Posts

Showing posts from May 31, 2018

মাধ্যমিক ২০১৮-র ফলপ্রকাশ ৬ জুন

Image
চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৬ জুন। জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৬ জুন, বুধবার, সকাল ৯টায় ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০টা থেকে মার্কশিট বিতরণ শুরু করবে স্কুলগুলি। দুপুরের মধ্যে ওয়েবাসাইটে জানা যাবে ফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.org থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে নিজের রোল নম্বর উল্লেখ করে ৫৪২৪২ ও ও ৫৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে। চলতি বছর ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলে মাধ্যমিক পরীক্ষা। অর্থাত্ পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২ হাজার ৯২১ জন। এরমধ্যে ছাত্রী ছিল ৫৬.৩৪ শতাংশ, আর ছাত্র ৪৩.৬৬ শতাংশ। এবছর সাঁওতালি ভাষাতেও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। এতদিন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ও নেপালি মোট এই ৫টি ভাষায় মাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। এবছর এরসঙ্গেই যোগ হয় সাঁওতালি ভাষা। ৩৭টি স্কুলের মোট ৮৩২ জন পরীক্ষার্থী অলচিকি লিপিতে এবছর পরীক্ষা দেয়।

আতঙ্ক বাড়াচ্ছে নিপা! কেরালায় মৃত আরও ২, মৃতের সংখ্যা বেড়ে ১৬

Image
নিপা ভাইরাসের হামলায় কেরালার কোঝিকোড়ে মৃত্যু হল আরও দু-জনের। এই নিয়ে এখনও পর্যন্ত নিপার সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। এছাড়াও নিপা ভাইরাসের সংক্রমিত আরও দু-জন এখনও ভর্তি রয়েছে কোঝিকোড়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।  নিপা ভাইরাসের হামলায় মৃত দুই ব্যক্তির একজনের নাম মধুসূধনন। ৫৫ বছরের এই ব্যক্তি কোঝিকোড় জেলা আদালতের সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। অন্যজন ২৮ বছরের অখিল। তিনি ছিলেন কোঝিকোড়ের কারাস্সেরির বাসিন্দা। কোঝিকোড়ের জেলা মেডিক্যাল অফিসার ডা: জয়শ্রী এই দুটি মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন।  চিকিত্‍সা চলছে নিপার সংক্রমণে অসুস্থ আরও দু-জনের একই হাসপাতালে ভর্তি আরও দুই রোগীর শরীরেও নিপা ভাইরাস প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। নিপায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে এরকম ১০০০ জনেরও বেশি মানুষের ওপর নজর রাখা হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে M 102.4 নামের ওষুধ শিগগিরই কেরালায় পৌঁছে যাবে। এই ওষুধেই তারপর চিকিত্‍সা চলবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, রীতি মেনেই হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুলসলিমরা

Image
কলকাতা: মেয়ে থেকেও নেই। মৃত্যুর আগের মতই নিথর দেহেও নিঃসঙ্গ হরিদয়াল। কর্তব্য ভোলেনি এলাকার বহু দিনের পরিচিত মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে বৃদ্ধের সৎকার করলেন ট্যাংরার রামিজ, ইফতিকার, আনোয়াররা। সম্প্রীতির নজির তিলোত্তমায়। হিন্দুর শেষ যাত্রায় সঙ্গী ট্যাংরার মুসলিম ভায়েরা। বুধবার মৃত্যু হয় বিসি রায় রোডের বছর আশির হরিদয়াল সাহার। সাতকূলে কেউ নেই বললেই চলে। স্ত্রীর মৃত্যু হয় বছর তেইশ আগেই। সৎ মেয়ে সম্পর্কের বাঁধনে জড়ায়নি। তাই মৃত্যু পরে দাবিহীন অবস্থায় পড়েছিল হরিদয়ালের দেহ। মানবিকতার টানেই হরিদয়ালের শেষকৃত্যে এগিয়ে আসে এলাকার মুসলিমরা। রমজানের মাঝেই প্রস্তুতি শুরু হয় শেষকৃত্যের। হিন্দু মতে সব নিয়ম মেনে হয় সৎকার। আত্মার আত্মীয় নয়। কিন্তু তার থেকেও অনেক বেশি মানবিকতার টান। সেই টানেই আবারও মুছে গেল ধর্মের বাধা।

সেক্স ভিডিওকে হাতিয়ার করে ব্ল্যাকমেল করতেন এই অভিনেত্রী!

Image
মুম্বই: কন্নড় অভিনেত্রী নয়না কৃ্ষ্ণাকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে সেক্স ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে৷ গ্রেফতারের পর নয়নাকে ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ৷ জানা গিয়েছে, নয়নার একটি দল রয়েছে৷ এই দলের মাধ্যমেই নয়না ধনী ব্যক্তিদের সহবাস করার জন্য উসকানি দিত এবং পরে সেক্স ভিডিও তৈরি করে তাদের ব্ল্যাকমেইল করত৷ বেঙ্গালুরুর সুন্দর রাম শেট্টি নগরের এক চিকিৎসক তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করলে এই ঘটনা প্রকাশ্যে আসে৷ নয়নার বিরুদ্ধে আইপিসি'র ৩৮৯, ৫০৬, ১২০বি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ডেপুটি কমিশুনার অফ পুলিশ অভিষেক গোয়েল জানিয়েছেন, 'নয়নার বিরুদ্ধে এটি এই ধরণের দ্বিতীয় মামলা৷ ডাক্তার রামের অভিযোগের ভিত্তিতেই নয়নাকে গ্রেফতার করা হয়েছে৷ নয়নার বিরুদ্ধে প্রাথম মামলা দায়ের করা হয় গত ৪ জুন৷ কিন্তু সেই মামলায় সেপ্টেম্বরের প্রথম দিকেই জামিন পায় নয়না৷ তবে এই মামলায় এক ৬৮ বছয় বয়সী চিকিৎসককে সহবাসের লোভ দেখায় নয়না৷ পরে সহবাসের ভিডিও তৈরি করে সে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে৷ জানা গিয়েছে, নয়না চিকিৎসকেরা কাছ থেকে এক কোটি টাকা দাবি করেছিল৷ কিন

ভয়ঙ্কর অভিযোগ! সাড়ে ১৭কোটি টাকা ঘুষ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসাররা

Image
নয়াদিল্লি: ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠল মোদী সরকারের বিরুদ্ধে। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের বিরুদ্ধে কয়েক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছে ইউক্রেন। তাদের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ An-32 এয়ারক্রাফটের জন্য কিছু জিনিসপত্র কিনতে ভারতের সঙ্গে ইউক্রেনের চুক্তি হয়। 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-কোরাপশন ব্যুরো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আইনি সহায়তা চেয়েছে। রেকর্ডে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক সংস্থার সঙ্গে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্সের একটি প্রতিরক্ষা চুক্তি হয় ২০১৪-র নভেম্বরে। এর ১১ মাস পরে আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউক্রেনের অভিযোগ ভারতের অফিসারদের ১৭.৫ কোটি টাকা ঘুষ দেওয়া সত্বেও চুক্তির কিছু শর্ত এখনও পূরণ হয়নি। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-কোরাপশন ব্যুরোর চিফ। ইউক্রেনকে সাহায্য করার নামেই নাকি ওই ঘুষ চেয়েছিল ভারতীয় অফিসারেরা। এই ঘটনার তদন্ত করছে ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-কোরাপশন ব্যুরো। বৃহস্পতিবার এই ইস্যুতে মোদীকে তোপ দাগলেন কংগ্রেস প্রেসিডেন্

‘৩৫০ মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করেছি’

তাঁর জীবন বরাবরই খোলা খাতার মতো। প্রকাশ্যে তা স্বীকারও করে নিয়েছেন তিনি। তিনি অর্থাত্ সঞ্জয় দত্ত। '৩৫০ মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করেছি'— এমন বিস্ফোরক 'উক্তি' সম্প্রতি করেছেন সঞ্জয় দত্ত! তবে 'কহানি মে টুইস্ট' রয়েছে। কারণ খোদ সঞ্জয় নন, বরং সিনে পর্দায় এই উক্তি করেছেন সঞ্জয় রূপী রণবীর কপূর। বিষয়টি ঠিক কী? গতকাল মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ছবি 'সঞ্জু'র ট্রেলার। আদতে সঞ্জয় দত্তের এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। আর সেখানে রণবীরের মুখে রয়েছে এই ডায়লগ। অর্থাত্ বাস্তব জীবনে এই ঘটনা ঘটেছে খোদ সঞ্জয় দত্তর জীবনে। কারণ ছবিটি যে সঞ্জয় দত্তর জীবনের ঘটনা অবলম্বনে তৈরি তা বারবারই বলেছেন রাজকুমার। সঞ্জয়ের মাদক নেওয়া, অপরাধ জগতের সঙ্গে যুক্ত হওয়া, জেলযাত্রা, ব্যক্তিগত জীবনের টানাপড়েন— সবই দেখানো হবে সিনে পর্দায়। ট্রেলারে রণবীরকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলি ইন্ডাস্ট্রি। সাধারণ দর্শকের কাছে রণবীরই হয়ে উঠেছেন সিনে পর্দায় সঞ্জয়। যাঁর সঙ্গে নাকি বাস্তবের মানুষটির মিল এতটাই যে কেউ কেউ ভেবেছিলেন পর্দায় সঞ্জয় দত্তকেই দেখছেন। তবে বলি পাড়ার একটা

গায়ে পা লাগায় লেবার রুমেই প্রসূতিকে মার ক্ষিপ্ত চিকিৎসকের

Image
প্রসব চলাকালীন প্রসূতির পা লেগে গিয়েছিল চিকিৎসকের গায়ে। ফিনকি দিয়ে খানিকটা রক্তও লেগেছিল তাঁর পোশাকে। অভিযোগ, এতেই প্রবল ক্ষিপ্ত হয়ে সদ্য প্রসূতিকে লেবার রুমের ভিতরেই মারধর করলেন প্রসূতি বিশেষজ্ঞ মালানি সোরেন। এই ঘটনায় প্রসূতির পরিবারের তরফে ওই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে  সিউড়ি সদর হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানান হয়। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভরতি হন বছর ছাব্বিশের সাবিনা খাতুন। তার বাড়ি শহরের রুটি পাড়ায়। মঙ্গলবার তিনি একটি সন্তানের জন্ম দেন। সেই সময় সিউড়ি সদর হাসপাতালে কর্তব্যরত ছিলেন মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক মানালি সোরেন। সাবিনার অভিযোগ, তাঁকে বিনা কারণে মারধর করেন মানালি সোরেন। ওই প্রসূতি আরও অভিযোগ জানান যে অকারণে তাঁকে মারধরের পাশাপাশি লেবার রুমে থাকা অন্যান্য মহিলাদেরও অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করেন ওই চিকিৎসক। এছাড়াও প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করছিল নার্সরাও। সাবিনার আত্মীয়া রুবি বিবির অভিযোগ, "আমাদের মেয়ে প্রতিবাদ করেছে। তাই হেনস্তা হতে হয়েছে তাঁকে। আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমরা চাই না অন্য কার

'ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের লোকসান ২০,০০০ কোটি টাকা'

Image
দেশজুড়ে দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের প্রায় ২০,০০০ কোটি টাকার লোকসান হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করল বণিক সংগঠন অ্যাসোচাম। বুধবার ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট প্রত্যাহারের আবেদন করল তারা। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির আর্থিক হাল ফেরাতে কেন্দ্রকে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছে অ্যাসোচাম।  একটি বিবৃতিতে অ্যাসোচাম জানিয়েছে, অনাদায়ী ঋণের দায়ে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। ২০১৮ সালের মার্চে শেষ ত্রৈমাসিকে গিয়ে লোকসানের বহর দাঁড়াবে ৫০,০০০ কোটি টাকা। ২০১৭ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে তা ছিল ১৯ হাজার কোটি। অর্থাত্ দ্বিগুণেরও বেশি বেড়েছে লোকসান। অ্যাসোচামের সাধারণ সম্পাদক ডিএস রাওয়াতের কথায়,''রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির স্বাস্থ্য ফেরাতে আর্থিক ত্রাণ প্রকল্পের কথা বিবেচনা করতে পারে কেন্দ্র। ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী ধর্মঘটে সামিল হয়েছেন। আটকে গিয়েছে চেক ভাঙানো, টাকা তোলা ও জমার মতো পরিষেবা। এর ফল ভুগতে হচ্ছে দেশকে।''  প্রস্তাবিত ১৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ বেতনবৃদ্ধি হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ৯টি ব্যাঙ্কের কর্মচারী সংগঠন ইউএফবিইউ। ধর্মঘটের জেরে থমকে গিয়েছে ব্যাঙ্কিং পরিষেবা। 

অবসরের ৯ বছর পরেও পাননি পেনশন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন শিক্ষক !

Image
জলপাইগুড়ি : নয় বছর ধরে পেনশন পাননি। আটকে রয়েছে প্রভিডেন্ট ফান্ডের টাকাও। তাই মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বাবা। ৭০ বছরের এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের পর এই অভিযোগ করলেন তাঁর ছেলে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির থানার বাংলারঝাড় গ্রামের বাসিন্দা ছিলেন গয়চন্দ্র রায়। ময়নাগুড়ি দোমহনি রাখালহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০০৯ সালে অবসর নেন। কিন্তু তারপর নয় বছর কেটে গেলেও আজ অবধি প্রাপ্য টাকার কিছুই হাতে পাননি। পেনশন পেতেন না, আটকেছিল প্রভিডেন্ট ফান্ডের টাকাও। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা করেছিলেন, যেসব জায়গায় যোগাযোগ করা দরকার সেসব জায়গায় গিয়ে দেখাও করেছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এরপর গতকাল সকালে বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একটি নিমগাছ থেকে উদ্ধার হয় গয়চন্দ্রর ঝুলন্ত দেহ। প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন থানায় জানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়।  গয়চন্দ্রর ছেলে ত্রৈলোক্যনারায়ণ রায়ের অভিযোগ, নয় বছর ধরে পেনশন না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। ময়নাগুড়ি থান

এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণে মৃত্যু হল ৫ বছরের শিশুর

Image
মুম্বই: নবি মুম্বইয়ে একটি ফ্ল্যাটে রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণে পাঁচ বছরের শিশুর মৃত্যু, গুরুতর জখম মা। এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটার পর ফ্ল্যাচের একটি দেওয়াল ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, আজ সকালে ঘুম থেকে উঠে ওই মহিলা কালাম্বলি এলাকায় তাঁর অ্যাপার্টমেন্টের রান্নাঘরে গিয়ে স্টোভ জ্বালান। এলপিজি সিলিন্ডারে গ্যাস লিক করছিল। আগুনের সংস্পর্শে আসার পরই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে একটি দেওয়ার ভেঙে পড়ে ওই মহিলা ও পরিবারের ঘমুন্ত সদস্যদের ওপর। ওই মহিলা ও তাঁর পাঁচ বছরের শিশুসন্তান গুরুতর জখম হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহান বাবান খাটকে নামে ওই শিশুকে মৃত ঘোষণা করা হয়।

থানায় নিয়ে যাওয়ার নাম করে দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

Image
পুলিশ পরিচয়ে দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। এই অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সোমনাথ সাধুখাঁ। বুধবার ধৃতকে বর্ধমানে পকসো আদালতে পেশ করা হয়। শুক্রবার পর্যন্ত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার নাম করে এক মাসের ব্যবধানে দুই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সোমনাথ। পরে মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে দু'জনকেই ধর্ষণ করে। মঙ্গলবা রাতে শক্তিগড়ের বেলনা গ্রামের বাড়ি থেকে সোমনাথকে গ্রেপ্তার করে পুলিশ। দুটি মামলাতেই ধৃতের টিআই প্যারেডের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ছ'তারিখে মেমারির পাল্লা রোডের বছর সতেরোর এক কিশোরী রাস্তার ধারে বন্ধুর সঙ্গে গল্প করছিল। সেই সময় এক যুবক এসে নিজেকে পুলিশ পরিচয় দেয়। তার পর রাস্তায় অশালীন আচরণের অভিযোগ এনে থানায় যেতে বলে। তার পর ওই কিশোরীকে নিজেই থানায় নিয়ে যাওয়ার নাম করে বাইকে তোলে। অভিযোগ, নির্জন জায়গায় বাইক থামিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে সেখানেই নির্যাতিতাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা সংজ্ঞাহীন কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তাক

আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফল ঘোষণা

Image
মহেশতলা: পঞ্চায়েত ভোটের পর উপনির্বাচন। আজ ফল ঘোষণা হতে চলেছে মহেশতলা বিধানসভা কেন্দ্রের। কেন্দ্রটিতে ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে ওই আসনটি খালি হয়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। বিজেপি প্রার্থী সুজিত ঘোষ ও বামপ্রার্থী প্রভাত চৌধুরী। ওই কেন্দ্র ধরে রাখার লড়াইয়ে জোড়াফুল শিবির। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের মতো ওই কেন্দ্রে দ্বিতীয় স্থান দখলের টার্গেট বিজেপিরও। ওই কেন্দ্রে ভোট পড়ে ৭০.১ শতাংশ। আজ ফল ঘোষণা হতে চলেছে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা ও নুরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। ফল বেরোবে মহারাষ্ট্রের পালগড়, ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা কেন্দ্রেরও। প্রত্যেকটি এলাকাতেই ভোটের সময় ইভিএম বিভ্রাট নিয়ে বিতর্ক দেখা দেয়। কর্নাটকে ধাক্কার পর, ২০১৯-এর আগে আজ উত্তরপ্রদেশের কৈরানায় বিজেপির প্রেসটিজ ফাইট। আজ ১০ রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা । নজরে উত্তর প্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্র ও নূরপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির সামনে এসপি-বিএসপি-আরএলডি জোটের চ্যালেঞ্জ।এর আগে

WhatsApp কে চ্যালেঞ্জ জানিয়ে স্বদেশী মেসেজিং সার্ভিস লঞ্চ করলেন বাবা রামদেব

Image
আয়ুর্বেদিক ও ভোগ্য পন্য সামগ্রীতে ইতিমধ্যেই বিশ্বের তামাম কোম্পানিগুলিকে ভারতের বাজারে বেগ দিয়েছে রামদেবের পতাঞ্জলি। ভারত সঞ্চার নিগম লিমিটেডের সাথে হাত মিলিয়ে নিজেদের সিম কার্ড লঞ্চ করেছে 'স্বদেশী' এই কোম্পানি। এই লঞ্চের পরে সপ্তাহ গড়ায়নি এবার নিজেদের 'স্বদেশী' মেসেজিং সার্ভিস লঞ্চ করল বাবা রামদেবের পতাঞ্জলী। WhatsApp কে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই Kimbho নামের এই মেসেজিং সার্ভিস লঞ্চ করেছে পতাঞ্জলি। বুধবার থেকেই প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে এই মেসেজিং অ্যাপ। সম্প্রতি কোম্পানির এই প্রতিনিধি টুইটারে এই খবর জানিয়েছেন। সেই টুইটে এই মেসেজিং অ্যাপ কে 'স্বদেশী' অ্যাপ বলে আক্ষা দেওয়া হয়েছে। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে বলেও জানানো হয়েছে সেই টুইটে। "এবার ভারত বলবে" বলে দাবি করা হয়েছে এই টুইটে। এছাড়াও এই টুইটে সরাসরি WhatsApp কে নিশানা করে বলা হয়েছে নতুন এই Kimbho অ্যাপ টি WhatsApp এর স্বদেশী ভার্সান। প্লে স্টোরে অ্যাপ এর বিবরন থেকে জানা গিয়েছে এই অ্যাপ একটি "প্রাইভেট ও গ্রুপ চ্যাট সার্ভিস। এছাড়াও বিনামূল্যে ফোন ও ভিডিও কল করা যাবে।"এ

অ্যানড্রয়েডে হ্যাকারদের হাত থেকে বাঁচার ৬টি সহজ উপায়

Image
বিশ্বব্যাপী অ্যানড্রয়েড ব্যাবহার করেন কয়েকশো কোটি ইউজার। আর তাই হ্যাকারদের অন্যতম প্রধান আকর্ষন অ্যানড্রয়েড ডিভাইসগুলি। কয়েকটি সাধারন স্টেপ ফলো করে ফোনের সিকিউরিটি নিশ্চিত করে ফেলতে পারবেন অ্যানড্রয়েড ব্যাবহারকীরা। নতুন টেকনোলজির ফলে হ্যাকারদের কাজ সহজ দয়ে উঠছে প্রতিদিনই। কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তবে হ্যাকাররা নাক গলাতে পারবে না আপনার সাধের স্মার্টফোনে। আপনার ফোন হ্যাক হলে ফোনের সব ডাটা পৌঁছে যাবে হ্যাকারদের হাতে। এর মধ্যেই থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরন। আর সেই ডাটা ব্যাবহার করে হ্যাকাররা ফাঁকা করে দেবে অ্যাকাউন্ট এর সব টাকা। শুনতে ভয়ঙ্কর লাগলেও এই গোটা কাজটি করতে হ্যাকাররা কয়েক মিনিটের বেশি সময় নেন না। তাই হ্যাকারদের হাত থেকে বাঁচতে খুব সতর্কতার সাথে মেনে চলুন নীচের স্টেপগুলি। নিজের পাওওয়ার্ড কখনো সেভ করবেন না বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে জলদি লগ ইন করার জন্য আপরা সেবভ করে রাখি অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড। কিন্তু এই অভ্যাস ফোনের সিকিউরিটির জন্য খুবই ভয়ঙ্কর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজের ইমেল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড কখনই সেভ করবেন না। অ্যানড্রয়েডের বিল্ট ইন সিকিউরিটি ব্যাব

মিলন হবে কতক্ষণে! শরীরী মিলনে কোন দেশ এগিয়ে, কত নম্বরে ভারত

Image
সঙ্গমের সময়কাল— কোথায় স্থান ভারতীয়দের? গুরুজনে বলেন, যে ধরে খেলতে জানে, সে-ই আসল খেলোয়াড়। ধরে রাখাতেই নাকি পৌরুষের পরিচয়। 'উড়ে গিয়ে ফুরিয়ে গেল'— এ অন্তত শরীরের স্ফুলিঙ্গ জ্বালাতে মোটেই আনন্দের ব্যাপার নয়। আপনি বীরেন্দ্র সহবাগ না রাহুল দ্রাবিড়? গুণ্ডাপ্পা বিশ্বনাথ না এম এল জয়সীমা? শরীরী খেলার বাইশ গজে আপনি কতটা টেম্পারামেন্ট রেখে ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, এন্ড অব দ্য ডে, মানে এই ক্ষেত্রে রাতের শেষে, তা-ই বলে দেবে স্কোর খাতায় আপনার নামের পাশে কত রান লেখা হল! একটি 'ডুরেক্স'-এর 'ফেস অফ গ্লোবাল সেক্স' সমীক্ষা বলছে, এই ক্ষেত্রে সবচেয়ে উপরে আছে নাইজেরিয়া আর গ্রিস। সেদেশের যুগলেরা সবচেয়ে বেশি সময় ধরে মিলনে মেতে থাকতে পারেন। ঘড়ি ধরে মাপলে গড়ে ২১ মিনিটেরও বেশি। সবচেয়ে কম সময়েই খেলা ফুরোয় ভারতীয় আর ফরাসিদের ক্ষেত্রে। গড়ে ১৩ থেকে ১৫ মিনিট। মানুষের যৌন আচরণের হাল-হকিকত বুঝতে বছর কয়েক আগে 'ডুরেক্স'-এর উদ্যোগে দু'টি সমীক্ষা চালানো হয়। পৃথিবীর অনেকগুলি দেশ থেকেই তথ্য নেওয়া হয়। সম্প্রতি আরেকটি সমীক্ষাও চালায় একটি আন্তর্জাতিক ডেটিং সাইট। দেখা যাচ্ছ

গুরগাঁও থেকে যুবতীকে 'কিডন্যাপ' করে দিল্লিতে গণধর্ষণ

Image
গুরগাঁও থেকে দিল্লির বসন্তকুঞ্জে তুলে নিয়ে গিয়ে বছর তিরিশের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ জানানোর ২৪ ঘণ্টা পরেও 'ধর্ষক'দের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  ধর্ষিতার বয়ান অনুযায়ী, সোমবার রাতে অটোরিকশা ধরার জন্য গুরগাঁওয়ের একটি মলের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। ঘড়িতে তখন রাত ১১টা। একটি গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তিন-চার জন নেমে এসে, জোর করে তাঁকে ওই গাড়িটিতে তোলে। নিয়ে যায় দিল্লির বসন্তকুঞ্জের একটি গেস্ট হাউজে। সেখানে রাতভর পালা করে তাঁকে ধর্ষণ করা হয়। নিগৃহীতার অভিযোগ অনুযায়ী, 'ধর্ষক'দের দু'জন ক্যাব চালক। অভিযোগের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণের দু'টি পৃথক মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। মেয়েটির বর্ণনা শুনে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল বসন্তকুঞ্জের ওই গেস্ট হাউজও পুলিশ ঘুরে আসে। তবে, বুধবার রাত অবধি একজনকেও গ্রেপ্তার করা যায়নি। 

ঘণ্টাপিছু ৯ কোটি টাকা লোকসান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের!

Image
গত আর্থিক বছরে নজিরহীন লোকসান করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। দেখা যাচ্ছে, প্রতি ঘণ্টায় প্রায় ৯ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে ব্যাঙ্কগুলিকে।  দেশের প্রত্যেক পরিবারের জন্য বাসস্থান এবং ঝাঁ চকচকে স্মার্ট সিটির স্বপ্ন দেখায় এবার বুঝি হোঁচট খাওয়ার পালা। ২০১৭-১৮ আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৯,০০০ কোটি টাকারও বেশি। সেই সঙ্গে অনাদায়ী ঋণ বাবদ লোকসানের পরিমাণ ৮.৬ কোটি টাকার বেশি, যা ভারতের এযাবত ব্যাঙ্কিং ইতিহাসে নজির বিশেষ।  ২০১৭-১৮ আর্থিক বছরে মোট বাত্‍সরিক বাজেটের বরাদ্দের পরিমাণ ছিল ২৪.৪ লক্ষ কোটি টাকা। বিনামূল্যে এসপিজি কানেকশন দিতে প্রয়োজন হয় ১৩,০০০ কোটি টাকা। কৃষি খাতে মোট বাত্‍সরিক বরাদ্দের পরিমাণ ৫৮,০০০ কোটি টাকা। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের মিলিত বরাদ্দের পরিমাণ ৭.১ লক্ষ কোটি টাকা, যা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ক্ষতির পরিমাণের চেয়ে কম।  গত বাজেটে পুনর্বিনিয়োগ খাতে কেন্দ্রীয় সরকারের ঘোষিত মোট বরাদ্দের পরিমাণ ছিল ২.১১ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২০১৭-১৮ আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে ৯০,০০০ কোটি টাকা। বাকি অর্থ বরাদ্দ হয়েছে চলতি আ

দেখা যাবে সমস্ত টিভি চ্যানেল, মাত্র ১০০০ টাকায় ১০০Mbps ইন্টারনেট দেবে Jio!

Image
মোবাইল পরিষেবার বাজার কাঁপানোর পর এবার ব্রডব্যান্ড কানেকশন আনতে চলেছে জিও। আর এবারও সস্তায় গ্রাহকদের পরিষেবা দিয়ে বাজিমাত করার পরিকল্পনা করেছে তার। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তেমনই। জিও ফাইবার নামে এই পরিষেবায় ১,০০০ টাকায় মিলবে ১০০ এমবিপিএস ইন্টারনেট। সঙ্গে বিনামূল্যে দেখা যাবে টিভিও।  মিন্ট-এ প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, ফাইবার - টু - হোম প্রযুক্তিনির্ভর ব্রডব্যান্ড পরিষেবার পরীক্ষা ইতিমধ্যে শুরু করে দিয়েছে জিও। মুম্বই ও দিল্লির কিছু এলাকা মিলছে এই পরিষেবা। সম্ভবত বছরের শেষে গোটা দেশের বড় শহরগুলিতে চালু হতে পারে জিও ফাইবার। তার আগে বাজার দখল করতে রণনীতি সাজাচ্ছে সংস্থা।  সূত্রের খবর, মাসে মাত্র ১০০০ টাকায় ১০০ এমবিপিএস আনলিমিটেড ব্রডব্যান্ড কানেকশন দেবে জিও। ওই কানেকশনের সাহায্যে VoIP ফোন থেকে আনলিমিটেড কলের সুযোগ পাবেন গ্রাহকরা। সঙ্গে মিলবে সমস্ত টিভি চ্যানেল দেখার সুযোগও। অর্থাত্ মাসে ১০০০ টাকা খরচ করলেই মিটবে ইন্টারনেট, টেলিফোন ও টেলিভিশন দেখার সব খরচ।  জিও ফাইবারের কানেকশন নিতে গেলে বর্তমানে ৪,৫০০ টাকা জামানত বাবদ জমা রাখতে হয়। সেই রাশি অপরিবর্তিত রাখতে প

শিমলায় জল নেই, বিপাকে পর্যটকেরাও

Image
ভরা পর্যটনের মরসুমে প্রবল জলসঙ্কটে হিমাচলপ্রদেশের রাজধানী শিমলা। গত আট দিন ধরে। রাস্তায় নেমে চিৎকার করে জল চাইছেন বাসিন্দারা। শিমলা-কালকা জাতীয় সড়ক এবং মান্ডিগামী রাস্তাও অবরোধ করা হয়েছে। মঙ্গলবার শহরে এসেছিল মাত্র ১ কোটি ৮০ লক্ষ লিটার জল। অথচ শিমলায় দৈনিক চাহিদা ৪ কোটি ৫০ লক্ষ লিটার জল। বাধ্য হয়ে চড়া দামে জল কিনছেন কেউ কেউ। বাসিন্দাদের অভিযোগ, বিজেপি শাসিত পুরসভা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কিছুই করছে না। গুলমার্গ হোটেলে চাকরি করেন সোমনাথ মজুমদার। বুধবার সন্ধ্যায় ফোনে বলেন, ''পর্যটকেরা তো তাও জল কিনে খেতে পারছেন। কিন্তু, স্থানীয় মানুষ তো জল কিনে খেতে পারেন না। তাঁদের সমস্যা সবচেয়ে বেশি।'' তাঁর হোটেলও এ দিন এক ট্যাঙ্কার জল কিনেছে। হোটেলের উল্টোদিকে সেনাবাহিনীর যে ছাউনি রয়েছে, সেখানেও ট্যাঙ্কার ভর্তি জল কেনা হচ্ছে। সোমনাথের কথায়, ''গত ১০ দিন ধরে হাহাকার শুরু হয়েছে। ব্রিটিশ আমলে রিজ ময়দানে যে টালা ট্যাঙ্কের মতো জলের ট্যাঙ্ক তৈরি হয়েছিল, তা দিয়ে এখনও চলছে। কত পর্যটক বেড়ে গিয়েছে। তা-ও তো এ বছর ভিড়টা তুলনায় কম।'' জানা গিয়েছে, হোটেলের ঘর লাগোয়া শৌচালয়ে জল পা

যোগাযোগ নবান্নের

Image
কার্গিলের দ্রাস এবং সোনমার্গের মাঝে শয়তানি নালা এলাকায় মঙ্গলবার ধস নেমে আটকে পড়েছিলেন কয়েক হাজার পর্যটক। তাঁদের মধ্যে এ রাজ্যেরও অনেক পর্যটক রয়েছেন। নবান্ন সূত্রের খবর, ঘটনার কথা জেনেই কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করেন এ রাজ্যের প্রশাসনিক কর্তারা। কার্গিলের ডিভিশনাল কমিশনারের সঙ্গেও কথা হয়েছে রাজ্য প্রশাসনের। কাশ্মীর সরকার রাজ্যকে জানিয়েছে, প্রত্যেক পর্যটক সুস্থ রয়েছেন। তবুও হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালে উপযুক্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই কারণে রাজ্য প্রশাসনকে কাশ্মীর সরকারের অনুরোধ, বিশেষ কোনও বিষয় তাঁদের নজরে আনলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। কাশ্মীর সরকার রাজ্যকে জানিয়েছে, ইতিমধ্যেই রাস্তার কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। তাঁরা আশা করছেন, আজ, বৃহস্পতিবার দুপুরের পরেই রাস্তা খুলে দেওয়া যাবে। ইতিমধ্যেই এ রাজ্যের পর্যটন দফতর ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করেছে। ০৩৩-২২৩৫৮২৭১ এবং ০৩৩-২২২৫৮২৭২ নম্বরে ফোন করে পর্যকদের আত্মীয়রা যোগাযোগ করতে পারেন। কোনও অনুরোধ থাকলে তা কাশ্মীর সরকারের কাছে পৌঁছে দেবে রাজ্য প্রশাসন।

দ্রাসে ভয়াবহ ভূমিধস, আটকে বাঙালি পর্যটকরা

Image
কাশ্মীরে বেড়াতে গিয়ে বিপত্তি। ব্যাপক ভূমিধসে বহু পর্যটক আটকে পড়েছেন বলে খবর। আটকে পড়া পর্যটকদের মধ্যে কোন্নগরের কয়েক জন বাসিন্দা রয়েছেন। জানা গিয়েছে, পর্যটকরা লেহ্ খেকে দ্রাসে ফিরছিলেন। সেই দলে কোন্নগরের বেশ কয়েক জন ছিলেন।আচমকাই পাহাড়ি ঢাল বেয়ে নেম আসে প্রবল ভূমিধস। আটকে পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আধিকারিকদের তিনি জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। যোগাযোগ রাখা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গেও। জম্মু-কাশ্মীরের পর্যটন দফতর জানিয়েছে, ধস নামায় লেহ্-শ্রীনগর হাইওয়ে বন্ধ হয়ে রয়েছে। আটকে থাকা পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন। তবে স্বস্তির খবর এটাই যে, প্রত্যেকেই অক্ষত রয়েছেন। হাইওয়ে থেকে ধস সরিয়ে পর্যটকদের উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। ওই পথ দিয়ে আজ আরও একটা দলের যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের যাত্রা আপতত বাতিল করা হয়েছে। ধস সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হলেই, পর্যটকদের লাদাখে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জম্মু-কাশ্মীরের পর্যটন দফতর জানিয়েছে।   

ফোন খারাপ, ২১ বছরে ক্ষতিপূরণ ২২ লক্ষ

Image
এক ব্যবসায়ীর ল্যান্ডফোন খারাপ হয়ে গিয়েছিল ২১ বছর আগে। এজন্য বিএসএনএলের বিরুদ্ধে ২২ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি ঘিরে সরগরম রায়গঞ্জ। ১৯৯৭ সালে ল্যান্ডফোনটি খারাপ হয়ে যায় রায়গঞ্জের কুমারডাঙির বাসিন্দা ব্যবসায়ী লখনলাল শর্মার। বারবার বলা সত্ত্বেও বিএসএনএল কর্তৃপক্ষ তাঁর কথায় গুরুত্ব দেননি বলে লখনলালের অভিযোগ। শেষে পরের বছর ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশে ২০০২ সাল পর্যন্ত ৫ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা গত ডিসেম্বরে তাঁকে দিয়েছে বিএসএনএল। সংস্থার দাবি, ওই বছরেই তারা ওই ব্যবসায়ীর ফোনটি সারিয়ে দেয়। কিন্তু লখনলালের পাল্টা বক্তব্য, এখনও তাঁর ফোনটি সারানো হয়নি। আদালত নির্দেশ দিয়েছিল, ফোন ঠিক না-হওয়া পর্যন্ত ব্যবসায়ীর দাবিমতো প্রতিদিন ৩০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তাই মঙ্গলবার রায়গঞ্জের আদালতে ওই মামলায় অবিলম্বে ফোন ঠিক করার আর্জি জানান এবং ২০০২ সাল থেকে বাকি ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা চেয়েছেন ওই ব্যবসায়ী। বিএসএনএলের রায়গঞ্জের টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার শোয়েব আবেদ আলি বলেন, ''১৯৯৭ সালের ঘটনা। সেই সময় ২১০ টাকা বিল দিয়েছিলেন ব্যবসায়ী। অথচ ফোন ঠিক না-হওয়ার

বিজেপি করাই কি ছেলের অপরাধ? যাঁকে সামনে পাচ্ছেন,প্রশ্ন করছেন নিহতের বাবা

Image
সুপুরডি গ্রামে ত্রিলোচনের বাড়ির সামনে জটলা।  বিজেপি করাই কি ছেলের অপরাধ? বিজেপির যুব মোর্চার কর্মী ত্রিলোচন মাহাতোর মৃত্যুর পর থেকে যাঁকে সামনে পাচ্ছেন, তাঁকেই এই প্রশ্ন করে যাচ্ছেন নিহতের বাবা হাড়িরাম মাহাতো। একই প্রশ্ন তাঁর স্ত্রী পানো মাহাতোরও। বলরামপুরের সুপুরডি গ্রামের কলেজ পড়ুয়া এই যুবক মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। রাতে শুধু একবার দাদাকে ফোন করে জানিয়েছিলেন, তাঁকে কারা মোটরবাইকে তুলে নিয়ে যাচ্ছেন। খুন হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বাঁচানোর আর্তি জানিয়েছিলেন। কিন্তু, রাতভর পুলিশ এবং সুপুরডি ও লাগোয়া শ্যামনগরের প্রায় দু-আড়াইশো ছেলেপুলে আশপাশের এলাকা তল্লাশি চালিয়েও হদিস পাননি ত্রিলোচনের। সকালে গ্রাম থেকে কিছু দূরে গাছ থেকে ত্রিলোচনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ত্রিলোচনের টি-শার্টে ও পায়ের তলায় কাগজে লেখা ছিল, তাঁর বিজেপি করা আততায়ীরা মেনে নেননি। . শোকার্ত বাবা হাড়িরাম মাহাতো। বুধবার বলরামপুর থানায় অভিযোগ জানাতে আসা নিহতের বাবার মুখেও সেই আক্ষেপ। তিনি বলছিলেন, ''আমার ছেলে বিজেপি করত, সেটাই কি অপরাধ হল?'' যাঁরা পাশে ছিলেন, তাঁ

‘পুঁতেছিলাম ঘাস, হয়ে গেছে বাঁশ’, শাসকের বিরুদ্ধে এটাই কি স্লোগান জঙ্গলমহলের?

Image
বাঁকুড়ার খাতড়া মহকুমার অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত জিতেছে তৃণমূল কংগ্রেস। মুকুটমণিপুরের ধার ঘেঁষে এগোলে অম্বিকাদেবীর প্রাচীন মন্দির। এ চত্বরে মা অম্বিকাই সর্বশক্তিময়ী। লোকমুখের কথা হল, মায়ের থানে আর কোনও অধিপতি নেই। রাজনীতির চক্করে তা বোধহয় ভুলে গিয়েছিলেন রানিবাঁধের যুব তৃণমূল নেতা বিদ্যুৎ দাস। পঞ্চায়েত ভোটের দিনে লদ্দা গ্রাম তাঁকে কিঞ্চিৎ 'লোকশিক্ষে' দিয়েছে। রুইদাস, সর্দার, মাহাতো, শবরদের গ্রাম লদ্দায় এ বার জিতেছে বিজেপি। কিন্তু এখানে জেতার কথা ছিল শাসক দল তৃণমূলেরই। কারণ, এই গ্রাম বরাবরই তৃণমূলের, সেই বাম জমানা থেকেই। তা হলে কেন এই উলটপুরাণ? বলছিলেন আশুতোষ সর্দার। ওই গ্রামের ২০ বছরের তৃণমূল কর্মী। তিনি জানান, শান্তিতেই ভোট হচ্ছিল। এ বার রুইদাস আর মাহাতোরা বিজেপিমুখো হলেও জেতা নিয়ে কোনও সংশয় ছিল না। বেলা গড়াতেই গ্রামে বাইক বাহিনী ঢুকল। শুনলাম আখখোটার বিদ্যুৎ দাস ছাপ্পা বাহিনী নিয়ে এসেছেন। মহিলারাই তখন লাইনে। বুথের সামনে দাঁড়াল সেই বাহিনী। বুথ দখল করতে এগোলে রুখে দাঁড়ায় বিজেপি। সঙ্গে গ্রামের প্রায় সব মানুষ। জ্বালিয়ে দেওয়া হল দু'টো গাড়ি। তেড়ে যাওয়া হল। বাইক-বাহিনী পিছু

না বলে ফুল তোলায় বৃদ্ধা শাশুড়িকে বেদম মার বৌমার, ফেসবুক সূত্রে ধৃত বৌমা

Image
ফেসবুক ঘাঁটার সময়ে ভিডিয়োটি দেখে চমকে উঠেছিলেন পুলিশ অফিসার। আড়াল থেকে তোলা সেই ভি়ডিয়োয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করছেন এক মহিলা। ফেসবুকে লেখা, ঘটনাটি গড়িয়া এলাকার। সূত্র বলতে এটুকুই। সেই সূত্র ধরেই বুধবার কয়েক ঘণ্টার মধ্যে ওই বৃদ্ধাকে খুঁজে বার করল পুলিশ। তাঁকে মারধরের অভিযোগে পুত্রবধূকে গ্রেফতারও করেছে বাঁশদ্রোণী থানা। এটাই অবশ্য প্রথম নয়। সম্প্রতি বাসে স্বমেহন করার ঘটনায় ফেসবুকের ভি়ডিয়ো দেখেই তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে অসিত রাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, যশোদা পাল নামে বছর পঁচাত্তরের ওই বৃদ্ধা 'অ্যামনেশিয়া'য় আক্রান্ত। তাঁর পুত্রবধূ স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ, গাছ থেকে ফুল তোলার 'অপরাধে' বৃদ্ধাকে নির্মম ভাবে মারধর করেছিলেন তিনি। যা দেখে স্বপ্নার স্বামী, অর্থাৎ যশোদাদেবীর ছেলে রঞ্জিত পালও মুখ খোলেননি। বৃদ্ধা অসমর্থ হওয়ায় নিজে পুলিশের দ্বারস্থ হতে পারেননি। তদন্তে পুলিশ জেনেছে, নানা অজুহাতে প্রায়ই যশোদাদেবীকে মারধর করা হত। এক পুলিশকর্তা বলেন, ''ওই বৃদ্ধা এতটাই অসুস্থ যে, নিজের ছেলেকে মাঝেমধ্যে 'দাদা' বলে ডাকে

গাছ থেকে ঝুলছে গলায় ফাঁস লাগানো শরীরটা, টি-শার্টে লেখা, ‘বিজেপি করা! এ বার বোঝ...’

Image
বাঁচানোর আর্তি জানিয়ে দাদাকে ফোন করেছিলেন যুবক। মঙ্গলবার সারা রাত এলাকা তোলপাড় করেও হদিস মেলেনি। বুধবার সকালে পুরুলিয়ার বলরামপুরের সুপুরডি গ্রামের বিজেপি যুব মোর্চার সেই কর্মী ত্রিলোচন মাহাতোর (২১) গলায় ফাঁস দেওয়া দেহ মিলল বাড়ির কিছুটা দূরে। টি-শার্টে লেখা— 'এ বার বোঝ ১৮ বছর বয়সে বিজেপি করা'! পঞ্চায়েত ভোটে বলরামপুর থেকে কার্যত ধুয়েমুছে গিয়েছে তৃণমূল। ভাল ফল করেছে বিজেপি। ঘটনাচক্রে, কাল শুক্রবার পুরুলিয়ায় আসছেন যুব তৃণমূল সভাপতি তথা দলের জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই এই ঘটনাকে ঘিরে এলাকার রাজনৈতিক উত্তাপ বেড়ে গিয়েছে। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর দাবি, ''অভিষেক পুরুলিয়াকে বিরোধী-শূন্য করার ডাক দেওয়ার পরেই আমাদের এক যুব কর্মী খুন হয়ে গেলেন! ত্রিলোচনকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই।'' বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ টুইট করেন, ''সরকারের মদতপ্রাপ্ত দুষ্কৃতীদের থেকে ওঁর মতাদর্শ আলাদা ছিল বলেই ওঁকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল জমানা বাম আমলের সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে।'' তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যা