ্যাপ চেকিং বা ঘন ঘন টেক্সট দেখা আমাদের আধুনিক অভ্যাস। কাজের জায়গায় পৌঁছেই শুরু হয়ে যায় টাইপিং বা লেখালেখি। তার মাঝেও চলে মোবাইল সার্ফিং। সকলের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন, ভেবে আপনি তো খুশ! কিন্তু জানেন কি, এতে 'রাগ' করছে আপনার বুড়ো আঙুল। সে প্রথমে জানান দেবে ব্যথা দিয়ে, তার পরেও সচেতন না হলে কিন্তু প্যারালাইসিসের শিকার হতে পারেন। এই অসুখের পোশাকী নাম 'নাম্ব থাম্ব'।  চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে 'ব্ল্যাকবেরি সিনড্রোম' বা 'ওভার ইউস সিনড্রোম'-ও বলা হয়। এই অসুখের বেশ কিছু প্রাথমিক লক্ষণ আছে। জানালেন, অস্থি বিশেষজ্ঞ কৌশিক ঘোষ। বুড়ো আঙুলের গোড়ার দিকে শুরু হবে ব্যথা। চিকিৎসা না করালে ব্যথা বেড়ে আঙুল ঝিমঝিম করে প্রায়ই অবশ হবে। আঙুল ভাঁজ করতে অসুবিধা হবে। আঙুল থেকে ব্যথা উঠতে পারে হাতের কবজির দিকেও। ফলে গ্রিপিং-এ আসতে পারে সমস্যা। চিকিৎসার রকমফের নাম্ব থাম্ব হলে দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ। মূলত কিছু

প্রতীক্ষা শেষ, আজ সন্ধ্যায় শুরু ফুটবলের মহাযজ্ঞ

Image
বিশ্বকাপের ম্যাসকট জাবিভাকা। কাউন্ট ডাউন শেষ। শেষ চার বছরের প্রতীক্ষারও। আর কয়েক ঘণ্টা বাদেই মস্কোয় শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ। ছোট্ট একটা বলকে নিয়েই মেতে উঠবে পড়ুয়া থেকে প্রবীণ। মুছে যাবে সমাজের হাজারো তুচ্ছ ফারাক, ঘুচে যাবে নানা বৈষম্য। আগামী এক মাস একটা খেলা ভুলিয়ে রাখবে সবাইকে। ওই বলটাই হয়ে উঠবে স্বপ্ন দেখার সঙ্গী। মুহূর্তের কোনও ড্রিবল, চকিত রক্ষণচেরা থ্রু, স্কিলের ঝলকানি মন-ক্যানভাসে হয়ে যাবে বন্দি। মারাদোনার শতাব্দি সেরা গোলের মতোই মেসি, নেমার, রোনাল্ডোদের দিকে নজর থাকবে, তেমনই কোনও মুহূর্ত তাঁরা তৈরি করতে পারেন কি না দেখতে। থাকবে প্রার্থনাও। সবুজ ঘাসে হলদে ব্রাজিলের সাম্বার জন্য। নীল-সাদা জার্সিতে মেসির জন্য। রোনাল্ডোর পর্তুগালের জন্য। গত বারের চ্যাম্পিয়ন জার্মানি, তিকিতাকা-ইনিয়েস্তার স্পেন, পোগবার ফ্রান্স, সুয়ারেজের ঊরুগুয়ে— লড়াই জমজমাট। কেউ হাসবেন, কেউ কাঁদবেন, কেউ ফুটবলকে বিদায় জানাবেন চিরতরে। জীবনেরই এক টুকরো জলছবি হয়ে উঠবে কাপ-যুদ্ধ। হাসি-কান্না চলবে হাত ধরাধরি করে। শুরুটা ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। ওই সময় উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ রাশিয়া মুখোমুখি হবে সৌদি আরবের। ভা

অন্য দেশের পুরুষদের সঙ্গে যৌনতায় মাততে পারবেন না রাশিয়ান মহিলারা

Image
মস্কো: অন্য দেশের পুরুষদের সঙ্গে যৌনতায় লিপ্ত হবেন না ! বিশ্বকাপের সময় রাশিয়ার মহিলাদের সতর্ক করল রাশিয়ার রাজনীতিকরা ৷ এমনকী, রাশিয়ার মহিলাদের সোজসাপটা জানানো হল, অন্য দেশের পরুষদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে সন্তানের জন্ম হলে তাঁদের নাগরিকত্ব পাওয়া নিয়ে সমস্যা হতে পারে ৷ আর সেই সমস্যার কথাই সতর্কবার্তায় স্পষ্ট করল রাশিয়ার প্রশাসন ৷ এই বিষয়ে উদাহরণ দিতে গিয়ে রাশিয়ার রাজনীতিকরা উদাহরণ টেনে আনলেন ১৯৮০ সালে রাশিয়ায় হওয়া মস্কো গেমসের ৷ সেই সময় জন্মনিরোধকের ব্যবহার কম হওয়ায় রাশিয়ার মহিলাদের গর্ভে আসে অ-রাশিয় পুরুষের সন্তান ৷ যাঁদের মূলত 'চিলড্রেন অফ অলিম্পিক' নামেই সম্বোধন করা হয় রাশিয়াতে ৷ সেই ধরণের ঘটনা যাতে বিশ্বকাপের সময় না ঘটে, তার জন্যই এই সতর্কবার্তা ৷ তবে শুধু নাগরিকত্ব সমস্যাই নয় ৷ অসুরক্ষিত যৌনতায় লিপ্ত হলে রাশিয়ায় এইডসের মতো যৌন সংক্রামক ব্যধি ছড়িয়ে পড়তে পারে ৷ সেই দিকে কড়া নজর দেওয়ার জন্যই রাশিয়ার প্রশাসনরা নানা ধরণের প্রচারমূলক কার্যকলাপ শুরু করেছেন৷

বাবাকে শিক্ষা দিতে তাঁর ৮ বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণের পর খুন

Image
শাহজাহানপুর: সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ব্যবসায়িক রেষারেষি। স্রেফ এই কারণে প্রতিপক্ষের ৮ বছরের শিশুকন্যাকে অপহরণের পর ধর্ষণ করে গলা টিপে মারল অন্যজন। উত্তর প্রদেশের শাহজাহানপুরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পুলিশকে বলেছে, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে ব্যবসায়িক কারণে শত্রুতা চলছে। তাই শিশুটিকে খুন করে তার বাবাকে শিক্ষা দেওয়ার ফন্দি আঁটে সে। অভিযুক্তের নাম ছোটেলাল। রবিবার মেয়েটির বাড়ির বাইরে থেকে সে তাকে অপহরণ করে। আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর গলা টিপে মারে তাকে। তারপর লখিমপুর ক্ষেত্রী জেলার এক গ্রামে দেহটি ফেলে দেয়। সেদিনই সন্ধেয় স্থানীয়রা তা দেখতে পান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। তখন সে বাসে চড়ে পালানোর চেষ্টা করছিস। জেরায় ছোটেলাল বলেছে, জমি সংক্রান্ত একটি চুক্তি নিয়ে মেয়েটির বাবার সঙ্গে তার বছরখানেক ধরে ঝামেলা চলছিল। কদিন আগে তাঁকে হুমকিও দেয় সে। মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকে তার বাড়ির লোকের সন্দেহ গিয়ে পড়ে অভিযুক্তের ওপর। পুলিশে অভিযোগ করার সময় তার নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন তাঁরা।

কাশ্মীরে বাড়ির সামনে থেকে পুলিশ অফিসারকে তুলে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা

Image
শ্রীনগর:  বুধবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা থেকে পুলিশ অফিসারকে অপহরণ করেছে সন্ত্রাসবাদীরা ৷ বাড়িরের বাইরে থেকে অফিসারকে অপহরণ করা হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ পুলিশ অফিসারের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলওয়ামা এলাকাজুড়ে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হদিশ মেলেনি অপহৃত পুলিশ অফিসারকে ৷ পুলওয়ামার SOG পদে নিয়োগ ছিলেন তিনি ৷

চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷ এবার "stop gap arrangement" হিসেবে নতুন নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ২,৬০০-এর বেশি শিক্ষক নিয়োগ গত চার বছর ধরে আটকে ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ৷ এবার সেই নির্দেশ প্রত্যাহার করল শীর্ষ আদালত ৷ অরুণ মিশ্র ও উদয় উ ললিতের বেঞ্চ ছাত্র-ছাত্রীদের শিক্ষার কথা মাথায় রেখে শূণ্যপদে নিয়োগের অনুমতি দিল ৷ কোর্টের তরফে জানানো হয়েছে, নিয়োগ আটতে থাকায় পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ ২০১৪ সালে মাদ্রাসায় ২৬০০ -এর বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৷ কিন্তু তার উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে ৷ এর ফলে পুরো প্রক্রিয়া আটকে যায় ৷ তবে সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছে যে যাদের ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের রায়ের উপর নির্ভর করবে ৷ এবং আপাতত আর নতুন কোনও নিয়োগ করা যাবে না ৷ এই মাম

রূপশ্রী প্রকল্পে ব্যাপক সাড়া, জেলায় খরচ তিন কোটি টাকা

Image
মাত্র দু'মাসের মধ্যে জেলায় রূপশ্রী প্রকল্পের জন্য ৩ কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে উপকৃত হয়েছে বহু পরিবার। বর্ধমান পুরসভার পুরপ্রধান স্বরূপ দত্ত বলেন, 'আমাদের কাছে এখনও পর্যন্ত যা আবেদন জমা পড়েছে, তার বেশির ভাগ টাকাই আমরা দিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রীর অনেক জনমুখী প্রকল্পের মধ্যে এই প্রকল্পেও অনেক গরিব পরিবারের মুখে হাসি ফুটেছে।'  গত ১ এপ্রিল রূপশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার মাত্র দু'মাসের মধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন বহু পরিবার। এই প্রকল্পের মূল বিষয় হল, পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলেই সাবালিকা মেয়ের বিয়ের জন্য সরকারি ভাবে অর্থ সাহায্য পাওয়া যাবে। আবেদন করার জন্য শুধু আয়ের প্রমাণ দিতে হবে। সঙ্গে লাগবে পাত্র ও পাত্রীর বয়সের প্রমাণপত্র, সচিত্র ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুলে পড়াশোনা করে থাকলে স্কুলের সংশাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। অবশ্যই লাগবে এর আগে কখনও বিয়ে না হওয়ার ঘোষণাপত্র। এটি স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন দিলেও হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার স্বপ্রত্যয়িত ফটোকপি এবং প্রস্তাবিত বিয়ের

বাঘাযতীনে ফাঁকা কোচিং সেন্টারে ছাত্রীর যৌন হেনস্থা

Image
কলকাতা : ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক কোচিং সেন্টারের শিক্ষক। ধৃতের নাম আশিস সাউ। যাদবপুর থানার বাঘাযতীনের ঘটনা। ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। কয়েকবছর ধরে আশিস সাউ ও তার তিন বন্ধু বাঘাযতীন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালাচ্ছিল। বছর পনোরোর নির্যাতিতা কিশোরী ওই সেন্টারে পড়তে যেত। রোজকার মতো গতকাল সন্ধে নাগাদ সেন্টারে পড়তে যায় সে। সেন্টারে সেসময় একাই ছিল আশিস। কিশোরীর অভিযোগ, কেউ না থাকার সুযোগে তাকে যৌন হেনস্থা করে ওই শিক্ষক। পড়া শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে আসে। পরিবারের সদস্যরা তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। তাকে জিজ্ঞাসা করলে গোটা ঘটনা জানায়। এরপরই কোচিং সেন্টারে চড়াও হয় কিশোরীর পরিবারের লোকজন। কোচিং সেন্টারে গিয়ে তারা ভাঙচুর চালায়। অভিযুক্ত শিক্ষককে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে যাদবপুর থানার পুলিশ। তারা অভিযুক্ত আশিস সাউকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হ

রাশিয়ার আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপের লড়াই

Image
মস্কো: রাশিয়ার আজ শুরু ফুটবলের 'বিশ্বযুদ্ধ'। আজ আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। চলবে ১৫ জুলাই পর্যন্ত। ৩২ টি দেশের ফুটবলের এই রাজসূয় যজ্ঞে খেলা হবে ৬৪ ম্যাচ। ৩২ টি দলকে আটটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল পৌঁছবে প্রি কোয়ার্টা ফাইনালে। বাকি দুটি করে টিম বাইরে চলে যাবে। রাশিয়া ও সৌদি আরবের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে খেলার আধঘন্টা আগে, অর্থাত্ ভারতীয় সময় রাত ৮ টায়। এবারের ফিফা বিশ্বকাপে রাশিয়ার ১১ টি শহরে ১২ স্টেডিয়ামে মোট ৬৪ টি ম্যাচ খেলা হবে। এই স্টেডিয়ামগুলির মধ্যে লুঝনিকি ছাড়াও রয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সোচির ফিশ্ট স্টেডিয়াম, একাটেরিনবার্গ স্টেডিয়াম,কাজান এরিনা, নিঝি নোভগোরোড স্টেডিয়াম, রোস্তোভ এরিনা, সামারা এরিনা, মরডোভিয়া এরিনা,ভল্গোগ্রাড স্টেডিয়াম, স্পার্টক স্টেডিয়াম ও কিলিনগ্রাড স্টেডিয়াম। বিগত কিছুদিন ধরেই রাশিয়ার ফুটবল দলের পারফরম্যান্স আহামরি নয়। ফিফা ক্রমতালিকায় তাদের স্থান ৭০ তম। এরইমধ্যে আজ রাশিয়া তাদের নিজেদের দেশ

অশ্লীল মন্তব্য সহ বোনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোয় মামলা, রাগে তরুণকে চলন্ত বাসে কুপিয়ে খুন অভিযুক্তর

Image
পুনে: মহারাষ্ট্রের পুনে জেলার খেড় তহশিলের দাওয়াদি গ্রামে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। চলন্ত বাসে ১৮ বছরের এক তরুণকে কুপিয়ে খুন করল এক দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতায় ও নৃশংসকতার স্তম্ভিত হয়ে পড়েন বাসের অন্যান্য যাত্রীরা। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিহত তরুণের বোনের ছবি ও ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। সম্প্রতি মেয়েটির পরিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছিল। অভিযুক্ত আবার ওই পরিবারের আত্মীয়। সে অশ্লীল বিষয়বস্তু সহ মেয়েটির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই কারণে রেগে গিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। গত মঙ্গলবার সকালে মৃত তরুণ দাওয়াদি বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠেন। অভিযুক্ত আগে থেকেই বাসে উঠে বসেছিল। বাস চলতে শুরু করতেই অভিযুক্ত পিছন থেকে উঠে এসে ওই তরুণের ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাসের অন্যান্য যাত্রীরা হতচকিত হয়ে যান। তাঁরা চিত্কার-চেঁচামেচি শুরু করেন। চালক বাস থামিয়ে দেন। বাস থামার সঙ্গে সঙ্গে অভিযুক্ত নেমে পালিয়ে চম্পট দেয়।

বাড়েনি LPG-র দাম, তবু সুযোগ বুঝে কলকাতায় বেড়ে গেল অটোভাড়া

Image
বাস-ট্যাক্সির ভাড়াবৃদ্ধির সঙ্গে ফাঁকতালে ভাড়া বাড়ল অটো রিকশর। কলকাতা ও শহরতলিতে প্রায় সব রুটেই ন্যূনতম ভাড়া থেকে শুরু করে প্রতি ধাপে অন্তত ১ টাকা করে ভাড়াবৃদ্ধি হয়েছে। অটোরিকশ-র ভাড়াবৃদ্ধিকে যদিও অযৌক্তিক বলে দাবি করছেন অনেকেই।  পেট্রোল - ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জন্য সোমবার থেকে রাজ্যজুড়ে বেড়েছে বাস ও ট্যাক্সির ভাড়া। বাসের ভাড়া বেড়েছে প্রতি ধাপে ১ টাকা। ফলে বাসের ন্যূনতম ভাড়া ৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জ্বালানির দামবৃদ্ধির ফলেই বাড়াতে হয়েছে বাসভাড়া। দাম কমলে ফের বিবেচনা করা হবে ভাড়া। জ্বালানির অস্বাভাবিক দামবৃদ্ধির ফলে বাসভাড়া বৃদ্ধিকে মেনেও নিয়েছেন অধিকাংশ যাত্রী। পরিস্থিতি বিবেচনা করে বাড়তি খরচ করতে রাজি তাঁরা। যদিও বাসে পরিষেবা বৃদ্ধির দাবি তুলেছেন অনেকে।  কিন্তু অটো রিকশ-র ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। বাস বা ট্যাক্সির মতো ডিজেলে চলে না অটো রিকশ। চলে না পেট্রোলেও। কলকাতা ও শহরতলিতে অটো রিকশ চলে এলপিজিতে। আর তার দাম সাম্প্রতিককালে তেমন বাড়েনি। যেমন কলকাতায় চলতি বছরের শুরুতে এক লিটার এলপিজি-র দাম ছিল ৪৩.৬২

শিক্ষক স্বামী, সন্তানে টান ছিল না, ‘ভাই’এর প্রতিই মজেছিল গৃহবধূর মন! পরিণতি ভয়ঙ্কর !

Image
ঘরে স্বামী রয়েছেন, তিনি স্কুলশিক্ষক। রয়েছে পাঁচ বছরের পুত্র সন্তানও। তবুও সংসারে মন ছিল না তাঁর। পাড়ারই বয়সে ছোটো এক ছেলের প্রতি মন মজেছিল  হুগলির মগড়ার সুকান্তপল্লির এক গৃহবধূ। কিন্তু এই সম্পর্ক কোনও পরিবারই মেনে নেয়নি। ভালোবাসার পরিণতি দিতে প্রেমিককে সঙ্গে নিয়েই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। বুধবার সকালে মগড়া-তালাণ্ডু স্টেশনের মাঝে রীতিকা রায় ও যুগল দাস নামে ওই যুগলের দেহ উদ্ধার। মগড়ার সুকান্ত পল্লির বছর বাইশের যুবক যুগল দাসের সঙ্গে ২ বছর ধরে প্রেম ছিল পাড়ারই গৃহবধূ রীতিকা রায়ের। রীতিকার স্বামী নিখিল রায় স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক। যুগলের সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক জানাজানি হতেই শুরু হয় তাঁদের দাম্পত্য কলহ। দুই পরিবারে অশান্তি চরমে ওঠে। কিছুদিন মেলামেশা বন্ধ করে যুগল-রীতিকা। তবে গোপনে, আড়ালে ফোনে দুজনের মধ্যে সম্পর্ক জিইয়ে থাকে। তবে ইদানীং যুগল ও  রীতিকা স্কুটারে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলেও স্থানীয়দের দাবি। যুগল বাগাটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি সিঙ্গুর আইটিআই-তেও পড়ছিলেন। বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক কোনওভাবেই মেনে নেয় নি যুগলের পরিবার। 

জোর করে গর্ভপাত! 'দাবাড়ু প্রেমিকের' মায়ের হাতে নিগৃহীতা যুবতী

Image
বিয়ের আশ্বাস দিয়ে সহবাসের পর প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ উঠল রাজ্যস্তরের এক দাবাড়ুর বিরুদ্ধে। গড়িয়ার শ্রীনগরের বাসিন্দা ওই তরুণীর আরও অভিযোগ, সম্পর্কের জেরে তিনি গর্ভবতী হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাতও করানো হয়। এমনকি বিয়ের কথা বলায় চলে মারধরও। গড়িয়া-শ্রীনগরের বাসিন্দা ওই তরুণী জানিয়েছেন, কলেজের বাইরে একদিন ওই দাবাড়ুর সঙ্গে দেখা হয়। আলাপের পর তখনই দুজনের মধ্যে ফোন নাম্বার আদানপ্রদান হয়। এরপর থেকে মাঝেমধ্যেই ওই দাবাড়ুর সঙ্গে ফোনে কথা হতে থাকে তাঁর। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে যোগাযোগ আরও বাড়ে। গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। ওই যুবতি জানিয়েছেন, ওই দাবাড়ুর সঙ্গে তাঁর প্রায় ৪ বছরের সম্পর্ক। এই সময়ের মধ্যে বহুবারই তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল অভিযুক্ত দাবাড়ু। সেখানেই তাঁদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছিল ওই দাবাড়ু। কিন্তু শারীরিক সম্পর্কের জেরে এরপর তিনি গর্ভবতী হয়ে পড়লে তাঁর 'প্রেমিক' দাবাড়ু বেঁকে বসে বলে অভিযোগ ওই তরুণীর। আরও অভিযোগ, জোর করে গর্ভপাত করানো হয় তাঁর। আর এই ঘটনার পর থেকেই ধীরে ধ

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে দিল্লি

Image
আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং তার আনুষাঙ্গিক যন্ত্র কিনতে চলেছে ভারত যার আর্থিক মূল্য সাড়ে চারশো কোটি ডলার। আগামী অক্টোবরে রাষ্ট্রীয় সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি আসছেন। বিদেশ মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী তখনই এই চুক্তি চূড়ান্ত হবে। কূটনৈতিক শিবিরের মতে নিঃসন্দেহে এটি একটি ঝুঁকি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চলছে আমেরিকাকে নিজেদের শর্তে রাজি করানোর। এটাও ঠিক যে কিছুটা নরমও হয়েছে ওয়াশিংটন। তবে শেষ পর্যন্ত আমেরিকার আইন অগ্রাহ্য করে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি কেনার পর ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ করবে তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকার সিদ্ধান্ত যাই হোক, নয়াদিল্লি বিষয়টিতে অনড়। বিদেশ মন্ত্রকের এক কর্তার মতে, ''আমরা যদি নতি স্বীকার করে নিই তা হলে বারবার বিভিন্ন শর্তে মাথা ঝোঁকাতে হবে। আর আমরা তো একা নই। সৌদি আরব, তুরস্ক, কাতারের মতো দেশগুলিও রাশিয়ার কাছে থেকে অস্ত্র বিষয়ে নির্ভরশীল। ওয়াশিংটনের সঙ্গে কথা চলেছে। তবে শেষ মুহূর্তেও যদি ওর

ছেলেধরা সন্দেহে মালদহে গণপিটুনিতে মৃত্যু

Image
ছেলেধরা সন্দেহে অজ্ঞাতপরিচয় মাঝবয়সি এক ব্যক্তিকে এ বার গণপিটুনি দিয়ে খুনই করে ফেলা হল মালদহের হবিবপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ দিনে এই নিয়ে হবিবপুরের আইহো ও বুলবুলচণ্ডীতে একই সন্দেহে গণপিটুনির শিকার হলেন মোট পাঁচ জন। বাকি চার জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দু'জন মহিলা। কিন্তু বুধবার বুলবুলচণ্ডীতে জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। মোবাইলে করা ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি খুঁটিতে বেঁধে ওই ব্যক্তির মাথায় লাঠি দিয়ে বারবার আঘাত করা হয়েছে। প্রতিবার তিনি যন্ত্রণায় আর্তনাদ করে উঠছেন, আবার আঘাত এসে পড়ছে। আগের চারটি ঘটনাতে এক জনকেও পুলিশ আটক করেনি। স্থানীয়দের অভিযোগ, গুজব রুখতে উল্লেখযোগ্য ব্যবস্থা প্রশাসন নেয়নি। তাই প্রাণহানিও রোখা গেল না। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ অবশ্য বলেন, ''তিন জনকে আটক করা হয়েছে।'' বাসিন্দাদের সতর্ক করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, কুসংস্কারের দাপট এই গ্রামগুলোতে যথেষ্ট। ডাইনি অপবাদে খুনের অভিযোগও আগে উঠেছে। সাক্ষরতার হার ষাট শতাংশ মতো। তবে কাছাকাছি দু'টি স্কুল রয়েছে। আবার, বেআইনি

পুলিশের হাতে জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা

Image
দেশে ফেরত যাবে বলে সীমান্তের অভিবাসন দফতরে পাসপোর্ট জমা দিয়েছিল বাংলাদেশি এক ব্যক্তি। সেটি পরীক্ষা করার পরে সহকর্মীদের কিছু বললেন অভিবাসন দফতরের এক কর্মী। ওই ব্যক্তিকে পাসপোর্ট ফেরত না দিয়ে পৃথক ঘরে নিয়ে গেলেন তাঁরা। সেখানে তাকে নজরবন্দি করার পরে খবর গেল পুলিশে। এ ভাবেই মঙ্গলবার বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হল ওই ব্যক্তিকে। ধৃতের নাম ইলিয়াস গাজি। তার বিরুদ্ধে লুক আউট নোটিস থাকায় এ দেশ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পথে তাকে প্রথমে আটক করে অভিবাসন দফতর। পরে তাকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসারেরা গ্রেফতার করে কলকাতায় নিয়ে যান। তালতলা থানায় দায়ের হওয়া জাল পাসপোর্ট তৈরি-সহ একাধিক প্রতারণার মামলায় ঢাকার বাসিন্দা ইলিয়াসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিলেন তদন্তকারীরা। বুধবার ইলিয়াসকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দো দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তদন্তকারীরা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরেই বৈধ পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের বাসিন্দাদের এ রাজ্যে নিয়ে এসে তাঁদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করাত। পরে সেই পরিচয়পত্র দেখিয়ে ভারতীয় জাল পাসপোর্ট করে ইউর

সরকারের করে দেওয়া শৌচাগার ব্যবহার না করলে কোপ পড়তে পারে বিভিন্ন সরকারি প্রকল্পে!

Image
সরকারের করে দেওয়া শৌচাগার ব্যবহার না করলে কোপ পড়তে পারে বিভিন্ন সরকারি প্রকল্পে। এমনকি,  না-ও মিলতে পারে রেশন। এ বার এই ভাবেই প্রচারে নামল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।  শৌচাগারগুলি কি ঠিকঠাক ব্যবহার হচ্ছে— কয়েক দিনের মধ্যে খতিয়ে দেখতে আসছে রাজ্যের এক প্রতিনিধি দল। জেলা প্রশাসন সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর নির্মল জেলার তকমা পাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে ওই পরিদর্শক দলের উপর। তাই পরিদর্শনের আগে ফের একবার শৌচালয় ব্যবহার নিয়ে সচেতনতা প্রচার শুরু করেছে প্রশাসন। আধিকারিকদের একাংশ মানছেন, বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও খোলা আকাশের নীচে শৌচকর্ম আটকানো যাচ্ছে না। তাই এ বার হয়ত বাধ্য হয়েই কিছুটা কড়া পদক্ষেপ করতে হবে।  জেলা প্রশাসনের এক কর্তার কথায়, "শৌচাগার তৈরি করে দেওয়ার পরেও অনেক উপভোক্তাই ব্যবহার করছেন না। তাই বাধ্য হয়ে আমাদের ব্ল্যাকমেলের পথ ধরতে হচ্ছে। এতে যদি কাজ হয়।"  সূত্রের খবর, প্রথম দফায় পরিদর্শক দলটি ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দেখবে। তারপর মেদিনীপুর সদর এবং খড়্গপুর মহকুমায় যাবেন তারা। তাই এখন ঘাটাল মহকুমা জুড়ে জোর প্রচার শুরু হয়েছে। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপু

বিশ্ববিদ্যালয়ে পড়াতে অবশ্যই চাই পিএইচ ডি

Image
শুধু ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পাশ করলেই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ মিলবে না। ২০২১-'২২ থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে পিএইচ ডি ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে বলে বুধবার দিল্লিতে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কলেজে পড়ানোর ক্ষেত্রে অ্যাকাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটরস বা এপিআই আর আবশ্যিক থাকছে না। এখন স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এবং নেট পাশ করলে অথবা স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে পিএইচ ডি থাকলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপদে আবেদন করা যায়। ''কিন্তু নতুন ব্যবস্থায় পিএইচ ডি না-থাকলে বিশ্ববিদ্যালয়ে পড়ানো যাবে না। তার জন্য আমরা বছর তিনেক সময় দিচ্ছি, যাতে প্রার্থীরা ২০২১ সালের মধ্যে ওই ডিগ্রি অর্জন করতে পারেন,'' এ দিন বলেন জাভড়েকর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র নতুন নিয়মবিধি ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গবেষণার জন্য কলেজের শিক্ষক-শিক্ষিকাদের আর জোর করা যাবে না। তাঁদের মূল কাজ পড়ানো। সেটা মন দিয়ে করতে হবে তাঁদের। সেই জন্য তাঁদের ক্ষেত্রে এপিআই আর বাধ্যতামূলক থাকছে না। অর্থাৎ