Posts

Showing posts from June 30, 2018

বান্ধবীদের নিয়ে দেদার ফূর্তিতে টাকার দরকার, তাই মাদক পাচার করত নামী কলেজের মেধাবী পড়ুয়ারা

Image
কলকাতা: কলেজে পড়াকালীন বিলাসী জীবন । বান্ধবীদের নিয়ে দেদার ফুর্তি। ফূর্তির টাকা জোগাড় করতে মাদকের কারবার। ধৃত তিন ছাত্রকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। মাদক চক্রে নাম জড়াল তিন নামী কলেজের। নিষিদ্ধ মাদক নেওয়া ও বিক্রির অভিযোগ। দিন কয়েক আগে পুলিশের জালে ধরা পড়ে মাদক পাচারকারী মেহবুব আলম ওরফে ম্যাক ও ও পারভেজ আলম। বার সিঙ্গারদের মাধ্যমে মাদকচক্র চালানোর প্রসঙ্গে উঠে আসে তিন মেধাবী ছাত্রের নাম। এরপরই ক্রেতা সেজে ম্যানেজমেন্ট ও ইনজিনিয়রিং কলেজের তিন ছাত্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স শাখা। পুলিশ সূত্রে খবর, বিলাসী লাইফস্টাইল কাটাতেই মাদক কারবার চালাত ধৃত সৌমিক মুখোপাধ্যায়, মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়, কৌস্তুভ কর। মাদক নেওয়ার পাশাপাশি কলেজে তা বিক্রিও করত। পুরো চক্রই চলত অনলাইনে। জেরায় জানা যায়, --- কলেজে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ৩ ছাত্র ---বান্ধবীদের সঙ্গে দেদার ফূর্তি --উইকেন্ডে বান্ধবীদের নিয়ে ট্রিপ ---দামি হোটেলে খাওয়া-দাওয়া ---বিলাসী জীবনযাপনে টাকার জোগাড়েই মাদকের কারবার ছাত্রদের জেরায় উঠে এসেছে সল্টলেক, কলকাতা ও সোনারপুরের তিনটি নামী কলেজের নামও। নাম জড়িয়েছে

জিএসটি-র এক বছরঃ কি পেলাম, কি পেলাম না।

Image
পণ্য ও পরিষেবা বিক্রির উপর ভারতে গুডস এবং সার্ভিস ট্যাক্স (জিএসটি) দিতে হয়। ২০১৭ সালে পয়লা জুলাই মধ্যরাত্রি থেকে চালু হয়েছিল এই কর। যদিও ট্যাক্স ব্যবস্থার দিক দিয়ে দেখলে জিএসটি একটা বড় সংস্কার, কিন্তু গ্রাহকদের মধ্যে এই ট্যাক্স ব্যবস্থার ব্যাপারে 'মিশ্র' প্রতিক্রিয়া আছে। যদিও জিএসটি অনেকগুলো ট্যাক্সের বদলে একটি ট্যাক্স হিসাবে অনেকটা ঝামেলা কমিয়ে দেয়, যারা নতুন বাড়ী বা ফ্ল্যাট কিনছেন তাঁদের জন্যে জিএসটি দারুণ অভাবিত কিছু করতে পারেনি। নতুন বাড়ি কিনতে গেলে ১২% জিএসটি দিতে হচ্ছে কারণ কেনার সময় অধিকাংশ বাড়ির নির্মাণ সম্পূর্ণ হয় না। বাড়ী তৈরি না হলে, ১২% জিএসটি দিতে হবে, এমন নিয়ম সরকার বানিয়েছে। এই জিএসটির বোঝা হাল্কা করার জন্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) দেওয়া হবে, এমনটা বলা হয়। কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে নানান ধোঁয়াশা রয়েছে। তাই, জিএসটি-র এক বছর বাদেও বাড়ী কিনতে গেলে জিএসটি মানুষের কাছে চক্ষুশূল। আশা করা হয়েছিল যে জিএসটি-র মতো একটি ঐকিক কর আদায় ব্যবস্থা বাড়ি কেনার প্রক্রিয়া সরল করবে। তাই, ইনপুট ট্যাক্স ক্রেডিটের (আইটিসি) ঘোষণার পর মনে করা হয়েছিল বাড়ি কেনার জন্

সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত মমতা প্রশাসনের

Image
কলকাতাঃ জমির রেজিস্ট্রেশনের সঙ্গেই এবার হবে মিউটেশনের সার্টিফিকেট। আর তা করতে উন্নত একটি সফটওয়্যার তৈরি করছে ভূমি রাজস্ব দফতর। আর তা তৈরি হয়ে গেলেই কেল্লাফতে। কারণ রাজ্যের সব রেজিস্ট্রেশন দফতরে জমি রেজিস্ট্রেশনের পর দলিল পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক মিউটেশনও হয়ে যাবে। যার ফলে সাধারণ মানুষকে আর দৌড়তে হবে না এই ঘর থেকে অন্য ঘরে। যদিও এর জন্যে মিউটেশন ফি নেওয়া হবে। খুব শীঘ্রই এই অটোমেটিক মিউটেশন প্রক্রিয়া চালু হবে। এর ফলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে অনেক জটিলতা কমিয়ে আনতে চলেছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, রাজ্যে বর্তমানে ২৯০টি রেজিস্ট্রেশন অফিস রয়েছে। আর বিএলআরও আছে ৩৪৬টি। বর্তমানে জমির রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে সেই জমির উপরে একটি নম্বর বিএলআরও দপ্তরের অফিসে চলে যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই জমির দলিল পাওয়ার পরে খুব কম লোকই আছেন যে সঙ্গে সঙ্গে মিউটেশন করান। ফলে সেই জমি বার বার বিক্রি হলেও তার সঠিক রেকর্ড থাকে না। কারণ, মিউটেশন না হওয়ার ফলে পরচা হয় না। পরচাই জমির আসল পরিচয়পত্র বলে ভূমি দফতরের এক আধিকার

প্রতিবন্ধকাতার সুযোগে যুবতীকে ধর্ষণ !

Image
কলকাতা: শহরের বুকে ফের মর্মান্তিক ধর্ষণ কাণ্ড ! মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে যুবতীকে ধর্ষণ ৷ ঘটনাটি ঘটেছে সল্টলেকের নাওভাঙ্গাতে ৷ এই ঘটনায় অভিযুক্ত বরুণ সিংহকে গ্রেফতার করল বিধানগর দক্ষিণ থানার পুলিশ ৷ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ৷ রোজকার মত আজকেও ওই বাড়িতে জল দিতে আসে বরুণ ৷ বাড়িতে জল দিতে এসেই ওই তরুণীর সঙ্গে আলাপ হয় বরুণের ৷ কিন্তু শনিবার সকালে কেউ ছিল না ৷ সেই সময়ই কেউ না থাকার সুযোগে তরুণীর উপর চড়াও হয় বরুণ ৷ মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে একাধিকবার তরুণীকে ধর্ষণ করে বরুণ ৷ এরপর বরুণকে আটকাতে চিৎকার চেঁচামেচি শুরু করে যুবতী ৷ এরপর স্থানীয় বাসিন্দারা হাতেনাতে পাকরাও করে অভিযুক্তকে ৷ নিগৃহীর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তি বরুণ পেশায় সবজি বিক্রেতা বলে পুলিশ সূত্রে খবর ৷

হাজিরার জন্য বিজয় মালিয়াকে সমন পাঠাল অর্থপাচার বিরোধী আদালত

Image
নয়াদিল্লি: নয়া 'পলাতক আর্থিক অপরাধী' অর্ডিন্যান্সের মাধ্যমে লিকার ব্যারন বিজয় মাল্যকে নোটিস পাঠাল বিশেষ অর্থপাচার বিরোধী আদালত। তাঁকে ২৭ অগাস্ট হাজির হতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতে এই নোটিস দিয়েছে আদালত। মাল্যকে পলাতক অপরাধী ঘোষণা করা এবং তাঁর ১২,৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই আবেদন গৃহীত হয়েছে। মঙ্গলবারই মাল্য জানিয়েছেন, তিনি ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ঋণ পরিশোধ করতে চান। এই লিকার ব্যারন আরও জানিয়েছেন, তিনি সম্পত্তি বিক্রি করে ঋণ ফেরত দিতে চাইছেন। তাই তাঁকে পলাতক অপরাধী ঘোষণা করা উচিত নয়। তিনি ভারতে ফিরতে চান। ২০১৬-র ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি লিখেও তিনি জবাব পাননি বলে দাবি করেছেন মাল্য। বুধবার ট্যুইট করে তিনি জানিয়েছেন, ১৩,৯০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির জন্য কর্ণাটক হাইকোর্টের অনুমতি চেয়েছেন।

মধ্য প্রদেশের মন্দসৌরে ৭ বছরের মেয়েকে গণধর্ষণ, প্রতিবাদে রাস্তায় মানুষ

Image
মন্দসৌর: মধ্য প্রদেশের মন্দসৌরে ৭ বছরের এক শিশুর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। হাজার হাজার লোক অপরাধীদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন। নির্যাতিত শিশু এই মুহূর্তে আইসিইউ-তে ভর্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ২ জনের নাম ইরফান ও আসিফ। ২৬ তারিখ স্কুল ছুটির পর তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে তারা অপহরণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর গলা কেটে খুনের চেষ্টা করে। বাস স্ট্যান্ডের কাছে লক্ষ্মণ দরওয়াজার ঝোপঝাড়ের মধ্যে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। পরদিন গভীর রাতে ইরফানকে গ্রেফতার করে পুলিশ। অন্যজন গ্রেফতার হয়েছে গতকাল। প্রতিবাদে পথে নেমেছে গোটা মন্দসৌর। ২৮ তারিখ শহরে বনধ ডাকা হয়। গোটা এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ পাহারা। বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের হয়ে কোনও আইনজীবী আদালতে লড়বেন না। মেয়েটিকে মন্দসৌরে চিকিৎসার পর ইন্দোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন জানা গিয়েছে, সে বিপন্মুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ধর্ষণ করা হয়েছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ও ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীদের ফাঁসির দাবি করেছে। জানিয়ে দিয়েছে, মৃত্যুর পর শহরের কবরস্থানে জায়গা হব

জিও-র মতো ইন্টারনেট দুনিয়ায় ফের ধামাকাদার প্রোজেক্ট আনছেন মুকেশ অম্বানি

Image
এফটিটিএইচ যার মানে ফাইবার টু দ্য হোম। বাড়িতে ব্রডব্যান্ড সেটআপ হবে পুরোটাই ফাইবার তার দিয়ে। বিশেষজ্ঞদের মতে, ফাইবার তারে ইন্টারনেটের গতি কয়েকশো গুণ বেশি পাওয়া যায় একটা রিলায়্যান্স জিও প্রোজেক্ট এনে টেলিকম দুনিয়া 'বিপ্লব' ঘটিয়ে দিয়েছিলেন মুকেশ অম্বানি। এ বার তেমনই আরও একটি ধামাকাদার প্রোজেক্ট নিয়ে আসছেন এই বিলিয়নার শিল্পপতি। নাম ফাইবার টু দ্য হোম 'ওরফে' এফটিটিএইচ। অর্থাত্ এ বার ব্রডব্যান্ড দুনিয়ায় বুলেট ছোটাবেন মুকেশ অম্বানি। সেটা কীভাবে? এফটিটিএইচ যার মানে ফাইবার টু দ্য হোম। বাড়িতে ব্রডব্যান্ড সেটআপ হবে পুরোটাই ফাইবার তার দিয়ে। বিশেষজ্ঞদের মতে, ফাইবার তারে ইন্টারনেটের গতি কয়েকশো গুণ বেশি পাওয়া যায়। সাধারণত, ব্রডব্যান্ড পরিষেবায় একটা অংশঅবধি ফাইবার তারের মাধ্যমে ইন্টারনেট আসে। কিন্তু বাড়িতে ব্রডব্যান্ড সেট আপ তৈরি করা হয় কপার তারে। যার ফলে ইন্টারনেটের গতি কমে যায়। জানা যাচ্ছে, এবার পুরো ব্রডব্যান্ড পরিকাঠামোই তৈরি হবে ফাইবার তার দিয়ে। ইন্টারনেট স্পিড পাওয়া যাবে ১০০ এমবি প্রতি সেকেন্ড। এছাড়া অফুরন্ত ভয়েস কল, ভিডিও দেখার সুবিধা থাকবে। যদিও মুকেশ অম্বানির এই পরিকল্পনা ক

বাবা নেই, এবার মায়েরও ব্রেন ডেথের খবর পেতেই কলেজছাত্রী মেয়ে নিল চরম সিদ্ধান্ত

Image
সদ্য আঠেরো পেরিয়ে উনিশে পা। আর পাঁচটা কলেজ পড়ুয়ার মত সে-ও ভালোবাসত সাজগোজ করতে। বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করতে। সোশ্যাল মিডিয়ায় সেসব আপডেটও দিত। কিন্তু শুক্রবার রাতে এক লহমায় বদলে গেল 'সাজানো গোছানো' জীবনটা। মায়ের ব্রেন ডেথের খবর পেয়েই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কলেজছাত্রী মেয়ে। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা এলাকায়। ১৯ বছরের উত্তরা চৌধুরী হেরম্বচন্দ্র কলেজের বাণিজ্য বিভাগে প্রথম বর্ষের ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত সমস্যার কারণে ২০১৪ সালে মৃত্যু হয় উত্তরার বাবার। স্বামীকে বাঁচাতে কিডনি দান করেছিলেন উত্তরার মা জুলি চৌধুরী। কিন্তু সে চেষ্টা বিফল হয়। মৃত্যু হয় উত্তরার বাবার। এদিকে কিডনি দান করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন জুলি চৌধুরী। বিগত ৪ বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার লিভারের সমস্যা নিয়ে বেলভিউতে ভর্তি হন উত্তরার মা। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ চিকিত্সকরা জানান, ব্রেন ডেথ হয়েছে জুলি চৌধুরীর। এই খবর পাওয়ার পরই ১০টা নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় উত্তরা। অনেক ডাকাডাকিতেও সাড়া না মেলায়,

স্বামীর হাঁসুয়ার কোপে দু-টুকরো স্ত্রী!

Image
পারিবারিক ঝগড়া-বিবাদের সময় হঠাত্ই হাঁসুয়ার এক কোপ। আর তাতেই দু-টুকরো হয়ে গেলেন স্ত্রী! নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। সোনারপুরে উকিলার বাসিন্দা ওই যুবতী সুলতান সর্দার নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। প্রতিবেশীরা জানিয়েছেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্বামী। আর তারপর থেকেই সংসারে নিত্য অশান্তি লেগে থাকত। শনিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়। তুমুল বাগবিতণ্ডা চলে স্বামী-স্ত্রীর মধ্যে। অভিযোগ, কথা কাটাকাটি হওয়ার সময় আচমকাই রাগের বশে স্ত্রীকে হাঁসুয়ার কোপ মারেন স্বামী। ধারালো অস্ত্রের আঘাতে দু-টুকরো হয়ে যায় ওই যুবতীর শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে সোনারপুর থানার পুলিস। দেহ উদ্ধারের পর ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বর্বরতা চলছেই, গণলালসার শিকার বি.টেক ছাত্রী

Image
এক ঘৃণ্য অপরাধের শিকার বি.টেক স্নাতক। ঘটনাস্থল অন্ধ্র প্রদেশের কৃষ্ণ জেলার আগিরিপল্লী মন্ডলের পোটাভারাপাদু গ্রাম। প্রাক্তন সহপাঠীদের হাতে গণধর্ষিতা হলেন যুবতী। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষণ হলেও, ঘটনার কথা জানাজানি হয় শুক্রবার, ২৯ জুন।  ফাইনাল ইয়ারে পড়ার সময়ে এই নারকীয় ঘটনার শিকার হন ২১ বছরের ওই ছাত্রী। ধর্ষণের ভিডিও তুলে রাখে তাঁর সহপাঠীরা। সম্প্রতি সেই ভিডিও দেখিয়ে ধর্ষকরা ব্ল্যাকমেল শুরু করলে নিরুপায় হয়ে আগিরিপল্লি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।  ঘটনার দিন অভিযুক্ত দুই সহপাঠী শিবা রেড্ডি এবং কৃষ্ণ ভামসি নির্যাতিতাকে জন্মদিনের পার্টির ছুতোয় একটি হোটেলে ডেকে নিয়ে যায়। নরম পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। যে ভিডিওটি তোলা হয়েছে সেখানে ধর্ষকদের মুখ অস্পষ্ট করে দেওয়া হলেও নির্যাতিতার মুখ স্পষ্ট করেই দেখানো হয়। সোশ্যাল মিডিয়াতেও তারা সেই ভিডিও পোস্ট করে, শেয়ার করে বেশ কিছু বন্ধুবান্ধবের সঙ্গে। নির্যাতিতা মা-বাবাকে এই কথা জানানোর পর তাঁরা কলেজ ম্যানেজমেন্টকে গোটা ঘটনার কথা বলেন। কলেজের হস্তক্ষেপে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়

রোহিঙ্গাদের জন্য প্রায় সাড়ে ৪,৫০০ কোটি টাকা অনুদান বিশ্বব্যাঙ্কের

Image
ঢাকা: সেনা অভিযানের মুখে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাহায্যের জন্য বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অর্থাৎ ৪ হাজার ৫৬ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের দেওয়া অনুদানের মধ্যে ৫ কোটি ডলার ব্যয় করা হবে স্বাস্থ্য সহায়তা প্রকল্পে। স্বাস্থ্য খাতে বরাদ্দ এ অনুদান দেওয়া হচ্ছে কানাডা ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা(আইডিএ) শাখার যৌথ উদ্যোগে। এর মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক, শিশু, কিশোরদের স্বাস্থ্য পরিষেবা, প্রজননজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনায় সহায়তা দেওয়া হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, 'রোহিঙ্গাদের দুর্ভোগ দেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সহায়তা দিতে আমরা প্রস্তুত।' প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয় গত বছরের আগস্টে। রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের ওপর সহিংস আক্রমণ করতে শুরু করে মায়ানমার সেনাবাহিনী। খ

১৩ আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক

Image
সম্প্রতি জঙ্গিদের একাধিক সন্ত্রাস হামলায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আবাদি সরকারকে সন্ত্রাস ছড়ানো অভিযোগে ১৩ জন আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক সরকার। এই খবর শুক্রবার ইরাকের বিচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের দ্রুত ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছেন খোদ ইরাকের প্রাইম মিনিস্টার হায়দর অল-আবাদি-ই। সম্প্রতি জঙ্গিদের একাধিক সন্ত্রাস হামলায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আবাদি সরকারকে। ৮ পুলিস অফিসার এবং সরকার ঘনিষ্ঠ শিতি মিলিতা সংগঠনের সদস্যদের হত্যা করার অভিযোগ ওঠে আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। এরপরই জঙ্গি কার্যকলাপ প্রসঙ্গে তত্পর হয় সরকার। জানা গিয়েছে, আল-আবাদির প্রস্তাবে প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সিলমোহর পড়তেই বৃহস্পতিবার ১৩ জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়। ২০১৪ সালের পর থেকেই ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গিদের আধিপত্য কমতে থাকে। এমনকী ইরাকের রাজধানী মুসলে আইএস আস্তানা গড়ে ছিল, তাও ধ্বংস করে মার্কিন এবং সরকারি সেনা।   

রাস্তায় কোটি টাকা কুড়োতে ব্যস্ত এলাকাবাসী

Image
বারুইপুর: রাস্তার উপরে রাশি রাশি নোট। আবর্জনায় আঁতিপাঁতি খুঁজে চলেছেন অসংখ্য মানুষ। সাইকেল, মোটরবাইক থেকে নেমে হুমড়ি খেয়ে রাস্তায় বসে পড়ে হাতড়াচ্ছেন অনেকে। কেন? হয়তো পেয়ে যেতে পারেন এক বান্ডিল নোট। বৃহস্পতিবার ওই নোট জোগাড় করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ভাঙড়ে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালকা বৃষ্টি মাথায় বৃহস্পতিবার সকালে একটি লাল রঙের মারুতি ভ্যান নিউটাউন থেকে বাগজোলা খাল ধারের নির্জন রাস্তা ধরে ভাঙড়ের দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ গাড়িটি রাস্তা ছেড়ে ডানপাশে বাগজোলা খালের ওপর অবস্থিত কৃষ্ণমাটি ব্রিজে উঠে গাড়ির দরজা খুলে তড়িঘড়ি কয়েকশো কাগজের প্যাকেট ব্রিজের ওপর নামিয়ে সেগুলি একে একে খালের জলে ফেলতে শুরু করে। সেই সময় খালের জল থেকে দুই যুবক বর্জ্য সংগ্রহ করছিল। এই দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠলে যুবকরা তাড়িঘরি গাড়ি স্টার্ট করে নিউটাউনের দিকে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই ওই এলাকার মানুষ জানতে পারে ব্রিজের ওপর বস্তা বস্তা টাকা পড়ে। কিছুক্ষণের মধ্যেই অসংখ্য লোক জমায়েত হয়ে তা কুড়োতে শুরু করেন। রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। কৃষ্ণমাটি ব্রিজ তখন ছোটখাটো যুদ্ধ ক্ষেত্রের চেহারা নে

পিছনে পড়ল রেস ৩, বলিউডে সবথেকে বড় ওপেনিং পেল সঞ্জু

Image
মুম্বই: বক্স অফিসে নজিরবিহীন যাত্রা শুরু করল সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু। ছবি সমালোচকদের প্রশংসিত হয়েছে, ধন্য ধন্য করছেন দর্শকরা। প্রথমদিনই সঞ্জু ৩৪ কোটি টাকা রোজগার করেছে বলে প্রাথমিকভাবে হিসেব মিলেছে। প্রথম দিনের হিসেবে এতদিন এক নম্বরে ছিল সলমন খানের রেস ৩। কিন্তু তাকে পিছনে ফেলেছে সঞ্জু। বিশেষজ্ঞরা বলছেন, এবার রেস ৩ বড় লোকসান খাবে। শুধু তাই নয়, রণবীর কপূরের ঝিমিয়ে থাকা কেরিয়ারে দুর্দান্তভাবে অক্সিজেনও জুগিয়েছে সঞ্জু। মার্কেট অ্যানালিস্ট তরণ আদর্শ বলেছেন, ৩ দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে এই ছবি। দেখে নিন এ বছরে মুক্তি পাওয়া সেরা ৫ ছবির প্রথম দিনের ব্যবসার হিসেব রেস ৩- ২৮.৫০ কোটি বাগী ২- ২৫.১০ কোটি পদ্মাবত- ১৯ কোটি (১ দিন আগের প্রিভিউ ধরলে ২৪ কোটি) প্যাডম্যান- ১০.২৬ কোটি রেড- ১০.০৪ কোটি

বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্ন্যাসিনীর

Image
ধর্ষণ এবং দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন সময়ে তাঁর উপরে যৌন হেনস্থা করেছেন বিশপ, এমন অভিযোগই দায়ের করলেন কেরলের এক চার্চের সন্ন্যাসিনী। যদিও তা উড়িয়ে দিয়ে পাল্টা ব্ল্যাকমেল এবং প্রতিশোধ নেওয়ার অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত বিশপও। কেরলের কোট্টায়ামের সাইরো-মালাবার ক্যাথলিক চার্চের ঘটনা। শুক্রবার কোট্টায়াম পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই সন্ন্যাসিনী। তার পরই পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত বিশপও। জালন্ধরের রোমান ক্যাথলিক ডায়সেসের অধীন ওই চার্চটি। ওই চার্চের সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪ সালে মে মাসে কুরাভিলাঙ্গারের একটি গেস্ট হাউসে তাঁকে ধর্ষণ করেন ওই বিশপ। তিনি চার্চ কর্তৃপক্ষকে অভিযোগও জানান। কিন্তু তাঁর অভিযোগকে এতটুকু আমল দেননি চার্চ কর্তৃপক্ষ। তার পর বিভিন্ন সময়ে তাঁকে যৌন হেনস্থা করতে শুরু করেন বিশপ। সব মিলিয়ে মোট ১৩ বার তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি জানিয়েছেন, চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে কোনওরকম সাহায্যের আশ্বাস না পেয়েই তিনি এত দিন পর পুলিশে অভিযোগ করেন, জানান সন্ন্যাসিনী। পুলিশের কাছে পাল্টা অভিযোগ জানিয়েছেন ওই বিশপও। পুলিশকে তিনি জানান, এ সবই ওই সন্ন্যাসিনী বদলা নেওয়ার জন

বিয়ের আসরে নাচ কেন? দলিত যুবককে গুলি করে খুন বিহারে

Image
বিয়ের আসরে ঢুকে নেচেছিলেন তিনি। সেই 'অপরাধে' এক দলিত যুবককে বিয়ের আসরেই গুলি করে খুন করার অভিযোগ উঠল বিহারের মুজফফরপুরে। পুলিশ জানিয়েছে নিহত ওই যুবকের নাম নবীন মাঁঝি (২২)। তিনি মুসাহার সম্প্রদায়ের। মুজফফরপুর থেকে ৩০ কিলোমিটার দূরে আভি ছাপরা গ্রামে এক প্রতিপত্তিশালী ব্যক্তির বিয়ে চলছিল। বিয়েতে নাচগানেরও আয়োজন ছিল। সেই নাচের আসরেই ঢুকে পড়েন নবীন। অভিযোগ, তখনই তাঁর উপর চড়াও হয় পাত্রপক্ষের লোকেরা। ভিড়ের মধ্যে থেকেই কেউ এক জন নবীনকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীনের। নবীনের পরিবারের কাছে এই খবর পৌঁছতেই পুরো গ্রাম ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও পাত্রপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পাত্রের বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ দায়ের করেন নবীনের পরিবার। তাঁদের অভিযোগ, পাত্রের ভাইপো মুকেশ কুমার নবীনকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনা ঘিরে আভি ছাপরা গ্রামে পরিস্থিতি বেশ থমথমে হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। সরাইয়ার এসডিপিও শঙ্কর ঝা জানান

দিল্লির রাস্তায় মহিলাকে মার, ছেঁড়া হল পোশাক, ছবি তুললেন পথচারীরা

Image
অন্যকে সাহায্য করতে গিয়ে মারধর তো জুটলই। সঙ্গে জামা-কাপ়ড় ছিঁড়ে রাস্তার উপরেই বেআব্রু করার চেষ্টা হল দিল্লির এক মাঝবয়সী মহিলাকে। রাজধানীর বুকে এত বড় কাণ্ড। কিন্তু সবচেয়ে আশ্চর্যের হল, মহিলাকে যখন  রাস্তার উপর মারধর করে অপদস্থ করা হচ্ছে, সে সময় সাহায্য করার বদলে নিজেদের মোবাইল ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত ছিলেন পথচারীরা। স্বাভাবিকভাবেই সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। দিল্লির পালাম এলাকার বছর ৪৫-এর ওই মহিলার অভিযোগ, তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালকিনকে তাঁর ছেলে ও বৌমা গত বুধবার দলবল নিয়ে এসে মারধর করছিল। ৬৫ বছরের বৃদ্ধা মালকিনকে রক্ষা করার জন্য তিনি ঘটনাস্থলে গিয়ে পড়ে যান হামলার মুখে। তাঁকেও মারধর করা হয়। পালিয়ে ঘর থেকে রাস্তায় নেমে এলেও রেহাই মেলেনি। সেখানেও তাড়া করে চলে প্রহার। সবার সামনে তাঁর পোশোক ছিঁড়ে দেওয়া হয়। মহিলার দাবি, তাঁকে যখন নিগ্রহ করা হচ্ছে, সে সময় পথচারীদের এক জনও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। উল্টে সেই ছবি মোবাইল ক্যমেরায় তুলেতে ব্যস্ত ছিলেন অনেকেই। তবে কি দিল্লি দিন কে দিন আরও অমানবিক হয়ে পড়ছে? প্রশ্নটা উস্কে দিল পালাম এলাকার এই ঘটনা। কিন্তু কেন নিজের

স্রেফ ফ্রান্স নয়, মেসির লড়াই আজ নিজের সঙ্গেও

Image
একদিকে তরতাজা ফ্রান্স। অন্যদিকে, নব উদ্যমে জেগে ওঠা আর্জেন্টিনা। এক দিকে এক ঝাঁক তরুণ ফুটবলার। অন্য দিকে, ত্রিশোর্দ্ধদের ভিড়। এক দিকে প্রতিভাবানদের ছড়াছড়ি। অন্য দিকে, মহাতারকাই নিউক্লিয়াস। ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচ আসলে নানা বৈপরীত্যের সমাহার। চুম্বকে যা, একা এবং অনেকে। আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। তাঁকে ঘিরে রাখা মানেই নীল-সাদা জার্সির ঔজ্জ্বল্য ফিকে। ফ্রান্স মানে কোনও একজন নন। পল পোগবা, আন্তোনিও গ্রিজম্যান, অলিভার জিহু, দেম্বেলেরা সবাই। তবে আর্জেন্টিনা পেরিয়ে এসেছে সেই অশান্ত সময়। নিয়েছে অনন্ত চাপ। ছিটকে যাওয়ার খাঁড়া ঝুলছিল মাথার ওপর। প্রায় নেমেও এসেছিল ঘাড়ে। স্নায়ুর চাপ সামলে তা পেরিয়ে এসেছেন মেসিরা। শিবিরে অশান্তিও ছিল। কোচ হর্হে সাম্পাওলির প্রতি অনাস্থা ক্রমশ জোরালো হচ্ছিল। নানা জল্পনা আর গুজব উড়ছিল বাতাসে। ফিসফাস আর সন্দেহের বাতাবরণ ঘিরে ধরছিল শিবিরকে। একটা জয় পাল্টে দিয়েছে সেই আবহ। নকআউটে ওঠা বদলে দিয়েছে শিবিরকে। মেসিকে নিয়ে বাঁচার স্বপ্ন, আরও বড় লক্ষ্যে ছুটে যাওয়ার সঙ্কল্প এখন মাসচেরানো, দি মারিয়া, ওটামেন্ডি, আগুয়েরোদের চোখে-মুখে। তাই এলএম টেন আর একা থাকছেন না। পা

মাদক চক্রেও চিন যোগ? কলকাতা স্টেশনে ২ কুইন্টাল ড্রাগ-সহ ধৃত ৫ চিনা নাগরিক

Image
প্রায় দু'শো কিলোগ্রাম মাদক ট্যাবলেট নিয়ে কলকাতায় ধরা পড়লেন পাঁচ চিনা নাগরিক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই মাদক ট্যাবলেটের মধ্যে মেটামেম্ফাটাইন, অ্যামফেটামাইনের মতো ড্রাগ রয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা তদন্তকারীদের। এ ছাড়া ধৃতদের কাছে পাঁচটি আইফোন, ৬০টিরও বেশি বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ও চিনা সিমকার্ড পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে দু'টি ভারতীয় সিমকার্ডও। চিনা নাগরিকদের কাছ থেকে এই বিপুল পরিমান মাদক আটক হওয়ার পর গোয়েন্দাদের সন্দেহ, দেশের বাজারে ছেয়ে যাওয়া এই পার্টি ড্রাগ আদতে চিন থেকেই আমদানি করা হয়। এই আন্তর্জাতিক মাদক কারবারের জাল দেশের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে আছে বলেও অনুমান করছেন তদন্তকারীরা। চিন থেকে কলকাতা— এই মাদক যোগের প্রাথমিক তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। মাদকে এই চিন যোগ কিন্তু কপালে ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কী ভাবে ধরা পড়ল ওই পাঁচ চিনা নাগরিক? সূত্রের খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ কলকাতা স্টেশন চত্বরেই রুটিন টহলদারি করছিলেন রেলপুলিশের জওয়ানরা। সেই সময়ে দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আড়াল রেখে ওই পাঁচ জনকে বসা অবস্থায় সন্দেহজনক ভাবে

আজই শেষ দিন, আজ এই কাজটা না করলে বাতিল হতে পারে আপনার PAN

Image
আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার সময়সীমা ৪ বার বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস। শেষবার সিবিডিটির তরফে সময়সীমা বাড়িয়ে জানানো হয়েছিল, ৩০ জুনের মধ্যে করতে হবে সংযুক্তিকরণ। আধারের সঙ্গে প্যান সংযুক্ত না করালে আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আধারের সঙ্গে প্যানকার্ড এখনো সংযুক্ত করেননি। তাহলে কিন্তু বিপদ আপনার ঘাড়ে দাঁড়িয়ে। কারণ আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার শেষ দিন। আর এই কাজ করা না থাকলে কিন্তু পরে ব্যাপক হয়রানির মুখে পড়তে হতে পারে আপনাকে। সব থেকে বড় কথা, আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না আপনি। পাবেন না ট্যাক্স রিটার্ন। কারণ, আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার সময়সীমা ৪ বার বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস। শেষবার সিবিডিটির তরফে সময়সীমা বাড়িয়ে জানানো হয়েছিল, ৩০ জুনের মধ্যে করতে হবে সংযুক্তিকরণ। আধারের সঙ্গে প্যান সংযুক্ত না করালে আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না আপনি। এমনকী বাতিল হতে পারে আপনার প্যানকার

সুইস ব্যাঙ্কে বাড়ছে ভারতীয়দের আমানত, এ নিয়ে কী বললেন মোদী সরকারের অর্থমন্ত্রী

Image
শুক্রবারই সুইস ব্যাঙ্ক জানিয়েছিল ২০১৭ সালে তাদের ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকার পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ক্ষমতায় আসার আগে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা উদ্ধার করবেন। কাজেই এই তথ্য নিয়ে সরকারকে বিধতে ছাড়েনি বিরোধীরা। এবার সরকারের পক্ষে ব্যাট ধরলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। তাঁর যুক্তি সুইস ব্যাঙ্কে রাখা সব টাকাই কালো টাকা নয়। জেটলি বলেন, ভারতের সঙ্গে সুইজারল্যান্ডের তথ্য জানানোর যে চুক্তি হয়েছে তারপর সুইস ব্যাঙ্কে কালো টাকা রাখা সম্ভব নয়। শুক্রবার ব্লগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লেখেন, 'কর ফাঁকি দেওয়ার স্বর্গ হিসেবে তাদের প্রচলিত ছবিটা বদলাতে চাইছে সুইজারল্যান্ড। কদিনের মধ্যেই তারা রিয়েল টাইম ডিসক্লোজার চালু করতে চলেছে। কাজেই যারা কর ফাঁকি দিতে চায়, তাদের জন্য এই জায়গাটি আর বিশেষ সুবিধের নয়।' তাঁর দাবি বিরোধীরা সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকার পরিমাণ বৃদ্ধি বিষয়ে অযথাই হইচই করছে। তিনি আরও যুক্তি দেন ভারতের সুইস ব্যাঙ্কে ভারতীয়দের কালো টাকার রিমাণ বাড়লে ভারতে রেকর্ড পরিমাণ ইনকাম ট্যাক্স সংগ্রহ বাড়ত না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবশ্য স্বীকার করে নে

পাখিদের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি !

Image
কলকাতা: শখের ফটোগ্রাফারদের উৎপাতে অতিষ্ঠ বনদপ্তর। উত্তরের মতো দক্ষিণের বনাঞ্চলেও, এবার পর্যটকদের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে বনদপ্তর। প্রসঙ্গত, বর্ষাকালে পশু-পাখিদের অধিকাংশের প্রজননের সময় হওয়ায়, এই সময় জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। সেই মতো গত ১৬ জুনের পর থেকে উত্তরের অধিকাংশ বনাঞ্চলই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের সংরক্ষিত বনাঞ্চলগুলিতে (সুন্দরবন ব্যতীত) সেভাবে কোনও বড় বন্যপ্রাণী না থাকায়, এখানে পর্যটকদের ঢোকার ক্ষেত্রে কড়া কোনও বিধি-নিষেধ সাধারণত আরোপ করা হয় না। এই অবস্থায় শখের ফটোগ্রাফারদের উৎপাতে বেশ অতিষ্ঠ বনাধিরিকরা। তাই এবার দক্ষিণবঙ্গেও উত্তরের মতো পর্যটকদের উপর নজর রাখতে চাইছে বনদপ্তর। দপ্তর সূত্রের দাবি, সম্প্রতি উত্তর ২৪ পরগনার বিভূতিভূষণ ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে এই মর্মে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বনদপ্তরের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বনাঞ্চলে হুডেড পিট্টা বা সবুজ শুমচা নামক একটি প্রজননকালীন পরিযায়ী পাখি এই সময় অনেক দেখা যায়। উত্তরের পাহাড়ি বনাঞ্চলের এই পাখি দক্ষিণবঙ্গের কিছু জঙ্গলে এই সময় প্রজননের জন্য চলে আসে। আবার অনেক ক্ষেত্রে এরা স্থ

রেপের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইল, ফের সেক্সে বাধ্য হল তরুণী

Image
বাইক থেকে জোড় করে এসইউভি গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল চার যুবক। শুধু তাই নয় সেক্সে বাধ্য করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল আমদাবাদ।  সূত্রের খবর, আমদাবাদে নেহেরুনগরের কাছে বছর বাইশের তরুণী বাইকে চেপে যাচ্ছিল। সেই সময় মুখোশে ঢাকা চার যুবক এসইউভি গাড়ি চেপে তাঁর কাছে আসে এবং জোড় করে তাঁকে তুলে নেয় ওই গাড়িটিতে। এর পর তাঁকে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়। গোটা ঘটনা মোবাইলে ভিডিয়ো করে বাকিরা। কেবল মাত্র তাই নয়, ঘটনার কথা জানাজানি হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া হবে বলে ব্ল্যাকমেইল করা হয়। পরে তাঁকে সেক্সে বাধ্য করা হয় বলে অভিযোগ। শুক্রবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিগৃহীত তরুণী। এই ঘটনায় মুল দুই অভিযুক্ত ভ্রুশভ মেরু এবং গৌতম ডালমিয়া নামে দুই যুবকে শনাক্ত করেন তিনি। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এফআইআরের ভিত্তিতে জানা গিয়েছে, গত মার্চ মাসে চারজন যুবক মিলে গণধর্ষণ করে যুবতীকে। ঘটনার পর তাঁর মোবাইল ও পয়সার ব্যাগ নিয়ে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে দুই মহিলা এসে তা ফেরত দিয়ে দেয়। অভিযুক্তরা ওই তরুণীর কাছ থেকে ৫০,০০০ টাকা চাওয়া হয়, না দিলে সোশ্যাল মিডিয়ায় ওই

গিনেসে নাম তুলে ফেলল ৬৬৯০ হিরেখচিত ₹২৮.২০ কোটির একটি চোখ ধাঁধানো হিরের আংটি!

Image
সুরাটের প্রখ্যাত দুই গয়না প্রস্তুতকারক বিশাল আগরওয়াল ও খুশবু আগরওয়ালের বানানো এই আংটিতে রয়েছে ছোট-বড় ৬,৬৯০টি হিরে। সবমলিয়ে হিরের ওজন ১৮ ক্যারেট। নকশা করা হয়েছে এক্কেবারে পদ্মের মতো করে। একটি আংটিতে সবথেকে বেশি সংখ্যক হিরে থাকার কারণেই এই নজির। এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিল সাভিয়ো জুয়েলারি। সেই আংটিটি বানানো হয়েছিল ৩,৮২৭টি হিরে দিয়ে। 

মত্ত বাবার অত্যাচার সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিলেন ছেলে !

Image
প্রতিদিনকার একই অশান্তি। দিনের পর দিন নিজের বাবার কাছে নিগৃহত হতে দেখেছে স্ত্রীকে। প্রহৃত হয়েছে সন্তানও। তাই মত্ত বাবার অত্যাচার সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিলেন ছেলে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের শালবাড়ি এলাকায়। তুফানগঞ্জের শালবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বনাথ বর্মন। প্রতিদিনই তিনি মদ খেয়ে বাড়িতে ফেরেন। অভিযোগ, প্রতিদিনই মদ খেয়ে বউমার ওপর অত্যাচার চালাতেন বিশ্বনাথ। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ। তাঁর অত্যাচারের হাত থেকে রেহাই পেত না নাতিও। স্ত্রীয়ের উপর এই অত্যাচার অনেকদিন ধরেই মুখ বুজে সহ্য করছিলেন তাঁর ছেলে। বৃহস্পতিবার তা মাত্রা ছাড়ায়। বৃহস্পতিবার রাতেও একই কাজ করেন বিশ্বনাথ বর্মন। কিন্তু সেইসময় ছেলে বাড়ি ফিরে আসেন। বাবার ওই রূপ দেখে মাথা ঠিক রাখতে পারেননি তিনি। হাতের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপোতে শুরু করেন বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথ বর্মনের। এরপর পুলিসের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন ছেলে।

জানুন আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনার যৌনক্ষমতা কতখানি

Image
কোনো ব্যক্তির যৌনক্ষমতা কতটা তা অনেকটাই নির্ভর করে তার রক্তের গ্রুপের ওপর। অর্থাৎ রক্তের গ্রুপের সাহায্য নিয়ে যৌনক্ষমতা পরিমাপ করা যেতে পারে। এমনটাই দাবি করা হয়েছে সাম্প্রতিক সময়ে কয়েকটি গবেষণার রিপোর্টে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যৌন ওষুধ বিশেষজ্ঞ ড. ডেভিড গোল্ডমায়ারের মতে, যাদের রক্তের গ্রুপ A, B বা AB তাদের নিজেদের যৌনজীবন সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। এসব রক্তের গ্রুপ যাদের তাদের শারীরিক সক্ষমতা আরও বাড়াতে নিয়মিত শরীরচর্চা এবং নিয়ন্ত্রিত ডায়েটের প্রয়োজন। অনেক সময়ই দেখা যায়, বয়স একটু বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষের। অনেক সময় তা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও হতে পারে। তবে একাধিক গবেষণা অনুযায়ী, এর জন্য অনেকাংশেই দায়ী কোনো ব্যক্তির 'ব্লাড গ্রুপ'। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী যাদের রক্তের গ্রুপ A, B বা AB তাদের মধ্যে যৌন অক্ষমতা বা অনিচ্ছার সমস্যা সবচেয়ে বেশি। এই রিপোর্টে দাবি করা হয়েছে, যাদের রক্তের গ্রুপ O তাদের মধ্যে এ ধরনের সমস্যা অনেক কম। প্রায় ১০ হাজার মানুষের রক্ত পরীক্ষার মধ্যে দিয়েই এই তথ্য পাওয়া গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, A, B, AB রক্ত গ

স্ত্রী মশগুল চ্যাটে, বিচ্ছেদ চান স্বামী

Image
স্ত্রী সারা দিন মোবাইলে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সময় কাটান। এই অভিযোগে দিল্লির এক পরিবার-আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করলেন তিরিশ বছরের নরেন্দ্র সিংহ। তিনি পেশায় সফটওয়্যার কর্মী। আদালত নরেন্দ্রর আবেদন গ্রহণ করেছে বলে শুক্রবার তাঁর আইনজীবী জানিয়েছেন। মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। নরেন্দ্রর দাবি, বিয়ের পর দিন থেকেই মোবাইলে বুঁদ হয়ে থাকতেন স্ত্রী। সংসারের দিকে কোনও খেয়ালই রাখতেন না। এমনকি স্বামীকেও সঙ্গ দিতেন। স্ত্রীর বিরুদ্ধে একাধিক পুরুষের সঙ্গে রাত জেগে চ্যাটিংয়ের অভিযোগ এনেছেন নরেন্দ্র। দাবি, এ বিষয়ে স্ত্রীকে কিছু বললেই তিনি খেপে যেতেন। উল্টে হুমকি দিতেন নরেন্দ্রকে। শুধু তাই নয়, বাবা-মা বা পরিবারের জন্য যাতে নরেন্দ্র খরচ না করেন তা নিয়ে চাপাচাপি করতেন তাঁর স্ত্রী। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই মহিলার আইনজীবী। তাঁদের দু'জনকে নিয়ে কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় বিস্মিত দিল্লির ওই আদালতের এক 'ম্যারেজ কাউন্সেলর' বলেন, ''আগে বিয়ে ভাঙার কারণ হিসেবে পণ দেওয়া-নেওয়া, পারিবারিক কলহ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ— এ গুলো বেশি শোনা যেত। সোশ্যাল মিডিয়ায় আসক্তি

মানুষ পাচার তদন্তে ভারত পিছিয়েই

Image
মানব পাচার রোধে কঠোর আইন রয়েছে। কিন্তু সেই আইন মোতাবেক তদন্ত, বিচার প্রক্রিয়া থেকে শুরু করে শাস্তি ঘোষণার হারের নিরিখে ভারত এখনও অনেক পিছিয়ে। আমেরিকার বিদেশ দফতরের ট্রাফিকিং ইন পার্সন (টিআইপি)–এর সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। দক্ষিণ এবং পূর্ব এশিয়ার নিরিখে ভারতের অবস্থা বাংলাদেশ ও ভুটানের থেকে ভাল। বাংলাদেশ ও ভুটান দ্বিতীয় স্তরের 'ওয়াচ-লিস্ট' বা পর্যবেক্ষণ-তালিকায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, গত সাত বছর ধরেই দ্বিতীয় স্তরে রয়েছে ভারত। প্রশিক্ষণপ্রাপ্ত তদন্তকারী অফিসার, পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে তদন্ত ও আইনি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে বেশির ভাগ ক্ষেত্রে পাচারকারীরা ধরা পড়লেও জামিন পেয়ে যাচ্ছে। ২০১৪-'১৫ সালে দেশের মোট মানব পাচারের পরিসংখ্যান দেওয়া হয়েছে ওই রিপোর্টে। তথ্য বলছে, গত পাঁচ বছর ধরে শুধু ভারত থেকেই মানুষ পাচার (যৌন ব্যবসার ও শ্রমিক হিসেবে কাজে লাগানোর জন্য) হচ্ছে না। অন্য দেশ থেকেও মেয়ে বা ছেলে পাচার হয়ে আসছে এ দেশে। করিডর হিসেবেও এ দেশের বিভিন্ন জায়গাকে ব্যবহার করছে পাচার চক্রগুলি। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য ওই রিপোর্টে কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে

একা মাংসে রক্ষা নেই, নিরামিষ খাবার দোসর

Image
নিরামিষেও রক্ষা নেই! দক্ষিণ দমদমের খাদ্য অভিযানের রিপোর্টের সারমর্ম অন্তত সে রকমই। ভাগাড়-কাণ্ডের প্রেক্ষিতে গত ১১ মে অমরপল্লি সংলগ্ন শপিং মলের ফুডকোর্ট, রেস্তরাঁ এবং নয়াপট্টির কাছে একটি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়েছিল দক্ষিণ দমদম পুরসভা। সেই অভিযান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্টে যে স্বাস্থ‍্যের পক্ষে ক্ষতিকর ব্যাক্টিরিয়া মিলেছে, তা আগেই জানা গিয়েছিল। সেই রিপোর্টে কী রয়েছে, শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের তা জানানো হয়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ল্যাবরেটরির পরীক্ষার নিরিখে জনস্বাস্থ্য বিভাগের দেওয়া রিপোর্ট অনুযায়ী, রং দে বসন্তী ধাবা থেকে সংগৃহীত আলু-পনিরে কলিফর্ম মিলেছে। ক্ষীরে পাওয়া গিয়েছে কলিফর্ম এবং ই-কোলাই। তার থেকে কী কী রোগ হতে পারে, তা-ও পুরসভার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পুরসভার দাবি, সরকারি পরীক্ষাগারের রিপোর্ট অনুযায়ী, ভজহরি মান্না থেকে যে বেকড রসগোল্লা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তা-ও নিরাপদ নয়। তাতে মিলেছে কলিফর্ম। পাশাপাশি পুরসভার দাবি, সরকারি রিপোর্টে বলা হয়েছে, সর্বেশ্বরী প্রন ফ্যাক্টরি থেকে সংগৃহীত কাঁচা চিংড়ির নমুনা অত্যন্ত নিম্নমা

‘ফ্রান্স অনেক তরতাজা, ৬০ মিনিটেই ম্যাচ শেষ করো মেসি’

Image
শেষ ষোলোর লড়াই শুরুর আগে সব চেয়ে বড় চমক বোধহয় জার্মানির বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া। তবে গত বারের চ্যাম্পিয়নরা থাকবে না বলে যে প্রি-কোয়ার্টার ফাইনালের মান পড়ে যাবে, এমনটা কিন্তু হবে না। পাশাপাশি এটাও বলব, এই রাউন্ডেও অনেক চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য। আজ, শনিবার নক-আউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনা নামছে ফ্রান্সের বিরুদ্ধে। গ্রুপ পর্বে আর্জেন্টিনা খুব একটা ভাল খেলে আসতে পারেনি। বরং বিদায় নিতে নিতে ফিরে এসেছে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে শেষ ষোলোয় উঠেছে। যে কারণে আমার মনে হয়, আর্জেন্টিনার খেলা এখন থেকে আরও ভাল হবে। ফ্রান্স সম্পর্কে বলব, ওরা সেই আগের ফ্রান্স নেই। কিন্তু ওদের দলে এমন কয়েক জন ফুটবলার আছে, যারা যে কোনও সময় খেলা ঘুরিয়ে দিতে পারে। তাই আর্জেন্টিনাকে রক্ষণের ওপর জোর দিতে হবে। আমাদের দলে আক্রমণে বৈচিত্র কম নেই। তাই আক্রমণ এই মুহূর্তে চিন্তার কারণ নয়। এই ম্যাচে কিন্তু শারীরিক সক্ষমতা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। ফ্রান্স চাইবে ম্যাচটা ১২০ মিনিট পর্যন্ত টানতে। সেটা ওদের করতে দিলে চলবে না। কারণ, ফ্রান্স অনেক তরতাজা অবস্থায় মাঠে নামছে। ওদের ফুটবলারদের বয়স কম, গতিও আছে। ১২০ মিনিট খেলা

ভূগোলে ৬৫০০০, ইংরেজি ১৬০০০, হাজার হাজার টাকা দিলেই মিলবে সিট!

Image
হাতে কয়েকটি মার্কশিটের প্রতিলিপি। বুধবার ইউনিয়ন রুম কাঁপাচ্ছিলেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায়, ''ভূগোল ৬৫ হাজার চলছে। সাংবাদিকতা ৩৫। ইংরেজি অনার্স ১৬ হাজারে হয়ে যাবে। যাঁদের চাই, এখনই বলুন। বেশি জায়গা ফাঁকা নেই কিন্তু!'' টাকার বিনিময়ে ভর্তিতে ইচ্ছুক পড়ুয়াদের হাত থেকে মার্কশিট নিয়ে এর পর গভীর মনোযোগে দেখতে শুরু করলেন তিনি। মাঝেমধ্যে বললেন, ''এটা খুব কম নম্বর। হবে না বোন। তোর জন্য কিন্তু ভূগোলে ৯০ হাজার লাগবে। নয়তো ক্ষমা কর।'' অন্য আর এক ছাত্রকে বললেন, ''তোর তো ভাল নম্বর রয়েছে, আগে এলি না কেন? দাঁড়া, দাদাকে বলে দেখছি।'' ওই ছাত্রের অভিভাবক বলার চেষ্টা করলেন, সময়েই এসেছিলেন তাঁরা। কিন্তু কলেজে ঢুকতে দেওয়া হয়নি। পাত্তা না দিয়ে রঞ্জিত বললেন, ''শুধু নম্বরে এখন কিছু হয় না। টাকা লাগে।'' এর পর কয়েকটি মার্কশিট হাতে দোতলায় উঠে গেলেন রঞ্জিত। ফিরেও এলেন দ্রুত। অভিভাবকদের বললেন, ''চিন্তার কিছু নেই। কাজ হয়ে যাবে।  ক্যাশ সঙ্গে এনেছেন তো! কাজ হলেই ইউনিয়ন রুমে জমা দেবেন।'' বুধবার দুপুরে