Posts

Showing posts from August 21, 2018

এড়ানো যেত কেরলের বন্যা, জানালেন বিশেষজ্ঞরা

Image
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, জুলাই মাসের মাঝামাঝি থেকেই বেশিরভাগ বাঁধ ও জলাধারের জলস্তর ৮৫ থেকে ১০০ শতাংশে পৌঁছে গিয়েছিল। ছোট্ট রাজ্যটিতে রয়েছে ছোট-বড় ৪৪টি নদী ও ৪২টি বাঁধ ও জলাধার। যার মধ্যে মোট ১২টি বাঁধ রয়েছে ইদুক্কি জেলায়। তার পরেই নাম আসে পারাক্কাড় জেলার। এবং বিশেষজ্ঞদের মতে, কেরল সরকার যদি ৩৯টি বাঁধ থেকেও জল ছেড়ে দিত, সে ক্ষেত্রে হয়তো এমন প্রাণনাশ ও ক্ষয়ক্ষতি হতো না।   সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, জুলাই মাসের মাঝামাঝি থেকেই বেশিরভাগ বাঁধ ও জলাধারের জলস্তর ৮৫ থেকে ১০০ শতাংশে পৌঁছে গিয়েছিল। এমনটাই জানা গিয়েছে কেরলের রাজ্য ইলেকট্রিসিটি বোর্ড থেকে। আবহাওয়া দফতর থেকে আগেই বলা হয়েছিল যে, এই মরসুমে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে রাজ্যে। এবং তাই-ই হয়েছে। অন্যান্য বছরের জুন মাসে ১৫ শতাংশ ও জুলাইয়ে ১৮ শতাংশ বেশি বর্ষণ হয়েছে এ বছর। ৮ অগস্ট থেকে বৃষ্টির তোড় বেড়ে যায় হঠাৎই। এবং ৯ তারিখ, ইদ্দুকির পাঁচটি বাঁধ একই সঙ্গে খুলে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, বাঁধগুলি অনেক আগেই খুলে দেওয়া উচিত ছিল। বিশেষত, যখন তা ৮০ শতাংশ পেরিয়ে গিয়েছিল।  এক দিকে প্রবল বৃষ্টি

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অক্ষয়, মাইলস্টোন এবার ‘গোল্ড’

Image
নতুন রেকর্ড গড়লেন অক্ষয় কুমার। নিজের রেকর্ড ভাঙলেন নিজেই। তাঁর অভিনীত ছবি 'গোল্ড' ভাঙল 'সিং ইজ ব্লিং'-এর রেকর্ড। এতদিন অক্ষয় কুমার অভিনীত ছবির মধ্যে প্রথমদিন সর্বাধিক ব্যবসা করেছিল 'সিং ইজ ব্লিং'। প্রথমদিন ছবিটি আয় করেছিল ২০.৬৭ কোটি টাকা। কিন্তু সম্প্রতি 'গোল্ড' এই রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটি ২৭ কোটি টাকা আয় করেছে প্রথমদিনে। টপকে গিয়েছে 'সিং ইজ ব্লিং'-এর রেকর্ড। ছবির কাহিনি স্বাধীনতার আগের। ইংরেজ আমলের। বিদেশের মাটিতে এক বাঙালি যুবকের 'গোল্ড' জেতার কাহিনি। সে লড়াই ছিল হকির ময়দানে। এ এক অন্য স্বাধীনতার গল্প। যা বোধহয় অনেকেরই অজানা। তবে আর নয়। স্বাধীনতার সে সেনানিকে এবার পর্দায় ফুটিয়ে তুলেছেন অক্ষয়। পরিচালক রিমা কাগতি। এই প্রথম বাঙালির হকি খেলার প্রতি ভালবাসাকে পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত 'গোল্ড'-এ অক্ষয় ছাড়াও রয়েছেন কুণাল কাপুর, অমিত সাধ এবং মৌনী রায়। স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে 'গোল্ড'। ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে প্রথম হকিতে সোনা জেতে ভারত। স্বাধীন ভারতে

বৌদি বলেছিলেন জানিয়ে দেবে সব কথা, ভয়েই আত্মঘাতী প্রেমিক ‘দেওর’

Image
টোটো নিয়ে প্রতিদিন তাঁর বাড়ির সামনে দিয়েই যেতেন। বেশ কয়েকবার সেই টোটোতে উঠেওছিলেন মহিলা। সেই থেকেই পরিচয়। টোটোয় চেপে ঘুরতে ঘুরতেই গাঢ় হতে থাকে সম্পর্কের রং। বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়। সময়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে থাকে সম্পর্ক। টোটোচালকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হন প্রতিবেশী 'বৌদি'। কিন্তু 'বৌদি'র ভালোবাসা যে আসলে ছিল প্রতারণা, তা বুঝতে দেরি হয়নি যুবকের।  জানতে পেরেছিলেন, ভালোবেসে যাঁর সঙ্গে অন্তঃরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন, তিনি আসলে তাঁকে ফাঁসানোর জন্যই এ কাজ করেছেন। নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন যুবক। মঙ্গলবার নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার দক্ষিণ গনিপুরে এক যুবকের আত্মহত্যার ঘটনার নেপথ্যে উঠে এল মর্মান্তিক সত্য। বছর উনিশের যুবক শিবনাথ নস্কর। স্কুল ফাইনালের পর আর পড়াশোনা করেননি তিনি। দিদিমার কিনে দেওয়া টোটো চালিয়েই পরিবারের পাঁচ সদস্যের মুখে অন্ন তুলে দিতেন। মাস তিনেক আগে দক্ষিণ গনিপুরেরই বাসিন্দা বনিতা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রথমে আর পাঁচ জন সাধারণ যাত্রীর মতো বনিতাও ছিল শিবনাথের টোটোর

সাড়ে ১৭ হাজার কোটির প্রতারণা রোজভ্যালির, প্রথম চার্জশিটে জানাল ইডি

Image
রোজভ্যালী কর্ণধার গৌতম কুণ্ডু। গৌতম কুণ্ডুর রোজভ্যালি গোষ্ঠী বাজার থেকে সাড়ে ১৭ হাজার কোটি টাকা তুলেছিল। ডিভেঞ্চার মামলার পর চিট ফান্ড মামলায় প্রথম চার্জশিটে আদালতকে এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, প্রথম চার্জশিট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আদালতের কাছে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার অনুমতি চেয়েছে ইডি। তিন হাজার পাতার চার্জশিটে জেলবন্দি রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ছাড়াও নাম রয়েছে আরও দুই ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় এবং শিবময় দত্তের। চার্জশিটে অভিযুক্তের তালিকায় রয়েছে রোজভ্যালি হোটেল, রিয়েল এস্টেট এবং এন্টারটেনমেন্ট সংস্থা। চার্জশিট অনুযায়ী, এই সংস্থাগুলিকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা এবং ত্রিপুরা থেকে এই টাকা তুলেছিল রোজভ্যালি। সেই টাকার একটা অংশ লগ্নিকারীদের ফেরৎ দেওয়া হলেও বেশির ভাগ টাকাই আত্মসাৎ করা হয়েছে বলে চার্জশিটে জানিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, প্রথম চার্জশিটে মূলত কী কী ভাবে রোজ ভ্যালির এই সংস্থাগুলি টাকা তুলেছে এবং কী ভাবে সেই টাকা পাচার করেছে, সেই সংক্রান্ত তথ্য-প্রমাণ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে, রোজভ্যালির এই ডিরেক্টররা ছা

চাকরির টোপে এনে সোজা ডান্স বারে, হাওড়ায় উদ্ধার ৫৫ তরুণী

Image
পানশালা থেকে উদ্ধার হওয়া তরুণীরা। পঞ্জাবের জলন্ধর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বাড়ি। নিম্নবিত্ত পরিবার। স্থানীয় এক যুবকের মাধ্যমে যোগাযোগ হয় একটি চাকরির এজেন্সির সঙ্গে। সেই এজেন্সির মাধ্যমেই হোটেলে হাউস কিপিংয়ের কাজের প্রতিশ্রুতি পেয়ে প্রায় এক বছর আগে কলকাতায় এসেছিলেন এক পঞ্জাবি তরুণী। এজেন্সির লোক মারফৎ তিনি পৌঁছন তপসিয়া এলাকার একটি হোটেলে। কিন্তু সেখানে তাঁকে বলা হয়, হাউস কিপিং নয়, কাজটা আসলে বারে নাচ করার। প্রথমে তিনি রাজি হননি। কিন্তু তাঁর পরিচয়পত্র থেকে শুরু করে সমস্ত নথি তখন সেই এজেন্সির কব্জায়। ওই হোটেলেই তাঁকে আটকে রাখা হয় তিন দিন। সম্পূর্ণ অজানা একটি শহরে তখন সেই এজেন্সির কথা মতো না চলে উপায় ছিল না তাঁর। বাধ্য হয়েই তখন ডান্স বারে নাচতে রাজি হতে হয় ওই তরুণীকে। রাজি হওয়ার পর তাঁকে অন্য মেয়েদের সঙ্গে পার্ক সার্কাস এলাকার একটি ফ্ল্যাটে রাখা হয়। সেখানেই চলে প্রাথমিক নাচের প্রশিক্ষণ। এ রকম ভাবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ৫৫ জন তরুণীকে কোনা এক্সপ্রেসওয়ের ধারে এবং হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার চারটি ডান্স বারে অভিযান চালিয়ে উদ্ধার করেছে হাওড়া কমিশনারেটের পুলিশ। উদ্ধার হওয়

নাবালিকা ধর্ষণে দু’মাসেই মৃত্যদণ্ড দুই অভিযুক্তকে

Image
ভোপাল: আট বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ফাঁসির নির্দেশ দেওয়া হল দুই অভিযুক্তকে। ঘটনার দু'মাস পরেই মধ্যপ্রদেশের মান্দসৌরের গণধর্ষণের শাস্তিস্বরূপ দেওয়া হল মৃত্যুদণ্ড। মাস দুয়েক আগে, মধ্যপ্রদেশের মান্দসৌরে আট বছরের ওই নাবালিকার গণধর্ষণের ঘটনা ঘটে। অপরাধীর ফাঁসি চেয়ে হাজার হাজার মানুষ পথে নামে। এদিন নির্যাতিতার বাবাও মেয়ের ধর্ষকদের ফাঁসি চেয়েছিলেন। গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে যায় ইরফান, আসিফ সহ–আরও কয়েকজন। পরের দিন সকালে উদ্ধার হয় শিশুটির ক্ষতবিক্ষত অসার দেহ। গণধর্ষণের পর ধারাল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুই অভিযুক্ত আসিফ ও ইরফানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তদন্তের দায়িত্বভার গ্রহণ করে সিট। এরপর গত মাসে সিটের তরফে ৫০০ পাতার একটি চার্জশিট পেশ করা হয়। প্রমাণস্বরূপ, সিসিটিভি ফুটেজ ও ভিডিও জমা দেওয়া হয়েছ।

ভয়াবহ বন্যায় বানভাসি কেরল, ব্যাঙ্কিং পরিষেবায় নয়া নীতি নিল SBI

Image
কেরলের বানভাসি মানুষদের কথা ভেবে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক, SBI ৷ তিরুঅনন্তপুরম: ভগবানের আপন দেশে প্রকৃতির ধ্বংসলীলা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরল। এখনও পর্যন্ত মৃত ৩৬০ জন ৷ গৃহহীন ১০ লক্ষ মানুষ ৷ ৮৭ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি দক্ষিণের এই রাজ্য ৷ নিপার পর বন্যার ধাক্কায় বেসামাল রাজ্যকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এসেছে ভারতের বাকি রাজ্য সহ বিশ্বের অনেক দেশ ৷ কেরলের বানভাসি মানুষদের কথা ভেবে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক, SBI ৷ বানভাসি মানুষদের হয়রানি কমাতে আপাতত কেরলে বিনামূল্য ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ বিবৃতি জারি করে এসবিআই জানিয়েছে, জরুরি ও গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা কেরল বাসিন্দাদের আপাতত বিনামূল্যে দেওয়া হবে ৷ বন্যায় ভেসে যাওয়া পাসবুক, এটিএম কার্ড, চেক বুক এর মতো ব্যাঙ্ক নথির ডুপ্লিকেট কপি কোনওরকম চার্জ ছাড়াই ইস্যু করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ এছাড়া কেরলবাসীদের জন্য ইএমআই পেমেন্টে দেরি হলেও কোনও জরিমানা না নেওয়ার সিদ্ধান

এক কোটি কর্মসংস্থান রাজ্যে! ক্ষুদ্র-মাঝারি শিল্পের প্রসারে ‘মাস্টারপ্ল্যান’ তৈরি মমতার

Image
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সাফল্যের কথা তুলে ধরে দফতরের আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ক্ষুদ্ধ ও মাঝারি শিল্পের মাধ্যমে বহু কর্মসংস্থান ঘটে। সেই কথা মাথায় রেথে সবাইকে ময়দানে নেমে কাজ করতে হবে। এই পরিপ্রেক্ষিতে তিনি যেমন গত সাত বছরে এক কোটি কর্মসংস্থানের উদাহারণ তুলে ধরেছেন, তেমনই ভবিষ্যতের লক্ষ্যমাত্রাও সামনে রেখেছেন। সোমবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত সাত বছরে দেশের মধ্যে সবথেকে বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট গড়ে উঠেছে। এই ক্ষুদ্র ও মাঝরি শিল্প ইউনিটের সংখ্যা ৫২ লক্ষেরও বেশি। সাত বছরে গড়ে নতুন ইউনিট নথিভুক্তের সংখ্যাও ২৮ হাজার অধিক। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প আরও গড়ে তুলতে হবে। সেজন্যই মাঠে নেমে কাজ করার দরকার। সরকারি দফতরের আধিকারিকদের জন্য তাই বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৮১টি ক্লাস্টার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের ব্যাপারে আগ্রহী। এই মর্মে শ

চন্দ্রবোড়ার ছোবল খেয়েও ৯৬ ঘণ্টা পাড়ি যুবকের

Image
ক্যানিং হাসপাতালে ভর্তি হওয়ার আগে মধুসূদন। কর্নাটকে কাজ করতে গিয়ে সাপের ছোবল খেয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা মধুসূদন সর্দার। সেখানের কোনও হাসপাতালে ভর্তি না করিয়ে তাঁকে ট্রেনে চাপিয়ে ক্যানিংয়ে নিয়ে এলেন তাঁর সঙ্গীরা। প্রায় ৯৬ ঘণ্টা পরে ক্যানিং হাসপাতালে শুরু হল তাঁর চিকিৎসা। চিকিৎসকেরা জানিয়েছেন, এতটা সময় নষ্ট হওয়ার জন্য মধুসূদনের অবস্থা সঙ্গীন। তাঁকে সিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দেওয়া হয়েছে ৩০টি এভিএস। কিন্তু কেন কর্নাটকের কোনও হাসপাতালে যাননি মধুসূদনের সঙ্গীরা?    মধুসূদনের স্ত্রী কবিতা বলেন, ''ওঁদের কাছে বেশি টাকা ছিল না। তাই স্থানীয় এক কবিরাজের ওষুধ খাইয়ে তাঁরই কথামতো বাড়ি নিয়ে আসার জন্য ট্রেনে উঠেন অন্যরা। ট্রেনে রক্তবমি করতে থাকলে আমাদের ফোনে খবর দেওয়া হয়।'' রোগীর আত্মীয় সাধন সর্দার বলেন, ''সাপে কামড়ানোর পর ওরা যদি আমাদের জানাত, তাহলে কাছাকাছি কোনও হাসপাতালেই যেতে বলতাম। কিন্তু ওরা ট্রেনে উঠে জানানোয় আর কিছু করার ছিল না।'' চিকিৎসকেরাও জানিয়েছেন, সাপের কামড়ের চিকিৎসা সম্পর্কে জ্ঞান না থাকার জন্যই এই কাণ্ড ঘটেছে। গোসাবার অ্যানপুরে বা

এসপিকে জড়িয়ে ধরার চেষ্টা ডিআইজির, সামনেই পর্ন দেখার অভিযোগ

Image
জোর করে জড়িয়ে ধরার চেষ্টা। সামনেই পর্নোগ্রাফি দেখা। চাকরিতে পদোন্নতি আটকে দেওয়ার হুমকি। অন্য দফতরে বদলির আবেদন আটকে দেওয়া। এমনই একাধিক যৌন হেনস্থার অভিযোগ তুললেন তামিলনাড়ুর এক মহিলা পুলিশ সুপার। অভিযোগ আবার তাঁরই ঊর্ধ্বতন পুলিশ অফিসার খোদ ডিআইজির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় পুলিশ মহলে তোলপাড় পড়ে গিয়েছে। নড়েচড়ে বসেছে তামিলনাড়ু সরকারও। কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত। তামিলনাড়ুর ওই মহিলা পুলিশ সুপার অভিযোগ পত্রে জানিয়েছেন, মাঝেমধ্যেই 'অফিশিয়াল' কাজের অছিলায় অসময়ে তাঁকে ডেকে পাঠাতেন ডিআইজির ঘরে। সেখানে বারবার তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করতেন। কিন্তু তিনি রাজি হননি। এর পর শুরু হয় অন্য অত্যাচার। এসপি-কে সামনে বসিয়ে রেখে দিনের পর দিন পর্নোগ্রাফি দেখতে শুরু করেন ডিআইজি। বন্ধ করতে বললেও সে কথায় কর্ণপাত করতেন না বলে অভিযোগ এসপি-র। পাশাপাশি তিনি অশ্লীল এসএমএস পাঠানো এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও তুলেছেন ডিআইজির বিরুদ্ধে। এসপির দাবি, বারবার নিষেধ করলেও ডিআইজি তাঁর কুকর্ম চালিয়ে গিয়েছেন। শেষমেষ বাধ্য হয়ে পুলিশেরই অন্য বিভাগে বদলির আবেদন জানান ওই এসপি। কিন্তু পদমর্যা

শিক্ষিকার বাড়ি থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ!

Image
মেয়েকে নিয়ে থাকেন শিক্ষিকা। দু'জনের পক্ষে বাড়ি বেশ বড়সড়। তাই বাড়ির একতলার সামনের ফাঁকা ঘরটা ভাড়া দিয়েছিলেন শিক্ষিকা। বছর পঁত্রিশের এক যুবককে গত সাত মাস ধরে ভাড়া থাকতেন সেখানে। মা-মেয়ের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল তাঁর। কিন্তু ভাড়া ঘরের ভিতর থেকে উদ্ধার হল সেই যুবকেরই পচা গলা দেহ। দেখেই মনে হচ্ছিল, মৃত্যু হয়েছে দিন চারেক আগে। আরও আশ্চর্যের বিষয়, দিন চার-পাঁচেক আগে থেকেই বাড়িতে নেই সেই শিক্ষিকা ও তাঁর মেয়ে। ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে মালবাজারের চালসার পরিমলমিত্র নগরে। বছর পঁয়ত্রিশের দীপ রায় গত সাত মাস ধরে পেশায় শিক্ষিকা লক্ষ্মী সিকদারের বাড়ির একতলায় ভাড়া থাকতেন। সোমবার তাঁরই দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিসি তদন্তে জানা গিয়েছে, শিক্ষিকার এক মেয়ে রয়েছে। তিনি অবিবাহিত। সম্প্রতি তাঁর বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিলেন তিনি। ভাড়াটে দীপের সঙ্গে তাঁদের দুজনেরই মোটের ওপর ভালো সম্পর্ক ছিল। গত ১৫ অগাস্ট বাড়ির প্রধান দরজায় তালা লাগিয়ে মেয়েকে নিয়ে বাইরে যান শিক্ষিকা। বাড়িতে একাই ছিলেন দীপ। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁরও দেখা পাচ্ছিলেন প্রতিবেশীরা। দীপ কিছুটা অন্তর্মুখী হলেও, প্রতিবেশীদের

‌কেরলের পুনর্নির্মাণে ৭০০ কোটি টাকা দেবে সংযুক্ত আরব আমিরশাহি

Image
গত ১০০ বছরে এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় দেখেনি কেরল। ভেসে গিয়েছে রাজ্যের সিংহভাগ এলাকায়। প্রায় ৪০০ প্রাণ গ্রাস করেছে বিধ্বংসী বন্যা। তারপরেই নতুন করে বাঁচার লড়াই শুরু করেছে। ৯৫ শতাংশ মানু্ষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। সকলের মুখে এখন একটাই প্রশ্ন এর পর কী হবে?‌ গতকালই কেরলের এক মন্ত্রী বলেছিলেন কেরলের পুণর্গঠনই এখন বড় চ্যালেঞ্জ। সেকথাই বোধ হয় কানে পৌঁছেছিল সংযুক্ত আরব আমিরশাহির। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরলের পুণর্গঠনে নাকি সাহায্যের হাত বাড়িয়েছে পশ্চিমের এই দেশ। ৭০০ কোটি টাকা সাহায্য করতে চায় সংযুক্ত আরব আমিরশাহি। এতে কিছুটা হলেও আশার আলো দেখছে সেরাজ্যের মানুষ। ঘরবাড়ি ভেসে গিয়ে এখন খোলা আকাশই যে তাঁদের মাথার ছাদ হতে চলেছে তা তাঁরা বুঝে গিয়েছেন।  কেরলের ভয়াবহ বন্যাকে ইতিমধ্যেই চরম প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্য চাইতে ইতিমধ্যেই রওনা হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। তবে এখনও পর্যন্ত কোনও বিদেশী রাষ্ট্র সাহায্যে এগিয়ে আসেনি। সংযুক্ত আরব আমিরশাহিই প্রথম সাহায্যে এগিয়ে এলো। গতকালই ওমানে এক কেরলীয়কে চাকরি

ICU-র ১৬ জন নার্সই একই সময়ে প্রেগন্যান্ট!

Image
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক নার্স রয়েছে৷ ফলে বিভিন্ন শিফটে ভাগ করে দেওয়া হবে৷ কারও কোনও অসুবিধা হবে না৷ ওই ১৬ জন নার্স বেবি সাওয়ার নামে একটি ফেসবুকে একটি অ্যাকাউন্টও খুলছেন৷ অ্যারিজোনা: আক্ষরিক অর্থেই 'বেবি বুম'! ফেসবুকে ওই চ্যাটটির আগে পর্যন্ত কেউ ভাবতেও পারেননি৷ তারপর যখন একই খবর একে অপরের সঙ্গে মিলল, বিষয়টি তখন পরিষ্কার৷ তাজ্জবের তো বটেই৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি হাসপাতালে একই সঙ্গে ১৬ জন নার্স গর্ভবতী৷ একই সময়ে৷ এই ১৬ জনই হাসপাতালটির আইসিইউ-তে নার্স হিসেবে কর্মরত৷ ব্যানার ডেজার্ট মেডিক্যাল সেন্টারের রচেল সেরম্যান নামে এক নার্সের কথায়, 'ফেসবুকে না গেলে আমরা জানতেই পারতাম না, ঠিক কতজন গর্ভবতী৷' প্রত্যেককেই ডাক্তার বলেছেন, অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে সন্তান প্রসব করবেন৷ নার্স জোলেন গ্যারোর কথায়, 'এঁরা প্রত্যেকেই একই সময়ে গর্ভাবস্থাকালীন ছুটি নেবেন৷ তাই বাকি নার্সদেরও নোটিশ দেওয়া হচ্ছে৷ রোগীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি৷' হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক নার্স রয়েছে৷ ফলে বিভিন্ন শিফটে ভাগ করে দেওয়া

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ করা হবে না, প্রশ্ন সুপ্রিম কোর্টের

Image
২৭ জানুয়ারি'২০০৭। গোরক্ষপুরে সেদিন ভাষণ দিয়েছিলেন তত্কালীন স্থানীয় সাংসদ তথা গোরক্ষনাথ মন্দিরের প্রধান মহন্ত যোগী আদিত্যনাথ। অভিযোগ, আদিত্যনাথের সেদিনের বক্তৃতা ছিল রীতিমতো উস্কানিমূলক এবং এর জেরে সংশ্লিষ্ট এলাকায় দাঙ্গা বাধে। বিপাকে যোগী আদিত্যনাথ। উসকানিমূলক মন্তব্যের জন্য যোগীর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, উত্তরপ্রদেশ সরকারকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এম খানউইলকরের ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নোটিসও পাঠিয়েছে। ২০০৭ সালে গোরক্ষপুর রেল স্টেশনের বাইরে একটি ভাষণ দেন তত্‍কালীন সাংসদ যোগী আদিত্যনাথ। অভিযোগ, সেই ভাষণের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। উসকানিমুলক বক্তব্যের অভিযোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। যদিও যোগীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি বছর এলাহাবাদ হাইকোর্টে মামলা খারিজ হয়ে যায়। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মামলাকারী। চার সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। ২৭ জানুয়ারি'২০০৭। গোরক্ষপুরে সেদিন ভাষণ দিয়েছিলেন তত্কালীন স্থা

নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ, এশিয়াডে তৃতীয় সোনা ষোল বছরের সৌরভের

Image
সোনার হাসি। পালেমবাঙ্গে সৌরভ চৌধরি। এশিয়াডে তৃতীয় দিনে ভারতের ঝুলিতে তিন নম্বর সোনা এনে দিলেন ষোল বছরের সৌরভ চৌধরি। দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন তিনি। এই এশিয়ান গেমসে শুটিং ইভেন্টে এটিই প্রথম সোনা ভারতের। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অভিষেক বর্মাও। সৌরভের হাত ধরে অনেকগুলি মাইলস্টোল পেরোল ভারত। প্রথমত, সোনা জেতার পথে গেমস রেকর্ড করলেন ষোল বছরের এই কিশোর। দ্বিতীয়ত, এশিয়ান গেমসে এই প্রথম শুটিং-র একই ইভেন্টে দুটি পদক পেল ভারত। মঙ্গলবার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন সৌরভ। লড়াইটা সহজ ছিল না, কারণ তাঁকে লড়তে হয়েছে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মাতসুদার সঙ্গে। একই ইভেন্টে ছিলেন অলিম্পিকে চারবারের সোনাজয়ী প্রতিদ্বন্দ্বীও। যদিও শেষ শটে দুরন্ত ১০.৪ স্কোর করে শেষ হাসি হাসেন সৌরভই। বিশ্বচ্যাম্পিয়ন মাতসুদাকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। সোনা জেতার ফাঁকেই মোট ২৪০.৭ স্কোর করে  নতুন গেমস রেকর্ড করে ফেলেন সৌরভ। সৌরভের দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত ভারতের ক্রীড়ামহল। তাঁকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়ামন্ত্রক।  অলিম্পিকে দু'বারের রূপোজয়ী শুটার ও ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জানিয়ে

সিধুর মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা বজরং দলের

Image
নয়াদিল্লিঃ পঞ্জাবের কংগ্রেস নেতা-প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকে নিয়ে রাজনীতির ময়দানে চলছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা। এরই মধ্যে সিধুর কাটা মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করল বজরং দল। একটি ভিডিয়ো বার্তায় এই আবেদন জানিয়েছেন বজরং দলের আগ্রার সভাপতি সঞ্জয় জাট। ভিডিয়োটিতে একটি ৫ লক্ষ টাকার চেক তুলে ধরে তিনি ঘোষণা করেছেন, যে সিধুর মাথা কেটে তাঁকে এনে দিতে পারবে, তাঁর হাতে তিনি সেই চেক তুলে দেবেন। ঘটনার সূত্রপাত ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে। ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে আলিঙ্গন করা, এমনকী পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে তাঁকে বসতে দেখা যায় তাঁকে। এরপর দেশে ফেরার পর থেকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে সিধুকে। এ বিষয়ে নিজের অসন্তোষের কথা খোলাখুলিভাবে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-ও। তবে সিধু বলেছেন, সঠিক সময় এলে সব প্রশ্নের উত্তর কড়া ভাষায় দেবেন।

‌যৌন হেনস্থার মামলা তুলে না নেওয়ায় ছাত্রীকে রাস্তায় ফেলে খুন

Image
তার বিরুদ্ধে দায়ের যৌন হেনস্থার মামলা প্রত্যাহার না করায় এক কলেজছাত্রীকে খুন করল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি গ্রামে। পুলিস জানিয়েছে, ২৩ বছরের ওই যুবতী স্থানীয় কলেজের ছাত্রী ছিলেন।  অনিল মিশ্র নামে ওই অভিযুক্ত তাঁর গ্রামেরই বাসিন্দা। ওই ছাত্রীকে অনিল যৌন হেনস্থা করায় থানায় তার বিরুদ্ধে অভিওগ দায়ের করেছিলেন ছাত্রী। অনিল বারবার সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিলেও কর্ণপাত করেননি ছাত্রী। অবশেষে সোমবার ছাত্রী কলেজ থেকে যখন খিরছিলেন তখন অনিল কলেজের ছাকেই বাইকেঅপেক্ষা করছিল। ছাত্রীকে দেখেই অনিল তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে প্রথমে মারধর করে। তারপর রাস্তার পাশে পড়ে থাকা একটিপাথরের চাঁই দিয়ে ছাত্রীর মাথা থেঁতলে দেয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষ এবং পথচারীরা ছুটে গিযে অনিলকে পাকড়াও করে পুলিসের হাতে তুলে দেন। রক্তাক্ত ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। অনিলকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।

প্রেমে সাড়া না দেওয়ায় তরুণীর গালে এলোপাথাড়ি কোপ

Image
কলকাতা: বার বার আবেদন নিবেদন করেও প্রেমে সাড়া না দেওয়ায় আক্রোশবশত এক তরুণীর দুই গালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছিল এক যুবক। ওই ঘটনায় পায়ুম খান নামে ওই যুবককে তিন বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের চতুর্দশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) বিনোদ মাহাত ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে ওই তরুণীর হাতে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা তিন মাসের মধ্যে তুলে দেওয়ার নির্দেশ দেন। আদালতের মন্তব্য, ওই টাকা দিতে না পারলে আরও ৯০ দিন জেল খাটতে হবে যুবককে। সরকারি আইনজীবী পার্থপ্রতিম কার্জি জানান, ঘটনার গুরুত্ব থাকায় বিভিন্ন আদালত ওই যুবকের জামিন একাধিকবার খারিজ করে দেয়। ফলে হাজতে রেখেই চলে এই মামলার বিচার প্রক্রিয়া। তিনি জানান, ঘটনার পর জখম ওই তরুণীর দু'টি গালে মোট ২৪টি সেলাই হয়। পরে তাঁর দুই গালে প্লাসটিক সার্জারিও করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ বন্দর থানার স্ট্যান্ড রোড এলাকায় ওই ঘটনাটি ঘটে। কলকাতা পুলিসের মুখ্য সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, প্রেমের প্রস্তাব খারিজ করায় ওই যুবক নানাভাবে ওই তরুণীকে উত্যক্ত

শীঘ্রই কেরলের মতো জলের তলায় যেতে চলেছে এই রাজ্যও, সতর্ক করলেন পরিবেশবিদরা

Image
নয়াদিল্লি: কেরলের পর কী এবার গোয়া ? ফের কেন্দ্রকে সতর্ক করলেন পরিবেশবিদ মাধব গ্যাডগিল। তাঁর অভিযোগ, সমুদ্র শহরে যে ভাবে অবৈধ খনির কাজ চলছে, তাতে আগামী দিনে প্রবল বিপর্যয়ের মধ্যে পড়তে পারে এই রাজ্য। এর আগে ২০১১ সালেই কেরল নিয়ে তৎকালীন ইউপিএ সরকারকে সতর্ক করেছিলেন পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলের এই গবেষক। উপেক্ষার বলি কয়েকশো। কেরলের বন্যার পর এভাবেই কেন্দ্রীয় সরকারকে দুঁষছেন পরিবেশ বিজ্ঞানীরা। তাঁদের হাতিয়ার ২০১১ সালে পরিবেশবিদ মাধব গ্যাডগিলের রিপোর্ট। কেরলের এই পরিস্থিতির পর গ্যাডগিলের দাবি, ২০১১ সালে কেন্দ্রকে চিঠি লিখে তিনি কেরলের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন। ওই চিঠিতে তিনি জানিয়েছিলেন, কেরলে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। কারণ, যে ভাবে পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে অবৈধ ভাবে নির্মাণ হচ্ছে, তাতে তিনি নিশ্চিত ছিলেন যে কোনও দিন কেরলে এই ঘটনা ঘটবে। শুধু কেরল নয়, এবার এই পরিস্থিতি হতে পারে গোয়াতেও। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে না হলেও গোয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে অবৈধ খনির কাজ। তাঁর মতে, কেরলের পর এবার গোয়াকেও ভুগতে হবে। কারণ, সেখানেও অবৈধ খনির ব্যবসা নিত্যদিন বাড়ছে। সাম

মৃত্যুমুখ থেকে ঘরে ফিরলেন রাজ্যের ১৫০০ বাসিন্দা, কেরল থেকে হাওড়ায় প্রথম ট্রেন

Image
কলকাতা: উদ্বেগের অবসান। ঘরে ফিরলেন কেরলে আটকে থাকা বঙ্গসন্তানরা। গতকাল রাতে তিরুঅনন্তপুরম থেকে বিশেষ ট্রেনে হাওড়ায় ফেরেন প্রায় হাজারখানেক মানুষ। হাওড়া স্টেশন থেকে রাতেই তাঁদের বাড়ির উদ্দেশে রওনা করে দেওয়া হয়। যার জন্য ২৪টি বাস দেয় পরিবহণ দফতর। অবশেষে ঘরে ফেরা। বন্যা বিধ্বস্ত কেরল থেকে ফিরলেন এ রাজ্যের বাসিন্দারা। সোমবার ঘড়িতে তখন রাত সাড়ে ১১টা ৷ সাত ঘণ্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢোকে তিরুঅনন্তপুরম থেকে আসা বিশেষ ট্রেন। আগে থেকেই সব ব্যবস্থা সেড়ে রেখেছিল রাজ্য সরকার। যার তদারকিতে ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। একে একে ট্রেন থেকে নেমে আসেন কেরল ফেরত যাত্রীরা। সংখ্যাটা প্রায় দেড় হাজার। এঁরা সকলেই এতদিন আটকে ছিলেন বন্যা বিধ্বস্ত কেরলের বিভিন্ন প্রান্তে। রাতে যাত্রীদের থাকার জন্য রেলের গেস্ট হাউসের বন্দোবস্ত করা হলেও, প্রায় সব যাত্রীকে রাতেই বাড়ি পাঠানোর ব্যবস্থা করে রাজ্য সরকার। সেজন্য পরিবহণ দফতরের তরফে ২৪টি বাসের বন্দোবস্ত করা হয়। রাত দেড়টা। হাওড়া স্টেশন থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়াসহ রাজ্যের বিভিন্ন জায়গার উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে ১৬টি বাস। বাকিদেরও অন্য বাসে করে প

বাড়ির লোক ভেবেছিল আমিও ভেসে গিয়েছি

Image
সরোজ মণ্ডল (আলেপ্পিতে কর্মরত জলঙ্গির বাসিন্দা)  ওই কয়েকটা ঘণ্টা সারা জীবনেও ভুলব না। কয়েক দিনের টানা বৃষ্টি চলছিলই। আমার বাড়ি জলঙ্গির শাদি খাড়দিয়ার অঞ্চলে। ছোট থেকেই বন্যা ও ভাঙন দেখে অভ্যস্ত। এবার আলেপ্পিতে বর্ষার বহর দেখে আমরা বলাবলি করছিলাম, বন্যা না হয় এবার। আশঙ্কাই সত্যি হল। সারা রাত প্রবল বৃষ্টি হয়েছিল। তবু কেমন একটা দম আটকানো ভাব ছিল। ভোররাতে ঘুম ভাঙল একটা 'গুড়গুড়' শব্দে। ছাদে উঠেছিলাম দেখতে। কী হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই দেখলাম লাল জলের স্রোত। কয়েকটা মাত্র মুহূর্ত ... আমাদের পাড়াটা কয়েক মুহূর্তের মধ্যেই জলের নীচে চলে গেল। জলের ধাক্কায় বাড়িটা কেঁপে কেঁপে উঠছিল। আমরা কয়েক জন প্রাণ বাঁচাতে ছাদে উঠেছিলাম। আর নামতে পারিনি। টানা বৃষ্টিতে ছাদেই বসে ফোনে যোগাযোগ করার চেষ্টা শুরু করলাম যে যার মতো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফোন জলে ভিজে বন্ধ হয়ে গেল। এবার আমরা সবার থেকে বিচ্ছিন্ন। ঠান্ডা মাথায় প্রাণরক্ষার পরিকল্পনা শুরু করলাম সবাই মিলে। প্রথমে বাড়িতে যেটুকু খাবার জমানো ছিল সেগুলো উপরে আনার ব্যবস্থা করা করল। এর পর ফোন শুকোনোর পালা। বুঝেছিলাম, ফোন চালু থাকলে তবু কারও কাছে নিজে

সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশের ফলেই কেরলে মহা বিপর্যয়! দাবি হিন্দুত্ববাদী সংগঠনের

Image
কেরলের পবিত্র সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশ উন্মুক্ত করার ফলেই ভগবানের নিজের দেশে বিপর্যয় নেমে এসেছে। এমনই দাবি হিন্দু মক্কাল কাটচি নামে তামিলনাড়ুর এক হিন্দুত্ববাদী সংগঠনের। কেরলে ইতিমধ্যে বন্যায় কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। চারশোর বেশি মানুষ মারা গিয়েছেন। অথচ এই সংগঠন মানুষকে সাহায্য করার বদলে অন্যের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। হিন্দু মক্কাল সংগঠনের দাবি, মহিলারা সবরিমালা মন্দিরে ঢোকার ফলে ভগবান রেগে গিয়েছেন। কারণ এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই রোষের হাত থেকে কেরলের মানুষকে বাঁচাতে রামেশ্বরমে পুজোও দিয়েছে হিন্দু মক্কাল সংগঠন। শুধু তাই নয়, কেরলে নেতাদের কাঠগড়ায় তুলতেও ছাড়েনি এই হিন্দুত্ববাদী সংগঠন। মহিলাদের এই মন্দিরে প্রবেশ করানোর পিছনে নেতাদের হাত রয়েছে বলে দোষ চাপানো হয়েছে। দলের সভাপতি প্রভাকরণের দাবি, এই বিপর্যয়ের পর কেরল সরকারের উচিত অবিলম্বে বিধানসভায় আইন পাশ করে ফের একবার সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশ বন্ধ করে দিতে। প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কেরলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকটি জেলাতেই মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ত্রাণ শিবি

নোটবাতিলের সমালোচনা করলে দেশদ্রোহী, বাজওয়াকে আলিঙ্গন করলে কেন নয়, বিস্মিত শিবসেনা

Image
ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়াকে আলিঙ্গন করে বিতর্কে জড়িয়েছেন নভজোত সিং সিধু। এই আচরণকে 'লজ্জাহীনতার চুড়ান্ত' বলে বিধল শিবসেনা। একই সঙ্গে তারা বিজেপিকেও একহাত নিয়ে বলেছে, নোট বাতিলের সমালোচনা করলে দেশদ্রোহী বলা হয়, অথচ সিধুকে কিছুই বলা হল না। গত শনিবার পাক প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথগ্রহন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাঞ্জাবের মন্ত্রী নভজোত সিং সিধু। ভারত থেকে ভালবাসার বার্তা নিয়ে এসেছেন বলে, সোই অনুষ্ঠানে পার সেনা প্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেন সিধু। এই নিয়েই শিবসেনা সোমবার তাদের মুখপত্রে সিধুর কড়া সমালোচনা করেছে। সেখানে বলা হয়েছে যে বাজওয়া কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সমর্থন করেন, তাঁকে আলিঙ্গন করে দেশদ্রোহিতা করেছেন সিধু। বলা হয়েছে, নোট বাতিল বা প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তাঁকে দেশদ্রোহী বলা হয়। অথচ সিধুর বেলায় তাঁরা চুপ রইলেন। শিবসেনার দাবি মোদী নিজেই যেখানে নওয়াদ শরিফকে আলিঙ্গন করেছেন, সেখানে সিধুর সমালোচনা বিজেপি কিভাবে করবে? সিধুর এই 'লজ্জাজনক' আচরণ কংগ্রেসের অভ্য়ন্তরীন বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্ত

এলাহাবাদে বন্ধ ঘর থেকে উদ্ধার ৫ টি দেহ! এলাকায় চাঞ্চল্য

Image
এলাহাবাদে বন্ধ ঘর থেকে ৫ জনের দেহ উদ্ধার। সোমবার রাতের ঘটনা। ঘরের বিভিন্ন জায়গায় ছিল দেহগুলি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রী ও কন্যাদের হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন পরিবারের কর্তা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এলাহাবাদের ধূমনগঞ্জ। এখানকারই একবন্ধ ঘর থেকে উদ্ধার পরিবারের কর্তা, তাঁর স্ত্রী ও তিন কন্যার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের কর্তার দেহটি ঝোলানো অবস্থায় ছিল। তাঁর দেহটি ছিল ফ্রিজের মধ্যে। দুই কন্যার দেহ পাওয়া গিয়েছে সুটকেস ও আলমারিতে। বাকি এক কন্যার দেহ পাওয়া গিয়েছে অপর একটি ঘরে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিবারের কর্তা স্ত্রী ও কন্যাদের হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন। এলাহাবাদের এসএসপি নীতীন তিওয়ারি জানিয়েছেন, ধুমনগঞ্জের বন্ধ ঘর থেকে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে।

শিল্প আনতে ফের জার্মানি যাবেন মমতা, সফর করবেন ফ্রান্সেও

Image
ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই ইউরোপ সফরের কথা জানান। জমি নিয়ে শিল্পোদ্যোগীরা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য বিএলআরও-দের সতর্ক করেছেন তিনি। লগ্নির খোঁজে ইউরোপে মুখ্যমন্ত্রী। গতবার মিউনিখের পর এবার ফ্রাঙ্কফুর্টে যাবেন তিনি। ১৬ সেপ্টেম্বর রওনা হয়ে জার্মানি সফর সেরে মমতার পরের গন্তব্য ফ্রান্স। আজ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই ইউরোপ সফরের কথা জানান। জমি নিয়ে শিল্পোদ্যোগীরা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য বিএলআরও-দের সতর্ক করেছেন তিনি। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগীদের নিয়ে দু-দিনের সম্মেলন। সোমবার বিকেলে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নিজেই জানালেন, লগ্নির খোঁজে এবার তাঁর গন্তব্য ইউরোপ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন-এ যাওয়ার কথা থাকলেও তা শেষ সময়ে বাতিল হয়ে যায়। সেই সফর বাতিল হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  মমতার জার্মানি সফরের খসরা:    - ১৬ সেপ্টেম্বর জার্মানি রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় - ফ্রাঙ্কফুর্টে শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি

মেয়েকে নিয়ে ফেরার সময় বোমার আঘাতে খুন তৃণমূল নেতা

Image
শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বেরই জেরেই খুন সাগর শেখ। দাবি বিরোধীদের। ফের তৃণমূল নেতা খুন বীরভূমে। দুষ্কৃতী হামলায় মৃত্যু হল তৃণমূল নেতার। মৃতের নাম সাগর শেখ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। লাভপুরের ঠিবা এলাকার তৃণমূল নেতা সাগর শেখ। সোমবার রাতে কীর্ণাহার থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন তিনি। অভিযোগ, কুয়ে নদীর বাঁধের কাছে বলরাম গ্রামে তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সাগর শেখকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাগর শেখ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিস এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ। এই ঘটনায় সিপিএম-এর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির স্পষ্ট অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে সাগর শেখকে। এর আগেও বহুবার সাগর শেখকে খুনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেবার সুবিধা করতে পারেনি দুষ্কৃতীরা। এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও তৃণমূল বীরভূম জেলা সভাপতিরপ অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে বিরোধীরা। বিরোধীদের পাল্টা দাবি, এঘটনা শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। গ

গঙ্গাজলও জাল! বোতলে নিজের ছবি সেঁটে আসল জল বিলি করলেন তৃণমূল নেতা

Image
শহরে যে গঙ্গাজল কিনতে পাওয়া যায়, তার বেশিরভাগই নাকি 'জাল'। এই 'ঘাটতি' মেটাতেই প্রায় তিনশো কিলোমিটার দূরে বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে এলেন শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানিক দে। তার পরে বোতলে ভরে, তাতে এক দিকে মহাদেব আর অন্য দিকে নিজের ছবি সেঁটে বিলি করলেন এ দিন। যার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন অন্য দলের নেতারা। বেশ ঘটা করেই এ দিন অনুষ্ঠানটি করেন মানিকবাবু। হাজির ছিলেন পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার। জলের ছোট্ট বোতলের সঙ্গে তিনি সকলের হাতে মিষ্টিও তুলে দিয়েছেন। মানিকবাবু বলেন, ''ধর্মপরায়ণ মানুষের কাছে শ্রাবণ মাসে সঠিক গঙ্গাজল পৌঁছে দিতে চাই। সে জন্য সুলতানগঞ্জে গিয়ে ৮০ লিটার গঙ্গাজল এনেছি।'' মানিকবাবুর দাবি, ''ভেজাল গঙ্গাজলে ছেয়ে গিয়েছে শহর। অনেকে বাজারে সেই জল টাকা দিয়ে কেনেনও।'' তাঁদের হাতে আসল গঙ্গাজল তুলে দিতেই তাঁর এই অভিযান, জানান তিনি। কিন্তু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলি। তাদের কথায়, ১৩ নম্বর ওয়ার্ডে পঞ্জাবিপাড়া ও লাগোয়া এলাকায় অনেক অবাঙালি লোকজন বসবাস করেন। তাঁদের অনেকেরই নিত্যপুজ

বিহারে মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করালো জনতা

Image
বিহারে এক মহিলাকে প্রথমে মারধর, তারপর নগ্ন করে রাস্তায় প্যারেড করালো উত্তেজিত জনতা। ভোজপুর জেলার বিহিয়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সূত্রপাত বিমলেশ শা নামের এক যুবকের নিঁখোজ হওয়ার ঘটনায়। রবিবার থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত সোমবার সকালে একটি রেললাইনের ধারে তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এর পরই তাঁর গ্রামের লোকজন এসে চড়াও হয় স্থানীয় যৌনপল্লীতে। তাঁদের অভিযোগ, যৌনপল্লীর এক মহিলার মদতেই খুন করা হয়েছে বিমলেশকে। সোমবার সকাল থেকেই উত্তেজিত জনতা যৌনপল্লীতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়িতে আগুন লাগানো, স্থানীয় বাসিন্দাদের মারধর, অনবরত পাথর ছুঁড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলে তারা। অভিযোগ, একজন মহিলাকে বাড়ি থেকে রাস্তায় বের করে নিয়ে এসে জামাকাপড় খুলিয়ে নগ্ন করে মারধর করা হয়। তারপর রাস্তায় মারতে মারতে প্যারেড করানো হয় তাঁকে। শুধু মহিলাকে মারধর বা প্যারেড করানোই নয়, রেললাইন দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেন, যাত্রীবাহী বাসের দিকেও পাথর ছুঁড়তে থাকে জনতার একাংশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি শূন্যে গুলি চালায় পুলিশ। গ্রামবাসীদের তরফেও পুলিশকে লক্ষ্য করে কয়েক

কীভাবে জানবেন কোথায় ব্যবহার হয়েছে আপনার আধার?

Image
সম্প্রতি একাধিক ঘটনায় আধার নম্বর ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। তবে এই খবরের পরে UIDAI জানিয়েছে সব আধার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। আধারকে সুরক্ষিত রাখার কাজ করে UIDAI। আর আধান নম্বর সামনে আসার খবরের পর থেকেই সাধারন মানুষের মনে আধারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আপনার আধার কার্ড কোথায় ব্যবহার হয়েছে তা খুব সহজেই জেনে নেওয়া সম্ভব। UIDAI ওয়েবসাইট থেকে সহজেই জেনে নেওয়া যায় যে গত ছয় মাসে ঠিক কোথায় আপনার আধার ব্যবহার করা হয়েছে। তবে এই পরিষেবা ব্যবহার করার জন্য আপনার আধার নম্বরের সাথে ফোন নম্বর লিঙ্ক থাকা জরুরি। আপনার আধার নম্বর কোথায় ব্যবহার হয়েছে জানবেন কীভাবে? স্টেপ ১। UIDAI এর হোমপেজ থীকে 'আধার অথেন্টিকেশান হিস্ট্রি' সিলেক্ট করুন। অথবা https://resident.uidai.gov.in/notification-aadhaar লিঙ্কে ক্লিক করুন। স্টেপ ২। এখানে আপনার আধার নম্বর অথবা ভার্চুয়ান আইডি আর সিকিউরিটি কোড টাইপ করুন। স্টেপ ৩। এরপরে 'জেনারেট OTP' সিলেক্ট করুন। স্টেপ ৪। আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে।  স্টেপ ৫। এবার ঠিক কথে থেকে কবের মধ্যে আধার ব্যবহারের ইতিহাস দেখতে চান তা জানতে

ফরচুন 'চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' তালিকায় Jio প্রথম স্থানে!

Image
বিশ্বজয় করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ফরচুন-এর 'চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' তালিকায় প্রথম স্থান অধিকার করে নজির সৃষ্টি করল ভারতের টেলিকম দৈত্য। ব্যবসায়ে শুধু আর্থিক লাভ নয়, তার পাশাপাশি বিশ্বের সাহায্যার্থে সামাজিক সমস্যা সমাধান করাই মূল উদ্দেশ্য। এই নীতি অনুসরণ করে প্রতি বছর সারা পৃথিবীর বাণিজ্যিক সংস্থা নিয়ে তৈরি হয় ফরচুন তালিকা। সোমবার নিউ ইয়র্কে প্রকাশিত তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে রিলায়েন্স জিও। তার পিছনে রয়েছে ফার্মাকোলজি দুনিয়ার বিশ্বশ্রেষ্ট সংস্থা Merck এবং ব্যাঙ্ক অফ আমেরিকা। তালিকার পাঁচ নম্বরে রয়েছে চিনা সংস্থা আলিবাবা গ্রুপ, ষষ্ঠ স্থানে খাদ্য ও ওষুধ বিপণন সংস্থা Kroger এবং অষ্টম স্থানে জায়গা পেয়েছে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি প্রস্তুতকারী সংস্থা এবিবি। দশম স্থান অধিকার করেছে নেটওয়ার্ক ও কমিউনিকেশন সংস্থা হিউজেস নেটওয়ার্ক সিস্টেম। এদিন তালিকা প্রকাশের সময় ফরচুনের তরফে জানানো হয়েছে, '২০১৬ সালে রাষ্ট্রসংঘের ঘোষণা অনুযায়ী, ইন্টারনেট পরিষেবা প্রাপ্তি প্রাথমিক মানবাধিকার। সেই পরিষেবা সম্প্রসারণের জন্য সকলের চেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য রিলায়েন্স জিও।'  প্রসঙ্গত,

কেরালায় বাংলা ভাষায় হেল্পলাইন চালুর আবেদন অধীরের

Image
কলকাতা : কেরালার বন্যায় আটকে পড়া বাঙালিদের জন্য উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। এনিয়ে তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। দীর্ঘদিন ধরে জলবন্দী মানুষগুলোর কী হবে, আবার কবে স্বাভাবিক জীবনে তাঁরা ফিরবেন তা নিয়েই তাঁর চিন্তা। গতকাল তিনি বলেন, "প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি। কেরালার বন্যায় পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ আটকে রয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদ জেলার। রুটিরুজির জন্য তাঁরা এরাজ্য থেকে কেরালায় গেছেন। কারণ, এরাজ্য থেকে কেরালায় গিয়ে তাঁরা রোজগার বেশি করতে পারেন। প্রধানমন্ত্রীকে জানিয়েছি, কেরালার মালায়লি ভাষায় দক্ষ নন বাঙালি শ্রমিকরা। তাঁদের জন্য বাংলা ভাষায় হেল্পলাইন চালু করা হোক।" কেরালার বন্যায় প্রচুর মানুষ গৃহহীন হয়েছেন। চাষের জমি নষ্ট হয়েছে। বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। কীভাবে তাঁরা আবার পুরানো অবস্থায় ফিরবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, "এই মুহূর্তে কোনওরকম রাজনীতি না করে দলমত নির্বিশেষে

মধ্যযুগীয় বর্বরতা, খুনের অভিযোগে মহিলাকে নগ্ন করে ঘোরানো হল

Image
বিহিয়া (বিহার) : যুবককে খুনের অভিযোগে এক মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হল। গতকাল দুপুরে ঘটনাটি ঘটে বিহারের ভোজপুর জেলার বিহিয়াতে। এই ঘটনায় আটজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে বিহার পুলিশ। গতকাল সকালে ভিমলেশ সাভ নামে এক যুবকের দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হয়। তাকে খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে রটানো হয়। নির্যাতিতা মহিলাই ওই যুবককে খুন করেছে বলে গুজব ছড়ায়। এরপর স্থানীয়রা ওই মহিলার বাড়ি গিয়ে তাকে মারধর করে। বাড়ি থেকে বের করে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়। তবে এই ঘটনা চলাকালীন দেখা যায়নি কোনও পুলিশকে। বা বাধা দিতে আসেনি কেউ। মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানোর সময় সকলেই ছিল নীরব দর্শক। পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই মহিলা।  দীর্ঘদিন ধরেই বিহারের ভোজপুর জেলায় খুনের ঘটনা ঘটছে। যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাসিন্দারা। গতকালের দেহ উদ্ধারের ঘটনা সেই ক্ষোভে আরও ঘি ঢালে। উত্তেজিত জনতা আশপাশের দোকান ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়।  ঘটনার পর বিহিয়ার স্টেশন হাউজ় অফিসার ও সহকারি রেল পুলিশের এক আধিকারিক সহ আটজনকে

দু’মাস বিনামূল্যে পরিষেবা দেবে Jio, কীভাবে পাবেন?

Image
নয়াদিল্লি: হাত মেলাল দুই তাবড় সংস্থা, রিলায়েন্স জিও এবং আইসিআইসিআই ব্যাংক৷ তবে, এই সিদ্ধান্তে মূলত লাভবান হতে চলেছেন গ্রাহকরাই৷ দুই সংস্থা মিলিতভাবে পোস্টপেড গ্রাহকদের জন্য নিয়ে আসছে বিনামূল্যে পোস্টপেড পরিষেবা৷ দু'মাস ইউজাররা পাবেন পরিষেবাটি৷ জানা গিয়েছে, জিও পোস্টপেড গ্রাহক Auto Pay এর জন্য সাইন-আপ করলে বিনামূল্যে এই জিও পরিষেবাটি পাবেন৷ তবে, তার জন্য ব্যবহার করতে হবে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড৷ অন্যদিকে, আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারকারীরা সুযোগটি থেকে বঞ্চিত থাকছেন৷ রিপোর্টের তথ্য অনুসারে, জিও পোস্টপেড গ্রাহকদের দিতে হবে ছয় মাসের বিল৷ তারপরই ব্যাংক ইউজারদের দেবে একটি বিশেষ ছাড়৷ যদি, ইউজাররা এক বছরের জন্য বিল পেমেন্ট করেন৷ তবে, জিও এবং আইসিআইসিআই ক্যাশব্যাক পাঠাবে গ্রাহক ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে৷ কীভাবে পাবেন অফারটি? ওপেন করুন "My Jio app"৷ এরপর, সিলেক্ট " JioPay"- "Jio Auto Pay"-"Credit Card"৷ রেজিস্ট্রশন শেষ হলে অ্যাপটি পুরো প্রক্রিয়াটিকে নিশ্চিত করবে৷ ছাড়টি পেতে হলে ইউজারকে দিতে প্রতি মাসে ১৯৯ টাকা৷ অন্

আর চিন্তা নেই, এবার ১০০ জিবি ডেটা একেবারে ফ্রি

Image
নয়াদিল্লি: স্বাধীনতা দিবস থেকেই শুরু হয়ে গিয়েছে Jio GigaFiber রেজিস্ট্রেশন৷ নতুন ব্রডব্যান্ড পরিষেবাটির জন্য গ্রাহকদের Jio.com এর মাধ্যম সাইন-আপ করতে হবে৷ ভারতের মোট ১১০০ টি শহর জুড়ে ইউজাররা পরিষেবাটি পেতে চলেছেন৷ রিপোর্ট বলছে, রিলায়েন্স জিও নিয়ে আসতে পারে আরও কম দামে বেশি স্পিডসম্পন্ন পরিষেবা৷ নতুন রিপোর্টের তথ্য অনুযায়ী, Jio GigaFiber দিতে পারে বিনামূল্যে ১০০ জিবি ডেটা৷ তবে, তার জন্য অবশ্যই থাকবে বেশ কিছু শর্তাবলী৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, 'Jio GigaFiber preview offer' এর অধীনে সংস্থা (জিও) দিতে চলেছে প্রথম তিন মাসের জন্য বিনামূল্যে ডেটা পরিষেবা৷ তবে, সেজন্য গ্রাহকদের দিতে হবে ৪৫০০ টাকা৷ যেটা অবশ্য Jio GigaFiber এর ইন্সটলিং চার্জেস৷ প্রথম তিন মাসে জিও দেবে হাই-স্পিডের ডেটা৷ Jio GigaFiber preview offer এর মধ্যে ইউজাররা পাবেন 100Mbps স্পিডের ডেটা ৯০ দিনের জন্য৷ এছাড়া, অতিরিক্ত হিসেবে থাকছে জিও অ্যাপগুলিতে বিনামূল্যে সাবসক্রিপশনের সুযোগ৷ ডেটার পরিমাণ থাকছে ১০০ জিবি পর্যন্ত৷ যদি, কোন গ্রাহক ১০০ জিবি ডেটা খরচ করে ফেলেন তবে, তার জন্য থাকছে ডেটা টপ-আপস রিচার্জের অপ

১৮ লক্ষ পরীক্ষা দেওয়া সত্বেও ফাঁকা রইল ৬০০ সিট

Image
কলকাতা: ৬০০০ শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তা সত্বেও পাওয়া গেল না যোগ্য প্রার্থী। এরাজ্যের গ্রুপ 'ডি' নিয়োগে পরীক্ষায় এত ছাত্রছাত্রীর মধ্যে থেকেও যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, ফলে শূন্য রয়ে গিয়েছে ৬০০ সিট। শনিবার ৫৪০০ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, শূন্যপদ বেশি সংরক্ষিত ও বিশেষ গোত্রের পদে। ৮৫ নম্বরের মধ্যে জেনারেলের জন্য জন্য ন্যূনতম নম্বর ছিল ৪৬.৫। কয়েকটি সংরক্ষিত সিটের জন্য ন্যূনতম সেই নম্বর শেষ পর্যন্ত কমিয়ে করা হয়েছিল ২৩। তার পরেও ওই সংরক্ষণের আওতায় থাকা পরীক্ষার্থীদের বেশির ভাগ সেই যোগ্যতামানে পৌঁছতে পারেননি। গ্রুপ-ডি ছ'হাজার পদের জন্য প্রায় ২৪ লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। ২০১৭ সালে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী। ওই বছরের নভেম্বর মাসে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তার পরে টানা পাঁচ মাস ধরে প্রায় ১৯ হাজার প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মামলা হওয়ায় সফল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারছিল না সংশ্লিষ্ট নিয়োগ পর্ষদ। কয়েক

বন্যাদুর্গতদের জন্য চাপাটি তৈরি করছে জেলের কয়েদিরা

Image
তিরুবনন্তপুরম: জলে ভেসে গিয়েছে সর্বস্ব৷ সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ৷ স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে হাহাকার করে ফিরছেন জলমগ্ন কেরলের বুকে৷ বৃষ্টি থামলেও চিন্তার মেঘ কিন্তু কাটছে না কেরলবাসীর৷ সবকিছু সামলে কীভাবে ঘুরে দাঁড়াবে এখন সেটাও তো বড় চ্যালেঞ্জ৷ বন্যাবিধ্বস্ত কেরলের পাশে যে যেমনভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে৷ যেমন এগিয়ে এসেছেন পুজাপ্পুরার সেন্ট্রাল জেলের কয়েদিরা৷ সে রাজ্যে এখন এমন অবস্থা রোজকার খাবার, জলটুকুও মিলছে না সহজে৷ তাই সেন্ট্রাল জেলের কয়েদিরা চাপাটি তৈরি করে পাঠাচ্ছে দুর্গতদের জন্য৷ বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছে যাচ্ছে হাতে গড়া রুটি৷ বহুদিন ধরেই এই সেন্ট্রাল জেলে বিভিন্ন রকম খাবার তৈরি করে তা বিক্রি করে বন্দিরা৷ তাদের একটি ব্র্যান্ডও আছে, নাম 'ফ্রিডম'৷ এই ব্র্যান্ড নেম ব্যবহার করেই চাপাটি, সবজি, চিকেনকারীর মতো সুস্বাদু খাবার তৈরি করে তা বিক্রি করে তারা৷ কম দামে শহরের বহু কাউন্টারে তা বিক্রিও হয়৷   জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহ থেকে দুর্গতদের জন্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার চাপাটি বানানো হয়েছে৷ কাজের চাপ যেহেতু এখন অনেক বেশি ৫০জন বন্দি

সোনার মেয়ের জন্য পুরস্কার ৩ কোটি

Image
জাকার্তা: এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টিকারী ভিনেশ ফোগত এবং দেশকে প্রথম সোনা এনে দেওয়া বজরং পুনিয়ার জন্য পুরস্কার ঘোষণা করল হরিয়ানা সরকার৷ সোনা জয়ী দুই কুস্তিগীরকে ৩ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করলেন বিজেপি নেতা তথা হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল বিজ৷ সোমবার এশিয়ান গেমসের দ্বিতীয় দিন দেশকে দ্বিতীয় সোনা এনে দেন ফোগত৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তিতে এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন হরিয়ানা কন্যা৷ ৫০ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টে জাপানের য়ুকি ইরিকে ৬-২ হারিয়ে সোনা জেতেন ফোগত৷ এর আগে অর্থাৎ রবিবার গেমেসের প্রথম দিন দেশকে প্রথম সোনা এনে দেন কুস্তিগীর বজরং পুনিয়া৷ পুরুষদের ৬৫ কেজি ইভেন্টে জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জেতেন পুনিয়া৷ আর দ্বিতীয় দিন শুটিংয়ে দেশকে রুপো এনে দেন হরিয়ানার কিশোর লক্ষ শেরন৷ এশিয়ান গেমসে অভিষেকেই রুপো জিতে নজির গড়েন ১৯ বছরের ট্র্যাপ শুটার শেরন৷ রাজ্যের এই তিন খেলোয়াড়কে পদক জয়ের অভিনন্দন জানিয়ে পুরস্কার ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী৷ সোনা জয়ী দুই খেলোয়াড় ফোগত ও পুনিয়ার জন্য প্রত্যেককে তিন কোটি করে এবং রুপো জয়ী শ

পুরনো এসবিআই ডেবিট কার্ড ব্যবহার করছেন! বদলে ফেলুন এখুনি, জানুন কেন

Image
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা এসবিআই তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের নতুন পরামর্শ দিয়েছে। পুরনো ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ড ব্যবহার করে থাকলে অবিলম্বে তা বদলে ইভিএম চিপ দেওয়া ডেবিট কার্ড ব্যবহার করার কথা জানানো হয়েছে। এই বছরের শেষ হওয়ার আগেই ডেবিট কার্ড বদলে ফেলতে হবে। এমনটাই নাকি নিয়ম জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানিয়েছে এসবিআই। বলা হয়েছে, এসবিআইয়ের সমস্ত গ্রাহকতে ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ড বদলে ফেলতে হবে। বদলে ইভিএম চিপ কার্ড ব্যাঙ্ক থেকে সংগ্রহ করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এসবিআই হোম ব্রাঞ্চে গিয়ে এই বদল করা যেতে পারে। কীভাবে বুঝবেন আপনার কার্ড ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ড নাকি ইভিএম চিপ ডেবিট কার্ড? ডেবিট কার্ড নতুন হলে তাতে বাঁদিকে ফোনের ন্যানো সিমের মতো একটি চিপ লাগানো থাকবে। যদি সেটা না থাকে তাহলে বুঝতে হবে এটি পুরনো কার্ড। পুরনো কার্ড হলে আপনার হাতে বেশ কয়েকমাস সময় রয়েছে। যে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে। অথবা এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

কেরলের বন্যা 'জাতীয় বিপর্যয়' নয়, 'গুরুতর দুর্যোগ' ঘোষণা কেন্দ্রের

Image
গত কয়েক দিন ধরে কেরলের বন্যা পরিস্থিতিকে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করার দাবি উঠছিল। কিন্তু কেরলের বন্যাকে 'গুরুতর দুর্যোগ' ঘোষণা করল কেন্দ্র। সোমবার হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, "কেরলের বন্যাকে গুরুতর দুর্যোগ হিসেবে গণ্য করা হচ্ছে। কোনও দুর্যোগ যত বড়ই হোক না কেন, জাতীয় বিপর্যয় ঘোষণা করার কোনও ব্যবস্থা নেই আইনে।" দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, "কেরলে বন্যা ও ধসের তীব্রতা ও মাত্রা বিবেচনা করে সমস্ত দিক মাথায় রেখে একে গুরুতর আকারের বিপর্যয় বলা যায়।" এদিকে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে বানভাসি কেরল। শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী বন্যায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্য। উদ্ধারকাজেও তৎপরতা বেড়েছে কয়েক গুণ। সর্বশক্তি দিয়ে বন্যা কবলিত মানুষদের উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা প্রায় চারশো ছুঁইছুই। লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাতেই নতুন করে বাঁচার চেষ্টা শুরু করে দিয়েছেন কেরলের মানুষজন। সারাদিন বৃষ্টি না হওয়ায় ৯০ শতাংশ উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানান ক

শিল্প আনতে ফের জার্মানি যাবেন মমতা, সফর করবেন ফ্রান্সেও

Image
লগ্নির খোঁজে ইউরোপে মুখ্যমন্ত্রী। গতবার মিউনিখের পর এবার ফ্রাঙ্কফুর্টে যাবেন তিনি। ১৬ সেপ্টেম্বর রওনা হয়ে জার্মানি সফর সেরে মমতার পরের গন্তব্য ফ্রান্স। আজ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই ইউরোপ সফরের কথা জানান। জমি নিয়ে শিল্পোদ্যোগীরা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য বিএলআরও-দের সতর্ক করেছেন তিনি। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগীদের নিয়ে দু-দিনের সম্মেলন। সোমবার বিকেলে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নিজেই জানালেন, লগ্নির খোঁজে এবার তাঁর গন্তব্য ইউরোপ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন-এ যাওয়ার কথা থাকলেও তা শেষ সময়ে বাতিল হয়ে যায়। সেই সফর বাতিল হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  মমতার জার্মানি সফরের খসরা:    - ১৬ সেপ্টেম্বর জার্মানি রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় - ফ্রাঙ্কফুর্টে শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি - জার্মানি থেকে মুখ্যমন্ত্রী যাবেন ফ্রান্সে, প্যারিসে হবে শিল্প বৈঠক - প্যারিসে বাংলার সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত কর্মসূচিও চূড়ান্ত করবেন মমতা বা