মহাকাশ থেকেও দেখা যাচ্ছে সর্দারের ৩০০০ কোটির মূর্তি!


পৃথিবীর সবচেয়ে উচ্চতম মূর্তি। সেটাই ছিল রেকর্ড, এবার তার সাথে যুক্ত হল নতুন পালক। মানুষের তৈরি এমন জিনিস খুব কমই আছে, যা মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। এবার সেই তালিকাতে নাম লেখালো গুজরাটের ১৮২ ফুটের 'স্ট্যাচু অফ ইউনিটি'। চিনের প্রাচীর, মিশরের পিরামিডের মতো গুটিকয় স্থাপত্যের মধ্যে চলে এল ভারতের এই মূর্তির নামও। 

সম্প্রতি মহাকাশ থেকে একটি বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্ক, নর্মদা নদীর তীরে তৈরি হওয়া বল্লভভাই প্যাটেলের মূর্তির ছবিটি তোলে। এর পর তাদের টুইটারে ছবিটি দেওয়া হয়। আর তা দেওয়ার সঙ্গেসঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

বিপুল পরিমান অর্থ ব্যয়ে তৈরি এই মূর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারের সমালোচনায় নেমেছে বিরোধীরা। যদিও ওই জায়গাটিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।