Posts

Showing posts from November 17, 2018

স্বামীকে পছন্দ হয়নি, কুপিয়ে খুনের চেষ্টা মহিলার

Image
বনগাঁ: বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির কোনওটিই পছ্ন্দ ছিল না গৃহবধূর। এনিয়ে অশান্তির জেরে দীর্ঘদিন বাপের বাড়িতেই থাকত সীমা মণ্ডল। শুক্রবার শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে ফের অশান্তির চেষ্টা করে সে। থান ইট তুলে শাশুড়িকে মারতে যায়। এই ঘটনায় মারমুখী স্ত্রীকে থামাতে এসে আক্রান্ত হন বাবলু মণ্ডল। স্বামীকেই ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই গৃহবধূ। এরপর গুরুতর আহত যুবককে তড়িঘড়ি বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বনগাঁ হাসপাতালে ও পরে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে  স্থানান্তরিত করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর বাগদা থানার মাথাভাঙা গ্রামে। এদিকে আক্রান্ত যুবকের মা খেররানি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গুণবতী গৃহবধূকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতকে শনিবার বনগাঁ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় মাথাভাঙা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ বছর আগে বনগাঁ থানার চাঁদা পানিচিতা এলাকার তরুণী সীমা মণ্ডলের সঙ্গে বাগদার মাথাভাঙা গ্রামের বাবলু মণ্ডলের বিয়ে হয়। দেখেশুনে বি

বাতিল নয়, নির্ধারিত সময়েই হবে ভারত-জর্ডন ম্যাচ

Image
আম্মান পৌঁছতেই কালঘাম ছুটে গিয়েছিল। তাই একপ্রকার মেজাজ হারিয়েই কোচ স্টিফেন কনস্ট্যানটাইন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, জর্ডনের বিরুদ্ধে খেলা দলের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। যদিও ম্যাচটি বাস্তবায়িত করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এআইএফএফ। শেষমেশ সফল তারা। জানিয়ে দেওয়া হল, শনিবার নির্ধারিত সময়েই অর্থাৎ রাত সাড়ে ১০টায় হবে ম্যাচ। এদিন জর্ডন ফুটবল ফেডারেশন কথা বলে এআইএফএফ কর্তাদের সঙ্গে। বলা হয়, ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যাবতীয় সব আয়োজনও রয়েছে। এই অবস্থায় ম্যাচ না হলে প্রবল সমস্যায় পড়তে হবে। তারপরই ফেডারেশন কর্তারা কথা বলেন স্টিফেনের সঙ্গে। তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। বলা হয়, দুম করে ম্যাচ বাতিল হয়ে গেলে সমস্যায় পড়বে জর্ডন। তাছাড়া দু' দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে সম্পর্কও বেশ ভাল। তাই এই ম্যাচের জন্য যেন মাঠে নামে টিম। এর জবাবে ফেডারেশন কর্তদের প্রথমে স্টিফেন জানান, ফুটবলাররা প্রচণ্ড ক্লান্ত। ঠিকঠাক ঘুমোতে পারেননি কেউ। এই অবস্থায় খেলতে নামলে বড়সড় চোট লেগে যেতে পারে। সেই ঝুঁকি তিনি কোনওভাবেই নিতে পারবেন না। কিন্তু পরে কর্তাদের বারবারের অনুরোধে রাজি হয়ে যান ব্রিটিশ কোচ। ঠি

সোমবার শুরু হচ্ছে Flipkart Mobile Bonanza সেল

Image
অফারের বন্যায় ভাসছে গোটা দেশ। আবার মোবাইল ফোনে ধামাকা অফার নিয়ে এল Flipkart । আগামী সপ্তাহে শুরু হচ্ছে Flipkart Mobile Bonanza। এই সেলে Asus, Xiaomi, Realme, Nokia, Google সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডে আকর্ষনীয় ছাড় দিচ্ছে ই-কমার্স ওয়াবসাইটটি। অনেকটা কম দামে কেনা যাবে Google Pixel 2 XL, Asus ZenFone Max Pro M1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। স্মার্টফোনে দামে ছাড়ের সাথেই মাত্র 99 টাকায় Flipkart কমপ্লিট প্রোটেকশান কেনা যাবে। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা মাত্র 499 টাকায় ইএমআই দিয়ে স্মার্টফোন কিনতে পারবেন। 19 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত চলবে এই সেল। Flipkart Mobile Bonanza সেলে মাত্র 9,999 টাকায় কেনা যাবে 3GB RAM ভেরিয়েন্টে Asus ZenFone Max Pro M1। 4GB RAM ভেরিয়েন্টে Asus ZenFone Max Pro M1 কিনতে খরচ হবে 10,499 টাকা। তবে 6GB RAM ভেরিয়েন্টের দাম এই সেলে কমবে কী না তা জানায়নি ফ্লিপকার্ট। এই সেলে দাম কমবে একাধিক Realme স্মার্টফোনের। 13,990 টাকায় কেনা যাবে Realme 2 Pro। তবে এই দামে Realme 2 Pro ফোনের কোন ভেরিয়েন্ট পাওয়া যাবে তা জানায়নি কোম্পানি। এছাড়াও দাম কমবে Realme C1 স্মার্টফোনের। 1

UGC-এর নতুন এই নিয়ম না মানলে আটকে যাবে ফেলোশিপের টাকা

Image
কলকাতা: গবেষকদের মধ্যে শৃঙ্খলা আনতে নতুন নির্দেশিকা জারী করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC)৷ নতুন নিয়মে ফেলোশিপের আওতায় থাকা গবেষকদের প্রতিমাসের ১০ তারিখে দিতে হবে গবেষণার তথ্য এবং HRAসার্টিফিকেট৷ না হলে বন্ধ করা হবে ফেলোশিপের টাকা দেওয়া৷ RGNF/NET JRF/ DSKPDF/MANF -এর আওতায় গবেষণার জন্য যারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সরাসরি অর্থ পেয়ে থাকে তাদের জন্যই এই নিয়ম বলে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ নভেম্বর, ২০১৮ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে৷ কিন্তু হঠাৎ কেন এই নতুন নিয়ম? বিশেষজ্ঞদের মতে এমন গবেষকও রয়েছেন যারা পিএচডির জন্য রেজিস্ট্রেশন করার পর গবেষণার কাজ এগিয়ে নিয়ে না গেলেও প্রতিমাসের ফেলোশিপের প্রাপ্য অর্থ পেয়ে থাকেন৷ পরে এমনও দেখা গিয়েছে তারা গবেষণার কাজ শেষ করেননি৷ আবার কিছু সংখ্যক পিএইচডিরত ছাত্র/ছাত্রী বিশ্ববিদ্যালয়ে আসেন না৷ এসব রুখতেই এই নয়া দাওয়াই ইউজিসি-র৷ নেটের মাধ্যমে জুনিয়ার রিসার্চ ফেলো(JRF)-এ পাশ করা গবেষকরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিমাসে তিন ধরনের অর্থ পেয়ে থাকেন, ১- ফেলোশিপ বাবদ প্রায় ২৫ হাজার টাকা ২-HRA বাবদ ৩,৫০০ টাকা থেকে ১০

কলকাতার উচ্চতম বহুতল ‘দ্য ৪২’-এ আগুন

Image
কলকাতার চৌরঙ্গীতে নির্মীয়মাণ বহুতলে আগুন। ধর্মতলা এলাকায় আকাশচুম্বী বহুতল 'দ্য ৪২'-এ আগুন লাগল। শনিবার সন্ধ্যায় ওই আগুন লাগার পর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, নির্মীয়মাণ ওই বহুতলে কাজ চলছিল। বাইরের দিকে লাগানো ছিল নাইলনের নেট। তাতেই আগুন কোনও ভাবে ধরে যায়। আট তলায় ওই আগান লাগার পর তা অন্যত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ওই বহুতলের আশপাশে বহু অফিস রয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলের এক আধিকারিক। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পথ চলতি মানুষ এই আগুন লাগার ওই দৃশ্য দেখে থমকে যান। এখনও পর্যন্ত কলকাতার সব থেকে উঁচু এই বহুতল— ৬৩ তলা। এই ধরনের বহুতলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের রয়েছে অত্যধুনিক ল্যাডার। তা-ও নিয়ে আসা হচ্ছে। এখন যেহেতু নির্মিয়মাণ অবস্থায় রয়েছে, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে না বলেই জানিয়েছে পুলিশ। তবে, নির্মীয়মাণ ওই বহুতলে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে বলে দমকল সূত্রে খবর। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলে

‌‘‌যাঁদের লুকানোর অনেক আছে, তাঁরাই সিবিআইকে আটকাচ্ছে’‌

Image
প্রথমে অন্ধ্রপ্রদেশ, পরে পশ্চিমবঙ্গ। দুই রাজ্যেই সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। এমনটাই জানিয়েছেন মমতা ব্যানার্জি এবং চন্দ্রবাবু নাইডু। দুই রাজ্যই সিবিআইকে দেওয়া এই সংক্রান্ত বিশেষ ছাড়পত্র বাতিল করে দিয়েছে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নাম না করে দুই মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন। সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '‌যাঁদের লুকানোর জন্য অনেক কিছু আছে, তাঁরাই কেবল নিজেদের রাজ্যে সিবিআইকে আটকাচ্ছে। দুর্নীতির ক্ষেত্রের কোনও রাজ্যের সার্বভৌমত্বকে দেখা হয় না। কেবল ভয়ের কারণে অন্ধ্রপ্রদেশ এই নির্দেশ জারি করেছে।' এর আগে গত ৮ নভেম্বর অন্ধ্র সরকার নির্দেশ দিয়েছিল, এবার থেকে কোনও মামলায় তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অন্য যে কোনও কাজের জন্য সিবিআই–কে আগাম অনুমতি নিতে হবে। সরকার অনুমতি দিলে তবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অন্ধ্রপ্রদেশে কাজ করতে পারবেন। এরপর শুক্রবার চন্দ্রবাবু নাইডুর এই সিদ্ধান্তকে সমর্থন করে মমতা ব্যানার্জি বলেন, সিবিআই বর্তমানে কেবলমাত্র তদন্ত সংস্থায় নেই, তা বিজে

কমান্ডারের মৃত্যুর বদলা চাই! জৈশের হোয়াটস‌্অ্যাপ বার্তা পেয়ে সতর্কতা জারি দিল্লিতে

Image
জৈশ ই মহম্মদের হোয়াটস‌্অ্যাপ গ্রুপে সম্প্রতি দিল্লিতে হামলার বার্তা চালাচালি হয়েছে। তার পরই সতর্কতা জারি হয়েছে দিল্লিতে। কমান্ডারের মৃত্যুর বদলা নিতে জঙ্গিরা হামলা চালাতে পারে দিল্লিতে! জৈশ ই মহম্মদের হোয়াটস‌্অ্যাপ গ্রুপে সম্প্রতি এমনই এক বার্তা চালাচালি হয়েছে। আর সে কথা সূত্রের মাধ্যমে জানতে পেরেই সতর্কতা জারি হয়েছে দিল্লিতে। মঙ্গলবার গোয়েন্দারা দিল্লির বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং দিল্লি পুলিশকে সতর্ক থাকতে বলেছেন। গোয়েন্দা সূত্রে খবর, জৈশ কমিউনিকেশন সেন্টার নামে একটি হোয়াটস‌্অ্যাপ গ্রুপে দিল্লিতে হামলার পরিকল্পনার ছক কষা হচ্ছিল। ওই গ্রুপটি জঙ্গি গোষ্ঠী জৈশ ই মহম্মদ পরিচালিত হয় বলেই দাবি গোয়েন্দাদের। ওই হুমকি হোয়াটসঅ্যাপ বার্তা জানতে পারার পরেই গোয়েন্দারা সমস্ত নিরাপত্তা বাহিনীকে চিঠি দিয়ে জানিয়েছেন, পাকিস্তানী যুবক আমির হামজা নিজের মোবাইল নম্বর থেকে জৈশ কমিউনিকেশন সেন্টার নামক হোয়াটস‌্অ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠিয়েছে। সেখানে লেখা, জৈশ ই মহম্মদ তাদের কমান্ডারের মৃত্যুর বদলা নিতে দিল্লিতে হামলার ছক কষছে। উসমা

ফেসবুক থেকে জাকারবার্গের পদত্যাগ চাইছেন বিনিয়োগকারীরা!

Image
মার্ক জাকারবার্গের পদত্যাগের দাবি উঠছে। নির্বাচনী বিতর্কের রেশ কাটেনি এখনও। টানাপড়েন চলছে ভুয়ো খবর ছড়ানো নিয়েও। তারমধ্যেই ফের বিপাকে ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ। সংস্থার চেয়ারম্যান পদ থেকে তাঁর অপসারণ চাইছেন বিনিয়োগকারীরা। দাবি তুলছেন পদত্যাগেরও। কোনওভাবে ফাঁকফোকর গলে যাতে বেরিয়ে যেতে না পারেন, সে জন্য রীতিমতো চাপও তৈরি করছেন তাঁরা। ব্যবসা দাঁড় করাতে অনেক সময় জনসংযোগ সংক্রান্ত বিষয়ে কাজ করা বিভিন্ন সংস্থার সাহায্য নেন ব্যবসায়ীরা। যাতে তাঁদের ব্যবসার প্রচার হয়। বিক্রিবাটা বাড়ে। সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে এবং যাবতীয় বিতর্ক ঝেড়ে ফেলে স্বচ্ছ ভাবমূর্তি গড়তে সম্প্রতি রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ 'ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্স' সংস্থাকে নিয়োগ করেন ফেসবুক কর্তৃপক্ষ। এমনটাই লেখা হয়েছে মার্কিন সংবাদপত্র 'নিউ ইয়র্ক টাইমস'-এর একটি প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়, প্রতিদ্বন্দ্বীদের উপর নজর রাখা এবং তাদের বিরুদ্ধে কুৎসা রটানোই ছিল ওই সংস্থার কাজ। ফেসবুকের ভাবমূর্তি উদ্ধারেও নেমেছিল তারা। যাতে কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি এবং মার্কিন নির্বাচনে র

আকাশ থেকেই ধ্বংস করা যাবে শত্রু ডুবোজাহাজ, অ্যান্টি সাবমেরিন চপার কিনবে ভারত

Image
এম এইচ ৬০ রোমিও অ্যান্টি সাবমেরিন চপার। গভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করা যাবে আকাশ থেকেই। শুধু চিহ্নিত করাই নয়, নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত হেনে তাকে নিকেশও করবে এই হেলিকপ্টার। এই রকম ক্ষমতাশালী ২৪টি হেলিকপ্টার আমেরিকার কাছ থেকে কিনবে ভারত। খরচ পড়বে প্রায় ১৪,৩৫৭ কোটি টাকা। এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। দেশের উপকূল সুরক্ষিত রাখতে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের প্রয়োজন আছে বলে  দীর্ঘদিন ধরেই জানাচ্ছিল ভারতীয় সেনা। এম এইচ ৬০ রোমিও, এই হেলিকপ্টার বানায় মার্কিন সংস্থা লখিড মার্টিন। তাঁদের সঙ্গে কয়েক মাসের মধ্যেই চুক্তি সেরে করে ফেলবে ভারত, এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে প্রথম কথা হয় সিঙ্গাপুরে একটি সম্মেলন চলাকালীন। তার পর থেকেই গতি পেয়েছে অস্ত্র চুক্তির বিষয়টি।  সংবাদ মাধ্যম সূত্রে খবর, জরুরি ভিত্তিতে এই হেলিকপ্টার কেনা প্রয়োজন বলে আমেরিকায় চলে গিয়েছে ভারতের চিঠি। গত বেশ কিছু দিন ধরেই ভারত ও আমেরিকার মধ্যে সামরিক ক্ষেত্রে বাড়ছে বোঝাপড়া। তারই অংশ হিসেবে এই হ

এ রাজ্যের বাতিল যন্ত্রাং থেকেই মুঙ্গেরে তৈরি হচ্ছে ইনস্যাস, এসএলআর, পিস্তল!

Image
প্রেমচাঁদ কুর্মি ওরফে লাট্টু। বাতিল যন্ত্রাংশ কিনে দেশি ইনস্যাস, এসএলআর রাইফেল বানাচ্ছে মুঙ্গের, ঝাড়খণ্ডের অস্ত্র কারবারিরা। আর এই যন্ত্রাংশ যাচ্ছে এ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে! তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শুক্রবার রাতে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে ওই যন্ত্রাংশ পাচারের সঙ্গে যুক্ত প্রেমচাঁদ কুর্মি ওরফে লাট্টুকে গ্রেফতার করে এসটিএফ। ইছাপুর কুমোরপাড়া নবাবগঞ্জের বাসিন্দা লাল্টু। বেশ কয়েকটি লরি রয়েছে তার। রাইফেল ফ্যাক্টরিতে বাতিল যন্ত্রাংশ নষ্ট করে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। সেই বাতিল যন্ত্রাংশ প্রেমচাঁদের গাড়িতে করেই নিয়ে যাওয়া হত। ঘুর পথে প্রেমচাঁদ ওই যন্ত্রাংশ টাকার বিনিময়ে অস্ত্র কারবারিদের হাতে তুলে দিতেন। অনেক সময়ে যন্ত্রাংশগুলি ঠিক ভাবে নষ্টও করা হত না। ফলে দেশি রাইফেল বা পিস্তল অথবা ইনস্যাস, এসএলআরের মতো দেখতে অস্ত্র তৈরি করতে সমস্যা হত না মুঙ্গেরের ব্যবসায়ীদের। ইতিমধ্যেই এ বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। কিন্তু এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না তদন্তকারীরা। তাঁদের অনুম

এবার নারী সুরক্ষায় এল বিশেষ জ্যাকেট

Image
যৌন হামলা থেকে নারীদের রক্ষা করতে মেক্সিকোর চার শিক্ষার্থী মিলে একটি জ্যাকেট তৈরি করেছেন। বলা হচ্ছে, এই জ্যাকেট পরিহিত অবস্থায় থাকলে কেউ যখন তার ওপর হামলা চালাতে আসবে তখন জ্যাকেটের হাতা থেকে হামলাকারীর গায়ে বৈদ্যুতিক শক লাগবে। শিক্ষার্থীরা বলছেন, তারা যে শহরে আছেন, সেখানে ধর্ষণের মতো যৌন হামলার ঘটনা বেড়ে যাওয়ার কারণে এরকম একটি জ্যাকেট তৈরি করতে উৎসাহী হয়েছেন। তারা বলছেন, এই বৈদ্যুতিক শকের তীব্রতা এতটাই কম যে এর ফলে জ্যাকেটটিকে কোনও ধরনের অস্ত্র হিসেবে গণ্য করা যাবে না। তবে এর মাধ্যমে যে কোনও ধরনের যৌন হামলা ঠেকানো সম্ভব হবে। পরীক্ষামূলকভাবে তৈরি এই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে 'ওমেন ওয়্যারেবল'। প্রযুক্তি, আইন ও রোবোটিক্স বিভাগের চারজন নারী শিক্ষার্থী মিলে এই জ্যাকেটটি তৈরি করেছেন। এরা প্রত্যেকেই পুয়েবলা শহরে মন্টেরি ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড হায়ার এডুকেশনে পড়াশোনা করেন। নতুন নতুন পণ্যর বাণিজ্য নিয়ে ক্লাসে পরীক্ষামূলক কাজের অংশ হিসেবেই তারা এটি উদ্ভাবন করেছেন। ওই শিক্ষার্থীদের একজন হলেন পারা কুইরোজ। তিনি জানান, আমাদের অনেক বান্ধবী ও পরিচিতদের কাছে শুনেছি যে তাদের ওপর

আমেরিকাকে বুড়ো আঙুল, ফের গোপন অস্ত্রের পরীক্ষা কিমের

Image
আমেরিকার চোখরাঙানি তুড়ি মেরে উড়িয়ে ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। সর্বাধিনায়ক তথা চেয়ারম্যান কিম জং উনের উপস্থিতিতে বুধবার এই সফল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এই অস্ত্রকে 'অত্যাধুনিক কৌশলগত গোপন অস্ত্র' বলছে উত্তর কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সেসে সফল পরীক্ষার পর এই নামেই গোপন অস্ত্রটিকে ডাকছে উত্তর কোরিয়ায় সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।পরীক্ষার সময় হাজির ছিলেন উত্তর কোরিয়ার তাবড় সেনাকর্তারা। যুদ্ধাস্ত্রটির ক্ষমতা দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি কিম জং উন। সামরিক অস্ত্রের দুনিয়ায় উত্তর কোরিয়াকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও এটি কী ধরনের অস্ত্র, এর মারণক্ষমতা কতটা। এর পাল্লা কতদূর, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছে না উত্তর কোরিয়া। আর তাই নিয়েই শুরু হয়েছে প্রবল সন্দেহ এবং সংশয়। এই অস্ত্র পরীক্ষার খারাপ প্রভাব পড়তে চলেছে বিশ্ব রাজনীতিতে। ফলে আমেরিকা আর উত্তর কোরিয়ার মধ্যে চলতি সম্পর্কের আরও অবনতি হতে পারে। যদিও ঠিক কী গোপন অস্ত্রের পরীক্ষা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই

ধর্ষণ মামলায় দ্রুত বিচার, তৈরি হচ্ছে ১০০০ বিশেষ আদালত

Image
আদালতগুলিতে মামলার পাহাড়। আইনের গেরোয় কোনও কোনও মামলা পড়ে রয়েছে ১০ বছর, কোনও মামলা ঝুলে রয়েছে তারও বেশি সময় ধরে। স্বাভাবিকভাবেই সঠিক সময়ে সুবিচার পাচ্ছেন না বিচারপ্রার্থীরা। ধর্ষণ বা নারী নির্যাতনের ক্ষেত্রে এমনিতেই অভিযোগ প্রকাশ্যে আনতে ভয় পান নির্যাতিতারা, তার উপরে বছরের পর বছর আদালতের গোলকধাঁধায় পড়ে অনেকেই আইনের উপর আস্থা হারিয়ে ফেলছেন। ফলে শাস্তি পাচ্ছে না অপরাধীরা।এবার এই সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। ধর্ষণ, নারী নির্যাতন, শিশু ও নারীদের উপর অত্যাচার সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য দেশজুড়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। গত জুলাই মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রক দেশজুড়ে এক হাজারটি ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপনের প্রস্তাব দিয়েছিল। নারী ও শিশুকল্যাণ মন্ত্রককে পাঠানো প্রস্তাবে বলা হয়েছিল এই আদালতগুলিতে শুধু নারী নির্যাতন এবং পকসো আইনে রুজু হওয়া মামলাগুলির বিচার হবে। আইনমন্ত্রকের সেই প্রস্তাবে সাড়া দিল নারী ও শিশুকল্যাণন্ত্রকের তৈরি বিশেষ কমিটি। কমিটির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গোটা দেশে মোট ১ হাজার ২৩ টি এই ধরনের ফাস

৩০ নভেম্বর শেষ সুযোগ, ডিসেম্বরের শুরুতেই গ্যাস সংযোগ হারানোর আশঙ্কা!

Image
১ কোটির বেশিও হতে পারে সংখ্যা। এত সংখ্যক গ্রাহক হারাতে পারেন LPG গ্যাস সংযোগ। ৩০ নভেম্বরের মধ্যে KYC (Know Your Customer) না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হতে পারে আপনার। সেক্ষেত্রে ১ ডিসেম্বর থেকেই হারাতে পারেন LPG গ্যাস ব্যবহারের অধিকার।  সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলিকে। এবং অবিলম্বে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। সেই মতো গ্রাহকদের KYC পূরণের আবেদন জানিয়েছে HP, Indane-এর মতো গ্যাস সংস্থাগুলি। এক হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বহু সংখ্যক গ্রাহকই এখনও KYC করাননি। কিন্তু, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, ভুয়ো গ্যাস সংযোগ রুখতে KYC আবশ্যিক। KYC করাতে গ্রাহককে ঠিকানার প্রমাণপত্র গ্যাস সংযোগ প্রদানকারী সংস্থার অফিসে জমা দিতে হবে এবং সঙ্গে একটি ফর্ম পূরণ করতে হবে।  আপনিও এখনও গ্যাস সংযোগের KYC না করিয়ে থাকলে, দ্রুত করিয়ে নিন। 

মহাকাশ থেকেও দেখা যাচ্ছে সর্দারের ৩০০০ কোটির মূর্তি!

Image
পৃথিবীর সবচেয়ে উচ্চতম মূর্তি। সেটাই ছিল রেকর্ড, এবার তার সাথে যুক্ত হল নতুন পালক। মানুষের তৈরি এমন জিনিস খুব কমই আছে, যা মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। এবার সেই তালিকাতে নাম লেখালো গুজরাটের ১৮২ ফুটের 'স্ট্যাচু অফ ইউনিটি'। চিনের প্রাচীর, মিশরের পিরামিডের মতো গুটিকয় স্থাপত্যের মধ্যে চলে এল ভারতের এই মূর্তির নামও।  সম্প্রতি মহাকাশ থেকে একটি বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্ক, নর্মদা নদীর তীরে তৈরি হওয়া বল্লভভাই প্যাটেলের মূর্তির ছবিটি তোলে। এর পর তাদের টুইটারে ছবিটি দেওয়া হয়। আর তা দেওয়ার সঙ্গেসঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। বিপুল পরিমান অর্থ ব্যয়ে তৈরি এই মূর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারের সমালোচনায় নেমেছে বিরোধীরা। যদিও ওই জায়গাটিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০০-র বেশি ওয়েবসাইটকে বন্ধ করল সরকার

Image
মুম্বই: দুশোর বেশি বেআইনি ওয়েবসাইটকে বন্ধ করল মহারাষ্ট্র সরকার৷ উদ্যোগটি নিয়েছে দ্য মহারাষ্ট্র সাইবার ডিজিটাল ক্রাইম ইউনিট (এমসিডিসিইউ)৷ গত এক বছর ধরে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল ওয়েবসাইটগুলি৷ বিষয়টিকে নজরে আসে এমসিডিসিইউর৷ তারপরই গত অক্টোবরে বেআইনি ওয়েবসাইটগুলির কার্যকলাপে লক্ষ্য রাখার জন্য সাইবার পুলিশের এই বিশেষ দলটিকে (এমসিডিসিইউ) তৈরি করা হয়৷ আর, তখন থেকেই নিয়মিত নজরদারি চালায় টিমটি৷ বেআইনি ওয়েবসাইট বলতে ঠিক কোন ওয়েবসাইটগুলিকে বোঝাচ্ছে? বিষয়টি পরিষ্কার করতে সাইবার পুলিশের ইন্সপেক্টর জেনারেল ব্রিজেশ সিং বলেন, বেশ কিছু ওয়েবসাইট অবৈধভাবে সিনেমা, টিভি শো, গেম, সফটওয়্য়ার, মিউজিক, ই-বুক ইত্যাদি সাপ্লাই করছিল৷ শুধু তাই নয়, প্রতি মাসে প্রায় ১৬০ মিলিয়ন ইউজার সাইটগুলিকে ব্যবহারও করছিলেন৷ পুরো বিষয়টিকে সামনে আসার পরই সাইটগুলিকে বন্ধের সিদ্ধান্ত নেয় এমসিডিসিইউ৷ তদন্তে উঠে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য৷ সাইবার পুলিশ সূত্রের খবর, এমসিডিসিইউ গোয়ান্দাদের তদন্তে বেশ কিছু ম্যালিসিয়াস সফটওয়্য়ারের সন্ধান মেলে৷ যেগুলি অবশ্য গ্রাহকদের ব্যাক্তিগত তথ্যও চুরি করতে পারে৷ এছা

নেতাজির সম্মানে বাজারে আসছে ৭৫ টাকার নতুন কয়েন

Image
পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটের পর এবার নতুন কয়েন বাজারে আনছে কেন্দ্র। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জাতীয় পতাকা উত্তোলনকে স্মরণে রাখতে এবার ৭৫ টাকার কয়েন বাজারে ছাড়ছে সরকার। ওই কয়েনের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে তরফে জারি করা এক নির্দেশিকায়। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আইএনএ প্রধান সুভাষ চন্দ্র বসু। অর্থমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পোর্ট ব্লেয়ারে নেতাজির জাতীয় পতাকা উত্তোলেনর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫ টাকার কয়েন বাজারে আনা হচ্ছে। কেমন হবে ওই কয়েন? কয়েনটি তৈরি করা হয়েছে চার ধাতুতে। এর মধ্যে রয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ নিকেল ও জিঙ্কের মিশ্রনে। কয়েনটির ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনে খোদাই করা থাকবে নেতাজির ছবি। সেখানে দেখা যাবে সেলুলার জেলে তাজীয় পতাকাকে স্যালুট করছে সুভাষ চন্দ্র বসু। নেতাজির ছবির নীচে লেখা থাকবে অ্যনিভার্সারি ও ৭৫। এছাড়াও দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে ফাস্ট ফ্ল্যাগ হোয়েস্টিং ডে।

রাফাল-মূল্য ফাঁস করেছেন অনিল অম্বানীই?

Image
৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা হয়েছে ৫৯ হাজার কোটি টাকায়। আর দাসোর সঙ্গে যৌথ উদ্যোগ করে অনিল অম্বানী পেয়েছেন ২৯,৫০০ কোটি টাকার অফসেটের বরাত। সঙ্গে বিমানগুলি রক্ষণাবেক্ষণে ৫০ বছর ধরে আরও ১ লক্ষ ৫ হাজার কোটি টাকার বরাত। রাফালের দাম এবং বরাতের এই অঙ্ক জানিয়েছে অনিল অম্বানীরই সংস্থা। একটি বেসরকারি ব্যাঙ্কের নোটে সরকারের দাবি করা 'জাতীয় গোপন বিষয়' রাফালের দাম এখন প্রকাশ্য নথি। শুক্রবার তা পড়ে শোনাল কংগ্রেস। রাফালের দাম জানাচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার। বিরোধীরা জানতে চাইলে তাদের 'দেশবিরোধী' তকমা দিচ্ছে বিজেপি। কারণ, দাম জানলেই নাকি চিন-পাকিস্তান তার ফায়দা তুলবে। সুপ্রিম কোর্টকেও তাই দাম জানানো হয়েছে বন্ধ খামে। কংগ্রেস নেতা পবন খেরার কথায়, ''রাফাল নিয়ে জবাব দিতে আগে তাও ক্রীড়ামন্ত্রী, বনমন্ত্রীরা আসতেন। এখন তাঁরাও আসেন না!'' কংগ্রেসের প্রশ্ন, দাম তো এখন অনিল অম্বানী নিজেই জানিয়েছেন। তা হলে মন্ত্রগুপ্তি লঙ্ঘনের জন্য তাঁর বিরুদ্ধে কি এফআইআর করবেন মোদী? কংগ্রেস এত দিন ধরে অভিযোগ করে আসছিল, ইউপিএ জমানায় প্রতিটি রাফালের দাম ছিল ৫২৬ কোটি টাকা। মোদীর জমানায় তা বেড়ে হয়

ভারতীয় বিজ্ঞাপন জগতের অন্যতম প্রাণপুরুষ অ্যালেক পদমসি প্রয়াত

Image
মুম্বইয়ের হাসপাতালে ৯০ বছর বয়সে মারা গেলেন ভারতীয় বিজ্ঞাপন জগতের অন্যতম প্রাণপুরুষ অ্যালেক পদমসি। অবশ্য শুধু বিজ্ঞাপন বললে ভুল হবে, নাটক এবং সিনেমার জগতেও স্বল্প সময়ের জন্য হলেও নিজের ছাপ রেখেছিলেন এই অ্যাড গুরু। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অ্যালেক পদমসি মানেই লিরিল গার্ল, চেরি ব্লসম শু পলিশের চার্লি চ্যাপলিন অ্যাড, সার্ফের সেই ললিতাজি ক্যাম্পেন, হামারা বাজাজের মতো মনে থেকে যাওয়া সব বিজ্ঞাপন। ভারতীয় বিজ্ঞাপন জগতে ব্র্যান্ড ভ্যালু তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। যে আমুলের বিজ্ঞাপন আজও সাড়া ফেলে গোটা দেশে, সেই আমুলের বিজ্ঞাপনে সমসাময়িক বিষয় ব্যবহার করা শুরু করেছিলেন তিনিই। 'আটারলি বাটারলি ডিলিশাস আমুল' তাঁরই তৈরি শব্দবন্ধ। অবশ্য শুধু বিজ্ঞাপন দিয়ে অ্যালেক পদমসিকে বিচার করলে ভুল হবে। ১৯৮২ সালের ঐতিহাসিক পটভূমিকায় তৈরি সিনেমা 'গান্ধী'তে মহম্মদ আলি জিন্নার ভূমিকায় তাঁর অভিনয় ছিল এক কথায় সুপারহিট। শিল্প ও সংস্কৃতি জগতে তাঁর অবদানের জন্য ২০০০ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। ২০১২ সালে পেয়েছিলেন সঙ্গীত নাটক অ্যাকাডেমির 'টেগো

লাল কেল্লাও দখল করব! হুমকি পাক মন্ত্রীর

Image
নিজেদের চার প্রদেশের পাশাপাশি আরও অনেক কিছুর উপর আধিপত্য কায়েম রাখার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লাও একদিন পাকিস্তানের দখলেই থাকবে! বৃহস্পতিবার একটি টুইটে এই মন্তব্য করেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান। ব্রিটেনে কাশ্মীর প্রসঙ্গে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির বিতর্কিত মন্তব্যের জবাবে এই কথা বলেন তিনি। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি আলোচনা সভায় আফ্রিদি বলেন, ''আমার মনে হয় পাকিস্তান কাশ্মীর চায় না। এমনকি ভারতকেও ওই রাজ্য দেওয়া উচিত নয়। মানবিকতার স্বার্থে কাশ্মীরকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া উচিত।'' একই সঙ্গে 'পাকিস্তান নিজের চারটি প্রদেশই সামলাতে পারছে না' বলেও মন্তব্য করেন তিনি। এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পড়েই গর্জে ওঠেন পাক নেতা-মন্ত্রীরা। আফ্রিদির বক্তব্য, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করেছে ভারতীয় মিডিয়া। তাঁর দাবি, 'কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। ভারত জোর করে ওই রাজ্য দখল করেছে। কাশ্মীর পাকিস্তানেরই!'

ঘূর্ণিঝড় গাজার দাপটে তছনছ তামিলনাড়ুর ৬ জেলা, মৃত কমপক্ষে ৩০

Image
কেরল চলে যাওয়ার আগে তামিলনাড়ু একটি বড় অংশকে তছনছ করে দিয়ে গিয়েছে ঘূর্ণঝড় গাজা। রাজ্যের ৬ জেলায় ছড়িয়েছিটেয়ে রযেছে সেই ধ্বংসলীলা। ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্থ তামিলনাড়ুর নাগাপট্টিনম, বেদারানায়ম সহ রাজ্যের একাধিক এলাকা। এখনও পর্যন্ত ছয় জেলায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিসেষ ক্ষতিগ্রস্ত উপকূল এলাকা। বহুদিন এমন প্রবল ঝড় দেখেনি তামিলনাড়ু। ঝড়ের দাপটে ছয় জেলায় উপড়ে গিয়েছে কমপক্ষে ১৩০০০ বিদ্যুতের খুঁটি। ফলে রাজ্যের একটি বড় অংশেই বিদ্যুত বিচ্ছিন্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নাগাপট্টিনম। সেখানে উপকূলবর্তি এলাকায় ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। মারা গিয়েছে অসংখ্য গৃহপালিত পশু। ব়ড়সড় ক্ষতির আশঙ্কায় আগেই নাগাপট্টিনম ও অন্যান্য এলাকা থেকে ৮১, ৯৪৮ জনকে সরিয়ে নিয়েছিল প্রশাসন। তাদের রাখা হয়েছিল ৪৭১টি ক্যাম্পে। কাড্ডালোর, রামানাথাপুরম, তাঞ্জাভুর, পুডুকোটি ও তিরুভারু জেলার অবস্থায় শোচনীয়। ঝড়ে সঙ্গে প্রবল বৃষ্টিতে ভেসে গেছে মাঠের ফসল। অধিকাংশ জেলায় মাঠেঘাটে জমে রয়েছে হাঁটুজল। ক্ষয়ক্ষতির পরিমাপ করতে আপাতত আকাশে চক্কর দিচ্ছে নৌসেনার কপ্টার। সবচেয়ে বেশি ক্ষতি

সবাইকে চাকরি দিতে পারব না, বললেন তৃণমূল সাংসদ

Image
কলকাতা : "পশ্চিমবঙ্গের সবাইকে চাকরি দিতে পারব না। কিন্তু, স্বনির্ভর গোষ্ঠীকে যদি নতুন আকার দেওয়া যায়, তবে অনেক মানুষের কর্মসংস্থান হবে।" সবলা মেলার উদ্বোধনী মঞ্চে এসে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। করুণাময়ীতে গতকাল থেকে শুরু হয়েছে সবলা মেলা। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, সাংসদ দোলা সেন, রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্যরা। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিস বিক্রির জন্যই সবলা মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সবলা মেলাকে সামনে রেখে রাজ্যের কর্মসংস্থান নিয়ে বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের সবাইকে আমরা চাকরি দিতে পারব না। কিন্তু, যদি আমরা স্বনির্ভর বা স্বরোজগারকে উন্নত করতে পারি তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে।"

ক্যানসারের চিকিৎসায় NRS হাসপাতালে চালু অত্যাধুনিক মেশিন

Image
কলকাতা : ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে যেতে চলেছে NRS হাসপাতালে। রাজ্যের ক্যানসার আক্রান্ত রোগীদের ভিনরাজ্যে ছুটতে হত উন্নত চিকিৎসা পরিষেবার জন্য। লাখ লাখ টাকা খরচ করে শহরের নামী বেসরকারি হাসপাতালে ভরতি হতে হত। কিন্তু এবার ঝাঁ চকচকে কর্পোরেট হাসপাতালকেও টেক্কা দেওয়ার মতো পরিষেবা মিলবে সরকারি NRS হাসপাতালে। তাও আবার বিনামূল্যে। রেডিওথেরাপি বিভাগের উদ্যোগেই চালু হল ক্যানসারের চিকিৎসার অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। NRS হাসপাতালে গতকাল থেকে চালু হল অত্যাধুনিক রেডিয়েশন মেশিন। যে মেশিনটি জাপান থেকে নিয়ে আসা হয়েছে। মেশিনটির দাম ২৫ কোটি টাকা। মেশিনটির নাম লিনিয়ার এক্সিলেরাটর। মডেলের নাম ট্রু বিম। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজ্যের ক্যানসার আক্রান্ত রোগীদের আর হন্যে হয়ে ভিনরাজ্যে বা মুম্বই টাটা ইনস্টিটিউটে যেতে হবে না। এই যন্ত্রটির মাধ্যমে একেবারে বিনামূল্যে ক্যানসারের দ্রুত চিকিৎসা করা যাবে। এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র এক মিনিটে মানব শরীরের কোথায় ক্যানসার হয়েছে, তা জানা যাবে। ক্যানসার কী অবস্থায় আছে, তাও দ্রুত জানা যাবে এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। আগে NRS হাসপাতালে রেডিয়েশন একম

রঞ্জিতে প্রতি ইনিংসে শামির জন্য বরাদ্দ ১৫ ওভার

Image
কলকাতা: বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দাবি মেনে মহম্মদ শামিকে রঞ্জিতে খেলার সবুজ সংকেত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে গোটা ঘটনায় খুশি বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। তবে সিএবি'র দাবি মেনে বাংলা দলে খেলার সুযোগ পেলেও শামিকে শর্তের বোঝা চাপিয়ে দল বিসিসিআই। তৃতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে শুক্রবার দল নির্বাচনে বসেছিলেন বাংলার নির্বাচকেরা। অধিনায়ক মনোজ, কোচ সাইরাজ বাহুতুলের পাশাপাশি দল নির্বাচনে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। সেখানে শামিকে দলে চেয়ে তারা আবেদন করলে বিসিসিআই জানায়, শামি চাইলে খেলতেই পারে। তবে প্রতি ইনিংসে পনেরো ওভারের বেশি বল শামিকে দিয়ে করানো যাবে না। দুই ইনিংস মিলিয়ে গোটা ম্যাচে ৩০ ওভার বল করতে পারবেন শামি। এমনকি দিনের শেষে শামির শারীরীক অবস্থার কথা রিপোর্ট করতে হবে বোর্ডকে। অর্থাৎ অনুমতি দিলেও রঞ্জিতে শামির বোলিংয়ে গন্ডি টেনে দিল ভারতীয় বোর্ড। কেরলের বিরুদ্ধে বাংলা দলে মহম্মদ শামির পাশাপাশি ফিরছেন অমিত কুইল্যার। দলে নতুন মুখ পূরব যোশি। গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আহমেদ এবং বি অমিত। এদ

৯/১১’র পর যুদ্ধের জন্য মার্কিন খরচ ৬ ট্রিলিয়ন ডলার

Image
ওয়াশিংটন: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন মুলুকে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের জন্য গোটা বিশ্বে ছয় ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা। এই সব যুদ্ধে বিভিন্ন দেশে কমপক্ষে নিহত হয়েছে পাঁচ লক্ষ মানুষ । যদিও নিহতের এই সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে , অনেকে ধারণা- নিহতের সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধ সংক্রান্ত ব্যয়ের এ তথ্য তুলে ধরতে ব্রাউন ইউনিভারসিটির 'ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স' সমীক্ষা চালিয়েছে। তারপর সেই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়েছে , যুদ্ধ এবং যুদ্ধ সংক্রান্ত কাজে এই বিশাল অর্থ ব্যয় করায় জাতীয় নিরাপত্তার ঘিরে উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এমন ব্যয়ের চাপ সামলানো মুশকিল। এক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো ও যুদ্ধের অবসান ঘটালে মার্কিন জনগণের আরও বেশি করে সেবা করা সম্ভব বলে ওই প্রতিবেদনে জানান হয়েছে। প্রসঙ্গত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে আল কায়দা এই সন্ত্রাসী হামলা চালালে ৩,৫০০ ব্যক্তি নিহত হয়৷ এর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে সামরিক

‘পর্নোগ্রাফি’ ধরিয়ে দিলেই মিলবে নগদ পুরস্কার

Image
বেজিং: সোশ্যাল মিডিয়া কিংবা সাইবারর দুনিয়ার অন্য কোন জায়গাতে পর্ন চোখে পড়লে সঙ্গে সঙ্গে সেটি নজরে আনতে হবে সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের৷ ব্যাস তাহলেই কেল্লাফতে৷ মিলবে নগদ পুরস্কার৷ তাও আবার চোখ ধাঁধানো অঙ্কের৷ তবে শুধু পর্নগ্রাফিই নয় সঙ্গে দেশের সরকার বিরোধী কোন গুজব সোশ্যাল মিডিয়াতে ছডা়নো হচ্ছে বলে খবর দিতে পারলেও পুরস্কার দেবে সরকার৷ মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতে সহজালভ্য অনলাইন পর্নগ্রাফি বন্ধ করার জন্য নানা কৌশল নিয়েছে৷ সম্প্রতি জিও নেটওয়ার্ক থেকে কোনও পর্নসাইটে ঢোকা যায় না৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিতর্কও হয়৷ এবার মোদীর পথে হেঁঢে পর্নগ্রাফি বন্ধ করার জন্য অবিনব পদক্ষেপ নিল প্রতিবেশি দেশ চিন৷ সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে পর্ন দেখানো হচ্ছে এমন খবর 'সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের অফ চায়না'কে পৌঁছে দিতে পারলেই মিলবে ভারতীয় মুদ্রায় বিশাল অঙ্ক৷ একজন এই প্রায় ৬১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন৷ কিন্তু হঠাৎ করে কেনই বা পর্নগ্রাফি নিয়ন্ত্রণ করার উপরে জোর দিচ্ছে চায়না? দেশেরে ইন্টারনেট রেগুলেটরি অথরিটির মতে পর্ন কিংবা বিভিন্ন

নেশা কাটাতে এই ফিচার লঞ্চ করল ইনস্টাগ্রাম

Image
সম্প্রতি নতুন ফিচার লঞ্চ করল ফোটো মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম। ন্তুন এই ফিচারে সারা দিনে কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তা জানাবে অ্যাপ নিজেই। 'ইওর অ্যাক্টিভিটি' নামে নতুন এই ফিচারে সারা দিনে কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন তা জানা যাবে। এছাড়াও দিনে সর্বোচ্চ কত সময় ইনস্টাগ্রাম ব্যবহারের সময় বেঁধে দিতে পারবেন গ্রাহক নিজেই। 'ইওর অ্যাক্টিভিটি' আইকনে ট্যাপ করলে সারা দিনে ইনস্টাগ্রাম ব্যবহারের সময় জানা যাবে। স্ক্রিনের ডানদিকে উপরে এই আইকন পাওয়া যাবে। এছাড়াও গোটা সপ্তাহে ইনস্টাগ্রাম ব্যবহারের একটি তালিকা থাকবে এই পেজে। অগাস্ট মাসে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই ফিচার লঞ্চ করার কথা জানিয়েছিল মার্কিন কোম্পানিটি। এবার ইনস্টাগ্রামে এই ফিচার পৌঁছাল। যদিও এখনও ফেসবুকে এই ফিচার পৌঁছায়নি। নতুন 'ইওর অ্যাক্টিভিটি' ফিচার ব্যবহার করতে গ্রাহককে ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করতে হবে। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ আপডেট করা যাবে। আপডেটের পরে সারা দিনে কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে তা বেঁধে দিতে পারবেন গ্রাহক নিজেই। এর সাথেই এক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই হিন্দি ভাষায় ইনস্টা

জেট বাঁচাতে টাটাকে লগ্নির অনুরোধ প্রধানমন্ত্রীর

Image
ফের ত্রাতার ভূমিকায় টাটা। কেন্দ্রীয় সরকারের অনুরোধে ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজে লগ্নি করতে পারে টাটা সন্স। চুক্তি সম্পূর্ণ হলে সম্পূর্ণ হবে একটি বৃত্ত।  টাটার প্যাশন অ্যাভিয়েশন। প্রথম স্বদেশী বিমান সংস্থার হাত ধরেই টাটার উড়ান। ১৯৩২ সালে টাটা এয়ারওয়েজ ও টাটা এয়ার সার্ভিস তৈরি করেন জেআরডি টাটা  করাচি থেকে আহমেদাবাদ ও বম্বে হয়ে চেন্নাইয়ে যাত্রী ও চিঠি নিয়ে যায়। জেআরডি প্রথম উড়ানে পাইলট ছিলেন নিজেই, মুনাফা হয় ৬০,০০০ টাকা।  ১৯৪৬ সালে টাটা এয়ারওয়েজ হয় পাবলিক লিমিডেট, নাম হয় এয়ার ইন্ডিয়া। ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া পরিণত হয় রাষ্ট্রায়ত্ত সংস্থায়। সাত দশক পর ইতিহাসের চাকা ঘুরেছে। আবার ত্রাতার ভূমিকায় টাটা। সূত্রের খবর, ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজকে অক্সিজেন দিতে টাটাকে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর দফতর। টাকার মূল্যহ্রাস ও অশোধিত তেলের দামবৃদ্ধিতে ধুঁকছে জেট এয়ারওয়েজ।শেষ ত্রৈমাসিকে জেট এয়ার ওয়েজের ক্ষতির পরিমাণ ১২৬১ কোটি টাকা। কেন্দ্রের অনুরোধে জেট এয়ারওয়েজে লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখবে টাটা  শুক্রবার টাটা সন্সের বৈঠকে বিষয়টি তুলবেন চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। জেটের থেকে আর্থিক দায় কিছুটা কমানোর আবেদন জান

৭৫ বছর পরে মিলল বোনের পরিবারের খোঁজ

Image
একটি-দু'টি নয়, পঁচাত্তরটি বছর। বড় কম সময় নয়। সে দিনের সাত বছরের মেয়েটিকে অনেক খুঁজেছেন তাঁর দিদি। বাংলাদেশের আত্মীয়দের কাছে শুনেছিলেন বোনের বিয়ে হয়েছে ত্রিপুরার বিলোনিয়ায়। ব্যস, এটুকুই। সেই সূত্র ধরে বোনের খোঁজ চালিয়ে গিয়েছে দিদি যশোদা নাথের পরিবার। ছেলে-মেয়ে-নাতিদের বলেছিলেন, ''তোরা এক বার শুধু বোনের খোঁজ এনে দে।'' সেই সন্ধানেই পেরিয়ে গিয়েছে ৭৫টি বছর।  ও দিকের গল্পটাও কতকটা এমনই। বোন রেণুকা দেবনাথ জানতেন তাঁর দিদি থাকেন কলকাতায়। কিন্তু খুঁজবেন কী করে? কলকাতার পরিচিতদের বলে বিশেষ লাভ হয়নি। শেষ পর্যন্ত হ্যাম রেডিয়োর হাত ধরে ৭৫ বছর পরে ভিডিয়ো কলে কথা হল দুই পরিবারের। কিন্তু ছ'বছর আগেই মৃত্যু হয়েছে রেণুকাদেবীর। সাফল্যের মুহূর্তেও তাই ৯০ পেরোনো কাঁচরাপাড়ার যশোদাদেবীর আক্ষেপ, ''বোনের সঙ্গেই কথা হল না যে!''  তবে রেণুকাদেবীর ছেলেদের সঙ্গে কথা বলে বেজায় খুশি তিনি। যশোদাদেবীরা ছিলেন ওপার বাংলার নোয়াখালির বাসিন্দা। ছোটবেলায় মাকে হারান। মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয় চট্টগ্রামের সুকুমার নাথের সঙ্গে। সুকুমারবাবু সেনাবাহিনীতে চাকরি করতেন। বিয়ের পরপরই সুকুমা

সবরীমালায় ঢুকতে কেন এত আগ্রহী মহিলা সমাজকর্মীরা? তসলিমার মন্তব্যে বিতর্ক!

Image
সবরীমালা ইস্যুতে এমনিতেই উত্তাল গোটা দক্ষিণ ভারত। আর সেই আগুনেই যেন আরও খানিকটা ঘি ঢেলে দিলেন লেখিকা তসলিমা নাসরিন। এত বিতর্কের মধ্যেই লেখিকার বক্তব্য, মহিলা সমাজকর্মীরা কেন যে সবরীমালা ঢোকার জন্য এমন উঠে পড়ে লেগেছেন, তা তিনি বুঝে উঠতে পারছেন না। গত ১৮ অক্টোবর ঐতিহাসিক রায়ে আয়াপ্পার মন্দিরে সব বয়সি মহিলাদের প্রবেশাধিকার দেয় সর্বোচ্চ আদালত। এর আগে ১০ থেকে ৫০ বছর পর্যন্ত বয়সি মহিলারা সবরীমালা মন্দিরে ঢুকতে পারতেন না৷ একশো বছর ধরে এটাই ছিল মন্দিরের রীতি৷ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই নিয়ম অনেকটা অস্পৃশ্যতার মতো। কোনও নিষেধাজ্ঞাকে কখনওই ধর্মীয় রীতি হিসেবে চালিয়ে দেওয়া যেতে পারে না। সবরীমালা ইস্যু এখন কেরলের সিপিএম সরকারের কাছে শাঁখের করাতের মতো হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম নির্দেশ অমান্য করা যাবে না। আবার রায় কার্যকর করতে গেলেও পড়তে হচ্ছে নজিরবিহীন বিরোধিতার মুখে। পরিস্থিতির মোকাবিলা করতে সর্বদল বৈঠকও ডেকেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র মেলেনি। এদিকে শুক্রবার সমাজকর্মীদের প্রবেশের দাবিতে ফের উত্তাল হয় সবরীমালা। সমাজকর্মী ত্রুপ্তি দেশাই ও তাঁর ছয় সঙ্গীকে

স্কুলে শিশুর যৌন হেনস্তা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি হাই কোর্টের

Image
রাজ্যের প্রতিটি স্কুলে সেফটি অ্যান্ড সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করতে হবে৷ নিয়োগ করতে হবে কাউন্সেলর, স্কুলে রাখতে হবে সাজেশন বক্সও৷ স্কুলে শিশুদের যৌন হেনস্তা রুখতে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি নাদিরা পাথেরিয়া জানিয়েছেন, অবিলম্বে স্কুলগুলিতে আদালতের নির্দেশিকা কার্যকর করতে হবে রাজ্য সরকারকে৷ শিশুদের যৌন হেনস্তা  রুখতে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করেছে কিনা, তা দেখার জন্য একটি নোডাল বডি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত৷ গত বছরের ডিসেম্বর মাসের ঘটনা৷ দক্ষিণ শহরতলির জিডি বিড়লা স্কুলে চার বছরের এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হয়েছিল শহর৷ ঘটনায় স্কুলেরই দুই শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই সমস্ত স্কুলে শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনজীবী  ফিরোজ এডুলজিকে আদালত বান্ধব নিয়োগ করেন হাই কোর্টের বিচারপতি নাদিয়া পাথেরিয়া৷ শহরের স্কুলগুলিতে শিশুরা ঠিক কতটা নিরাপদ?  তা খতিয়ে দেখে হাই কোর্টে রিপোর্ট জমা দেন তিনি৷ সেই রিপোর্টের ভিত্তিতে স্কুলে যৌ

রাজ্যের প্রথম লোকায়ুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়

Image
রাজ্যের প্রথম লোকায়ুক্ত নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। তথ্য কমিশনারের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত আইপিএস রাজ কানোরিয়া। মানবাধিকার কমিশনের সদস্যপদে মেয়াদ বাড়ল নপরাজিত মুখোপাধ্যায়ের।  শুক্রবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সর্বসম্মতিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি রোধে কেন্দ্রে লোকপাল ও রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  মাস চারেক আগে এ রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ সংক্রান্ত বিলটি বিধানসভায় পেশ করে সরকার। একযোগে বিলের বিরোধিতা করেছিলেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধায়করা। কিন্তু শাসকদলের সংখ্যাগরিষ্ঠতার সুবাদে শেষ পর্যন্ত ভোটাভুটিতে পাস হয়ে যায় লোকায়ুক্ত বিল। শুক্রবার থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও।  বৈঠকে রাজ্যের প্রথম লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নাম চূড়ান্ত হয়।  এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী ব

এক একর জমির দাম ৩০ টাকা !

Image
চণ্ডীগড় : এক একর জমির দাম মাত্র ৩০ টাকা। ভাবছেন কোথায় ? তাহলে আজই সেখানে চলে যাবেন। কিন্তু, সেখানে যাওয়ার আগে ভাবতে হবে দু'বার। কারণ জলের ভয়ঙ্কর অপ্রতুলতা। ফলে বিগত অনেক বছর ধরেই সেচের জন্য প্রয়োজনীয় জলের অভাব দেখা দিয়েছে। তার জেরে পঞ্জাবের একটি গ্রামের বাসিন্দারা বাধ্য হচ্ছে জলের দামে জমি বিক্রি করে দিতে। যদিও তাদের কাছে জলের দাম নিশ্চয়ই আরও বেশি। গ্রামটির নাম কোয়েল খেদা। প্রায় ৪০০০ জন মানুষ বসবাস করে সেখানে। রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয়দের অভিযোগ, বহুবছর ধরেই এলাকায় জলের ভয়ঙ্কর সমস্যা রয়েছে। ভূগর্ভস্থ জলের মাত্রা কমে গেছে। ফলে এলাকার কল, নলকূপ শুকিয়ে গেছে। তার জেরে চাষবাস করা অসম্ভব হয়ে উঠেছে। প্রায় অনাহারে দিন কাটাতে হচ্ছিল এলাকাবাসীদের। প্রশাসনের তরফ থেকেও কোনও সাহায্য মেলেনি। তাই স্থানীয়রা বাধ্য হয়েছে এই পদক্ষেপ নিতে। স্থানীয় শিশুরা রাস্তার ধারে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তাতে লেখা- "বিক্রি হবে আমাদের গ্রাম"। তাদের উদ্দেশ্য, জমি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া। এক স্থানীয় ব

ক্যাপ্টেনদের আলুর বীজে নিষেধাজ্ঞা মমতার সরকারের

Image
কলকাতা:  পঞ্জাবের বীজ না নিয়েই শীতে ভালো আলু ফলাবে চাষিরা। এমনটাই দাবী টাস্ক ফোর্সের। চাষিরা বাংলার চাষিরা এখন নিজেই বীজ তৈরি করছেন। ফলে বাইরে থেকে কম বীজ কিনতে হচ্ছে। এই কারনেই ইচ্ছাকৃত বীজের দাম দাম বাড়াচ্ছে তারা। হিমাচলের আলুর বীজে বিষ রয়েছে। বীজ ব্যবহার করলে মানুষের শরীরে প্রভাব পরার পাশাপাশি জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। ফলে দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে তাদের আলুর বীজ। হিমাচল এবং পঞ্জাব থেকে বীজ কেনে পশ্চিমবঙ্গও। ফলে চাষিদের পকেট খালি হলে অনেকেই আলুর দাম বৃদ্ধির আশঙ্কা করছেন। টাস্ক ফোর্স দাবী করছে , স্বনির্ভর চাষিরা এখন নিজেরই আলুর বীজ বানাচ্ছে। ফলে পঞ্জাবের বীজ না কিনলেও রাজ্যের ভালভাবেই চলে যাবে। টাস্কফোর্সের সদস্য কমল দে বলেন, "আমি মনে করি না আলুর দাম বৃদ্ধির বিশেষ আশঙ্কা রয়েছে। হাপিত্যেশ করার কিচ্ছু হয়নি। পঞ্জাবের থেকে আমরা কম বীজ কিনছি বিগত কয়েক বছর ধরেই। আমাদেরকে চাপে ফেলার জন্য বীজের দাম বাড়িয়েছে। কিন্তু আমি বলব তাতে আমাদের কোনও সমস্যা হবে না। রাজ্যের চাষিরা এখন অনেক স্বনির্ভর।" কমলবাবু বলেন, "গত চার বছর ধরে আমরা ধীরে ধরে পঞ্জাবের থেকে বীজ নেওয়া কমিয়েছি। আগে ২০ লক্ষ ট

বিয়ের ১১ মাসেই অচেনা ‘প্রেম’, বাইক-মোবাইল না পেয়ে স্ত্রীকে নৃশংস খুন স্বামীর

Image
বছর খানেকের প্রেমের পর বিয়ে হয়েছিল ইন্দিরার। প্রথম কয়েক মাস বেশ সুখের সংসার ছিল তার। কিন্তু তারপরই যাঁকে বিশ্বাস করে নতুন সংসারে পা দিয়েছিল ইন্দিরা, সে-ই হয়ে উঠল অচেনা। একের পর এক চাপ। আজ মোবাইল তো কাল বাইক, তারপর টাকার চাপ তো ছিলই। শেষমেশ স্বামীর হাতেই নৃশংস খুন। শেষ হয়ে গেল সুখের সংসার গড়ে তোলার স্বপ্ন। মাত্র ১১ মাস আগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সুমন বাগের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দিরার। কিন্তু সুখের সংসার গড়তে গিয়ে হতে হল পণের বলি। এক লহমায় শেষ প্রেম। অভিযোগ, বাপের বাড়ি থেকে বাইক-মোবাইল ফোন দিতে না পারায় স্বামীর লালসার শিকার হল ইন্দিরাই। গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হল ইন্দিরাকে। জানুয়ারি মাসে গ্রামেরই সুমন বাগের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দিরার। অভিযোগ, মাত্র তিনেক আগে বাপের বাড়ি থেকে বাইক ও মোবাইল আনার দাবি করে সুমন। তা দিতে অপারগ হওয়ায় ইন্দিরার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। শেষমেশ ইন্দিরাকে শ্বাসরোধ করে খুন করা হয়। ইন্দিরার ভোটার কার্ড, আধার কার্ড, জামাকাপড় পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। মেয়ের খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এরপরই বিষ্ণপুর থানায় অভিযোগ দায়ের করে

সরকারের অনুমতি ছাড়া রাজ্যে ঢুকতে পারবে না সিবিআই, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Image
কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। রাজ্যে তদন্ত চালাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে সিবিআইকে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন। বলে রাখি, বাম জমানায় ১৯৮৯ সালে কেন্দ্রকে দিল্লি স্পেশাল পুলিস এস্টাবলিসমেন্ট অ্যাক্টে সাধারণ অনুমতি (General consent) দেওয়া হয়েছিল। সেই অনুমতিই প্রত্যাহার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, এখন থেকে সিবিআই রাজ্যে কোনও তল্লাসি চালাতে পারবে না। তদন্তের জন্যেও রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। শুক্রবার নেতাজি ইন্ডোরে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তকে সমর্থন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন। উনি সিবিআইকে রাজ্যে ঢোকার অনুমতি দেবেন না। আমিও আইনটা দেখে নেব। আগে প্রয়োজন ছিল না। কারণ বিজেপি পার্টি অফিস থেকে নির্দেশ দেয়''।           নেতাজি ইন্ডোরের সভার পর নবান্নে বসে উচ্চপর্যায়ের বৈঠক। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বাম জমানার 'সাধারণ অনুমতি' তুলে নেওয়া হয়। এরপ

কল ড্রপের পরীক্ষায় ‘পাশ’ করেছে একমাত্র জিও, বাকি সব ‘ফেল’!

Image
ফের বাজিমাত করল জিও। এ বার ট্রাইয়ের একটি সমীক্ষায় অন্য সব টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দিল মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। বিভিন্ন সড়ক ও রেলপথে কল ড্রপ নিয়ে দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)-এর পরীক্ষায় পাশ করেছে একমাত্র জিও। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে ট্রাই। আর তাতেই উঠে এসেছে এই তথ্য। এই রিপোর্ট অনুযায়ী, রিলায়্যান্সের জিয়ো বাদে দেশের বাকি সবকটি টেলিকম সংস্থা যেমন, ভারতী এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন-আইডিয়া নির্দিষ্ট মাপকাঠি ছুঁতে ব্যর্থ হয়েছে। ট্রাই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এজেন্সির মাধ্যমে ৮টি হাইওয়ে ও ৩টি রেল রুটে এই পরীক্ষা করা হয়েছে। আসানসোল থেকে গয়া, গয়া থেকে দানাপুর, দেরাদুন থেকে নৈনিতাল, রায়পুর থেকে জগদলপুর, মুর্দেশ্বর থেকে বেঙ্গালুরু, জয়পুর থেকে মাউন্ট আবু, শ্রীনগর থেকে লে-এই প্রতিটি জাতীয় সড়কে সংস্থাগুলির কল ড্রপ নিয়ে পরীক্ষা চালিয়েছিল ট্রাই। এ ছাড়া রেলপথে ইলাহাবাদ থেকে গোরক্ষপুর, দিল্লি থেকে মুম্বই, সিংরাউলি থেকে জব্বলপুরেও এই সমীক্ষা চালানো হয়েছে। 'কল ড্রপ' সমস্যায় দীর্ঘদিন ধরেই জর্জরিত দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। কিছুদিন আগেই 

সিবিআই ইস্যুতে চন্দ্রবাবুকে সমর্থন মমতার

Image
‌এবার কেন্দ্রকে পালটা চাপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্ধ্রপ্রদেশে সিবিআইকে ঢুকতে না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রবাবু নাইডু বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সম্প্রতি তদন্তকারী সংস্থাগুলির প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চন্দ্রবাবু নাইডু সরকার। একটি বিবৃতিতে জানানো হয়েছে রাজ্য সরকারের প্রাথমিক অনুমতি ছাড়া অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারবে না সিবিআই। এই ঘটনা ঘিরে ফের প্রকাশ্যে কেন্দ্র বনাম চন্দ্রবাবু বিরোধিতা। আর এই সিদ্ধান্তকে সমর্থন করে বিজেপিকে চাপে ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  এমনকী চন্দ্রবাবুকে সমর্থন জানিয়ে মমতা বলেছেন এটি সঠিক সিদ্ধান্ত। এছাড়াও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রয়োগ করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। সিবিআই বর্তমানে কেবলমাত্র তদন্ত সংস্থায় নেই, তা বিজেপির নিয়ন্ত্রিত এক সংস্থায় পরিণত হয়েছে। সিবিআই স্বাধীনভাবে কাজ করছে না। বিজেপির দলীয় দপ্তর থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

‘এত টাকা ওরা যদি স্কুল বা বাড়ি তৈরির কাজে লাগাত, ছবিটাই বদলে যেত’

Image
কোত্থাও কিছু নেই! মাঝখানে ছবির মতো সুন্দর একখানা গ্রঁপ্রি-র ট্র্যাক পাতা।  বিরাট আয়োজন। কিন্তু ভারতের মতো 'গরিব দেশে' আদৌ এ সবের প্রয়োজন আছে কি না, প্রশ্ন তুলেছিলেন ফর্মুলা ওয়ান রেসিংয়ের পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তা নিয়ে বিতর্কের মুখে পড়েই কাল ফের সোশ্যাল মিডিয়ায় নামতে হল লুইস হ্যামিল্টনকে। ব্রিটিশ তারকার তরফে খোঁচাটা এল আরও সরাসরি। টুইটার ও ইনস্টাগ্রামে হ্যামিল্টন লিখলেন, ''আসলে ভারতে রেসিং করতে এসে আমার একটাই কথা মনে হয়েছিল। এই কোটি-কোটি টাকা ওরা যদি স্কুল বা বাড়ি তৈরির কাজে লাগাত, ছবিটা বদলে যেত। এত খরচ করে ট্র্যাক পাতা হচ্ছে, তাতে মানুষের আগ্রহই যদি না থাকে, কী লাভ! তবে কিছু অসামান্য ভারতীয় ভক্তের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতাটাও অপূর্ব।'' কথা হচ্ছিল, ভিয়েতনামের মতো নতুন কোনও দেশে ফর্মুলা ওয়ান রেসিংয়ের ট্র্যাক পাতা নিয়ে। এ নিয়ে হ্যামিল্টন বলেছিলেন, ''রেসিংয়ের ইতিহাসে ইংল্যান্ড, জার্মানির মতো দেশের একটা ঐতিহ্য আছে। সম্প্রতি আমেরিকাতেও ব্যাপক সা়ড়া মিলছে। কিন্তু এ সব দেশে তো বছরে মাত্র একটা ইভেন্ট। ক্ষমতা থাকলে, এ সব দেশেই আরও বেশি করে ইভেন্ট করাতাম।&

‘কার ভাত জোটে না, দেখুন, পাশে বসুন’

Image
নির্দিষ্ট করে লালগড়ের শবর-মৃত্যুর কথা বললেন না। তবে এই ঘটনা ঘিরে আলোড়নের মধ্যেই অনাহার নিয়ে দলের নেতাদের কর্তব্য স্পষ্ট করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোরের সভায় দলের নেতা-কর্মীদের তিনি বলেন, ''কারও ঘরে ভাত না-জুটলে দু'টাকা কেজি দরে চাল দিন। কার ঘরে ভাত নেই সে খবর কি আমাকে জেনে দিতে হবে?'' লালগড়ে সাত শবরের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে অনাহারের কথা খারিজ করে দিয়েছে নবান্ন। তবে এ দিন দলীয় সভায় মমতা বলেন, ''ঝাড়গ্রাম ও পুরুলিয়ার নেতাদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দুলাল মুর্মু (নয়াগ্রামের বিধায়ক) আমাকে বলেন, দিদি কিছু করুন। সুকুমার হাঁসদা (ঝাড়গ্রামের বিধায়ক) আপনি নজর দিন। আমি গিয়ে ভাত খাইয়ে দিয়ে আসতে পারব না।... নেতাই, লালগড়ের কে কোথায় কী করছে, সব আমি জানি।'' সরকারি প্রকল্প রূপায়ণে দলের নেতা ও জনপ্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''কেউ অসুস্থ হলে দেখ। কেউ পড়াশোনা না-করতে পারলে দেখতে হবে।'' বিধায়কদের জনসংযোগের নির্দেশ দিয়ে