Posts

Showing posts from December 22, 2018

জিএসটি-র হারে বদল, কমল ৩৩টি নিত্যপণ্য জিনিসের দাম

Image
অরুণ জেটলি। সামনে লোকসভা নির্বাচন। তার আগে পণ্য পরিষেবা কর (জিএসটি)-এর কাঠামো ফের বদলে ফেলল মোদী সরকার। ৩৩টি নিত্যপণ্য জিনিসের জিএসটি হার ১৮ থেকে কমিয়ে ১২ এবং ৫ শতাংশ করা হল। ফলে ওই জিনিসগুলির দাম কমে গেল অনেকটাই। আগামী ১ জানুয়ারি থেকে এই নয়া জিএসটি হার কার্যকর হবে। চেয়ারম্যান অরুণ জেটলির নেতৃত্বে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জিএসটি কাউন্সিলের বৈঠক বসেছিল। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক থেকে বেরনোর সময় এ কথা জানান পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তিনি জানান, ''সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। শুধুমাত্র বিলাস দ্রব্যের ক্ষেত্রেই জিএসটির হার ২৮ শতাংশ রাখা হবে। আগামী বছর জানুয়ারিতে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক। সেখানে রিয়েল এস্টেট নিয়ে আলোচনা হবে।'' ওই বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন অরুণ জেটলিও। তিনি বলেন, ''আজ জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠক ছিল। তাতে করের বিভিন্ন স্তরগুলি সরলীকরণের প্রস্তাব ওঠে। যাতে সাধারণ মানুষ বিপাকে না পড়েন, আবার রাজস্ব আদায়েও ভারসাম্য বজায় থাকে।'' জিএসটি পরিকাঠামোর বদলে যে পণ্যগুলির দাম কমতে চলেছে, সেগুলি হল, কপ

‘তথ্য জানতে এ বার না ব্রেন স্ক্যান করে কেন্দ্র’

Image
যে ভাবে সব কিছু চলছে, তাতে তথ্য জানতে এ বার তো ব্রেন স্ক্যানও শুরু করে দেবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের ব্যক্তিগত তথ্যে নজরদারির বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রের এই নজরদারির আসল উদ্দেশ্য রাজ্যগুলিকে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া। এ দিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে 'কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল'-এর উদ্বোধন করেন মমতা। সেখানেই কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ''আমার সরকারের সব তথ্য যদি জেনেই নেয়, তা হলে আমার মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার কী দরকার?'' রাজ্য সরকারের আগাম অনুমতি নেওয়ার প্রসঙ্গ কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে থাকলেও, সেখানে কী কারণে নজরদারি চালানো হচ্ছে, তা স্পষ্ট করা নেই বলে মমতার অভিযোগ। কেন্দ্রীয় সরকার কম্পিউটার-সহ ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রের তথ্য জানার জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলেছেন তৃণমূল নেত্রী। মমতার বক্তব্য, ''উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রতিহিংসায় এ সব কাজ হচ্ছে। এক জন মানুষের সব ব্যক্তিগত তথ্য কেড়ে নেওয়া হচ্ছে! এ তো স্বাধীন দেশ

পোড়া তেলে দেদার রান্না, ওত পেতে আছে ক্যান্সার

Image
আলিপুরদুয়ার: একশ্রেণির রেলকর্মীর দায়িত্বজ্ঞানহীনতার বলি হল এক নাবালক। গুয়াহাটি-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্রের দেহ। তখন রেললাইনে রং করার কাজ করছিল বছর তেরোর রাজা সরকার। আর ৯ দিন পরেই ১৪-য় পা দিত সে। কেন রেলের কাজ করছিল রাজা? অভিযোগ, একশ্রেণির রেলকর্মী ডিউটিতে ফাঁকি দিয়ে সেই কাজ স্টেশন লাগোয়া এলাকার নাবালকদের দিয়ে করাতেন। বিনিময়ে সেই নাবালকদের দৈনিক মিলত মাত্র ৫০ টাকা। সামান্য সেই টাকার লোভে স্কুল ফাঁকি দিয়ে হলেও ওই কাজ করত নাবালকরা। শুক্রবার নিউ আলিপুরদুয়ার স্টেশনে দুর্ঘটনায় মৃত রাজা সরকার (১৩) সে ভাবেই কাজে যুক্ত হয়েছিল। শুধু জং ধরা রেললাইন রং করা নয়, থ্রু পাস ট্রেনগুলিকে পতাকা নেড়ে সংকেত দেওয়ার কাজও করানো হত নাবালকদের দিয়ে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গ্যাংখালাসির ওই কাজ নাবালকরা দিনের পর দিন করলেও কেন রেলকর্তা বা ট্রেনচালকদের নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারও টের পায়নি যে রাজা স্কুল ফাঁকি দিয়ে এই কাজ করত। রাজার টোটোচালক বাবা সুজিত সরকার স্টেশনের বাইরেই ছিলেন। হইচই শুনে প্ল্যাটফর্মে গিয়ে ছেলের রক্তাক্ত দেহ দেখে তিনি অসুস্থ হ

ICC vs BCCI: ১৬০ কোটি টাকা না দিলে ভারতে হবে না ২০২৩ বিশ্বকাপ

Image
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা করতে হবে ২৩ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি টাকা। আর এই শর্ত মানতে না পারলে ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে না ভারত। এমনই নির্দেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে দেওয়া হয়েছে বোর্ড অফ কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (BCCI)। ২০১৬ সালে ভারতে যে T20 বিশ্বকাপ আয়োজিত হয়েছিল সেখানে ট্যাক্স ডিডাকশনের ক্ষতিপূরণ হিসেবে এই টাকা দাবি করেছে ICC। অক্টোবর মাসে সিঙ্গাপুরে আয়োজিত আইসিসি-র বোর্ড মিটিংয়ের আলোচ্য বিষয়গুলির মধ্যে এই টাকা ফেরতের শর্ত উল্লেখ করা হয়েছিল। আইসিসি-র বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ফের একবার বিসিসিআই-কে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব ৯ দিনের মধ্যেই আইসিসি-কে সব টাকা মিটিয়ে দিতে হবে বিসিসিআই-কে। যদি এই টাকা সময়মতো BCCI মেটাতে না পারে, তাহলে বর্তমান আর্থিক বছরে ভারতের প্রাপ্য টাকা থেকে সেই অঙ্ক কেটে নেওয়া হবে। এখানেই শেষ নয়। ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে ঋণ ফেরত না দিলে ২০২১ সালে ভারত থেকে সরিয়ে নেওয়া হবে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ সালেও ভারতে হবে না একদিনের বিশ্বকাপ। আইসিসি-র প্রত্যেক ট্যুরনামেন্টের অফি

চাকরি গেলেও পিএফ অ্যাকাউন্ট চালু রেখে তোলা যাবে ৭৫ শতাংশ টাকা

Image
কলকাতা: চাকরি না থাকলে এখন থেকে পিএফে জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন যে কোনও কর্মী। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, এই টাকা তোলা যাবে 'নন রিফান্ডেবল অ্যাডভান্স' হিসেবে। অর্থাৎ, যে টাকা পিএফ গ্রাহক তুলে নেবেন, তা তাঁকে আর শোধ করতে হবে না। পিএফ অ্যাকাউন্টটি সচল রাখার সুবিধা করে দিতেই এই নয়া উদ্যোগ নিয়েছে শ্রম মন্ত্রক, বলছেন দপ্তরের কর্তারা। তবে চাকরি যাওয়া বা কাজ ছাড়ার এক মাস পর এই টাকা তুলে নেওয়ার অধিকার পাবেন কর্মীরা। এতদিন চাকরি গেলে এবং পিএফ অ্যাকাউন্ট চালু রাখতে হলে টাকা তুলে নেওয়ার কোনও সুযোগ ছিল না। পিএফের জন্য এখন প্রত্যেক কর্মীর একটি আলাদা বা ইউনিক নম্বর আছে। সেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন থাকায় কোনও কর্মী এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যোগদান করলে, সেই নম্বরটি ব্যবহার করে পিএফ অ্যাকউন্টটি চালু রাখতে পারেন। কিন্তু কেউ যদি পিএফের পুরো টাকা তুলে নেন, তাহলে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয়। সেক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি যে সুযে

মঙ্গলে ৮২ কিলোমিটার জুড়ে শুধুই বরফ

Image
নিউ ইয়র্ক: মঙ্গলে জলের ছিটেফোঁটা দেখা গেলেই বিশ্ব তোলপাড় হয়ে যায়। তবে এবার মঙ্গলে তোলা ছবি একেবারে চমকে দেওয়ার মত। একটা বিশাল আকারের গর্ত বরফে ভর্তি। জানা গিয়েছে, এখানে ৫ হাজার ৯০৫ ফুট পুরুত্বের বরফ থাকে সারাবছর। এই গর্তকে করোলেভ ক্রাটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গর্ত ৫০.১ মাইল জুড়ে বিস্তৃত। মঙ্গল গ্রহের উত্তরে নিম্নাঞ্চলের এই জায়গাটি অলিম্পিয়া আনডে হিসেবেও পরিচিত। বরফ দিয়ে পূর্ণ এই গর্তের গভীর অংশটিকে বিজ্ঞানীরা বলেন 'কোল্ড ট্র্যাপ'। এই বরফের ওপর দিয়ে যাওয়ার সময় বাতাস ঠাণ্ডা হয় এবং বরফের ওপরে ঠাণ্ডা বাতাসের একটি স্তর তৈরি করে। মূলত এই কারণেই বরফ কখনও গলে না। এই গর্তের নাম করোলেভ রাখা হয়েছে সার্গেই করোলেভের নামানুসারে। কারোলেভ একজন শীর্ষ রকেট ইঞ্জিনিয়ার এবং স্পেসক্র্যাফট ডিজাইনার। তাঁকে সোভিয়েত স্পেস টেকনোলজির জনক বলা হয়। সার্গেই কারোলেভ স্পুটনিক প্রোগ্রামে কাজ করেছেন। এছাড়া ভোস্টক প্রোগ্রামেও তিনি কাজ করেছেন যা মানুষকে প্রথম মহাশূন্যে নিয়ে যায়। NASA-র তোলা বরফ ঢাকা মঙ্গলের ছবি মঙ্গল গ্রহের এই গর্তটির ছবি তোলা হয়েছে মার্স এক্সপ্রেস হাই রেজুলেশন স্টেরিও ক্যামেরা দিয়ে। ইউরোপিয়

গ্রাহকদের কাছ থেকে গত সাড়ে তিন বছরে ১০,০০০ কোটি টাকা কেটেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি

Image
ন্যূনতম ব্যালান্স না রাখলে টাকা কেটে নেয় ব্যাঙ্ক। আবার এটিএম-এ ফ্রি লেনদেনের সীমা পেরিয়ে গেলেও প্রতিবার টাকা কাটে ব্যাঙ্ক। এসব সবার জানা। কিন্তু ওই কাটাকুটির খেলায় গত সাড়ে তিন বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঘরে কত টাকা ঢুকেছে শুনলে তাজ্জব হবেন। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী ওই অঙ্ক ১০,০০০ কোটি টাকা। সংসদে একটি প্রশ্নের উত্তরে লিখিত ভাবে জানানো হয়েছে, ২০১২ সাল পর্যন্ত ন্যূনতম ব্যালান্সের নিয়ম ছিল। তবে তা ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়। বেসরকারি ব্যাঙ্কগুলি অবশ্য তা চালু রাখে। ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ওই চার্জ ফের চালু করে এসবিআই। দেখা যাচ্ছে ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য গত সাড়ে তিন বছরে গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া হয়েছে ৬,২৪৬ কোটি টাকা। এটিএম থেকে টাকা তেলার সময় অন্য এটিএম ব্যবহার করার জন্য কাটা হয়েছে ৪,১৪৫ কোটি টাকা। সবে মিলিয়ে গ্রাহকদের পকেট থেকে খসেছে ১০,৩৯১ কোটি টাকা। এবার দেখে নেওয়া যাক ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য কোন ব্যাঙ্ক কেটেছে কত টাকা। এসবিআই-২৮৯৪ কোটি, পিএনবি-৪৯৩ কোটি, কানাড়া ব্যাঙ্ক-৩৫২ কোটি, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া-৩৪৮ কোটি,

৩০ সেকেন্ডেই হাতসাফাই! এক রাতে চুরি ৯০টি গাড়ির ব্যাটারি

Image
শাহজাদ, গুল মহম্মদ আর জুবের।তিন জনের গ্যাং।গাড়ির ভিতর থেকে ব্যাটারি বার করে চম্পট দিতে তাদের লাগে মাত্র ৩০ সেকেন্ড। 'দক্ষতা' এতটাই যে, এক রাতে ৯০টি গাড়ি থেকে ব্যাটারি চুরি করার রেকর্ডও করে ফেলেছে তারা। পুলিশের হিসাব, সব মিলিয়ে তারা চুরি করেছে প্রায় ৫ হাজার ব্যাটারি! তাদের দাপটে নাকাল হচ্ছিলেন দিল্লির গাড়ির মালিকেরা। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে ওই গ্যাং।হাঁফ ছেড়ে বেঁচেছেন রাজধানীর বাসিন্দারা! গাড়ির ব্যাটারি চুরিতে এই গ্যাঙের দক্ষতা এতটাই যে, গত কয়েক মাস রীতিমতো আতঙ্কে কাটাচ্ছিলেন দক্ষিণ দিল্লির বাসিন্দারা। দিশেহারা হয়ে গিয়েছিল দিল্লি পুলিশও। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে গত ১৫ ডিসেম্বর। এক রাতে ৯০টি গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ জমা পড়ে দিল্লির বিভিন্ন থানায়। এর পরই উঠে-পড়ে নামে দিল্লি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মূলত দক্ষিণ দিল্লিতেই চলছে এই নিমেষে হাতসাফাই-এর কাজ। কোথায় কোথায় গাড়ি থেকে ব্যাটারি চুরি করা হচ্ছে, তা মানচিত্রে ফেলতেই বোঝা যায় কোন রুটে সক্রিয় এই গ্যাং। সেই মতো দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে ফাঁদ পাতা হয়। ফাঁদে পা দেয় শাহজাদ, গুল মহম্মদ আর জু

সরকারি অফিসে শাটডাউন, আমেরিকায় বেতন হচ্ছে না ৮ লক্ষ কর্মচারীর

Image
উদ্বেগে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সান্তা ক্লজও ভরসা দিতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে। সরকারের চাকা গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য হাতে কানাকড়ি নেই মার্কিন প্রশাসনের। তাই ক্রিসমাসের ছুটির মরসুমে শনিবার থেকে ঝাঁপ বন্ধ হতে শুরু করেছে আমেরিকার সরকারি দফতরগুলির। আক্ষরিক অর্থেই, শাটডাউন। তার ফলে রীতিমতো বিপদের মুখে ৮ লক্ষ মার্কিন সরকারি কর্মচারী। তাঁদের উদ্বেগ, হয় মাইনে না নিয়ে তাঁদের মাসের পর মাস কাজ করে যেতে হবে। না হলে, খোয়াতে হবে সরকারি চাকরি। সামনের দিনগুলির জন্য কংগ্রেস এখনও সরকারি বাজেট অনুমোদন করেনি বলে ইতিমধ্যেই ছুটিতে যেতে বলা হয়েছে নাসার বেশির ভাগ কর্মীকে। মাইনে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন বিদেশ, বাণিজ্য, হোমল্যান্ড সিকিওরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা), বিচারবিভাগ ও কৃষি দফতরগুলির বহু কর্মীকে। ক্রিসমাসের ছুটির মরসুমের গোড়া থেকেই মাইনে না পাওয়া বা চাকরি যাওয়ার আশঙ্কায় কার্যত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ৮ লক্ষেরও বেশি মার্কিন সরকারি কর্মচারী। সামনের দিনগুলিতে প্রশাসনের কাজকর্ম কী ভাবে চালানো সম্ভব হবে, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে হোয়াইট হাউস। কারণ,

দুই স্ত্রীয়ের সাহায্যে যুবতীকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের

Image
সুরাট: দুই স্ত্রীয়ের সাহায্যে ২৩ বছরের এক যুবতীকে চারদিন ধরে ধর্ষণ করল এক ভন্ড তান্ত্রিক৷ গুজরাটের সুরাটের আম্রলির ঘটনা৷ ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে ভূপত ওরফে মামা চৌহান নামের তান্ত্রিক ও তার দুই স্ত্রী মনা ও রমাকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷   নির্যাতিতা যুবতী নিখোঁজ বাবার খোঁজে পরিটিত একজনের পরামর্শে ওই তান্ত্রিকের কাছে গিয়েছিল৷ তান্ত্রিক গোপন শক্তির সাহায্যে যুবতীর বাবাকে ফিরিয়ে আনার আশ্বাস দেয়৷ কিন্তু শর্ত হিসেবে তান্ত্রিকের কিছু নির্দেশ মানতে বলে যুবতীকে৷ এরপরেই সে যুবতীকে সহবাসের জন্য চাপ দিতে শুরু করে৷ এই ভাবেই চারদিন ধরে যুবতীর উপর যৌন নির্যাতন চালায় ওই তান্ত্রিক৷ তার দুই স্ত্রী যুবতীকে ঘটনা কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়৷ কিন্তু যুবতী হুমকি উপেক্ষা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে৷ নির্যাতিতা আপাততত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

বন্ধ গ্যাস-ইন্টারনেট! পাকিস্তানে হেনস্থার মুখে ভারতীয় অফিসাররা

Image
নয়াদিল্লি: পাকিস্তানে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে ভারতীয় কূটনীতিকরা। দীর্ঘদিন ধরেই সমস্যার শিকার হচ্ছেন তাঁরা। এবার সেই হেনস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় পাক সরকারের সঙ্গে এই বিষয়ে শুরু হল কথাবার্তা। সূত্রের খবর, একাধিক ভারতীয় অফিসারের ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষত ভারত সরকারের কোনও ওয়েবসাইট খুলতে পারছেন না তাঁরা। দেওয়া হচ্ছে না গ্যাস কানেকশনও। এমনকি ওই অফিসারদের সঙ্গে কেউ দেখা করতে এলেও তাঁদের হেনস্থার শিকার হতে হচ্ছে। গত কয়েক মাস ধরেই চলছে এইসব সমস্যা। গত ১০ ডিসেম্বর পাকিস্তানে এক অফিসারের বাড়িতে আচমকা ঢুকে পড়ে এক ব্যক্তি। সেই ঘটনা সামনে আসতেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে ভারতের বিদেশমন্ত্রক। এটাই প্রথম ঘটনা নয়। গত মার্চ মাসে ভারতীয় কূটনীতিকরা হেনস্থার অভিযোগ এনেছিলেন। একই অভিযোগ তুলেছিলেন ভারতের পাক কূতনীতিকরাও। ৩০ মার্চ দুই তরফের আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়। জুলাই মাসে লোকসভায় এই ইস্যু নিয়ে কথা বলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং। দুই দেশে পরস্পরে কূটনীতিকদের সুরক্ষায় ১৯৯২-তে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও

জঙ্গিদের সেতু ওড়ানোর ছক বানচাল, টানটান উত্তেজনায় পাকড়াও উলফা নেতা

Image
টানটান উত্তেজনা। সিআরপিএফের কাছে খবর জঙ্গিরা জড়ো হয়েছে নবনির্মিত সেতু উড়িয়ে দেওয়ার জন্য। সেইমতো অভিযানে নামে সিআরপিএফ। লক্ষ্য নবনির্মিত সেতুকে রক্ষা করা, লক্ষ্য উলফা জঙ্গিদের পাকড়াও করা। সেই লক্ষ্যে একশো শতাংশ সফল সেনা ও সিআরপিএফ। অসমে বিপুল অস্ত্র, বিস্ফোরক-সহ গ্রেফতার করা হয় উলফা জঙ্গিকে। নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী চড়াইদেও জেলায় নবনির্মিত বর্গিবিল সেতুটি উড়িয়ে দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। সেই গোপন খবর এসেছিল টহলরত সিআরপিএফের কাছে। সেইমত সেনা-সিআরপিএফ-অসম পুলিশ যৌথ অভিযান চালায়। ফাঁস হয়ে যায় উলফা জঙ্গিদের পরিকল্পনা। এক উলফা জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আরও বেশ কয়েকজন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাসূত্রে জানা গিয়েছে। ফলে যৌথ অভিযান চালানো হচ্ছে এলাকায়। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি আরডিএক্স, যা দিয়ে বিশাল সেতু উড়িয়ে দেওয়া যেত। ধৃত জঙ্গিকে জেরা করছে পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে, এলাকায় লুকিয়ে রয়েছে আরও বেশ কয়েকজন জঙ্গি। সীমান্তবর্তী চড়াইদেও এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গি-পরিকল্পনা বানচাল করে সেনা-পুলিশে

দিল্লিতে গ্রেফতার ভারতী ঘোষের সহযোগী

Image
দিল্লি থেকে গ্রেফতার ভারতী ঘোষের সহযোগী। আজ সকালে সুজিত মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তোলাবাজির মামলায় অভিযুক্ত সুজিত মণ্ডল। অভিযোগ, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলতেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁকে সহযোগিতা করতেন সুজিত মণ্ডল। ২০১৬-য় নোটবন্দির সময়ে ব্যাপক হারে বাজার থেকে নগদ তুলেছিলেন সুজিত মণ্ডল। স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা আদায় করা হত। এই মামলায় এর আগেও বেশ কয়েকজন পুলিস অফিসারকে গ্রেফতার করেছে সিআইডি। মামলার প্রধান অভিযুক্ত প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এখনও ফেরার।

জনসনের পাউডার উৎপাদন বন্ধের নির্দেশ

Image
নয়াদিল্লি: এদেশে জনসন অ্যান্ড জনসন-এর দুটি কারখানায় বেবি ট্যালকম পাউডার উৎপাদন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ৷ কারণ সংস্থার কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করে দেখা হচ্ছে ওই পাউডার আদৌ আসবেসটার মুক্তি কি না৷ তা যতক্ষণ না হচ্ছে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ দক্ষিণ ও পশ্চিম ভারতে সংস্থার কারখানায় মজুত রয়েছে বিপুল পরিমাণ কাঁচামাল তা ব্যবহার না করার জন্য লিখিত নির্দেশ পাঠান হয়েছে ৷ জনসন অ্যান্ড জনসন-এর বেবি ট্যালকম পাউডারে অ্যাসবেসটার রয়েছে যা থেকে ক্যান্সার হতে পারে- এমনই অভিযোগ উঠেছে৷ তারই প্রেক্ষিতে এই নির্দেশিকা৷ শুক্রবার আবার এই নিয়ে সংস্থার অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকারও৷ কারণ সেখানে জনসন অ্যান্ড জনসন-এর পাউডারের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷

হোয়াটসঅ্যাপে এই কাজগুলি করলে জেল খাটতে হতে পারে আপনাকে

Image
ভুয়ো খবর ছড়াতে দুষ্কৃতিরা সবার আগে হোয়াটসঅ্যাপের স্বরণাপন্ন হয়। এর প্রধান কারন হোয়াটসঅ্যাপের বিপুল জনপ্রিয়তা। সারা বিশ্বে মানুষের যোগাযোগে বিপ্লব নিয়ে এলেও ভারতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খুব সহজেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। হোয়াটসঅ্যাপের মেসেজ এনক্রিপ্ট থাকে, অর্থাৎ কোন মেসেজ যে পাঠাচ্ছেন আর যাকে পাঠাচ্ছেন এই দুই ব্যাক্তি ছাড়া কোন তৃতীয় ব্যাক্তি পড়তে পারেন না। তবে গ্রাহক কার সাথে কথা বলেছেন সেই তথ্য হোয়াটসঅ্যাপ থেকে জানতে পারে পুলিশ বা গোয়েন্দা বিভাগ। এছাড়াও জানা যায় কোথা থেকে মেসেজ করেছেন অথবা ফোন নম্বর ও স্মার্টফোনের তথ্য। এছাড়াও কখন কতক্ষণ কোন ব্যাক্তির সাথে কথা বলছে তাও জানতে পারে পুলিশ। তাই হোয়াটসঅ্যাপে আইন ভঙ্গ করল গ্রাপ্তার হতে পারেন। ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের আধীনে আপনাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ বা গোয়েন্দা দপ্তর। তাই হোয়াটসঅ্যাপে এই কাজগুলি না করাই ভালো। ১। অন্য সদস্যদের সাথে বাজে ব্যবহার করলে গ্রেপ্তার হবে পারেন গ্রুপ অ্যাডমিন। ২। যে কোন রকমের যৌন ব্যবসা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করলে গ্রেপ্তার হতে পারেন। ৩। জনপ্রিয় ব্যাক্তির বিকৃত ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করলে গ্রপ্তার হতে পা

জম্মু–কাশ্মীরে সেনার গুলিতে খতম জাকির মুসার ঘনিষ্ঠ সহ ৬ জন

Image
সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। শনিবার সাত সকালে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয় ৬ জঙ্গি। জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলাতে এই সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। এই সংঘর্ষে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাকির মুসার ঘনিষ্ঠ খতম হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ কাশ্মীরের অয়ন্তিপোরা এলাকার আরামপোরা গ্রামে দু'‌পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ভারতীয় সেনার কাছে খবর ছিল যে এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ওপর ভিত্তি করে চলে তল্লাশি অভিযান। জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়, পাল্টা গুলির জবাব দিতে শুরু করে সেনারা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, শনিবারের এনকাউন্টারে মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম সোলিহা মহম্মদ। প্রাক্তন হিজবুল নেতা জাকির মুসার সংগঠন আনসার গাজওয়াত–উল হিন্দের সদস্য ছিল মৃত ছয় জঙ্গি। এই সংগঠনটি আল–কায়দার একটি শাখা সংগঠন। এই সংগঠনের সঙ্গে জৈশ–ই–মহম্মদের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। নভেম্বরে পাঞ্জাবে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। অমৃতসরের কাছে দেখা গিয়েছিল জাকির মুসাকে। শিখ ছদ্মবেশ নিয়ে জৈশ–ই–মহম্মদের সাত সদস্যের সঙ্গে

গলায় দড়ি মহিলার, প্রসব হয়ে ঝুলছে সদ্যোজাত!

Image
অভাবের জ্বালায় আত্মহত্যা করেন পূর্ণ গর্ভবতী এক মহিলা। ঠিক সেই সময়ই সন্তানের জন্মও দিলেন তিনি। লক্ষ্মী ঠাকুর নামে ৩৬ বছরের ওই মহিলা হয়তো জানতেও পারলেন না যে তাঁর শরীর থেকে প্রাণ এবং গর্ভস্থ সন্তান একই সঙ্গে বেরিয়ে আসে। মধ্যপ্রদেশের কাতনি এলাকার কৃষিজীবী সন্তোষের স্ত্রী লক্ষ্মী ঠাকুর। এর আগে চার সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের বাড়ির গোয়ালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন লক্ষ্মী। সন্তোষ বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তখনই পুলিশে জানায়। লক্ষ্মীর শরীর থেকে নাড়ির সঙ্গে তার সন্তান ঝুলছে বলে ঘটনাস্থলে এসে টের পায় পুলিশ। কাতনি থানার সাব-ইন্সপেক্টর কবিতা সাহনি জানান, 'আমরা যখন পৌঁছই, লক্ষ্মী মারা গিয়েছে। কিন্তু ওর শাড়ির মধ্যে দু-পায়ের ফাঁকে কিছু একটা রয়েছে বলে মনে হয়। শাড়ি সরিয়ে দেখি নাড়ি থেকে ওর সদ্যোজাত সন্তান ঝুলছে।' সদ্যোজাত শিশুপুত্রটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সক। অভাবের জ্বালাতেই এই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

অনশন প্রত্যাহারের আরজি নিয়ে মাও নেতা অর্ণবের কাছে কারামন্ত্রী

Image
পাঁচ হাজার টাকার বই নিয়ে অনশনরত মাওবাদী নেতা অর্ণব দামের সেলে যাচ্ছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শনিবার তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অর্ণবকে অনশন প্রত্যাহারের অনুরোধ করবেন। সর্বভারতীয় অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেট দিতে না পেরে ১৮ ডিসেম্বর থেকে প্রেসিডিন্সি সংশোধনাগারের অনশনে বসেছেন অর্ণব। টানা চারদিনের নির্জলা উপোসে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। দফায় দফায় চিকিৎসকরা গিয়ে তাঁকে পরীক্ষা করেন। সেলের নিরাপত্তাও বাড়িয়েছে সরকার। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে খবর পৌঁছেছে। শনিবার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নিজে গিয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ করবেন। অর্ণবের দাবিগুলিও সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দেবেন মন্ত্রী। স্নাতকোত্তর উত্তীর্ণ এই মাওবাদী নেতা কিছু বই চেয়েছেন। উজ্জ্বলবাবু কয়েক হাজার টাকার বই নিজের হাতে বিচারাধীন বন্দির হাতে তুলে দেবেন। শুক্রবার তথ্যের অধিকার আইনে কারা কর্তৃপক্ষকে ফের চিঠি দিয়েছেন অর্ণব। নেট দিতে না পারার পর সরকার তদন্ত করেছেন কি না তিনি জানতে চেয়েছেন। কারা দপ্তর সূত্রে খবর, ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন দপ্ততরের মন্ত্রী। তাঁকে রিপোর্ট দেওয়া হয়েছে। ওই

হিজাব খুলে নেট পরীক্ষায় বসতে বলা হল মুসলিম পরীক্ষার্থীকে

Image
‌নেট দিতে আসা মুসলিম পরীক্ষার্থীকে আটকে দেওয়া হল পরীক্ষা হলের মুখেই। বলা হল তাঁর মাথার হিজাব খুলতে। রাজি না হওয়ায় সরাসরি নির্দেশ, হিজাব না খুললে পরীক্ষায় তিনি বসতে পারবেন না। বৃহস্পতিবার গোয়ার পানজিমে নেট পরীক্ষা দিতে আসেন সফিনা খান সৌদাগার। অভিযোগ, হিজাব পড়েছেন বলে পরীক্ষা হলে তাঁকে ঢুকতেই দেননি পরীক্ষকরা। অনেকক্ষণ তর্ক চলার পর বাধ্য হয়ে ফিরে যেতে হয় সফিনাকে। এই ঘটনায় প্রশ্নের মুখে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। কারণ, নেট পরীক্ষা ইউজিসির আওতাভুক্ত। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নেট পরীক্ষায় কোনওরকম নির্দিষ্ট পোশাকের যখন উল্লেখ নেই, তাহলে কেন মহিলাকে হিজাব খুলতে বলা হল। সফিনা জানাচ্ছেন, নেট পরীক্ষার ফর্মেও কোনওরকম ড্রেস কোডের উল্লেখ থাকে না। কোথাও লেখা ছিল না হিজাব পড়া মহিলা পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষকদেরও সেদিন এই কথাগুলো বলেছিলেন সফিনা। কিন্তু তাঁদের রাজি করানো যায়নি বলে অভিযোগ সফিনার ঘটনায় নেট কর্তৃপক্ষের যুক্তি, সুরক্ষার উপর নজর দিতেই হিজাব বা মাথায় কোনও স্কার্ফ পড়ে পরীক্ষা দেওয়া নিষেধ। শুধু হিজাব নয়, কোনওরকম গয়না পরেও পরীক্ষা হলে ঢোকা যাবে না বলে জানিয়েছেন তাঁরা। সেক্ষেত

স্বামী বিদেশে, গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ পুর কর্মীর বিরুদ্ধে

Image
নেশার ওষুধ মিশিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করা। ছবি তুলে ব্ল্যাকমেল করা। এমনই অভিযোগ করলেন এক বিবাহিতা। নদিয়ার হাঁসখালি থানার গৌরনগর গ্রামের ঘটনা। কর্মসূত্রে চার বছর ধরে বাইরে থাকেন মহিলার স্বামী। এক সন্তানও আছে তাঁর। স্বামী না থাকার সুযোগে বাড়িতে এসে মহিলাকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগর পুরসভার কর্মী স্বপন সাহার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। তবে মহিলার অভিযোগের সত্যতাও খতিয়ে দেখছে পুলিস। ২০১৬ সালের জুলাই মাসে মহিলার ছেলে অসুস্থ হয়ে পড়ে৷ চিকিৎসার জন্য কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। সেখানে পুরকর্মী স্বপন সাহার সঙ্গে পরিচয় হয়। গৃহবধূর অভিযোগ, '‌পরিচয়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি আমার বাড়িতে আসে। ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে আমায়। শুধু তাই নয়, আমার নগ্ন ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এবং হুমকি দিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করে। কিন্তু আর আমি সহ্য না করতে পেরে বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছি।'‌ শুক্রবার সন্ধে পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদ

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা! ছাত্র শিক্ষক মিলিয়ে মৃত কমপক্ষে ২১

Image
নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা। এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক মিলিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নেপালের ডাং-এ রাপ্তি সড়ক থেকে বাসটি নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪০০ কিমি পশ্চিমে। ঘোরাইয়ের কৃষ্ণসেন ইসসুক পলিটেকনিকের ছাত্র ও শিক্ষকদের নিয়ে বাসটি যাচ্ছচিল। পাহাড়ি রাস্তায় বাসটি ৭০০ মিটার নিচে নদীতে পড়ে যায়। সালওয়ান থেকে বাসটি ডাং-এর দিকে যাচ্ছিল। বাসটিতে ৩৪ জন ছাত্র ও ২ জন শিক্ষক ছিলেন। আহতদের তুলসীপুর রাপ্তি জোনাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন, তুলসীপুরের ডিএসপি প্রেমবাহাদুর শশী। রামরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

মমতার সঙ্গে দেখা করলেন ফারুক, সোমবার আসবেন কে চন্দ্রশেখর রাও

Image
কলকাতা: কংগ্রেস, বিজেপি বাদে ফেডারেল ফ্রন্ট গড়তে উদ্যোগী হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই লক্ষ্যেই আগামী সোমবার নবান্নে আসছেন তিনি। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই বিষয়ে আলোচনা করতেই তিনি আসছেন বলে জানা গিয়েছে। তবে শুধু মমতা নন, আগামীকাল, রবিবার তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও ওড়িশায় গিয়ে বিজু জনতা দলের প্রধান তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়াও বৈঠক করবেন বিএসপি সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গেও। সকলের সঙ্গেই আলোচনা হবে ফেডারেল ফ্রন্ট নিয়ে। চন্দ্রশেখর রাও চান, বিজেপি ও কংগ্রেসকে বাদ দিয়ে একটি ফ্রন্ট তৈরি করা হোক। এই লক্ষ্যে কয়েক মাস আগে নবান্নে এসে মমতার সঙ্গে বৈঠকও করেছেন। তারপরে নিজের রাজ্যের বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গড়তে উদ্যোগী হলেন। অন্যদিকে, শুক্রবার নবান্নে এসে মমতার সঙ্গে দেখা করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। দু'জনের মধ্যে জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হয়। ফারুক সাংবাদিকদের প্র

উঠেছে পরপর অভিযোগ, ২০১৮ সাল ফেসবুকের কাছে যেন বিভীষিকা

Image
২০১৮ সালে বারবার ভুল কারনে শিরোনামে এসেছে ফেসবুক। মার্চ মাসে কেমব্রিজ অ্যানালিটিকা থেকে শুরু হয়েছিল। এর পরে এই বছরেই একাধিকবার ফেসবুকের বিরুদ্ধে উঠেছে মারাত্বক সব অভিযোগ। কখনও হ্যাক হয়েছে গ্রাহকের অ্যাকাউন্ট তো কখনও ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছে। এক নজরে ২০১৮ সালে ফেসবুকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগে নজর রাখা যাক। ১। মার্চ মাসে সামনে এসেছিল কেম্ব্রিজ অ্যানালিটিকা। ইংল্যান্ডের এই সংস্থা কয়েক কোটি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করছিল। এই ঘটনা ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব ফেলেছিল বলে অভিযোগ। ২। সেপ্টেম্বরে ফেসবুক প্রোফাইলে 'ভিউ অ্যাস' ফিচার ব্যবহার করে পাঁচ কোটি ফেসবুক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ৩। ইংল্যান্ডের সংসদ ও ফেসবুক মুখপাত্রের কথোপকথোনে সামনে আসে যে ফেসবুকের কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কোন দাম নেই। ৪। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে সার্ভারে ভুল থাকার জন্য 68 লক্ষ ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত ছবি চুরি করেছে হ্যাকাররা। যে সব ছবি গ্রাহক পোস্ট করেননি সেই ছবিও ডেভেলপারদের হাতে পৌঁছে গিয়েছিল। ৫। বছরের শু

কোনও রকম কর-কমিশন ছাড়া পেট্রল-ডিজেলের দাম কত হবে জানেন?

Image
মাস খানেক আগে সারা দেশের অন্যতম বিতর্কের বিষয় ছিল, পেট্রল-ডিজেলের দাম। কে আগে সেঞ্চুরি হাঁকাবে তা নিয়ে হয়তো বেটিংও হয়ে থাকতে পারে। তবে ধীরে ধীরে দাম আবার নিম্নমুখী হয়েছে। দেশের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পেট্রল-ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭১ টাকা এবং ৬৫ টাকার আশপাশে। কিন্তু জানেন কি, যদি সমস্ত কর এবং ডিলার কমিশন তুলে দেওয়া হয়, তবে জ্বালানির দাম লিটার প্রতি কত হতে পারে? হিসেব বলছে, যদি কোনও রকম কর এবং কমিশন দিতে না হয় তবে পেট্রলের দাম লিটার প্রতি হবে ৩৪ টাকা। ডিজেলের দাম হবে লিটার প্রতি ৩৮.৬৭ টাকা। দিল্লির ক্ষেত্রে দাম কী ভাবে বাড়ছে সে দিকে একবার চোখ রাখা যাক। পেট্রলের ৩৪ টাকা লিটারের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক বা একসাইজ ডিউটি ধরা হয় ১৭.৯৮ টাকা, রাজ্য ভ্যাট যোগ হয় ১৫.০২ টাকা। ডিলারের কমিশন থাকে ৩.৫৯ টাকা। সব মিলিয়ে দাম গিয়ে দাঁড়ায় ৭০.৬৩ টাকা। অর্থাৎ সত্যিই যা দাম হওয়ার কথা তা বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। একই রকম ভাবে ডিজেলের দাম বেড়ে যায় প্রায় ৬৫ শতাংশ। লোকসভায় প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা জানান, গত অর্থবর্ষে আবগারি শুল্ক থেকে পেট্রল

‘জাত গিয়েছে’, মাথা কামিয়ে শাস্তি যুবতীর

Image
স্বামী অসুস্থ। চিকিৎসার অনেক খরচ। দুই সন্তানের পড়াশোনার খরচও আছে। চেন্নাইয়ের কারখানায় তাই কাজে গিয়েছিলেন এক আদিবাসী যুবতী। গ্রামে ফিরতেই মাতব্বরেরা নিদান দিলেন, 'জাত খোয়া গিয়েছে। প্রায়শ্চিত্ত করতে হবে।' ঘটনাস্থল বেলপাহাড়ির ওড়লি। 'প্রায়শ্চিত্তে' মূল্য ধরে দেওয়ার সিদ্ধান্তই হয়েছিল। কিন্তু ধারদেনা করে ৩১ হাজার টাকা দিয়েও সম্ভ্রম বাঁচাতে পারেননি বছর সাতাশের ওই যুবতী। অভিযোগ, গত ৯ ডিসেম্বর বাড়িতেই প্রায়শ্চিত্তের নামে স্বামী-সন্তানদের সামনে জোর করে নেড়া করে দেওয়া হয় তাঁকে। নজরদারিও চলছিল, পাছে কোথাও অভিযোগ জানান। শেষ পর্যন্ত শুক্রবার স্বামীর চিকিৎসার নাম করে বেলপাহাড়ি থানায় এসে একাধিক ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেছেন নিগৃহীতা। অভিযোগ জানিয়েছেন বেলপাহাড়ির বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও।  দিনমজুরি করে সংসার চলত ওই আদিবাসী পরিবারের। কয়েক বছর আগে যকৃতের অসুখে আক্রান্ত হন গৃহকর্তা। কিছুদিন ভর্তি ছিলেন কলকাতার হাসপাতালেও। দম্পতির মেয়ের বয়স দশ, ছেলে সাত বছরের। কিছু দিন আগে ওই যুবতী পরিচিতদের মাধ্যমে জানতে পারেন, চেন্নাইয়ের কারখানায় কাজের লোক নিচ্ছে। স্বামীর সঙ্গে কথা বল

২১০ জনকে সাক্ষীর মধ্যে ৯২ জনই বয়ান বদলে ফেলেছিল

Image
মোট ২১০ জনকে সাক্ষী হিসেবে হাজির করেছিল সিবিআই। তাঁদের মধ্যে ৯২ জনই পরে বয়ান বদলে ফেলেন। এই দলে থাকা তিন জন প্রধান সাক্ষী বয়ান বদলানোর পরেই সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় অমিত শাহের বেকসুর খালাস পাওয়া নিশ্চিত হয়ে যায়। আজ মুম্বইয়ে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এস জে শর্মা মন্তব্য করেন, ''তিন প্রধান সাক্ষী বয়ান বদলে ফেলেছেন। সরকারি আইনজীবীরা অভিযোগ প্রমাণ করতে যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু সাক্ষীরা কথা না-বললে তাঁরা কী করবেন!'' সিবিআইয়ের চার্জশিটে অভিযোগ ছিল, গুজরাত পুলিশের সন্ত্রাস-দমন বাহিনী ও রাজস্থান পুলিশের একটি দল ২০০৫-এর ২২ নভেম্বর রাতে হায়দরাবাদ থেকে মহারাষ্ট্রের সাংলিগামী বাস থেকে সোহরাবুদ্দিন, তাঁর স্ত্রী কওসর বাঈ ও বন্ধু তুলসীরাম প্রজাপতিকে অপহরণ করে। গাঁধীনগরের একটি বাগানবাড়িতে আটকে রাখা হয় তাঁদের। তার পর একে একে সোহরাবুদ্দিন ও তুলসীরামকে 'ভুয়ো এনকাউন্টারে' খুন করা হয়। কওসরকে খুনের আগে ধর্ষণও করা হয়েছিল বলে অভিযোগ।  মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ থেকে ২০০৬-এর মধ্যে ২২টি 'ভুয়ো সংঘর্ষ' মামলার বিচার বিভাগীয় তদন্ত-রিপোর্ট সম্প্রতি সুপ্রিম ক

রথযাত্রা নিয়ে ফের জট, হতাশ বিজেপি

Image
তাদের প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে দৃশ্যত বিপর্যস্ত বিজেপি শিবির। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বৃহস্পতিবারের রায় শুনে উচ্ছ্বাস দেখা গিয়েছিল তাদের মধ্যে। জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে বৈঠক চলাকালীন ওই রায়ের খবর আসায় মিষ্টি বিতরণও হয় নেতা-কর্মীদের মধ্যে। রাতে দল সিদ্ধান্ত নেয় শনিবার বীরভূমের তারাপীঠ থেকে রথের চাকা গড়ানো হবে। তার সূচনায় রামপুরহাটের রেলের মাঠে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার উদ্যোগও শুরু হয় রাত থেকেই। শুক্রবারই বীরভূম রওনা হওয়ার জন্য দলের অনেক নেতা এ দিন ব্যাগ গুছিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের সদর দফতরে। কিন্তু ডিভিশন বেঞ্চের রায় শোনার পর ব্যাগ সমেত বীরভূমের বদলে তাঁরা রওনা হন বেলেঘাটা অঞ্চলের একটি কার্যালয়ের উদ্দেশে। পরবর্তী পদক্ষেপ স্থির করার জন্য সেখানে বৈঠকে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ দলীয় নেতৃত্ব। যদিও রায় শোনার পরেই দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে দিলীপবাবু জানিয়ে দেন, ''আদালতের রায় আমরা মানব। কিন্তু শনিব

সোহরাবুদ্দিন শেখ মামলায় ২২ জন বেকসুর খালাস

Image
১৩ বছর আগে কুখ্যাত গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ এবং তার ডানহাত তুলসিরাম প্রজাপতি কোনও ভুয়ো এনকাউন্টারে মারা গিয়েছিল কি না তা নিয়ে যে মামলা চলছিল মুম্বই আদালতে। সেই মামলায় অভিযুক্ত ২২ জনকে বেকসুর খালাস করে দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এই ঘটনায় রাজস্থান, গুজরাট ও অন্যান্য অঞ্চলের অফিসার মিলিয়ে মোট ২২ জন পুলিস অফিসার অভিযুক্ত। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিবিআই জানিয়েছে, রাজনৈতিক এবং অর্থনৈতিক ফায়দার জন্যই এই ভুয়ো এনকাউন্টারের ছক কষা হয়েছিল। প্রথমে অভিযুক্তের তালিকায় নাম ছিল অমিত শাহ সহ মোট ৩৮ জনের। প্রমাণের অভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ দিতে হয়। ২০০৫ সালের নভেম্বর মাসে গুজরাট পুলিস জানায়, গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ একটি এনকাউন্টারে প্রাণ হারিয়েছে। সোহরাবুদ্দিনের সঙ্গে লস্কর–ই–তৈবার যোগ ছিল বলে অভিযোগ। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার চক্রান্তের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সিবিআই জানিয়েছে, হায়দরাবাদ থেকে বাসে করে মহারাষ্ট্রের সাঙ্গলিতে আসছিল সোহরাবুদ্দিন শেখ, তুলসিরাম প্রজাপতি ও সোহরাবুদ্দিনের স্ত্রী কৌসর বাঈ। সেই সময়ই বাস থেকে তাদের অপহরণ করে গুজরাট পুলিস। চারদিন বা

ফোন–কম্পিউটারে নজরদারি চালানোর ছাড়পত্র পেল ১০টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Image
এখন সন্দেহ হলেই আপনার ফোন বা ব্যক্তিগত কম্পিউটারে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরকমই অনুমতি দিয়েছে মোদি সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশ দিল নতুন স্বরাষ্ট্রমন্ত্রক। ১০টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা।  নির্দেশে বলা হয়েছে, ওই সংস্থাগুলি এবার থেকে কোনও ব্যক্তির ওপর সন্দেহ হলে তাঁর কম্পিউটারে নজরদারি চালিয়ে সেখানকার সমস্ত তথ্য মনিটর করতে পারবে। এমনকী সন্দেহ হলে যে কোনও ব্যক্তির ফোনেও এই নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফোনকল ও ইন্টারনেট ডেটায় নজরদারি চালানোর ছাড়পত্র পেয়েছে এই সংস্থাগুলি। যেসব সংস্থাকে এই অধিকার দেওয়া হয়েছে সেগুলি হল আইবি, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো, ইডি, কেন্দ্রীয় রাজস্ব দপ্তর, রাজস্ব গোয়েন্দা বিভাগ, সিবিআই, এনআইএ, র, ডিরেক্টরেট অফ সিগন্যাল ইন্টালিজেন্স (‌জম্মু–কাশ্মীর, উত্তর–পূর্ব এবং আসাম)‌ এবং দিল্লি পুলিস কমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, এই প্রথমবার কম্পিউটারে থাকা যে কোনও ডেটা স্ক্যান করার অধিকার দেওয়া হল