নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা! ছাত্র শিক্ষক মিলিয়ে মৃত কমপক্ষে ২১


নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা। এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক মিলিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নেপালের ডাং-এ রাপ্তি সড়ক থেকে বাসটি নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪০০ কিমি পশ্চিমে।

ঘোরাইয়ের কৃষ্ণসেন ইসসুক পলিটেকনিকের ছাত্র ও শিক্ষকদের নিয়ে বাসটি যাচ্ছচিল। পাহাড়ি রাস্তায় বাসটি ৭০০ মিটার নিচে নদীতে পড়ে যায়। সালওয়ান থেকে বাসটি ডাং-এর দিকে যাচ্ছিল। বাসটিতে ৩৪ জন ছাত্র ও ২ জন শিক্ষক ছিলেন।

আহতদের তুলসীপুর রাপ্তি জোনাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন, তুলসীপুরের ডিএসপি প্রেমবাহাদুর শশী। রামরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।