Posts

Showing posts from November 13, 2018

মোট কত টাকার মালিক দীপিকা-রণবীর, কত টাকা রোজগার করেন হবু দম্পতি

Image
বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর সিংহ ও দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতে কোঙ্কনি ও সিন্ধ্রি মতে বিয়ে সম্পন্ন হবে। তার পরে মুম্বই ও বেঙ্গালুরুতে রিসেপশন পার্টি দীপ-বীরের। বিয়ের পরে মুম্বইয়ে দীপিকার ফ্ল্যাটেই সংসার বসবে দীপ-বীরের। সেই সংসার যে বিলাসিতায় ভরা হবে, তা বলাই বাহুল্য।  এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে রণবীর ও দীপিকা দু'জনে মোট ৪০টি ব্র্যান্ডকে এনডর্স করছেন। তার মধ্যে দীপিকা একাই ১৮টি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। এর মধ্যে রয়েছে জিও, লোরিয়াল প্যারিস, মিনট্রা ইত্যাদি। ৩ দিনের এনডোর্সমেন্ট শ্যুটের জন্য দীপিকা ৮ কোটি টাকা করে নেন। অন্য দিকে রণবীর সিংহ মোট ২২টি ব্র্যা্ন্ড এনডোর্স করছেন, যার মধ্যে রয়েছে থাম্বস আপ, ডিউরেক্স ও প্রিমিয়ার লিগ। রণবীর প্রতিটি ব্র্যান্ডের জন্য ৩-৪ কোটি টাকা করে নেন। অর্থাৎ দীপবীরের রোজগারের বড় অংশই আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। 'পদ্মাবৎ' (২০১৮) ছবিতে অভিনয়ের পর থেকে প্রতি ছবি রণবীর সিংহের উপার্জন ১৩ কোটি টাকা। দীপিকা একটি ছবির জন্য নেন ১০-১২ কোটি টাকা।  প্রতিবেদনটি থেকে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বোনের গর্ভে এল মামাতো দাদার সন্তান, পরের ঘটনা আরও ভয়াবহ

Image
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিশোরী গর্ভবতী হয়ে পড়লে ওষুধ খাইয়ে গর্ভপাতের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। অভিযুক্ত যুবক পলাতক। ক্যানিংয়ের হাটপুকুরিয়া ডেভিস আবাদ গ্রামের বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরী ভলেয়াতে তার মামার বাড়ি যায়। মামার বাড়ি যাওয়ার পর মামাতো দাদা ওই নাবালিকা জলসা ও মেলা দেখাতে নিয়ে যায়। অভিযোগ, মেলায় নিয়ে গিয়েই একটি নির্জন স্থানে ওই কিশোরীকে ধর্ষণ করে তার মামাতো দাদা আবদুল গফফর ঢালি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে ওই কিশোরীর সঙ্গে সহবাস করে অভিযুক্ত। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। হুমকি দেয়, অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেবে নাবালিকার। ভয়ে প্রথমে বাড়িতে ঘটনার কথা চেপে যায় নির্যাতিতা নাবালিকা। এদিকে দিন কয়েক পর থেকেই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। সে গর্ভবতী হয়ে পড়েছে, একথা বুঝতে পেরে দাদাকে সেকথা জানায় নাবালিকা। অভিযুক্ত আবদুল গফ্ফর ঢালি তখন তাকে বলে, "এ সন্তান আমাদের। একে খেয়াল রাখার দায়িত্ব তোমার।" অভিযোগ, একথ

শবরীমালা মামলায় নয়া মোড়, নিজের দেওয়া রায় পুনর্বিবেচনায় রাজি শীর্ষ আদালত

Image
শবরীমালায় আয়াপ্পাস্বামীর মন্দিরে ১০ থেকে ৫০ বয়সী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে নিজের দেওয়া রায় পুনর্বিবেচনার  সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। আগামী ২২ জানুয়ারি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৯টি আবেদনের শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। যদিও আগের রায়ের উপর কোনও স্থগিতাদেশ এ দিন দেওয়া হয়নি। অর্থাৎ, এখনও বহাল আছে সব বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারের রায়। যে বেঞ্চ এই রায়ের পুনর্বিবেচনা করবে, তাতে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দু মালহোত্রা। সেপ্টেম্বর মাসেই শবরীমালার মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকারে সম্মতি জানিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 'ধর্মীয় ঐতিহ্যের দোহাই দিয়ে মহিলাদের যেতে না দেওয়া অস্পৃশ্যতার সামিল', আগের রায়ে এই মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তবে সুপ্রিম কোর্টের রায় দিলেও, এখনও ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও মহিলা মন্দিরে প্রবেশ করতে পারেননি। বেশ কয়েক জন মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করলেও, পুরোহিত এবং ধর্মীয় সংগঠনগুলির অবরোধ ভেঙে তাঁরা এখনও বিগ্রহ দর্শন করতে পারেননি। ত্রিভাঙ্কুর দেবসম ট্র

দুধের শিশুকে ধর্ষণের পর গোপনাঙ্গে লাঠি, নির্ভয়া কাণ্ডের ছায়া গুরুগ্রামে

Image
ফের নির্ভয়া কাণ্ড! এবার অবশ্য ঘটনাস্থল দিল্লি নয়। তবে দিল্লির কাছাকাছি গুরুগ্রামে ধর্ষিত হয়েছে একটি তিন বছরের শিশুকন্যা। তাঁর গোপনাঙ্গ থেকে ১০ সেন্টিমিটার লম্বা একটি লাঠি বের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সেক্টর ৬৬-র গুগা কলোনিতে। সেখানে একটি বন্ধ ঘর থেকে তার মৃতদেহ আবিষ্কার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়েটি রবিবার সকাল ১১টা নাগাদ তার বাড়ির সামনে দুই সঙ্গীর সঙ্গে খেলছিল। সেখান থেকে ওই মেয়েটিকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সোমবার সকালে তার দেহ মন্দিরের কাছে একটি দোকানের ভিতরে দেখতে পান স্থানীয়রা। তার দেহ ভেসে যাচ্ছিল রক্তে। মাথায় জড়ানো ছিল পলিথিনের ব্যাগ। এখান থেকেই স্পষ্ট, মৃত্যুর আগে ওই মেয়েটিকে মৃত্যুর আগে অত্যাচার করা হয়েছিল আর ধর্ষণ করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম সুনীল কুমার। তার বয়স ২০ বছর। পেশায় শ্রমিক। উত্তরপ্রদেশের মথুরা জেলার নওগাঁয়ের বাসিন্দা। যেখানে ঘটনাটি ঘটেছে, তার কাছাকাছি সে তার মা ও দুই বোনের সঙ্গে থাকত। দু'দিন আগে সে মায়ে সঙ্গে দেখা করতে এসেছিল সুনীল। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ক্রাইম) সামশের সিং জানিয়েছেন, ঘটনার প

নায়িকার সঙ্গে অভদ্রতা করার অভিযোগ পুলিশ কর্মীদের বিরুদ্ধে!

Image
খড়গপুর: 'বাংলা গান নয়, চটুল হিন্দি গান গাইতে হবে। শুধু গাইলে হবে না। সঙ্গে কোমর দুলিয়ে নাচতেও হবে।' মঞ্চে দাঁড়িয়ে পুলিশ কর্মীদের এই দাবি মানতে রাজি না হওয়ায় চূড়ান্ত হেনস্তার শিকার হলেন সারেগামাপা খ্যাত শিল্পী মেখলা দাশগুপ্ত। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে। এই ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন মেখলা। অনুষ্ঠানে দর্শকাসনে বসে থাকা দাঁতন থানার পুলিশ কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, 'বাংলা গান গাইতেই পুলিশ কর্মীদের দিক থেকে আওয়াজ শুরু হয়। আমাকে বার বার হিন্দি গান করতে বলা হচ্ছিল। বাউল গাইতে যেতেই বলা হয়, কীর্তন শুনতে আসিনি। নাচের গান শুনব। এক ঘণ্টা ফরমায়েশি গান করার পর নিজের মতো গান গাওয়ার চেষ্টা করি। ফের পুলিশ কর্মীরা হাতছানি দিয়ে ডাকতে থাকেন। একসময় বাধ্য হয়েই বলি, আমাকে গান করতে দিন। বলতে যতটুকু সময় লেগেছিল, তারপরেই পুলিশ কর্মীদের দিক থেকে কটূক্তি শুরু হয়।' অভিযোগ, ওই পুলিশ কর্মীরা মদ্যপ অবস্থায় ছিলেন। শিল্পীকে বার বার তাঁদের দিকে ডাকছিলেন। চটুল গান গাইতে গাইতে পুলিশকর্মীদের সঙ্গে শিল্পীকেও নাচতে হ

ফ্লিপকার্টের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন বিনি বনসল

Image
নয়াদিল্লি: ফ্লিপকার্টের সিইও পদ থেকে ইস্তফা দিলেন বিনি বনসল৷ মঙ্গলবার ওয়ালমার্টের সঙ্গে যৌথ বিবৃতিতে ফ্লিপকার্ট এই কথা জানায়৷ জানা গিয়েছে, বিনির ইস্তফা গৃহীত হয়েছে৷ বিনির জায়গায় দায়িত্ব সামলাবেন কল্যাণ কৃষ্ণমূর্তি৷   বিনির বিরুদ্ধে অভব্য ব্যবহার করার অভিযোগ উঠেছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ বিনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে ফ্লিপকার্ট৷ কিন্তু তাঁর বিরুদ্ধে সেরকম প্রমাণ পায়নি সংস্থাটি৷ ওই বিবৃতিতে ফ্লিপকার্ট জানিয়েছে, কোম্পানির জন্মলগ্ন থেকে বিনি এর গুরুত্বপূর্ণ অংশ৷ কিন্তু সাম্প্রতিক ঘটনার জেরে বিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রশ্ন উঠছে তদন্ত যখন বিনির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি তাহলে কেন তাঁকে ইস্তফা দিতে হল? জবাবে ফ্লিপকার্ট জানিয়েছে, তদন্তে অন্যান্য গাফিলতির দিকগুলি সামনে এসেছে৷ বিশেষ করে স্বচ্ছতার অভাব মিলেছে৷ তাই তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে৷ ২০০৭ সালে সঞ্জয় বনসলের সঙ্গে যৌথভাবে ই-কমার্স সংস্থাটি চালু করেন বিনি৷ মাত্র ৪ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু করেন ব্যবসাটি৷ এখন কোম্পানির টার্নওভার বিলিয়ন ডলার৷ চলতি বছর মে মাসে ওয়ালমার্ট ফ্লিপকার্টে

পড়ুয়াদের জন্যে বিশেষে এই ক্রেডিট কার্ড আনল এই ব্যাংক!

Image
নয়াদিল্লি: আজকাল ইন্টারনেটের যুগ! সব কাজই হয়ে যায় নিমেষে৷ সেভাবে লেনদেনের একটা বড় অংশও ইন্টারনেট নির্ভর৷ সাধারণের হাতে হাতে ঘোরে ডিজিটাল ওয়ালেট, ক্রেডিট কার্ড৷ আর, এই স্মার্ট অপশনগুলির জন্যই আজকাল অনেকে ক্যাশ ক্যারি করেন না৷ পেমেন্টের জন্য ব্যবহার করেন পেমেন্ট অ্যাপগুলিকে৷ যেগুলি লেনদেনকে করেছে অনেক বেশি সহজ৷ অনেকেই স্টুডেন্ট৷ যারা পড়ুশুনার খাতিরে বাইরে থাকেন৷ লেনদেনের জন্য সাহায্য নেন বিভিন্ন পেমেন্ট অ্যাপগুলির৷ কিন্তু, সেগুলিতেও অনেক সময় স্মুদ ট্রানজ্যাকশন হয় না৷ অন্যদিকে, স্টুডেন্টদের কথা মাথায় রেখেই বিভিন্ন ব্যাংক নিয়ে এসেছে বিশেষ ধরণের স্টুডেন্ট ক্রেডিট কার্ড৷ তাই, আপনি যদি স্টুডেন্ট হন, ট্রাই করতে পারেন বিকল্পিত মাধ্যমটিকে৷ চুরি গেলে কার্ডটিকে ব্লক করাও বেশ সহজ৷ তাই, বিনা চাপে ক্যারি করুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড৷ কারা অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডটির জন্য? রইল উত্তর৷ বিশেষ ধরণের এই ক্রেডিট কার্ডটির জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বা তার বেশি৷ স্কুল স্টুডেন্টের জন্য থাকছে না সুবিধাটি৷ শুধুমাত্র কলেজের গোয়িং স্টুডেন্টরাই পাবেন অপশনটিকে৷ আবেদনের সময় প্র

‘আমরা ব্লাডি ইন্ডিয়ানস, চাকরি দেওয়ার ছলে বানাত ক্রীতদাস’

Image
রবিবার সন্ধে থেকে ফোনে দফায় দফায় হুমকি ও পাল্টা হুমকি চলে কলকাতা ও মালয়েশিয়ার মধ্যে। একদিকে ন্যাশনাল অ্যান্টি-ট্র্যাফিকিং কমিটির (এনএটিসি) ন্যাশনাল চেয়ারম্যান শেখ জিন্নার আলি, অন্য দিকে একঝাঁক বাঙালি তরুণকে মধ্যযুগীয় দাসদের মতো ব্যবহার করা এক চিনা ব্যবসায়ী। শেেষ স্নায়ুর যুদ্ধে পরাজিত চিনা প্রৌঢ় পান্ডুয়ার সঞ্জয় মল্লিককে পৌঁছে দিতে বাধ্য হন বিমানবন্দরে। দমদমে নামার কিছু পরেই সঞ্জয় 'এই সময়'-কে শোনালেন আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়ার কাহিনি  কর্মী নই, ক্রীতদাস বনগাঁর কাছের 'রোহন ইন্টারন্যাশনাল' নামে সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম যখন, তখন শুনেছিলাম মালয়েশিয়ার স্কাইমাস্টার নামের সংস্থার কাজ করতে পাঠানো হচ্ছে আমাদের। গিয়ে দেখলাম, ওই সংস্থার অফিস কুয়ালালামপুরে। আমাদের কাজ করানো হল কুচিং নামের একটা শহরে। কিছুদিন পর গোটা ব্যাপারটা পরিষ্কার হল। কলকাতা থেকে আমাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার পর সেখানকার ব্যবসায়ীদের বিক্রি করে দিয়েছে রোহান ইন্টারন্যাশনালের মালিক কবির হোসেন মণ্ডল। যে কিনেছে আমাদের, সে আর এক জনকে বেচে দিল। এই মালিক নিজের মতো কাজ করাবে। পছন্দ না হলে এ আবার বেচে দেবে

নৃশংস! ধর্ষণ করে খুন ৩ বছরের শিশুকে, যৌনাঙ্গে মিলল কাঠ

Image
ফের ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনা। গুরুগ্রামে ৩ বছরের এক শিশুকে চকোলেট দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল। চলল অকথ্য অত্যাচার। ময়নাতদন্তের সময় শিশুটির যৌনাঙ্গ থেকে একটি কাঠের টুকরো মিলেছে।  রবিবার ঘটে এই মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে সেক্টর ৬৬-র গুগা কলোনির একটি ঘর থেকে উদ্ধার করা হয় শিশুটির দেহ। অভিযোগ উঠেছে ভিনরাজ্যের ২০ বছরের শ্রমিক সুনীল কুমারের বিরুদ্ধে। জানা গিয়েছে, সে উত্তরপ্রদেশের মথুরার নওগাঁওয়ের বাসিন্দা। মা ওদুই বোনের সঙ্গে দেখা করতে গত সপ্তাহে গুরুগ্রাম গিয়েছে সে। ACP(ক্রাইম) শামশের সিং জানিয়েছেন, ঘটনার পর থেকেই সে নিরুদ্দেশ। অভিযুক্তদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। থানা থেকে ২টি দল ও ক্রাইম ব্রাঞ্চ থেকে দুটি দল নিয়ে গঠিত চারটি দল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল। শিশুটির ময়নাতদন্ত করার পর ফরেন্সিক বিশেষজ্ঞ ডা. দীপক মাথুর জানিয়েছেন, 'শিশুটির যোনির ভিতর থেকে বের করা হয়েছে ১০ সেমির একটি কাঠের দণ্ড। সারা শরীরে প্রচুর ক্ষত মিলেছে। মাথায় জোরালো আঘাত ও অত্যধিক রক্তক্ষরণের ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। ওর ম

একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট-বুমরা

Image
সদ্য প্রকাশিত আইসিসি এক দিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান এবং বোলারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা। ৮৯৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন বিরাট। ৮৪১ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন বুমরা।  ব্যাটিং ক্রমপর্যায়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান তৃতীয় ভারতীয় হিসাবে প্রথম দশে স্থান পেয়েছেন। তিনি রয়েছেন অষ্টম স্থানে। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছে ২০তম স্থানে। বোলিং ক্রমপর্যায়েরও প্রথম দশের মধ্যে রয়েছেন তিন জন ভারতীয় বোলার। বুমরা এক নম্বরে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব। যুজবেন্দ্র চাহল রয়েছেন পঞ্চম স্থানে। অল-রাউন্ডারের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ৩৫৩ পয়েন্ট নিয়ে রয়েছেন এক নম্বরে। দলীয় তালিকায় ১২৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে ১২১ পয়েন্ট পেয়ে রয়েছে ভারত।

দেওরের সঙ্গে পরকীয়া বৌদির! শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখে ফেলে স্ত্রী, তারপর...

Image
বড় বৌদির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরে ফেলল স্ত্রী। আর তারপরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী, বড় জা সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। মৃতার নাম লালবানু মোল্লা। কুলতলি থানার গাজির চক এলাকার বাসিন্দা লালবানু মোল্লার সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় মেরিগঞ্জ ২ এলাকার পূর্ব তেতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন শেখের। বিয়ের পর থেকেই লালবানুর সন্দেহ হয়, বড় বৌদির সঙ্গে তাঁর স্বামী আমিন উদ্দিন শেখের কোনও সম্পর্ক আছে। বিয়ের পর থেকেই তাঁর কানে আসত দুজনের নানান কথাবার্তা। স্বামীর আচার আচরণ লালবানুর মনে সন্দেহ আরও বাড়িয়ে তুলেছিল। লালবানুর বাবা নূর মহম্মাদ মোল্লা জানিয়েছেন, দেখাশোনা করেই আমিন উদ্দিন শেখের সঙ্গে মেয়ে লালবানুর বিয়ে দিয়েছিলেন। কিন্তু, বিয়ের পর থেকেই লালবানুর উপর জামাই আমিন উদ্দিন সহ শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা অত্যাচার শুরু করে বলে অভিযোগ তাঁর। নূর মহম্মদের অভিযোগ, নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চলত লালবানুর উপর। ইতিমধ্যে লালবানুর এক ছেলে ও এক মেয়

মায়ানমারে ফেরত যেতে চাইলে খুনের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের শিবিরে থাকা রোহিঙ্গাদের

Image
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু ঠিক আগে বিপাকে বাংলাদেশের প্রশাসন। জোর করে তাদের মায়ানমারে ফেরত পাঠানো হতে পারে এই আশঙ্কায় শিবির ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বহু রোহিঙ্গা। পরিস্থিতি এমনই যে ১৫ নভেম্বর থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে কি না তা নিয়ে চিন্তায় স্থানীয় প্রশাসন।  ক্রমশ গভীর হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা সঙ্কট। তেকনাফ ও বালুখালির শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের দাবি, বাংলাদেশ তাদের রাখাইনে ফেরাতে তত্পর হলেও মায়ানমারের তরফে সেখানকার নাগরিকত্ব ও বাসস্থানের ব্যাপারে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।  এরই মধ্যে ৩২ জন রোহিঙ্গার একটি তালিকা মায়ানমারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। আগামী ১৫ নভেম্বর বালুখালি ঘাট দিয়ে তাদের রাখাইনে ফেরত পাঠানোর কথা। এরই মধ্যে ক্যাম্প থেকে গায়েব হয়ে গিয়েছেন তালিকায় থাকা একাধিক রোহিঙ্গা। ওদিকে রোহিঙ্গা শিবিরে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দাদের একাংশ। যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি তাঁরা। বাসিন্দাদের দাবি, মায়ানমারে ফেরত যেতে রাজি হলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে গিয়েছে একদল দুষ্কৃতী। বাংলাদেশের প্রত্যাবাসনের সিদ্ধান্তের প্রতিবাদে একাধিক জায়গা

অবসরকালীন প্রাপ্য টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে মারল ছেলে

Image
রাচাকোন্ডা (তেলঙ্গানা) : দাবি মতো টাকা না পাওয়ায় বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। দাদাকে এই কাজে সাহায্য করল তার দুই বোন। গত সোমবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রাচাকোন্ডায়। গত বছর জুন মাসে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন কৃষ্ণ। জলসম্পদ দফতর থেকে অবসরকালীন প্রাপ্য হিসেবে ছ'লাখ টাকা পেয়েছিলেন তিনি। একই সঙ্গে তিনি একটি জমিও বিক্রি করেছিলেন। সেই বাবদ তাঁর কাছে ছিল ১০ লাখ। এই পুরো টাকাটাই তিন ভাইবোনের মধ্যে ভাগ করে দেওয়ার দাবি তুলেছিলেন তাঁর বাইশ বছরের ছেলে। ছেলের সেই দাবি অনেকটাই মেনে নিয়েছিলেন বাবা। মাত্র দু'লাখ নিজের জন্য রেখে বাকিটা তিন সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাতেও খুশি হয়নি ছেলে। কয়েক মাস পর থেকেই বাকি টাকা দেওয়ার জন্য বাবার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। গত সোমবার পরিস্থিতি চরমে ওঠে। টাকা দিতে রাজি না হওয়ায় বাবার উপর চড়াও হন ছেলে। রড দিয়ে মারধরও করা হয়। ছেলের মারে অচৈতন্য হয়ে পড়েন বৃদ্ধ। দাদার সঙ্গে সহকারী হিসাবে ছিলেন তাঁর দুই বোনও। পরে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কৃষ্ণকে। সেখানে চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে

‘চাপে নয়, রিলায়্যান্সকে বেছেছি আমরাই’, মোদীকে স্বস্তি দিয়ে দাবি দাসো সিইও-র

Image
রাফাল চুক্তি নিয়ে অবশেষে মুখ খুললেন দাসোর সিইও এরিক ট্রেপিয়ার। রাহুল গাঁধী-সহ বিরোধীদের লাগাতার তোপের মুখে রাফাল ইস্যুতে মোদী সরকারকে কিছুটা স্বস্তি দিল দাসো এভিয়েশন। অবশেষে রাফাল চুক্তি নিয়ে মুখ খুলল ওই ফরাসি প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারী সংস্থা। সংস্থার সিইও এরিক ট্রেপিয়ার জানিয়ে দিলেন, কারও চাপে নয়, দাসো কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিত ভাবে অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স ডিফেন্সকে 'অফসেট পার্টনার' হিসাবে বেছে নিয়েছিল। শুধু তাই নয়, নাম না করে কংগ্রেস-সহ বিরোধীদেরও এক হাত নিয়েছেন ট্রেপিয়ার। সংস্থার ইস্ট্রেস লে টিউবএয়ার বেস-এ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রেপিয়ার বলেছেন, ''রিলায়্যান্স ছাড়াও আরও ৩০টি সংস্থা দাসোর পার্টনার। আমরা নিজেরাই রিলায়্যান্সকে বেছে নিয়েছি।'' রাহুল গাঁধী বারবার অভিযোগ করেছেন, দাসাে মিথ্যা তথ্য দিচ্ছে। সত্য প্রকাশ্যে আনছে না। এ নিয়ে দাসো সিইও-র খোঁচা, ''আমি মিথ্যা বলি না। সংস্থার  হয়ে আগেও যে সব বিবৃতি দিয়েছি, তা সম্পূর্ণ সত্য। মিথ্যা বলার 'সুনাম' আমার নেই। আর সিইও-রমতো একটা পদে থেকে আপনি মিথ্যা কথা বলতেও

ঝামেলা মেটাতে আসরে মোদী, বৈঠক আরবিআই গভর্নরের সঙ্গে

Image
উর্জিত পটেলের সঙ্গে গোপনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর মধ্যে সঙ্ঘাত অব্যাহত। তাই মধ্যস্থতা করতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যত শীঘ্র সম্ভব ঝামেলা মিটিয়ে নেওয়া যায় যাতে, সে জন্য গত শুক্রবার আরবিআই গভর্নরের সঙ্গে বৈঠক করেন তিনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিল্লিতে ছিলেন আরবিআই গভর্নর উর্জিত পটেল। ওই দিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। কথা বলেন প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকদের সঙ্গেও। বিভিন্ন বিষয়ে নিজের আপত্তির কথা জানান তিনি। সেই সঙ্গে সরকারের বেশ কিছু দাবি নিয়েও পর্যালোচনা হয়। সরকারি দাবি দাওয়া খতিয়ে দেখতে ১৯ নভেম্বর বৈঠকে বসছে আরবিআইয়ের পরিচালন কর্তারা। সেখানে সবকিছু পর্যালোচনা করে দেখা হবে। তার পর গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে।  আর্থিক নীতি, বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সঞ্চয় এবং ঋণনীতি-সহ বিভিন্ন বিষয়ে গত কয়েক মাস ধরে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে মতবিরোধ চলছে মোদী সরকারের। সম্প্রতি আবার আরবিআই আইনের ৭ নং ধারা প্রয়োগ করা হতে পারে বলে জল্পনা শুরু হয়। ওই ধারা প্রযোগ হলে সরকারের ক্ষমতা আরও বাড়বে। জনস্বার্থের দোহাই দিয়ে রিজার্ভ

‘আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম’, ফাঁসির আগে বলেছিল কাসভ

Image
ভারতীয় আইনব্যবস্থা এমনই যে, কিছুতেই তার ফাঁসি হবে না। এমনটাই বিশ্বাস ছিল মুম্বইয়ের ২৬/১১ হামলার মূল সন্ত্রাসবাদী আজমল আমির কাসভের। যদিও সেই বিশ্বাস টলে গিয়েছিল ফাঁসির ঠিক আগের দিন। ওই দিন তাকে ফাঁসি দেওয়ার জন্য আর্থার রোড জেলের বিশেষ সেল থেকে ইয়েরওয়াড়া জেলে নিয়ে যেতে এসেছিলেন ২৬/১১ হামলার মূল তদন্তকারী অফিসার রমেশ মহালে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ জানিয়েছেন, ''প্রথম বারের জন্য তখনই মৃত্যুভয় ফুটে উঠেছিল কাসভের চোখেমুখে। অস্ফূট স্বরে সে বলে উঠেছিল, আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম। তার পরই একদম চুপ করে গিয়েছিল পাকিস্তান থেকে আসা এই কিশোর জঙ্গি।'' আজমল আমির কাসভকে চার বছর ধরে জেরা করার এ রকমই নানান মুহূর্ত সামনে নিয়ে এলেন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তৎকালীন প্রধান রমেশ মহালে। ২০০৮ সালের ২৬ নভেম্বর হামলার সময়ই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রধান ছিলেন রমেশ মহালে। ২৬/১১ হামলার তদন্তের ভার ছিল তাঁর হাতেই। কাসভকে ধরার পর প্রথম ৮১ দিন তাকে নিজেদের কাছেই রেখেছিল ক্রাইম ব্রাঞ্চ। তার পরেই কাসভকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর্থার রোড জেলের বিশেষ ভাবে বানানো বুলেটপ

রাফালে ইস্যুতে রাহুলকে 'মিথ্যেবাদী' বললেন ড্যাসল্ট সিইও

Image
ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, ড্যাসল্ট ও রিলায়েন্সের রাফালে সম্পর্কিত যৌথ উদ্যোগ নিয়ে যা বলা হচ্ছে তার মধ্যে কোনও সত্যতা নেই। চুক্তির বিস্তারিত না জেনেই মন্তব্য করা হয়েছে। মিথ্যে বলেননি ট্র্যাপিয়ার এরিক ট্র্যাপিয়ার বলেছেন, আমি মিথ্যে বলি না। আগে যা বলেছি গোটাটাই সত্যি কথা। আমার মিথ্যা বলার বদনাম নেই। সিইও হিসাবে আপনি মিথ্যে বলতে পারেন না। অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপকে বরাত পাইয়ে দেওয়া নিয়ে ড্যাসল্টকে বাধ্য করেছিল মোদী সরকার, এমনই অভিযোগ করেছিলেন রাহুল। সেই প্রেক্ষিতেই এরিক ট্র্যাপিয়ার একথা বলেছেন। রাহুলের দাবি খণ্ডন এমাসের শুরুতে একটি প্রেস কনফারেন্সে রাহুল অভিযোগ করেন যে অনিল আম্বানির অলাভজনক সংস্থায় ড্যাসল্ট ২৮৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই টাকায় রিলায়েন্স নাগপুরে জমি কিনেছে। অথচ দেখানো হয়েছে চুক্তির আগেই জমি কেনা হয়ে গিয়েছিল। ফলে ড্যাসল্ট সিইও মিথ্যে বলছেন বলে রাহুল দাবি করেন। রাহুলের বক্তব্যে মর্মাহত এরিক ট্র্যাপিয়ার বলেছেন, এর আগে কংগ্রেসের সঙ্গে কাজ করার

দিওয়ালিতে রেকর্ড গড়ল xiaomi!

Image
মুম্বই: ভারতে হু হু করে বাড়ছে xiaomi এর গ্রাহক৷ সেই প্রমাণই মিলল৷ দিওয়ালির মরশুমে রেকর্ড গড়ল চিনা সংস্থাটি (xiaomi)৷ সম্প্রতি, সামনে এসেছে দিওয়ালিতে সংস্থাটির মোট বিক্রিত ডিভাইসের সংখ্যা৷ আর, সেই সংখ্যাতেই প্রতিদ্ধন্ধী সংস্থাগুলির চক্ষু চড়কগাছ৷ xiaomi ডিরেক্টর মানু কুমার জৈন জানাচ্ছেন, ২০১৮ সালের জুনে ভারতে xiaomi এর মার্কেট শেয়ার ছিল ২৯.৭ শতাংশ৷ যেটি ছাপিয়ে গিয়েছিল samsung এর মত নামীদামি ব্রান্ডকেও৷ একই সময়ে samsung এর মার্কেট শেয়ার ছিল ২৩.৯ শতাংশ৷ vivo এবং oppo এর মার্কেট শেয়ার ছিল যথাক্রমে ১২.৬ এবং ৭.৬ শতাংশ৷ তখন ভারতে বিক্রিত প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি xiaomi ডিভাইস ছিল৷ তবে, এখানেই থেমে ছিল না প্রতিযোগিতা৷ জৈন যোগ করেন, দিওয়ালি মরশুমে ভারতে ৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে xiaomi৷ যা অবশ্যই একটি রেকর্ড৷   প্রায় একমাস (৯ অক্টোবর-৮ নভেম্বর) ধরে চলেছিল xiaomi সেল৷ আর, এই দিওয়ালি সেলেই মোট ৮.৫ মিলিয়নের বেশি ডিভাইস বিক্রি করল সংস্থা (xiaomi)৷ যার ফলে সংস্থার আয় প্রায় ১ বিলিয়ন ডলার৷ বিষয়টিকে পরিষ্কার করে ডিরেক্টর জানান, ৮.৫ মিলিয়নের মধ্যে ৬ মিনিয়ন শ

কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে খুন, রায়নায় চাঞ্চল্য

Image
বর্ধমান: কন্যাসন্তানের জন্ম দেওয়ায় বধূকে দিনের পর দিন অত্যাচার করা হত। শেষপর্যন্ত বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম পূজা দাস(২৩)। গত মঙ্গলবার ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হলে সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার শ্যামসুন্দরে। গত মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করেন বাবা গুরুপদ দাস। পরের দিন স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিয়োগ দায়ের করেন থানায়। এরপরই তদন্তে নেমে মৃতের স্বামী সুমন, শ্বশুর সুকুমার ও শাশুড়ি জয়ন্তী দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন গ্রেপ্তার হয় পূজা দাসের জা সারথি দাস। এই ঘটনার এক সপ্তাহ পরে বর্ধমান হাসপাতালে ওই বধূর মৃত্যু হয় এদিন। তারপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, বধূকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত চারজনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। এবার গৃহবধূর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাই ধৃতদের বিরুদ্ধে রুজু হওয়া মামলার সঙ্গে খুনের ধারা যোগ করা হবে।

ধর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, শ্রীঘরে অভিযুক্ত

Image
বর্ধমান: গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের নাম করে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করত সে। এভাবেই দিনের পর দিন নির্যাতিতাকে ধর্ষণ করেছে অভিযুক্ত। একটা সময় পর নির্যাতিতা গৃহবধূ রুখে দাঁড়াতেই তাঁর শিশুপুত্রকে খুনের হুমকি দেয় ওই যুবক। এবার আর চুপ করে থাকেননি তরুণী। থানায় গিয়ে ওই যুবকরে বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে প্রীতম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার উচালন গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক উচালন গ্রামেরই বাসিন্দা। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। এদিন ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাপের বাড়ি উচালন গ্রামে। বছর দুয়েক আগে সন্তান প্রসবের জন্য বাপের বাড়িতে আসেন তিনি। মাসখানেক পরে প্রীতম ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েছিল অভিযুক্ত। ধর্ষণ

চাকরির লোভ দেখিয়ে আরবে পাচার হায়দরাবাদের মহিলা

Image
হায়দরাবাদ: বিদেশে গেলে মিলবে সুখের চাকরি। রোজগার হবে অনেক। সুখের হাওয়া বইবে বাড়িতে। এই লোভেই মেয়েকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। কিন্তু সেটাই যে এত প্রতিকূলতার সৃষ্টি করবে তা কল্পনা করতে পারেননি জননী হাবিব উন্নিসা। দুই দালালের মাধ্যমে মেয়ে হালিম উন্নিসাকে সৌরি আরবে পাঠিয়েছিলেন হাবিব। কথা হয়েছিল ওই দেশের রাজধানী শহর রিয়াধে এক বিউটিপার্লারে কাজ করবেন হালিম। বছরের নিদৃষ্ট সময়ে বাড়ি ফিরবে। কিন্তু সব প্রতিশ্রুতিই ছিল আসলে ভাওতা। তা এখন বুঝতে পারছেন হায়দরাবাদের বাসিন্দা হাবিব উন্নিসা। তিনি বলেছেন, "২০১৭ সালের মার্চ মাসে আমার মেয়েকে রিয়াধে পাঠিয়েছিলাম। দুই জন দালাল বলেছিল ওখানে আমার মেয়েকে বিউটি পার্লারে কাজ দেবে।" এরপর কান্না জ্বড়ানো স্বরে বললেন, "এখন জানি না মেয়ে কবে ফিরবে। ওখানে খুব অত্যাচার হচ্ছে আমার মেয়ের উপরে।" সমগ্র বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছে হালিমের পরিবার। মা হাবিব উন্নিসা বলেছেন, "পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। কোনও কাজ এখনও হয়নি। সরকারের কাছে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।" হালিমের ভাই মহম্মদ আসিফ খান জানিয়েছেন যে মাসে ২৫ হাজার টাকা মাইনেতে

গ্র্যাচুইটি দাবি করার সময়সীমা কমাতে পারে কেন্দ্র, উপকৃত হবেন কোটি কোটি চাকুরিজীবী

Image
বিভিন্ন সরকার ও বেসরকারি সেক্টরে যে কর্মীরা কাজ করেন, তাঁদের গ্র্যাচুইটি দাবি করার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করে দেওয়ার আবেদনে সাড়া দিতে পারে কেন্দ্র। এমন হলে দেশের কোটি কোটি কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। অসংগঠিত ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ কাজ করলেও সংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষের সংখ্যাও এদেশে কয়েক কোটি। তাদের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন প্রস্তাব ১৯৭২ সালের পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্টের সংশোধনী আনতে প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে গ্র্যাচুইটির জন্য আবেদনের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছরে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।     শ্রমমন্ত্রকের কাছে প্রস্তাব সূত্রের খবর, শ্রম মন্ত্রক এই বিষয়ে মতামত চেয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, পরামর্শের পর তা ট্রাস্টি বোর্ডের কাছে রাখা হবে বলে জানা গিয়েছে। সকলকে সুবিধা সূত্রের খবর, যে শ্রমিক বা কর্মচারীদের চুক্তির ভিত্তিতে রাখা হয়েছে তাঁরাও এই সুবিধা পাবেন। কতবছর কোম্পানিতে কাজ করছেন, চুক্তিবদ্ধ কর্মীদের ক্ষেত্রে সেটাকে বিবেচ্য বিষয়ের মধ্যে রাখা হবে।     বিভিন্ন ক্ষেত্রের মানুষের সুবিধা গ্র্যাচুইটি আ

হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস লাইনচ্যুত

Image
সাত সকালে ট্রেন দুর্ঘটনা। পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হয়ে গেল হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস। ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতে কোন খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।   ভোগপুর ও পাঁশকুড়া স্টেশনের মাঝেই ঘটনাটি ঘটে। সকাল ৭টা ১০ মিনিটে লাইনচ্যুত হয়ে যায় ওই ট্রেন। ঘটনার পরেই ট্রেনটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। সামান্য ঝাঁকুনি অনুভুত হলেও কোনও হতাহতের খবর নেই। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ওই লাইন দিয়ে সব ট্রেন ধীর গতিতে যাচ্ছে। রেলের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে। এরকম একটি দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 03326377197, খড়গপুর স্টেশনের হেল্পলাইন নম্বর 03222255897 ও বালাসোরের হেল্পলাইন নম্বর 06782265767. লাইনচ্যুত রেলের বগি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পরিষেবা স্বাভাবিক হতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে বলে মনে করছেন রেলকর্তারা৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে এদিন বেঁচে যায় ট্রেনটি। ঘটনার জেরে দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি। অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। হাওড়া থেকে যাওয়া ফলক

ধেয়ে আসছে Gaja, তামিলনাড়ু উপকূলে জারি হাই-এলার্ট

Image
চেন্নাই: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় Gaja৷ ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড়ের প্রমাদ গুনছে তামিলনাড়ু উপকূলের বাসিন্দারা৷ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন৷ ৩০,৫০০ জনের উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে বলে সূত্রের খবর৷ শুধু তামিলনাড়ু নয়,প্রতিবেশী পুদুচেরিতেও আছড়ে পড়বে Gaja৷ পূর্বাভাস হাওয়া অফিসের৷ কেন্দ্র শাসিত পুদুচেরিতেও সব ধরণের সতর্কতা অবলম্বন করা হয়েছে৷   হাওয়া অফিস জানাচ্ছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারে রয়েছে এটি এবং ১৫ নভেম্বর ভূখণ্ডে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা৷ বুধবার থেকে বৃষ্টি শুরু হবে তামিলনাড়ুতে৷ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট৷ ফলে পর্যটক থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ ঘূর্ণিঝড় Gaja-র প্রবাবে অন্দ্রের দক্ষিন উপকূলীয় অংশ ও কেরলেও বৃষ্টি হতে পারে৷ পূর্বাভাস যা তাতে, তামিলনাড়ুর নাগাপাট্টিনাম, তানজাভুর, পুদুকোট্টাই, রামানাথাপুরম জেলায় ঘূর্ণিঝড়ের আঁচ সবচেয়ে বেশি পড়বে৷ এই সব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় হাই এলার্ট জারি করা হয়েছে৷ Gaja-র মোকাবিলায় সোমবারই ক্যাবিনেট বৈঠক করে

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়ে দুশ্চিন্তায় প্রসূতি

Image
নামখানা: একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার পর আনন্দের থেকে দুশ্চিন্তায় আছেন প্রসূতি মা–সহ গোটা পরিবার। সদ্যোজাত চার সন্তানের মধ্যে দু'‌টি ছেলে ও দু'‌টি মেয়ে। গত ৩ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন নামখানার বাসিন্দা বর্ণালী খাটুয়া। জন্মের সময় প্রত্যেকটি সন্তানের ওজন ছিল খুবই কম। তার জন্য প্রায় দু'‌মাস এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল চার সদ্যোজাতকে। থাকতে হয়েছিল মা-‌সহ পরিবারের লোকজনদের। গত তিন দিন আগে চার সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরলেও খাটুয়া পরিবারে এখন দুশ্চিন্তা একসঙ্গে চার শিশুকে লালন পালন করা। বিশেষ করে দুধ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। কারণ খাটুয়া পরিবারের আয় খুব সামান্য। স্থানীয় এক শিশু চিকিৎসক চার শিশুকে বিনা খরচে চিকিৎসা করবেন বলে জানিয়েছেন। খাটুয়া পরিবার চাইছে আরও সহযোগিতা ও সাহায্য। নামখানা বাস স্ট্যান্ডের পাশেই খাটুয়া পরিবারের বাস। বছর বত্রিশের লক্ষ্মীকান্ত চাষবাস করতেন। কিন্তু নিয়মিত কাজ না মেলায় দু'‌বছর আগে বেঙ্গালুরুর চলে যান। সেখানে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। এরমধ্যে ২০১৬ সালে বর্ণালীকে বিয়ে করেন। প্রথমবার অন্তঃসত্ত

ভোট চলাকালীন বিজাপুরে মাওবাদী– নিরাপত্তারক্ষী লড়াই, নিহত পাঁচ মাওবাদী

Image
ছত্তিশগড়ে ভোট চলাকালীন আবার অশান্ত হয়ে উঠল এলাকা। বিজাপুরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছে পাঁচ মাওবাদী। জানা গিয়েছে, এই ঘটনায় দু'‌জন কোবরা কম্যান্ডো আহত হয়েছেন এবং তাঁদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকাল থেকেই শান্তিতেই ভোটপর্ব সম্পন্ন হচ্ছিল। যদিও এদিন ভোরে সাড়ে ৫টা নাগাদ টুমাকপাল– নয়নার রোডে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের তাক করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে সূত্রের খবর। যদিও এই ঘটনায় কোনও হতাহত হয়নি। তার রেশ কাটতে না কাটতেই সোমবার দুপুর ১২টা ২০ নাগাদ মাওবাদীদের শক্ত ঘাঁটি বিজাপুরের পামড এলাকায় ফের তারা নিরাপত্তারক্ষীদের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীরাও গুলি চালায়। জানা গিয়েছে, মাওবাদীদের দমন করার জন্য আরও বাহিনী বিজাপুরে পাঠানো হয়। নিরাপত্তারক্ষীদের গুলিতেই নিহত হয় পাঁচ মাওবাদী। মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট করানো এখন নির্বাচন কমিশন এবং পুলিস–প্রশাসনের কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলতঃ ভোট বয়কট করানোর জন্যই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা

ঋণের দায়ে চিতায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী কৃষক

Image
মুম্বইঃ জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ঋণের দায়ে জর্জরিত অসহায় প্রৌঢ় কৃষক। মহারাষ্ট্রের নানডেড জেলার ঘটনা। জানা গিয়েছে, চাষের কাজে একাধিক ব্যাংক এবং কোঅপারেটিভ সোসাইটি থেকে ঋণ নিয়েছিলেন বছর ৬৫-র কৃষিজীবী পোতান্না রামালু বোলপিলওয়াড়। কিন্তু চলতি বছরে প্রত্যাশা অনুযায়ী ফসল না ফলায় তা শোধ করতে ব্যর্থ হন তিনি। পুলিশের দাবি, শোধ না হওয়া ঋণের বোঝা ঘাড়ে চাপায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। একটি সরকারি প্রকল্পের আওতাভুক্ত ঋণ মকুবের জন্য সম্প্রতি অনলাইন ফর্মও ভরতি করে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নামও তালিকায় ওঠেনি। গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে উমরি অঞ্চলের কাছে তুরাতি গ্রামে নিজের খেতে গিয়েছিলেন পোতান্না। জমিতে চিতা সাজিয়ে, অগ্নি সংযোগ করে তাতে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হন। এদিকে, রাতে বাড়ি না ফিরলে শনিবার সকালে খেতে পৌঁছে মর্মান্তিক দৃশ্য দেখতে পান পোতান্নার ছেলে। ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে উমরি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অসুস্থ লাপিয়ের, বিপদে বাংলার বহু সংস্থা

Image
এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, যেখানে প্রবল দারিদ্রের মাঝেও ঝিকিয়ে ওঠে অফুরান প্রাণশক্তি, বিশ্বদরবারে সেটা তিনিই চিনিয়েছিলেন। ফলে বন্‌ধ, মিছিল, গরিবি, যানজটের শহরের মাথায় উঠেছে আনন্দনগরীর তাজ। কিন্তু, 'সিটি অফ জয়'-এর স্রষ্টা দোমিনিক লাপিয়ের যে গত কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ, সে কথা কি মনে রেখেছে কলকাতা?  ছ'বছর আগে মারাত্মক একটি দুর্ঘটনার পরে মাস আটেকের বেশি কোমায় ছিলেন তিনি। তারপর ধীরে সাড় ফিরলেও এখন চলচ্ছক্তিহীন, থাকেন দক্ষিণ ফ্রান্সে প্রবীণ এবং প্রতিবন্ধী মানুষদের একটি হোমে। পঁচাশি-ঊর্ধ্ব 'পদ্মভূষণ' লেখক লিখতে বা পড়তে পারেন না, বাক্‌শক্তিও নেই বললেই চলে। কলকাতার সংস্কৃতি জগত সে বিষয়ে উদাসীন থাকলেও তাঁর অসুস্থতায় বিপাকে এই রাজ্যের অগণিত মানুষ। কারণ, লাপিয়েরের অর্থ সাহায্যেই পশ্চিমবঙ্গে গড়ে ওঠে একাধিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যাতে উপকৃত রাজ্যের কয়েক হাজার অনাথ ও প্রতিবন্ধী শিশু, বয়স্ক মহিলা ও পুরুষ। তা ছাড়া, লাপিয়েরের বই বিক্রির টাকায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নদীতে ভাসমান চিকিৎসা পরিষেবাও চালু হয়। কিন্তু, অর্থসঙ্কটের কারণেই 'ফাউন্ডেশন অফ দ্য সিটি অফ জয়&

সীমান্তে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কিট, গ্রেপ্তার ১

Image
কলকাতা : হাজার চেষ্টার পরেও সীমান্তে কমছে না স্মাগলিং। অস্ত্র থেকে শুরু করে ড্রাগ কিংবা সোনা। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে স্মাগলিং হচ্ছে সবই। গতকাল ফের গ্রেপ্তার করা হল এক স্মাগলারকে। আটক করা হয়েছে প্রায় ১ কোটির সোনার বিস্কিট। সাম্প্রতিককালে বাংলাদেশ সীমান্তে BSF-এর এটাই সেরা সাফল্য বলে মনে করা হচ্ছে। BSF সূত্রে খবর, গতকাল সকাল সাড়ে ন'টা নাগাদ উত্তর ২৪ পরগনার মোস্তাফাপুর বর্ডারে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান জওয়ানরা। সে এক বাংলাদেশি নাগরিকের সঙ্গে বর্ডারের পাশে দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলে ফেরার সময় তাকে আটক করে BSF। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ২৬টি সোনার বিস্কিট। যার ওজন ৩ কেজিরও বেশি। বাজার মূল্য ৯৫,১৬,৬০০ টাকা। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে ধরে নেয় BSF। ধৃতের নাম লোকমান পাল। সে উত্তর ২৪ পরগনার গাঙ্গুলিয়ার বাসিন্দা। বছর সাতচল্লিশের লোকমান দীর্ঘদিন ধরেই স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত। বিশেষ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিকে বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়েছে।  BSF সূত্রে খবর, এবছর এখনও পর্যন্ত ৮ কোটি টাকারও বেশি মূল্যের সোনা উদ্ধার করেছে তারা। শুধুমাত্র সোনাপাচারের জন্য গ্রেপ্তার করা হ

এখনও ২০টি গোপন মিসাইল বেস রয়েছে উত্তর কোরিয়ায়: আমেরিকা

Image
পিয়ংইয়ং: বিগত কয়েক মাসে কিম জং উনের পরমাণু কার্যকলাপের কথা খুব বেশি শোনা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর কিছুটা প্রশমিত হয় উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা। তবে এবার আমেরিকার রিপোর্ট বলছে, সেদেশে গোপনে রয়েছে একাধিক পরমাণু ঘাঁটি। স্যাটেলাইট ইমেজে উঠে আসছে সেইসব অস্ত্রাগারের ছবি। মার্কিন থিংক ট্যাংকের দাবি, অন্তত ২০টি গোপন মিসাইল বেস রয়েছে উত্তর কোরিয়ায়। তার মধ্যে অন্তত ১৩টির ছবি ধরা পড়েছে মার্কিন স্যাটেলাইটে। ওয়াশিংটনের Center for Strategic and International Studies-এর তরফ থেকে গবেষক জোসেফ বার্মুডেজের দাবি, আমেরিকার সঙ্গে আলোচনা সত্বেও ওই মিলিটারি বেসগুলিতে চলছে কাজকর্ম। গত জুনে সিঙ্গাপুরে মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। সেখানেই পরমাণু নিরস্ত্রীকরণ বা ডিনিউক্লিয়ারাইজেশন নিয়ে কথা হয় দু'পক্ষের। সেই বোঝাপড়া বেশ কিছুদূর এগোয়। এরপর ট্রাম্প ট্যুইটারে লেখেন "there is no longer a Nuclear Threat from North Korea" অর্থাৎ উত্তর কোরিয়া থেকে আর কোনোরকম পারমাণবিক অস্ত্র পরীক্ষার আশঙ্কা নেই। শুধু তাই নয়, উত্তর কোরিয়াও দাবি করে যে মিসাইল ও নিউক্লিয়ার বম্

ভারতে লঞ্চ হতে চলেছে ৪ রিয়ার ক্যামেরাওয়ালা SAMSUNG GALAXY A9

Image
একটা, দু'টো বা তিনটে নয়। এক্কেবারে ৪টে ক্যামেরা। ৪ ক্যামেরাওয়ালা Samsung-এর Galaxy A9 নাকি লঞ্চ হতে চলেছে এই মাসেই। সূত্রের খবর, বাজার ধরতে দাম হতে পারে নাগালের মধ্যেই।  সূত্রের খবর, ভারতে Galaxy A9-এর ২টি ভেরিয়্যান্ট লঞ্চ করতে পারে Samsung. একটি ৬জিবি-১২৮ জিবি, অন্যট্ ৮জিবি - ১২৮ জিবি। দুটি ফোনেই ৫১২ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগানো যাবে।  গত মাসেই মালেশিয়াতে ফোনটি লঞ্চ করেছে Samsung. সেখানে ফোনটির দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫১,৩০০ টাকা. ভারতে ফোনটি ৪০,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে OnePlus 6T-কে সরাসরি টক্কর দেবে এই ফোন। Samsung Galaxy A9-এ রয়েছে ৬.৩ ইঞ্চি Full HD Plus ইনফিনিটি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। তবে সব থেকে আকর্ষণীয় বিষয় হল এই ফোনে রয়েছে ৪টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার রেজলিউশন ২৪ মেগাপিক্সেল, লেন্সের সর্বনিম্ন অ্যাপারচার f/1.7. রয়েছে একটি 2X টেলিফটো ক্যামেরা, যার সর্বনিম্ন অ্যাপারচার f/2.4. রয়েছে আরও ১টি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার ফিল্ড অফ ভিউ ১২০ ডিগ্রি। এছাড়া রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।

ইতালির বিলাসবহুল ভিলায় রণবীর-দীপিকার বিয়ের আসর, তার একদিনের ভাড়া কত জানেন?

Image
দেশে নয়, বিদেশে গিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। বিয়ের জন্য ইতালির লেক কোমোকেই বেছে নিয়েছেন 'দিপবীর'। লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেল্লো নামে একটি বিলাসবহুল বাংলোয় বসবে রণবীর-দীপিকার বিয়ের আসর।   ভিলা দেল বালবিয়ানেল্লো-তে রণবীর-দীপিকার বিয়ের আসরে হাজির হচ্ছেন মাত্র ৩০ জন। দুই পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসছে বিয়ের আসর। বিয়ের ছবি যাতে নব দম্পতির অনুমতি ছাড়া বাইরে না বের হয়, তার জন্য ইতিমধ্যেই অতিথিদের মোবাইল ফোন ব্যবহার ২ দিনের জন্য নিষিদ্ধ করেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। এ তো গেল বিয়ের প্রস্তুতির কথা। কিন্তু, লেক কোমোর যে বিলাসবহুল ভিলায় রণবীর-দীপিকার বিয়ের আসর বসছে, সেখানকার একদিনের ভাড়া কত জানেন? রিপোর্টে প্রকাশ, রণবীর-দীপিকা যে ভিলা দেল বালবিয়ানেল্লো ভাড়া নিয়েছেন, তার জন্য এক একদিন ৮,২০,০০০ করে গুনতে হবে গাঁটের কড়ি। কিন্তু, এ তো গেল শুরু ভিলার ভাড়া। এরপর রয়েছে বিয়ের আলাদা খরচ। যে কোনও অনুষ্ঠানে এই ভিলায় ৮০ জন করে হাজির থাকতে পারেন। ৮০ জনের বেশি অতিথি কোনওভাবেই ভিলায় জায়গা পান না বলেও জানা যাচ্ছে। বন্দনা মোহন ওয়েডিং ডিজাইনিং কম্পানিই রয়েছে রণবীর-দীপিকার ব

প্রয়াত 'আয়রনম্যান','স্পাইডারম্যান'-এর প্রবক্তা স্ট্যান লি

Image
প্রয়াত মার্ভেল কমিকসের স্রষ্টা স্ট্যান লি৷ আয়রনম্যান, স্পাইডারম্যান, হাল্ক-এর স্রস্টা স্ট্যান লি সোমবার শিকাগোর শিনাই মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লি৷ নানারকম অসুস্থতা-পরের দিকে নিউমোনিয়া এ চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর মেয়ে। মার্ভেল কমিকস আর স্ট্যান লি যে সমার্থক। মার্ভেল কমিকসের একগুচ্ছ সুপারহিরোর স্রস্টা এই স্ট্যান লি। তাঁর লেখা সব কাল্পনিক চরিত্র, বইয়ের পাতা থেকে যেন আপনা আপনিই বাস্তবের রূপ নেয়। জায়গা করে নেয় মানুষের মনে। আর তাই তো আজও মুখে মুখে ফেরে আয়রনম্যান, স্পাইডারম্যান,হাল্ক থেকে থর বা এক্স মেন। ১৯৬১ সালে জ্যাক কিরবির সঙ্গে হাত মিলিয়ে মার্ভেল কমিকস লেখা শুরু করেন স্ট্যান লি৷ ফ্যান্টাস্টিক ফোর ছিল তাঁর প্রথম সৃষ্টি। শুধু লেখা নয়, তাঁর লেখা চরিত্রগুলো বইয়ের পাতা থেকে জায়গা করে নেয় সেলুলয়েডে। আর সেই জনপ্রিয়তাই যেন ক্রমশ মিথে পরিণত হয়। এখানেই থেমে থাকেননি তিনি, করেছেন অভিনয়ও। এমসিইউ ফিল্মে ক্যামিও-র চরিত্রে অভিনয় করেন তিনি৷মার্ভেল স্রস্টার মৃত্যু

স্কুটারে মিড-ডের চালের বস্তা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লেন প্রধান শিক্ষক!

Image
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করল পুলিশ। সোমবার কাঁথি-১ ব্লকের নাটদিঘি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ আহমেদ খান তাঁর স্কুটারে মিড-ডে মিলের চালের বস্তা চুপিসারে পাচারের পরিকল্পনা করেছিলেন। কিন্তু হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর দেন বিডিও এবং পুলিশকে।  কাঁথি-১ এর যুগ্ম বিডিও প্রীতম মণ্ডল বিদ্যালয়ে আসেন। কাঁথি থানার পুলিশও পৌঁছয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রধান শিক্ষককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে চালের বস্তা-সহ স্কুটারটি। বাসিন্দাদের দাবি, সোমবার সকাল ৬টা নাগাদ প্রধান শিক্ষক স্কুটার নিয়ে বিদ্যালয়ে আসেন। যে ঘরে চাল রাখা ছিল সেই ঘর খুলে এক বস্তা চাল নিয়ে স্কুটারে রাখেন। বিদ্যালয়ের  পাশেই স্থানীয় একটি ক্লাবের কালীপুজো হচ্ছিল। ক্লাবের সদস্যরা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে ধরে ফেলেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রেখা জানার স্বামী তপন জানা বলেন, "প্রধান শিক্ষক কোথায় চাল নিয়ে যাচ্ছিলেন জানতে চাওয়ায় নানা জনকে নানা রকম উত্তর দিচ্ছেন।'' তপনবাবু-সহ স্থানীয় বাসিন্দারা কাঁথি থানা ও বিডিওর কাছে

ছটে দু’দিন ‘ছুটি’ ঘোষণা রাজ্যের, অবাঙালিদের পাশে থাকার বার্তা মমতার

Image
গঙ্গার ঘাটে ছট পুজোয় মহিলারা। ছটের দিন ছুটি ছিলই। এ বার পরের দিনও ছুটির বন্দোবস্ত করল রাজ্য সরকার। সোমবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ নভেম্বর, মঙ্গলবার সম্পূর্ণ ছুটি। বুধবার সরকারি অফিস খোলা থাকলেও ছটে অংশগ্রহণকারী কর্মীরা ছুটি পাবেন। অন্য দিকে সোমবার পোস্তায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''বাংলায় সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ মিলে মিশে থাকে। আর ধর্মের নামে রাজনীতি করে বিজেপি।'' গত বছর থেকেই ছটের ছুটি চালু করে রাজ্য সরকার। কিন্তু পাঁজি অনুযায়ী এ বছর ছট পুজো ১৩ এবং ১৪ নভেম্বর দু'দিনই পড়েছে। এ বার প্রথম দিন অর্থাৎ ১৩ নভেম্বর ছটের জন্য সার্বিক ছুটি দেওয়া হয়েছে। ওই দিন রাজ্য সরকারের সমস্ত অফিস, কর্পোরেশন, বোর্ড, সরকারি অধিগৃহীত প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরের দিন 'সেকশনাল হলিডে'। অর্থাৎ ছট পুজো আয়োজন বা অংশগ্রহণ করলে, তাঁরা ছুটি পাবেন। সোমবার সন্ধ্যায় পোস্তা মার্চেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা

মালয়েশিয়ায় ক্যাসিনো খুলে এ রাজ্য থেকে মানুষ পাচারের ব্যবসা কবীরের!

Image
1) ভারতীয় এজেন্ট কবীর হোসেন মণ্ডল (মাঝে)। 2) মালয়েশিয়াতে নিখোঁজ ক্যানিংয়ের তিন শ্রমিক, আবু সালাম মণ্ডল,  আতিয়ার মণ্ডল সাইদ আখতার মণ্ডল। কলকাতা বিমানবন্দরে নামার পরেও সোমবার সকালে দুঃস্বপ্নের রেশ যেন কাটছিল না হুগলির পাণ্ডুয়ার যুবক সঞ্জয় মল্লিকের। মালয়েশিয়ার কুচিং বিমানবন্দর থেকে বিমান ছাড়ার আগে পর্যন্ত প্রাণে বেঁচে ফিরবেন বলে ভরসা পাচ্ছিলেন না তিনি। বেশি টাকা রোজগারের আশায় মালয়েশিয়া গিয়েছিলেন সঞ্জয়। সেখান থেকে বেশি টাকার বদলে ফিরলেন শিউরে ওঠা এক অভিজ্ঞতা নিয়ে। "ক্রীতদাসও এর থেকে ভাল ব্যবহার পায়,"—এ দিন দুপুরে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন সঞ্জয়। তাঁর কথায়, "৬০-৭০ কিলোর লোহার পাইপ নিয়ে দশ তলা বাড়ির বিভিন্ন জায়গায় বয়ে নিয়ে যেতে হত। ১২ ঘণ্টা টানা কাজ! বিশ্রামের কোনও সুযোগ থাকত না। বসলে বা কাজে কোনও ভুল হলে লাঠি বা হেলমেট দিয়ে মারা হত।"এ বছরের সেপ্টেম্বর মাসে ম্যানপাওয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে প্রায় ৯০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিংয়ে একটি নির্মাণ সংস্থায় কাজ করতে যান তিনি। এ দিন তিনি বলেন, "বিমানবন্দরে নামার পরেই পাসপোর্ট হাতে ধর