Posts

Showing posts from August 29, 2018

পণের টাকা জোগাড় করতে না পেরে মেয়েকেই খুন বাবার

Image
নন্দ কিশোরের মানসিক অবস্থা ভালো যাচ্ছিল না। আসলে টান পড়েছিল পকেটে। অর্থাভাবে কথায় কথায় মেজাজ হারাচ্ছিলেন তিনি। শেষ অবধি যে নিজের বিবাহযোগ্যা মেয়েকে খুন করে বসবেন তা কেউ কল্পনাও করতে পারেনি। মঙ্গলবার ভোরে ছোট মেয়ে কবিতাকে গলায় সাইকেলের তার পেঁচিয়ে খুন করেন নন্দ কিশোর নামে বছর ৫৫-র সাইকেল মেকানিক। পুলিশ তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সঙ্গম বিহার এলাকায়। তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে নন্দর সংসার ছিল। অভাব থাকলেও স্ত্রীকে নিয়ে সুখেই ছিলেন। তবে অনেক কষ্টে বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাকী দুই মেয়ে সুমন (২৪) ও কবিতার বিয়ের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। সামান্য সাইকেল মেকানিক তার সংসারের টাকা জোগাবেন নাকি মেয়ের বিয়ে দেবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। সোমবার রাতে এসব নিয়ে ঝগড়া সপ্তমে ওঠে। মঙ্গলবার ভোরে সাড়ে ৫টা নাগাদ ছোট মেয়ে কবিতাকে খুন করেন নন্দ। স্ত্রী ও আর এক মেয়ে সুমনের উপরেও ঝাঁপিয়ে পড়েন। সুমন বেঁচে গেলেও স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও মেয়েদের আক্রমণ করেন নন্দ। ছেলে এসে আটকা

গাড়ি সারাতে গিয়ে জঙ্গিদের গুলির মুখে, উপত্যকায় মৃত চার পুলিশ কর্মী

Image
উপত্যকায় ফের জঙ্গি হানা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে চার পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার পর অস্ত্রশস্ত্র নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে ঘটনাটি ঘটেছে। এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একটি গাড়ি মেরামত করতে সোপিয়ানের আরহামা এলাকায় যান কয়েক জন পুলিশকর্মী। সেই সময় আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রাথমিক ভাবে পাওয়া খবরে জানা গিয়েছে, গুলিতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। জঙ্গি হানার পর পুলিশ কর্মীদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়ে জঙ্গিরা গা ঢাকা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে যান। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিরা আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের।

ব্যাঙ্ক ঋণ দেবে গুগল

Image
সার্চ ইঞ্জিনের জগতে এক নম্বর হল গুগল । দুনিয়ার খবর এক নিমেষে আপনার কাছে পৌঁছে দিতে গুগলের জুড়ি মেলা ভার । এবার থেকে গুগলের মাধ্যমেও পাওয়া যাবে লোন । ঠিক এমনটাই জানা গিয়েছে গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে । ভারতে গুগলের পরিসর অনেকটাই বৃহৎ এবং এই অনুষ্ঠানে ভারতের জন্য আরও কিছু পরিষেবার কথাও বলা হয়েছে। গুগলের নেক্সট বিলিয়ন ইউজার্স প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত জানিয়েছেন ঘরে বসেই এই লোন পাওয়া যাবে ও অনলাইনে লোন দেওয়ার জন্য ৪টি ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে জোট বাঁধছে গুগলের মালিকানা সংস্থা অ্যালফাবেট । এইচডিএফসি,কোটাক মাহিন্দ্রা, আইসিআইসিআই ও ফেডেরাল ব্যাঙ্কের মাধ্যমে এই লোনের সুবিধা দেবে গুগল । ইতিমধ্যেই গুগুলের তেজ পেমেন্ট অ্যাপের নতুন নামকরণ হয়েছে। এবার থেকে তেজ হতে চলেছে গুগল পে, এবং অনলাইন ও অফলাইন কেনাকাটার আরও অনেক সুবিধে পাওয়া যাবে। এছাড়াও ভীম ইউপিআই অ্যাপের মাধ্যমে গুগল পে ব্যবহার করে দ্রুত ঋণ পাওয়া যাবে। তেজ অ্যাপের নতুন নামকরণের ফলে বেশ কিছু আন্তর্জাতিক মানের পরিষেবাও পাবেন গ্রাহকরা । সামনেই আসন্ন মরশুমের উৎসব তাই তার আগেই অনলাইন লেনদেনের হার বাড়াতে চায় গুগল ।

কেরলে আর্থিক সাহায্যে এবার গুগল

Image
কেরলে আর্থিক সাহায্য করবে গুগল। এবার কেরলের বন্যাত্রাণে এগিয়ে এল গুগল। এই সার্চ ইঞ্জিন কর্তৃপক্ষ এবং সংস্থার কর্মীরা ত্রাণ তহবিলে দান করছেন এক মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় সাত কোটি টাকা। কেরল ও কর্নাটকের বন্যাত্রাণে এই অর্থ ব্যবহার করা হবে। গুগল ইন্ডিয়ার টুইটারে একথা জানানো হয়েছে। ৮ অগাস্ট থেকে কেরলের বন্যায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। কেরলের বন্যাকে ইতিমধ্যেই 'ভয়াবহ বিপর্যয়' হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। মনে করা হচ্ছে, ভারতে এটাই শতাব্দীর সবথেকে বড় বন্যা!‌ রাস্তাঘাট, সেতু এবং বাড়িগুলির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা অবর্ণনীয়। বন্যার জেরে ত্রাণ শিবিরে রয়েছেন ৩.২৬ লক্ষ মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩২২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা অর্থ সাহায্য দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। প্রতিশ্রুতিমতো আরও ১০০ কোটি টাকা দিয়েছে রাজনাথ সিংয়ের স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি কর্নাটকে বন্যায় মারা গিয়েছেন বেশ কিছু মানুষ। শুধুমাত্র কোডাগু জেলাতেই গৃহহীন হয়ে পড়েছেন দু'হাজারেরও বেশি মানুষ। শুধুাত্র কেরলেই আর্থিক ক্ষতির পরিমাণ ২১ কোটি ৪৩ লক্ষ টাকা। বন্যার জল সরল

পুজোর আগে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াচ্ছে মোদী সরকার

Image
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়বে জানুয়ারি থেকে। তা ছয় মাস আগে থেকেই ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আরও ২ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স এদিন এই সিদ্ধান্ত নিতে চলেছে। জীবনযাত্রার মানকে ধরে রাখতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া হয়। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদেরও সরকার এই ভাতা দিতে থাকে। কর্মীদের বেতনের বেসিকের সঙ্গে হিসাব করে তা নির্ধারিত হয়। যাতে মুদ্রাস্ফীতির প্রভাবে কর্মীদের পকেটে টান না পড়ে। এই বছরের মার্চ মাসে কেন্দ্র ৭ শতাংশ ডিএ বাড়িয়েছিল। তারপরে উৎসবের মরশুমের আগেই ফের খুশির খবর শোনাচ্ছে কেন্দ্র। নতুন মহার্ঘ ভাতার ঘোষণা জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে। বকেয়া টাকা কর্মী ও পেনশনভোগীরা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন বলে ঘোষণা হয়েছে। সারা দেশে ৪৮ লক্ষ সরকারি কর্মী ও ৬১ লক্ষ পেনশনভোগী মানুষ রয়েছে। সাধারণত ৭ শতাংশ করে ডিএ বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে ৯ শতাংশ করার ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে।

সেপ্টেম্বরের শুরুতেই ধাক্কা, টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা থমকানোর সম্ভাবনা

Image
এখনও পর্যন্ত যা খবর তাতে সেপ্টেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। মাসের প্রথম সপ্তাহে, প্রথম দিন থেকেই টানা পাঁচ দিন থমকে যেতে পারে গোটা দেশের ব্যাঙ্কিং পরিষেবা। সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে শনিবার। দেশের বেশির ভাগ রাজ্যে মাসের প্রথম শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও অনেক জায়গায় বন্ধ থাকে। ২ সেপ্টেম্বর রবিবার স্বাভাবিক ভাবেই বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। পরের দিন সোমবার, ৩ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি। এর পরের দু'দিন আবার রিজার্ভ ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটের ডাকে দিয়েছেন। সব মিলিয়ে টানা পাঁচ দিন থমকে যেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। গত ২০ অগস্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠন দু'দিনের ধর্মঘটের ডাক দেয়। ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাঙ্ক অফিসার্স অ্যান্ড এম্প্লয়িজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ৪ ও ৫ সেপ্টেম্বর কর্ম বিরতির ডাক দিয়েছে। এমনকী ওই দু'দিন আরবিআই কর্মীরা গণছুটিও নিতে পারেন। সব মিলিয়ে সেপ্টেম্বরের শুরুতে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে গোলমালের ভয় তৈরি হয়েছে। তাই ব্যাঙ্কের জরুরি কাজ অগস্টেই মিটিয়ে রাখা শ্রেয়।

শতাব্দীর সবচেয়ে দুঃসহ বন্যায় ৫০০ কোটির মদ বিক্রি হল কেরলে!

Image
নয়াদিল্লি : চারদিক জল থইথই করছে ৷ মানুষ আর্ত -বিপন্ন ৷ সামরিকবাহিনী তৎপরতার সঙ্গে মানুষদের উদ্ধার করছে শেষ কয়েকদিন ধরে কেরলের এই ছবি সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র দেখা গেছে ৷ কী করে এই মুমূর্ষুদের পাশে দাঁড়ানো যায় সকলেই নিজের মতো করে ভেবেছেন ৷ ত্রাণ গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই নিজেদের মতো করে সাহায্য করেছেন  ৷ তবে হঠাৎ একটি পরিসংখ্যানে সকলেই বেশ নড়েচড়ে বসেছেন ৷ কেরলের এই বন্যাকে শতাব্দীর সবচেয়ে খারাপ বন্যাও বলা হচ্ছে ৷ এই দশ দিন সময়ে কেরলে মদ বিক্রি হয়েছে ৫০০ কোটি টাকার ৷ কেরলা স্টেট বিভারেজ কর্পোরেশন (Bevco) -র রিপোর্ট ভিত্তি করে এই খবর সামনে এনেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম ৷ তাদের রিপোর্ট অনুযায়ি ১৫ অগাস্ট থেকে ২৬ অগাস্ট অবধি মদ বিক্রি হয়েছে ৫১৬ কোটি টাকার ৷ অর্থাৎ সারাদেশ যখন বন্যা বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়ানোর আর্তি জানাচ্ছিল তখন স্বাধীনতা দিবস থেকে ওনাম অবধি এই টাকার মদ ব্যবহাকর করেছেন কেরলবাসীরা ৷ কেরলে এখনও ৩.২৬ লক্ষ মানুষ ত্রাণশিবিরে রয়েছেন ৷ সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩২২ , গৃহহীণ হাজার হাজার মানুষ ৷ বন্যার ১৫ দি

বিপুল গাঁজা-সহ বিমানবন্দরে গ্রেপ্তার MBA ছাত্রী

Image
তিরিশ কেজি শুকনো গাঁজার পাতা-সহ ত্রিপুরা পুলিশের হাতে ধরা পড়ল এমবিএ পাঠরত এক ছাত্রী। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।  জেরার চাপে ওই ছাত্রী গাঁজা পাচারের কথা স্বীকার করে নেয়। তার সঙ্গে কথা বলে, একটি চক্রেরও হদিশ পায় পুলিশ। ধৃত বছর সাতাশের ওই যুবতী পুলিশকে জানায়, ত্রিপুরা ছাড়াও বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুণের অনেক পড়ুয়াই গাঁজা পাচারের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, গাঁজাপাচারের এই চক্রটা নিয়ন্ত্রণ হয় কর্নাটক থেকে। 

পাঁচ হাজার শিক্ষক অমিল মাধ্যমিকে

Image
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে শিক্ষক বাছাইয়ের জন্য প্রথম দফায় ঘোষিত তালিকায় শূন্য পদের তুলনায় পাঁচ হাজারেরও বেশি প্রার্থী অমিল। আদালতের নির্দেশে নবম ও দশম শ্রেণিতে নিয়োগের জন্য সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। তাতে দেখা যাচ্ছে, ১২,৯০৫টি শূন্যপদের মধ্যে প্রথম তালিকাভুক্ত প্রার্থীর সংখ্যা ৭,৬৬২। অর্থাৎ পাঁচ হাজারেরও বেশি প্রার্থী অমিল। ওয়েটিং লিস্টে অবশ্য আরও ৮,২৫৬ জনের নাম রয়েছে। সব মিলিয়ে ১৫,৯১৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আদালতে স্থগিতাদেশের জেরে বাংলার ফল প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, বাংলায় শূন্য আসনের সংখ্যা প্রায় ১৩০০। এসএসসি-র চেয়ারম্যান শর্মিলা মিত্রর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। যদিও তিনিই কাউন্সিলের ওয়েবসাইটে লিখিত ভাবে ফল প্রকাশের কথা ঘোষণা করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হওয়ার কথা। দিন কয়েক আগে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে। ওই পরীক্ষাতেও ৬ হাজার পদের মধ্যে প্রায় ৬০০ পদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। কেন যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, তা নিয়ে চর্চা শুরু

বাংলাদেশে নিজের বাড়িতেই গলা কেটে খুন মহিলা সাংবাদিক

Image
বাংলাদেশের এক সাংবাদিকের বাড়িতে ঢুকে তাঁর গলা কেটে খুন করল একদল দুষ্কৃতী। ৩২ বছরের সুবর্ণা নদী একটি টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন।  দৈনিক জাগ্রত বাংলা সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভির হয়ে কর্মরত সুবর্ণা থাকতেন পাবনা জেলার রাধানগর এলাকায়। তাঁর একটি নয় বছরের কন্যা রয়েছে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের অপেক্ষায় ছিলেন তিনি। পাবনার অ্যাডিশনাল সুপার ইবনে মিজান জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০.৪৫ নাগাদ ১০-১২ জন মোটরসাইকেলে চেপে সুবর্ণার বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়। সুবর্ণা দরজা খুলতেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে পালান দুষ্কৃতীরা। চিত্‍‌কার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে সুবর্ণাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক দল। দোষীদের অবিলম্বে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন পাবনার সাংবাদিক সংগঠন। 

অনন্তনাগে এনকাউন্টার: হত ২ সন্ত্রাসবাদী, বন্ধ ইন্টারনেট পরিষেবা

Image
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে মৃত্যু হল ২ সন্ত্রাসবাদীর। বুধবার সকাল থেকেই শুরু হয় গুলিবিনিময়। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা।  ওই এলাকায় একদল সন্ত্রাসবাদী ঢুকে গা-ঢাকা দিয়েছে, এই খবর পেয়েই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়। নিরাপত্তা রক্ষীদের অভিযানে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলি ছোড়েন পুলিশ ও জওয়ানরা। যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। প্রশাসন ওই এলাকার ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রেখেছে। দক্ষিণ কাশ্মীরের ট্রেন পরিষেবাও কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে।

স্বচ্ছ ভ্যাকেন্সির দাবিতে কলকাতায় মিছিল SSC চাকরী প্রার্থীদের, যাবে নবান্নও

Image
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত ওয়েটিং লিস্টে থাকা সমস্ত প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। এই দাবি সহ আরও তিনটি দাবিতে আজ শিয়ালদা স্টেশন থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে SSC পরীক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। কয়েকদিন আগে কমিশনের তরফে প্রকাশিত রাষ্ট্রবিজ্ঞানের প্যানেল লিস্টে দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। প্রথমবার প্রকাশিত ওই লিস্টের প্রথম স্থানে ববিতা বর্মণের নাম ছিল। কিন্তু কমিশন ফের আরও একটি লিস্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় ববিতা বর্মণের পরিবর্তে অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে। এবং ববিতার নাম দ্বিতীয় স্থানে রয়েছে। জানা যায়, অঙ্কিতা, পরেশ অধিকারীর মেয়ে। পরেশবাবু কয়েকদিন আগে ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। মৃলত প্যানেল লিস্টে নাম পরিবর্তনের প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিল। তাদের দাবি, ওয়েটিং লিস্টের( ক্লাস৯ - ক্লাস ১২) প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষার্থী অনুযায়ী পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।  হাফিজ়ুল আলি নামে মিছিলে অংশগ্রহণকারী এক চাকরিপ্রার্থী বলেন, &quo

যুবতিদের অশ্লীল ছবি তোলাই নেশা, অবশেষে গ্রেপ্তার

Image
অভিযুক্ত বিদ্যুৎ পাল  কলকাতা : যুবতিদের অশ্লীল ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। অভিযুক্ত বিদ্যুৎ পাল। ঘটনাটি সল্টলেকের LA ব্লকের। গতকাল ওই যুবক রাস্তায় কয়েকজন যুবতির শরীরের বিভিন্ন অংশের ছবি তোলে বলে অভিযোগ। এরপরই ওই যুবতিরা তার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। গতকাল দুপুরে সল্টলেকের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কয়েকজন যুবতি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের অনুসরণ করে বিদ্যুৎ। এরপর সে নির্দিষ্ট দূরত্ব থেকে ওই যুবতিদের শরীরের বিভিন্ন অংশের ছবি তুলতে থাকে। ছবি তোলার সময় ওই যুবতিদের মধ্যে একজন এই ঘটনা দেখে ফেলে। এরপর বিদ্যুতের মোবাইল খুঁজে একাধিক মহিলার অশ্লীল ছবি পাওয়া যায়।  খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারা বিদ্যুৎকে প্রাথমিকভাবে আটক করে। রাতে জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার মোবাইলও বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক মানসিক বিকারগ্রস্ত। মেয়েদের ছবি তোলা তার নেশা। শহরের আনাচে কানাচে মেয়েদের ছবি তোলে সে।

"গ্রেপ্তার না করে এক পা কেটে দিন", কাকুতি-মিনতি ধর্ষকের

Image
ক্যানিং : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম সইদুল শেখ। গতরাতে ক্যানিং স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। যৌন হেনস্থার ঘটনাটি ঘটে চলতি মাসের ১৩ তারিখ। জেরায় অভিযুক্ত জানিয়েছে, এতদিন সে শিয়ালদা স্টেশনে ভিক্ষা করছিল। এবং সেখানেই থাকত। চলতি মাসের ১৩ তারিখ আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে সইদুলের বিরুদ্ধে। নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিল সইদুল।  এরপর সইদুলের পরিবারের সদস্যদের ফোনে আড়ি পাতা শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পায় ক্যানিং স্টেশন সংলগ্ন এলাকায় পরিজনদের সঙ্গে দেখা করতে আসবে সইদুল। গতরাতে আসে সে। সেইমতো আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। গ্রেপ্তার করা হয় সইদুলকে।  পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সইদুল ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের পর শিয়ালদা স্টেশনে থাকত সে। সেখানে ভিক্ষা করত। ফোন ট্যাপ করা হবে জেনে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনেও যোগাযোগ করত না সে।  ক্যানিং থানায় নিজের দোষ স্বীকার করে কান ধরে ওঠবোস করে সইদুল। এমনকী নিজেই নিজের শাস্তির কথা জা

কীভাবে এতো কম সময়ে ভারতের এক নম্বর ইন্টারনেট প্রোভাইডার হয়ে উঠল জিও?

Image
বছর দুই ভারতের টেলিকম বাজারে পা রেখেছিল রিলায়েন্স জিও। তারপরে বাকিটা ইতিহাস। ভারতবাসীর স্মার্টফোন ব্যবহারের অভ্যেস বদলে দিয়েছে মুকেশ আম্বানির স্বপ্নের প্রজেক্ট। শুধুমাত্র 4G নেটওয়ার্ক ব্যবহার করে সারা ভারতে টেলিকম জগতের কব্জা করেছে জিও। এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএল এর মতো পুরোনো অপারেটারদের তুরি মেরে উড়িয়ে গ্রাহকের স্মার্টফোনে ঢুকে পড়েছে জিও সিম কার্ড। সম্প্রতি ভোডাফোনকে টপকে ভারতের দুই নম্বর টেলিকম অপারেটারের তকমা ছিনিয়ে নিয়েছে জিও। এখন সামনে শুধুই এয়ারটেল।। কিন্তু কীভাবে দুই বছরের কম সময়ে এই বিশাল সাফল্যের মুখ দেখলো জিও? ট্রাই এর রিপোর্ট অনুযায়ী দেশের মোট ৪৯.৯ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ১৮.৬৫ কোওটি জিও গ্রাহক। যা দেশের মোট ইন্টারনেট গ্রাহকের ৩৭.৭ শতাংশ। নব্বই দশক থেকে ভারতের টেলিকম বাজারে থাকা এয়ারটেলের ক্ষেত্রে এই সংখ্যাটি ২৩.৫ শতাংশ। এয়ারটেলের মোট ১১.৬ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। এয়ারটেলের বেশিরভাগ গ্রাহক এখনো কোম্পানির 2G সার্ভিস ব্যবহার করেন। এই সব গ্রাহকের একটি বিরাট অংশ 2G ফিচার ফোন ব্যবহার করেন। শিঘ্রই আইডিয়া ও ভোডাফোন যোগ হয়ে একটি নেটওয়ার্ক হয়ে যাবে। এই দুই নেটও

ড্রোনে করে খাবার ডেলিভারি বন্ধ, তবে বিয়ের ছবি তোলা যাবে, বলছে নয়া নিয়ম

Image
নয়াদিল্লি: ড্রোনের বাণিজ্যিক ব্যবহার নিয়ে নয়া নীতি জারি করল কেন্দ্র। তাতে কৃষি, স্বাস্থ্য ও বিপর্যয় মোকাবিলায় ড্রোনের ব্যবহারে ছাড়পত্র দেওয়া হলেও জিনিসপত্র বা খাবার ডেলিভারি আপাতত নিষিদ্ধ করা হয়েছে। যদিও ব্যবহার করা যাবে বিয়ের ছবি তোলার ক্ষেত্রে। নয়া নিয়মে বলা হয়েছে, সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনে শুধু দিনের বেলাতেই ড্রোন ব্যবহার করতে পারবেন। তা ওড়ানো যাবে ৪৫০ মিটার পর্যন্ত। অবশ্যই রেজিস্টার করাতে হবে, প্রতিটি ড্রোনকে দেওয়া হবে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। তবে ছাড় পাবে ২৫০ গ্রামের কম ওজনের ন্যানো ড্রোন, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির ড্রোন। বিমানবন্দর, আন্তর্জাতিক সীমান্তের আশেপাশে, উপকূল এলাকা ও রাজ্য সরকারি সদর দফতরের পাশে ড্রোন ওড়ানো যাবে না। এছাড়া কৌশলগত এলাকাগুলি, সেনার আওতায় থাকা গুরুত্বপূর্ণ এলাকা ও দিল্লির বিজয় চকেও ড্রোন ওড়ানো নিষিদ্ধ। কৃষির ক্ষেত্রে ড্রোন ব্যবহারে ছাড় দেওয়া হলেও কীটনাশক ছড়ানোয় তা ব্যবহার করা যাবে না। বিস্ফোরক, জীবজন্তু বা মানুষ বওয়ার কাজেও ব্যবহার করা যাবে না ড্রোন। ড্রোন উড়ানের সংক্রান্ত নিয়ম জারি করে অসামরি

স্কুল ছাত্রীর পথ আটকে শ্লীলতাহানি, হোয়াটসঅ্যাপে ভিডিয়ো ছড়িয়ে দিল দুষ্কৃতীরা

Image
সাইকেলে যাচ্ছে এক স্কুল ছাত্রী। বাইকে চেপে এসে সাইকেল থামিয়ে কয়েক জন যুবক তার পথ আটকাল। চলল শ্লীলতাহানি। গোটা ঘটনার ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়া হল হোয়াটসঅ্যাপে। ভয়ানক এই ঘটনা ঘটেছে বিহারের সহর্ষ এলাকায়। ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক কিশোরী সাইকেল নিয়ে দাঁড়িয়ে। তার পথ আটকে তাকে ঘিরে চার পাঁচ জন যুবক। চলছে শ্লীলতাহানি। গায়ে হাত দেওয়া থেকে শুরু করে ওড়না কেড়ে নেওয়া— চলছে সবই। ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করছে কিশোরী। কিন্তু তার কথায় কর্ণপাত করেনি কেউ। শেষ পর্যন্ত সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে কিশোরী। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ধাওয়া করে খানিকটা দূরে গিয়ে তাকে ধরে ফেলে এক যুবক। সেখানেও এক দফা শ্লীলতাহানি করা হয়। এক যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও অনেকের সঙ্গে পেরে ওঠেননি তিনি। দেখুন সহর্ষে শ্লীলতাহানির সেই ভিডিয়ো কুকীর্তির এখানেই শেষ নয়। গোটা ঘটনার ভিডিয়ো তুলে রেখেছিল ওই যুবকের দল। হোয়াটসঅ্যাপে সেটি ছড়িয়ে দেওয়া হয়। ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। ফরওয়ার্ড হতে হতে চলে আসে সহর্ষেরই এক পুলিশ কর্তার হোয়াটস

প্রেম ভাঙাতে রাখি পরানোর ‘শাস্তি’ প্রিন্সিপালের, তিন তলা থেকে ঝাঁপ ছাত্রের

Image
স্কুলের সহপাঠীর সঙ্গে প্রেম। কিন্তু আপত্তি স্কুলের। দু'জনের সম্পর্ক ভাঙতে টিচার্স রুমেই রাখি পরানোর 'শাস্তি' দিয়ে শিক্ষা দিতে গিয়েছিলেন প্রিন্সিপাল। কিন্তু ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। স্কুল ভবনের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল বছর আঠেরোর ওই পড়ুয়া। প্রাণে বেঁচে গেলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। সোমবার ত্রিপুরার আগরতলার একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়া ও অভিভাবকরা।  আগরতলা শহরের একটি বেসরকারি স্কুলের ছাত্র দিলীপকুমার সাহা। ক্লাসেরই বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। দু'জনের সম্পর্কের কথা জেনে যান স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। নিষেধ করা সত্ত্বেও কেউ সম্পর্ক ভাঙতে রাজি হয়নি। কিন্তু প্রিন্সিপালও নাছোড়। সুযোগ খুঁজছিলেন। তার মধ্যেই এসে যায় রাখি উৎসব। সোমবার স্কুলের টিচার্স রুমে ডাকা হয় দিলীপ ও তার প্রেমিকাকে। ডেকে পাঠানো হয়েছিল ছাত্রীর বাবা মাকেও। এ বার ওই ছাত্রীকে প্রিন্সিপালের নির্দেশ, ভরা টিচার্স রুমে সবার সামনেই রাখি পরাতে হবে দিলীপকে। কিন্তু ওই ছাত্রী যেমন রাখি বাঁধতে রাজি ছিল না, তেমনই দিলীপও রাখি পরতে চায়

মমতাকে কিভাবে খুঁজে পেয়েছিলেন সিদ্ধার্থশঙ্কর-প্রিয়রঞ্জন? তৃণমূলনেত্রীর মুখেই শুনুন সেই গল্প

Image
'মানুদা নেমে এসেছিলেন গাড়ি থেকে, ভিড়ের মধ্যে থেকে প্রিয়দা খুঁজে বের করেছিলেন আমাকে' কলকাতা: 'এই তোদের এখানে মমতা বলে কে আছে রে?' প্রশ্নটা ছিল প্রিয়রঞ্জন দাসমুন্সীর ৷ সময়টা সাতের দশকের মাঝামাঝি ৷ আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন রাজনৈতিক জীবনের শুরু ৷ কলেজ রাজনীতির সময় থেকেই দাপুটে এই যুব নেত্রীর কাজের প্রতি ভালবাসা ও তাঁর রাজনৈতিক প্রজ্ঞা তখনই নজরে পড়েছিল দলের শীর্ষ নেতাদের ৷ মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেত্রীর গলায় উঠে এল নিজের ছাত্র রাজনীতি জীবনের গল্প ৷ সেটা ছিল দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের মিটিং ৷ নতুন যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পৌঁছে গিয়েছিল তৎকালীন কংগ্রেসের যুব সভাপতি প্রিয়রঞ্জন ও সুব্রত মুখোপাধ্যায়ের কানেও ৷ সেই মিটিংয়ে এগিয়ে এসে যুব সভাপতি নিজে থেকে পরিচয় করেছিলেন ভবিষ্যত বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ সবার সামনে মমতা কে? প্রশ্ন করতেই সমস্বরে সবাই চিনিয়ে দিয়েছিল ছাত্রনেত্রীকে ৷  মমতাকে প্রিয়রঞ্জন সেদিন বলেছিলেন, 'তুই খুব ভালো করছিস। করে যা। অনেক দূর যেতে হবে তোকে ৷' সময়ই প্রমাণ করে

নয়া অবতারে রাজধানী-শতাব্দী, প্লেনকেও হার মানবে এই ট্রেনগুলি

Image
নয়াদিল্লি: ট্রেন শব্দটা শুনলেই নাক শিটকোন ৷ সেই তো একইরকমের কম্পার্টমেন্ট ,সেই গন্ধ বেরোনো টয়লেট, তা সে সাধারণ ট্রেন হোক বা রাজধানী-শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন ৷ বাইরে থেকে হয়ত এই ট্রেনগুলি আর পাঁচটা ট্রেনের থেকে একটু আলাদা ৷ কিন্তু কিছু ক্ষণ যাত্রা শুরুর পর হরেদরে সেই এক ৷ তবে এই ট্রেন ছেড়ে যে যাত্রীরা এখন প্লেনকেই বেছে নিচ্ছেন তাদের ফের ট্রেনে ফিরিয়ে আনতে আগ্রহী ভারতীয় রেলওয়ে ৷ ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে ফেলেছে তারা ৷ এরই প্রথম পদক্ষেপ এসি ৩ টিয়ার হমসফর এক্সপ্রেস ও চেয়ার কার ট্রেন তেজস এক্সপ্রেস ৷ এই ট্রেনগুলোর মতো করেই সাজিয়ে ফেলা হবে রাজধানী ও শতাব্দীকে ৷ অপারেশন স্বর্ণের সৌজন্যে ১৪ টি রাজধানী ও ১৫ টি শতাব্দী একেবারে নতুন হয়ে উঠবে ৷ প্রতিটি নতুন রেকের জন্য ৫০ লক্ষ টাকা করে খরচ করছে ভারতীয় রেল ৷ ঝাঁকুনি ফ্রি সফর - এই অক্টোবরের পর থেকে আপনি যখনই রাজধানী বা শতাব্দীতে উঠবেন তখনই এক নতুন অনুভব করবেন ৷ ঝাঁকুনি কী জিনিস তা আর বোঝা যাবে না ৷ প্রতি কোচে লাগানো হচ্ছে কাপলার ডিভাইস ৷ যাতে যাত্রীদের কোনও রকমের অসুবিধা না হয় ৷ যা আসলে খুব উচ্চ মানের শক অ্যাবজ

কোন অ্যাপ আপনার ফোন স্লো করছেন জানবেন কীভাবে?

Image
সম্প্রতি লঞ্চ হওয়া ফোনগুলির স্পেসিফিকেশানে অনেকটাই উন্নতি ঘটেছে। একই সাথে তাল মিলিয়ে ক্রমশ ভারি হয়েছে Android অ্যাপগুলি। তাই ভালো স্পেসিফিকেশানের নতুন ফোন কেনা সত্ত্বেও কিছুদিন পরেই সেই ফোন স্লো হয়ে যাচ্ছে। আর দোষ পড়ছে বেচারা ফোনের উপরে। কিন্তু বেশিরভার সময়ের Android ফোন স্লো হয়ে যাওয়ার অন্যতম কারন ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলি। কীভে চিনে নেবেল এই অ্যাপগুলিকে? আসুন দেখে নেওয়া যাক। ফোনের ব্যাটারি জলদি খতম হয়ে যাওয়া ও ফোন স্লো হয়ে যাওয়ার জন্য সখের ফোনটিকে দোষ না দিয়ে আগে ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলিকে দেখে নেওয়া আবশ্যিক। ফোন স্লো হওয়ার জন্য সবার আগে দায়ী Facebook ও Instagram অ্যাপগুলি। এই দুটি অ্যাপ ফোনের RAM সবসময় দখল করে বসে থাকে। কীভাবে চিনবেন এই ক্ষতিকারক অ্যাপগুলিকে? স্টেপ ১। Settings এ যান। স্টেপ ২। Storage/Memory সিলেক্ট করুন। স্টেপ ৩। এখানে কোন অ্যাপ কত স্টোরেজ দখল করে রয়েছে তা দেখিয়ে দেবে। স্টেপ ৪। তালিকায় 'App Usage' সিলেক্ট করে 1 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন অন্তর্বতী সময় সিলেক্ট করতে পারবেন। এখান থেকেই জেনে নিতে পারবেন কোন অ্যাপ কত RAM দখল করে থাকছে। এই তালিকা থেকে কোন

ফেসবুক-বন্ধুকে দেখতে ইউক্রেন থেকে আরামবাগ

Image
আরামবাগ: কিয়েভ থেকে বিমানে দিল্লি। সেখান থেকে কলকাতা। তার পর আরামবাগের তালারপাড়। 'চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।' স্থানীয় এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপের সূত্রে ইউক্রেনের এক তরুণীর আরামবাগে আগমন নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আরামবাগের যে যুবকের সঙ্গে দেখা করতে ৩০ বছরের ওই তরুণী তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছেন, সেই প্রসেনজিৎ কর্মকারের বিয়ে হয়েছে ১৫ অগস্ট। পুলিশ জানায়, লোপা চুক নাদিয়া নামে ইউক্রেনের ওই তরুণী কিয়েভ থেকে দিল্লিতে পৌঁছন ২৩ অগস্ট। ২৫ তারিখ সন্ধ্যায় আরামবাগের একটি হোটেলে ওঠেন নাদিয়া। যিনি পেশায় নার্স। মোবাইল ফোনের ব্যবসায়ী প্রসেনজিতের সঙ্গে বছর দেড়েক আগে ফেসবুকে পরিচয় নাদিয়ার। তার পর ফোনেও দু'জনে কথা বলতেন। দূরভাষে গলার স্বর শোনা, চ্যাটিং, হোয়াটসঅ্যাপের ভিডিয়ো কল করা, সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারে নিয়মিত কথাবার্তায় দু'জনের যোগাযোগ আরও নিবিড় হয়। এতটাই যে, তিন মাসের ভিসা নিয়ে প্রায় ছ'হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আরামবাগে চলে এসেছেন নাদিয়া। আর তার পরেই চাঞ্চল্য তল্লাট জুড়ে। এলাকার মানুষের অনেকের প্রশ্ন, প্রসেনজিতের বিয়ের খবর শুনেই কি উদ্বিগ্ন হয়ে এতটা পথ উজিয়ে

কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চিকনা

Image
কলকাতা : রীতিমতো ফাঁদ পেতে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল এক কুখ্যাত দুষ্কৃতীকে। তার বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে কলকাতার চারটি থানায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি চপার। কোথা থেকে পেয়েছিল সে এই আগ্নেয়াস্ত্র ? জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। মধ‍্য ও পূর্ব কলকাতার রীতিমতো ত্রাস ছিল চিকনা। কলকাতার চারটি থানা এলাকায় তার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। স্থানীয়ভাবে লোকে তাকে চিকনা বলে জানলেও, পুলিশ সূত্রে খবর তার আসল নাম মহম্মদ আমজাদ। এন্টালি, তপসিয়া, তিলজলা এলাকায় সক্রিয় ছিল সে। অনেকদিন ধরেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ আসছিল। কখনও প্রোমোটারকে হুমকি, কখনও ব্যবসায়ীকে তোলার জন্য চাপ, চিকনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পেয়েছিল লালবাজারের গুন্ডা দমন শাখা।  অনেকদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। গতরাতে ফাঁদ পাতে তারা। তারপর গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছ থেকে একটি ম্যাগাজিন সহ দেশি নাইন এম এম পিস্তল, একটি ওয়ান শর্টার ও একটি চপার উদ্ধার হয়েছে।

বস ভাল নয়, তাই ৭৩০ দিনের ছুটির আবেদন সরকারি কর্মীর

Image
ইসলামাবাদ: বস ভাল নয়, এই যুক্তিতেই লম্বা ছুটি নিয়ে নিলেন এক কর্মী। এক-দু'দিনের নয়, একেবারে টানা ৭৩০দিনের ছুটির নিয়ে সাড়া ফেলে দিয়েছেন ওই ব্যক্তি। নতুন বসের অধীনে কাজ করা যাচ্ছে না, সেইজন্যই নাকি এমন সিদ্ধান্ত। ওই কর্মীর ছুটির অ্যাপ্লিকেশনই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে পছন্দ হয়নি নয়া রেলমন্ত্রীকে। সেইজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এক রেলকর্মী। সাধারণ কর্মী নন, ওই ব্যক্তি পাকিস্তানের রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার, নাম মহম্মদ হানিফ গুল। তিনি জানিয়েছেন, 'নতুন মন্ত্রী খুবই অপেশাদার এবং তাঁর ব্যবহারও খারাপ। ছুটির আবেদনে তিনি লিখেছেন, "পাকিস্তানের সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে ওনার অধীনে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।"   গত ২০ অগস্ট ইমরান খানের সরকারের মন্ত্রীরা শপথ নেন। সেখানেই শপথ নেন রেলমন্ত্রী শেখ রশিদ। তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন ওই রেলকর্মী। অনেকেই বিষয়টাকে মজা হিসেবে দেখেছেন, আবার অনেকে বলেছেন, প্রয়োজনে টাকা ছাড়া ছুটি নিন ওই ব্যক্তি। পাকিস্তানের জিও টিভির রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তিকে চিফ কমার্শিয়াল ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছ

ভাইয়ের হাতে দাদা খুন

Image
সিউড়ি: বাড়ির জানালা তৈরি নিয়ে দুই ভাইয়ের বিবাদ৷ তার জেরেই ভাইয়ের হাতে খুন দাদা৷ ঘটনাটি বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রথতলা পাড়ার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদা শক্তিপদ দাসের সঙ্গে ভাই বিশ্বনাথ দাসের বিবাদ দীর্ঘদিনের৷ তা চরমে ওঠে বাড়ির জানালা তৈরিকে কেন্দ্র করে৷ ভাই বিশ্বনাথ দাসের নির্দেশে রাজমিস্ত্রি কাজ শুরু করলে তার প্রতিবাদ করেছিল দাদা শক্তিপদ দাস৷ অভিযোগ, সেই সময়ই ভাই বিশ্বনাথ দাস এবং তার দুই ছেলে বাবন ও শ্রবন দাস মিলে শক্তিপদ দাসকে মারধর করে এবং টাঙ্গি দিয়ে মাথার বাঁদিকে আঘাত করে৷ সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন বছর ৬৫-র শক্তিপদ। শক্তিপদ দাসের ছেলে কিশোর দাস ঘটনার প্রতিবাদ করলে তাকেও টাঙ্গি দিয়ে কোপ মারা হয় বলে দাবি মৃতের পরিবারের। এরপর জখম শক্তিপদ দাসকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে কলকাতায় আসার পথেই মৃত্যু হয় তাঁর৷ অভিযুক্ত ভাই বিশ্বনাথ দাস ও তার দুই ছেলের খোঁজ চালাচ্ছে সাঁইথিয়া থানার পুলিশ৷

পেটিএম কিনল ওয়ারেন বাফে

Image
নয়াদিল্লি: ভারতের অন্যতম বড় ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম-এ লগ্নি করল ওয়ারেন বাফে-র সংস্থা বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে। এই বিনিয়োগের ফলে পেটিএম-এর পরিচালন পর্ষদে থাকবে এই মার্কিন সংস্থাটির প্রতিনিধি। মঙ্গলবার এমন তথ্য দিয়েছে পেটিএম। তবে, বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ের সঙ্গে কত টাকার চুক্তি এবং মার্কিন সংস্থাটি কতটা মালিক হচ্ছে তা বিশদে কিছু জানায়নি ভারতীয় সংস্থাটি।বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে-র ইনভেস্টমেন্ট ম্যানেজার টড কম্বস পেটিএম-এর পরিচালকমন্ডলিতে যোগ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেটিএম।   প্রসঙ্গত, গত বছর পেটিএম-এর ২০ শতাংশ অংশীদারিত্ব ১৪০ কোটি ডলার বা ৯ হাজার কোটি টাকার বেশি অর্থ দিয়ে কিনেছিল জাপানি সংস্থা সফ্টব্যাঙ্ক। অ্যান্ট ফিনান্সিয়াল এবং আলিবাবার মতো বিশ্বের তাবড় লগ্নিকারী সংস্থাগুলিও অর্থ ঢেলেছে পেটিএম-এর মালিক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনস-এ।

আচমকা বদলি, বিক্ষোভ যাদবপুরে

Image
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষাকর্মীকে আচমকাই এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করলেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। অভিযোগ, এক শিক্ষাকর্মী-নেতার চাপেই কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিষয়টি রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য স্বীকার করে নিলেও তিনি এ নিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি। তবে যাদবপুরের শিক্ষক সংগঠন জুটার সহ-সম্পাদক পার্থপ্রতিম  রায়ের বক্তব্য, এমন আচমকা বদলিতে বেশ কিছু বিভাগের কাজ বিঘ্নিত হবে। ক্ষতি হবে ছাত্রছাত্রীদেরও। পার্থবাবু বলেন, ''বেশ কয়েকটি বিভাগ থেকে আমাদের সহকর্মীরা জানিয়েছেন, এই বদলির পরে তাঁদের বিভাগে পঠনপাঠনের ধারাবাহিকতা নষ্ট হবে।'' উদাহরণ হিসেবে তিনি জানান, বেশ কয়েকটি বিজ্ঞান-ল্যাবরেটরিতে সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ শিক্ষাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় আনা হয়েছে এমন কয়েক জনকে, যাঁরা সেই বিষয় সম্পর্কে তেমন ওয়াকিবহাল নন। পার্থপ্রতিমবাবুর দাবি, এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন খুবই ক্ষতিগ্রস্ত হবে।

কাঞ্চনকন্যা থেকে উধাও রেলকর্মী

Image
রেলপথে সফরকালে যাত্রী নিখোঁজের খবর মাঝেমধ্যে শোনা যায়। এ বার কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে কর্তব্যরত এক রেলকর্মীই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন! পুলিশ জানায়, বছর বিয়াল্লিশের ওই রেলকর্মীর নাম গঙ্গারাম পণ্ডিত। ২৫ অগস্ট শিয়ালদহ থেকে ছাড়া কাঞ্চনকন্যায় রেলকর্মী নিখোঁজের ঘটনায় তদন্তে নেমেছে রেল পুলিশ। মঙ্গলবার পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। পুলি‌শ তাঁর সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। এ দিন জেরায় দুই কর্মী অনুপস্থিত ছিলেন। তাঁরা তথ্য গোপন করছেন কি না, তা-ও দেখা হচ্ছে। পুলিশি সূত্রের খবর, শনিবার কাঞ্চনকন্যায় ডিউটি ছিল গঙ্গারামের। ওই রাতে বিহারে পিত্রালয়ে থাকা স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। কিন্তু রবিবার সকাল থেকে তাঁকে আর ট্রেনে দেখা যায়নি। পুলিশ জেনেছে, ওই দিন গঙ্গারামের সঙ্গে ছিলেন রেলকর্মী বাবলু কর্মকার। এ ছাড়াও ছিলেন বেসরকারি সংস্থার দুই কর্মী। বাবলুর সঙ্গে কথা হয়েছে তদন্তকারীদের। কিন্তু বেসরকারি সংস্থার ওই দুই কর্মী তলব পেয়েও মঙ্গলবার হাজিরা দেননি। বাবলু পুলিশকে জানান, ট্রেনের এ১ কামরার দায়িত্বে ছিলেন তিনি। গঙ্গারাম দেখছিলেন বি১ এবং বি২ কামরা। কিন্তু সাঁইথিয়ায় পৌঁছনোর পরে ওই দুই কামরার কোনওটি

পশ্চিমবঙ্গের বিজ্ঞাপন সরাল ওড়িশা পুলিশ

Image
এই বিজ্ঞাপনেই জট। রাস্তা কার, তা নিয়েই বিবাদে জড়াল পশ্চিমবঙ্গ ও ওড়িশা। উদয়পুর সৈকতে যাওয়ার ওই রাস্তার দখল নিয়ে মঙ্গলবার গোলমাল বাধে দিঘা-ওড়িশার সীমানা এলাকায়। রাস্তায় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের বিজ্ঞাপনের একটি বোর্ডকে ওড়িশার পুলিশ ভেঙেও দেয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা বরাবর মশানজোড় বাঁধে রং করা নিয়েও ঝামেলায় জড়ায় দুই রাজ্য প্রশাসন। এ রাজ্যের সরকার বাঁধের রং নীল-সাদা করতে গেলে বাধা দেয় ঝাড়খণ্ডের জেলা প্রশাসন। দিঘা-ওড়িশার সড়ক সীমানা থেকে উদয়পুর সৈকতে যাওয়ার পিচ রাস্তাটি দুই রাজ্যের বাসিন্দারাই ব্যবহার করেন। রাস্তার পাশে কয়েক বছর আগে ওড়িশার তালসারি মোহনা থানার পুলিশ শৌচাগার বানাতে গেলে নির্মাণের বিরোধিতা করেছিল রামনগর-১ ব্লক প্রশাসন। তখনই রাস্তা বিবাদের শুরু। ওড়িশার বালেশ্বর জেলা প্রশাসনের দাবি, ওই রাস্তা তাদের। কিছু দিন আগে এ রাজ্যের সেচ দফতর রাস্তার পাশে লোহার স্ট্যান্ড বসিয়ে উন্নয়নমূলক বিজ্ঞাপনের বোর্ড লাগায়। তাতে অসন্তোষ জানিয়ে মাসখানেক আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ওই বিজ্ঞাপনের বোর্ড সরিয়ে নিতে বলে বালেশ্বর জেলা প্রশাসন। বালেশ্বরের পুলিশ সুপার বি যুগল কিশোর

ঝুলছেন মা, পাশে গলা কাটা শিশু

Image
বরাহনগরের সেই বাড়িতে পুলিশ। মঙ্গলবার। বারবার ফোন করেও স্ত্রীকে না পেয়ে সময়ের অনেক আগেই অফিস থেকে বাড়ি ফিরেছিলেন স্বামী। বন্ধ দরজা ভেঙেই ঘরে ঢোকেন। দোতলায় গিয়ে আবিষ্কার করেন স্ত্রীর ঝুলন্ত দেহ। পাশেই পড়ে ছিল তাঁর দেড় বছরের ছোট্ট মেয়ের গলা কাটা শরীর। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বরাহনগরের আর এন চ্যাটার্জি রোডে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম সোমা ভৌমিক (২৮)। তাঁর মেয়ের নাম অদিতি ভৌমিক। এই ঘটনায় পুলিশ সোমার স্বামী শুভজিৎ ভৌমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মেয়েকে খুন করে মায়ের আত্মহত্যা, নাকি দু'জনকেই খুন করা হয়েছে, এখনও পর্যন্ত সেই প্রশ্নের উত্তর মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ দু'টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের ডি সি (‌জোন ২) আনন্দ রায় বলেন, ''আমরা সব দিকই খতিয়ে দেখছি। তদন্ত আরও এগোলে বিষয়টি পরিষ্কার হবে।'' শুভজিৎ ওরফে সুজন কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ২০০৮ সালে আলমবাজারের সোমার সঙ্গে তাঁর বিয়ে হয়। আর এন চ্যাটার্জি রোডে তাঁর দোতলা বাড়ি। সেই বাড়িতে স্ত্রী আর মেয়েকে নিয়ে থাকতেন শুভজিৎ। তাঁর মা অসীমা ভৌমিক তে

তিন দশকেই ভারত হবে গণ-অপুষ্টির ‘রাজধানী’, বলছে গবেষণা

Image
বায়ুদূষণের ফলে বাতাসে বিষের পরিমাণ যে ভাবে উত্তরোত্তর বাড়ছে, তাতে আর তিন দশকে গণ-অপুষ্টি (মাস ম্যালনিউট্রিশান) কার্যত, গ্রাস করবে গোটা বিশ্বকে। ভারতেই তার প্রভাব পড়বে সবচেয়ে বেশি। জিঙ্কের অভাবে এ দেশে অপুষ্টির শিকার হবেন আরও ৫ কোটি মানুষ। আর ৩ কোটি ৮০ লক্ষ মানুষ ভারতে অপুষ্টিতে আক্রান্ত হবেন প্রোটিনের অভাবে। বড় প্রভাব পড়বে চিন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ব্রাজিল ও কেনিয়াতেও। আমাদের শরীরের বেড়ে ও গড়ে ওঠার জন্য যে যে প্রোটিন আর ধাতুগুলি আমরা গাছপালা থেকে নিই, পাই চাল, গম আর ভুট্টা থেকে, দূষণের জন্য বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় সেই প্রোটিন আর ধাতুগুলির পরিমাণ অনেকটাই কমে যাবে। ফলে, ওই সব খাদ্যশস্যের পুষ্টিগুণ কমবে উদ্বেগজনক ভাবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টিএইচ চান স্কুল অফ পাবলিক হেলথের হালের একটি গবেষণা এ কথা জানিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল 'নেচার-ক্লাইমেট চেঞ্জ'-এ। ওই গবেষণা বলছে, শিল্পদূষণের ফলে বায়ুমণ্ডলে যে ভাবে গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড)-এর পরিমাণ বাড়ছে, সেই হার বজায় থাকলে, ২০৫০ সালে চাল-গম-ভু

চোপড়ায় গুলি করে কুপিয়ে খুন

Image
পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হওয়ার পরে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে মোট ৭ জনের মৃত্যু হল রাজ্যে। তাঁদের চার জনই উত্তরবঙ্গের। শনিবার উত্তর দিনাজপুরের পণ্ডিতপোতায় মারা যান এক জন। সোমবার মালদহের গোপালপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও দু'জন। এ দিন উত্তর দিনাজপুরের চোপড়া দাসপাড়ায় গুলি করে কুপিয়ে মারা হল মহম্মদ খইরুলকে (৩৫)। তৃণমূলের দাবি, পেশায় রাজমিস্ত্রি খইরুল তাঁদেরই সমর্থক। গুলি-বোমায় অনেকে জখমও হয়েছেন। এ দিনই ইটাহারে দলের জেলা সভাপতি অমল আচার্যের বাড়ি সহ নানা জায়গায় বোমা, গুলি, তির নিয়ে বিজেপি সমর্থকেরা আক্রমণ করেছে বলেও তৃণমূলের দাবি। বিজেপি অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। ইটাহার ও চোপড়ায় পঞ্চায়েত ভোটের সময় থেকেই উত্তেজনা ছিল। দাসপাড়া পঞ্চায়েতে ২৩টি আসনের সব ক'টিই জিতেছে তৃণমূল। তবু উদ্বেগে ছিল প্রশাসন। এই এলাকার মাত্র দুই কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। বিহার সীমানা কুড়ি কিলোমিটার। ভোটের সময়েই এলাকাতে অনেক আগ্নেয়াস্ত্র ঢোকে বলে অভিযোগ। এ দিন গুলি লাগে তিন জনের গায়ে, বোমায় আহত আরও তিন জন এবং বল্লম ও দা-এর মতো ধারালো অস্ত্রে জখম হয়েছেন অন্তত ১৪ জন। তাঁদের মধ্যে জুনাব আলির

নলিকাটা দেহ পড়ে ধানখেতে

Image
নিথর: মেঠো রাস্তার ধারে ধানখেতে তৃণমূলকর্মী চন্দন ষ়ড়ঙ্গীর দেহ। পাশে পড়ে তাঁর মোটরবাইক। মঙ্গলবার ঝাড়গ্রামের কাছে। মেঠো রাস্তার ধারে ধানখেত। সেখানেই পড়ে রক্তাক্ত দেহ। গলার নলি কাটা, বাঁ হাতে গভীর ক্ষত। চারপাশে চাপ চাপ রক্ত। ধানগাছের গোড়ার জল পর্যন্ত লাল। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম শহরের অদূরে সত্যারডিহিতে পাওয়া এই দেহ জঙ্গলমহলের অতীত উস্কে দিয়েছে। খুন হয়েছেন তৃণমূলের জামবনি ব্লক কমিটির সদস্য পবিত্র ওরফে চন্দন ষড়ঙ্গী (৫৫)। তৃণমূলের জমানায় প্রায় সাত বছর পরে এমন রাজনৈতিক খুন দেখল ঝাড়গ্রাম। পুলিশের অনুমান, বাইকে যাওয়ার সময় চন্দনকে ধাওয়া করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মেরেছে আততায়ীরা। ঘটনাস্থলেই মিলেছে চন্দনের ব্যাগ ও মোবাইল। ঘটনার পরে জেলায় পঞ্চায়েতের বোর্ড গঠন বন্ধ করে দেন ঝাড়গ্রামের জেলাশাসক। কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ইঙ্গিত করে বলেন, ''জঙ্গলমহলে হাজার হাজার সিটের মধ্যে মাত্র কয়েকটা পেয়েছে। তা নিয়েই খুনোখুনির রাজনীতি! আমাদের কর্মী চন্দনকে জামবনিতে খুন করা হয়েছে। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে।&

টাকার লোভ করো না, ছাত্রদের উপদেশ মমতার

Image
মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা নিয়ে কলেজে ভর্তিতে দলের ছাত্র সংগঠনের নাম জড়ানোয় তোলপাড় হয়েছিল তৃণমূলে। ছাত্র সংগঠনের সভানেত্রী জয়া দত্তকে কার্যত বসিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও চলছে বিভিন্ন পদাধিকারীদের সরানোর কাজও। এমনকী ছাত্র সংগঠনে নতুন প্রধান বাছাইয়ের প্রক্রিয়াও চলছে। এমনই আবহে তৃণমূল নেত্রী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ''টাকার কাছে আত্মসমর্পণ করবে না, দলে এমন নিবেদিতপ্রাণ কর্মীই আমি চাই।'' আগামী ১৫ দিনের মধ্যে টিএমসিপির নতুন কমিটি তৈরি হবে বলে এ দিনের সমাবেশে জানিয়েছেন মমতা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন টিএমসিপি সভাপতিরা নতুন সেই কমিটি বাছাইয়ের কাজ করবেন বলে মমতা জানান। তবে এ দিনের সমাবেশ থেকে দলের ছাত্র সংগঠনের নতুন মুখ উঠে আসার কিছু ইঙ্গিত মিলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। কেন?  জয়া এ দিন মঞ্চে থাকলেও একবারের জন্যও তাঁর নামোল্লেখ হয়নি। বরং কলকাতা ও বারাসত বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রনেতা রুমানা আখতার, তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং লগ্ন

মোদীকে খুনের ছক! ধৃত ভারাভারা, আরও চার

Image
গ্রেফতারের পরে ভারভারা রাও।  মঙ্গলবার হায়দরাবাদে। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকা এবং মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বর্ষীয়ান অধ্যাপক ও কবি ভারাভারা রাওকে গ্রেফতার করল পুণে পুলিশ। একই সঙ্গে মুম্বই, দিল্লি, ফরিদাবাদ, রাঁচী ও গোয়ায় ব্যাপক তল্লাশি চালিয়ে পুণে পুলিশ আরও চার সমাজকর্মীকে গ্রেফতার করেছে। এঁদের মধ্যে ট্রেড ইউনিয়ন নেত্রী আইনজীবী সুধা ভরদ্বাজকে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার ফরিদাবাদ থেকে। অরুণ ফেরেরা ও ভার্নন গঞ্জালভেসকে মুম্বই এবং গৌতম নওলাখাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। রাঁচীতে সমাজকর্মী স্ট্যান স্বামীর বাড়িতে হানা দিয়ে প্রচুর কাগজপত্র, ল্যাপটপ, হার্ডড্রাইভ ও সিডি বাজেয়াপ্ত করেছে পুলিশ।  নজিরবিহীন এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন অরুন্ধতী রায়, রামচন্দ্র গুহ-সহ অসংখ্য বিশিষ্ট জন। ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত বিজয়দিবস অনুষ্ঠানে বড় গন্ডগোল হয়েছিল। পুলিশের দাবি, সেই ঝামেলায় জড়িত ছিলেন ভারাভারারা। তদন্তে নেমে মাওবাদীদের একটি চিঠি পাওয়ার দাবি করে পুলিশ জানায়, তাতে প্রধানমন্ত্রীকে হত্যার ছকের উল্লেখ ছিল। চিঠিতে ভারাভারার নাম রয়েছে। আজ ভোরে ৭৮ বছর বয়

তিন নভশ্চরকে মহাকাশে পাঠাবে ভারত

Image
আর মাত্র চার বছর। ঠিকঠাক ভাবে গুনলে চল্লিশ মাস। স্বাধীনতার ঠিক পঁচাত্তর বছরের মাথায় ভারতীয় মহাকাশযানে চেপে এ দেশের নভশ্চরদের মহাকাশে পাড়ি দেওয়ার যাবতীয় পরিকল্পনা তৈরি করে ফেলেছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রাশিয়া, আমেরিকা ও চিনের পরেই চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে মহাকাশচারী পাঠাতে চলেছে ভারত। গত ১৫ অগস্ট 'গগনায়ন-২০২২' প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেই অভিযানের খুঁটিনাটি তুলে ধরেন ইসরোর চেয়ারম্যান কে সিভন। তিনি বলেন, ''ঠিক চার বছর বাদে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি ছাড়া হবে। তাতে থাকবেন তিন জন মহাকাশচারী। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে পৃথিবীকে পাক খাওয়া শুরু করবে। সে জন্য ব্যবহার করা হবে ভারতের নিজস্ব জিএসএলভি এম কে-থ্রি রকেট।'' ইসরো জানিয়েছে, পৃথিবীকে ঘিরে মহাকাশযানের যে 'অরবাইটাল মডিউলটি' পাক খাবে তাতে দু'টি অংশ থাকবে। একটিতে মহাকাশচারীরা থাকবেন। সেটির নাম 'ক্রু মডিউল'। যা যুক্ত থাকবে 'সার্ভিস মডিউল'-এর সঙ্গে। ৫-৭ দিন ম