নদিয়ায় ভাগীরথী নদীতে ভাঙনের কবলে প্রায় ৬০টি পরিবার


নদিয়ার চাকদা ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের তারিণীপুর গ্রামে ভাগীরথী নদীতে ভাঙন।তারিণীপুর গ্রাম থেকে রায়ডাঙা গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের কবলে প্রায় ৬০টি পরিবার। ইতিমধ্যেই ১০টি পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভাগীরথীর গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দুর্গাপুর গ্রাম। চাকদা ব্লকের পোড়াডাঙা গ্রামেও শুরু হয়েছে ভাঙন। বিঘার পর বিঘা কৃষিজমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীদের দাবি। কালীপুর, গাইনপাড়া, উমাপুর, সরাটি উত্তর,সরাটি দক্ষিণসহ একাধিক গ্রাম ভাগীরথীর পাড় সংলগ্ন হওয়ায় আতঙ্কে বাসিন্দারা।  গ্রামবাসীদের দাবি, ভাগীরথীর পাড় বোল্ডার দিয়ে বাঁধিয়ে দিলে ভাঙনের হাত থেকে রেহাই মিলবে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের স্থানীয় সদস্য জানিয়েছেন, বিধায়ক, সাংসদ, সেচ দফতরে জানিয়েও কাজ হয়নি।