রাশিয়ার আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপের লড়াই


মস্কো: রাশিয়ার আজ শুরু ফুটবলের 'বিশ্বযুদ্ধ'। আজ আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। চলবে ১৫ জুলাই পর্যন্ত। ৩২ টি দেশের ফুটবলের এই রাজসূয় যজ্ঞে খেলা হবে ৬৪ ম্যাচ। ৩২ টি দলকে আটটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল পৌঁছবে প্রি কোয়ার্টা ফাইনালে। বাকি দুটি করে টিম বাইরে চলে যাবে।

রাশিয়া ও সৌদি আরবের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে খেলার আধঘন্টা আগে, অর্থাত্ ভারতীয় সময় রাত ৮ টায়। এবারের ফিফা বিশ্বকাপে রাশিয়ার ১১ টি শহরে ১২ স্টেডিয়ামে মোট ৬৪ টি ম্যাচ খেলা হবে।

এই স্টেডিয়ামগুলির মধ্যে লুঝনিকি ছাড়াও রয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সোচির ফিশ্ট স্টেডিয়াম, একাটেরিনবার্গ স্টেডিয়াম,কাজান এরিনা, নিঝি নোভগোরোড স্টেডিয়াম, রোস্তোভ এরিনা, সামারা এরিনা, মরডোভিয়া এরিনা,ভল্গোগ্রাড স্টেডিয়াম, স্পার্টক স্টেডিয়াম ও কিলিনগ্রাড স্টেডিয়াম।

বিগত কিছুদিন ধরেই রাশিয়ার ফুটবল দলের পারফরম্যান্স আহামরি নয়। ফিফা ক্রমতালিকায় তাদের স্থান ৭০ তম। এরইমধ্যে আজ রাশিয়া তাদের নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপে তাদের অভিযান শুরু করছে তুলনায় দুর্বল দল সৌদি আরবের বিরুদ্ধে। তাদের লক্ষ্য হবে জয় দিয়ে ইতিবাচকভাবে বিশ্বকাপ অভিযান শুরু করা।

ফিফা ক্রমতালিকায় সৌদি আরব ৬৭ তম স্থানে রয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে সৌদি আরব। এই বিশ্বকাপে সব চেয়ে কম ফিফা র‌্যাঙ্কিংয়ে থাকা দু'দেশের লড়াই দিয়ে শুরু হবে একুশ নম্বর বিশ্বকাপ।

এই লুঝনিকি স্টেডিয়ামেই আগামী ১৫ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল।