নাবালিকা ধর্ষণে দু’মাসেই মৃত্যদণ্ড দুই অভিযুক্তকে


ভোপাল: আট বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ফাঁসির নির্দেশ দেওয়া হল দুই অভিযুক্তকে। ঘটনার দু'মাস পরেই মধ্যপ্রদেশের মান্দসৌরের গণধর্ষণের শাস্তিস্বরূপ দেওয়া হল মৃত্যুদণ্ড।

মাস দুয়েক আগে, মধ্যপ্রদেশের মান্দসৌরে আট বছরের ওই নাবালিকার গণধর্ষণের ঘটনা ঘটে। অপরাধীর ফাঁসি চেয়ে হাজার হাজার মানুষ পথে নামে। এদিন নির্যাতিতার বাবাও মেয়ের ধর্ষকদের ফাঁসি চেয়েছিলেন।

গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে যায় ইরফান, আসিফ সহ–আরও কয়েকজন। পরের দিন সকালে উদ্ধার হয় শিশুটির ক্ষতবিক্ষত অসার দেহ। গণধর্ষণের পর ধারাল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুই অভিযুক্ত আসিফ ও ইরফানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তদন্তের দায়িত্বভার গ্রহণ করে সিট।

এরপর গত মাসে সিটের তরফে ৫০০ পাতার একটি চার্জশিট পেশ করা হয়। প্রমাণস্বরূপ, সিসিটিভি ফুটেজ ও ভিডিও জমা দেওয়া হয়েছ।