Posts

Showing posts from September 26, 2018

রণেভঙ্গ বিজেপির! দু’ঘণ্টা আগেই বনধ প্রত্যাহার করে ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ

Image
নির্দিষ্ট সময়ের দু-ঘণ্টা আগে বনধ প্রত্যাহার করে নিল বিজেপি। আদতে ১২ ঘণ্টার বনধ দাঁড়াল ১০ ঘণ্টায়। বুধবার বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠকে বনধ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, বনধের উদ্দেশ্য সফল, তাই আমরা দু-ঘণ্টা আগেই বনধ প্রত্যাহার করছেন। যদিও বিজেপির এই সিদ্ধান্তকে রণেভঙ্গ বলেই ব্যাখ্যা করছে রাজনৈতিক মহলের একটা অংশ। বিজেপি রাজ্য সভাপতি এদিন বনধ শান্তিপূর্ণ হয়েছে বলে ব্যাখ্যা করেন। সেইসঙ্গে তাঁর দাবি, আমরা কোথাও কোনও জোর করিনি। স্বতঃস্ফূর্ত বনধ হয়েছে। এ জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। ইসলামপুরে যে সংবেদনশীল ঘটনা ঘটেছে, তা মানুষ ভালোভাবে নেননি। সেই ইস্যুতে বনধে বিজেপি ইতিবাচক সাড়া পেয়েছে। দিলীপ ঘোষের দাবি, বিজেপি কোনও অশান্তি করেনি, বাস ভাঙুচর বা অগ্নিসংযোগ করেনি। তৃণমূলই বনধ রুখতে নেমে হিংসার আশ্রয় নিয়েছে। বিজেপির বদনাম করতে তৃণমূল আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ৭৩ বার বনধ ডেকেছেন। ৩৬ ঘণ্টা বনধ করেছেন, এখন তিনি বনধকে কর্মনাশা বলছেন। তাঁর প্রশ্ন, যখন তিনি নিজে বনধ ডাকতেন, তখন মনে হয়নি বনধ কর্

বাতাসে বিষ! ভারতের আর্থিক ক্ষতি বছরে ২১ হাজার কোটি ডলার

Image
কলকারখানার জন্য যে পরিমাণে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড বাতাসে মেশে, তাতে ফি বছর ভারতের ক্ষতি হয় প্রায় ২১ হাজার কোটি মার্কিন ডলার। বিশ্বে একমাত্র আমেরিকারই দূষণের জন্য আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়ে বেশি। ভারতের পরেই তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হালের একটি গবেষণা এই তথ্য দিয়েছে। গবেষণাপত্রটি ছাপা হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল 'নেচার ক্লাইমেট চেঞ্জ'-এ। মূল গবেষক সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাথরিন রিকে বলেছেন, ''এর মানেটা হল, তাপমাত্রা বাড়লেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি কমে যায়।'' গবেষণা জানিয়েছে, আমেরিকায় কলকারখানা থেকে ফি বছর বাতাসে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশে ৫০০ কোটি মেট্রিক টন। যার ফলে প্রতি বছর গড়ে আমেরিকার আর্থিক ক্ষতি হয় প্রায় ২৫ হাজার কোটি ডলার। তবে কলকারখানা থেকে বেরিয়ে আসা কার্বন ডাই-অক্সাইড গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে বাতাসে মেশে চিনে। তাতে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়, সেই নিরিখে প্রথম পাঁচটি দেশের মধ্যে নাম রয়েছে চিনের।

সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা দম্পতির, শেষে মায়ের ফোন...

Image
মেয়ের সঙ্গে দোলা নস্কর। ছবি: সংগৃহীত। অর্থনৈতিক সংকট এবং পারিবারিক অশান্তির জেরে শিশু কন্যাকে খুন করে আত্মহত্যার পরিকল্পনা করেছিল দম্পতি। কিন্তু, শেষ পর্যন্ত পাশে রক্তাক্ত অবস্থায় সন্তানকে ছটফট করতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না মা। নিজেও তখন রক্তাক্ত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। হাতে, গলায় গভীর ক্ষত। সেই অবস্থায় শিশু কন্যার মা ফোন করলেন নিজের দাদাকে। বুধবার সেই ফোনের সূত্র ধরেই, বাবা-মা এবং তাঁদের সাত বছরের শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় রিজেন্ট পার্ক থানার মুর অ্যাভিনিয়ের বন্ধ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তিনজনই এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। ২৪/৫ মুর অ্যাভিনিউয়ের বাসিন্দা মধ্য তিরিশের অতীশ দীপঙ্কর নস্কর এবং তাঁর স্ত্রী দোলা। দম্পতির একমাত্র সন্তান অদ্বিতীয়ার বয়স সাত। অতীশের বাড়ির পাশেই থাকেন তাঁর ভাইয়েরা। তাঁদেরই একজন জয়ন্ত নস্কর। এ দিন সকালে তিনি বলেন,"আমরা কিছুই জানতাম না। সকাল সাতটা নাগাদ একটি অ্যাম্বুল্যান্স নিয়ে পুলিশ হাজির হয়। তাঁরাই তিনজনকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।" পরে জয়ন্ত এবং পরিবারের অন্যেরা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থ

দুধের ঘাটতি মিটবে সোয়া মিল্কেই, দেখুন কীভাবে

Image
ল্যাকটোজ যাঁদের শরীরের জন্য উপযোগী নয়, তাঁরা বিকল্প হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সোয়া মিল্ক। শরীরের জন্য বেশ উপকারী তো বটেই, গরুর দুধের থেকেও বেশি পুষ্টিগুণ রয়েছে এতে। এক কাপ দুধে রয়েছে প্রায় ৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম। রয়েছে ভিটামিন ডি-ও, যা ক্যালসিয়ামকে শরীরের উপকারী যৌগ হিসেবে তৈরি করতে সাহায্য করে। কাজেই গরুর দুধের বদলে খান সোয়া দুধ, আমন্ড দুধ, রাইস মিল্ক। সোয়া দুধ: গরুর দুধের অন্যতম জনপ্রিয় বিকল্প সোয়া দুধ। সোয়াবিনের নির্যাস থেকে তৈরি এ দুধ বাজারে চিনিসহ, চিনি ব্যতীত, চকোলেট ও ভ্যানিলা ফ্লেভারযুক্ত নানাভাবেই পাওয়া যায়। পুষ্টিগুনে সমৃদ্ধ কোলেস্টেরল-মুক্ত এ দুধে রয়েছে আইসোফ্লেভন নামের প্রাকৃতিক উপাদান, যা হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। মেনোপজ শুরু হয়ে যাওয়া নারীর জন্য সোয়া দুধ উপকারী। ফাইটোইস্ট্রোজেন-সমৃদ্ধ সোয়া দুধ মেনোপজের সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার ঝুঁকি কমায়। আমন্ড দুধ: আমন্ডে চূর্ণ, জল ও চিনি দিয়ে তৈরি করা হয় আমন্ড দুধ। পাশাপাশি যোগ করা হয় ভিটামিন ও খনিজ। আমন্ড দুধ আমেরিকায় সবচেয়ে প্রিয় ভেষজ দুধ বলে খ্যাত। তবে তা গরু ও সয়া দুধের চেয়ে তুলনামূলক কম। আমন্ডে রয়েছে উ

ক্যারাম খেলাকে কেন্দ্র করে খুন লালগোলায়

Image
বহরমপুর: বছর ৪৫-এর এক ব্যক্তি৷ বাড়ি থেকে বেরিয়েছিলেন পাশের ক্লাবে৷ উদ্দেশ্য ছিল আড্ডা দেওয়া৷ ক্যারাম খেলা৷ কিন্তু সেই ক্যারাম খেলাই যে তাঁর কাল হবে তো ঘুণাক্ষরেও টের পাননি মুরশান নবিউল হক৷ অভিযোগ, মুর্শিদাবাদের লালগোলার নতুনদিয়ার ওই ক্লাবে ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিরোধ বাঁধে৷ আর তার জেরেই খুন করা হয় মুরশানকে৷ মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়৷ মুরশানের পরিবারের দাবি, পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁকে৷ তাই নিহতের পরিবার এই ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ক্লাবে বদর শেখ ও মুনিয়ার শেখের সঙ্গে ক্যারাম খেলছিলেন মুরশান৷ সেই সময়ই বচসা বাধে৷ আর তার জেরেই খুন হতে হয় মধ্যবয়স্ক ওই ব্যক্তিকে৷ পরিবারের দাবি, বদর ও মুনিয়ার তাদের প্রতিবেশী৷ এই ঘটনায় আরও এক প্রতিবেশী জেনারেল শেখ জড়িত৷ তাই তাদের প্রকৃত শাস্তি দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে৷ তারা অভিযোগ জানিয়েছেন লালগোলা থানায়৷ পুলিশ জানিয়েছে, বদর শেখ, মুনিয়ার শেখ ও জেনারেল শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্তরা পলাতক৷

চালকদের সাহস যোগাতে বাসের স্টিয়ারিং ধরলেন আইসি

Image
বাঁকুড়া: এই বনধে অভিনব ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার জঙ্গল মহল। বেসরকারি বাস চালকদের সাহস যোগাতে চালকের ভূমিকায় অবতীর্ণ হলেন রাইপুর থানার আই.সি বিশ্বজিৎ মণ্ডল স্বয়ং। পুলিশের এই ভূমিকায় খুশি জঙ্গল মহলের সাধারণ মানুষ। অন্যান্য দিনের মতো এদিনও পশুপতিনাথ নামে একটি বেসরকারি বাস বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে ওডিশার বারিপদার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে যাত্রীবাহি ওই বাসটি রাইপুর সবুজ বাজারে পৌঁছায়৷ তখনই বাসটিকে বিজেপি সমর্থকরা আটকে দেন। সমস্যায় পড়েন ওই বাসে থাকা জনা চল্লিশেক যাত্রী। বাসের চালককেও বাস থেকে নামতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাইপুর সবুজ বাজারে পৌঁছে যায় আই সি বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে বিশাল এক পুলিশ বাহিনী। বিজেপি কর্মীর সঙ্গে পুলিশের বচসা বাধে৷ পুলিশ তাদের বুঝিয়ে বাসটি ছেড়ে দিতে বলে৷ কিন্তু এত কিছুর পরেও বাস চালক ভয়ে বাসে উঠতেই রাজী নন। এই অবস্থায় চাবি হাতে বাসে উঠে পড়েন রাইপুর থানার আই সি বিশ্বজিৎ মণ্ডল। বাসটি নিজে বেশ কিছুটা পথ চালিয়ে নিয়ে যান তিনি। তারপর ওই চালককে ডেকে তার হাতে চাবি দিয়ে বাসটিকে গন্তব্যে রওনা করিয়ে ফিরে আসেন

দিনে ৩০০ কোটি টাকা আয় মুকেশ আম্বানির! বিশ্বাস না হলে দেখুন পরিসংখ্যান

Image
হুরন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৮-র তালিকায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে প্রত্যাশামতোই সবার উপরে রয়েছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তবে যে হারে তাঁর রোজগার বেড়েছে তা সকলকে চমকে দিয়েছে। হুরনের তথ্য বলছে, গত একবছর ধরে আম্বানি দিনে ৩০০ কোটি টাকা করে রোজগার করছেন। যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো তথ্য। মোট সম্পদ চমকে দেওয়ার মতো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মোট সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। এই নিয়ে হুরনের ধনী ভারতীয়দের তালিকায় পরপর সাতবছর তিনি সবার উপরে রয়েছেন। গত একবছরে রিলায়েন্সের শেয়ারের মূল্য ৪৫ শতাংশ বেড়েছে। আম্বানি ধরাছোঁয়ার বাইরে আম্বানির পরে যে তিনজন সবচেয়ে ধনী ভারতীয় রয়েছেন, তাঁদের সম্পদের মিলিত যোগফলের চেয়েও আম্বানির সম্পত্তির পরিমাণ বেশি। দ্বিতীয় স্থানে থাকা হিন্দুজা পরিবার (১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা), তৃতীয় স্থানে থাকা লক্ষ্মী মিত্তল (১ লক্ষ ১৪ হাজার ৫০০ কোটি টাকা) ও চতুর্থ স্থানে আজিম প্রেমজী (৯৬ হাজার ১০০ কোটি টাকা)-র সম্পত্তির চেয়েও বেশি আম্বানির মোট সম্পত্তি। ধনী বেড়েছে হু-হু করে ভারতে অন্তত ১ হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে, এমন ব্যক্তির সংখ্যা

বিমানে শ্বাসকষ্টে মৃত্যু হল ১১ মাসের শিশুর

Image
বিমানে মৃত্যু হল ১১ মাসের এক শিশুর। বুধবার ভোরে দোহা থেকে হায়দরাবাদগামী উড়ান এসআর৫০০-এ এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কাতার এয়ারলাইনসের উড়ানে ওই শিশুকে নিয়ে হায়দরাবাদ আসছিলেন এক দম্পতি। মাঝ আকাশেই শ্বাস কষ্ট শুরু হয় অর্ণব বর্মা নামে ওই শিশুটির। হায়দরাবাদ বিমানবন্দরে বিমান অবতরণের পরই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানকার চিকিত্সকরা অর্ণবকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই শিশুর মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, বিমানে থাকাকালীনই ওই শিশুর মৃত্যু হয়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রাত ২.২৯ নাগাদ মৃত্যু হয় অর্ণবের। গত বছর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম হয় অর্ণবের। বাবা অনিল বর্মা এবং তাঁর স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দোহা হয়ে শামশাবাদ বিমানবন্দরে এসে পৌঁছন বুধবার ভোরে। সেখানেই শ্বাসকষ্ট শুরু হয় অর্ণবের।

বিজেপির দিন শেষের বার্তা! মিলান থেকে মোদীকে নিশানায় ত্রিমুখী ধাক্কা মমতার

Image
বিজেপির দিন শেষ। আধার আর বনধ নিয়ে জোড়া ফলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতালির মিলান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বাংলার মানুষ বনধ ব্যর্থ করে দিয়েছেন। ওদিকে আধার নিয়েও জোর ধাক্কা খেয়েছে বিজেপি। আমরা এতদিন যে দাবি জানিয়ে আসছিলাম, সুপ্রিম কোর্ট সেই দাবিকেই মান্যতা দিয়েছে। বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সস্তার রাজনীতি করছে বিজেপি। নিজেরাই খুন করছে, নিজেরাই বন্দুক-গুলি আমদানি করছে, আবার নিজেরাই বনধ ডেকে অশান্ত করছে বাংলাকে। এসবের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলার মানুষ বনধ চায় না। তা বনধ ব্যর্থ করে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ। তিনি প্রশ্ন তোলেন, বিজেপির রাজ্যে কেন এত খুন হচ্ছে? কেন কৃষক খুন হচ্ছে? বিজেপি আসলে খুনের রাজনীতি করতেই সিদ্ধহস্ত। সেই হিংসাত্মক রাজনীতি বাংলার বুকেও ঘটাতে চাইছে। বাংলাকে বিজেপির এই কু-প্রভাব থেকে রক্ষা করতে হবে। যেমন করে বন্ধ্যাত্বক বনধকে ব্যর্থ করে দিয়েছেন মানুষ, বিজেপির যাবতীয় পরিকল্পনা সেই ভাবেই ব্যর্থ করে দিতে হবে। উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্ট আধার নিয়ে রায়দান করে। সেই রায়ে মান্যতা পায় তৃণমূলের

প্রেমিকাকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে ড্রেনে ফেলল প্রেমিক

Image
নাবালিকাকে হত্যা করে তাঁর দেহ টুকরো টুকরো করে দুটো ব্যাগে ঢুকিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিল এক যুবক। এমনই নৃশংস ঘটনা ঘটেছে দিল্লিতে। বারাপুল্লা সেতুর নিচ থেকে নাবালিকার টুকরো টুকরো দেহ সমেত ব্যাগটি মঙ্গলবারই উদ্ধার করেছে পুলিস। জানা গেছে, প্রেমিকই নৃশংসভাবে খুন করেছে ওই নাবালিকাকে। মঙ্গলবার রাতেই অভিযুক্ত যুবক রিজওয়ান খান (‌২০)‌–কে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযুক্তর বাড়ি নিজামুদ্দিন এলাকার নিজাম নগরে। জেরায় ধৃত জানিয়েছে, প্রথমে ছুরি দিয়ে প্রেমিকাকে হত্যা করে সে। তারপর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে সেতুর নিচে ফেলে যায়। যাতে কেউ মৃতদেহ দেখে চিনতে না পারে। পুলিসের বক্তব্য, গত ১১ মাস ধরে নাবালিকার সঙ্গে অভিযুক্তর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে অভিযুক্ত জানতে পারে, তার প্রেমিকার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তা নিয়ে খুনের দিন প্রেমিকার সঙ্গে তর্ক হয় অভিযুক্তর। তারপরই ছুরি চালিয়ে সে হত্যা করে প্রেমিকাকে।

দশম শ্রেণী উত্তীর্ণ হলেই চাকরি দেবে সরকার! কীভাবে আবেদন জানাবেন জানুন

Image
স্টাফ সিলেকশন কমিশন শুরু করল আবেদনের প্রক্রিয়া৷ শূন্যপদের সংখ্যাও নেহাত কম নয়, থাকছে ১১৪১ টি পদ৷ আবেদন জমা করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০১৮৷ নির্দিষ্ট নিয়ম মেনে প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷ আবেদনের আগে ভাল করে দেখে নিন নিয়মাবলী৷ পদগুলি সম্পর্কে বিশদে জানতে চোখ রাখুন সংস্থার ওয়েবসাইটে ( ssconline.nic.in অথবা ssc.nic.in )৷ জুনিয়র ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট, ডেটা প্রসেসিং অ্যাসিস্টেন্ট, বোটানিকাল অ্যাসিস্টেন্ট, লাইব্রেরী ও ইনর্ফমেশন অ্যাসিস্টেন্ট সহ বহু পদ রয়েছে তালিকাতে৷ দশম, দ্বাদশ অথবা স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা হবে৷ জেনারেল প্রার্থীদের আবেদনের ফি থাকছে ১০০ টাকা৷ অন্যদিকে, তফশিলি জাতি-উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন ফি থাকছে না৷ শুধুমাত্র এসবিআই চালানের মাধ্যমেই আবেদন ফি নেওয়া হবে৷ তাই দেরী না করে আজই নিজের পছন্দের পদের জন্য আবেদন জানান৷ প্রার্থীদের বার বার নির্দেশাবলী মেনে ফর্ম ফিল-আপের অনুরোধ করা হচ্ছে৷ কারণ, একটি মাত্র ভুল ফর্ম বাতিলের কারণ হ

প্রচুর চাকরির সুযোগ, বেতন ২.১০ লক্ষ প্রতি মাসে

Image
নয়াদিল্লি: ফের চাকরির সুযোগ৷ এবার লিগাল কনসালটেন্ট পদের জন্য বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ 'গ্রেড এফ'এবং 'গ্রেড সি/ডি'র লিগাল কনসালটেন্ট পদটি থাকছে মূলত চুক্তিভিত্তিক৷ পদটির জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন পেতে পারেন ২.১০ লক্ষ টাকা পর্যন্ত৷ পদটির জন্য অনলাইনে আবেদন জানাতে পারেন প্রার্থীরা৷ ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে৷ অনলাইনে রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর, ২০১৮, শেষ তারিখ থাকছে ১২ অক্টোবর, ২০১৮৷ শূন্যপদের সম্পর্কে জেনে নিন কয়েকটি বিষয়- ১. লিগাল কনসালটেন্ট (গ্রেড এফ) চুক্তিভিত্তিক- শূন্যপদ ২ টি৷ পদটির জন্য প্রার্থীর বয়সসীমা থাকছে ৪৫-৫৫ বছর৷ পদটির জন্য নির্বাচিত প্রার্থী বেতন পাবেন ৩,০০,০০০ (হাউসিংয়ের সুবিধা ছাড়া) এবং ১,৭৫,০০০ (হাউসিংয়ের সুবিধা থাকবে)৷ ২. লিগাল কনসালটন্ট (গ্রেড সি/ডি) চুক্তিভিত্তিক- শূন্যপদ ৪ টি৷ পদটির জন্য প্রার্থীর বয়সসীমা থাকছে ৩০-৪৫ বছর৷ বেতন থাকছে গ্রুপ ডি- ১.৩৫ লক্ষ প্রতি মাসে (হাউসিংয়ের সুবিধা থাকছে) এবং ২.১০ লক্ষ প্রতি মাসে (হাউসিংয়ের সুবিধা থাকছে না)৷ গ্রুপ সি

চিন-পাক মিসাইল ধ্বংসে এই অত্যাধুনিক অস্ত্র পরীক্ষায় সফল ভারত

Image
ওডিশা: ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণের পরীক্ষায় সফল হল ভারত৷ রবিবার রাতে ওডিশা উপকূল থেকে এই পরীক্ষা করা হয়৷ রবিবার রাত প্রায় ৮.০৫ নাগাদ আবদুল কালাম আইল্যান্ড (হুইলার আইল্যান্ড অব দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ) থেকে এই মিসাইল লঞ্চ করা হয়৷ ডিআরডিও বিজ্ঞানী জানান, ভূ-পৃষ্ঠের ৫০ কিলোমিটার ওপরে এক্সো-অ্যাটমোস্ফেয়ারে টার্গেটে হাত হানতেই এই পৃথ্বী ডিফেন্স ভেহিকল মিশন৷ টার্গেট মিসাইল এবং পিডিভি ইন্টারসেপ্টর দুটিই সফল হয় লক্ষ্যে৷ অটোমেটেড অপারেশন, ব়্যাডার বেসড ডিটেকশন এবং ট্র্যাকিং সিস্টেম শত্রুর ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম৷ ব়্যাডার থেকে তথ্য কম্পিউটার নেটওয়ার্কে এলে, তার কমান্ড পেতেই পিডিভি তার কাজ শুরু করে৷ বায়ুমন্ডলে থাকা টার্গেটকে ধ্বংস করার কাজ শুরু হয়ে যায়৷ এই ইন্টারসেপ্টর মিসাইলকে Inertial Navigation System পরিচালনা করে৷ Inertial Guidance এবং IR Seeker-এর সাহায্যে শত্রুকে ধ্বংস করতে অগ্রসর হয়৷ অন্যান্য স্থান থেকে টেলিমেট্রি/ রেঞ্জ স্টেশন থেকে রিয়াল টাইমে মনিটর করা হয়৷ ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি একই স্থান থেকে ইন্টারসেপ্টরের উৎক্ষেপণ পরীক্ষা সফল হয়েছিল৷

চা বিক্রি করেই ২০০ কোটি টাকার মালিক এই মহিলা!

Image
নয়াদিল্লি: অনেকের কাছে, চায়ের কাপ ছাড়া সকালটা অসস্পূর্ণ৷ তবে, ভারতীয় চা এখন আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই৷ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও৷ সম্প্রতি, এমনই একটি অবাক ঘটনা সামনে এসেছে৷ যা অবাক করবে আপনাকেও৷ ব্রুক এডি, আমেরিকার বাসিন্দা৷ ২০০২ সালে সামাজিক ন্যায় আন্দোলনে যোগ দিতে ভারতে আসেন৷ ভক্তিমূলক এই আন্দোলন এডিকে গভীরভাবে প্রভাবিত করে৷ সেই সময়ই পশ্চিম ভারতের গ্রামে বেড়াতে যান এবং সেখানেই প্রথম চুমুক দেন চায়ের কাপে৷ আর, সেখান থেকেই সূত্রপাত৷ একের পর এক ভিন্ন স্বাদের চা ট্রাই করতে থাকেন এডি৷ শুধু তাই নয়, চায়ের স্বাদের সঙ্গে ভিন্নতা লক্ষ্য করেন চায়ের কাপেও৷ এরপর, তিনি ফিরে যান নিজের দেশে৷ সেখানেও তিনি জারি রাখেন চা-পরীক্ষা পর্ব৷ কিন্তু, দেখার বিষয় আমেরিকার কোন ক্যাফেতে ভারতীয় চায়ের স্বাদ খুঁজতে ব্যর্থ হন তিনি৷ আর, সেখান থেকেই জন্ম নেয় নতুন একটি ধারণা৷ নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এডি বানাতে শুরু করেন 'ভক্তি-চা'৷ ২০০৭ সাল থেকে নিজের তৈরি চা বিক্রি করতে শুরু করেন এই মার্কিনি মহিলা৷ দেখতে দেখতেই পরিবার এবং বন্ধুদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে পানীয়টি৷

‘আমার মরা ছেলেটাকেও ওরা ছাড়ছে না’

Image
তখনও দেহে প্রাণ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোর এই সর্বনাশ কে করল? আমার বুকে মাথা দিয়ে বলল, মা পুলিশ আমাকে গুলি করেছে। আমি কী করব বুঝতে পারছি না। এ দিক ও দিক ছোটাছুটি করছি। ওঁর বাবাকে ডাকছি। বোনকে ডাকছি। এমন সময় দেখি ছেলেটা ঝিমিয়ে যাচ্ছে। চোখের সামনে কোল খালি করে এ ভাবেই চলে গেল আমার মধু। দোলঞ্চা নদীর পাড়ে ছেলের দেহ এখনও মাটি চাপা। বাড়ি থেকে কয়েক পা গেলেই ওই সমাধি। ছেলে ফিরে আসবে না জেনেও উঠোনে বসে 'মধু... মধু' করে ডেকে চলেছেন তাপস বর্মণের মা। কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই বললেন, ''কোথা থেকে এসেছো গো বাবা! একা? খুব সাবধান। ওরা কিন্তু সব নজর রাখছে।'' জিজ্ঞেস করলাম, কারা নজর রাখছে? জবাব এল, ''যাঁরা আমার ছেলেকে খুন করেছে, তাঁরা। এই তো দু'দিন আগে তাপসের ফোনে (ছেলের মোবাইল এখনও চালু) কে যেন ফোন করে বলল, বৌদি কোথায়? দেখো, তোমার ছেলের দেহ কবর থেকে তোলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। দেখি আলো নেভানো। দূরে কয়েক জন দাঁড়িয়ে। পরে অবশ্য ওরা চলে গেল। আমার মরা ছেলেটাকেও ছাড়ছে না! সিবিআই চেয়েছি তো, এখন দেহটাই লোপাট করে দিতে চাইছে।'' বাড়ির ভি

পাকস্থলী কেটে বাদ দেওয়ার আগে কোন ইচ্ছের কথা জানালেন যুবক

Image
চিকিৎসকরা যখন তাঁকে জানিয়েছিলেন যে তিনি মারণ রোগ ক্যানসারে আক্রান্ত, দুবাইয়ের গুলাম আব্বাস ব্যাপারটাকে শান্ত ভাবে মেনে নিয়েছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'খলিজ টাইমস'-এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পেটে ব্যথা, বমি ও ওজন হ্রাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্বাস। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তাঁর পাকস্থলীতে ক্যানসার হয়েছে। তাঁরা পাকস্থলী কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। মারণ রোগের খবর যতটা শান্ত ভাবে নিয়েছিলেন আব্বাস, ততটাই উতলা হয়ে পড়েন তিনি পাকস্থলী বাদ যাওয়ার কথা শুনে। তিনি চিকিৎসকদের কাছে আর্জি জানান তাঁর এক 'শেষ ইচ্ছে' বিষয়ে। আব্বাস জানান, তিনি এক প্লেট চিকেন বিরিয়ানি খেতে চান। চিকিৎসকরা তাঁকে অনুমতি দিলে তাঁর স্ত্রী চিকেন বিরিয়ানি রান্না করেন এবং তাঁর ভাই সেটা হাসপাতালে নিয়ে আসেন। আব্বাস পরিতৃপ্তি সহকারে সেটা খান।  পরে অস্ত্রোপচার করে আব্বাসের পাকস্থলী বাদ দেওয়া হয়। তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে। আপাতত তিনি ভালই আছেন বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, পাকস্থলী বাদ দেওয়ার পরে আব্বাস আর এক সঙ্গে খুব বেশি খাবার খেতে পারবেন না। তাঁকে বার বার অল্প পরিমাণে খেয়ে

সৎ বাবার হাতে যৌন হেনস্থা, ভালবাসার মানুষের হাতে ধর্ষণ, মুখ খুললেন মডেল

Image
মাত্র ১৬ বছর বয়সে নাকি জীবনের সবচেয়ে দুর্বিসহ ঘটনা ঘটে তাঁর সঙ্গে। এত বছর ধরে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। কিন্তু, ৩২ বছর ধরে মুখ বন্ধ করে রাখার পর এবার সেই ঘটনা প্রকাশ্যে আনলেন আমেরিকান মডেল পদ্মলক্ষ্মী। মার্কিন মডেল তথা সলমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী বলেন, তাঁরা তখন লস এঞ্জেলসের শহরতলি থাকতেন। লস এঞ্জেলসে থাকাকালীন বছর ২৩-এর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ওই যুবকের সঙ্গে ডেটিংও শুরু করেন। কিন্তু, বছর ২৩-এর ওই যুবকের সঙ্গে ডেটিং শুরু করার কয়েকদিনের মধ্যেই তাঁকে ধর্ষণ করেন ওই যুবক। কোনও এক নববর্ষের বিকেলে ভালবাসার মানুষের হাতে তাঁকে ধর্ষিত হতে হয় বলে অভিযোগ করেন পদ্মলক্ষী। শুধু তাই নয়, সৎ বাবার আচরণ নিয়েও এবার মুখ খোলেন পদ্মলক্ষ্মী। তিনি বলেন, মাত্র ৭ বছর বয়স থেকে যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। মায়ের গরহাজিরায় সৎ বাবা তাঁর শরীরের যে কোনও জায়গায় স্পর্শ করতেন। মা-কে সেই কথা জানাতেই, তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় এক বছর ধরে পদ্ম লক্ষ্মীকে ভারতে তাঁর দাদু, ঠাকুমার সঙ্গে থাকতে হয় বলেও জানান আমেরিকার এই মডেল। মায়ের ব্যবহারে মন খারাপ হলেও, তিনি বুঝতে পেরেছিলেন এইসব বিষয়ে

আদালতের শুনানিও এবার 'লাইভ স্ট্রিমিং' হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Image
কেন্দ্রের প্রস্তাব মেনে আদালতের লাইভ স্ট্রিমিং করার নির্দেশ রায় আকারে জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সর্বোচ্চ আদালত থেকেই এই ব্যবস্থা শুরু হবে। এতে বিচারব্যবস্থার প্রতি আমজনতার বিশ্বাস বাড়বে। আপাতত পাইলট প্রকল্প হিসাবে ট্রায়ালের লাইভ স্ট্রিমিং শুরু হচ্ছে। সাফল্যের ভিত্তিতে অন্য আদালতগুলিতেও তা চালু করা হবে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি ইন্দিরা জয়সিংয়ের আপিলের প্রেক্ষিতে এই রায় ঘোষণা হয়েছে। কেন্দ্রের প্রস্তাব ছিল, লাইভ স্ট্রিমিং দেখার জন্য একটি মিডিয়া রুম তৈরি করা হোক। সেখানে বাদী-বিবাদী পক্ষ, আইনের ছাত্র, আইনজীবী ও অন্যান্যরা বসে দেখতে পারবেন। তাতে আদালতকক্ষের ভিড় কমে যাবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রাখার কথাও প্রস্তাবে ছিল। বিবাহ সংক্রান্ত মামলা, নাবালকদের নিয়ে মামলা, কমবয়সী অভিযুক্তদের ব্যক্তিগত জীবন নিয়ে মামলা ও জাতীয় নিরাপত্তা নিয়ে মামলা হলে তা লাইভ স্ট্রিমিং না করার প্রস্তাব দেয় কেন্দ্র। অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানান, নির্যাতিতের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা বিশেষ করে ধর্ষণ

হিজবুলের হুমকির প্রভাব! কাশ্মীরে চার দিনে পদত্যাগ ৪০ জন পুলিশকর্মীর

Image
কয়েকদিন আগেই একটি ভিডিও প্রকাশ করে হিজবুল জঙ্গিরা। কেন্দ্র সেটিকে সন্ত্রাসবাদীদের 'মিথ্যা প্রচার' বললেও জম্মু ও কাশ্মীর পুলিশ কার্যত স্বীকার করে নিল এর প্রভাব পড়েছে দক্ষিণ কাশ্মীর পুলিশে। ইতিমধ্যেই প্রায় ৪০ জন পদত্যাগ করেছেন। তবে সেই সংখ্যা নগণ্য বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরে তিন পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা। তারপর তাদের মেরে ফেলা হয়। নিহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন ছিল৷ ঘটনার ঠিক তিন দিন পরে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের তরফ থেকে হুমকি দেওয়া হয় পুলিশকে। ওই ভিডিও বার্তায় পুলিশ ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ চাকরি না ছাড়লে হত্যা করারও হুমকি দেয় সন্ত্রাসবাদীরা৷ ভিডিওয় এও দেখানো হয় পুলিশকর্মীদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গিয়ে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় উপত্যকার পুলিশ প্রশাসনে৷ সূত্রের খবর, ছ'জন পুলিশকর্মী চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার চিন্তাভাবনাও করছিলেন৷ কিন্তু দেখা যায় সত্যিই ৪০ জন এসপিও ও পুলিশকর্মী পদত্যাগ করেন বলে খবর। হুমকির জেরেই তাঁরা পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। চার

'ব্যাঙ্ক, মোবাইল সংযোগে বাধ্যতামূলক নয় আধার', আর কোন কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, দেখুন একনজরে

Image
আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিলেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। এদিন একদিকে যেমন আধার নিয়ে কেন্দ্রের প্রয়াসকে আদালত সাধুবাদ জানিয়েছে, তেমনই সাধারণ মানুষের যে উৎকণ্ঠা ছিল, তাও নিরসন করার চেষ্টা করেছে। একনজরে দেখে নেওয়া যাক, ঠিক কী বলেছে আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ডে নাগরিকদের খুব সামান্য কিছু অবস্থানগত ও বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। এটিকে ডুপ্লিকেট করা যাবে না। ফলে একজনের আধার অন্যজন ব্যবহার করতে পারবেন না। তাই গোপনীয়তা রক্ষা হবে না, এই দাবি খারিজ। বেসরকারি সংস্থাগুলি আধার কার্ড চাইতে পারবে না। স্কুলে ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। সিবিএসই, এনইএফটি, ইউজিসির মতো সংস্থা আধারের দাবি করতে পারবে না। আধার নেই বলে কোনও শিশুকে সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। আধার-প্যান সংযুক্তিকরণকে মান্যতা দেওয়া হয়েছে। আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতেই হবে, এই দাবি খারিজ। মোবাইল-আধার সংযুক্তিকরণের দাবিও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। আধারকে অর্থ বিল হিসাবে পাশ করা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট সুপারিশ করেছে। অবৈধ অনুপ

খেলরত্ন পুরস্কারে সম্মানিত বিরাট-চানু

Image
নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সন্মান পেলেন বিরাট কোহলি৷ ২০১৭-১৮ মরশুমে ব্যাটসম্যান ও নেতা কোহলির বিরাট সাফল্যের কথা ভেবে ভারতীয় অধিনায়ককে চলতি বছরে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার খেলরত্ন দেওয়া হল৷ গত তিন বছর ধরে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে ২০১৬ ও ২০১৭ খেলরত্ন পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন কোহলি৷ কিন্তু ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাননি৷ কোহলির মুকুটে এবার নতুন পালক জুড়ল৷ কোহলি হলেন সেই সব ব্যক্তিক্রমী ক্রিকেটার, যিনি খেলরত্ন পুরস্কার পাওয়ার আগেই পদ্মশ্রী পেয়েছেন৷ গত বছরই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান৷ ভারত অধিনায়ক কোহলির সঙ্গে এবার খেলরত্নের পেলেন বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তলোক মিরাবাই চানু৷ গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী মণিপুরী কন্যা চলতি বছর অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন৷ স্বাভাবিকভাবেও দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হলেন চানু৷ এছাড়া জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা,স্প্রিন্টার হিমা দাস সহ মোট কুড়ি জন ক্রীড়া

শুক্রবার ফের বনধের ডাক! সমস্যায় সাধারণ মানুষ

Image
ইসলামপুরের ঘটনায় উত্তপ্ত বাংলা! ঘটনার প্রতিবাদে আজ বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। ১২ ঘন্টার বনধ পালন করবে তারা। তবে এখানেই শেষ নয়! আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ব্যবসা ধর্মঘটে অনড় রইল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। ফ্লিপকার্ট এবং ওয়ালমার্টের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্তের বিরুদ্ধেই ওই ধর্মঘটে যেতে চলেছে সর্বভারতীয় সংগঠনটি। ফলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। সর্বভারতীয় এই সংগঠনের বক্তব্য, মোদী সরকার এফডিআইতে যে নীতি নিয়েছে তার পরিপন্থী ওই ব্যবসায়িক গাঁটছড়া। খুচরো বাজারে আরও বেশি বিদেশি পুঁজি আমদানির প্রতিবাদে তারা ভারতজুড়ে ব্যবসা ধর্মঘট ডেকেছে, দাবি ওই সংগঠনের। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সেক্রেটারি জেনারেল রবিশঙ্কর রায় বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্রমশ খুচরো ব্যবসা চাপে পড়ছে সেক্ষেত্রে গোটা শিল্পের ক্ষেত্রেই অশনি সঙ্কেত। ফলে ধর্মঘট ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই বলেই জানিয়েছেন তিনি/। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সব শিল্পমহলকে অনুরোধ করেছেন ওই ব্যবসা ধর্মঘট থেকে সরে আসতে, সেখানে ধর্মঘটে তাঁরা অনড় থাকবেন বলেই জানিয়েছেন রবিশঙ্করবাবু। তিনি বলেন, যেহেত

আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

Image
'সমাজের প্রান্তিক মানুষকে শক্তিশালী করে আধার', এই কথা জানিয়ে আধার মামলায় কেন্দ্রের পক্ষেই রায় দিয়ে আধারের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে বিচারপতিদের বেঞ্চ আধার মামলায় এই রায় দিয়েছে। আধার কার্ডের থাকা তথ্য ব্যক্তির গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে বলে আদালতে পিটিশন জমা পড়েছিল। সেই প্রেক্ষিতেই আদালত সেই অভিযোগ খারিজ করে স্পষ্ট জানিয়েছে, আধার সাংবিধানিকভাবে বৈধ। এদিন বিচারপতি একে সিকরি রায় শোনাতে গিয়ে বলেছেন, আধার অন্য পরিচয় পত্রের চেয়ে আলাদা। কারণ এটিকে ডুপ্লিকেট করা যাবে না। ফলে আধার কার্ড ও অন্য পরিচয়পত্রের মধ্যে মৌলিক বিভিন্নতা রয়েছে। খুব নামমাত্র অবস্থান, পরিচয় ও বায়োমেট্রিক ডেটা নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একটি ইউনিক নম্বর ও তা কারও সঙ্গে মেলানো যাবে না। মোট ২৭টি আধার মামলাকে একত্রিত করে সুপ্রিম কোর্ট মোট ৩৮দিন শুনানির পরে এদিন রায় দিল। ১২ সংখ্যার এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ইতিমধ্যে অন্তত ১০০ কোটি ভারতবাসী ব্যবহার করতে শুরু করেছেন। ব্যাঙ্ক, মোবাইল, গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানা জায়গায় আধারের তথ্

সিপিএমের প্রাক্তন উপপ্রধানের দেহ মিলল উত্তর দিনাজপুরের খালে

Image
সিপিএম নেতা লুৎফুরের রক্তাক্ত দেহ উদ্ধার হল ডালখোলায়। ফের বাম নেতার দেহ মিলল উত্তর দিনাজপুরে। আজ ভোরে ডালখোলা থানার হেমনপুরের বাঁশতলা খালে উত্তর দিনাজপুরের সিপিএম নেতা লুৎফুর হকের রক্তাক্ত দেহ পাওয়া যায়।স্থানীয় বাসিন্দারা তা দেখতে পাওয়ার পরেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডালখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ছিলেন সিপিএমের ওই নেতা। আজ সকালে পুলিশ লুতফরের দেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ কুকুর-সহ তদন্ত ও এলাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের সরাসরি উপস্থিতির দাবি জানাতে থাকেন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই নানা বিক্ষিপ্ত ঘটনায়, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে উত্তর দিনাজপুর। এর আগে ওই এলাকায় আরও দু'টি খুনের ঘটনা ঘটলেও পুলিশ এখনও তার কিনারা করে উঠতে পারেনি। গত পঞ্চায়েত নির্বাচনে  অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন লুতফর। যদিও সাংসদ মহম্মদ সেলিমের দাবি, জোর করেই হারিয়ে দেওয়া হয়েছিল লুৎফুরের মতো জনপ্রিয় নেতাকে। তাঁর মৃত্যুতে ক্ষুব্ধ সাংসদ জানান, ''উত্তর দিনাজপুর জেলায় পরপর খুন হচ্ছে। পঞ্চায়েত নির্ব

আধার সাংবিধানকভাবে বৈধ, বেসরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক নয়: সুপ্রিম কোর্ট

Image
আধার সাংবিধানিকভাবে বৈধ, বুধবার স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। কিন্তু নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে আধার কর্তৃপক্ষকে। সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ, আধার সমাজের অল্প সংখ্যক মানুষকে কোনও বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকের থেকে আধার তথ্য চাইতে পারবে না, এ দিনের রায়ে দ্বর্থ্যহীন ভাষায় এ কথাই জানালো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এ দিন আধার তথ্য সংরক্ষণের নিরাপত্তার উপর জোর দেওয়ার পাশাপাশি জানায়, যে সব শরণার্থী এ দেশে আশ্রয় নিচ্ছেন, তাঁদের কাছে আধার কোনও ভাবে না পৌঁছয় নিশ্চিত করতে হবে সরকারকে। এ দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আধার তথ্য সংরক্ষণে কঠোর নিরাপত্তা দিতে যত দ্রুত সম্ভব আইন আনতে হবে কেন্দ্রকে। এক ঝলকে জেনে নেওয়া যাক কোন বিষয়ে আধার বাধ্যতামূলক এবং কোনটিতে নয়... ১) সুপ্রিম কোর্টের নির্দেশ প্যান সংযুক্তিকরণে আধার বাধ্যতামূলক। ২) সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ইউজিসি, নিট এবং সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। কোনও সংস্থাকে আদালতের অনুমতি ছাড়া বায়োমেট্রিক তথ্য আদানপ্রদান করা যাবে না। ৩) কোনও টেলকম সংস্থা সংযুক্তিকরণের জন্য আধার তথ্য চাইতে পারবে না।

ভারত-পাকিস্তান বিবাদে বছরে ক্ষতি ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা: বিশ্বব্যাংক

Image
নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের বিবাদে বছরে দুই দেশে বাণিজ্যিক ক্ষতি হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা৷ এমনটাই বলছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট ৷ দুই দেশের নেতাদের উভয়েরই তাদের দ্রারিদ্য দূর করতে বাণিজ্য বিস্তার চাইছে ৷ ফলে শত্রুতা ভুলে সহযোগিতার হাত বাড়াতেই বলছে বিশ্বব্যাংক৷ এই রিপোর্ট বলছে দু'দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৭ বিলিয়ন ডলার হতে পারে যদি দিল্লি ও ইসলামাবাদ তাদের বাধা সরিয়ে দেয়৷ গত বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রক ঘোষণা করে আলাদা করে পাকিস্তানের অনুরোধে বিদেশমন্ত্রী স্তরে আলোচনা হবে নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সম্মেলনে ৷ এরআগে ২০১৫ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের লাহোরের বাড়িতে গিয়েছিলেন আলোচনার উদ্দেশ্যে৷

খোদ স্টেট ব্যাংকের সঙ্গে ১ কোটির জালিয়াতি

Image
নয়াদিল্লি: খোদ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে জালিয়াতি, তাও আবার এক কোটির৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার ধান্দ শাখার ভারতীয় স্টেট ব্যাংকে৷ শুধু ব্যাংকই নয়, জাতিয়াতির তালিকায় রয়েছে ওই এলাকার ২৫-২৬ জন কৃষক৷ সূত্রের খবর, অভিযুক্তের নাম বিজয়৷ পেশায় একজন সোনা ব্যবসায়ী৷ ব্যাংকের থেকে টাকা হাতিয়ে আত্মগোপন করে ওই ব্যবসায়ী৷ কিন্তু, সরকারি রেকর্ড অনুযায়ী ঋণগ্রহীতা হিসেবে নাম রয়েছে কৃষকদের৷ জানা গিয়েছে, প্রথমে ওই ব্যবসায়ী কৃষকদের নকল সোনা দেন এবং সেগুলি দিয়ে গোল্ড লোনের আবেদন করার কথা বলেন৷ এরপর, ব্যাংকের কাছে আসা নকল সোনা পরীক্ষা করে সেগুলিকে আসল সোনা বলে দাবি করেন ওই ব্যবসায়ী৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, এরপরই লোন অনুমোদন করে ব্যাংক কর্তৃপক্ষ৷ কিন্তু, লোন অনুমোদিত টাকা কৃষকদের থেকে হস্তগত করে নেয় ওই ব্যবসায়ী৷ কৃষকদের দেওয়া হয় অনুমোদিত লোনের খুবই সামান্য পরিমান৷ অন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষ খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে৷ সরকারি রেকর্ডে ঋণগ্রহীতা হিসেবে কৃষকদের নাম উঠে আসছে৷ টাকা উদ্ধারে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ জমা থাকা সোনা পরীক্ষা করে দেখেন এবং সেগুলিকে ন

সিমকার্ড হ্যাক করে লক্ষাধিক টাকা লুট শহরে

Image
পুরনো হয়ে গিয়েছে সিমকার্ড। এই কার্ড এবার বন্ধ করে দেওয়া হবে। তাড়াতাড়ি মেসেজ করুন। 'মোবাইল সংস্থার' কর্মীর কাছ থেকে এই ফোন পেয়ে একটু থমকে গিয়েছিলেন আনন্দপুরের বাসিন্দাটি। তাদের কথামতোই মেসেজ করেছিলেন। তার পরই 'হ্যাক' হয়ে যায় তাঁর মোবাইল। নিমেষে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা তুলে নেয় হ্যাকাররা।   গত মে মাসে ঘটনাটি ঘটলেও চার মাস পর আনন্দপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই সময় পূর্ব কলকাতার আনন্দপুরের আর আর প্লটের বাসিন্দা বারাণসীলাল সিং বিশেষ কাজে পাটনায় গিয়েছিলেন। একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। এক ব্যক্তি নিজেকে মোবাইল সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। বলে, যেহেতু তাঁর সিমকার্ডের বয়স প্রায় ২০ বছর হয়ে গিয়েছে, তাই তাঁর সিমকার্ডটি বন্ধ করে দেওয়া হবে। তাঁকে নতুন সিমকার্ড নিতে হবে। একটি মোবাইল নম্বর তাঁকে দেওয়া হয়। ওই নম্বরটি মেসেজ লিখে ১২১ নম্বরে তাঁকে মেসেজ করতে বলা হয়। ওই মেসেজ করামাত্রই বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল। পাটনায় ছিলেন বলে তিনি কিছুই করতে পারেননি। পাটনা থেকে কলকাতা ফেরার পর তিনি মোবাইল সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেন। নতুন সিমকা

BJP-র বনধে রেল অবরোধ, সরকারি বাসে ভাঙচুর

Image
ছাত্রমৃত্যুর প্রতিবাদে BJP-র ডাকা ১২ ঘণ্টার বনধে রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধ। রায়গঞ্জসহ সমগ্র উত্তর দিনাজপুরে সরকারি ও বেসরকারি বাস চলাচল করলেও অন্যদিনের তুলনায় কম দেখা যাচ্ছে। জলপাইগুড়িতে সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেল অবরোধ BJP কর্মীদের দুর্গাপুর : খনি অঞ্চলে বনধের প্রভাব পড়ল না।স্বাভাবিক কয়লাখনির উৎপাদন মালদা : গাজোলে ৩৪ ও ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল BJP।  দক্ষিণ দিনাজপুর : গঙ্গারামপুরে জেলা BJP-র সাধারণ সম্পাদক মানস সরকারকে আটক করল পুলিশ। হিলির ত্রিমোহিনী থেকে গ্রেপ্তার করা হল হিলির মণ্ডল সভাপতি মিলন সরকারকে। বালুরঘাটের বোল্লা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি বর্ধমান : ব্যান্ডেল-কাটোয়া লাইনের ভান্ডার টিকুরিতে রেল অবরোধ। কলকাতা : রোজকার মতো কর্মব্যস্ত সেন্ট্রাল এভিনিউ। বাসে যাত্রীদের ভিড়। বনধের কোনও প্রভাব পড়েনি কলকাতায়। কিন্তু সকাল থেকেই শ্যামবাজার পাঁচমাথা মোড়ে বাস চলাচল পুরোপুরি স্বাভাবিক। রোজকার মতো কর্মব্যস্ত সেন্ট্রাল অ্যাভিনিউ। পূর্ব মেদিনীপুর : মেছেদা ও ভোগপুর স্টেশনে বন্ধের সমর্থনে BJP কর্মীদের

বনধে বিঘ্নিত রেল পরিষেবা, শিয়ালদা-হাওড়ার লাইনের একাধিক জায়গায় বন্ধ ট্রেন চলাচল

Image
বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল বিঘ্নিত। রেললাইনে নেমে, ওভারহেডের তারের ওপর কলাপাত ফেলে চলছে অবরোধ। এক নজরে দেখে নিন কোথায় কোথায় বন্ধ ট্রেন চলাচল? বনধের জেরে  শিয়ালদা-বারাসত-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।   -অশোকনগর রোডে ভোর ৬-২৫ মিনিটে রেললাইনে নেমে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। -মধ্যমগ্রাম স্টেশনে অবরোধ শুরু হয় ৬.৩৫ মিনিটে -৬.৪০ মিনিটে-এ অবরোধ শুরু হয় গুমা স্টেশনে -ঠাকুরনগর স্টেশনে অবরোধ শুরু  হয় ৬.৪০ মিনিটে। -শিয়ালদা- ডায়মন্ডহারবার সেকশনেও চলছে  রেল অবরোধ। -ভোর ৬.৪০ মিনিটে মল্লিকপুর ও সুভাষগ্রামের মাঝে অবরোধ শুরু হয়। শিয়ালদা মেন লাইনেও বেশ কিছু জায়গায় চলছে অবরোধ। শিয়ালদা মেন লাইনে শান্তিপুর স্টেশনে অবরোধ শুরু হয় সকাল সাড়ে ৭টায় ফুলিয়া স্টেশনে চলছে রেল অবরোধ ভোর ৬টা থেকে কাঁকিনাড়া-জগদ্দল স্টেশনের মাঝে শুরু অবরোধ রানাঘাটে বেশ কিছুক্ষণের জন্য চলে অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল মাধবপুর-লক্ষ্মীকান্তপুরে চলছে অবরোধ ডায়মন্ডহারবার সেকশনের ধানুয়াতে চলছে রেল অবরোধ ক্যা

ক্রমশ কমছে নতুন চাকরি, টান বেতনেও

Image
তাঁর সরকারের আমলে চাকরির হিসেব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্বের দাবি রীতিমতো প্রশ্নের মুখে পড়ল। কিছু দিন আগেও প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর আমলে যথেষ্ট চাকরি হলেও তার সঠিক হিসেবটা কষা নেই। কিন্তু অর্থনীতিবিদেরা সরকারি তথ্য থেকেই হিসেব কষে দেখিয়ে দিলেন, আর্থিক বৃদ্ধির হারে তাঁর জমানায় ভারত বিশ্বসেরা বলে মোদী সরকার যতই ঢাক পেটাক, আর্থিক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নতুন চাকরি কিন্তু হচ্ছে না। উল্টে ২০১৩ থেকে ২০১৫-র মধ্যে মোট চাকরির সংখ্যা ৭০ লক্ষ কমেছে। এবং ক্রমশ কমেই যাচ্ছে। মোদী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে ১ কোটি নতুন চাকরি দেবে তাঁর সরকার। কিন্তু শ্রম মন্ত্রকের পরিসংখ্যানেই অনেক কম চাকরির হিসেব দেওয়ায়, ২০১৫-র পর থেকে সেই সমীক্ষা প্রকাশই বন্ধ করে দিয়েছে মোদী সরকার! সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নানা উদাহরণ দিয়ে সংসদে এক কোটি নতুন চাকরির হিসেব দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সুরজিৎ ভাল্লা আবার এক কদম এগিয়ে দাবি করেছেন, ২০১৭-য় ১ কোটি ৩০ লক্ষ নতুন চাকরি হয়েছে। কাজ কই! • ২০১১-২০১৫— আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ, নতুন চাকরি হয়েছে ০.৬ শতাংশ • ২০১৩

বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল করার হুমকি

Image
মেদিনীপুর: কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ। মোবাইলে আবার ঘটনার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত। নির্যাতিতার দাবি, ঘটনার কথা বাড়িতে বললে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল সে। কিন্তু, তাতেও শেষরক্ষা হল না। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে। নির্যাতিতা ওই কিশোরী নবম শ্রেণীর ছাত্রী। মেদিনীপুর শহরের তাতিগেড়িয়া প্রমদনগর এলাকায় থাকে সে। অভিযুক্ত আশিস মণ্ডল ওই কিশোরীর প্রতিবেশী। নির্যাতিতার বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে আসে আশিস। তখন তার বাবা-মাও বাড়িতেই ছিলেন। নিজের মেয়ের সঙ্গে পড়াশোনার অছিলায় তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আশিস। কিন্তু, বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে প্রতিবেশী আশিস মণ্ডল তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। নির্যাতিতার দাবি, ধর্ষণের ঘটনাটি আবার নিজের মোবাইলে ভিডিও করে রাখে আশিস। ঘটনার কথা বাড়িতে জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় সে। যদিও তাতে ভয় পায়নি ওই কিশোরী। বাড়ি ফিরে গোটা ঘটনা বাবা-মাকে জানিয়ে দেয় সে। পাড়াতেও জানাজানি হয়ে যায়। চাঞ

সুস্থ থাকতে কিছু সময় প্রকৃতির মাঝে কাটাতে ভুলবেন না যেন!

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে দিনের কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটালে ব্রেন পাওয়ার মারাত্মক বৃদ্ধি পায়। সেই সঙ্গে মেলে অনেক শারীরিক উপকারিতাও। লন্ডনের কিং কলেজের গবেষকদের করা এই গবেষণা অনুসারে গাছ-গাছালির মধ্যে, পাখিদের কলতান শুনতে শুনতে কিছু সময় ব্যয় করলে স্ট্রেস লেভেল কমতে শুরু করে। সেই সঙ্গে মস্তিষ্কের অন্দরে এমন কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় যে তার প্রভাবে ব্রেন পাওয়ারও বৃদ্ধি পায়। ফলে কমে নানাবিধ ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা। কিন্তু প্রশ্ন হল প্রকৃতির মাঝে কতটা সময় কাটালে উপকার মিলতে পারে? এই প্রশ্নের উত্তর জানতে গবেষকরা একটি মোবাইল অ্যাপ আবিষ্কার করেছেন, যাকে কাজে লাগিয়ে সহজেই জেনে নেওয়া সম্ভব হচ্ছে আপনি যতটুকু সময় পরিবেশের মাঝে কাটিয়েছেন, তার প্রভাবে আপনার শরীরের কতটা উপকার হয়েছে, সে সম্পর্কে। সেই অ্যাপটিকে কাজে লাগিয়ে প্রায় ১০৮ জনের উপর এই পরীক্ষাটি চালানো হয়েছিল। তারপর সব ডেটা বিশ্লেষণ করে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে মেন্টাল হেলথের সঙ্গে প্রকৃতির একটা গভীর সম্পর্ক রয়েছে, যা কোনও ভাবেই অবজ্ঞা করা সম্ভব নয়। আজকের এই প্রতিযোগীতাপূর্ণ পরিবেশে যে হারে সবার স্ট্র

হোটেলের মধ্যে মধুচক্র! অশ্লীল অবস্থায় ২০ যুবক-যুবতিকে ধরল পুলিশ

Image
ঢাকা:  জনবহুল এলাকার আবাসিক হোটেলে মধুচক্র! সেই বড়সড় আসর ভাঙল পুলিশ৷ অসামাজিক কাজকর্ম চলাকালীন প্রায় এক ডজন যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ৷ রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়৷ স্থানীয় পুলিশ সুত্রে জানা গিয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস এলাকার একটি আবাসিক হোটেলে অনেকদিন ধরেই মধুচক্রের আসর বসছিল বলে পুলিশের কাছে খবর ছিল৷ পুলিশ শুধু সুযোগের অপেক্ষায় ছিল৷ গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে পুলিশ ওই হোটেলে হানা দেয়৷ হোটেলের বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ ২০জন যুবক-যুবতীকে গ্রেফতার করে৷ গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও৷ বাংলাদেশের একাধিক হোটেলে রাত হলেই বসে সেক্স-র‍্যাকেট। আর তা ভেস্তে দিতে মাঝে মধ্যেই শহরের বিভিন্ন হোটেলে হানা দেয় পুলিশ। তেমনই রবিবার ওই এলাকায় হানা দিয়ে বড়সড় মধুচক্রের আসর ভেস্তে দিল বাংলাদেশ পুলিশ- প্রশাসন। শুধু একদিন নয়, আগামিদিনেও শহর তো বটেই, একাধিক হোটেলে মধুচক্রের বিরুদ্ধে পুলিশ তল্লাশি চালাবে বলে জানিয়েছে।

‘সার্জিক্যাল স্ট্রাইক ছাড়াও শত্রুদমনের বিকল্প উপায় রয়েছে’

Image
নয়াদিল্লি: কাশ্মীরের সন্ত্রাসবাদে পাক মদত নিয়ে যখন বার বার প্রশ্ন উঠছে, ঠিক তখনই ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিয়ে জানালেন, সার্জিক্যাল স্ট্রাইক ছাড়াও ভারতের সশস্ত্র সেনাবাহিনীর কাছে বহু বিকল্প পথ খোলা রয়েছে সন্ত্রাস দমনের জন্য, দেশের শত্রুদের উচিত শিক্ষা দেওয়ার জন্য৷ তিনি জানান, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার অন্যতম বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি৷ তবে তার জন্য শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে তা মনে করলে ঠিক হবে না৷ কারণ ভারতের সশস্ত্র সেনাবাহিনীর কাছে অনেক বিকল্প রয়েছে অনুপ্রবেশ এবং সন্ত্রাস আটকানোর জন্য৷ তবে তা কি সেই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি সেনাপ্রধান৷ তবে এটা তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও সময় যুদ্ধের পরিস্থিতির যদি উদয়ও হয়, সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ প্রস্তুত মোকাবিলার জন্য৷ এদিকে, ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যে পাক রাজনৈতিক মহল উত্তপ্ত, চলছে পাল্টা জবাব দেওয়ার পালা, আর তারই মাঝে এবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ মঙ্গলবার ভারতকে হুঁশিয়ারি দেন৷ ভারত পাক অধিকৃত কাশ্মীরে যদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রচেষ্ট

অতিরিক্ত ৮০০ বাস নামছে বনধের রাস্তায়

Image
কলকাতা: বিজেপির ডাকা বনধে যাতে রাস্তায় বেরিয়ে কারও কোনও অসুবিধা না হয়, সেজন্য বুধবার অতিরিক্ত বাস, ট্রাম, জলযান চালাবে পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পথে চার হাজার সরকারি বাস থাকবে৷ অন্যদিনের তুলনায় এদিন ৮০০ বাস বেশি থাকবে রাস্তায়৷ শিয়ালদহ, হাওড়া, বিমানবন্দরে অতিরিক্ত বাস চলবে৷ কলকাতায় অতিরিক্ত ট্রাম চলবে ৫০টি৷ এছাড়া, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় থাকছে বাড়তি জলযান৷ ৪৫টি অতিরিক্ত জলযান চলবে৷রাজ্য সরকার জানিয়েছে, গাড়ি ভাঙচুরে হলে বিমার ব্যবস্থা করা হবে৷ প্রত্যেক জেলা ও কলকাতায় কন্ট্রোল রুম খোলা থাকবে৷ এদিকে, যেহেতু বনধে জনজীবন স্বাভাবিক রাখতে এমনি দিনের তুলনায় বেশি বাস-ট্রাম চালাবে সরকার আর তাই মঙ্গলবার রাতে অসংখ্য কর্মী থেকে গেলেন পরিবহণ ভবনেই। নবান্নতেও রাত কাটাবেন অনেকে। মঙ্গলবার সন্ধে হতেই ডিনারের অর্ডার চলে যায় ক্যান্টিনে।

গ্রুপ-ডিতে প্রচুর নিয়োগ! বাড়ছে চুক্তিতে থাকা কর্মীদের বেতনও

Image
কলকাতাঃ   গ্রুপ ডি কর্মীদের তালিকা তৈরি করেছে সেচ দফতর। চুক্তিতে নিযুক্ত করা হবে এই সমস্ত কর্মীদের। সম্প্রতি সেচ দফতরের পার্সোনেল বিভাগ থেকে সব সার্কেলকে চিঠি পাঠিয়ে ওই কর্মীদের তালিকা পাঠাতে বলা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর চুক্তিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য যে নির্দেশিকাগুলি জারি হয়েছিল, তার ভিত্তিতে নিযুক্ত কর্মীদের তালিকা পাঠাতে হবে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ইতিমধ্যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে চুক্তিতে নিযুক্ত কর্মীদের চাকরির বয়সসীমা ৬০ বছর করা হয়েছে। চুক্তিতে কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। তাই তালিকা তৈরির জেরে কর্মীদের চাকরি নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলে মনে করছে সরকারি মহল। ইতিমধ্যে গ্রুপ ডি পদে স্থায়ী কর্মীদের নিয়োগ প্রক্রিয়া চলছে। সম্প্রতি চাকরি প্রাপকদের চূড়ন্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন স্থায়ী গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করার আগে বিভিন্ন সার্কেলে চুক্তিতে নিযুক্ত কর্মীদের হিসেব নেওয়া হচ্ছে। যাতে স্থায়ী কর্মীদের সেইমতো নিয়োগ করা যায়। আগামী দিনে স্থায়ী পদে আ

যৌনতার হাতছানি দিয়ে শিলিগুড়ি থেকে চলত দেশজুড়ে প্রতারণা

Image
ধৃত সন্দীপ মিত্র ও নীতা শংকর শিলিগুড়ি : কলকাতা ও শিলিগুড়িতে গড়ে উঠেছিল সেক্স ডেটিং ক্লাব। পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কুড়িটি শাখার জন্য ম্যানেজার ও HR ম্যানেজার নিয়োগ করা হয়েছিল। শিলিগুড়িতে চলত ১২টি ক্লাব, কলকাতায় ছিল আরও আটটি। পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মহিলা টেলিকলার নিয়োগ করে লোক ঠকানোই ছিল এদের মূল ব্যবসা। হাওড়ার বাসিন্দা দেবাশিস মুখার্জির এই কাণ্ড দেখে হতবাক হায়দরাবাদ পুলিশ। যৌনসঙ্গীর খোঁজে প্রতারিত হন হায়দরাবাদের বাসিন্দা এম শরৎবাবু। ২০ জুলাই হায়দরাবাদের স্থানীয় থানার সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে দিনকয়েক আগে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ির ওই সেক্স ডেটিং ক্লাবের ১২টি ব্র্যাঞ্চের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার ও কলকাতার বাসিন্দা সন্দীপ মিত্র। এছাড়া গ্রেপ্তার করা হয় নীতা শংকর নামে শিলিগুড়ির এক বাসিন্দাকেও। ওই মহিলা ক্লাবের একটি ব্র্যাঞ্চের ম্যানেজার ছিলেন। হায়দরাবাদের পুলিশের বক্তব্য, শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায় বেশ কিছুদিন আগে গোপনে গজিয়ে উঠেছিল সেক্স ডেটিং ক্লাবের অফিসটি। খোলা হয়েছিল ডেটিং ওয়েবসাইট যার নাম "গেট ইয়োর লেডি ডট কম&q

প্রতিবাদী কিশোরীকে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দিল দুষ্কৃতীরা

Image
বাড়িতে একা পেয়ে প্রতিবাদী ছাত্রীকে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দিল দুষ্কৃতীরা। জানলা দিয়ে রক্তাক্ত কিশোরীকে ঝুলতে দেখে থানায় খবর দেন প্রতিবেশীরা। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বরের জামনা গ্রামের। দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধর্ষণ করেই ওই কিশোরীকে খুন করা হয়েছে বলে দাবি পরিজনদের। জরুরি কাজের জন্যে মঙ্গলবার বাড়ির বর্ধমান গিয়েছিলেন বাড়ির সবাই। বাড়িতে একই ছিল জামনা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীটি। বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে এক বা একাধিক দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ।  বরাবরই প্রতিবাদী ছিল এই ছাত্রী। প্রতিবাদ করার কারণেই তাকে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে অনুমান। রক্তাক্ত অবস্থায় বাড়িতেই ঝুলতে দেখেন প্রতিবেশীরা।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি কেন্দ্রের

Image
নয়াদিল্লি: ২০১৭-১৮ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার মেয়াদ আরও ১৫ দিন বাড়াল কেন্দ্র। নতুন সময়সীমা বাড়িয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। জানা গিয়েছে, বিগত কয়েকদিন বেশ কয়েকটি মহল থেকে এই সময়সীমা বৃদ্ধির প্রস্তাব বা আর্জি পেশ করা হয়। সেখানে বলা হয়, করদাতাদের পেশ করা তথ্য অডিট করতে আরও বাড়তি সময়ের প্রয়োজন। তাই, এই সময়সীমা বৃদ্ধি করা হোক। এরপরই, ১৫ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি)। তবে, একইসঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষণামতো সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করতে পারার জন্য যাঁদের ওপর জরিমানা ধার্য হয়েছিল, তা বলবৎ থাকবে। তাঁদের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির সুবিধা কার্যকর হবে না।

শ্বশুরের দায়িত্ব নিলেন বৌমা

Image
খোরপোষের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছিলেন কসবার বাসিন্দা রথীন্দ্রকুমার বসু। মঙ্গলবার ছিল দু'পক্ষের শুনানির প্রথম দিন। প্রথম দিনেই সেই মামলার নিষ্পত্তি ঘটিয়ে তাঁর বড় বৌমা আদালতের সামনে জানিয়ে দিলেন মামলায় যেতে চান না। শ্বশুরমশাইয়ের যাবতীয় খোরপোষ তিনি বহন করবেন। ঘটনার সূত্রপাত বছর কয়েক আগে। একটি জুতো প্রস্তুতকারী সংস্থায় কর্মরত রথীন্দ্রকুমার বসু অসুস্থতার কারণে ২০০৮ সালে অবসর নেন। পরিবর্তে অস্থায়ী কর্মী হিসাবে কাজটি পান তাঁর বড় ছেলে অমিতকুমার বসু। আর রথীন্দ্রনাথবাবু পেনশন বাবদ ১৫০০ টাকার মতো পেতে শুরু করেন। এর পরে তিনি বাড়ির একতলায় ছোট ছেলের সঙ্গে থাকতেন। দোতলা বড় ছেলের নামে লিখে দেওয়ায় তিনি আলাদা হয়ে গিয়ে সেখানেই থাকতেন। ২০১৬ সালে রথীন্দ্রনাথবাবুর বাইপাস সার্জারি হয়। এ ছাড়াও নানা অসুখে ভোগায় পেনশনের টাকায় তিনি নিজের খরচ আর চালাতে পারছিলেন না। নিরাপত্তারক্ষী সংস্থার কর্মী ছোট ছেলের পক্ষেও বাবার ওষুধের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। অভিযোগ, চলতি বছর জুলাই মাসে দোতলা বাড়ির পুরোটাই নিজের নামে লিখে দেওয়ার জন্য বড় ছেলে বাবাকে চাপ দিতে থাকেন। তখনই তাঁকে বড় ছেলে মারধর করেছে বলে কস