টায়ার ফেটে লক্ষ্মীলাভ! লটারিতে ৩৫ লক্ষ জিতলেন দম্পতি

লটারি জেতার পর রিচার্ড ও রিচার্ড ও র্যা ন্ডি লাওফার।


মাঝ রাস্তায় গাড়ির টায়ার ফেটে বিপত্তি। সময় কাটাতে লটারির টিকিট কেটেছিলেন এক দম্পতি। তিনমাস পর সেই টিকিটই হাসি ফোটাল তাঁদের মুখে।

গত বছর ২৭ অক্টোবরের ঘটনা। ওয়াশিংটন ডিসি থেকে গাড়ি চালিয়ে লং আইল্যান্ডের বাড়িতে ফিরছিলেন রিচার্ড ও র‌্যান্ডি লাওফার। সেই সময়ে মেরিল্যান্ডের কাছে তাঁদের গাড়ির টায়ার ফেটে যায়।

কোনও রকমে গাড়ি ঠেলে এলাকার একটি সার্ভিস সেন্টারে পৌঁছন তাঁরা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেইসময় লটারির টিকিট বিক্রি হচ্ছিল সেখানে। ঝোঁকের মাথায় ২ ডলারের বিনিময়ে একটি টিকিট কিনে ফেলেন তাঁরা। গাড়ি সারানো হয়ে গেলে বাড়ি ফিরে আসেন। টিকিটের কথাটাও বেমালুম ভুলে গিয়েছিলেন।

গত ২ জানুয়ারি নিজের ব্যাগ ঘাঁটতে গিয়ে টিকিটটি চোখে পড়ে রিচার্ড লাওফারের। কৌতুহলবশত অনলাইনে নম্বর মেলাতে যান। তাতেই চোখ ছানাবড়া হয়ে যায়। ৫০ হাজার ডলার জিতেছেন বলে জানতে পারেন তিনি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ লক্ষ টাকা।

পুরস্কারের কিছু টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করবেন বলে স্থির করেছেন তাঁরা। অবশিষ্ট টাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে লাওফারদের।