মাঝ আকাশে বিপত্তি জেটে, ক্ষতিপূরণ চাইলেন যাত্রী


নয়াদিল্লি: জেট এয়ারওয়েজের B737 বিমানে প্রেশার নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যান বিমানকর্মী ৷ যার জেরে কেবিন প্রেশার কমে যায় ৷ কেবিন প্রেশারে হেরফের হওয়ার ফলে বিমান মাঝ আকাশে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা ৷ নাক এবং কান থেকে রক্তপাত শুরু হয় যাত্রীদের । বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল । তাঁদেরই একজন ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ৩০ লক্ষ টাকা ও ১০০ টি বিজনেস ক্লাস আপগ্রেড ভাউচার ।

জেট এয়ারওয়েজ যাত্রীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন এই অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ওই যাত্রী । ক্ষতিপূরণ না দেওয়া হলে গুরুতর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রয়োজন পড়লে ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ করে দেবেন তিনি, জানিয়েছেন ওই যাত্রী । ইতিমধ্যেই চিকিৎসকের নির্দেশে একটি হোটেলে বিশ্রাম করছেন ওই যাত্রী যার ব্যবস্থাও করে দিয়েছে এয়ারওয়েজ। তবে তাতে না-খুশ ওই যাত্রী ।