Posts

Showing posts from August 1, 2018

হোয়াটসঅ্যাপ না খুলেই এ বার পড়া যাবে মেসেজ! কীভাবে?

Image
কাজের মধ্যে বারবার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। অফিস গ্রুপ বা গুরুত্বপূর্ণ মেসেজ হলে প্রতি বার হোয়াটসঅ্যাপ খুলে দেখতেই হয়। এতে যায় বেশ খনিকটা সময়। এ বার এই সমস্যার সমাধানের দিকে এক ধাপ এগোল হোয়াটসঅ্যাপ। অ্যাপ না খুলেই মেসেজ পড়ে ফেলার সুবিধা নিয়ে এল তারা। এ বার থেকে নোটিফিকেশন থেকেই ইউজাররা মেসেজ পড়ে নিতে পারবেন। সেখান থেকে মার্কও করতে পারবেন 'রিড' বলে। যদিও এই ফিচারটি পরীক্ষামূলক ভাবে শুধু মাত্র হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনেই পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত হোক বা অফিসিয়াল, সব দিক থেকেই কাজে দেবে নতুন এই ফিচার। ঘন ঘন হোয়াটসঅ্যাপ মেসেজে বিরক্ত হতে হয় যাঁদের, তাঁদের কাজে দেবে এই ফিচার। তার থেকেও বড় কথা, যাঁরা এই বিটা ভার্সন ডাউনলোড করবেন তাঁদের ঘণ্টার পর ঘণ্টা আর অনলাইন থাকতে হবে না। অ্যাপ না খুলে কেবলমাত্র নোটিফিকেশন থেকেই মেসেজ পড়ে নিতে হোয়াটস্অ্যাপের 'মার্ক অ্যাজ রিড' অপশন কাজে আসবে। আর এই হোয়াটস্অ্যাপ বিটা পেতে গেলে ইউজারকে ২.১৮.২৩২ ভার্সন ডাউনলোড করতে হবে। তবে জেনে রাখা ভাল যে, নোটিফিকেশন মেনু থেকে হোয়াটসঅ্যাপ মেসেজগুলি সোয়াইপ করে সরিয়ে দিতে চাইলেও, পরে সেই মেসেজ আবার দেখা যেতে

নদীয়ায় অবৈধ সম্পর্কের জেরে সুপারি কিলার দিয়ে খুন ব্যবসায়ীকে ।

Image
মোবাইলের কললিস্ট দেখেই গ্রেপ্তার মহিলা বারাকপুর: বার বার টাকা ধার দেওয়ার জন্য চাকদহের মুদি ব্যবসায়ী নিমাই সাধুখাঁর সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। ধার দেওয়ার পরিমাণ বেড়ে পাঁচ-ছয় লক্ষ টাকা হয়ে যায়। সম্পর্ককে সামনে রেখে ওই মহিলা টাকা ফেরত দেবে না বুঝতে পেরেই ওই ব্যবসায়ী টাকা ফেরত দেওয়ার চাপ সৃষ্টি করে। আর তাতেই ওই মহিলা ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে ওই ব্যবসায়ীকে খুন করে বলে অভিযোগ। নিমাইবাবুর মোবাইলের কললিস্ট দেখেই চায়না ঘোষ নামে ওই মহিলা ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় আরও কয়েকজনকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, ওই মহিলা দেখা করার টোপ দিয়ে ফোন করে ওই ব্যবসায়ীকে চাকদহের ফেরিঘাটে ডেকে পাঠিয়েছিল। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফেরিঘাটে তাঁকে বসিয়ে রেখেছিল। ঘটনার দিন বিকাল থেকে ওই ব্যবসায়ী খুন হওয়ার আগে পর্যন্ত ১৫ বারের বেশি ওই মহিলা তাঁর মোবাইলে ফোন করেছিল। পরে, পূর্ব পরিকল্পনা মতো সুপারি কিলার পাঠিয়ে ওই ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়।  পুলিস জানিয়েছে, মুদি ব্যবসায়ী নিমাইবাবু সুদের কারবারও করতেন। বছর চ

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি, গাড়ির সুদের হার বাড়তে পারে

Image
দু'দিন আগে যখন স্টেট ব্যা়ঙ্ক জমা টাকার উপর সুদের হার বাড়াল, তখনই বোঝা উচিত ছিল। বুধবার ভারতের রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি স্বল্পমেয়াদি ঋণের হার ০.২৫% বাড়িয়ে, করে দিল ৬.৫%। জুন মাসে এই সুদের হার ৬% থেকে বাড়িয়ে ৬.২৫% করা হয়েছিল। মুদ্রাস্ফীতিকে বাগে আনতে এবং ভবিষ্যতে মূল্যবৃদ্ধি রুখতে, রেপো রেট বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, এর ফলে গৃহ ঋণ এবং গাড়ির ঋণের খরচ বাড়তে পারে। সুতরাং, নতুন ঋণ নিলে ইএমআই বেশি দিতে হবে। পুরনো ঋণের ক্ষেত্রে, সাধারণত, ঋণ ফেরত দেওয়ার সময়সীমাকে বৃদ্ধি করে দেয় আর্থিক সংস্থারা। যাতে আচমকা বেড়ে যাওয়া ইএমআই-এর ধাক্কা গ্রাহককে সহ্য করতে না হয়। ঋণের উপর প্রভাব রেপো রেট ০.২৫% বাড়ায়, ৩০ লক্ষ টাকার বাড়ির ঋণের ক্ষেত্রে (২০ বছরের মেয়াদে) সামগ্রিক ভাবে আপনাকে ১ লাখ টাকা বেশি দিতে হতে পারে। আগে ৮.৫% রেটে ১ লাখের উপর ইএমাই ছিল ৮৬৮ টাকা। ৮.৭৫% রেটে ইএমআই বেড়ে দাঁড়াবে ৮৮৪ টাকা। ১০ লাখ টাকার গাড়ির ঋণে (মেয়াদ ৫ বছর) সুদের হার বাড়লে আপনাকে সব মিলিয়ে বেশি দিতে হতে পারে ৭০০০ টাকা মতো। মেয়াদি জমার উপর প্রভাব পলিসি রেট বাড়ার ফলে, ব্যাঙ্কের মেয়াদি জমায় বেশি সুদ দিতে হবে। কিন্তু

ধর্ষণের আগে ৬৭ রকমের মাদক খাওয়াতেন ‘হান্টারওয়ালে আঙ্কল’

Image
'হান্টারওয়ালে আঙ্কল' নামেই পরিচিত ছিলেন ব্রজেশ ঠাকুর। শুধু চৌত্রিশ জন নাবালিকা নয়, 'হান্টারওয়ালে আঙ্কল' –এর ফাঁদে পড়েছিলেন আরও অনেক মহিলা। মুজফফরপুর ধর্ষণকাণ্ডে উঠে এল ব্রজেশ ঠাকুরের নাম, যাকে হোমের মেয়েরা চিনত 'হান্টারওয়ালে আঙ্কল' নামে। হোমে এই ব্রজেশ ঘুরে বেড়াত চাবুক হাতে। ভয়ে কাঁপত মেয়েরা। সমাজের উপরতলাতে অবাধ গতিবিধি ছিল ব্রজেশের। তিনটি সংবাদপত্রের মালিক ব্রজেশের  বিরুদ্ধে উঠেছে সীমাহীন নিষ্ঠুরতার অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের আগে জোর করে মাদক খাওয়ানো হত নাবালিকাদের। এ রকম ৬৭ রকমের মাদক মিলেছে হোম থেকে। ছুরি দিয়ে রক্তাক্ত করে দেওয়া হত নাবালিকাদের।  আগেই সামনে এসেছিল সেবা সংকল্প সমিতির হোমের কথা। মুজফফরপুরের এই হোমে শিশুকন্যা ও কিশোরীদের ওপর ভয়াবহ অত্যাচারের খবরে স্তব্ধ হয়েছিল সারা দেশ। দিনের দিন দিন, রাতের পর রাত, নাবালিকাদের ওপর চলত নিরন্তর যৌন হেনস্থা, ধর্ষণ। ওযুধ খাইয়ে তাঁদের বেহুঁশ করে দেওয়া হত। কারও বয়সই আঠারোর বেশি নয়, আর ধর্ষণ করা হত নিয়মিত। ৪২ জন নাবালিকার মধ্যে ৩৪ জনের মেডিক্যাল রিপোর্টেই যৌন অত্যাচারের প্রমাণ মিলেছে। অভিযোগে সবাই জানিয়েছে হোমটি

এবার থেকে রেলে টিকিট বুকিং করার পরও বদলানো যাবে স্টেশন ও যাত্রীর নাম

Image
যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ? নয়াদিল্লি: যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ? খুব সহজ ৷ আপনার কাছে যদি কনফার্মড টিকিট থাকে কিন্তু কোনও কারণে আপনি সেদিন যাত্রা করতে না চান তাহলে অন্যের নামে টিকিটটি আপনি ট্রান্সফার করে দিতে পারবেন ৷ শুধু তাই নয় এবার থেকে বোর্ডিং স্টেশনও সহজেই অনলাইনে পরিবর্তন করা যাবে ৷ সম্প্রতি এই বিষয়ে IRCTC-র তরফে এমনটা জানানো হয়েছে ৷ পাশাপাশি অনলাইনে TDR (Ticket Deposit Receipt) ফাইল করে চার্ট তৈরির পরও ই টিকিট বাতিল করা যাবে ৷ এখানেই শেষ নয় ৷ যাত্রীরা এবার থেকে IRCTC ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্যাবও বুক করতে পারবেন ৷ দেখে নিন কী ভাবে বোর্ডিং স্টেশন বদল করবেন - যাত্রীদের নিজেদের IRCTC অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ৷ ক্লিক করতে হবে 'বুক টিকিট হিস্টোরি' অপশনে। যে টিকিটের বোর্ডিং বদলাতে চান সেটাতে ক্লিক করে 'চেঞ্জ বোর্ডিং পয়েন্ট&

আত্মহত্যার ফেসবুক লাইভ! 2K ভিউজ-শেয়ার, কেউ পুলিশ ডাকল না

Image
নির্মম ঘটনাটির সাক্ষী গুরগাঁওয়ের পাতৌডি গ্রাম৷ বছর ২৭-এর যুবক অমিত চৌহান মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ ফেসবুক লাইভ শুরু করেন৷ তাঁর স্ত্রী তখন বাড়িতে ছিলেন না৷ লাইভে অমিত জানিয়ে দেন, তিনি এখন আত্মহত্যা করবেন৷ গুরগাঁও: সিলিং ফ্যানে কাপড়টি বাঁধলেন৷ টেনে দেখে নিলেন শক্ত হয়েছে কিনা৷ তারপর কিছু একটা বললেন৷ খানিক্ষণ বলার পর কাপড়ের ফাঁসে মাথা ঢুকিয়ে দিয়ে ঝুলে পড়লেন৷ ফেসবুক লাইভে ২০০০ মানুষ একই সময়ে দেখলেন সেই আত্মহত্যা৷ কারও মনে হল না, পুলিশে খবর দিয়ে যুবকটিকে বাঁচাই৷ নির্মম ঘটনাটির সাক্ষী গুরগাঁওয়ের পাতৌডি গ্রাম৷ বছর ২৭-এর যুবক অমিত চৌহান মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ ফেসবুক লাইভ শুরু করেন৷ তাঁর স্ত্রী তখন বাড়িতে ছিলেন না৷ লাইভে অমিত জানিয়ে দেন, তিনি এখন আত্মহত্যা করবেন৷ দর্শক সংখ্যা একলাফে হাজার ছাড়িয়ে যায় খানিক্ষণের মধ্যেই৷ লোকজন ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন৷ এক ঘণ্টার মধ্যে সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে ঝুলে আত্মহত্যা করেন অমিত৷ প্রতিবেশীরা জানিয়েছেন, অমিত তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিদিনই ঝগড়া করতেন৷ এমনকী পাড়ার লোকজনদের সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করতেন৷ পুলিশ জানিয়েছে, ফেসবুক লাইভেই চ

নদিয়ায় ভাগীরথী নদীতে ভাঙনের কবলে প্রায় ৬০টি পরিবার

Image
নদিয়ার চাকদা ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের তারিণীপুর গ্রামে ভাগীরথী নদীতে ভাঙন।তারিণীপুর গ্রাম থেকে রায়ডাঙা গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের কবলে প্রায় ৬০টি পরিবার। ইতিমধ্যেই ১০টি পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভাগীরথীর গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দুর্গাপুর গ্রাম। চাকদা ব্লকের পোড়াডাঙা গ্রামেও শুরু হয়েছে ভাঙন। বিঘার পর বিঘা কৃষিজমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীদের দাবি। কালীপুর, গাইনপাড়া, উমাপুর, সরাটি উত্তর,সরাটি দক্ষিণসহ একাধিক গ্রাম ভাগীরথীর পাড় সংলগ্ন হওয়ায় আতঙ্কে বাসিন্দারা।  গ্রামবাসীদের দাবি, ভাগীরথীর পাড় বোল্ডার দিয়ে বাঁধিয়ে দিলে ভাঙনের হাত থেকে রেহাই মিলবে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের স্থানীয় সদস্য জানিয়েছেন, বিধায়ক, সাংসদ, সেচ দফতরে জানিয়েও কাজ হয়নি।

পর্ন ভিডিয়োয় অভিনয় করে স্ত্রীকে পাঠালেন স্বামী, কেন জানেন?

Image
পর্ন ছবিতে কাজ করলেন স্বামী। সেই ভিডিয়ো পাঠালেন স্ত্রীকে ও শ্বশুরকে। ভিডিয়োটি পাঠালেন স্ত্রীর মাসিকেও। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। কিন্তু স্ত্রীকে এই ধরনের ভিডিয়ো পাঠানোর কারণ কী? তিনি শারীরিকভাবে অক্ষম, এই কারণেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন স্ত্রী। তাই পাল্টা জবাব দিতেই পর্নোগ্রাফিতে কাজ করেন বিভাবসু নামে এই ব্যক্তি। ২০১৬ সালে হায়দরাবাদের লাল বাহাদুর নগরের বাসিন্দা বিভাবসুর সঙ্গে বিয়ে হয়েছিল মুথামিজ নগরের অনুষার। কিন্তু বিয়ের ১৫ দিন পরেই নিজের বাড়ি ফিরে আসেন অনুষা। স্বামী-স্ত্রী'র সম্পর্কে ভাঙন আটকাতে দু'বাড়ির মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। কিন্তু অনুষা দাবি করেন, বিভাবসু শারীরিকভাবে অক্ষম। এর পরই বিভাবসুকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠান তিনি। বিবাহবিচ্ছেদের কারণ জানার পরই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বিভাবসু। সিদ্ধান্ত নেন স্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে। তার পরই অপর এক মহিলার সঙ্গে পর্ন ভিডিয়ো তুলে স্ত্রীকে পাঠান। পাঁচ মিনিটের ওই ভিডিয়ো দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী। স্থানীয় পুলিশ অফিসার জানান, পর্ন ভিডিয়োটি তৃতীয় কোনও ব্যক্তি শুট করেছেন। ভারতীয় দণ

দরজা খুলতেই সামনে চুরি যাওয়া টিভি!

Image
পাশের ঘরে ছেলে ঘুমিয়ে পড়েছে। বাবা-মায়ের চোখেও ঘুম নেমেছে। এমন সময় সদর দরজার কড়া নাড়ার আওয়াজ। ধড়ফড় করে উঠে পড়েন দম্পতি। এ বার কি তবে ডাকাত পড়ল! কিছুক্ষণ পরে বুঝলেন পড়শিদের গলার আওয়াজ। দরজা খুলে বাইরে পা রাখতেই দম্পতি দেখতে পেলেন, তাঁদের হারানো রঙিন টিভিটা চোরেরা রেখে গিয়েছে! গুসকরার সুভাষপল্লির বাসিন্দা, পঞ্চাশোর্ধ্ব শ্যামাপ্রসাদ ও প্রতিমা সরকারের বাড়ির লাগোয়াই তাঁদের মেয়ের বাড়ি। কর্মসূত্রে মেয়ে পাপিয়া সোম ও জামাই প্রবীর সোম মালদহে থাকেন। বলতে গেলে বাড়ি ফাঁকাই পড়ে থাকে। চার দিন আগে, শুক্রবার রাতে মেয়ের বাড়ি থেকে ২৮ ইঞ্চি রঙিন টিভি-সহ কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে বলে গুসকরা ফাঁড়িতে অভিযোগ করেন প্রতিমাদেবী। সোমবার গভীর রাতে বাড়ির সামনে অক্ষত অবস্থায় টিভি মিলল। এই ঘটনায় বিস্মিত গুসকরার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিমাদেবী বলেন, "পড়শি রবীন বালা ও বিশ্বনাথ ঢালি মাছ ধরে ঘরে ফিরছিল। সেই সময় রাস্তার পাশে টিভি দেখে চমকে যায়। তারাই কড়া নাড়ে। আমরা দরজা খুলতেই ওরা চেঁচিয়ে, 'এই দেখ রাস্তার উপরে টিভি পড়ে রয়েছে।' তাকিয়ে দেখি, এই টিভিটাই মেয়ের ঘরে লাগানো ছিল!'' চোরের দল যে

‘ঘৃণা ছড়াচ্ছেন মমতা’! অসমে থানায় অভিযোগ বিজেপির

Image
v মঙ্গলবারই রাজধানীতে নাগরিক পঞ্জি নিয়ে তীব্র ভাষায় শাসক বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লে তা থেকে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। বইতে পারে রক্তগঙ্গা। এই ভাষাতেই বিজেপিকে সতর্ক করেছিলেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপির নেতৃত্বে এই কর্মকাণ্ড চলছে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই তৎক্ষণাৎ তাঁর সমালোচনায় আসরে নেমেছিলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনেছিলেন বিজেপি সভাপতি। কিন্তু এতেই ক্ষান্ত হচ্ছে না বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আসরে নামল অসম বিজেপি। মঙ্গলবার রাতেই অসমের ডিব্রুগড়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুবদলের কর্মী ও সমর্থকেরা।  তাঁর বিরুদ্ধে আনা হল ঘৃণা ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ।

গো-রক্ষার নামে হিংসা ৪১৫০% বেড়েছে মোদী জমানায়!

Image
দৃশ্য ১: শনিবারের হাট থেকে ৭৫ হাজার টাকা দিয়ে দু'টো দুধেল গাই কিনে বাড়ি ফিরছেন পেহলু খান। ছ'জনে মিলে ফিরছেন জয়পুর থেকে অলওয়ার। রাস্তায় হামলা হল। বৈধ ভাবেই গরু কেনা হয়েছে, নথিপত্র দেখানো সত্ত্বেও থামল না দুষ্কৃতীরা। কারণ গরু যাঁরা কিনেছেন, তাঁরা মুসলিম। গাড়ির চালকের নাম অর্জুন। তাঁকে পালাতে বলল হামলাকারীরা। বাকি পাঁচ জন বেধড়ক মারে অসুস্থ হয়ে পড়লেন। প্রৌঢ় পেহলু খানের মৃত্যু হল হাসপাতালে। দৃশ্য ২: এ বারও ঘটনাস্থল রাজস্থান। তবে আক্রান্ত আফরাজুল বাঙালি। মালদহ থেকে রাজসমন্দে গিয়েছিলেন মজুরি খাটতে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শম্ভুলাল রেগর নামে এক ব্যক্তি প্রথমে কিছুটা চুপিসাড়ে আফরাজুলের পিছু নিচ্ছে। তার পরে ধারাল অস্ত্রের একের পর এক কোপে ধরাশায়ী করছে তাঁকে। নিথর দেহে আগুন ধরিয়ে দিচ্ছে। শেষে মোবাইল ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে বিদ্বেষমূলক এবং কট্টরবাদী ভাষণ দিচ্ছে। দৃশ্য ৩: ঘটনাস্থল পশ্চিমবঙ্গ। হাওড়া থেকে ট্রেন ধরেছিলেন মালদহের জামাল মোমিন। কয়েক জন যুবক ট্রেনে উঠে জানলার ধারের আসনটা থেকে উঠে যেতে বললেন জামালকে। বিস্মিত হয়েছিলেন জামাল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শুরু হল মার।

বাজ পড়ার ৩ ঘণ্টা আগেই এ বার আসছে এসএমএস অ্যালার্ট!

Image
আর চার দিন আগে চালু হলে কেন্দ্রীয় আবহাওয়া দফতরই প্রাণ বাঁচিয়ে দিত তিলজলা রোডের বছর পঁচিশের অজয় মল্লিকের! মহমেডান স্পোর্টিং ক্লাব লাগোয়া এলাকায় মাথায় বাজ পড়ায় বেঘোরে প্রাণ যেত না অজয়ের। হাসপাতালে মত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হত না অজয়ের বাগদত্তা ১৯ বছরের মনীষাকে। যেমন কথা ছিল, ক'দিন পর সেইমতো বিয়েও হতে পারত দু'জনের। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রের খবর, সেই প্রাণঘাতী বাজের হাত থেকে বাঁচার উপায় এ বার অনেক আগেভাগেই আমাদের হাতে এসে যাচ্ছে। অন্তত ১ থেকে ৩ ঘণ্টা আগে তো বটেই। একটি বিশেষ প্রযুক্তিতে। মোবাইলে আসা এসএমএসের মাধ্যমে। অ্যান্ড্রয়েড ফোনে আবহাওয়া দফতরের প্রতি ১০ মিনিট অন্তর আপডেট হওয়া ওয়েবসাইটের দৌলতে। আর ৩ মাস... কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এক শীর্ষকর্তা বলছেন, এমন দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার রাস্তা অনেকটাই খুলে যাবে তিন মাস পর। এ বার ১ থেকে ৩ ঘণ্টা আগেই জানা যাবে কোথায়, কখন, কতটা গতিবেগে পৌঁছে যাবে বজ্রগর্ভ মেঘ। জানা যাবে সেই বজ্রগর্ভ মেঘের শক্তি কতটা। বলা যাবে তার জেরে কি বজ্রপাত হবে প্রচণ্ড, নাকি হবে মাঝারি বজ্রপাত? জানা যাবে আকাশের কতটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে

কলকাতার বহু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দিনে লক্ষ লক্ষ টাকা গায়েব!

Image
দক্ষিণ কলকাতার একটি বড় অংশে গণ হারে ব্যাঙ্ক প্রতারণা! গ্রাহকদের অগোচরেই এটিএম থেকে তাঁদের টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতারিত হয়েছেন গড়িয়াহাট, লেক গার্ডেন্স এলাকার কানাড়া ব্যাঙ্কের বেশ কয়েক জন গ্রাহক। কী ভাবে প্রতারণা, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বালিগঞ্জ গার্ডেন রোডের বাসিন্দা অনিন্বিতা মুখার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানাড়া ব্যাঙ্কের গোলপার্ক শাখায়। রবিবার তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা কোনও এটিএম থেকে তোলা হয়েছে। রীতিমত অবাক হয়ে যান তিনি। তিনি বলেন, "আমি সঙ্গে সঙ্গে দেখি এটিএম কার্ড কোথায়। কার্ড আমার ব্যাগে।" পরের দিনই তিনি ব্যাঙ্কে যান। দেখা যায় শুধু ওই কুড়ি হাজার টাকা নয়, ওই একই দিনে আরও কুড়ি হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। অনিন্বিতা বলেন, "দ্বিতীয়বার টাকা তোলার কোনও এসএমএস-ও আসেনি আমার কাছে। ব্যাঙ্কে গিয়ে দেখি, আমার মত আরও অনেকের ঠিক একই ভাবে টাকা লোপাট হয়ে গিয়েছে।" ব্যাঙ্কে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ জানান গড়িয়াহাট থানায়। অনিন্বিতা বলেন, "আমি লালবাজারে ব্যাঙ্ক প্রতারণা শাখাতেও অভিযোগ জানি

চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের আধার নম্বর কোনও অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট নয়: ইউআইডিএআই

Image
নয়াদিল্লি: মাত্র তিনদিন আগে এক টুইটারাইট টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর চেয়ারম্যান আর.এস শর্মাকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সেখানে সেই টুইটারাইট বলেন, আপনার যদি নিজের সিস্টেমের ওপর বিশ্বাস থাকে, তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের আধার নম্বর পোস্ট করুন। সেই সঙ্গে ওই টুইটারাইট এ কথাও বলেন, দেখুন আপনার আধার নম্বর কীভাবে ক্ষতি করতে পারে আপনার! এরপরই আর.এস শর্মা সিস্টেমের ওপর আস্থা আছে, সেটা প্রমাণ করতে, নিজের আধার নম্বর অনলাইনে পোস্ট করেন। সেই ঘটনার ঠিক তিনদিন পর, Unique Identification Authority of India (UIDAI)-এর তরফে বিবৃতি দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট লেখা আচে, কোনও অবস্থাতেই কোনও চ্যালেঞ্জের বশবর্তী হয়ে, কেউ যেন নিজের আধার নম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। এছাড়া অন্য কাউকেও তাঁর আধার নম্বর পোস্ট করার জন্যে যেন কোনও রকম চ্যালেঞ্জ না ছুঁড়ে দেন। শর্মা হচ্ছেন, ইউআইডিএআই-এর প্রাক্তন প্রধান। চ্যালেঞ্জ গ্রহণ করে শর্মা নিজের আধার নম্বর সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে দেন। এরপরই বহু নেটিজেন শর্মার বিভিন্ন ব্যক্তিগত তথ্য, যেমন মোবাইল নম্বর, ই-মেল আইডি, বাড়ির ঠি

রাজ্যে ভেজাল গুটখা! লরি বোঝাই নকল প্যাকেট দেখে চোখ কপালে পুলিশের

Image
নকল গুটখা এবার রাজ্যে। একই দিনে জোড়া অভিযানে পুলিশের হাতে দুই বড় সাফল্য পশ্চিম মেদিনীপুরে। জেলার খড়গপুর গ্রামীণ থানার পুলিশের অভিযানে নকল বেআইনি গুটকা কারখানার হদিশ পাওয়া গেল। প্রায় দেড় লরি সামগ্রী উদ্ধার করে সিল করা হয়েছে কারখানা। সংশ্লিষ্ট ঘটনার গ্রেফতার একজন। অন্যদিকে, ডাকাতির আগেই কুকর্মের উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাতের দলকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাহাচক এলাকায়। পুলিশের কাছে খবর ছিল খড়গপুর সংলগ্ন এলাকার কোথাও নকল গুটখা তৈরি হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নেমে সে বিষয়ে নিশ্চিত হয়। এর পরেই শুরু হয়ে যায় অভিযানের প্রস্তুতি। সোমবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাজির হয়ে যায় খড়গপুর শহর সংলগ্ন সাহাচক এলাকাতে। সেখানে একটি গুদামের ভিতর ঢুকে দেখা যায় অনেক নকল গুটকা তৈরির সামগ্রী জড়ো করা রয়েছে। গুটকা তৈরীর সমস্ত উপকরণই মজুদ সেখানে। পুলিশ এই কারখানার মালিক ছোটা সাওন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সেই সঙ্গে প্রায় দেড় লরি নকল গুটকা তৈরীর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অপর ঘটনা

বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি! নিখোঁজ ৭ মৎস্যজীবী

Image
বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি। মঙ্গলবার বিকেলে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসন ও মৎস্যজীবী সংগঠনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধার কাজ। সেই দিন পনেরো আগের চিত্র। কাকদ্বীপ থেকে মৎস্যজীবীরা যখন রওনা হয়েছিলেন, তখন আবহাওয়া ছিল অনুকূল। ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার আগেই আবহাওয়া খারাপ হতে শুরু করে মঙ্গলবার। সেই সময় অন্যদের মতো ফিরে আসছিলেন একটি ট্রলারে থাকা কাকদ্বীপের ১৮ জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধের সময় ফ্রেজারগঞ্জের লুথিয়ান দ্বীপের চড়ায় আটকে দুর্ঘটনায় পড়ে মৎস্যজীবীদের ট্রলার। তবে সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অন্য ট্রলার উদ্ধার কাজে হাত লাগায়। ১১ জনকে উদ্ধার করা গেলেও, সাতজন নিখোঁজ। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সুন্দরবন কোস্টার থানা এবং মৎস্যজীবীদের সংগঠন। ১৬ জুলাইয়ের দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৪ মৎস্যজীবী।

মেক্সিকোয় ভেঙে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক

Image
মেক্সিকোয় বিমানটি টেক-অফের সঙ্গে সঙ্গেই প্রবল হাওয়ার ঝাপটায় সেটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় বিমানে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। আহত হয়েছেন বেশ কয়েকজন।  উত্তর মেক্সিকোর দুরাঙ্গোয় ঘটেছে এই দুর্ঘটনা। দুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস মিলেনিও টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, টেক-অফের সঙ্গে সঙ্গেই বিমানটি অদ্ভুত গতিতে চলতে থাকে বলে জানিয়েছেন যাত্রীরা। তাঁরা জানিয়েছেন, তার ঠিক পরেই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের কুণ্ডলীও চোখে পড়ে। স্থানীয়দের মতে, দুর্ঘটনায় আহত হন প্রায় ৮০ জন। দেশের পরিবহণমন্ত্রী জেরারদো রুইজ এসপারজা জানিয়েছেন, ৯৭জন যাত্রী ও ৪জন ক্রু-কে নিয়ে বিমানটি দুরাঙ্গো থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছিল। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়েছে জরুরি পরিষেবা বিভাগ, সেনাবাহিনী ও রেড ক্রস। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এরোমেক্সিকো।

কলকাতায় অভিনব কায়দায় প্রতারণা, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা

Image
কলকাতা: গণহারে ব্যাঙ্ক প্রতারণা শহরে। দক্ষিণ কলকাতার গোলপার্ক, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবরের একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে। তবে কীভাবে প্রতারণা তা এখনও স্পষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটিএম থেকে লোপাট করা হয়েছে টাকা। এটিএম কার্ড ব্যাগে। কিন্তু, হঠাৎ মোবাইলে টাকা তুলে নেওয়ার এসএমএস। দফায় দফায় কখনও ১০ হাজার, কখনও ২০ হাজার টাকা তুলে নেওয়ার মেসেজ ৷ এমন মেসেজই এখন আতঙ্ক গ্রাহকদের কাছে। গণহারে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠেছে শহরের বিভিন্ন এলাকার মানুষের থেকে। এটিএম কার্ড নিজের কাছে থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা ৷ প্রতারণার অভিযোগ করেছেন কলকাতার গোলপার্ক, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের ৷ প্রতারণার শিকার হয়েছেন পার্ক স্ট্রিট, তিলজলা, বেনিয়াপুকুর-সহ কয়েকটি জায়গার গ্রাহকেরা ৷ শুধু গড়িয়াহাট এলাকা থেকেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৩৫ জন গ্রাহক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির অভিযোগ জানিয়েছেন ৷ উল্লেখ্য, তদন্তে নেমে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দিল্লির বিভিন্ন এলাকার এটিএম ব্যবহার করে তুলে নেওয়া হয়েছে কলকাতার গ্রাহকদের টাকা ৷ এটিএম কার্ডের তথ্য ক্লোন করে টাকা লোপাট?

মধ্যবিত্তের হেঁশেলে কোপ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Image
নয়াদিল্লি: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷ ফের দাম বাড়ল গ্যাসের দাম ৷ ভতুর্কিযুক্ত ও ভর্তুকিহীন দুই ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম বাড়ল মঙ্গলবার মধ্যরাত থেকেই ৷ ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১.৭৬ টাকা করে বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একলাফে ৩৫.৫০ টাকা বাড়ল ৷ মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(আইওসি)-র তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের মূল্য পরিবর্তনের ফলে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ কেউ কেউ জিএসটি-কেও এই গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়ী করেছেন ৷ আজ থেকে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৭৮৯.০৫ আর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম পড়বে ৪৯৮.০২ টাকা ৷ পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।

অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?

Image
নয়াদিল্লি: এনআরসি ঘিরে উত্তাল দেশ। কিন্তু, কী এই এনআরসি? কেন এত বিতর্ক? এনআরসি তালিকায় নাম না উঠলে কী হবে? এই প্রশ্ন শুধু রাজনীতির অন্দরমহলে নয়, এখন চায়ের আড্ডা থেকে মিটিং বোর্ডরুমের মূল আলোচ্য বিষয় ৷ তালিকায় নাম আছে না নেই? এ নিয়ে উত্তাল অসম। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স - অসমের এই জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে দেশ জুড়ে শোরগোল। এই জাতীয় নাগরিকপঞ্জি আসলে কী? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ NRC মানে এটি রাজ‍্যের বৈধ নাগরিকদের তালিকা ৷ প্রথমবার এই তালিকা তৈরি হয় ১৯৫১ সালে ৷ ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা নবীকরণের কাজ শুরু হয় ৷ ১৯৭১ সালের ২৪ মার্চের আগে অসমে আসা ব্যক্তি ও তাঁদের বংশধরদের নামই এনআরসিতে উঠবে বলে জানানো হয় ৷ ২০১৫ সালে এনআরসি নবীকরণের কাজ শুরু হয় ৷ কয়েক দফায় তারিখ পিছোনোর পরে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রথম খসড়া প্রকাশিত হয় ৷ দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশিত হল সোমবার অর্থাৎ ৩০ জুলাই, ২০১৮ ৷ এই দ্বিতীয় তালিকায় ৪০ লক্ষের নাম ওঠেনি। আফগানিস্তান, ইরাক বা সিরিয়ার মতো গৃহযুদ্ধ নেই। অথচ, কলমের খোঁচায় আচমকাই নাগরিকত্ব হারানোর মুখে ৪০ লক্ষ মানুষ। অসমের খসড়া নাগ

পাচারের আগেই বড়সড় সেক্স ব়্যাকেট থেকে উদ্ধার ১৬ নেপালি মহিলা

Image
নয়াদিল্লি: বড়সড় সেক্স ব়্যাকেটের পর্দাফাঁস৷ নয়াদিল্লিতে এই ব়্যাকেট থেকে পুলিশ ১৮ মহিলাকে উদ্ধার করে যার মধ্যে ১৬ নেপালি৷ মঙ্গলবার পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে, বারাণসী ক্রাইম ব্রাঞ্চ এবং দিল্লি পুলিশ যৌথভাবে অভিযান চালায় বসন্ত বিহার পুলিশ স্টেশনের অন্তর্গত একটি বাড়িতে৷ সেখান থেকেই উদ্ধার করা হয় এই মহিলাদের৷ জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরেই বেশ কিছু মহিলাকে সেই বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল৷ তাদের বাইরে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল৷ এই পাচারচক্রে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নেপালি মহিলাদেরও আনা হয়েছিল৷ তাদের প্রথমে বারাণসীতে নিয়ে আসা হয়৷   পাচারের আঁচ পেয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে ২ নেপালি মহিলা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ তারা নেপাল পুলিশকে এই ব়্যাকেট সম্পর্কে জানালে তারা নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে৷ খবর সংগ্রহ করে বারাণসী পুলিশ গত সপ্তাহে বারাণসীর বহু জায়গায় হানা দেয়৷ জয় সিং নামে এক ব্যাক্তিকে গ্রেফতারও করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, একদল নেপালি মহিলাকে মধ্যপ্রাচ্যে পাচারের ছক ক

গ্রিন সিটি প্রকল্পে ১৩৭২ কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, সুফল পাবেন কারা

Image
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে বাংলায় গ্রিন সিটি প্রকল্পে ১৩৭২ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সরকার সচেষ্ট। আর সেই লক্ষ্যেই গ্রিন সিটি তৈরিতে সরকার ভীষণভাবে জোর দিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষে ৪৪৯ কোটি টাকা খরচ করা হয়েছিল। মোট ৩৩৪টি প্রকল্পে এই টাকা বিনিয়োগ করা হয়। ২০১৭-১৮ সালে মোট ১৭৯৮টি প্রকল্পে ৭১৩ কোটি টাকা নতুন করে বিনিয়োগ করা হয়েছে। আর এই অর্থবর্ষে এখনও অবধি ২৯৩টি প্রকল্পে ১৯৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়ে গিয়েছে। সরকারের উদ্যোগে হওয়া এই গ্রিন সিটি প্রকল্পের সুফল সবচেয়ে বেশি পাবেন সাধারণ মানুষ। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপন, জল সংরক্ষণ, ইলেকট্রিক যানের ব্যবহার বাড়ানো, রাস্তায় এনইডি লাইট বসানো, বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানোর মতো নানা কাজ রয়েছে। যার সরাসরি সুফল আমজনতাই ভোগ করবে বলে সরকার জানিয়েছে।

সহকর্মীর অশ্লীল আচরণ! প্রতিবাদ করে চাকরি হারালেন মহিলা

Image
কলকাতা: কর্মরত অবস্থায় অশ্লীল আচরণের শিকার এক মহিলা কর্মী৷ থানায় অভিযোগের পর কাজ হারিয়ে বর্তমানে বেকার ওই মহিলা কর্মী৷ গড়িয়াহাটের একটি নামী ইলেক্ট্রনিক্স দোকানের এক সহকর্মীর বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন রবীন্দ্র সরোবর থানায়৷ কসবা বোস পুকুরের ওই মহিলা কাজে যোগ দেওয়ার পর থেকেই তার সহকর্মী এক যুবক তার সাথে অশ্লীল আচরণ করতে শুরু করে বলে অভিযোগ৷ মালিককে বার বার বলেও কোন সমাধান না হওয়ায় অবশেষে ওই কর্মী পুলিশের দ্বারস্থ হন৷ প্রথমে তিনি লালবাজারে ফোন করে বিষয়টি জানান৷ এরপর স্থানীয় থানায় অভিযোগ করেন৷ অভিযোগের পর দোকানের মালিক বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিলেও ওই ইলেক্ট্রনিক্স দোকানের অন্য এক কর্মী ফোন করে তাকে হুমকি দেন অভিযোগ তুলে নেওয়ার জন্য৷ মহিলা কর্মী আমাদের জানালেন,তিনি অভিযোগতো তুলবেনই না, প্রয়োজনে আইনিপথে লড়বেন৷ গড়িয়াহাটের ওই দোকানের মালিকের সাথে ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও কোন উত্তর পাওয়া যায়নি৷

ভারতের জেলে রোদ, খোলা বাতাস নেই, ব্রিটিশ আদালতে অভিযোগ মাল্যের

Image
বন্দী প্রত্যর্পণ মামলায় ব্রিটিশ আদালতে জামিন পেলেন ভারত থেকে ইংল্যান্ডে পলাতক লিকার ব্যারন বিজয় মাল্য। ভারতে প্রত্যর্পণ করার পর যে আদালতে তাকে রাখা হতে পারে, মুম্বইয়ের সেই আর্থার রোড জেল সম্বন্ধে লন্ডনের আদালতে অভিযোগ জানান বিজয় মাল্য। তাঁর দাবি, ভারতের জেলে খোলা বাতাস নেই, রোদ ঢোকে না। মাল্যের দাবি শুনে জেলের ভিডিও চেয়ে পাঠিয়েছে লন্ডনের আদালত। মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর হবে বলে জানানো হয়। তিন সপ্তাহের জন্য জামিনও দেওয়া হয় মাল্যকে। ভারতীয় আইনজীবীরা আদালতে জানান, মাল্যকে রাখা হবে আর্থার রোডের জেল ব্যারাকে। সেখানে আছে পরিষ্কার বিছানা, শৌচালয় ও খোলা রোদ। সেই ছবিও তাঁরা ব্রিটিশ আদালতে জমা দেন। কিন্তু তাতে খুশি হননি লন্ডনের বিচারক। তিনি খোলা জানালা দিয়ে রোদ ঢুকছে সেইরকম ছবি চেয়ে পাঠিয়েছেন। তার জন্য দিনের বেলায় ভিডিও রেকর্ড করার নির্দেশও ভারতের আইনজীবীদের দেওয়া হয়েছে। ব্রিটিশ বিচারকের এই দাবি মেনে নিয়েছেন ভারতের আইনজীবীরা। ১২ সেপ্টেম্বর প্রয়োজনীয় ভিডিও জমা দেওয়া হবে বলে আদালতে জানিয়েছেন তাঁরা। বন্দী প্রত্যর্পণ মামলায় এই মুহূর্তে বেশ কোণঠাসা আর্থিক তছরুপ ও প্রতারণার দায়ে অভিযুক্ত পলা

ছুটির জন্য কাটা টাকা ফেরত

Image
এক শিক্ষিকা 'চাইল্ড কেয়ার লিভ' বা সন্তান লালনের ছুটি নেওয়ায় তাঁর বেতন থেকে ২৬ হাজার টাকা কেটে নেওয়া হয়েছিল। সেই টাকা অবিলম্বে ফেরত দিতে স্কুল-কর্তৃপক্ষকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নোদাখালি ডোঙারিয়া অণুমতী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা সরকারের আইনজীবী অঞ্জন ভট্টাচার্য মঙ্গলবার জানান, তাঁর মক্কেল মেয়ের পরীক্ষার জন্য গত বছর ১৬ দিন ছুটি নেন। তার জন্য টাকা কাটায় মামলা করেন তিনি। বিচারপতি তপোব্রত চক্রবর্তী গত ১৬ নভেম্বর জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দেন, শিক্ষিকার ছুটির বিষয়টি ফের বিবেচনা করা হোক। পরিদর্শক গত ৭ ফেব্রুয়ারি জানান, বেতন কাটার সিদ্ধান্ত যথাযথ। ফের হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। বিচারপতি শেখর ববি শরাফ জানান, সন্তান লালনের ছুটিকে ২০১৫ সালে মান্যতা দিয়েছে রাজ্য সরকার। তাই ওই শিক্ষিকার বেতন কেটে নেওয়া উচিত হয়নি।

পেটব্যথায় ভরসা ওঝা, মৃত কিশোরী

Image
পেটের ব্যথায় কাতরাচ্ছিল মেয়েটা। হাসপাতালের বদলে বাড়ির লোকজন তাকে নিয়ে ছোটেন ওঝার কাছে। সেখানে বহুক্ষণ ধরে চলে ঝাড়ফুঁক, তাবিজ-কবজ। কিন্তু কিছুতেই কাজ হয়নি। এ দিকে, শরীর ভাল হওয়ারও লক্ষণ নেই। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময়ে নিস্তেজ হয়ে আসে রোগাটে শরীরটা। যখন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হল, তত ক্ষণে দেহে আর প্রাণ নেই। ক্যানিং হাসপাতালের এক চিকিৎসক বলেন, ''মেয়েটিকে যদি আরও কিছু সময় আগে আনা হত, তা হলে হয় তো চিকিৎসার সুযোগ পাওয়া যেত। কিন্তু কিছুই করা গেল না।'' তাঁর মতে, মেয়েটির শরীরে যে সব উপসর্গ ছিল, তাতে মনে হয় কালাচ সাপে কামড়েছিল। শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। মমতাজ মণ্ডল (১৩) নামে ওই কিশোরীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ২ নম্বর গরানকাটি গ্রামে। গোপালগঞ্জ হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত সে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার স্কুলে যাওয়ার পরে ব্যথা শুরু হয় তার। সঙ্গে বমি করতে থাকে। শ্বাসকষ্টও ছিল। শিক্ষক ও বন্ধুরা মিলে বাড়ি পৌঁছে দেয় মমতাজকে। বাড়ির লোকজন তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ওই ওঝা জানিয়ে দেয়, ঝাড়ফুঁক করলেই রোগ সেরে যাবে। সেই মতো কায়দা-কানুন সেরে, ত

৫ লক্ষ কোটির বেঙ্গল প্যাকেজ চাইছে নবান্ন

Image
অর্থ মূল্যে যা প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা। যার মধ্যে খোলা বাজার থেকে নেওয়া ঋণ পরিশোধ বাবদ ৭৫ হাজার কোটি টাকার অনুদান। পঞ্চদশ অর্থ কমিশনের কাছে এমনই দাবি পেশ করেছে রাজ্য সরকার। ২০১৯-এর অক্টোবরে পঞ্চদশ অর্থ কমিশন তাদের রিপোর্ট পেশ করবে। তা চালু হবে ২০২০-এর এপ্রিল থেকে। মেয়াদ পরবর্তী ৫ বছর। প্রশ্ন হল, এমন আর্থিক প্যাকেজের দাবি অর্থ কমিশন মানবে কি? অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি চতুর্দশ অর্থ কমিশন মানেনি। তার জেরেই নরেন্দ্র মোদীর সরকার ছেড়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। কোনও একটি রাজ্যের জন্য ঋণমুক্তি প্রকল্প দেওয়াও সম্ভব কি না, সেই প্রশ্নও উঠেছে। অতীতে কোনও অর্থ কমিশনই একটি রাজ্যের জন্য এমন কোনও অনুদান দেয়নি। দ্বাদশ ও ত্রয়োদশ অর্থ কমিশন সব রাজ্যের জন্যই 'ডেট রিলিফ স্কিম' ঘোষণা করেছিল। রাজ্যগুলির আর্থিক শৃঙ্খলা ফেরানোর শর্তেই তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ তখন বাজেট নিয়ন্ত্রণ আইন চালু করেনি, ফলে তার লাভও ততটা পায়নি। ইউপিএ-২ আমলে অর্থমন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় রাজ্যের পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন প্রকল্পে ৮৫০০ কোটি টাকার বিশেষ অনুদান দিয়েছিল

‘ঘুম ভেঙে দেখি স্ত্রীর হাতে ছুরি’

Image
ভিন্ রাজ্য থেকে কাজ করে বিকেলেই বাড়ি ফিরেছেন। এক সঙ্গে রাতে খাওয়াদাওয়াও করেছিলেন। তারপরে শুয়ে পড়েন। হঠাৎ মাঝ রাতে ব্যথায় চিৎকার করে ঘুম থেকে উঠলেন মালদহের মানিকচকের মোহনা গ্রামে যুবক রিন্টু শেখ। তাঁর কথায়, ''প্রথমে ভাবছিলাম স্বপ্ন দেখছি যে, কেউ আমার উপরে হামলা করেছে। ব্যথার চোটে ঘুম ভেঙে উঠে দেখি স্ত্রীর হাতে ছুরি।'' তারপরে একের পর এক কোপ পড়েছে যুবকের পেটে, গলায়, পিঠে। তাঁর চিৎকারে বাড়ির লোক ছুটে এসে রিন্টুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাঁর স্ত্রী সিম্পাবিবিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দুই ছেলে রয়েছে। রিন্টুর মায়ের অভিযোগ, ''বৌমার সঙ্গে পাড়ার একটি ছেলের সম্পর্ক ছিল। সেই জন্যই সে আমার ছেলেকে খুন করতে চেয়েছিল। বৌমাকে ছুরিও দিয়েছে ওই ছেলেটি।'' সিম্পার বক্তব্য জানা যায়নি। রিন্টু-সিম্পার বিয়ে হয়েছে দশ বছর। রিন্টু পুণেতে শ্রমিকের কাজ করেন। তিন মাস পরে পুণে থেকে ফিরেছেন সোমবার। তাঁকে এখন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর পেটের আঘাত গুরুতর। অস্ত্রোপচার করা হয়েছে।

মায়ের দুধ পায় না এশিয়ার বহু শিশু, চিন্তায় চিকিৎসক

Image
আর্থিক ভাবে পিছিয়ে পড়া দেশের পাঁচ জনের মধ্যে তিন জন শিশুই জন্মের এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পানের সুযোগ পায় না। যার জেরে জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এমনকি, তৈরি হয় প্রাণ সংশয়ও। এ বছর স্তন্যপান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। ওই রিপোর্ট অনুযায়ী, ওই সব দেশের ৭ কোটি ৮০ লক্ষ শিশুকে জন্মের পর পরই স্তন্যপান করানো হয় না। দক্ষিণ ও পশ্চিম আফ্রিকার দেশগুলিতে ঠিক সময়ে স্তন্যপানের রীতি অধিক প্রচলিত। সে দিক থেকে অনেক পিছিয়ে এশিয়ার দেশগুলি। মাত্র ৩২ শতাংশ শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পানের সুযোগ পায়। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক। শিশুর জন্মের পরের এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। মাতৃদুগ্ধই হল প্রথম টিকা। সেটা দেরিতে পেলে রোগ সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তবে, সচেতনতাই বদলে দিতে পারে এই ছবি, মনে করছেন হু-র সদস্যেরা। ওই রিপোর্টেই উল্লেখ করা হয়েছে, আফ্রিকার একাধিক দেশে সচেতনতার প্রসারের জেরে এই সমস্যা মিটেছে। ঠিক সময়ে মাতৃদুগ্ধ পান করানোর প্রয়োজনীয়তা সম্পর্কে গর্ভাবস্থা থেকেই বোঝানো দরকার। অধিকাংশ ক্ষেত্রেই সন্তানসম্ভবারা সে স

তান্ত্রিকের পরামর্শে কিশোরীর গলায় ৯টি সূচ! বাঁচালেন চিকিৎসকেরা

Image
একটি গলার পেছনের দিকে। বাকি আটটি সূচ গলার সামনে দিকে খাদ্যনালীর চারপাশে বিঁধে রয়েছে। এক্স-রে রিপোর্টে এই ছবি ধরা পড়তেই আঁতকে উঠেছিলেন কৃষ্ণনগর হাসপাতালের চিকিৎসকেরা। অপরূপা বিশ্বাসের বয়স মাত্র ১৪ বছর। গ্রামীণ হাসপাতালে এই ধরনের অপারেশন সম্ভব নয় বলে তড়িঘড়ি তাকে পাঠিয়ে দেওয়া হয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখানকার ইএনটি বিভাগের ডাক্তাররাও সন্দিহান ছিলেন, অপরূপাকে বাঁচানো যাবে তো? অনেক পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত হয় সময় নষ্ট করা যাবে না। ঝুঁকি নিয়েই অপারেশন করতে হবে। এনআরএস হাসপাতালে সোমবার ভর্তি হয়েছিল অপরূপা। সাত সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করে মঙ্গলবার দুপুরেই অপারেশন শুরু হয়। কিশোরীর বাবা-মা চিন্তায় ছিলেন, মেয়েকে ফিরে পাবেন তো? অপারেশন শেষ হল সাড়ে তিন ঘণ্টা পর। এনআরএস-এর ডাক্তাররা হতাশ করেননি না কৃষ্ণনগরের এই দম্পতিকে।   তবে অপারেশনের পর আরেকটি ভয়ঙ্কর তথ্য সামনে এল। জানা গেল, সূচগুলো খেয়ে ফেলেনি অপরূপা। চিকিৎসকরা জানালেন, ৯ টি সূঁচ বাইরে থেকে কেউ ঢুকিয়ে দিয়েছেন। কিশোরীর পরিবারের তরফে কেউ মুখতে রাজি ছিলেন না। ওই কিশোরীর কাছ থেকেই যে তথ্য সামনে এসেছে, তাতে আঁতকে ওঠ

‘যাদের নাম তালিকায় নেই, তারা অনুপ্রবেশকারী’

Image
বিজেপির সদর দফতরে অমিত শাহ। কোনও লুকোছাপা রাখলেন না অমিত শাহ। অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া  থেকে বাদ পড়া ৪০ লক্ষ মানুষকে আজ 'বেআইনি অনুপ্রবেশকারী' বলে দাগিয়ে দিলেন বিজেপি সভাপতি। এবং ২০১৯-এর কথা মাথায় রেখে 'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের' বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার পথে হাঁটলেন শুরু থেকেই। মন্ত্রীদের মতো চূড়ান্ত তালিকায় 'নাম তোলার সুযোগ এখনও রয়েছে' বলে আশ্বাস দেওয়ার ধার না-ঘেঁষে তাঁর স্পষ্ট ঘোষণা, ''যাদের নাম তালিকায় নেই, তারা অনুপ্রবেশকারী।'' কংগ্রেস-সহ সব বিরোধী দলের মতে, বিভাজনের রাজনীতি করতে এটা মেরুকরণের তাস। কংগ্রেসের মণীশ তিওয়ারির প্রশ্ন, ''কিসের ভিত্তিতে ৪০ লক্ষের সকলকেই অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করলেন বিজেপি সভাপতি?'' এর জবাব দেওয়ার দায় নেননি অমিত। ২০১৪-র লোকসভা ভোটে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েই বিজেপি ক্ষমতায় এসেছিল। গত চার বছরে অবশ্য মোদী সরকারের মুখে শব্দটা শোনা যায়নি। কিন্তু অসমে ক্ষমতায় আসতে ওই একই অস্ত্র প্রয়োগ করেছিল বিজেপি। এ বার ২০১৯-এর আগে আস্তিন থেকে পুরনো অস্ত্র বার করলেন বিজেপি সভা

কার নির্দেশে সারদার টাকা সংবাদমাধ্যমে, যাচাই শুরু

Image
বাজার থেকে তোলা বিপুল অর্থের বেশ বড় অংশ সংবাদমাধ্যমে লগ্নি করা সত্ত্বেও একটি পয়সা সারদার ঘরে ফেরত আসেনি বলে অভিযোগ। তা হলে কেন এবং কার নির্দেশে বিভিন্ন ভাষার বৈদ্যুতিন চ্যানেল ও সংবাদপত্রে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সারদা-প্রধান সুদীপ্ত সেন? এ বার সেটা খতিয়ে দেখছে সিবিআই। ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর, সারদা নিয়ে ২০১৪ সালে রাজ্য সরকারের তরফে পেশ করা একটি হলফনামাকে এই ব্যাপারে হাতিয়ার করা হচ্ছে। কী সেই হলফনামা? রাজ্য সরকারের তরফে লিয়াজঁ অফিসার রাজদীপ দত্ত ওই হলফানামায় জানান, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলা, হিন্দি, উর্দু, পঞ্জাবি, নেপালি, অসমিয়া ভাষার সংবাদপত্রে অথবা বৈদ্যুতিন চ্যানেলে লগ্নি করেন সুদীপ্ত। মোট ১৮টি সংবাদমাধ্যমে লগ্নি করা হয়েছিল। মোটা পারিশ্রমিকের বিনিময়ে তৎকালীন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে সেই সব সংবাদমাধ্যম পরিচালনার দায়িত্ব দেন সুদীপ্ত। সারদা মামলায় কুণালকে গ্রেফতার করেছিল রাজ্য সরকারের বিশেষ তদন্ত দল (সিট)। পরে সিবিআই-ও তাঁকে হেফাজতে নিয়েছিল। সিবিআইয়ের এক কর্তা জানান, হেফাজতে থাকাকালীন কুণাল ও সুদীপ্তকে একসঙ্গে বসিয়ে বার দুয়েক জিজ্ঞাসাবাদ করা হয়।

নাগরিকপঞ্জি তদন্তকারীর নামই নেই তালিকায়!

Image
এনআরসি তালিকা নিয়ে আধিকারিকরা। নিজের নাম এনআরসি-তে আছে কিনা, জানতে জানালায় ভিড় অসমবাসীর। মহম্মদ নুরুল ইসলাম পেশায় শিক্ষক।  এনআরসি-তে আবেদনকারীদের বংশবৃক্ষ যাচাই করার গুরুদায়িত্ব ছিল তাঁর উপরে। সেই তিনি ও তাঁর সন্তানরা তালিকার বাইরে! বরপেটার কলগাছিয়ার বাসিন্দা নুরুল ইসলাম যে 'ডি-ভোটার' তালিকায়! বাদ পড়া ৪০ লক্ষ আবেদনকারীর মধ্যে সওয়া লক্ষ ডি-ভোটার ও তাঁদের বংশধরদের নাম আছে। ৩০ অগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নাম না থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন। কিন্তু নুরুলবাবু এনআরসির ৪৩০০ জন 'ইনভেস্টিগেটর'দের এক জন হয়েও বাদ। প্রশ্ন উঠছে, এক জন ডি-ভোটার কি করে অন্যদের নাগরিকত্বের দাবি যাচাই করেন? এ দিকে ডি-ভোটারের তালিকা থেকে মুক্তি না পেলে তাঁর নাম এনআরসি-তে ঢুকবেও না। অন্য দিকে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ছেলে পারভেজ আহমেদ বা তাঁর পরিবারের নাম উঠলেও, রাষ্ট্রপতির ভাই, প্রয়াত এক্রামুদ্দিন আলি আহমেদের নাম লিগ্যাসি ডেটায় না থাকায় তাঁর পুত্র জিয়াউদ্দিনের নামও তালিকা থেকে বাদ পড়েছে। কামরূপের রঙিয়ায় থাকা আহমেদ পরিবার উদ্বেগে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতির ভাই-ভাতিজার ভ