ভুয়ো শ্লীলতাহানির মামলা! অভিযোগকারিণী মহিলার ২৫ লাখ টাকার জরিমানা

বম্বে হাইকোর্ট

শ্লীলতাহানির অভিযোগটা যে এ ভাবে ব্যুমেরাং হয়ে ফিরে আসবে, তা ভাবতেও পারেননি উদ্যোগপতি নেহা গাঁধী। ভুয়ো অভিযোগ করার কারণে তাঁকে ২৫ লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। একইসঙ্গে নারী সুরক্ষা আইন অপব্যবহারের জন্য ওই মহিলাকে তীব্র ভর্ৎসনাও করেছেন বিচারপতি।

ট্রেডমার্ক লঙ্ঘন নিয়ে মুম্বইয়ের এক সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন হরিয়ানার ফিল গুড ইন্ডিয়া সংস্থার কর্ণধার নেহা। সেই মামলা আদালত পর্যন্ত গড়ায়। এর পর আদালতের নির্দেশে কোর্ট রিসিভার ফিল গুড সংস্থার কারখানার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে যান। সেখানে তিনি গোটা প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করেন। অভিযোগ, সেই সময়ে নেহা টান মেরে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, ওই কোর্ট রিসিভারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন তিনি।

প্রাথমিক ভাবে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। কিন্তু, তদন্ত এগোলে আসল ঘটনা সামনে আসে। আদালতে অভিযুক্ত মহিলা উদ্যোগপতি জানান, তিনি রাগের মাথায় শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন।

সম্প্রতি বিচারপতি এস কাঠওয়ালা সেই যুক্তি মানতেই চাননি। ২৫ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি বিচারপতি বলেন,''এই ধরনের ঘৃণ্য অপরাধ ক্ষমার অযোগ্য। শাস্তি মাফ করলে সমাজে ভুল বার্তা যাবে। আদালতের উচিত শক্ত হাতে এই ধরনের ঘটনার বিচার করা।''