Posts

Showing posts from January 29, 2019

বিদেশিদের অনির্দিষ্টকাল আটক রাখা উচিত নয়, এনআরসি প্রশ্নে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

Image
এই মুহূর্তে ভারতে কত জন বিদেশি আটক রয়েছে, কেন্দ্রের থেকে তার সংখ্যা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, সরকার যদি তাদের দেশে ফেরত্ পাঠাতে ব্যর্থ হয়, তা বলে কোনও বিদেশিকে অনির্দিষ্টকাল পর্যন্ত সরকার আটকে রাখতে পারে না। অসমে 'অনুপ্রবেশকারী'দের বিষয়ে মানবিক দিক বিচার করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন মানবাধিকার কর্মী হর্ষ মন্দের। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বেঞ্চ জানায়, যদি আটক বিদেশিদের তাদের দেশে ফেরানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করতে না পারে, তা হলে তাদের অনির্দিষ্টকাল পর্যন্ত বন্দি করে রাখতে পারে না সরকার। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং অসম সরকার জানিয়েছে, ইতিমধ্যে ৯৮৬ জন ব্যক্তিকে বিদেশি চিহ্নিত করা হয়েছে। বিদেশিদের স্বদেশে ফেরানোর চূড়ান্ত তালিকা পেশের জন্য সময় চেয়ে নেন সরকারি আইনজীবী তুষার মেহতা। তিনি দাবি করেন, অন্যান্য দেশ ইতিমধ্যে চিহ্নিত বিদেশিদের নাগিরকত্ব স্বীকার করেছে। যদিও ওই বিদেশিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন মামালকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্

ভুয়ো শ্লীলতাহানির মামলা! অভিযোগকারিণী মহিলার ২৫ লাখ টাকার জরিমানা

Image
বম্বে হাইকোর্ট শ্লীলতাহানির অভিযোগটা যে এ ভাবে ব্যুমেরাং হয়ে ফিরে আসবে, তা ভাবতেও পারেননি উদ্যোগপতি নেহা গাঁধী। ভুয়ো অভিযোগ করার কারণে তাঁকে ২৫ লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। একইসঙ্গে নারী সুরক্ষা আইন অপব্যবহারের জন্য ওই মহিলাকে তীব্র ভর্ৎসনাও করেছেন বিচারপতি। ট্রেডমার্ক লঙ্ঘন নিয়ে মুম্বইয়ের এক সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন হরিয়ানার ফিল গুড ইন্ডিয়া সংস্থার কর্ণধার নেহা। সেই মামলা আদালত পর্যন্ত গড়ায়। এর পর আদালতের নির্দেশে কোর্ট রিসিভার ফিল গুড সংস্থার কারখানার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে যান। সেখানে তিনি গোটা প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করেন। অভিযোগ, সেই সময়ে নেহা টান মেরে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, ওই কোর্ট রিসিভারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন তিনি। প্রাথমিক ভাবে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। কিন্তু, তদন্ত এগোলে আসল ঘটনা সামনে আসে। আদালতে অভিযুক্ত মহিলা উদ্যোগপতি জানান, তিনি রাগের মাথায় শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। সম্প্রতি বিচারপতি এস কাঠওয়ালা সেই যুক্তি মানতেই চাননি। ২৫ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি বিচারপতি বলেন,''এ

অযোধ্যায় ‘অ-বিতর্কিত’ জমি ফেরাতে কেন্দ্রের আর্জি সুপ্রিম কোর্টে

Image
ভোটের আগে রাম মন্দির ইস্যু জিইয়ে রাখতে নয়া পন্থা নিল বিজেপি। অযোধ্যায় সরকার অধিগৃহীত জমির যে অংশে বিতর্ক নেই, সেই অংশ রাম জন্মভূমি ন্যাস (ট্রাস্ট)-এর হাতে তুলে দেওয়ার জন্যসুপ্রিম কোর্টে আর্জি জানাল কেন্দ্র। মঙ্গলবার রিট পিটিশন দাখিল করে এই আবেদন জানানো হয়েছে। অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ এলাকায় মোট ৬৭ একর জমি রয়েছে। বর্তমানে পুরো জমির উপরই স্থিতাবস্থা জারি রাখার নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের। ২৫ বছর আগে এই জমি অধিগ্রহণ করেছিল সরকার। এর মধ্যে বিতর্কিত জমি ২.৭ একর। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে একটি রিট পিটিশন দাখিল করে আর্জি জানানো হয়েছে, বিতর্কিত ২.৭ একর ছাড়া বাকি অংশের উপর থেকে স্থিতাবস্থা তুলে নেওয়া হোক। তার পর ওই জমি রাম জন্মভূমি ন্যাসের হাতে তুলে দেওয়া হোক। গোড়া থেকেই রাম মন্দির নির্মাণের পক্ষে সওয়াল করে আসছে এই ট্রাস্ট। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে তিনি টুইটারে লিখেছেন, 'সরকার চায় দ্রুত রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে। তবে আদালত স্থিতাবস্থা তুললে তবেই সে

বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি করেছে ফেসবুক! অর্ধেক অ্যাকাউন্টই ভুয়ো, দাবি মার্কের বন্ধুর

Image
করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির সঙ্গে যুক্ত ফেসবুক! ১০০ কোটি জাল অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে। যা ফেসবুকের মোট গ্রাহকের ৫০ শতাংশ। দাবি করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সহপাঠী অ্যারন গ্রিনস্প্যান। সম্প্রতি অ্যারন গ্রিনস্প্যান 'রিয়েলিটি চেক' নামে ৭০ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছেন। গ্রিনস্প্যানের প্রকাশ করা ওই রিপোর্টে তিনি বলেছেন, 'নকল অ্যাকাউন্ট নিয়ে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের, তা এতদিন পরিষ্কার করে জানায়নি ফেসবুক। ফেসবুকের যত প্রোফাইল রয়েছে তার ৫০ শতাংশই ভুয়ো। এই জাল প্রোফাইলের মাধ্যমে ফেসবুকের অনেক গ্রাহকই প্রতারিত হয়েছেন, নকল খবর ছড়িয়েছে, বিভিন্ন দেশের প্রশাসনও এর ফাঁদে পড়েছে।' গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে এমনিতেই জেরবার ফেসবুক। তথ্য চুরির ব্যাখ্যা দিতে গিয়ে অভিযোগ একপ্রকার স্বীকারও করে নিয়েছিল ফেসবুক। পরে ফেসবুক দাবি করেছিল, স্পটিফাই, নেটফ্লিক্স, দ্য রয়্যাল ব্যাঙ্ক অব কানাডা-র মতো বেশ কিছু সংস্থাকে তাঁরা গ্রাহকদের তথ্য দেখার অনুমতি দিয়েছিল। যদিও তা চুরি করা হয়নি বলেই দাবি করা হয়েছিল ফেসবুকের

প্রেমিকার মাকে অ্যাসিড ছুঁড়ল প্রেমিকের বাবা

Image
প্রেমিকার মায়ের ওপর অ্যাসিড হামলা চালাল প্রেমিকের বাবা। পাল্টা প্রতিরোধে জখম হল হামলাকারী। জখম দু'‌জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিস সূত্রে জানা গেছে, হাবড়ার রাজবল্লভপুর এলাকায় পাশাপাশি বসবাস আবদুল সাত্তার বিশ্বাস এবং জাহিদা বিবিদের। আবদুলের ছেলের সঙ্গে জাহিদার মেয়ের প্রেমের সম্পর্ক চলছে বেশ কিছুদিন ধরে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনমালিন্য চলছিল অনেকদিন ধরেই। আবদুল কিছুতেই এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। এ ব্যাপারে জাহিদার মেয়েকে তার ছেলের সঙ্গে মেলামেশা না করার জন্য বারবার বলে। কিন্তু তারপরেও তাদের প্রেমের সম্পর্কে কোনও পরিবর্তন না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে আবদুল। তার সব রাগ গিয়ে পরে জাহিদার ওপর। এই অবস্থায় রবিবার রাত ১০টা নাগাদ হঠাৎই জাহিদার বাড়িতে হাজির হয় আবদুল। পুরনো বিষয় নিয়েই আবদুল আর জাহিদার মধ্যে বিবাদ শুরু হয়। তঁাদের চিৎকার শুনে বাড়ির অন্যরা, এমনকী প্রতিবেশীরাও ছুটে আসেন। এরই মধ্যে হঠাৎ পকেট থেকে অ্যাসিডের শিশি বের করে জাহিদার মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারে আবদুল। অ্যাসিড

পিছিয়ে–পড়া মানুষের মেধাকে কাজে লাগান

Image
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে থাকা মেধাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। পাশাপাশি তিনি জানিয়ে দেন, স্কুল–কলেজের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে রয়েছে সরকার। সোমবার  ঝাড়গ্রাম জেলা পুলিশ আয়োজিত সপ্তম জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এই অনুষ্ঠান হয় জামবনির বাণীবিদ্যাপীঠ স্কুল মাঠে। মন্ত্রী বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, '‌সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে প্রচুর মেধা রয়েছে। সেই মেধাকে আমাদের কাজে লাগাতে হবে। জেলায় স্কুল–কলেজে কোনও ছাত্রছাত্রী যদি খেলাধুলোয় ভাল হন, তা হলে আলাদা করে তাঁদের নাম দপ্তরে পাঠান। সরকার তাঁদের পড়াশোনার দায়িত্বভার নেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিচ্ছেন। আমাদের দপ্তর থেকে অতিরিক্ত এটা করতে চাই। অনেকে হয়তো পড়াশোনায় ভাল নয়, কিন্তু খেলাধুলোয় খুব ভাল। অনেকে হয়তো পড়াশোনায় মাঝামাঝি কিন্তু তীরন্দাজিতে সাংঘাতিক। কেউ আবার ফুটবল খুব ভাল খেলে। আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে শারীরশিক্ষা, কর্মশিক্ষা ও ক্রীড়া—এই তিনটি বিষয়ে জোর দিচ্ছি। ঝাড

একশো দিনের কাজে ২ কোটি টাকার দুর্নীতি, অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

Image
একশো দিনের কাজ প্রকল্পে দু'কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ। কাঠগড়ায় পূর্ব বর্ধমানের বেগপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিউলি মল্লিক-সহ শাসকদলের বেশ কয়েকজন নেতা৷ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত সচিব দিব্যেন্দু সরকারের নির্দেশে, সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ মামলা দায়ের করেছেন কালনা-১ ব্লকের বিডিও৷ ওই তৃণমূল নেত্রী এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ৷ জানা গিয়েছে, ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ওই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল। পঞ্চায়েত প্রধান ছিলেন শিউলি মল্লিক। শিউলিকে সামনে রেখে আদতে পঞ্চায়েতের সমস্ত কিছু পরিচালনা করত তার স্বামী ইনসান মল্লিক। বর্তমানে সে কালনা-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। স্থানীয়দের অভিযোগ, ওই সময় পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতি হয়। শুধুমাত্র ১০০ দিনের কাজ প্রকল্পের প্রায় দু'কোটি টাকা তছরূপ করে শিউলি ও তার স্বামী৷ এই মর্মে, ব্লক ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকী রাজ্যে পঞ্চায়েত দপ্তর ও কেন্দ্রের ১০০ দিনের কাজ সংক্রান্ত দপ্তরেও অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে শ

লটারি প্রতারণাকাণ্ড: ‘মাস্কিং কনসেপ্ট’ ও ‘কল স্পুফিং’র মাধ্যমে পাকিস্তান থেকে কারসাজি

Image
লটারি প্রতারণাকাণ্ডে ফের নয়া তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, মাস্কিং কনসেপ্ট ও  কল স্পুফিংয়ের মাধ্যমে চলত সাইবার কারসাজি। এবার প্রশ্ন 'মাস্কিং কনসেপ্ট' বা 'কল স্পুফিং' বিষয়টি কী? পদ্ধতি ১.  মাস্কিং কনসেপ্ট সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পদ্ধতিতেই বেশিরভাগ ক্ষেত্রে সাইবার কারসাজি হয়ে থাকে। প্রত্যেক সার্ভার ব্যবহার করার জন্য একটি পিন নম্বর লাগে। (যেমন আমরা অনেক সময়ই অন্য ইউজারের ওয়াইফাই ব্যবহার করার সময়ে তার পিন নম্বর দিয়ে থাকি)  প্রতারকরা 'অপারেশন'এর সময়ে বিভিন্ন সার্ভারের পিন হ্যাক করে থাকে। লটারি প্রতারণাকাণ্ডে প্রতারকরা নাইজেরিয়ার চারটি প্রক্সি  সার্ভারের পিন হ্যাক করেছিল। এবং সেই পিন ব্যবহার করে দিল্লি, বাংলা, অরুণাচলপ্রদেশ, মেঘালয়ে প্রতারণার জাল বিছিয়েছিল। পদ্ধতি ২. কল স্পুফিং কল স্পুফিং-এই প্রযুক্তি আপনার মোবাইলে বা ফোনে ব্যবহার করা থাকলে, আপনার ফোনের টাওয়ার লোকেশন অপরজনের কাছে সঠিক দেখাবে না। ( ধরুন আপনি কলকাতায় বসে ফোন করলে, আপনার টাওয়ার লোকেশন দেখাতে পারে দুবাই)। এক্ষেত্রেও প্রতারকরা এই প্রযুক্তির সাহায্য নিয়েছিল। ০০৯২ বা ৯২ দিয়ে শুরু নম্বরগুলো থেকে  প

আরামবাগ থেকে ধৃত খাগড়াগড় কাণ্ডে ‘মোস্ট ওয়ান্টেড’ দুই জঙ্গি

Image
ধৃত কদর কাজি। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ফেরার দুই অভিযুক্তকে হুগলির আরামবাগের একটি গ্রাম থেকে পাকড়াও করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ সূত্রের খবর, ধৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি)-এরশীর্ষ নেতা কওসরকে জেরা করেই হদিশ মেলে খাগড়াগড় কাণ্ডে ফেরার দুই অভিযুক্ত কদল কাজি এবং হাবিবুর ওরফে সাজ্জাদের। সোমবার গভীর রাতে এনআইএ-র দু'টি আলাদা দল আরামবাগে ফেরার জঙ্গিদের ডেরাতে হানা দেয়। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন এই দু'জন। বেশ কয়েক মাস ধরে রাজমিস্ত্রির পরিচয়েই গা ঢাকা দিয়েছিল দু'জন, এমনটাই জানতে পেরেছেন এনআইএ আধিকারিকরা। কদর বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা এবং কওসরের অন্যন্ত ঘনিষ্ঠ ছিল বলে দাবি গোয়েন্দাদের। জেএমবি-র খাগড়াগড় মডিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে। ২০১৪ সালে খাগড়গড় বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল সে। বীরভূমে জেএমবি-র মডিউলের দায়িত্বে থাকা কদর সংগঠনের তহবিল তৈরি করা থেকে শুরু করে প্রশিক্ষণের বন্দোবস্তও করেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। অন্যদিকে হাবিবুর ওরফে সাজ্জাদও ওই মডিউলেরই গুরুত্বপূর্ণ সদস্য। এনআইএ গোয়েন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দু

মঙ্গলবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ১৫ টাকা প্রতিকিলো .নতুন আলু – ১৩টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১২টাকাপ্রতিকিলো   .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ৬-১৫ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১০-১২ টাকা প্রতি কিলো .উচ্ছে – ৩০ টাকা প্রতিকিলো .বেগুন – ১৫-২৫টাকা প্রতিকিলো .টমেটো – ২০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০-২৫ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৫০ টাকা প্রতি কেজি মাছ .গোটারুই –২২০ টাকা কিলো .কাটারুই – ২৫০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-৩৫০টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪৫০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪৫০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪৫০টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫৫০ থেকে ৬৫০ টাকা .বাগদা –

পাচার রুখে ৫৭টি গরু উদ্ধার বিধায়ক রাজার

Image
হায়দরাবাদ: ট্রাকে চাপিয়ে পাচার করা হচ্ছিল ৫৭টি গরু। খবর পেয়ে তা রুখলেন বিজেপি বিধায়ক টি রাজা সিং। ঘটনাটি তেলেঙ্গানা রাজ্যের সামিরপেট থানা এলাকার। সোমবার সকালে সেখানে ট্রাক ভরতি গরু পাচার রুখে দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন গোসামহল কেন্দ্রের বিধায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদ থেকে ২৫ কিলোমিটার দূরে মেদছাল জেলায় অবস্থিত সামিরপেট থানা। সেখানে একটি বড় কনটেনার ট্রাকে করে গরু পাচার করা হচ্ছিল। বিধায়ক রাজা সিং-এর তৎপরতায় তা রুখে দেওয়া গিয়েছে। উদ্ধার হওয়া মোত ৫৭টি গরুর অধ্যে অনেক বাছুর ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ট্রাকের চালককেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় চালক জানিয়েছে যে অন্ধ্রপ্রদেশের নরসান্নাপেট এলাকা থেকে গাড়িটি নিয়ে আসা হচ্ছিল। গন্তব্য ছিল আল কবির এলাকা। গন্তব্যস্থলটি সাঙ্গারেড্ডি জেলার রুদ্রারাম গ্রামে অবস্থিত। যেখানে বিশাল বিফ ফার্ম রয়েছে। যেখান থেকে প্রচুর গোমাংস রফতানি করা হয়। সামিরপেট থানার পুলিশ ইন্সপেক্টর বি নবীন রেড্ডি বলেছেন, "গোহত্যা এবং গবাদি পশু সংরক্ষণ আইনে একট

লোকসভা নির্বাচনে অফিসারদের বদলি নিয়ে চিঠি নির্বাচন কমিশনের

Image
লোকসভা নির্বাচন যে এবার বাড়তি গুরুত্ব পাবে তা রাজনৈতিক গতিপ্রকৃতিতে আগেই বোঝা গিয়েছিল। মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে এপ্রিল–মে মাসে হবে লোকসভা নির্বাচন। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। ‌কিন্তু নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছেন। আর এই চিঠি নিয়েই রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে জোর চর্চা।  নির্বাচন কমিশন সূত্রে খবর, এই চিঠি পাঠানো হয়েছে সব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সরকারকে। সেখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের জন্য সমস্ত অফিসারকে বদলি ও পোস্টিং করতে হবে। যা লোকসভা নির্বাচনকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমে বিধানসভা নির্বাচন হবে ৩ জুন। অর্থাৎ লোকসভা নির্বাচনের একেবারে শেষলগ্নে। নির্বাচন কমিশন যে নোটিফিকেশন জারি করেছে সেখানে বলা হয়েছে, যেসব অফিসার সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত তাঁদের নিজের জেলায় বা শহরে পোস্টিং দেওয়া যাবে না। আর যেসব অফিসার সরাসরি

‘প্রতিটি গরিব মানুষকে ২০১৯-এ কংগ্রেস সরকার ন্যূনতম আয় নিশ্চিত করবে’, প্রতিশ্রুতি রাহুলের

Image
আজ ছত্তীসগঢ়ে এক জনসভায় কংগ্রেস সভাপতি প্রতিশ্রুতি দিলেন, ২০১৯-এ কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে সমস্ত গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিন গুজরানের জন্য কিছু টাকা দেবে। রাহুল বলেন, ''আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি গরিব মানুষকে ২০১৯-এ কংগ্রেস সরকার ন্যূনতম আয় নিশ্চিত করবে। কেউ অভুক্ত থাকবেন না, কেউ গরিব থাকবেন না।''  তাঁর নেতৃত্বে কংগ্রেস বা জোট সরকার ক্ষমতায় এলে মূলত কোন নীতি নিয়ে চলবে, এই ঘোষণায় আজ তার দিশা দেখালেন রাহুল। একই সঙ্গে নরেন্দ্র মোদীর পালের হাওয়া কিছুটা কেড়েও নিলেন। কারণ, মোদী সরকার ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে গরিব চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়ার প্রকল্প ঘোষণার চিন্তাভাবনা করছিল বলে খবর। আগেভাগে সেই প্রতিশ্রুতি দিয়ে দিলেন রাহুল। রাজধানীতে জোর চর্চা, এরপর বাজেটে যে ঘোষণাই হোক না কেন, তা স্রেফ রাহুলের অনুকরণ বলে প্রচারের সুযোগ পেয়ে যাবে কংগ্রেস। অথচ মোদী সরকারের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন দু'বছর আগে আর্থিক সমীক্ষায় প্রথম এই ভাবনার কথা বলেছিলেন। শুধু তা-ই নয়, গরিব চাষিদের জন্য ন্যূনতম আয় নিয়ে আলোচনা করতে আজ কেন্দ্রীয়

পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়নি, স্থগিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

Image
বর্ধমান: সোমবার দুপুর পর্যন্তও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখাচ্ছিল ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সমাবর্তন হবে। বিকেলেই দিন বদলে গেল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল সমাবর্তন। কারণ নিয়ে সঠিকভাবে কিছু জানাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিভিন্ন বিষয়ের পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল এখনও প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবে কারা স্বর্ণপদক পাবে তাও নিশ্চিত নয়। তাই সমাবর্তন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও উপাচার্য নিমাইচন্দ্র সাহা জানাচ্ছেন, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যর ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। সমাবর্তনেও যার ব্যতিক্রম ঘটল না। আচমকাই এই সমাবর্তন পিছিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও কেন এইভাবে তা পিছিয়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন বিজ্ঞপ্তি দিয়ে জানান, অনিবার্য কারণে সমাবর্তন অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ১৫ জুন সমাবর্তন আয়োজন করা যায় কি না, সেই চ

ভারতরত্নকে ‘অপমান’, জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের অসম বিজেপির

Image
গায়ক জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অসম বিজেপি৷ অভিযোগ, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন তিনি৷ ভারতরত্ন এবং পদ্ম সম্মান ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় জুবিনের নতুন গান 'পলিটিক্স না করিব বন্ধু'৷ এরপরই জুবিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অসম বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি৷ যদিও যে গানটি নিয়ে এত বিতর্ক সেই গানটিতে ভারতরত্ন বা পদ্ম সম্মান নিয়ে কোনও অপমানজনক কথা আদৌ রয়েছে কী না, সেই সত্যতা যাচাই হয়নি৷ গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি জুবিন নিজেও৷ শনিবার সকালে জুবিনের বিরুদ্ধে অসমের হোজাই জেলার লঙ্কা থানায় এফআইআর দায়ের করেন রাজ্য বিজেপি-র কিষান মোর্চার সহ-সভাপতি সত্যরঞ্জন বরা। নিজের ফেসবুক পোস্টে সত্যরঞ্জন লেখেন, "জুবিন গর্গের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তবে তিনি গানের মাধ্যমে যা বলতে চেয়েছেন তা অসমের সুস্থ এবং সংস্কৃতিবান সমাজের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়।" তাঁর অভিযোগ, ভারতরত্নের অসম্মান ছাড়াও ওই গানের মাধ্যমে ভূপেন হাজারিকার বিরুদ্ধেও অপমানজনক মন্তব্য করেছেন জুবিন। এফআইআরে সত্যরঞ্জনের দাবি,

২ কোটি ২৬ লক্ষ নগদ, ২৫টি দোকান, ৮২টি জমির নথি উদ্ধার সরকারি কর্তার বাড়ি থেকে!

Image
শাহি রাম মিনার। বিপুল সম্পত্তি উদ্ধার করার পর রাজস্থানের এক সরকারি কর্মীকে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। রবিবার শাহি রাম মিনার নামের ওই সরকারি অফিসারের জয়পুরের শঙ্কর বিহার এলাকার বাড়িতে তল্লাশি চালানোর পরে বিপুল সম্পত্তির হদিশ পান রাজস্থানের দুর্নীতি দমন শাখার অফিসারেরা। প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। শুধু নগদ টাকাই নয়, প্রায় ৬ লক্ষ টাকার গয়না, দেশের নানা জায়গায় সম্পত্তির নথিপত্র, একটি পেট্রল পাম্প, একটি ফ্ল্যাট, ২৫টি দোকান এবং ৮২টি জমির কাগজপত্রও উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। কিন্তু কী ভাবে এই বিপুল সম্পত্তির হদিশ পেলেন দুর্নীতি দমন শাখার কর্মীরা? রাজস্থানের কোটায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ওপিয়াম লাইসেন্সিং প্রসেস বিভাগে কাজ করছিলেন কমলেশ নামে এক ব্যক্তি। কিন্তু অভিযোগ ওঠে, কমলেশকে ওই দফতর থেকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন রাজ্যের নার্কোটিক্স কন্ট্রোল দফতরের ডেপুটি কমিশনার শাহি রাম মিনা। কমলেশ বেঁকে বসায় তাঁর কাছে এক লক্ষ টাকা ঘুষ চেয়ে বসেন শাহি রাম মিনা। তাঁর নামে এমন অভিযোগ ওঠার পরেই রাজস্থানের দুর্নীতি দমন শাখার নজরে চলে আসেন তিনি। তাঁর

শুভমনে মুগ্ধ কোহালি: আমারও এত প্রতিভা ছিল না

Image
নবাগত: শুরুতেই বিরাট প্রশংসা পেয়ে গেলেন শুভমন। তরুণ ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিলকে নিউজ়িল্যান্ডের নেটে ব্যাট করতে দেখে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহালি। নিজের উদাহরণ টেনে এনে বিরাট বলছেন, ''আমার বয়স যখন ১৯ বছর ছিল, তখন আমি শুভমনের প্রতিভার ১০ শতাংশও ছিলাম না।'' ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের প্রশংসা করে বিরাট আরও বলেন, ''প্রচুর নতুন প্রতিভা উঠে আসছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছে পৃথ্বী শ। শুভমানও সে রকমই আকর্ষণীয় এক প্রতিভা।'' শুভমন সম্পর্কে ভারত অধিনায়কের প্রতিক্রিয়া, ''শুভমনের আত্মবিশ্বাস দেখেও ভাল লাগছে। এ ভাবেই যদি এরা এগিয়ে যেতে পারে, তা হলে উপকৃত হবে ভারতীয় ক্রিকেট।'' বিশেষজ্ঞদের মতে, শুভমনের খেলা অনেকটাই নাকি কোহালির মতো। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ৪১৮ রান করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন শুভমন। এ দিকে, ভারতের কাছে সিরিজ হেরে কোহালির দলের গভীরতার কথা নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মুখে। তিনি বলছেন, ''এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল

যাঁর বড় বউমাকে অসমে মারলেন, তাঁর বাড়ি যেতে লজ্জা করবে না! মোদীর সভার আগে সুর চড়ল জ্যোতিপ্রিয়র

Image
প্রধানমন্ত্রী ঠাকুরনগরে সভা করলেই পাল্টা সভা করবে তৃণমূল— চ্যালেঞ্জটা আগেই ছুড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এ বার পাল্টা সভার তারিখটাও প্রায় চূড়ান্ত হয়ে গেল। ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে আসছেন নরেন্দ্র মোদী। ৫ ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক তিন তিন দিনের মাথাতেই সেখানে পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মতুয়া ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রীর যে সফর প্রস্তাবিত হয়েছে, তার বিরুদ্ধেও এ দিন ফের মুখ খুলেছেন জ্যোতিপ্রিয়। বৃহস্পতিবার আনন্দবাজারকে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, ''ঠাকুরনগরে যদি নরেন্দ্র মোদী সভা করেন, তা হলে পাল্টা সভা কিন্তু হবেই।'' মাঠ নিয়ে টানাপড়েন শেষে নরেন্দ্র মোদীর সেই সভা শেষ পর্যন্ত ২ ফেব্রুয়ারিই হচ্ছে। কখন সভা, কোন মাঠে সভা, কোথায় মোদীর হেলিকপ্টার নামবে, সে সব নিয়ে রবিবার পর্যন্তও বেশ কিছু অনিশ্চয়তা ছিল। সোমবার প্রায় সব অনিশ্চয়তাই কেটে গিয়েছে। আর নরেন্দ্র মোদীর কর্মসূচির বিষয়টি স্পষ্ট হয়ে উঠতেই সোমবার তৃণমূল সূত্রেও জানিয়ে দেওয়া হয়েছে পাল্টা কর্মসূচির কথা। জ্যোতিপ্রিয় মল্লিক এ দিন বলে