দিওয়ালিতে রেকর্ড গড়ল xiaomi!


মুম্বই: ভারতে হু হু করে বাড়ছে xiaomi এর গ্রাহক৷ সেই প্রমাণই মিলল৷ দিওয়ালির মরশুমে রেকর্ড গড়ল চিনা সংস্থাটি (xiaomi)৷ সম্প্রতি, সামনে এসেছে দিওয়ালিতে সংস্থাটির মোট বিক্রিত ডিভাইসের সংখ্যা৷ আর, সেই সংখ্যাতেই প্রতিদ্ধন্ধী সংস্থাগুলির চক্ষু চড়কগাছ৷ xiaomi ডিরেক্টর মানু কুমার জৈন জানাচ্ছেন, ২০১৮ সালের জুনে ভারতে xiaomi এর মার্কেট শেয়ার ছিল ২৯.৭ শতাংশ৷ যেটি ছাপিয়ে গিয়েছিল samsung এর মত নামীদামি ব্রান্ডকেও৷

একই সময়ে samsung এর মার্কেট শেয়ার ছিল ২৩.৯ শতাংশ৷ vivo এবং oppo এর মার্কেট শেয়ার ছিল যথাক্রমে ১২.৬ এবং ৭.৬ শতাংশ৷ তখন ভারতে বিক্রিত প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি xiaomi ডিভাইস ছিল৷ তবে, এখানেই থেমে ছিল না প্রতিযোগিতা৷ জৈন যোগ করেন, দিওয়ালি মরশুমে ভারতে ৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে xiaomi৷ যা অবশ্যই একটি রেকর্ড৷
 
প্রায় একমাস (৯ অক্টোবর-৮ নভেম্বর) ধরে চলেছিল xiaomi সেল৷ আর, এই দিওয়ালি সেলেই মোট ৮.৫ মিলিয়নের বেশি ডিভাইস বিক্রি করল সংস্থা (xiaomi)৷ যার ফলে সংস্থার আয় প্রায় ১ বিলিয়ন ডলার৷ বিষয়টিকে পরিষ্কার করে ডিরেক্টর জানান, ৮.৫ মিলিয়নের মধ্যে ৬ মিনিয়ন শুধুমাত্র স্মার্টফোন এবং বাকি ২.৫ বিলিয়নের মধ্যে রয়েছে এমআই টিভি এবং বিভিন্ন অ্যাক্সেসারিস প্রডাক্ট৷

গ্রাহক টানতে সংস্থাটি একাধিক লেটেস্ট লঞ্চের উপর দিয়েছে হেভি ডিসকাউন্ট৷ এছাড়াও, ক্যাশব্যাক, কুপনের মাধ্যমে ছাড়ের সুযোগও পেয়েছেন xiaomi ইউজাররা৷ অন্যদিকে, আকর্ষণীয় ফিচার এবং লো-বাজেট, মূলত এই কারণের দ্রুত গতিতে বেড়েছে সংস্থাটির চাহিদা এবং জনপ্রিয়তা৷৷ যেকারণেই খুব কম সময়ে ভারতে মার্কেট তৈরিতে সক্ষম হয়েছে xiaomi এর দুই ব্রান্ড, redmi এবং mi৷