Posts

Showing posts from September 21, 2018

মোবাইল সারাতে গিয়ে খুন! নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক?

Image
অর্চনা পালংদার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন হতে হল উল্টোডাঙার গৃহবধূকে?  প্রাথমিক তদন্তের পর সেই সম্ভাবনা জোরালো হচ্ছে তদন্তকারীদের মনে। নিহতের বস্তাবন্দি দেহ বৃহস্পতিবার চৌবাগা লকগেটে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। প্রথমে মহিলার পরিচয় জানা যায়নি। রাতে পুলিশ জানতে পারে,  মৃতের নাম অর্চনা পালংদার। তিরিশ বছর বয়সী ওই মহিলা উল্টোডাঙা থানা এলাকার জওহরলাল দত্ত রোডের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। মোবাইল সারানোর কথা বলে দুপুরে বেরোন। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। স্বামী পিন্টু পালংদার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল তাঁর পরিবার উল্টোডাঙা থানাতে নিখোঁজের অভিযোগ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, অর্চনার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর আগে দু'বার তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, ওই দু'বারই তিনি অন্য কোনও 'বন্ধু'র সঙ্গে গিয়েছিলেন। মৃতার দুই সন্তান। এক তদন্তকারী জানিয়েছেন, "আ

স্কুলভ্যানের মধ্যেই ভোপালের ৩ বছরের পড়ুয়াকে ধর্ষণ!

Image
বছরখানেক আগেই শিশু ধর্ষণে কড়া আইন চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। তা সত্ত্বেও রাজ্যে শিশু ধর্ষণের মতো অপরাধে রাশ টানতে ব্যর্থ পুলিশ-প্রশাসন। এ বার স্কুল ভ্যানের মধ্যেই তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল। ভোপালের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ইনস্পেক্টর বলজিৎ সিংহ জানিয়েছেন, তিন বছরের শিশুটির বাড়ি ভোপালের অযোধ্যা নগর থানা এলাকায়। সম্প্রতি ওই এলাকাতেই একটি প্রি-নার্সারি স্কুলে তাকে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ স্কুল থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিল সে। ওই ভ্যানে ১৪ জন পড়ুয়ার বসার ব্যবস্থা রয়েছে। বাড়ি ফেরার পথে ঘুমিয়ে পড়ে সে। সে সময়ই ভ্যানের কন্ডাক্টর তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পুলিশের কাছে ওই শিশুটির মা জানিয়েছেন, স্কুল থেকে বাড়ি ফেরার পর তাঁর মেয়ের জামায় রক্তের দাগ দেখতে পান তিনি। মেয়ের কাছে সে বিষয়ে জানতে চাইলে সে ওই ভ্যানের কন্ডাক্টরের কথা জানায় সে। ঘণ্টাখানেকের মধ্যেই অযোধ্যা নগর থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। অযোধ্যা নগর থানার পুলিশ ইনস্পেক্টর বলজিৎ সিংহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই ওই বাসের কন্ডাক্টরকে আটক করা হয়েছে। ত

মহিলা ভেবে শরীরী সম্পর্ক করতে গিয়ে ফাঁসলেন ১৫০ জন যুবক

Image
বছর ৩২-এর ব্রায়ানের বিরুদ্ধে অভিযোগের বন্যা শুনেই চমকে গিয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, ভিডিও তোলার ব্যাপারে ব্রায়ান ছাড়া আর কেউ জানতেন না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ডেইলি মেইল'-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফ্লোরিডা থেকে ব্রায়ন ডেনেউমোস্টিয়ের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, মেয়েদের পোশাক পরে সোশ্যাল সাইটে অশ্লীল ছবি দিয়ে এসকর্ট সার্ভিসের প্রোফাইল খুলেছিল সে। সেখানে টোপ দিয়ে বিভিন্ন পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করত। পরে লুকিয়ে সেই ভিডিও তুলে পর্ন সাইটে আপলোড করে মোটা টাকা আয় করত ব্রায়ান। বছর ৩২-এর ব্রায়ানের বিরুদ্ধে অভিযোগের বন্যা শুনেই চমকে গিয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, মহিলা সেজে প্রায় ১৫০ জন যুবকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল ব্রায়ান। তাঁরা ভিডিওটির ব্যাপারে কিছুই জানতেন না। ব্রায়ানের টুইটার পেজেও দেখা গিয়েছে মহিলাদের পোশাক পরে ছবি আপলোড করেছে সে। অভিযোগ, ভিডিও তোলার ব্যাপারে ব্রায়ান ছাড়া আর কেউ জানতেন না। সম্প্রতি পুলিশের কাছে তিন যুবক অভিযোগ দায়ের করেন। তাঁরা দাবি করেন, ব্রায়ান মহিলা ছিলেন, এমনটাই তাঁরা ভেবেছিলেন। কিন্তু পরে তাঁরা

ভারতের বিরুদ্ধে ১৭৩ রানে অলআউট বাংলাদেশ

Image
দুবাই: প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত বোলিং রবীন্দ্র জাডেজার। তাঁর স্পিনের জালে বাঁধা পড়লেন বাংলাদেশের চার ব্যাটসম্যান। যার জেরে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪৯.১ ওভারে ১৭৩ রানে অল আউট হল বাংলাদেশ। এদিন টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে রান তুলতে কার্যত হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের। তারওপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে তারা। শেষ দিকে, মেহেদি হাসানের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৭৩ রান করে বাংলাদেশ। এদিন পঞ্চম ওভারে ওপেনার লিটন দাসকে আউট করে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন ভূবনেশ্বর কুমার। পরের ওভারেই আরেক ওপেনার নাজমুলকে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরাহ। এরপর শুরু হয় রবীন্দ্র জাডেজার ম্যাজিক। জাড্ডুর ভেলকি এদিন কোনও বাংলাদেশ ব্যাটসম্যানই ধরতে পারেননি। নিজের কামব্যাক ম্যাচে কার্যত একা হাতে বাংলাদেশ মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। এদিন ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন জাডেজা। তিনটি করে উইকেট নেন বুমরাহ ও ভূবি। শেষ দিকে মেহেদি (৫০ বলে

ফের মুখোশ খসে পড়ল ইমরানের দেশের! পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

Image
সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চতে পারে না। গতবছরই তা স্পষ্ট করে পাকিস্তানকে বার্তা দিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তারপরও পাকিস্তান সন্ত্রাসবাদের রাস্তা থেকে সরে আসেনি। সীমান্তে সন্ত্রাস জারি রেখেছে। পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী ইমরান খান শপথ নেওয়ার পরে যৌথ আলোচনার আর্জি জানিয়ে প্রস্তাব পাঠান প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই সূত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে বৈঠকের কথা হয়েছিল। সৌজন্য দেখিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার ফের সীমান্তে এক পুলিশকর্মীকে গলা কেটে হত্যা করার ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত বপলে অভিযোগ ওঠায় ভারত এদিন বৈঠক বাতিল করে দিয়েছে। জম্মু ও কাশ্মীর সীমান্তে ওই পুলিশ কর্মীকে প্রাণ হারাতে হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আগে জানিয়েছিলেন, সুষমা স্বরাজ পাকিস্তানের মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে নিউ ইয়র্কে বৈঠকে বসবেন। তবে বৈঠকের কোনও অ্যাজেন্ডা ঠিক হয়নি বলেও স্পষ্ট জানিয়েছিলেন তিনি। এরপর এদিন বৈঠক বাতিলের খবর সামনে এসেছে। এদিন কাশ্মীরে তিন পুলিশ কর্মীকে অপহরণ করে খুনের ঘ

‌‘আমাদের ভিক্ষা করতে বাধ্য করবেন না’, আর্জি শহিদ জওয়ান পুত্রের

Image
ফের একবার পাক সেনার বর্বরতার ছবি সামনে এসেছে। গলা কেটে তারা খুন করেছে বিএসএফ জওয়ান নরেন্দ্র সিংকে। গোটা দেশ ফুঁসছে পাক সেনার এই কুকীর্তিতে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে বদলা নেওয়ার। এমনকি কেন্দ্রের তরফ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কিন্তু এসবের মধ্যে সামনে এসেছে আরেক করুণ চিত্র। আর সেটা শহিদ নরেন্দ্র সিং–এর পরিবারের। পরিবারের একমাত্র চাকুরিজীবী ছিলেন নরেন্দ্র সিং। আর তাঁর মৃত্যুতে এখন অথৈ জলে পড়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। বাবা দেশের জন্য শহিদ হয়েছেন, তাতে গর্ববোধ করলেও সংসার যে চলছে না। আর এই অবস্থায় সরকার যেন তাদের পরিবারের পাশে দাঁড়ায়। এমনই আর্জি জানিয়েছেন শহিদ নরেন্দ্র সিংয়ের বড় ছেলে। তবে এর পাশাপাশি যে বর্বরতার সঙ্গে তার বাবাকে মারা হয়েছে, তারও বদলা দাবি করেছে সে। সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে সে বলে, 'এটা অবশ্যই আমাদের কাছে গর্বের বিষয়। তেরঙ্গায় শবদেহ মোড়া সবার ভাগ্যে থাকে না। কিন্তু এই গর্ব নিয়ে আর কতদিন। আজ আমরা গর্বিত, কাল অন্য কেউ শহিদ হবে তখনও আমরা গর্বিতই হবে!‌ আমি চাই কেন্দ্র এবার কড়া ব্যবস্থা করুক।‌' এরপরই পরিবারের দুর্দশার কথা জানিয়ে সে বলে, '‌এখন আ

আবর্জনা ফেলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

Image
বাড়ির কাছে নোংরা ফেলতে গিয়ে ধর্ষণের শিকার হল এক ১৬ বছর বয়সী কিশোরী। অভিযোগ, গুরুগ্রামের চান্দপভুধেরা গ্রামের বাড়ি থেকে অপহরণ করে তাঁকে ধর্ষণ করেন এক ব্যক্তি। পরে তাঁকে গ্রামের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দিয়ে চলে যান অভিযুক্ত। বুধবার রাতেই এসজিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে। হাসপাতালের চিকিত্‍সক জানান, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পরই পস্কো আইনের সেকশন ৮ নম্বর ধারায় মামলা রজ্জু করা হয়।  পুলিশ জানিয়েছে, কিশোরী তাঁর বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। তাঁদের পরিবারে মোট ১১জন সদস্য। বুধবার সকালে কাজের জন্য বাবা-মা ও ভাইয়েরা বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেল ৫টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে এলে মেয়ের খোঁজ পাননি মা। পরে জানা যায়, দুপুরে নোংরা ফেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই কিশোরী। প্রতিবেশীদের বাড়ি গিয়েছে, এই ভেবে মেয়ের খোঁজ করেননি বাবা-মা। কিন্তু বিকেল হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফিরলে গ্রামের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও মেলেনি তাঁকে। পরে গ্রামবাসীরা জানান, গ্রামের এক প্রান্তে ওই কিশোরী বসে রয়েছে। কিশোরীর মা জানান, 'সেখানে গিয়ে দেখি মেয়ে অর্ধনগ্ন অবস্থায় বসে রয়েছে। কোনও কথাই সে বলতে প

কু-শিক্ষকের কীর্তি, কোচিং ক্লাসে ছাত্রীদের 'অসভ্য' ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল!

Image
পেশায় গণিত শিক্ষক। একটি কোচিং সেন্টার খুলে সেখানে প্রাইভেট টিউশনের কাজও করেন। কিন্তু তাঁর বিরুদ্ধেই এমন বেলেল্লাপনার প্রমাণ পেয়ে চক্ষু চড়কগাছ সকলের।  ঘটনাটি উত্তরপ্রদেশের আজমগড়ের। পুলিশ ওই শিক্ষককে ছাত্রীদের অশালীন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করার দায়ে গ্রেফতার করেছে। শিক্ষকের বিরুদ্ধে ৩৫৪-এ ও ৭/৮ পসকো ধারায় মামলা রুজু করা হয়েছে।  বেশ কয়েক মাস ধরেই চলছিল এমন ঘটনা। সবটা প্রকাশ্যে আসে গত বুধবার, যখন কয়েকজন ছাত্রী ঘটনার কথা জানান পুলিশের কাছে। সরাসরি রানি কি সরাই পুলিশ স্টেশনে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগকারিণীদের দাবি, কলেজের কাছেই একটি ঘর ভাড়া নিয়ে সেখানে কোচিং ক্লাস চালান শিক্ষক। সেখানে পড়তে যাওয়া মেয়েদের ক্লাস শেষে থাকতে বলেন শিক্ষক। স্পেশ্যাল টিপস দেওয়ার নামে পিছনের অন্য একটি ঘরে নিয়ে গিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি করে ওই শিক্ষক। একইসঙ্গে প্রায় ১২ ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটান তিনি। সঙ্গে মোবাইলে ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইলও করতে শুরু করে।

চিকিত্‍সা করাতে এসে দিল্লির সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার হল ১১ বছরের কিশোরী।

Image
চিকিত্‍সা করাতে এসে দিল্লির সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার হল ১১ বছরের কিশোরী। ঘটনায় গ্রেফতার হাসপাতালের হাউজকিপিং বিভাগের কর্মী।  শুক্রবার ডেপুটি পুলিশ কমিশনার (রোহিনি) রজনীশ গুপ্তা জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর ইএসআই হাসপাতালে চিকিত্‍সার জন্য কিশোরীকে ভর্তি করা হয়। চিকিত্‍সাধীন মেয়ের সঙ্গে হাসপাতালে তার মায়ের থাকার ব্যবস্থা করা হয়। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ রাধেশ্যাম নামে ওই হাসপাতাল কর্মী মেয়েটিকে ভুলিয়ে ওয়ার্ড থেকে বের করে পাশের একটি ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানি করার পরে বিষয়টি কাউকে না জানাতে বলে কিশোরীকে শাসায় রাধেশ্যাম। কিন্তু ওয়ার্ডে ফিরে এসে মাকে সব কথা জানায় মেয়েটি। কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ জানালে রাধেশ্যামকে গ্রেফতার করে পুলিশ।  ডিসিপি জানিয়েছেন, সকাল ৬টা নাগাদ পুলিশ কন্ট্রোলরুমে ফোন করে অভিযোগ করে কিশোরীর পরিবার। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে রাধেশ্যামকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।  জানা গিয়েছে, চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ইএসআই হাসপাতালে বহাল হয়েছিল রাধেশ্যাম। তবে কবে থেকে সে ক

উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে ৪৫ দিনে মৃত ৭১ শিশু

Image
বাহরাইচ(উত্তরপ্রদেশ) : গত ৪৫ দিনে মৃত কমপক্ষে ৭১ জন শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচের জেলা সরকারি হাসপাতালে। হাসপাতালের সুপার ডি কে সিং এতজন শিশু মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুরা মারা গেছে। সুপারের দাবি, "আশপাশের গ্রামগুলির বেশিরভাগ মানুষ জেলা হাসপাতালটির উপর নির্ভরশীল। কিন্তু আমাদের হাসপাতালে সঠিক পরিকাঠামোর অভাব রয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।" তিনি আরও বলেন, "হাসপাতালে বেড সংখ্যা মাত্র ২০০। অথচ বর্তমানে প্রায় ৪৫০ রোগী ভর্তি আছেন। স্বাভাবিকভাবেই কাজের চাপ অত্যন্ত বেশি। আমরা প্রাণপণে চেষ্টা চালাচ্ছি যাতে যত বেশি সংখ্যক রোগীর জীবন বাঁচাতে পারি।" গতবছর গোরখপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬০ জন শিশু মারা যাবার পর, এই মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

তিন পুলিশ অফিসারকে হত্যার পরই উপত্যকায় ইস্তফার হিড়িক

Image
ইস্থপা দেওয়ার ভিডিয়ো পোস্ট করা তিন পুলিশকর্মী। প্রথমে ভিডিয়ো ছড়িয়ে হুমকি জঙ্গিদের। তারপর তিন জনকে অপরহরণ করে খুন। জোড়া আতঙ্কে উপত্যকায় ইস্তফার হিড়িক। অন্তত ছ'জন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) পদত্যাগের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করেছেন। এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও কেন্দ্রের বক্তব্য,  এ সবই 'অসত্য ও অপপ্রচার।' মঙ্গলবার হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে দেয়। তাতে স্পেশাল পুলিশ অফিসারদের হুমকি দেওয়া হয়, ''চার দিনের মধ্যে ইস্তফা দাও, নয় মৃত্যুর জন্য প্রস্তুত থাক।'' এর পর বৃহস্পতিবার রাতে সোপিয়ান থেকে তিন পুলিশ অফিসার ও এক কনস্টেবলকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। তাঁদের মধ্যে তিন জন খুন হন। শনিবার সকালে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।  এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় একের পর ইস্তফার ভিডিয়ো পোস্ট হতে শুরু করে। কুলগামের এক এসপিও ভিডিয়ো বার্তায় বলেছেন, ''আমার নাম নওয়াজ আহমদ। কুলগামের বাসিন্দা। আমি এসপিও হিসাবে কাজ করছিলাম। আমার নিজের ইচ্ছায় ও কোনওপ্রকার চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই এই পদ থেকে ই

চিনকে শাস্তি দিয়ে ভারতকে বার্তা! সুখোই কিনলে পড়তে হবে মার্কিন কোপে

Image
চিনকে শাস্তি দিয়ে ভারতকেও পরোক্ষে 'বার্তা' দিল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে জানানো হল, রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার দিকে এগিয়ে গেলে সব দেশ (ভারত-সহ)-কেই তার 'মূল্য দিতে হবে'। জারি হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যার নাম- 'কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশ্যান্স অ্যাক্ট' (সিএএটিএসএ বা 'ক্যাটসা')। রাশিয়ার কাছ থেকে 'সুখোই এসইউ-৩৫' যুদ্ধবিমান ও ভূমি থেকে আকাশ 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র কেনার জন্য দিনকয়েক আগেই চিনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ক্রিমিয়ার ওপর দখলদারি ও অন্যান্য কয়েকটি কারণে রাশিয়াকে শাস্তি দেওয়ার লক্ষ্যে এই প্রথম কোনও তৃতীয় দেশ (চিন)-এর বিরুদ্ধে 'ক্যাটসা' জারি হল। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষকর্তা বলেছেন, ''এই সব নিষেধাজ্ঞারই আসল লক্ষ্য, রাশিয়া।'' দিল্লিতে সম্প্রতি ভারত ও আমেরিকার বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আলাদা আলাদা ভাবে যে বৈঠক হয়েছে ('টু প্লাস টু') সেখানেও রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত

অপসারিত অধীর, প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি সোমেন মিত্র

Image
প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে আচমকা সরিয়ে দেওয়া হল অধীররঞ্জন চৌধুরীকে। নতুন সভাপতি হলেন সোমেন মিত্র। গত বেশ কয়েক বছর রাজনীতির মাঠে-ময়দানে প্রায় দেখাই যায়নি যে নেতাকে, সেই সোমেন মিত্রকে এক ধাক্কায় বাংলার কংগ্রেসের মুখ করে তোলা হবে, এমনটা রাজনৈতিক শিবিরে বেশ অপ্রত্যাশিতই ছিল। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সোমেনের প্রত্যাবর্তনের খবর বেশ হইচই ফেলেছে রাজনৈতিক শিবিরে। এআইসিসি সাধারণ সম্পাদক অশোক গহলৌতের জারি করা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন সোমেন মিত্র। এত দিন যিনি সভাপতি ছিলেন, সেই অধীর চৌধুরীকে করা হচ্ছে প্রচার কমিটির চেয়ারম্যান। প্রদেশ কংগ্রেসের আর এক প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্যকেও নিয়ে আসা হয়েছে সামনের সারিতে। কো-অর্নিনেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাঁকে। চার জন কার্যনির্বাহী সভাপতির নামও ঘোষণা করেছে এআইসিসি। তাঁরা হলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি,  দক্ষিণ মালদেহ সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বাঘমুন্ডির বিধায়ক তথা বিধাসভায় বিরোধী দলের উপনেতা

নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, আহত শিশু সহ ৫, সতর্কতা জারি আমেরিকায়

Image
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অন্তত ৫জন। তার মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ নিউ ইয়র্কে ঘটনাটি ঘটে। সাইরাকাস পুলিশ প্রধান ফ্র্যাঙ্ক ফাউলার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। পাঁচজন আহত ব্যক্তি কেমন আছেন সেই সম্পর্কে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগে বলা হয়েছিল, মোট সাতজন আহত হয়েছেন। তবে পরে পাঁচজন বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রাস্তায় অন্য পার থেকে গুলি ছোঁড়া হয়। একটি স্মরণসভা অনুষ্ঠান উপলক্ষ্যে আহতরা এক জায়গায় জমায়েত হয়েছিলেন। আহতদের বয়স ৮ থেকে ৩৫ বছরের মধ্যে। কারও মারা যাওয়ার সম্ভাবনা নেই বলে সূত্রের খবর। গোটা এলাকা পুলিশ কর্ডন করে ফেলেছে। এলাকার মানুষ ভয়ে রয়েছেন। আহতদের স্থানীয় আপস্টেট বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একটি ঘটনায় ওই এলাকা থেকেই খানিক দূরে এক কিশোরকে গুলি করা হয়েছে। দুটি ঘটনায় যোগসূত্র রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

লক্ষ লক্ষ শিশুর প্রাণ বাঁচিয়েছে মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান', ইঙ্গিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে

Image
ভারতে শিশুমৃত্যুর সংখ্যা ২০১৭ সালে এসে আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। দুই বছর আগে যা ছিল ১০ লক্ষের বেশি তা এখন ২ লক্ষ কমে হয়েছে বছরে ৮ লক্ষ ২ হাজার জন। প্রতিকারযোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু মৃত্যুর হার আগের চেয়ে কমছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, পরিস্রুত পানীয় জল, হাত ধুয়ে খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, পরিচ্ছন্ন শৌচ ব্যবহার ইত্যাদি নানা কারণে ডায়রিয়া সহ জলবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমে গিয়েছে। নোংরা শৌচালয় ও দূষিত পানীয় জলের কারণে শিশু বয়সে ৮৮ শতাংশ ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। তা থেকে নানা ক্রনিক রোগ শরীরে বাসা বাঁধে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, নানা ধরনের সংক্রমণে শিকার হয় শরীর। তার মধ্যে অন্যতম হল টিবি ও নিউমোনিয়ার মতো রোগ। তবে স্বচ্ছ ভারত অভিযান চালু করার পরে ২০১৯ সালের মধ্যে ভারতকে খোলা শৌচ থেকে মুক্ত করার ডাক দেওয়া হয়েছে। ২০১৫ সালে যেখানে প্রতি হাজার জনে পাঁচ বছরের শিশুর মৃত্যুর হার ছিল ৪৩, তা এক বছরের মধ্যে ২০১৬ সালে নেমে এসেছে ৩৯ জনে। ২০১৪ সালে ভারতে স্বচ্ছ ভারত অভিযান চালু হয়। তারপর থেকে গ্রামীণ এলাকায় ৮ কোটি ৫২ লক্ষ শৌচালয় তৈরি হয়েছে। যার ফলে দ

ধারের টাকা শোধ না করায় বন্ধুকে মদ খাইয়ে খুন করল দশম শ্রেণির ছাত্র

Image
বন্ধুর প্রয়োজনে ধার দিয়েছিল ৩ হাজার টাকা। কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় পেরিয়ে গেলেও বন্ধু টাকা ফেরত দিচ্ছিল না। তাই বন্ধুকেই রাস্তা দিয়ে সরিয়ে ফেরার ছক করে সে। মদ বলতে  অজ্ঞান বন্ধু, সেকথাও অজানা ছিল না তার। তাই মদের আসরেই বন্ধুকে ডাকে, তারপর আকন্ঠ মদ্যপান করায়। পুরো খরচটাই নিজের পকেট থেকে করে সে। এরপর গলায় ফাঁস লাগিয়ে তারই বাড়ির পিছনে গাছে ঝুলিয়ে দেয়।    বর্ধমানের কালনায় এক কিশোরের খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ তারিখ কালনার দশম শ্রেণির ছাত্র রোহন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  প্রথমে মনে করা হচ্ছিল,  মানসিক অবসানে আত্মহত্যা করেছে রোহন। কিন্তু সেকথা মানতে চায়নি পরিবার। তাঁরা প্রথম থেকেই বলে আসছিলেন, খুন করা হয়েছে রোহন। এরপর রোহনের গলার ফাঁস লাগার দাগ  ও আরও বেশ কিছু বিষয় দেখে সন্দেহ হয় পুলিসের। তদন্তে গতি অন্যদিকে এগোয়। রোহনের বন্ধুদের একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। বন্ধুদের সঙ্গে কথা বলেই পুলিস জানতে পারে, শেখ শাহিদ নামে অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধুর কাছ থেকে সম্প্রতি তিন হাজার টাকা ধার নিয়েছিল রোহন। কিন্তু সময় মতো সেই টাকা ফেরত দিতে না পা

মার্কিন নিষেধাজ্ঞা জারি হলে ইরানকে তেলের দাম টাকায় মেটাবে ভারত

Image
নভেম্বরে ইরানের ওপরে লাগু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবরোধ। সেক্ষেত্রে কোনও ইউরোপীয় ব্যাঙ্কের মাধ্যমে তেলের দাম মেটাতে গেলে সমস্যায় পড়তে পারে ভারত। সেই সম্ভাবনা অনেকটাই কমে গেল। দুদেশের তেলমন্ত্রক সূত্রে খবর, দেশিয় ব্যাঙ্কের মাধ্যমে ইরানকে তেলের দাম মেটাবে ভারত। ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তি থেকে সরে আসছে ট্রাম্প প্রশাসন। আগামী ৪ নভেম্বর থেকে ইরানের ওপরে কিছু বাণিজ্যিক অবরোধ লাগু করছে হোয়াইট হাউস। গত ৬ অগাস্ট থেকে বেশ কয়েকটি অবরোধ শুরু হয় গিয়েছে। ভারতীয় তেল মন্ত্রক সূত্রে সংবাদমাধ্যমের খবর, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছে ভারত। ইরানের সঙ্গে তেল আমদানির ক্ষেত্রে কোনও বকেয়া রাখবে না ভারত। সূত্রের খবর, ভারত ইউকো ব্যাঙ্ক ও আইডিবিআই ব্যাঙ্কের ইরানের তেলের টাকা মেটানের ব্যবস্থা করছে। বর্তমানে এসবিআই ও জার্মানির একটি ব্যাঙ্কের মাধ্যমে ইরানকে তেলের টাকা মেটায়। এসবিআই জানিয়ে দিয়েছে নভেম্বর থেকে ইরানের সঙ্গে সে লেনদেন করবে না। এর আগেও একবার ইরানের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় ইরান ভারত থেকে টাকার বিনিময়ে বিভিন্ন পণ্য আমদানী করতো। সে সময় ভারত ভা

গির অরণ্যে মিলল ১১ সিংহের মৃতদেহ, তদন্তের আদেশ গুজরাট সরকারের

Image
রাজ্যে একের পর এক সিংহের মৃত্যু বিপাকে ফেলেছে গুজরাট বন দফতরকে। গত কয়েক দিনে গুজরাটের গির অরণ্যে মৃত্যু হল ১১টি সিংহের। মৃত্যুর কারণ খুঁজতে তদন্তের আদেশ দিয়েছে গুজরাট সরকার। মৃত সিংহদের দেহ মিলেছে গির অরণ্যের পূর্বাঞ্চলের ডালখানিয়া রেঞ্জে। জানিয়েছেন, গির অরণ্যের(পূর্বাঞ্চল) অধিকর্তা পি পুরুষোত্তম। বুধবার একটি সিংহের মৃতদেহ মেলে আমলেরি জেলার রাজুলাতে। পাশাপাশি অন্য তিনটি সিংহের দেহ পাওয়া যায় ডালখানিয়া রেঞ্জে। পুরুষোত্তম আরও জানিয়েছেন, মৃত সিংহদের ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেইসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জুনাগড়ের পশু হাসপাতালে। সেই রির্পোট আসার অপেক্ষায় রয়েছি।  রাজ্যের পশুপালন দফতরের আধিকারির এইচ ভামজা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণের কারণেই ওইসব সিংহের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণের কারণ এখনও জানা যায়নি। সংক্রমণের কথা মাথায় রেখে বনের সিংহদের ওষুধ দেওয়া হচ্ছে।   এদিকে, কয়েকদিনের মধ্যে একসঙ্গে এতগুলো সিংহের মৃত্যুতে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব কুমার গুপ্তা জানিয়েছেন সিংঘগুলির মৃত্যুর কারণ খুঁজতে সরকার তদন্তের আদেশ দিয়েছে। প্রাথম

গোটা পুজোতেই ক্রিকেট খেলবে ভারত, দেখে নিন ক্রীড়াসূচি

Image
1/11 : ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত টানা ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট সিরিজ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 2/11 : (টেস্ট সিরিজ) প্রথম টেস্ট – রাজকোট - ৪ থেকে ৮ অক্টোবর      3/11 : (টেস্ট সিরিজ) দ্বিতীয় টেস্ট – হায়দরাবাদ - ১২ থেকে ১৬ অক্টোবর    4/11 : (একদিনের আন্তর্জাতিক) প্রথম ওডিআই – গুয়াহাটি – ২১ অক্টোবর    5/11 : (একদিনের আন্তর্জাতিক) দ্বিতীয় ওডিআই – ইন্দোর – ২৪ অক্টোবর    6/11 : (একদিনের আন্তর্জাতিক) তৃতীয় ওডিআই – পুনে - ২৭ অক্টোবর    7/11 : (একদিনের আন্তর্জাতিক) চতুর্থ ওডিআই – মুম্বই – ২৯ অক্টোবর    8/11 : (একদিনের আন্তর্জাতিক) পঞ্চম ওডিআই- থিরুবন্তপুরম – ১ নভেম্বর    9/11 : (টি-টোয়েন্টি সিরিজ) প্রথম টি-টোয়েন্টি – কলকাতা – ৪ নভেম্বর    10/11 : (টি-টোয়েন্টি সিরিজ) দ্বিতীয় টি-টোয়েন্টি – লখনউ– ৬ নভেম্বর    11/11 : (টি-টোয়েন্টি সিরিজ) তৃতীয় টি-টোয়েন্টি – চেন্নাই – ১১ নভেম্বর

মোটরবাইক কেনার জন্য লাইসেন্স নিয়ে নতুন করে জটিলতা, জল গড়াল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

Image
মোটরবাইকের জন্য লাইসেন্স ইস্যুতে ফের নতুন করে জটিলতা দেখা দিল। মোটর সাইকেল কিনতে গেল ড্রাইভিং লাইসেন্স আবশ্যিক। নির্দেশিকা জারি করেছিল রাজ্য পরিবহন দফতর। সেই নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। গত ২৮ জুন বিজ্ঞপ্তি জারি করে পরিবহন দফতর। স্পষ্ট জানায় যে, মোটর সাইকেল বিক্রি ক্ষেত্রে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বাইক প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন। এই নির্দেশিকার ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করে তারা। তাদের দাবি ছিল মূলত ২টি। মা-বাবা উপস্থিত থাকলে নাবালককে বাইক বিক্রি করা যাবে, অথচ লাইসেন্স না থাকলে সাবালক বাইক কিনতে পারবেন না, পরিবহন দফতরের নির্দেশিকার এই যুক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে আদালতে সাফ জানায় বাইক সংগঠনগুলি। পাশাপাশি তারা বলে, পথ নিরাপত্তার জন্য আরও কড়া পদক্ষেপ করা যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়। ট্রাফিক পুলিশের উচিত আরও কড়া হাতে নিয়ন্ত্রণ করতে পারে। বাইক সংগঠনগুলির এই দাবির প্রেক্ষিতে বিচারপতি হরিশ ট্যান

স্বামীর পরকীয়ার প্রতিবাদ! অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাস্তায় ফেলে মার, পেটে লাথি

Image
প্রেম করে বিয়ের পর ৮ বছরের সুখের দাম্পত্য। কিন্তু সেই দাম্পত্যে হঠাত্ই ঘুণপোকা বাসা বাঁধে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী। স্ত্রী প্রতিবাদ করতেই তাঁর উপর শুরু হয় অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন। ইতিমধ্যেই দ্বিতীয়বার গর্ভবতী হয়ে পড়েন স্ত্রী। মুখ বুজে সব অত্যাচার সহ্য করে ৮ মাস ধরে শ্বশুরবাড়িতেই ছিলেন গৃহবধূ। কিন্তু, এবার ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামী ও শাশুড়ি যে আচরণ করল, তা অমানবিকতার সব সীমা ছাড়িয়ে গেল। অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, ঘুষি মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। ২০১০ সালে কোলাঘাটের খন্নাডিহি মনসাতলার বাসিন্দা প্রহ্লাদ কয়ালের সঙ্গে বিয়ে হয় পারমিতা কয়ালের। একই পাড়ার বাসিন্দা প্রহ্লাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল পারমিতার। পারমিতার বাড়ি যদিও সেই সম্পর্ককে মানেনি। কিন্তু, বাড়ির অমতেই প্রহ্লাদকে বিয়ে করেছিলেন পারমিতা। নিজের প্রিয় মানুষটিকে বিয়ে করে খুব খুশিও ছিলেন পারমিতা। শখে-আহ্লাদে ভরে উঠেছিল পারমিতার দাম্পত্য জীবন। বছর ঘুরতে ঘুরতেই পারমিতার কোল আলো করে আসে সন্তান। কন্যাসন্তানের জন্ম দেন পারমিতা। স্বামী,

ইসলামপুরে গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু, বন‌্ধ ঘিরে অশান্তি

Image
ইসলামপুরের স্কুলে সংঘর্ষের ঘটনায় আরও এক জনের মৃত্যু হল। শুক্রবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মনের। তাপস ওই দাড়িভিট হাইস্কুলেরই একাদশ শ্রেণির ছাত্র। গতকাল মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক প্রাক্তন ছাত্র। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। অন্যদিকে ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকে উত্তর দিনাজপুর বন্‌ধ ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। কয়েকটি বাসে ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। অবরোধ, লাঠিচার্জ, ইট-পাথর ছোড়া থেকে শুরু করে বোমা-গুলিও চলে বলে অভিযোগ। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয় তাপস। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। শুক্রবার ভোরে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সৌরভ বর্মন নামে আরও এক ছাত্রের পায়ে গুলি লাগে। ইসলামপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দাবি করে,

মহিলাকে ধর্ষণ, মেয়ের শ্লীলতাহানি! কাঠগড়ায় দিল্লির পুলিশকর্তা

Image
রক্ষকই ভক্ষক! বহু ক্ষেত্রে এমন নজির উঠে এসেছে আগেও। এবার কাঠগড়ায় দিল্লি পুলিশের এক এসিপি। দিল্লিরই এক মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, রমেশ দাহিয়া নামে ওই পুলিশ অফিসার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। শুধু তাই নয়, তাঁর মেয়ের শ্লীলতাহানি এবং ছেলেকে অপহরণের মতো গুরুতর অভিযোগও এনেছেন ওই মহিলা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রমেশ দাহিয়া। মহিলার এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দিল্লির ডিসিপি (নর্থ) নুপুর প্রসাদ বলেন, ''মঙ্গলবার আমরা অভিযোগ পাই। ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ-সহ সংশ্লিষ্ট সব ধারায় মামলা রুজু করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য মামলা পাঠানো হয়েছে ক্রাইম ব্রাঞ্চে। ওই বিভাগের গোয়েন্দারাই তদন্ত করবেন।'' মহিলার অভিযোগের সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বামীর বিরুদ্ধে বেশ কিছু অপরাধে যুক্ত থাকার অভিযোগ ছিল। তাঁর মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন রমেশ দাহিয়া। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার তাঁকে ধর্ষণ করেছেন ওই পুলিশ অফিসার। কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেন। এমনকি, রমেশ দাহিয়া তাঁর মেয়ের শ

তৃণমূল নেত্রীর হাতে বন্দুক! কোথায় পেলেন?

Image
প্রবাদ হল, 'ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়'। ব্যাপারটা যেন অনেকটা সেরকমই। সদ্য প্রধানের দায়িত্ব নেওয়া তৃণমূল নেত্রী আলোনা ইয়াসমিনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তা নিয়ে শুরু হয় শোরগোল। ওই ছবিতে দেখা যাচ্ছে, ওই নেত্রী হাতে একটি বন্দুক নিয়ে তা একদিকে তাক করে রয়েছেন। কোথায় পেলেন এই বন্দুক? তাক করে রয়েছেন কার দিকে? তার উপর আবার নেত্রী। সব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। পরে অবশ্য জানা গিয়েছে, তাঁর হাতে ছিল 'এয়ার গান'। পুলিশ জানিয়েছে, ওই গানের জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না। তবে তা রেজিস্ট্রেশন করাতে হয়। কোচবিহারের পুটিমারি-ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন আলোনা ইয়াসমিন। তিনি আক্ষেপ করে বলেন, "যা অবস্থা তাতে তো এখন আর কোনও ছবিও তোলা যাবে না।" পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও তৃণমূল কর্মী খুন হয়েছেন। কোথাও তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছে। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে একাধিক। দিন কয়েক আগেই 'স্টেনগান' হাতে তৃণমূলের দিনহাটার আটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চ

পিপিএফ, এনএসসি ও ডাকঘরের স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদ

Image
ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল? বিগত সাড়ে চার বছর ধরে লাগাতার ব্যাঙ্ক থেকে ডাকঘর জমা টাকার উপর সুদের হার কমেছে। কমেছে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ। মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের মধ্যে তীব্র ক্ষোভ জমা হয়েছে। অবশেষে আর একটি লোকসভা ভোট আসার প্রাক্কালে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। পাবলিক প্রভিডেন্ড ফান্ড, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন স্কিম ও ডাকঘর মাসিক আয় প্রকল্পের প্রতিটিতেই সুদের হার বাড়ানো হচ্ছে আগামী ত্রৈমাসিকে। পাবলিক প্রভিডেন্ড ফান্ডে সুদের হার বেড়ে হল ৮ শতাংশ। ছিল ৭.৬ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে সুদের হার হবে ৮.৫ শতাংশ। ছিল ৮.১ শতাংশ। কিষাণ বিকাশ পত্র প্রকল্পে এখন ১১৮ মাসে জমা টাকা দ্বিগুণ হয়। আজ সুদের হার বেড়ে যাওয়ায় এবার ১১২ মাসে টাকা দ্বিগুণ হবে। একসময় এই কিষাণ বিকাশ পত্র সাড়ে পাঁচ বছরে টাকা দ্বিগুণ করার প্রকল্প ছিল। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পে এবার ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ডাকঘরের মাসিক আয় প্রকল্প খাতে নতুন সুদের হার ধার্য হয়েছে ৭.৭ শতাংশ. সিনিয়র সিটিজেন প্রকল্

বিজেপির ডাকা 12-ঘন্টার বনধ চলছে ইসলামপুরে, মৃতের সংখ্যা বেড়ে হল 2

Image
ইসলামপুর: গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ 12- ঘন্টার বনধ পালন করছে বিজেপি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী,  মারা গিয়েছে দুজন।  গতকালের আহতদের মধ্যে ছিল এক  দশম শ্রেণির ছাত্র। আজ সকালে  আহত ছাত্রকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বনধে ইসলামপুর জেলার সদর রায়গঞ্জে বাস ভাঙচুর করা হয়েছে।পুলিশ পিকেট বসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। প্রসঙ্গত, গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত হয় একজন স্থানীয় যুবক(Islampur clash)। আহত হয় কমপক্ষে পনেরোজন ব্যক্তি। যাদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছে। এই ঘটনা নিয়েই শুরু হয়ে গেল শাসক বিরোধী তরজা। শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার জড়িত থাকার জন্য দায়ী করল আরএসএস ও বিজেপিকে। যদিও, তারা স্বাভাবিকভাবেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্থানীয় দাড়িভিটা হাইস্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই এই সংঘর্ষ বাধে দু'পক্ষের মধ্যে। ছাত্রছাত্রীদের দাবি বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ইসলামপুরে আজ বারো ঘন্টার বনধের ডাক দিল বিজেপি। তৃণমূলের প

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর পাশে অক্ষয়, ৫ লক্ষ টাকা দিলেন অভিনেতা

Image
কৈশোরের গণ্ডি পেরোতে না পেরোতেই শুরু হয়েছিল জীবন সংগ্রাম৷ এক যুবকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল স্কুল পড়ুয়া লক্ষ্মী আগরওয়াল৷ সেটাই ছিল তাঁর 'অপরাধ'৷ শাস্তিও জুটেছিল কপালে৷ প্রত্যাখ্যানের জবাবে ওই যুবক লক্ষ্মীর মুখে ছুঁড়ে দিয়েছিল অ্যাসিড৷ তারপর থেকে জীবন সাক্ষী নানা উত্থান-পতনের৷ পাড়া-প্রতিবেশীর কানাঘুসো, রক্তচক্ষু এড়িয়ে এগিয়ে চলেছেন লক্ষ্মী৷ প্লাস্টিক সার্জারির পর আবারও জীবন স্বাভাবিক ছন্দে ফেরেন তিনি৷ লক্ষ্মী 'চানভ ফাউন্ডেশন' নামে এনজিও'র পক্ষে মহিলাদের অ্যাসিড আক্রমণের বিরুদ্ধে এবং যেসব আক্রান্ত মহিলারা জীবন ফিরে পাচ্ছেন তাঁদের পুনর্বাসনের জন্য ভারতজুড়ে কাজ করতেন লক্ষ্মী৷ প্রায় বছরখানেক ধরে কর্মহীন লক্ষ্মী৷ অর্থ সংকটে ভুগছিলেন তিনি৷ স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের কন্যাসন্তান ও মায়ের খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন লক্ষ্মী৷ কী করবেন ভেবেই পাচ্ছিলেন না তিনি৷ বিপদের দিনে লক্ষ্মীর পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার৷ পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন তিনি৷ অক্ষয়ের পথ ধরেই বহু মানুষ এগিয়ে এসেছেন লক্ষ্মীর পাশে৷ অন্তত দু'শো জন ফোন করেছিলেন ওই মহিলাক

চৌবাগায় লকগেটের কাছে উদ্ধার মহিলার বস্তাবন্দি দেহ

Image
পাম্পিং স্টেশনের ভিতরে লকগেটের কাছে পাওয়া গেল এক অজ্ঞাতপরিচয় মহিলার বস্তাবন্দি দেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পশ্চিম চৌবাগা ড্রেনেজ পাম্পিং স্টেশনের কর্মীরা দু'নম্বর লকগেটের কাছে একটি বড় বস্তা আটকে থাকতে দেখেন। বস্তাটিকে খুঁটিয়ে দেখার পরে তাঁরা বুঝতে পারেন, ভিতরে ভারী কিছু রয়েছে। এর পরেই খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরে পাম্পিং স্টেশনের কর্মীরা লকগেটের মুখ থেকে সেই বস্তা তুলে আনেন। বস্তার বন্ধ মুখ কেটে ২৮-৩০ বছর বয়সী এক মহিলার দেহ পাওয়া যায়। তদন্তকারীরা জানান, লাল রঙের কুর্তি ও কালো পাজামা পরা ওই মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি, কোনও ধরনের নির্যাতনের চিহ্নও মেলেনি। মহিলার হাতে ছিল পলা ও লোহার বালা। তাঁর গালের নীচের অংশে চামড়া কিছুটা কুঁচকে ছিল। তবে তা থেকে যে মহিলার মৃত্যু হয়নি, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত। দেহটি ময়না-তদন্তের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি উদ্ধারের পরেই লালবাজারের গোয়েন্দা বিভাগের কর্তারা ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তের পরে পুলিশকর্তারা জানান, ওই মহিলাকে খুন করা হয়েছে ব

মাঝ আকাশে বিপত্তি জেটে, ক্ষতিপূরণ চাইলেন যাত্রী

Image
নয়াদিল্লি: জেট এয়ারওয়েজের B737 বিমানে প্রেশার নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যান বিমানকর্মী ৷ যার জেরে কেবিন প্রেশার কমে যায় ৷ কেবিন প্রেশারে হেরফের হওয়ার ফলে বিমান মাঝ আকাশে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা ৷ নাক এবং কান থেকে রক্তপাত শুরু হয় যাত্রীদের । বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল । তাঁদেরই একজন ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ৩০ লক্ষ টাকা ও ১০০ টি বিজনেস ক্লাস আপগ্রেড ভাউচার । জেট এয়ারওয়েজ যাত্রীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন এই অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ওই যাত্রী । ক্ষতিপূরণ না দেওয়া হলে গুরুতর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রয়োজন পড়লে ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ করে দেবেন তিনি, জানিয়েছেন ওই যাত্রী । ইতিমধ্যেই চিকিৎসকের নির্দেশে একটি হোটেলে বিশ্রাম করছেন ওই যাত্রী যার ব্যবস্থাও করে দিয়েছে এয়ারওয়েজ। তবে তাতে না-খুশ ওই যাত্রী ।

কাশ্মীরে চার পুলিশ কর্মীকে অপহরণ করল জঙ্গিরা

Image
মহরমের মধ্যে তাঁদের বর্বরচরিত্র বজায় রাখল পাক মদতপুষ্ট জঙ্গিরা। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ান তিন জন পুলিশ অফিসারকে হত্যা করল তারা৷ এখনও নিখোঁজ আরও এক পুলিশ কর্মী। এদিন সকালেই চারজনকে প্রথমে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহৃত পুলিশ কর্মীদের মধ্যে তিনজন উচ্চপদস্থ আধিকারিক ও একজন পুলিশ কর্মী রয়েছেন৷ অনুমান, শহিদ জওয়ান নরেন্দ্র কুমারের মতোই তাঁদেরও অপহরণ করা হয়েছে৷ এর পিছনে উপত্যকায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের হাত রয়েছে বলেই আশঙ্কা৷ এছাড়া, বান্দিপোড়ার জঙ্গলে দুই জঙ্গিকে নিকেশ করেছে বিএসএফ জওয়ানরা৷ এখনও চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই৷ ইতিমধ্যেই পাক রেঞ্জার্স ও উপত্যকায় আত্মগোপন করে থাকা পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে সেনাকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বুধবার বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারকে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে পাক রেঞ্জার্সরা৷ ঠিক তার তারপরের দিনই, বৃহস্পতিবার বান্দিপোড়ার জঙ্গলকে ব্যবহার করে জম্মু-কাশ্মীরের অন্দরে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার বান্দিপোরার জঙ্গলে সন্দেহভাজন গতিবিধি চোখে পড়ে৷ এরপর সেখানে

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A7 (2018)

Image
মঙ্গলবার নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের ঘোষণা করল Samsung। নতুন এই ফোনের নাম Samsung Galaxy A7 (2018)। দক্ষিণ কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। Galaxy A7 (2018) এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা। Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা। কত দাম? কোথায় পাবেন? Samsung জানিয়েছে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে এই ফোনলঞ্চ করা হবে। পরে বিশ্ববাজারে নিয়ে আসা হবে Samsung Galaxy A7 (2018)। 11 অক্টোবর নতুন এক ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা।    Samsung Galaxy A7 (2018) স্পেসিফিকেশান ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ। ছবি তোলার জন্য Samsung  Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার,

অপুষ্টি দূরীকরণে রেশনে মিলবে ভিটামিন চাল

Image
দেশ থেকে অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে রেশনে ভিটামিন-যুক্ত চাল বিলির পরিকল্পনা নরেন্দ্র মোদী সরকারের। দেশের সব রাজ্যে একটি করে জেলা বেছে নিয়ে সেখানে 'পাইলট প্রজেক্ট' চালু করতে চাইছে তারা। রাজ্যগুলির মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। দেশের আর্থিক সমৃদ্ধি ঘটলেও বড় অংশের মানুষ এখনও রক্তাল্পতায় ভোগেন। তার অন্যতম বড় কারণ হল অপুষ্টি। সকলকে পুষ্টিকর খাবার জোগাতে তাই রেশনের মাধ্যমে ভিটামিন, মিনারেল, আয়রন যুক্ত চাল বিলির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাইস মিলেই এই বিশেষ ধরনের চাল উৎপাদন করা সম্ভব। যার বৈজ্ঞানিক নাম রাইস ফর্টিফিকেশন। রেশনের মাধ্যমে সেই চাল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, দেশের প্রায় ৫৮ শতাংশ শিশু (৬-৫৯ মাস) এবং ৫৩ শতাংশ সন্তানসম্ভবা মহিলা রক্তাশূন্যতায় ভোগেন। ছেলেদের মধ্যে যাঁদের বয়স ১৫-৪৯ বছরের মধ্যে, তাঁদের প্রায় ২২ শতাংশই অ্যানিমিয়ার শিকার। একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ পুষ্টিকর খাবার দরকার, সেটা দেশের প্রায় ৫০-৭০ শতাংশ মানুষই পান না। যদিও কোনও দেশের উন্নতির সূচক হিসাবে এ এক অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড। সেই ঘা

যাদবপুরে সচিনের বদলে ডিলিট মেরি কম-কে

Image
কলকাতা: এর আগেও তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট ফিরিয়ে দিয়েছিলেন৷ ক্রিকেটের ইশ্বর সচিন তেন্ডুলকর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মানও নিতে রাজি হলেন না৷ ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তে ভারতীয় বক্সার মেরি কমকে সাম্মানিক ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সমাবর্তনে৷ সেদিন সচিনকে সম্মানিত করতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছিল। সচিনকে ডি-লিট দেওয়া হবে, এই খবর জানাজানি হতে ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়। সচিন তা নিতে অস্বীকার করায় এখন সেখানে হঠাৎ করে বিষাদের সুর বাজছে৷ সচিন ইমেল করে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন, নীতিগত কারণে তিনি এই সাম্মানিক ডি-লিট গ্রহণ করতে পারছেন না। তা জানার পর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে সচিনের পরিবর্তে কাকে সম্মানিত করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী বক্সার মেরি কমকে এজন্য বেছে নেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছেন, মেরি কমের হাতে সমাবর্তনের দিনই ডি-লিট উঠবে। এজন্য ইতিমধ্যে মেরি কমকে বিষয়টি জানান হয়েছে তবে এখনও তাঁর

জওয়ানের দেহ ছিন্নভিন্ন করার আগে সীমান্ত ঘেঁষে উড়েছিল পাক হেলিকপ্টার!

Image
শ্রীনগর: বিএসএফ হেড কনস্টেবল নরেন্দ্র সিংয়ের দেহ ক্ষতবিক্ষত করে, মাথা দেহ থেকে আলাদা করার প্রচেষ্টায় ফের যে বর্বর, নৃশংস মনোভাবের পরিচয় দিয়েছে পাকিস্তান তাতে সরগরম গোটা দেশ৷ তবে এই ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এই ঘটনা ঘটার ঠিক একদিন আগে দেশে সীমান্তের কাছে একটি পাক হেলিকপ্টার দেখতে পেয়েছিল বিএসএফ৷ সেই হেলিকপ্টারটি কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে যায় বলে জানা যায়৷ প্রসঙ্গত, মঙ্গলবারে পাক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে নরেন্দ্র সিং নামে বিএসএফ-এর হেড কনস্টেবল শহিদ হন৷ জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরের ঘটনা৷ ১৮ অগস্ট, ইন্দো-পাক সীমান্তে ওই বিএসএফ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই জওয়ান৷ সূত্রের খবর, পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম তাকে নৃশংসভাবে হত্যা করে৷ জওয়ানের অস্ত্র কেড়ে নেওয়া হয়, চিরে দেওয়া হয় গলা৷ দেহে একাধিক ছুরির আঘাতও রয়েছে৷ শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার মতো বর্বরোচিত প্রচেষ্টাও বাদ যায়নি বলে জানা গিয়েছে৷ অনুসন্ধানের সময় শহিদ জওয়ানের দেহ উদ্ধার হয়৷ এই ঘটনার পরেই ইন্দো-পাক ক্র

ক্রেডিট কার্ড ছাড়াই আমাজন থেকে EMI এর মাধ্যমে কেনাকাটা করবেন কীভাবে?

Image
ডেবিট কার্ডের মাধ্যমে EMI পরিষেবা শুরু করেছে আমাজন। আপাতত নির্বাচিত কিছু গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারে গ্রাহক ডেবিট কার্ড ব্যবহার করে EMI এর মাধ্যমে আমাজন থেকে বিইন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন। ক্যাপিটাল ফ্লোটের সাথে হাত মিলিয়ে এই ফিচার শুরু করেছে আমাজন। আপাতত HDFC, ICICI, কোটাক মহিন্দ্রা ও কানাড়া ব্যাঙ্কের গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবে। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকরা এই সুবিধা পাবেন। তিন মাস থেকে বারো মাস পর্যন্ত EMI এর সুবিধা পাওয়া যাবে।  কীয়াবে রেজিস্টার করবেন? আপাতত নির্বাচিত্ত কিছু গ্রাহককে এই সুবিধা ব্যবহার করতে দিচ্ছে আমাজন। এর পরে কোন গ্রাহককের কাছ থেকে অমন্ত্রণ পেলে তবেন ডেবিট কার্ড ছাড়া EMI এর সুবিধা পাওয়া যাবে। PAN নম্বর ও আধার নম্বরের মাধ্যমে এই পরিষেবায় রেজিস্টার করা যাবে। আধার নম্বর যে মোবাইল নম্বরে লিঙ্ক করা আছে সেই মোবাইল ননবরে একট্টি OTP পৌঁছাবে। তবে এই পরিষেবায় ক্রেডিট লিমিট আমাজন ঠিক করবে না। অটো রি পেমেন্টের জন্য আমাজনে ডেবিট কার্ড লিঙ্ক করে রাখা বাধ্যতামূলক। তবে নতুন এই সাঋসে কিছু শর্ত রয়েছে। আমাজনে একটি জিনিসের দাম অন্তত ৮০০০ টাক

২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করতে দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ ইউজিসি-র

Image
নয়াদিল্লি: দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ২৯ সেপ্টেম্বরকে 'সার্জিক্যাল স্ট্রাইক দিবস' হিসাবে পালনের নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তারা দিনটি পালনে যেসব প্রস্তাব দিয়েছে, তার মধ্যে আছে, ওইদিন সশস্ত্র বাহিনীর বলিদানের ব্যাপারে প্রাক্তন সমরকর্তাদের ভাষণের আয়োজন হোক, প্রদর্শনী হোক, সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনের অঙ্গীকার প্রকাশ করে গ্রিটিংস কার্ড পাঠান সবাই। বৃহস্পতিবার ইউজিসি উপাচার্য্যদের পাঠানো এক বার্তায় বলেছে, সব বিশ্ববিদ্যালয়ের এনসিসি ইউনিটের ২৯ সেপ্টেম্বর বিশেষ প্যারেডের আয়োজন করা উচিত, সেখানে এনসিসি কম্যান্ডাররা সীমান্ত সুরক্ষার পদ্ধতি, প্রকরণ নিয়ে ভাষণ দেবেন। বিশ্ববিদ্যালয়গুলি সশস্ত্র বাহিনীর অবদান, বলিদান সম্পর্কে পড়ুয়াদের অবহিত করতে প্রাক্তন সামরিক অফিসারদের ডেকে এনে আলোচনার ব্যবস্থাও করতে পারে। ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে একটি মাল্টিমিডিয়া এক্সিবিশন হবে। দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, গুরুত্বপূর্ণ শহর, ক্যান্টনমেন্টে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পড়ুয়া, ফ্যাকাল্টি সদস্যদের সেখানে যাওয়ার জন

কান্নার শক্তিও নেই কঙ্কালসার চেহারাগুলোর

Image
অপুষ্ট কঙ্কালসার শিশুদের চেহারা দেখে চমকে উঠছেন সবাই। কিন্তু পরিস্থিতি পাল্টাতে পারছেন না কেউই। এখন কান্নার ক্ষমতাটুকুও নেই শিশুদের শরীরে। একটি ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ইয়েমেনে অন্তত ৫০ লক্ষ শিশু দুর্ভিক্ষের মুখে। সৌদি নেতৃত্বাধীন জোট দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দরকে কেন্দ্র করে বড়সড় অভিযান চালাচ্ছে। তাতে মারাত্মক ক্ষতি হচ্ছে শিশুদের। হুথি জঙ্গিদের হাতে থাকা হোদেইদা নামে ওই বন্দরের দখল নিতে চায় সৌদি জোট। স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, এই বন্দরের ক্ষতি হলে অথবা সাময়িক ভাবে এটি বন্ধ করা হলে চড়চড়িয়ে বা়ড়বে তেল আর খাবারের দাম। যার জেরে আরও ১০ লক্ষ শিশুর জীবন বিপন্ন হতে পারে।  স্বেচ্ছাসেবী সংস্থার সিইও হেল থর্নিং শ্মিট বলছেন, ''লক্ষ লক্ষ শিশু জানে না যে, পরের বারের খাবারটা পাবে কি না। উত্তর ইয়েমেনের একটি হাসপাতালে গিয়ে দেখেছি, বাচ্চাদের শরীরে কান্নার শক্তিটুকুও নেই। খিদেয় শরীরটাও নাড়াতে পারছে না। আমার ধারণা, ইয়েমেনের যে কোনও হাসপাতালে গেলেই এই দৃশ্য দেখা যাবে।'' তাঁর মতে, ''হোদেইদায় যা চলছে, তার প্রভাব ইয়েমেনের শিশুদের উপরে সরাসরি পড়ছে। গুরুত্বপূর্ণ

চেম্বার লাগোয়া গোপন বেডরুমে ছাত্রীকে ধর্ষণ, ধৃত প্রিন্সিপাল, শিক্ষক

Image
স্কুলে তাঁর চেম্বার লাগোয়া গোপন একটি বেডরুমে টানা এক মাস ধরে একটি ছাত্রীকে ধর্ষণ করেছেন প্রিন্সিপাল। তাঁর সঙ্গী হয়েছেন আরেক শিক্ষক। প্রথম বার ধর্ষণের ভিডিয়ো তুলে রেখেছিলেন প্রিন্সিপাল ও সেই শিক্ষক। মা, বাবাকে জানালে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলে ছাত্রীটিকে 'ব্ল্যাকমেল'ও করা হয়েছে। পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের দায়ে শেষমেশ গ্রেফতার হলেন পটনার ফুলওয়ারিশরিফ থানা এলাকার একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল ও সেই শিক্ষক। তলপেটে ব্যথার কথা ছাত্রীটি তার মা, বাবাকে জানানোর পর তার মেডিক্যাল পরীক্ষা করা হয়। তার রিপোর্ট জানিয়েছে, ছাত্রীটি গত তিন সপ্তাহ ধরে গর্ভবতী। এর পরেই স্কুলের প্রিন্সিপাল ও এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, ছাত্রীটিকে অভিযুক্ত শিক্ষক বলেন, তার পরীক্ষার উত্তরপত্রে নম্বর দেওয়ার ব্যাপারে কথা বলতে প্রিন্সিপাল তাকে তাঁর ঘরে ডেকেছেন। ছাত্রীটি সেখানে যেতেই প্রিন্সিপাল আর ওই শিক্ষক তাকে ধর্ষণ করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ছাত্রীটি ঘটনার কথা মা, বাবাকে জানালে প্রথম ধর্ষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হ

জীবনের বিনিময়ে এত টাকা! হতবাক রানি

Image
কষ্টেসৃষ্টে হয়তো পাঁচ হাজার টাকা গুনতে পারবেন। পঞ্চাশ হাজার? সে তো অনেক টাকা বলে শুনেছেন। জীবনে চোখেই দেখেননি। আর পঞ্চাশ লক্ষ! পাঁচের পিছনে ক'টা শূন্য যে হতে পারে, ভেবে কূল-কিনারাই পাচ্ছেন না রানি।  সাত দিন আগে যাঁর অ্যাকাউন্টে পাঁচশো টাকাও ছিল না, দিল্লির দ্বারকা এলাকার সেই রানি এখন পঞ্চাশ লক্ষ টাকার মালিক। দিনমজুর অনিল নিজের জীবন দিয়ে আর্থিক ভাবে স্বাবলম্বী করে দিয়ে গিয়েছেন রানি ও তাঁর ছেলে-মেয়েদের। সেই টাকা কী ভাবে হাতে পাবেন, তা নিয়ে স্পষ্ট কোনও ধারণা না থাকলেও যে ভাবে সরকার থেকে স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের পাশে দাঁড়িয়েছে, তাতে ভরসা পেয়েছেন রানি। আর্থিক স্বাধীনতার কারণে ঘিঞ্জি এক কামরার বাড়ি ছেড়ে একটি নিজস্ব বাড়ি, ছেলের জন্য ভাল স্কুল, মানসিক ভাবে অসুস্থ মেয়ের জন্য সুচিকিৎসার স্বপ্ন দেখছেন তিনি।  অথচ, কয়েক দিন আগে পর্যন্ত ছবিটা একদম উল্টো ছিল। গত এক মাস ধরে বাড়ি ভাড়া দেওয়া হয়নি। আর সে জন্যই বাড়তি রোজগারের আশায় দিনমজুরি করা অনিল গত শুক্রবার দ্বারকার দাবরি মোড় এক্সটেনশন এলাকায় নালা পরিষ্কার করতে নেমে পড়েছিলেন। প্রতিবেশী রাহুলের কথায়, ''সম্ভবত ছোট নালা সাফ করতে করতে

সকালেও ছেলে ছিল সুস্থ সবল, বিকেলেই বজ্রপাত! শোকে বিহ্বল রাজেশের পরিবার

Image
সকালেও ছেলেকে দেখেছেন সুস্থ সবল। কিন্তু বিকেলেই মাথায় বজ্রপাত। এখনও সেই ঘটনার কথা বলতে গিয়ে ঢুকরে উঠছিলেন নীলকমল সরকার। রাজেশ সরকারের বাবা। নীলকমলবাবু বলছিলেন, ''আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ শুনি গুলির আওয়াজ। ছুটে যাই সঙ্গে সঙ্গে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখি মাটিতে পড়ে ছটফট করছে রাজেশ। সমানে রক্ত ঝরছে।'' তাঁর কথায়, গলার গামছা দিয়ে বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করা হয় প্রথমে। তার পর দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু কিছুই করা যায়নি। নীলকমলবাবু ফের ঢুকরে উঠলেন, ''চোখের সামনে দেখলাম, ছেলেটা মারা গেল।'' রাজেশের আর এক আত্মীয় যতীন সরকার বলছিলেন, ''রাজেশ তো নিরীহ ছেলে। কী ভাবে ও গোলমালের মাঝে ঢুকে পড়ল!'' নীলকমলবাবু বলেন, ''পুলিশ অন্যায় ভাবে গুলি চালিয়েছে আমার ছেলের উপর।'' সাধারণ পরিবার রাজেশদের। সামান্য কিছু জমিতে বাবা চাষবাস করেন। রাজেশের ছোট ভাই কলেজে পড়ে। রাজেশ আইটিআইয়ের ছাত্র। একই সঙ্গে তিনি রোজগারের চেষ্টাও করতেন। পাড়ার লোকেদের কথায়, না হলে সংসার চলবে কী করে! রাজেশের বাড়ি স্কুল থেকে ৫০০ মিটার দূরে। তিনি দুপু

শিক্ষক নিয়োগ নিয়ে রণক্ষেত্র ইসলামপুর, গুলিতে মৃত ১ ছাত্র, সাসপেন্ড ডিআই

Image
শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছিল দু'দিন ধরেই। বৃহস্পতিবার দুই শিক্ষক যখন এসে স্কুলে যোগ দেন, তাতে যেন ক্ষোভের আগুনে ঘি পড়ে। প্রথমে অবরোধ, তার পরে লাঠি, ইট-পাথর তো বটেই, বোমা-গুলিও চলে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আইটিআইয়ের ছাত্র রাজেশ সরকারের (২০)। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষে ৬ জন পুলিশ, ১০ জন ছাত্র ও ৪ জন শিক্ষক জখম হয়েছেন। পুলিশ অবশ্য গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ''কেন এমন ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।'' পড়ুয়াদের অভিযোগ, স্কুলে বাংলা শিক্ষক কম রয়েছে, অথচ নিয়োগ করা হচ্ছে সংস্কৃত ও উর্দুর শিক্ষক। এই নিয়েই গত কয়েক দিন ধরে তারা ক্ষোভ জানাচ্ছিল। পুলিশ সূত্রে দাবি, তাদের পিছনে মদত ছিল স্থানীয় বাসিন্দাদের একাংশেরও। এ দিন যখন জানা যায় এর মধ্যেই এক জন সংস্কৃত ও এক জন উর্দুর শিক্ষক স্কুলে যোগ দিয়েছেন, তখন পড়ুয়ারা খেপে যায়।  স্থানীয় সূত্রে দাবি, পড়ুয়ারা প্রথমে স্কুলের ফটকে তালা ঝোলায়। তার পরে দুপুর দেড়টা নাগাদ ইসলামপুর-গোয়ালপোখর সড়ক অবরোধ করে। দু'