Posts

Showing posts from May 16, 2018

গোয়েন্দা রিপোর্ট বলছে, বোর্ড গঠনের সময় আরও রক্তপাত হবে

Image
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন এবং ফল ঘোষণার পর ব্যাপক হিংসা ও রক্তপাতের আশঙ্কা করছে রাজ্য গোয়েন্দা বিভাগ। অবিলম্বে বিভিন্ন এলাকায় মজুত অস্ত্র উদ্ধার করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আশঙ্কা গোয়েন্দাদের। ভোটের দিন ঘটে যাওয়া হিংসার সবিস্তার রিপোর্ট রাজ্যের ২০টি জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকেরা আলাদা আলাদা করে নবান্নে পাঠিয়েছেন। সেই রিপোর্টেরই একটি অংশে ফলপ্রকাশ পরবর্তী সময়ের এই হিংসার সম্ভাবনা নিয়ে সতর্ক করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়ার মতো জেলাগুলিতে পঞ্চায়েত বোর্ড গঠন করার আগে সমস্যা আরও তীব্র আকার নেবে বলে মনে করছেন পুলিশকর্তারা। এরই পাশাপাশি, এ বারের নির্বাচনে গোটা রাজ্যে পুলিশকর্মীদের কাছ থেকে যে ভাবে অস্ত্র লুঠ হয়েছে তাতে অশনি সঙ্কেত দেখছেন পুলিশকর্তারা। মঙ্গলবার জমা পড়া এই রিপোর্টে নিচুতলার পুলিশকর্মীদের মধ্যে নিরাপত্তা নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, সে ব্যাপারেও ইঙ্গিত আছে। গোলমাল ঠেকাতে আরও বাহিনীর দাবি জানিয়েছেন একাধিক জেলার পুলিশ সুপার। কিন্তু তার আগেই বিভিন্ন জায়গায় পুলিশকর্মীদের মধ্যে এই অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। মঙ্গলবার রা

মাত্র ৫ দিনে আলিয়ার 'রাজি' কত ব্যবসা করল জানেন ...

Image
শুক্রবার মুক্তি পায় পরিচালক মেঘনা গুলজারের সিনেমা 'রাজি'। মুক্তির পর মাত্র ৫ দিনের মধ্যেই ৫০ কোটির ব্যবসা করে, সামনের দিকে এগোতে শুরু করেছে আলিয়া ভাট এবং বিকি কৌশল অভিনীত সিনেমা। মুক্তির কয়েক দিনের মধ্যেই ৫০ কোটির ব্যবসা করে ফেলল 'রাজি'। গত শুক্রবার মুক্তি পায় পরিচালক মেঘনা গুলজারের সিনেমা 'রাজি'। মুক্তির পর মাত্র ৫ দিনের মধ্যেই ৫০ কোটির ব্যবসা করে, সামনের দিকে এগোতে শুরু করেছে আলিয়া ভাট এবং বিকি কৌশল অভিনীত সিনেমা। হরিন্দর শিক্কার উপন্যাস অবলম্বনে তৈরি করা হয় 'রাজি'। সেখানে সেহমত খান এক কাশ্মীরি কন্যা কীভাবে বিয়ের পর পাকিস্তানে গিয়ে ভারতীয় গোয়ান্দা চর হয়ে ওঠেন, সেই গল্পই বলা হয়েছে। সেহমত খানের জীবনের সত্যি ঘটনা অবলম্বনেই মেঘনা গুলজার তৈরি করেন রাজি। এ বিষয়ে আলিয়া ভাট বলেন, 'রাজি' বেশ কম বাজেটের একটি সিনেমা। কিন্তু, সেই সিনেমা দেখে যখন মানুষের চোখে জল আসছে, সেই অনুভূতি অন্যরকম। তাঁর সিনেমা দেখে মানুষের চোখে জল এলে, সেটা তাঁর দেখতে ভাল লাগে বলেও মন্তব্য করেন আলিয়া।

রাজঘাটের কাছে তরুণীর নগ্ন থেঁতলানো মৃতদেহ ঘিরে বাড়ছে রহস্য

Image
দিল্লির রাজঘাটের কাছে উদ্ধার হল এক তরুণীর থেঁতলানো ক্ষতবিক্ষত মৃতদেহ। প্রায় নগ্ন মৃতদেহটি দেখে গণধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। মৃতের মুখ পাথর দিয়ে পুরোপুরি থেঁতলে দেওয়ায় তরুণীর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।  রাজঘাটের কাছে ঘাটা মসজিদের পেছনের একটি ঝোঁপ ওই তরুণীর মৃতদেহ পাওয়া যায়। সেই সময় তাঁর দেহে রিগর মর্টিস শুরু হয়ে গিয়েছিল। তাই বেশ কয়েক ঘণ্টা আগে তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। তাঁর পরনে ছিল সালওয়ার কামিজ, যার বেশিরভাগ ছিঁড়ে ফেলা হয়েছিল। গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট। তরুণীর পরিচয় নির্দিষ্ট করে জানা না গেলেও রাজঘাটের সামনে ফুটপাথে তিনি থাকতেন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। ওই এলাকার ফুটপাথবাসীদের কেউ নিখোঁজ কিনা, তা জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ। তরুণীর মৃতদেহটি যেখান থেকে পাওয়া যায়, তার আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল শার্টের বোতাম, কাপড়ের টুকরো এবং মদের বোতল। কয়েকজন রিকশা চালক এবং ওই এলাকায় মাদক খেয়ে পড়ে থাকে, এরকম কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলএনজেপি হাসপাতালে নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা মৃতদেহ রাখা হবে, তার মধ্যে কেউ দাবি না জানালে ময়নাতদন্তের জন্য

বড় পুরুষাঙ্গ! বিবাহ বিচ্ছেদের আর্জি নববধুর

Image
লন্ডন: বিবাহ বিচ্ছেদের জন্য আজব কারণ দেখালেন লন্ডনের এক নব বিবাহিতা৷ আদালতের কাছে তিনি জানিয়েছেন, স্বামীর পুরুষাঙ্গ দৈর্ঘে অতিরিক্ত বড় হওয়ায় সহবাস করতে পারছেন না তিনি৷ আর এই কারণেই তিনি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চান৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, আয়েশা ডান্নুপাওয়া নামের লন্ডনের ওই মহিলা তিন সন্তানের জননী৷ সম্প্রতি তিনি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে এক নাইজেরিয়কে বিয়ে করেছেন৷ কিন্তু বিয়ের প্রথম রাতেই ঘটে বিপত্তি৷  নিজের মাকে ঘটনার কথা জানালে তার মা তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু আয়েশার মতে, নতুন স্বামীর সঙ্গে ঘর করা একেবারেই সম্ভব নয়৷ অন্যদিকে, নিদের অতিরিক্ত দীর্ঘ পুরুষাঙ্গের কথা স্বীকার করে নিয়েছেন আয়েশার স্বামীও৷ তবে তার দাবি, পণ বাবদ সমস্ত অর্থসামগ্রী ফেরৎ পেলে তিনি বিচ্ছেদে রাজি৷

‘নরম’ বুকে কনুই, নিতম্বে ‘কঠিন’ চাপ! কত কী যে সয়ে যেতে হয় ‘মেয়েছেলে’ হলে

Image
কিন্তু ভুলে গেলে চলবে না, ওই পুরুষের টার্গেটে সব 'বুক' থাকে না। ওরা খুঁজে নেয় 'নরম' মেয়ে। তাই ওদের শায়েস্তা করার অস্ত্র— মনের জোর। নরম হলে চলবে না। তা থেকেই আসবে কাঠিন্য। যেটা ওই ভিতুদের চোখে পড়বে। হাত নড়বে না। প্রকাশ্যে পুং হস্তমৈথুনের ঘটনার নিন্দায় ফেটে পড়েছে নেটিজেনরা। কিন্তু এমন চূড়ান্ত ক্লাইম্যাক্স ছাড়াও প্রায় রোজই মহিলাদের ছোটখাট কিন্তু ঘৃন্য শ্লীলতাহানির মুখোমুখি হতে হয়। রাস্তায় চলতে গেলে হোঁচট খাওয়ার মতোই পথে-ঘাটে একটু আধটু 'কনুই' খেতেই হয়— মনে মনে মেনে নিয়েছি আমরা। অভ্যেস করে নিয়েছি আমরা মেয়েরা। প্রতিবাদ! ধুস্। বড়রাই ছোট থেকে শিখিয়ে দিয়েছেন, ও সব ঘটেই থাকে, ইগনোর করে যাও। বড় জোর বুকে ব্যাগ চেপে নিজেকে ডিফেন্ড করতে পার। প্রতিবাদ করে আলোয় আসার দরকার কি! লোকে বেহায়া বলবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ওই পুরুষের টার্গেটে সব 'বুক' থাকে না। ওরা খুঁজে নেয় 'নরম' মেয়ে। তাই ওদের শায়েস্তা করার অস্ত্র— মনের জোর। নরম হলে চলবে না। তা থেকেই আসবে কাঠিন্য। যেটা ওই ভিতুদের চোখে পড়বে। হাত নড়বে না। বাসের মধ্যে হস্তমৈথুনের ঘটনা ফেসবুকের দৌলতে এখন সবারই

বিধায়ক ‘নিখোঁজ’, ১০০ কোটির টোপ, মন্ত্রিত্বের প্রলোভন... জমাট নাটক কর্নাটকে

Image
সাংবাদিকদের মুখোমুখি বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং জেডি(এস) সভাপতি কুমারস্বামী।  কর্নাটকের কুর্সি যেন নাগরদোলার মতো ঘুরপাক খাচ্ছে দু'পক্ষের নাকের ডগা দিয়ে। এক দিকে বিজেপি, অন্য দিকে কংগ্রেস-জেডি(এস)— দু'তরফের মরিয়া দড়ি টানাটানির খেলার মধ্যে উঠে পড়েছে 'ঘোড়া কেনাবেচা'র অভিযোগও। এর মধ্যেই কংগ্রেস এবং জেডি(এস)-এর কয়েকজন নবনির্বাচিত বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। সব মিলিয়ে, বৃহস্পতিবারের ত্রিশঙ্কু ফলফলের জেরে, কর্নাটকে সরকার গঠন ঘিরে নাটক এখনও জমজমাট। শুক্রবার আবারও রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছে বিজেপি-র মুখ্যমন্ত্রী প্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। কংগ্রেস আর জেডি(এস)-ও একই দাবি নিয়ে যাচ্ছে রাজভবনে। কর্নাটকের রাজ্যপাল অবশ্য এখনও কাউকে সরকার গড়তে ডাকেননি। কিন্তু এর মধ্যেই জেডি(এস) নেতা, এবং দেবগৌড়ার ছেলে, এইচ ডি কুমারস্বামীর অভিযোগ, বিজেপি তাঁদের বিধায়কদের এক-একজনকে ১০০ কোটি টাকা করে ঘুষ দিয়ে কিনে নেওয়ার খেলায় নেমেছে। কাউকে কাউকে দেওয়া হয়েছে মন্ত্রিত্বের টোপও। কংগ্রেস আর জেডি(এস) বৃহস্পতিবার থেকেই নিজেদের জয়ী প্রার্থীদের এক জায়গায় এ

ভারতে লিঙ্গ পক্ষপাতিত্বের বলি বছরে ২,৩৯০০০ শিশুকন্যা

Image
পাঁচ বছরও পেরোয় না, তার আগেই ভারতে প্রতি বছর গড়ে প্রায় ২ লক্ষ ৩৯ হাজার শিশুকন্যার মৃত্যু হয়। যে মৃত্যুর কারণ 'জেন্ডার বায়াস' অর্থাত্‍‌ অনেক মা-বাবার পুত্র সন্তানের প্রতি অতিমাত্রায় আগ্রহ। এমনটাই জানাচ্ছে সমীক্ষা রিপোর্ট।  দ্য ল্যান্সেটে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে নারী-পুরুষের অনুপাতের আকস্মিক পরিবর্তন গবেষকদেরও বিস্মিত করেছে। বিজ্ঞানীরা দেখেছেন, দেশজুড়ে ৬ কোটি ৩০ লক্ষ নারী পরিসংখ্যানগত ভাবে 'মিসিং'। যার ফলস্বরূপ, ভারতে মেয়েদের মৃত্যু হার পুরুষদের তুলনায় অতিমাত্রায় বেশি। এই রিপোর্ট রয়েছে সরকারেরই বার্ষিক অর্থনীতি সমীক্ষায়। দেশে মেয়েদের উচ্চমাত্রায় মৃত্যুর অন্যতম কারণ লিঙ্গ নির্ধারণ করে কন্যাভ্রূণের গর্ভপাত তো ছিলই। কিন্তু, এই রিপোর্টে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে, তা কন্যাসন্তান জন্মের পরে। শৈশব পরোনোর আগেই এইসব শিশুকন্য়ার মৃত্যু হয় পরিবারের জেন্ডার বায়াসের কারণে। এই সমীক্ষক দলের অন্যতম প্যারিস ডেকার্টস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রিস্টোফ গিলমোটো বলেন, লিঙ্গ নিরপেক্ষতা মানে শুধু শিক্ষা, চাকরি বা রাজনৈতিক প্রতিনিধিত্বের সমানাধিকার নয়। মেয়েদের যত্নআত্তি, ভ

সুড়ঙ্গ কেটে ভারতে ঢুকেছে ৫ পাক সন্ত্রাসবাদী, জারি করা হল হাই অ্যালার্ট !!

Image
সুড়ঙ্গ কেটে চোরাপথে ভারতে অনুপ্রবেশ করেছে ৫ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী। গত রবিবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া দিয়ে সন্ত্রাসবাদীদের ওই দলটি ভারতে ঢোকে। মঙ্গলবার বিএসএফ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।  যার জেরে কাশ্মীরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উপত্যকা ছানবিন করে চলছে ওই সন্ত্রাসবাদীদের খোঁজে অভিযান। বিএসএফ সূত্রে এদিন দাবি করা হয়, পাকিস্তানি সন্ত্রাসবাদীদের আরও একটি দল কাশ্মীরের সাম্বা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু বিএসএফের তত্‍‌পরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। 

স্ত্রীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গ্রেপ্তার পারভার্ট

Image
নিজের স্ত্রীর ওপর নজরদারি চালাতে ঘরে স্পাইক্যাম লাগিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। পুনের কালেপেডাল এলাকায় এই ঘটনা ঘটেছে। গত চার মাস ধরে স্ত্রীর বেডরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে রাখলেও তা সম্প্রতি জানতে পারেন তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের কর্মী ওই মহিলা। সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ জানান তিনি।  বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতির একটি ১২ বছরের ছেলেও রয়েছে। আগে তাঁদের সম্পর্ক ঠিক থাকলেও কিছুদিন আগে অফিসের কাজে বিদেশ থেকে ঘুরে আসার পর তিক্ততা বাড়ে দু-জনের মধ্যে। স্ত্রী-র অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহ বাসা বাঁধে ওই ব্যক্তির মনে। এই নিয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারও তিনি চালাতেন বলে অভিযোগ। এক সময় পুনের ফ্ল্যাট ছেড়ে বেঙ্গালুরুতে নিজের বাবা-মায়ের কাছে চলে যান ওই ব্যক্তি। কিন্তু ছেলের সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই পুনেয় আসতেন তিনি। সেরকমই একবার গত ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে স্ত্রীর বেডরুমে ওয়াটার পিউরিফায়ারের মধ্যে গোপন ক্যামেরা ফিট করে দিয়ে যান তিনি। সম্প্রতি পোশাক পরিবর্তনের সময় ওই স্পাইক্যামটি নজরে পড়ে ওই মহিলার। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ফেসবুকের কোপে ৩ কোটি ‘আপত্তিজনক’ পোস্ট

Image
২০১৮ সালের প্রথম তিন মাসে প্রায় ৩ কোটি পোস্ট হয় সরিয়ে দেওয়া হয়েছে, নয়তো সাবধান করে দেওয়া হয়েছে সেই সব ইউজারদের যাঁরা আপত্তিজনক এই সব পোস্ট করেছেন। বিশাল সংখ্যক আপত্তিজনক পোস্টের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদী প্রচার, হেট স্পিচ, যৌনতা বা হিংসার চিত্র। মঙ্গলবার ফেসবুকের তরফে এই তথ্যই জানানো হয়েছে।  কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর এখন আরও সাবধানী ফেসবুক। সংস্থার তরফে জানানো হয়েছে উন্নতমানের প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই এত সংখ্যক আপত্তিজনক পোস্ট চিহ্নিত করে তা সরানো সম্ভব হয়েছে। ২০১৭ সালের শেষ কোয়ার্টারের তুলনায় ২০১৮ সালের প্রথম তিন মাসে গ্রাফিক ভায়োলেন্স পোস্টের সংখ্যা বৃদ্ধি হয়েছে প্রায় তিন গুণ। রিপোর্টে জানানো হয়েছে, ৮৫.৬ শতাংশ ক্ষেত্রে অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের থেকে কোনও নালিশ আসার আগেই ফেসবুক আপত্তিকর এই ছবিগুলি চিহ্নিত করতে সক্ষম হয়েছিল। এখানেই শেষ নয়। ফেসবুক জানিয়েছে উন্নতমানের তথ্য প্রযুক্তির সাহায্যে চিহ্নিত করা সম্ভব হয়েছে প্রায় ১৯ লাখ পোস্ট যেখানে সন্ত্রাসে মদত দেওয়া বার্তা লেখা হয়েছে। হেট স্পিচের ক্ষেত্রেও চিহ্নিত করা সম্ভব হয়েছে প্রায় ২৫ লাখ পোস্ট। ২

দলের ছাপ্পার প্রতিবাদে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী

Image
তৃণমূল প্রার্থী অনিতা দেবনাথ। (ডান দিকে) নির্দল প্রার্থী শিখা দে। তিনি তৃণমূলের প্রার্থী। তাঁর দলীয় কর্মীদের বিরুদ্ধেই উঠেছে বুথ দখল করে ছাপ্পা দেওয়ার অভিযোগ। চোখের সামনে এই ঘটনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি অনিতা দেবনাথ। বিডিও-কে লিখিত ভাবে জানিয়ে দিলেন, তিনি নিজেকে ভোট থেকে সরিয়ে নিলেন। একই সঙ্গে দাবি জানালেন, ওই পঞ্চায়েত আসনে ভোট যেন বানচাল করা হয়। আলিপুরদুয়ার জংশন লাগোয়া বিবেকানন্দ-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চেচাখাতা এলাকায় ১২/১৪৪ নম্বর বুথে তৃণমূল প্রার্থী ছিলেন অনিতা। তাঁর বিরুদ্ধে একমাত্র প্রার্থী, নির্দল শিখা দে। স্থানীয়দের একাংশের দাবি, শিখার পিছনে বিক্ষুব্ধ তৃণমূলের সমর্থন রয়েছে। যদিও শিখা নিজে তা মানতে চাননি। অনিতা ও শিখার বাড়ি মোটে শ'দুয়েক মিটার দূরত্বে। অনেক দিন ধরেই দুজনের মধ্যে সখ্য। স্থানীয়রাই বলছিলেন, প্রচারে বেড়িয়ে এলাকার উন্নয়ন থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলেছেন ওঁরা, কিন্তু একে অন্যের বিরুদ্ধে একটা কথাও বলেননি। সোমবার স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোটগ্রহণ একটু ধীর লয়েই চলছিল৷ ফলে সন্ধে নাগাদও ভোটারদের লাইন ছিল। স্থানীয়দের অভিযোগ, সন্ধে ৬টা নাগাদ আচমক

পোলিং অফিসারের রহস্য মৃত্যু!

Image
নিখোঁজের ২৪ ঘণ্টা পর দেহ রেল লাইনের ধারে বাড়ি ফেরা হলো না পোলিং অফিসার রাজকুমার রায়ের। ১৪ মে ভোটের ডিউটিতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে নিখোঁজের দেহ মেলে। করণদিঘির রহতপুর হাই মাদ্রাসার শিক্ষকের ভোটের ডিউটি ছিল ইটাহার বানবোল এফপি স্কুলে, ৪৮ নম্বর বুথে। ভোট শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও তাঁকে সোমবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে রায়গঞ্জে রেললাইনের ধারে দেহ উদ্ধার হয়। পরে দেহটি সনাক্ত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় বিডিও রাজু লামা ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রায়গঞ্জে রেল লাইনে এক যুবকের মৃত দেহ উদ্ধার হয়। পরে দেহটি পোলিং অফিসার রাজ কুমার রায়ের বলে সনাক্ত করা হয়। সোমবার রাত ৮ টা পর্যন্ত অন্য সহকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি, এমনটাই দাবি করেছেন পরিবারের সদস্যরা। সেই সময় তিনি বুথেই ছিলেন বলে জানা গিয়েছে। বুথের অন্যকর্মীরা গভীর রাতে ইটাহার বিডিও অফিসে ফিরে জানিয়েছেন পোলিং অফিসার রাজকুমার রায় বুথের বাইরে রাত ৮ টা নাগাদ বেরিয়েছিলেন ফোন নিয়ে। তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফোনের সুইচও অফ করা ছিল

পেনশন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানাল কেন্দ্র

Image
দেশের শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পর ধীরে ধীরে আধার নীতি পরিবর্তনের পথে পা বাড়াচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ পেনশন তোলার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের আধার কার্ড দেওয়া কখনওই বাধ্যতামূলক নয়৷ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং এই কথা জানিয়েছেন৷ স্ট্যান্ডিং কমিটি অফ ভলান্টারি এজেন্সির ৩০ তম বৈঠকে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, বর্তমানে 'লাইফ সার্টিফিকেট' জমা দিতে অবসর প্রাপ্ত কর্মীদের ব্যাংকে যেতে হয়। কিন্তু আধার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবসর প্রাপ্ত কর্মীরা ব্যাংকে না গিয়েই এই 'লাইফ সার্টিফিকেট' জমা দিতে পারবেন। আধার থাকার এটাই একটি বাড়তি সুবিধা। সম্প্রতি দেশজুড়ে বেশ কিছু অবসর প্রাপ্ত কর্মী অভিযোগ করেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাঁদের আধার নম্বরের সংযোগ না থাকায় তাঁদের পেনশন পেতে সমস্যা হচ্ছে৷  ওই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রীর এই ঘোষণা, অবসর প্রাপ্ত কর্মীদের উদ্বেগ দূর করবে বলে মনে করা হচ্ছে। কর্মীবর্গ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র স্পষ্ট বলেন,"সরকারি কর্মীদের পেনশন তোলার ক্ষেত্রে আধার ক

প্রেমিকা মোবাইলে গল্প করে! তাকে বিয়ে করতে চাওয়ায় পাকিস্তানে যুবকের দুটি চোখ উপড়ে নিল বাবা, ভাইয়েরা

Image
করাচি: পাকিস্তানে এক যুবকের দুটি চোখই খুবলে তুলে নিল তার বাবা, ভাইয়েরা। ছেলেটি একটি মেয়েকে ভালবেসে বিয়ে করতে চায়। কিন্তু মেয়েটি সবসময় মোবাইল ফোনে তার সঙ্গে গল্প করে। তাই তাকে পছন্দ নয় ছেলেটির বাবা, ভাইদের। কিন্তু ছেলেটি জানিয়ে দিয়েছে, তাকেই সে বিয়ে করতে চায়। তাই তার চোখ উপড়ে তুলে নিয়ে তাকে সাজা দিল তারা। পুলিশ জানিয়েছে, আবদুল বাকি নামে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বলেছে, বাবা ও ভাইয়েরা মা-কে আরেকটি ঘরে তালা মেরে আটকে রেখে আমায় দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর চামচ দিয়ে খুঁচিয়ে চোখ দুটো তুলে ফেলে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। বাকি বলেছে, একটি মেয়েকে ভালবাসতাম। বাবা, ভাইয়েরা এতে খুশি ছিল না। আমায় প্রায়ই ওরা বলত, যে মেয়ে সবসময় আমার সঙ্গে মোবাইলে গল্প করতে ব্যস্ত, তার সঙ্গে কখনই আমার বিয়ে দেবে না। বাকির বাবা, ভাইদের গ্রেফতার করেছে পুলিশ।

বাসে-ট্যাক্সিতে উঠলেই গা গোলায় বা বমি বমি ভাব? জেনে নিন সহজ সমাধান

Image
মানুষের শরীরে ৩টি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌছে যায়। এই তিনটি অংশ হল- চোখ, অন্তঃকর্ণ এবং ত্বক। এদের 'সেন্সরি রিসেপ্টর' বলা হয়। যখনই এই ৩ সেন্সরের মধ্যে কোনও অসামঞ্জস্যতা দেখা দেয়, তখনই মূলত মোশন সিকনেস দেখা দেয়। ট্যাক্সি বা বাসে উঠলে এ তো ভারী জ্বালা! কাজের সূত্রে বাড়ির বাইরে বেরোতেই হবে। বাসে-ট্রামেও চড়তে হবে। কিন্তু দ্রুতগতিতে গাড়ি চলতে শুরু করলেই যদি মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় বা গা গোলাতে থাকে, তাহলে তো গাড়িতে ওঠাই মুশকিল। তাই লজ্জা এড়াতে বাস-ট্যাক্সিতে ওঠা বন্ধ করে দিয়েছেন? কিন্তু কীভাবে কাটাবেন এই সমস্যা? বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললেই এই সমস্যা এড়ানো যেতে পারে। মানুষের শরীরে ৩টি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌছে যায়। এই তিনটি অংশ হল- চোখ, অন্তঃকর্ণ এবং ত্বক। এদের 'সেন্সরি রিসেপ্টর' বলা হয়। যখনই এই ৩ সেন্সরের মধ্যে কোনও অসামঞ্জস্যতা দেখা দেয়, তখনই মূলত মোশন সিকনেস দেখা দেয়। কিন্তু, এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? গাড়িতে বসে সামনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যাত্রাপথের গ

একশো দিনের কাজের অনুপযুক্ত রূপায়ণই কি শাসকদলের আশঙ্কার কারণ?

Image
মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পের (এমজিএনআরইজিএ) গোড়াপত্তন ২০০৫-এ তত্কালীন ইউপিএ সরকারের হাত ধরে| এটির সূচনা ভারতে ঐতিহাসিক ভাবে তাত্পর্যপূর্ণ। কারণ, এই সামাজিক সুরক্ষামূলক প্রকল্পটি গ্রামাঞ্চলে পরিবার পিছু একশো দিনের কাজে চলতি কৃষিমজুরি দরের অধিক দর সুনিশ্চিত করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল এবং শুরু থেকেই এই প্রকল্পটির ব্যাপক বিস্তৃতি ঘটে| এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে, ২০০৫-এ অর্থনৈতিক বৃদ্ধির হার ৯% হওয়া সত্ত্বেও এ ধরনের প্রকল্প গ্রহণ করা কেন জরুরি হয়ে পড়েছিল? এর স্বাভাবিক অর্থনৈতিক কারণগুলির মধ্যে একটি কারণ, তত্কালীন কৃষিক্ষেত্রের (বৃদ্ধির হার: ১৯৯৫-'৯৬: -০.৯৮ থেকে ২০০৩-'০৪: -৮.১৪) কোনও বৃদ্ধিই হয়নি, বরং তা ছিল ক্রমশই হ্রাসমান ও কর্মসংস্থানের (বৃদ্ধির হার: ১৯৯৩-'৯৪ ও ২০০৪-'০৫: ২.৬২) বৃদ্ধির হার একই ছিল এবং গ্রামাঞ্চলের বিপুল জনসংখ্যার অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল, অর্থাত্ অর্থনীতি দ্রুত ক্রমবর্ধমান হলেও সামগ্রিক ভাবে অর্থনৈতিক বৃদ্ধির সুফল সর্বত্র পৌঁছয়নি (তথ্য: যোজনা কমিশন, ভারত সরকার)| উপরোক্ত পরিস্থিতিতে গ্রামাঞ্চলে কর্মসংস্থান বাড়ানো অত্যাবশ্যক

গয়না পরতে চাওয়ায় বৌকে পিটিয়ে খুন

Image
সদ্য তরুণী। বিয়ের পরে, গয়না পরার ভারী শখ তার। কিন্তু বিয়েতে যৌতুক পাওয়া সব গয়নাই রয়েছে শাশুড়ির জিম্মায়। তাই বাপের বাড়ি গেলে গয়না পরে যাওয়া হয় না। তা নিয়ে বার বার আবদারেও ফল হয়নি। সোমবার দুপুরেও তেমনই আবদার করেছিল সে, জুটেছিল কিল-চড়-লাথি। বেকায়দায় লেগে মেঝেতে পড়েই মারা যায় মাধবী মণ্ডল (১৮)।  মাধবীর বাবার অভিযোগ, দায় এড়াতে এর পরেই মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। দাবি আত্মঘাতী হয়েছে মাধবী। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানার ফ্রেজারনগরে ওই ঘটনা জানাজানি হতেই পুলিশ গিয়ে দেহটি নামিয়ে আনে। তবে, ঘটনার পরেই উধাও হয়ে গিয়েছে শ্বশুরবাড়ির সকলে। মাধবীর মা গীতা মণ্ডল জানান, মাস দুয়েক আগে বিয়ে হয়েছিল তার। বিয়েতে চাপ দিয়েই আদায় করা হয়েছিল বেশ কিছু সোনার গয়না। সঙ্গে নগদ ৭৫ হাজার টাকাও। গীতা বলছেন, ''কিন্তু বিয়ের দিন কয়েকের মধ্যেই মেয়ের কাছে শুনলাম সব গয়না হাতিয়ে নিয়েছে ওর শাশুড়ি।  মেয়ে পড়তে চাইলেও দেওয়া হত না। জামাইকে বলেও লাভ হয়নি। উল্টে মারধর করা হত মাধবীকে।'' দিদি মীরা বলছেন, ''সোমবার বাড়ি আসার সময়ে গয়না চেয়েছিল মাধবী। দেওয়া হয়নি। রাতে ফিরিয়েও নিয়ে গিয়েছিল। আর ম

ওডিশার কয়লা নতুন রেলপথে ঢুকছে বাংলায়

Image
দেশের বিভিন্ন প্রান্তে রেল পরিষেবা পৌঁছে গিয়েছে। কিন্তু মাত্র ৫১ কিলোমিটার রেললাইনের অভাবে প্রায় ৯০০ লক্ষ টন কয়লা তুলে বাজারজাত করার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। আট বছরের চেষ্টায় ১০০৭ কোটি টাকা খরচ করে ওডিশার সারদেগা ও বরাপালির মধ্যে ওই রেললাইন তৈরি করেছে সংশ্লিষ্ট কয়লা উৎপাদক সংস্থা। মহানদী কোল ফিল্ডস বা এমসিএলের উদ্যোগে তৈরি ওই রেলপথ দিয়ে ইব উপত্যকার বসুন্ধরা প্রকল্পের কয়লা দক্ষিণ ও পশ্চিম ভারতের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সঙ্গে আসছে এ রাজ্যের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রেও। দক্ষিণ-পূর্ব রেলের খবর, এপ্রিলের শেষে ওই পথে ট্রেন চলাচল শুরু হওয়ার পরে এখন রোজ গড়ে ৪০০০ টন কয়লা নিয়ে একটি করে রেক ওডিশা থেকে বাংলায় আসছে। এত দিন কোলাঘাট, বক্রেশ্বরের মতো তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়সুগুদা পেরিয়ে ব্রজরাজনগর থেকে কয়লা আনত। ওই কয়লা আনার জন্য নির্ভর করতে হত দক্ষিণ-পূর্ব মধ্য রেলের উপরে। কিন্তু ওই রেলপথে ট্রেনের চাপ বেশি থাকায় প্রায়ই রেক পৌঁছতে দেরি হত। সেই সমস্যা আর থাকবে না বলেই আশা করা হচ্ছে। পূর্ব ভারতের পাশাপাশি দক্ষিণ ও পশ্চিম ভারতে কয়লার বাজার পেতে এ ভাবে ১০০০ কোটিরও বেশি টাকা খরচ করে

ব্যারাকে মিলল পুলিশের দেহ

Image
মেয়ে জানত, রাত ফুরোলেই ভোটের ডিউটি করে বাবা ফিরবে। বাড়িতে নতুন এসি বসবে। তার বাবার ভোটের ডিউটি পড়েনি। রাত ফুরোলেও বাড়ি ফেরেননি বছর পাঁচেকের অদ্রিজার বাবা অরিন্দম কুণ্ডু (৩৮)। আর কোনও দিন বাড়ি ফিরবেন না তিনি। সোমবার, ভোটের রাতে জগদ্দল থানার পুলিশ ব্যারাকে নিজের ঘরে মিলেছে রাজ্য পুলিশের এসআই অরিন্দমের ঝুলন্ত দেহ। ওই থানাতেই কর্মরত ছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন অরিন্দম। স্থানীয়েরা জানান, অত্যন্ত মিশুকে বলে সুনাম ছিল তাঁর। ওই এসআই-এর মৃত্যু কার্যত হতবাক করে দিয়েছে সকলকেই। ঘটনায় থানায় অভিযোগ হয়নি। ফলে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন অরিন্দম। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (‌জোন ১) কে কান্নন বলেন, ''পারিবারিক সমস্যার প্রমাণ মিলেছে। অরিন্দমের মোবাইল এবং ল্যাপটপ পরীক্ষা করা হচ্ছে। কিছু পাওয়া গেলে তদন্ত সেই পথে এগোবে।'' অদ্রিজা ছাড়াও অরিন্দমের দেড় বছরের একটি ছেলে রয়েছে। বারুইপুরের বাসিন্দা অরিন্দম দমদমের পি কে গুহ রোডের একটি আবাসনে ফ্ল্যাট

বৌমা ধর্ষিতাই হন, অভিযোগে অনড় শাশুড়ি

Image
গড়িয়া স্টেশনের কাছে পড়ে থাকা সেই নারীদেহ নিছকই দুর্ঘটনার শিকার? না কি ধর্ষণের পরে প্রমাণ লোপাটের মতলবে কেউ ধাবমান লরির নীচে তাঁকে ফেলে দিয়েছিল? গত ১৭ এপ্রিল ঝড়ের রাতে সেই তরুণীর মৃত্যু-রহস্যের কিনারা হয়নি এত দিনেও। তবে মৃতার শাশুড়ি এখনও অনড় তাঁর অভিযোগে। মঙ্গলবার বিকেলেও তিনি বলেন, ''আমার বৌমার শরীরে কোনও পোশাক ছিল না। ওকে ধর্ষণ করা হয়েছিল বলেই আমার বিশ্বাস।'' স্থানীয় সোনারপুর থানার পুলিশ অবশ্য এখনও এই ধর্ষণের বিষয়টি অস্বীকার করছে। পুলিশ কর্তাদের দাবি, চলন্ত লরির নীচে দেহটি হেঁচড়ে যাওয়ার সময়েই শরীর থেকে পোশাক খুলে গিয়েছিল। ধর্ষণের প্রমাণ এখনও মেলেনি। কিন্তু গড়িয়া স্টেশনের কাছে রেললাইন লাগোয়া রাস্তায় ওই তরুণী নিজের ইচ্ছায় হঠাৎ কেন যাবেন, তা নিয়ে মৃতার শাশুড়ি প্রশ্ন তুলেছেন। রাজাবাজারে ব্যাগ কারখানার কাজ সেরে দুর্যোগের মধ্যে শেষ ট্রেন ধরেই ১২ বছরের বড় ছেলের সঙ্গে গড়িয়া স্টেশনে নেমেছিলেন ওই তরুণী। পুলিশের কাছে ছেলের বয়ান, একটি মিষ্টির দোকানের রোয়াকে অসুস্থ অবস্থায় তার মা বসে পড়েন। তখন মিনিট পনেরো হেঁটে কন্দর্পপুরের কাছে বাড়িতে ঠাকুমাকে ডাকতে গিয়েছিল সে। মৃতার শ

খাটে দাদার দেহ, পাশের ঘরে বোন

Image
এলাকায় দুর্গন্ধটা ক্রমশ ছড়াচ্ছিল সকাল থেকেই। দুপুর গড়াতেই তার জেরে পাড়ায় টেকা দায় হয়ে পড়ে বাসিন্দাদের। গন্ধের চোটে রীতিমতো নাজেহাল অবস্থা হয় স্থানীয় স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদেরও। মঙ্গলবার নৈহাটিতে সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, গন্ধ আসছে স্কুল বাড়ি লাগোয়া দো‌তলা একটি বাড়ি থেকে। সেই বাড়ির দরজায় কড়া নেড়ে অবশ্য প্রথমে কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হয়। ভাঙা হয় দরজা। ঘরে ঢুকে অবশ্য হতভম্ব হয়ে যায় পুলিশও। দেখা যায়, একতলার একটি ঘরের বিছানায় পড়ে রয়েছে একটি পচাগলা দেহ। তার পাশের ঘরে শুয়ে রয়েছেন এক প্রৌঢ়া। পুলিশের প্রশ্নে নির্বিকার তিনি! বলেন, ''দাদা তো মারা গিয়েছে কয়েক দিন হল।'' কিন্তু কাউকে জানাননি কেন? সর্বাণী পাল নামের ওই প্রৌঢ়ার জবাব, ''কাকে আর জানাব!'' পুলিশ এ দিন মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমরনাথ পাল (৬৫)। এই ঘটনায় পুলিশ অবাক হলেও অবশ্য একেবারেই বিস্মিত নন নৈহাটির বড়দা রোডের বাসিন্দারা। বছর দেড়েক আগেও তাঁরা ওই বাড়িতেই এমনই ঘটনা ঘটতে দেখেছিলেন। সে বার অমরনাথের দাদ

ধর্ষণে মা হয়ে কোর্টে কাঠুয়ার নাবালিকা

Image
কাঠুয়ায় যৌন নিগ্রহ, বিশেষত নাবালিকা ধর্ষণ যে দীর্ঘদিন ধরেই চলছে, এক কিশোরীর অভিযোগের সূত্রে তা প্রকট হয়ে গেল। ১২ বছরে ধর্ষিতা ওই কিশোরীর বয়স এখন চোদ্দো, এবং সে জন্ম দিয়েছে এক সন্তানের, যার শারীরিক অবস্থা ভাল নয়। ওই নাবালিকার হয়েও লড়াইয়ে নেমেছেন দীপিকা সিংহ রাজওয়াত। সম্প্রতি জম্মুর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের হওয়ার পরেই ২০১৬ সালে কাঠুয়া জেলার নগালি এলাকার ওই নাবালিকা ধর্ষণের কথা সামনে আসে। ওই নাবালিকা মায়ের হয়ে লড়াইয়ে নামা দীপিকা মঙ্গলবার মোবাইলে জানান, মেয়েটি ২০১৬ সালে জঙ্গল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষিত হয়। ধর্ষক মেয়েটিকে হুমকি দিয়েছিল, ঘটনার কথা কাউকে জানালে বিপদ হবে। কিন্তু কয়েক মাস পরে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, সে গর্ভবতী। মেয়েটি জানায়, ওই গ্রামেরই এক বাসিন্দা তাকে ধর্ষণ করেছে। মাস ছয়েক আগে ওই নাবালিকা একটি সন্তানের জন্ম দেয়। তার পরে মেয়েটির পরিবারের সমস্যা বেড়েছে। দীপিকার অভিযোগ, নাবালিকা অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু ডিএনএ পরীক্ষায় অভিযুক্তের সঙ্গে নাবালিকার সন্তানের রিপোর্ট না-মেলায় মেয়েটি অবাক হয়

ঢাকুরিয়ায় অটোতে শ্লীলতাহানি, ঝাঁপ সন্ত্রস্ত তরুণীর

Image
আবার কাঠগড়ায় কলকাতার অটোচালক। রবিবার রাতে ঢাকুরিয়া এলাকায় গড়িয়াহাট-গোল পার্ক রুটের একটি অটোয় শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক তরুণী। চালকের সঙ্গে সঙ্গে চার সহযাত্রীর দিকেও আঙুল তুলেছেন তিনি। ওই তরুণী অভিযোগে জানান, চালক ও সহযাত্রীদের আচরণে ভয় পেয়ে চলন্ত অটো থেকে ঝাঁপ দেন তিনি। পুলিশের কাছে ওই তরুণীর অভিযোগ, রবিবার রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ তিনি মধুসূদন মঞ্চের সামনে থেকে একটি অটোয় উঠেছিলেন। অটোর পিছনে তিন জন যাত্রী ছিলেন। তিনি চালকের বাম পাশে বসেন। আইন ভেঙে অটোচালকের ডান দিকেও এক যাত্রী তোলা হয়েছিল। অটোয় ওঠার পরে পিছন থেকে তাঁর শরীরে নানা ভাবে কয়েকটি হাতের স্পর্শ পান ওই তরুণী। চালকের ডান পাশে থাকা যাত্রীও তাঁর শরীরের পিছনে বারবার হাত দিচ্ছিলেন বলে তরুণী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন। তরুণীর অভিযোগ, তিনি অটো থামাতে বলা সত্ত্বেও চালক তাতে কান দেননি। তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এক সময় নিরুপায় হয়ে সেলিমপুরের কাছে চলন্ত অটো থেকে ঝাঁপ দেন। অটোটি পালিয়ে যায়। রাতে একা থানায় গিয়ে অভিযোগ দায়ের না-করে পরের দিন অর্থাৎ সোমবার ওই তরুণী লেক থানায় গিয়ে চালক এবং চার সহযাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দা

১৯ জেলায় ৫৭৩ বুথে আজ ভোট

Image
পুনর্নির্বাচনেও রেকর্ড গড়ল এ বারের পঞ্চায়েত ভোট। ঝাড়গ্রাম বাদে রাজ্যের ১৯টি জেলার ৫৭৩টি বুথে ফের ভোট হবে বলে মঙ্গলবার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এই সংখ্যাও চূড়ান্ত নয়। রাতে তা সামান্য বাড়তে পারে বলে কমিশন সূত্রের ইঙ্গিত। ওই সব বুথেও আজ, বুধবারই পুনর্নির্বাচন হবে। সোমবার ভোটের দিন ছাপ্পা ভোট থেকে ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স জ্বালানো থেকে জলে 'বিসর্জন'— সবই দেখেছে গ্রাম বাংলা। যে সব বুথে এই সব ঘটনা ঘটেছে, তার অধিকাংশতেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। ৪৬,৭০৫টি বুথে ভোট হয়েছিল সোমবার। বুধবার তার ১.২২ শতাংশ বুথে ফের ভোট হবে। কমিশন সূত্রের খবর, সোমবার রাত থেকেই বিভিন্ন জেলা প্রশাসনের কাছ থেকে ভোট সংক্রান্ত রিপোর্ট আসতে শুরু করে। ব্যালট বাক্স ও ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে শুরু হয় ঝাড়াই বাছাই। কিন্তু কত বুথে পুনর্নির্বাচন হবে, তা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই টানাপড়েন শুরু হয়ে যায় নবান্নের সঙ্গে। যা চলে গোটা দিন ধরে। শেষে সন্ধ্যায় পুনর্নির্বাচনের বুথের সংখ্যা ঘোষণা করা হয়। প্রশাসনের এক কর্তা অবশ্য বলেন, ''কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে, তা সম্পূর্ণ কমিশ