Posts

Showing posts from January 20, 2019

'বিয়ে পাগলা' স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী

একটা দুটো নয়, বিয়ে করেছিলেন ছয়বার। এহেন বিয়ে পাগলা স্বামীর পুরুষাঙ্গ কেটে শিক্ষা দিলেন প্রথম স্ত্রী। আহতের নাম রঞ্জিত মিয়াঁ। তিনি বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। এই ঘটনায় প্রথম স্ত্রী খোশজান নেছাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রঞ্জিত মিয়াঁ পেশায় মুরগীর ব্যবসায়ী। হাতে সামান্য টাকা এলেই তাঁর শখ বিয়ে করে নেওয়া। এই যাবদ ছয়বার বিয়ে করছেন তিনি। প্রথম স্ত্রী খোশজান নেছা, দ্বিতীয় স্ত্রী লিপিয়ারা খাতুন, তৃতীয় স্ত্রী কমেলা খাতুন, চতুর্থ স্ত্রী আনজিরা খাতুন, পঞ্চম স্ত্রী কহিজান নেছা ও শেষবার বিয়ে করেন পানছুরা খাতুনকে। এদের মধ্যে খোশজান ফের স্বামীর বিয়ের খবর জানতে পেরেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। উচিত শিক্ষা দেবেন বলে ঠিক করেন। তবে সামনে রাগ না দেখিয়ে শনিবার ভোরে স্বামীকে ডেকে পাঠান। রঞ্জিত মিয়াঁ তাঁর কাছে এলে সহবাসের নামে গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন। পরে পুলিশ খোশজানকে আটক করেছে। তাঁর অভিযোগ, স্বামী কিছুদিন পরপরই বিয়ে করেন। কোনও বউকেই ভাতৃকাপড় দেন না। কয়েকদিন পর থেকেই অত্যাচার শুরু হয়ে যায়। এভাবে মেয়েদের জীবন নষ্ট ক

‌আধার কার্ড দেখিয়েই নেপাল, ভুটানে সফর করা যাবে

Image
দেশের বাইরেও এবার আধারের গুরুত্ব বাড়ল। দুই প্রতিবেশী রাষ্ট্রে আধার দেখিয়ে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা। এর জন্য আবার বয়সসীমা বেঁধে দেওয়া আছে। বয়স ৬৫–র বেশি হলে এবং ০ থেকে ১৫ বছর বয়স যাঁদের তাঁরাই এই সুবিধা পাবেন। এর মাঝের বয়সের অর্থাৎ ১৬ থেকে ৬৫ পর্যন্ত হলে ভোটার আই কার্ড দেখাতে হবে। বাকিদের ক্ষেত্রে আধার থাকলেই হবে। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং ভুটান ভ্রমণের জন্য কোনও পাসপোর্ট লাগে না ভারতীয়দের। কেবল মাত্র ভোটার আইকার্ড দরকার হয়। আর প্রবীণ নাগরিক অথবা ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে ভোটার আইকার্ড না থাকলেও প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা কেন্দ্র সরকারের স্বাস্থ্য পবিরেষা কার্ড থাকলেই হত। এবার থেকে এই বিশেষ বয়সীমার ভারতীয়দের ক্ষেত্রে আধার কার্ডও বৈধ পরিচয় পত্র হিসেবে গ্রহণ করেছে নেপাল এবং ভুটান। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারতীয় পর্যটকদের যাঁদের বয়স ৬৫–র বেশি এবং ১৫ বছর পর্যন্ত বয়সীমার মধ্যে তাঁদের নেপাল ভ্রমণের জন্য আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে ধরা হবে। তবে ১৫ থেকে ১৮ বছর বয়সী ভারতীয়রা স্কুল প্রিন্সিপালের দেওয়া পরিচয় পত্র দেখিয়েও নেপালে সফর

ভূত তাড়ানোর নামে কলেজছাত্রীকে নগ্ন করে ঝাড়ফুঁক!

Image
ভূত তাড়ানোর নামে টানা তিন দিন ধরে কলেজছাত্রীকে নগ্ন করে ঝাড়ফুঁক ও 'ধর্ষণে'র অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। জানা গিয়েছে, ধূপগুড়ির ভান্ডানি এলাকার বাসিন্দা ওই কলেজছাত্রী অন্ধকার দেখে ভয় পেত। সম্প্রতি রাতে শৌচকর্ম সেরে ঘরে আসার পথে তাকে ভূতে ধরেছে বলে চিতকার শুরু করে দেয় ওই ছাত্রী। তাতে ভয় পেয়ে যায় পরিবারের লোকজন। এরপর বৃহস্পতিবার ময়নাগুড়ির বাসিন্দা তান্ত্রিক পরিতোষ রায়ের দারস্থ হয় পরিবার। বৃহস্পতিবারই ধূপগুড়িতে ছাত্রীদের বাড়িতে চলে আসে তান্ত্রিক পরিতোষ রায়। শুরু হয় ঘর বন্ধ করে পূজা-পাঠ, ঝাড়ফুঁক-তুকতাক। শুক্রবার রাতে ঝাড়ফুঁকের সময় বাড়ির সবাইকে একইরকমভাবে চলে যেতে বলে পরিচোষ রায়। প্রায় ৩০ মিনিট পর বাড়ির লোক এসে বন্ধ ঘরে দুজনকেই নগ্ন অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় শনিবার রাতে ধূপগুড়ি থানার দারস্থ হয় পরিবার। অভিযোগের ভিত্তিতে পরিতোষ রায়কে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিস। এদিন ধৃত পরিতোষ রায়কে জলপাইগুড়ি আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্ত পরিতোষ রায়ের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর

Image
বনগাঁ: এক গৃহবধূকে প্রথমে নির্যাতন ও তারপর ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তাঁর শ্বশুরের বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে উঠেছে শারীরিক নির্যাতনের অভিযোগ। শনিবার ওই নির্যাতিতা গৃহবধূ বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্বশুরের নাম ইসমাইল মণ্ডল ও ধৃত স্বামীর নাম আশিক মণ্ডল। তাদের বাড়ি বাগদা থানার পাটকেলগাছায়। বছর চারেক আগে ওই মহিলার সঙ্গে বিয়ে হয় ইসমাইলের। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়। কোনও না কোনও  অজুহাতে স্বামী ও শ্বশুর তাঁর উপর অত্যাচার চালাত বলে অভিযোগ ওই গৃহবধূর। বছর খানেক আগে কাজের সূত্রে অন্য রাজ্যে চলে যায় স্বামী আশিক। অভিযোগ, স্বামী না থাকার সুযোগ নিয়ে শ্বশুর ইসমাইল ওই গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা করে৷ সম্প্রতি স্বামী ভিনরাজ্য থেকে বাড়ি ফেরে। কিন্তু তাকে ঘটনার কথা জানাতেই উলটে গৃহবধূর উপরই শুরু হয় শারীরিক অত্যাচার। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকে। একসময় উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ। বাগদা থানায় অভিযোগ জানান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই ওই মহিলার স্বামী ও শ্বশুরকে গ্রে

রামুয়া খুনে নয়া মোড়, স্ত্রীর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ

Image
পুলিশের হাতে গ্রেফতার কার্তিক যাদব। এক বিমা এজেন্টের সঙ্গে স্ত্রী কাজলের সম্পর্কের কথা জেলে থাকাকালীনই পৌঁছে গিয়েছিল রামুয়ার কাছে। জেলে বসেই সেই বিমা এজেন্টকে সরিয়ে দেবার ছক কষেছিল হাওড়ার কুখ্যাত ডন রামমূর্তি দেবার ওরফে রামুয়া। সম্পর্ক আর থাকবে না, এই প্রতিশ্রুতি দিয়ে তখনকার মতো ঝামেলা মেটায় স্ত্রী কাজলই। যদিও জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসার পরই রামুয়া জানতে পারে, বিমা এজেন্ট কার্তিক যাদবের সঙ্গে স্ত্রী কাজলের সম্পর্ক বেঁচে আছে তলায় তলায়। ফের শুরু হয় রামুয়া বনাম কার্তিক রেষারেষি। সেই রেষারেষির মধ্যেই প্রেমিক কার্তিককে সঙ্গে নিয়ে রামুয়াকে সরিয়ে দেওয়ার ছক কষে ফেলে কাজল। রবিবার বিমা এজেন্ট কার্তিক যাদবকে গ্রেফতার করার পর সামনে এল রামুয়া খুনের এই মোটিভ। শুরু থেকেই কুখ্যাত ডন রামুয়ার স্ত্রী কাজল এবং ছেলে সমীরের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল গোয়েন্দাদের মনে। শনিবার রামুয়া খুনে তাঁদের সক্রিয় ভাবে  যুক্ত থাকার বিষয়টি সামনে এলেও কী কারণে খুন, তা নিয়ে জারি ছিল ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, জেরায় রামুয়ার স্ত্রী এবং ছেলে দাবি করেছিল, দীর্ঘদিন ধরে তাঁদের উপর অত্যাচার চালাত রামুয়া। রামুয়ার জন্য মামলা লড়তে

বাবার দেওয়া সোনার চেন লুকিয়ে রেখেছিল মেয়ে, জামাইয়ের হাতে হল মর্মান্তিক পরিণতি

Image
বিয়ের ৩ বছরের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়ির কাজিপাড়া এলাকায়। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। তাঁদের অভিযোগ, দাবি মতন পণ দিতে না পারার কারণেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। প্রমাণ লোপাটের জন্য খুনের পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। পণের জন্য নিত্য অত্যাচার চলত। আরও অভিযোগ, থানায় খুনের অভিযোগ দায়েরের পর বিষয়টি সালিশ সভার মাধ্যমে মিটিয়ে নিতে চাপ দেয় পুলিস ও তৃণমূল পঞ্চায়েত প্রধান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধূপগুড়ির আইসি। বছর তিনেক আগে ধূপগুড়ির গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাজিপাড়া এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর নসুকান্ত রায়ের বড় মেয়ের বিয়ে হয় ওই একই এলাকার বাসিন্দা কমলেশ রায়ের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য শুরু হয় অত্যাচার। মৃতার বাবা নসুকান্ত রায় জানিয়েছেন, শ্বশুরবাড়ির দাবি মেটাতে না পরলে মেয়েকে বাড়িতে আসতে দিত না। এমনকি ফোন করতেও দিত না। উলটে মদ খেয়ে এসে মেয়েকে মারধর করত কমলেশ। সম্প্রতি জামাই সোনার চেনের আবদার করে। দাবি মতো ৩৪ হাজার টাকা দিয়ে একটি সোনার চেন দিয়েছিলেন তিনি। কিন্তু, স্বাম

পরকীয়ায় পথের কাঁটা সরাতেই প্রেমিককে নিয়ে স্বামী রামুয়াকে খুনের ছক

Image
পরকীয়ায় পথের কাঁটা সরাতেই খুন রামুয়া। প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুনের ছক কষে রামুয়ার স্ত্রী-ই। খুনের ঘটনায় ধৃতদের জনকে জেরা করে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এদিন হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে কার্তিক যাদব নামে আরও একজনকে। এই নিয়ে এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিস। রামুয়া খুনে এই কার্তিক-ই মাস্টারমাইন্ড। পুলিসি জেরায় স্ত্রী কাজল দেওয়ার কবুল করেছে, কার্তিক যাদবের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য রোজ দাম্পত্য কলহ হত। স্বামী রামুয়ার সঙ্গে নিত্য অশান্তি লেগেছিল। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পথের কাঁটা সরাতেই প্রেমিক কার্তিককে সঙ্গে নিয়ে রামুয়াকে খুনের ছক কষে সে। খুনের জন্য ছেলের ৩ বন্ধুকে ৪ লাখ টাকার সুপারি দেয় কার্তিক যাদব। তার মধ্যে ১ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়। সোদপুরে রামুয়া খুন হওয়ার পরই, হাওড়ার সন্ধ্যাবাজারে উদ্ধার হয় রামুয়ার পুরনো সঙ্গী গুড্ডু মানোয়ারের মৃতদেহ। প্রথমে মনে করা হয়েছিল, গুড্ডু ও তার দলবলই সম্ভবত রামুয়াকে খুন করেছে। তার তারপর রামুয়ার সঙ্গীরা গুড্ডুকে খুন করেছে। কিন্তু রামুয়া খুনের ঘটনায় নাটকীয় মোড় আসে শনিবার। পুলিস রামুয়ার স

বিরল ঘটনা, মেডিক্যাল কলেজে জন্মাল ‘জায়ান্ট ফেস’ শিশু

Image
পুরো মাথা নয়। শুধু দু'গালের নিচ থেকে শুরু করে চোয়াল পর্যন্ত অংশটা। সদ্যোজাত শিশুর শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় এই অংশটুকু এতটাই বড় যে, দেখলে আঁতকে উঠতে হয়। উপরন্তু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কান্নার সময় মুখ সেই যে হাঁ হয়েছিল, আর বন্ধ হয়নি!  কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমনই বিরল শারীরিক বিচ্যুতি নিয়ে জন্মানো এক শিশুর মৃত্যু হল চব্বিশ ঘণ্টার মধ্যেই। ডাক্তারবাবুরা অবশ্য জানাচ্ছেন, এই মৃত্যু প্রত্যাশিতই ছিল। চিকিৎসা পরিভাষায়  শিশুটি জন্মেছিল 'সিস্টিক হাইগ্রোমা' নিয়ে। এটি ক্রোমোজমঘটিত অস্বাভাবিকতা। পঞ্চাশ হাজারে একজনের মধ্যে এই অসুখ দেখা যায়। ফলে অত্যন্ত বিরল ঘটনাই বলা যায়। শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজে টি এস বাগের অধীনে জন্ম নেয় শিশুটি। কৃষ্ণনগরের ফরিদা বেগমই হতভাগ্য এই শিশুটির মা। হুগলির চণ্ডীতলার গরালগাছায় শ্বশুরবাড়ি ফরিদার। পেটে সন্তান থাকা অবস্থায় তিনি বুঝতেও পারেননি এমনটা হতে পারে। সন্তানসম্ভবা ফরিদা বাইরের জেলা থেকে রেফার হয়ে মেডিক্যাল কলেজে এসেছিলেন। শুক্রবার মেডিক্যাল কলেজে এমন দৈত্যাকার সন্তানের জন্ম দেন ফরিদা। বিরল রোগে আক্রান্ত শিশুটির আয়ু শেষ হয়ে গেল মাত

কোহলিই সর্বকালের সেরা, বিরাটের প্রশংসায় বিশ্বজয়ী অজি অধিনায়ক

Image
বিরাট কোহলি নাকি শচীন তেণ্ডুলকর, সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? এ নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্কের শেষ নেই। শচীন সমর্থকরা দাবি করেন, এখনও বিরাট মাস্টার ব্লাস্টারের উচ্চতায় পৌঁছাতে পারেননি। অন্যদিকে কোহলির ফ্যানদের দাবি, বর্তমান অধিনায়কই ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান। এই দ্বন্দ্বের মধ্যেই এবার কোহলিকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের মতে, অন্তত ওয়ানডে ক্রিকেটে বিরাটই সর্বকালের সেরা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে, "এ বিষয়ে বিতর্কের আর কোনও অবকাশ নেই। কোহলিই ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট যা করেছে তা দেখে আমি একথা বলতে বাধ্য হচ্ছি।" তিনি আরও বলেন, "যে আবেগ দিয়ে ও ক্রিকেট খেলে তাকে আবার সম্মান করতেই হয়। ওই আবেগের জন্যই ও দলকে জিতিয়ে দিতে পারে। হ্যাঁ, ও একটু আগ্রাসী, কিন্তু এর দায়িত্ববোধ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।" দিন দুই আগে 'কফি উইথ করণ'-এর বিতর্কিত এপিসোডটিতেই, বিরাটকে সর্বকালের সেরা ব্যাটসম্যানের আসরে বসিয়েছিলেন তাঁর দুই সতীর

বন্ধু চিনকে চুল বেচে কোটিপতি পাকিস্তান!

Image
পাকিস্তানের ক্ষমতায় এসেই দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ দেশের আর্থিক অচলাবস্থা কাটাতে বিভিন্নরকমভাবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটার তথা বর্তমান পাক প্রধানমন্ত্রী৷ এমন অবস্থায় পাক সরকার জানিয়েছে, গত পাঁচ বছর ধরে চিনে মাথার চুল রপ্তানি করে বিপুল মুনাফা হয়েছে ইসলামাবাদের৷ লাভের পরিমাণ প্রায় এক কোটির কাছাকাছি এবং রপ্তানি করা চুলের পরিমাণ প্রায় এক লক্ষ কেজি৷ সম্প্রতি পাকিস্তানের সংসদে এই হিসাব পেশ করেছে পাক সরকারের বাণিজ্য ও বস্ত্র দপ্তর। পাকিস্তানের সব ঋতুর বন্ধু চিন৷ ভাল হোক বা খারাপ, সর্বদাই ইসলামাবাদের পাশে রয়েছে বেজিং৷ জানা গিয়েছে, গত কয়েক বছরে ধারে-ভারে অনেকটাই বেড়েছে চিনের কসমেটিক্স ইন্ডাস্ট্রি৷ স্টাইল ও ফ্যাশন সম্পর্কে সচেতনতা বেড়েছে সে দেশের মানুষের মধ্যে৷ বাজার বড় আকার ধারণ করার ফলে বেড়ে গিয়েছে 'উইগ' বা 'পরচুলে'র ব্যবহারও। উচ্চমানের ওই সমস্ত পরচুল তৈরিতে ব্যবহার করা হয় সাধারণ মানুষের চুলের। নিজের দেশের মানুষের চুল দিয়েও, যার জোগান দিতে ব্যর্থ হচ্ছে বেজিং। তাই এক্ষেত্রে অনেকটা পাকিস্তানের দ্বারা

‘বেআইনি’ অনুপ্রবেশ! অসম সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল ভারত

Image
শনিবার করিমগঞ্জ সীমান্তে। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার জন্য শনিবার দক্ষিণ অসমের করিমগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশি  নাগরিককে দেশে ফেরত পাঠাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢুকে তাঁরা অসমে পৌঁছেছিলেন, এমনটাই জানিয়েছেন অসম পুলিশের মুখপাত্র। গত তিন বছর ধরে তাঁরা ভারতের বসবাস করছিলেন বলেও জানিয়েছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে দু'জন মহিলা। শনিবার এই ২১ জন বাংলাদেশি নাগরিককে অসমের সুতারকণ্ডি-করিমগঞ্জ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)-র হাতে তুলে দেওয়া হয়। বৈধ পাসপোর্ট ছাড়াই তিন বছর আগে তাঁরা ভারতে ঢুকেছিলেন বলে জানিয়েছে অসম পুলিশ। করিমগঞ্জ পুলিশ জানিয়েছে , ''ধৃত বাংলাদেশিদের শিলচরের কাছাড় সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। সেখান থেকে বিশেষ বাসে করে তাঁদের নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সীমান্তে।'' ধৃতদের মধ্যে ছ'জনকে অসমের কাছাড় জেলায় এবং ১১ জনকে অসমের করিমগঞ্জ থেকে ধরা হয় বলে জানিয়েছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, ধৃতেরা সিলেট এবং কিশোরগঞ্জের বাসিন্দা। ধৃতদের নাম নাসির হোসেন, আব্দুল ওয়াহিদ, মহম্মদ খইরুল, জাহিদা বেগম

টায়ার ফেটে লক্ষ্মীলাভ! লটারিতে ৩৫ লক্ষ জিতলেন দম্পতি

Image
লটারি জেতার পর রিচার্ড ও রিচার্ড ও র্যা ন্ডি লাওফার। মাঝ রাস্তায় গাড়ির টায়ার ফেটে বিপত্তি। সময় কাটাতে লটারির টিকিট কেটেছিলেন এক দম্পতি। তিনমাস পর সেই টিকিটই হাসি ফোটাল তাঁদের মুখে। গত বছর ২৭ অক্টোবরের ঘটনা। ওয়াশিংটন ডিসি থেকে গাড়ি চালিয়ে লং আইল্যান্ডের বাড়িতে ফিরছিলেন রিচার্ড ও র‌্যান্ডি লাওফার। সেই সময়ে মেরিল্যান্ডের কাছে তাঁদের গাড়ির টায়ার ফেটে যায়। কোনও রকমে গাড়ি ঠেলে এলাকার একটি সার্ভিস সেন্টারে পৌঁছন তাঁরা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেইসময় লটারির টিকিট বিক্রি হচ্ছিল সেখানে। ঝোঁকের মাথায় ২ ডলারের বিনিময়ে একটি টিকিট কিনে ফেলেন তাঁরা। গাড়ি সারানো হয়ে গেলে বাড়ি ফিরে আসেন। টিকিটের কথাটাও বেমালুম ভুলে গিয়েছিলেন। গত ২ জানুয়ারি নিজের ব্যাগ ঘাঁটতে গিয়ে টিকিটটি চোখে পড়ে রিচার্ড লাওফারের। কৌতুহলবশত অনলাইনে নম্বর মেলাতে যান। তাতেই চোখ ছানাবড়া হয়ে যায়। ৫০ হাজার ডলার জিতেছেন বলে জানতে পারেন তিনি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ লক্ষ টাকা। পুরস্কারের কিছু টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করবেন বলে স্থির করেছেন তাঁরা। অবশিষ্ট টাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে লাওফারদের।

পুলিশ অফিসারের পা ধরে কাঁদছেন বৃদ্ধা! দেশের সেরা থানাতেই অমানবিকতার নজির

Image
এভাবেই পুলিশ অফিসারের পায়ে পড়েছেন বৃদ্ধা। এই থানা দেশের সেরা তিন থানার মধ্যে একটি হিসেবে পুরস্কার পেয়েছে। সঠিক রেকর্ড রাখা, কর্মী-অফিসারদের মানবিক ব্যবহারের মতো ক্ষেত্রে সেরার মুকুট মাথায় উঠেছে গত বছরই। পুরস্কার তুলে দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু উত্তরপ্রদেশের সেই গুদাম্বা থানাতেই ধরা পড়ল চরম অমানবিকতার নিদর্শন। থানার এক অফিসারের সামনে হাতজোড় করে কান্নাকাটি করছেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। কিন্তু নিরুত্তাপ ওই অফিসার দিব্যি পায়ের উপর পা তুলে বসে আছেন। সেই ছবি ছড়িয়ে পড়তেই সরিয়ে দেওয়া হয়েছে তেজপ্রতাপ সিংহ নামে ওই অফিসারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭৫ বছরের বৃদ্ধা ব্রহ্ম দেবী লখনউয়ের গুদাম্বা থানায় গিয়েছিলেন একটি এফআইআর দায়ের করতে। তাঁর নাতি আকাশ যাদব (২০) একটি প্লাইউডের কারখানায় কাজ করতেন। কারখানার মেশিনে জড়িয়ে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গিয়েছিলেন ব্রহ্ম দেবী। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তেজপ্রতাপ সিংহ সেই অভিযোগ নিতে চাননি। তারপরই বৃদ্ধা ওই অফিসারের পা জড়িয়ে ধরেন। এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা যা

চুরি-ছিনতাই কমছে, চিন্তা বাড়াচ্ছে অনলাইন ক্রাইম

Image
২০১৭-র তুলনায় ২০১৮-য় কলকাতায় সাধারণ চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ প্রায় ৩০ শতাংশ কমেছে বলে লালবাজার সূত্রের দাবি। সিসিটিভির নজরদারি বাড়ানো, গোয়েন্দা বিভাগের সঙ্গেই অপরাধ দমন ও কিনারায় থানাগুলির সক্রিয়তা বৃদ্ধি, চুরি-ছিনতাইয়ে যুক্ত মাদকাসক্তদের মূলস্রোতে ফেরানোর ধারাবাহিক চেষ্টাতেই অপরাধ কমেছে বলে দাবি পুলিশের। তবে সাইবার ক্রাইম, ব্যাঙ্ক প্রতারণার মতো অপরাধ ক্রমেই বাড়ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে। গত কয়েক বছরে দেশজুড়েই পাল্লা দিয়ে বেড়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার ক্রাইম ও নানাবিধ অর্থনৈতিক প্রতারণা। কলকাতাও তার ব্যতিক্রম নয়। লালবাজারের সূত্রের খবর, কয়েক বছর আগেও চুরি, ছিনতাই, বাড়ির তালা ভেঙে চুরি, রাহাজানির যা পরিসংখ্যান ছিল--গত বছর তা অনেকটাই কমেছে। বিশেষ করে ২০১৭-র তুলনায় ২০১৮ সালে প্রায় ৩০ শতাংশ অপরাধ কমেছে। চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ কমার পিছনে কলকাতা পুলিশের দাবি, তাদের 'শুদ্ধি' প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বছরখানেক আগে ছোটখাটো অপরাধে যুক্ত নেশাগ্রস্তদের নেশামুক্তি কেন্দ্রে রেখে সুস্থ করার এই প্রকল্প চালু হয়। পুলিশের দাবি, গত কয়েক মাসে এমন অনেক অপরাধী

চিলি পনির অর্ডার করে মিলল ফাইবার, ক্ষমা চাইল ‌জোম্যাটো

Image
এই রেস্তোরাঁ থেকেই পনিরের আইটেম অর্ডার করা হয়। ফুড ডেলিভারি অ্যাপ চলে আসায়, এখন বাড়িতে বসেই লোভনীয় খাবারের অর্ডার দেওয়া খুব সহজ হয়ে গিয়েছে। বেশিরভাগ জনই এখন রেস্তোরাঁতে না গিয়ে এই ফুড অ্যাপগুলি থেকেই খাবার অর্ডার করে। যার মধ্যে জোম্যাটো বেশ জনপ্রিয় ফুড অ্যাপ। কিন্তু গ্রাহকের বিপত্তি বাড়িয়ে অবশেষে ক্ষমা চাইতে হল জোম্যাটোকে। বাড়িতে খাওয়ার জন্য জোম্যাটোর মাধ্যমে পনিরের একটি আইটেমের অর্ডার দিয়েছিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এক পরিবার। প্যাকেট খুলতেই তাদের চোখ কপালে ওঠে। পনিরের মধ্যে প্লাস্টিক ফাইবার! শনিবার এমনই অভিযোগ তুলেছে ওই পরিবার। শচীন জামদারে বলেন, 'আমি সন্তানদের জন্য চিলি পনির, পনির মশলা অর্ডার করেছিলাম। খেতে বসে আমার মেয়ে বললো পনিরটা খুব শক্ত। ওর দাঁতে ব্যথা লাগছে। আমি খেতে গিয়ে দেখি সেটা পনির নয়, ফাইবার।'‌ তিনি খাবার নিয়ে অভিযোগ জানাতে রেস্তোরাঁয় গেলে তাঁর অভিযোগ শুনতে অস্বীকার করা হয়। শচীন জামদারে বলেন, '‌রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায় আমাদের কিছু করার নেই, জোম্যাটোকে বলুন।'‌ তিনি এরপরে পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিসের পক্ষ থেকে বলা হয়েছে, 'খাবারটা পরীক্ষার জন্য ল্

সাতদিন পরও কুয়োয় আটকে দু’‌বছরের জুলেন, চলছে দ্বিতীয় কুয়ো খোঁড়ার কাজ

Image
গর্তে পড়ে যাওয়ার পর পেরিয়ে গিয়েছে সাত দিন। তবু অব্যাহত উদ্ধারকাজ। যদিও আশঙ্কা, দু'বছরের খুদে জুলেন হয়তো আর বেঁচে নেই। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনও তেমন আশা দেখতে পাননি তাঁরা। শিশুটিকে উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লেগে যেতে পারে। ১৩ জানুয়ারি দক্ষিণ স্পেনের মালাগো এলাকায় খেলতে খেলতে গর্তের মতো একটি কুয়োর ভিতরে পড়ে যায় ছোট্ট জুলেন। ১০০ মিটার গভীর ওই কুয়োর অতলে তলিয়ে যায় সে। কিন্তু কুয়োটির ব্যাস মাত্র দশ ইঞ্চি। ফলে সেখানে নেমে জুলেনকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা জানিয়েছেন, তাঁরা ক্যামেরা ব্যবহার করে শিশুটির অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু মাত্র ১০ ইঞ্চি চওড়া মুখ দিয়ে সেটাও ঠিক মতো সম্ভব হচ্ছে না। শনিবার একটা বিশাল ড্রিল মেশিন এনে, ওই কুয়োটির পাশেই আরও একটি কুয়ো খনন করতে শুরু করেছেন উদ্ধারকারীরা। আশা করছেন, আসল কুয়োর সমান্তরাল ভাবে নীচ পর্যন্ত পৌঁছে যদি কোনও ভাবে শিশুটিকে উদ্ধার করা যায়। দিন–রাত এক করে কাজ করে চলেছেন উদ্ধারকর্মীরা। তাঁদের যুদ্ধকালীন তৎপরতায় স্পষ্ট, এক–একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ জুলেনের প্রাণের জন্য। উদ্ধারকারীরা জানিয়েছেন, নানা ভাবে চেষ্টা করতে গিয়

‌দক্ষিণ মেরু জিতে দেশে ফিরলেন প্রথম মহিলা আইপিএস অপর্ণা কুমার

Image
প্রথম মহিলা আইপিএস ডিআইজি হিসেবে সফল দক্ষিণ মেরু অভিযান সেরে দেশে ফিরেছেন অপর্ণা কুমার। ইন্ডো–টিবেটান বর্ডার পুলিস বা আইটিবিপি–র এই অফিসার ১১১ কিলোমিটার তুষারের উপর দিয়ে একাই হেঁটে গত ১৩ তারিখ দক্ষিণ মেরু পৌঁছন। সঙ্গে করে ৩৫ কেজি ওজনের জিনিসপত্র বহন করে নিয়ে গিয়েছিলেন অপর্ণা। এর আগে ছয়টি মহাদেশের ছয়টি শীর্ষ চূড়া সফলভাবে জয় করেছিলেন উত্তর প্রদেশ আইপিএস, ২০০২–এর ব্যাচের এই অফিসার। দক্ষিণ মেরু পৌঁছে প্রথমে জাতীয় পতাকা এবং আইটিবিপি–র পতাকা উত্তোলন করেছিলেন অপর্ণা। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামতেই সহকর্মীকে পুষ্পস্তবক, ব্যান্ড আর জয়ধ্বনির সঙ্গে স্বাগত জানান আইটিবিপি–র কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অপর্ণাকে অভিনন্দন জানিয়েছেন। আইটিবিপি–র তথ্য অনুযায়ী, এপর্যন্ত তাদের কর্মীরা ২১১টি সফল পর্বতারোহন করেছে।

দশ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গড়িয়াহাট মার্কেটের আগুন,

Image
দশ ঘণ্টা লড়াই। অবশেষে নিয়ন্ত্রণে গড়িয়াহাট মার্কেটের আগুন। প্রায় দশ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গড়িয়াহাট মার্কেটের আগুন। প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের জেরে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শনিবার গভীর রাতে যখন এলাকা ঘুমে আচ্ছন্ন, সে সময়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে গড়িয়াহাট মার্কেটে। খবর পেয়ে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু এবং একাধিক দমকল কর্তাও। শনিবার গভীর রাতের সেই আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার বেলা ১১টা বেজে যায়। আগুনের জেরে বহুতলের দেওয়ালে ফাটল দেখা দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বাড়ির দেওয়াল কেটে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। অবশেষে দশ ঘণ্টার বেশি সময় ধরে লড়াই চালানোর পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন। দমকল সূত্রের খবর,  গড়িয়াহাট মোড়ে শনিবার গভীর রাতে একটি পাঁচ তলা বহুতলে আগুন লাগে। বহুতলের নীচে কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে। ওই বাড়িতে রয়েছে নামী পোশাকের বিপণি-সহ বেশ কিছু দোকান ও আবাসিক ফ্ল্যাট। তাতে থাকেন জনা ৪৫। আগুন লাগে রাত সাড়ে ১২টা নাগাদ। প্রাথমিক ভাবে, আগুনের জেরে কয়েক জন আবাসিক আটকে পড়েন বলেও দমকল

২০১৯ সালে সস্তায় পুষ্টিকর আইপ্যাড নিয়ে আসছে অ্যাপেল

Image
প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন ও অন্যান্য নতুন প্রোডাক্ট লঞ্চ করে অ্যাপেল। ২০১৯ সাল তার থেকে একটু আলাদা হতে চলেছে। সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আসার আগেই নতুন আইপ্যাড বাজারে আনছে কুপার্টিনোর কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হওয়া প্রায় সব অ্যাপেল প্রোডাক্টের আকাশ ছোঁয়া দাম হলেও তুলনামুলক কম দামে বাজারে আসবে নতুন আইপ্যাড। ইতিমধ্যেই তাইওয়ানের এক কোম্পানি দুটি নতুন আইপ্যাডের ডিসপ্লে তৈরী শুরু করেছে। সেই ডিসপ্লে তৈরীর কারখানা থেকেই নতুন আইপ্যাডের ছবি সামনে এসেছে। তবে গত বছরে লঞ্চ হওয়া আকাশ ছোঁয়া দামের আইপ্যাড প্রো এর মতো ছোট ডিসপ্লে বেজেল থাকছে না নতুন আইপ্যাডে। দুটি নতুন আইপ্যাডের একটি নতুন আইপ্যাড ৬। অন্যটি নতুন আইপ্যাড মিনি। প্রসঙ্গত সম্পূর্ণ নতুন ডিজাইন আর স্পেসিফিকেশানে লঞ্চ হয়েছে নতুন আইপ্যাড প্রো। ১১ ইঞ্চি ও ১২.৯ ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে অ্যাপেল এর লেটেস্ট ট্যাবলেট। ডিসপ্লে সাইজ ছাড়া ১১ ইঞ্চি ও ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো তে কোন পার্থক্য নেই। দুটি ট্যাবলেটেই রয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে। সম্প্রতি Apple iPhone XR ফোনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন আইপ্যাড প্রো এর এর ভিতরে থাকবে

ইভিএম কারচুপি: কমিটি

Image
ইভিএম-এ কারচুপির বিরুদ্ধে এ বার সংগঠিত ভাবে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিলেন বিরোধীরা। শনিবার ব্রিগেডের সভা থেকেই সকলে ইভিএম-এ কারচুপির অভিযোগ তোলেন। ব্যালটে ফিরে যাওয়ারও দাবি ওঠে। পরে বিষয়টি নিয়ে আরও এক ধাপ এগনো হয়। সভা শেষের চা চক্রে ৪ জনের ড্রাফট কমিটি তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের সঙ্গে যাঁরা আলোচনা করবেন, নিজেদের দাবি পেশ করবেন। এ দিন ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লা প্রথম বলেন, ''ইভিএম চোর মেশিন। এই মেশিন বন্ধ করা দরকার। সবাই মিলে নির্বাচন কমিশনে যেতে হবে। ফেরাতে হবে কাগজের ব্যালট।'' এর খানিক পরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বলেন, ''ফারুক আবদুল্লার সঙ্গে আমি এক মত। ইভিএমে কারচুপি হচ্ছে। আগামী নির্বাচনে কাগজের ব্যালট ব্যবহার করা হোক।'' ব্রিগেড শেষে আলিপুরের 'সৌজন্য'এ বৈঠকে বসেন আগত নেতারা। সেখানে এ বিষয়ে তৈরি ৪ জনের ড্রাফট কমিটিতে রাখা হয় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এ

লড়াইয়ের হুমকি দিয়ে আলফায় বাঙালি যুবক

Image
এ বার এক বাঙালি তরুণও যোগ দিল আলফায়! অন্তত তেমনটাই সন্দেহ পুলিশ ও পরিবারের। এডিজি (স্পেশ্যাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য জানান, খবর পেয়ে তাকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে অসম ও নাগাল্যান্ড পুলিশ। হৃদয় সরকার ওরফে বাপন নামে ওই যুবক বন্ধুদের জানিয়েছে, আলফা শিবিরে পৌঁছেই সে একে-৫৬ হাতে ছবি পাঠাবে। নাগরিকত্ব সংশোধনীর প্রস্তাব ওঠার পর থেকে রাজ্যের অনেক যুবক আলফায় যোগ দিয়েছে। তার মধ্যে ছাত্র নেতা যেমন আছে, তেমনই আছে চাকুরিজীবীও। কিন্তু বাঙালিদের বিরুদ্ধে সংগ্রামের হুমকি দেওয়া আলফায় অতীতেও খুব বেশি বাঙালির যোগদানের নজির নেই। পুলিশ জানায়, ধুবুড়ির গোলকগঞ্জের বাসিন্দা হৃদয় ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ। তাঁর পরিবার জানায়, বিহুর দিন পিঠের সামগ্রী কিনতে বেরিয়ে ছেলে আর ফেরেনি। পরে সে 'জয় আই অহম' লিখে এসএমএস করে জানায়, আলফায় যোগ দিতে যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে হৃদয় বন্ধুদের জানিয়েছে, তাকে নিয়ে কুড়িজন যুবক দু'টি গাড়িতে তিনসুকিয়া, নাগাল্যান্ড হয়ে ইতিমধ্যেই মায়ানমার ঢুকেছে। আগামী কাল তারা আলফা স্বাধীনের শিবিরে পৌঁছবে। তাঁদের সঙ্গে কৃষ্ণ নামে এক সেনা জওয়ানও রয়েছে বলে সে জানায়। পাঠিয়েছে বেশ কয়েকট

নির্যাতনের নালিশ মহিলা পুলিশের

Image
শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার খোদ মহিলা পুলিশ কর্মী! অভিযুক্ত স্বামী আবার পেশায় শিক্ষক!  ঝাড়গ্রাম কোর্ট ইন্সপেক্টর অফিসের মহিলা কনস্টেব‌ল শেফালি মাহাতো স্বামীর পাশাপাশি নির্যাতনের অভিযোগ এনেছেন শাশুড়ি, ভাসুর ও জায়ের বিরুদ্ধেও। শুক্রবার রাতেই ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাড়ি থেকে শেফালির স্বামী কাঞ্চন মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। বধূ নির্যাতন ও খুনের চেষ্টার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। তবে শনিবার ঝাড়গ্রাম প্রথম এসিজেএম আদালতে কাঞ্চনের জামিন মঞ্জুর হয়েছে। সম্প্রতি কাঞ্চনের বাবার মৃত্যু হয়েছে। তাই পারলৌকিক কাজের জন্য তাঁর জামিনের আবেদন করেন অভিযুক্তপক্ষের আইনজীবী অশ্বিনী মণ্ডল। বিচারক এডুইন লেপচা শর্তাধীন জামিন মঞ্জুর করেন। সরকারি কৌঁসুলি অনিল মণ্ডল বলেন, ''মামলাটি জামিন অযোগ্য ধারায় হলেও আদালত মানবিকতার কারণে শর্তাধীন জামিন মঞ্জুর করেছে।''  খোদ এক মহিলা পুলিশকর্মী শ্বশুরবাড়িতে নির্যাতিতা— এই অভিযোগ সামনে আসায় শোরগোল পড়েছে। শেফালি অবশ্য কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, ''বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করব না।'' তবে অভিযোগপত্রে শেফালি জানিয়েছেন, বছর দু

‘পথ চলাতেই আনন্দ’ দিতে হকারমুক্ত হচ্ছে দার্জিলিংয়ের ফুটপাথ

Image
শিলিগুড়ি:  পাহাড়ি পথের বাঁকঝোঁক ধরে চলার আনন্দই আলাদা। এমন অভিজ্ঞতা অর্জনের সহজতম, নিকটতম জায়গা দার্জিলিং। হিমালয়ের পাদদেশে নানা বাঁক নেওয়া রাস্তা গাড়িতে নয়, পায়ে হেঁটে পেরিয়ে যেতেই বেশি মজা। কিন্তু মজা এত সহজে উপভোগ্য নয়। কারণ, দার্জিলিং শহরের ফুটপাথে হকারদের ভিড়। একেই সংকীর্ণ রাস্তা। তারপর নানাবিধ পসরা সাজিয়ে বসে থাকা দোকানি এবং তাতে ক্রেতা, বিক্রেতার ভিড়। হাঁটার জায়গা আর তেমন কোথায়? এবার পর্যটকদের ভরপুর আনন্দ দিতে দার্জিলিঙে তৈরি হচ্ছে হকার ফ্রি স্ট্রিট। দেশবিদেশের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে – হকারমুক্ত রাস্তা। সুখবরটা জানিয়েছেন দার্জিলিং পুরসভার চেয়ারপার্সন প্রতিভা রাই। দার্জিলিং ওভারব্রিজ থেকে লরেটো কনভেন্ট পর্যন্ত প্রায় দু'কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হকারমুক্ত করা হচ্ছে। ওই এলাকায় পর্যটক থেকে শহরবাসী – বিনা বাধায় যাতে হাঁটতে পারেন সকলে, তার জন্য এই ব্যবস্থা। পাশাপাশি নেহরু রোড থেকেও হকার উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দিয়েছেন পুরসভার চেয়ারপার্সন। তিনি আরও জানিয়েছেন, 'আমরা বেকার সমস্যার প্রতি সহানুভূতিশীল। রাজনীতি এবং ভোটব্যাংকের কথা চিন্তা না করে দার্জিলিং শ

তৃণমূলের ব্রিগেডে কত লোক! জানতে চাইল প্রধানমন্ত্রীর দফতর

Image
ব্রিগেডের মঞ্চ থেকে কেন্দ্রে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কয়েক ডজন বিরোধী নেতা। সবার একটাই লক্ষ্য, সরাতে হবে বিজেপিকে। ওই সমাবেশে লোক সমাগমকে সিপিএমের শেষ সময়ের থেকেও কম বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তবুও শনিবারের ইউনাইটেড ইন্ডিয়ার লক্ষ্যে হওয়া জনসভায় কত লোক এসেছিল তা নিয়ে আগ্রহ কম নেই প্রধানমন্ত্রীর দফতরের। ব্রিগেডে আজ কত লোক হয়েছে তা জানতে চেয়েছে কেন্দ্র। আর সেই রিপোর্ট যাচ্ছে দিল্লিতে। ওই রিপোর্ট শুধু অনুমান করে নয়, রীতিমতো অংক কষে পাঠানো হচ্ছে দিল্লিতে। কেমনভাবে হচ্ছে সেই অংক?  রিপোর্টে ময়দানের মাপ দিয়ে একজন মানুষ কত ফিট জুড়ে দাঁড়াতে পারে সেই মাপজোক করা হয়েছে। হিসেব অনুযায়ী ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের সামনে সারি পর্যন্ত জায়গার দৈর্ঘ ৬৫০ মিটার,  অন্যদিকে ফোর্ট উইলিয়ামের দিক থেকে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রস্থ ২১৫ মিটার। এক জন মানুষ দাঁড়ালে ৪ স্কোয়ারফিট, বসে থাকলে সাড়ে ৫ স্কোয়ার ফিট। সেই হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ব্রিগেডের মাঠের একেবারে শেষ অংশ ভরেনি বলেই জানাচ্ছে। তাদের রিপোর্টে জানানো হচ্ছে ব্রিগেড ও সব চত্ত্বর মিলিয়ে মোট ২.৯ লাখ লোক জমায়েত হয়েছিল

সুযোগসন্ধানী’ শত্রুঘ্নর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে বিজেপি!

Image
কয়েক বছর ধরেই দল ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাগাড়ে বলে আসছিলেন পাটনা সাহিবের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। এমনটাই খবর দলীয় সূত্রে। কেন অবশেষে দলের কর্তাদের রোষের মুখে বিহারি বাবু? কারণ খুবই সোজা। শনিবার তৃণমূলের নেতৃত্বে ব্রিগেড সমাবেশে যোগ দিয়ে দলকে চোখা চোখা ভাষায় আক্রমণ বিজেপি সাংসদের। দলের একাংশের অভিমত সব সীমা ছাড়িয়ে গিয়েছেন শত্রুঘ্ন। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে বিজেপির এক শীর্য নেতার দাবি, এবার শত্রুঘ্নের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। সম্ভবত তাঁকে বরখাস্তও করা হবে। অমিত শাহ এইমস থেকে ছাড়া পেলেই এনিয়ে সিদ্ধান্ত নেবে দল। এনিয়ে আগেই দলের মুখপাত্র রাজীব প্রতাপ রুড়ি সংবাদসংস্থাকে জানান, শত্রুঘ্ন সুযোগ সন্ধানী। বিজেপি বিরোধী সমাবেশে যোগ দেওয়ার জন্য দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রুড়ি আরও অভিযোগ করেন, সাংসদ হিসেবে শত্রুঘ্ন সব ধরনের সুবিধে নিয়ে চলেছেন। কিন্তু দলের বিরুদ্ধে কথা বলতে ছাড়েননি। উনি খুবই ধূর্ত। গত পাঁচ বছরে ওকে দলের কোনও কাজে দেখিনি। নিজেকে বিজেপি নেতা বলে দাবি করেন আর বিরোধীদের মিটিংয়ে বক্তৃতা দেন। আশাকরি দল তার বিরুদ্ধে

‌৭০ বছরে পাকিস্তান যা করতে পারেনি, চার বছরে বিজেপি তা করে দেখিয়েছে:‌ কেজরিওয়াল

Image
৭০ বছর ধরে পাকিস্তান চেষ্টা করে চলেছে ভারতের মধ্যে ধর্মের নামে দাঙ্গা, হানাহানির পরিস্থিতি তৈরি করতে। সেটা চার বছরে বাস্তবে পরিণত করেছে মোদি সরকার। ব্রিগেডের মঞ্চ থেকে সরাসরি মোদি সরকারকে এভাবেই আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ২০১৯ সালে মোদি ক্ষমতায় ফিরলে দেশ বাঁচবে না। যেকোনও মূল্যে মোদিকে উৎখাত করতে হবে। কারণ এবার মোদির জয় হলে দেশে আর ভোট হতে দেবেন না তাঁরা। হিটলারের মত ফ্যাসিস্ট সরকার চলছে দেশে। জার্মানির সঙ্গে হিটলার যা করেছিলেন মোদি তাই করবেন দেশবাসীর সঙ্গে। বিজেপির মদতে দেশের সাম্প্রদায়িক শক্তিগুলি মাথা চারা দিচ্ছে। এই গুণ্ডাদের থেকে দেশকে বাঁচাতে হবেন। সেকারণেই মহাজোটকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর পরে দিল্লিতেও এরকম একটি র‌্যালি করবেন বলে জানিয়েছেন তিনি। সেই মঞ্চেও মহাজোটের নেতা নেত্রীরা একজোট হয়ে দেশবাসীকে পথ দেখাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। কেজরিওয়াল এদিন বলেছেন, দেশের সংবিধানকে খর্ব করার চেষ্টা করছে মোদি সরকার। বছরে দুকোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। একটি চাকরিও দিতে পারেননি তিনি। দেশ

ফিটনেসই মাহির মূলমন্ত্র, বলছেন শৈশবের কোচ

Image
৩৭ বছর বয়সে পৌঁছেও সেই মহেন্দ্র সিংহ ধোনির ফিটনেসে মরচে পড়েনি। রাঁচীর কোল ইন্ডিয়ায় টিমে যখন তিনি খেলতেন তখন তাঁর দৌড়ে রান নিতে যে সময় লাগত, সেটা প্রায় প্রায় কুড়ি বছর পরে একই রয়েছে। ৩৭ বছর বয়সে পৌঁছেও সেই মহেন্দ্র সিংহ ধোনির ফিটনেসে মরচে পড়েনি।  মহেন্দ্র সিংহ ধোনির স্কুলের কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''প্রায় কুড়ি বছর কেটে গিয়েছে। ক্রিকেট কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে পৌঁছেও ধোনির দৌড়ে রান নেওয়ার সময়ে কোনও হেরফের ঘটে নি। তার কারণ হল ধোনির ফিটনেস। মাহির বয়স চল্লিশের কাছাকাছি পৌঁছনোর পরেও এই ফিটনেসই হল ধোনির সাফল্যের মূলমন্ত্র।'' মাস দুই হল, রাঁচীর মেকন কলোনির জওহর বিদ্য়ামন্দির থেকে খেলার শিক্ষক পদ থেকে অবসর নিয়েছেন কেশববাবু। ধোনি ওই স্কুলে পড়তেন। খেলার শিক্ষক কেশববাবুর হাত ধরেই ধোনির ক্রিকেটে আসা। কেশববাবু বলেন, ''ধোনি রাঁচীতে থাকলে রোজ সকাল সাড়ে আটটার মধ্যে স্টেডিয়ামে চলে আসে। দুপুরে বাড়িতে বিশ্রাম নিয়ে ফের বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ফের আসে স্টেডিয়ামে। অনুশীলন চলে রাত ন'টা পর্যন্ত। রাঁচীতে ধোনি থাকলে  জেএসসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে আসবেই।'

মাঝরাতে ভয়াবহ আগুন গড়িয়াহাট মার্কেটে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Image
গড়িয়াহাট মোড়ে চলছে আগুন নেভানোর চেষ্টা। শনিবার গভীর রাতে। শনিবার গভীর রাতে যখন এলাকা ঘুমে আচ্ছন্ন, সে সময়েই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল গড়িয়াহাট মার্কেটে। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। রাতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। পৌঁছেছেন দমকল কর্তাও। শনিবার গভীর রাতের সেই আগুন রবিবার সকাল পর্যন্তও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকলের পক্ষে। দমকল সূত্রের খবর,  গড়িয়াহাট মোড়ে শনিবার গভীর রাতে একটি ছ'তলা বহুতলে আগুন লাগে। ওই বাড়িতে রয়েছে নামী পোশাকের বিপণি-সহ বেশ কিছু দোকান ও আবাসিক ফ্ল্যাট। তাতে থাকেন জনা ৪৫। আগুন লাগে রাত ১টার পরে। আবাসিকদের উদ্ধারের চেষ্টা শুরু করে দমকল। সেই পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল। দমকল কর্মীরা জানাচ্ছেন, আগুন লাগার পরে বাকি সব বাসিন্দা নেমে এলেও পা ভাঙা থাকায় এক মহিলা আটকে পড়েন। তাঁরা ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেছেন। তবে এখনও আগুনের উৎস স্থলে পৌঁছতে পারেনি দমকল। ঘটনাস্থলে চলে আসেন সদ্য দায়িত্ব পাওয়া দমকলমন্ত্রী সুজিত বসু। গভীর রাত পর্যন্ত খবর, দ