Posts

Showing posts from September 7, 2018

চিন ও পাকিস্তানের উপর মহাকাশ থেকে নজরদারি চালাবে ভারত

Image
একাধিকবার বাতিল হওয়ার পর অবশেষে বৃহস্পতিবার সফল ভারত-মার্কিন প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। 'টু প্লাস টু' (২+২) মডেলের এই আলোচনা প্রক্রিয়ায় দ্বিপাক্ষিক সহযোগিতা, বন্ধুত্ব, সামরিক বোঝাপড়া আরও মজবুত করার ব্যাপারে আলোচনা হয়। দু'দেশের সামরিক বাহিনীর গোপন তথ্য (এনক্রিপটেড) আদানপ্রদান সংক্রান্ত 'কমকাসা' চুক্তি (কমিউনিকেশনস ক্যাপাবিলিটি অ্যান্ড সিকিউিরিটি এগ্রিমেন্ট) নিয়ে মতপার্থক্য ছিল শুরু থেকেই। দিল্লিতে হওয়া এই বৈঠকে সেই মতপার্থক্য দূর হল। বৈঠক শেষে মার্কিন বিদেশসচিব পম্পেও বলেন, 'বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারতের উত্থানে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।' অন্যদিকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের কাছে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ'। কারণ আমেরিকা হল ভারতের 'কৌশলগত মিত্র'।   এদিন দিল্লিতে একটানা তিন ঘণ্টার বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে পাশে বসিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। সঙ্গে ছিলেন দু

বারাসতের স্কুল থেকে হারিয়ে গেল পাঁচ বছরের পড়ুয়া, দেহ মিলল পুকুরে

Image
শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের কর্মীরা সবাই ব্যস্ত অনুষ্ঠান নিয়ে। তারই মাঝে সকলের অলক্ষ্যে স্কুল থেকে বেরিয়ে পড়ল পাঁচ বছরের শিশু। তার পর সেই শিশুর প্রাণহীন দেহ উদ্ধার হল স্কুল থেকে কিছুটা দূরে একটি পুকুরে! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে বিশেষ ভাবে সক্ষম শিশুদের একটি বেসরকারি কিন্ডার গার্ডেনে। অন্য দিনের মতোই শুক্রবার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল পাঁচ বছরের অর্কাভ সাহা। জন্ম থেকেই কথায় কিছু আড়ষ্টতা ছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, অর্কাভর মানসিক বৃদ্ধির কিছু সমস্যা আছে। তাই চিকিৎসকদের পরামর্শেই বারাসত নবপল্লির উদ্দীপন অ্যাকাডেমিতে ভর্তি করেন ছেলেকে বাবা-মা। শুক্রবার দুপুরে অর্কাভকে স্কুলে আনতে যান তার মা। গিয়ে দেখেন, অর্কাভকে খোঁজাখুঁজি করছে স্কুলের শিক্ষিকারাও। তার পর তিনি জানতে পারেন, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্কুলের কেউই জবাব দিতে পারছেন না, কী ভাবে বন্ধ দরজা পেরিয়ে, সকলের নজর এড়িয়ে পাঁচ বছরের অর্কাভ বাইরে গেল! তত ক্ষণে স্কুলের আশপাশের কয়েক জনের কাছ থেকে জানা গিয়েছে, শিশুটিকে কিছু ক্ষণ আগেই স্কুলের সামনের রাস্তায় দেখেছেন তাঁরা। কিছু ক্ষণ খোঁজখুঁজির পরেই স্কুলের সামনের

মেঝেতে মায়ের দেহ, ফ্যানে ঝুলছে বাবা, বরানগরের ঘরে কেঁদে চলেছে শিশু

Image
সঙ্গীতা দেব এবং সুদীপ দেব। ঘরের দরজা বন্ধ। সাড়ে ১০টা বেজে গিয়েছে। ভেতর থেকে ভেসে আসছে সাড়ে তিন বছরের শিশুপুত্রের টানা কান্নার আওয়াজ। পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয়। কারণ ওই বাড়ির বাসিন্দা দম্পতির নিজেদের মধ্যে সম্পর্ক ভাল নয়, তা এলাকার সবাই জানতেন। তাই সন্দেহ নিয়েই তাঁরা ছুটে যান। বার বার কলিং বেল বাজালেও কোনও সাড়া পাননি কেউ। কেবলই শিশুর কান্নার আওয়াজ। বাইরে থেকে ওই শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তাঁরা। শিশুটি ভিতর থেকে আধো আধো কথায় বলে, ''মা-বাবা কথা বলছে না।'' শুক্রবার সকালে আর দেরি করেননি বরাহনগর নিরঞ্জন সেন নগরের বাসিন্দা সুদীপ দেব এবং সঙ্গীতা দেবের প্রতিবেশীরা। তাঁরাই উদ্যোগ নিয়ে দরজা ভাঙেন। খবর দেওয়া হয় থানায়। দরজা ভাঙতেই তাঁরা যা দেখেন সেটার জন্য আদৌ কেউ প্রস্তুত ছিলেন না। ঘরের মধ্যে তখন মেঝেতে শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। পাশে মেঝের ওপর খাটের তলায় পাশ ফিরে শুয়ে আছে শিশুটির মা সঙ্গীতা। আর ঠিক পাশেই সিলিং পাখা থেকে ঝুলছে সঙ্গীতার স্বামী সুদীপের দেহ। গলায় ওড়নার ফাঁস। সঙ্গীতার দেহ নিথর, বরফের মত ঠান্ডা। বুঝতে বাকি থাকে না প্রতিবেশীদের যে সঙ্গীতা অনেক ক্ষ

লাগবে না কার্ড, এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা

Image
কলকাতা: পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা অনলাইনে ট্র্যান্স্যাকশনে অনেক সুবিধা তো পেয়েই থাকেন ৷ এবার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএম থেকে টাকা সহজেই তুলতে পারবেন ৷ দেশের ১০০,০০০ এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ এর জন্য লাগবে না কোনও এটিএম বা ডেবিট কার্ডও৷ এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, Empays-ক্লাউড বেসড পেমেন্ট সলিউশনের সঙ্গে গাটছড়া বেঁধেছে সংস্থা ৷ যার ফলে এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএম থেকেও টাকা তোলার সুবিধা পাবেন ৷ আর সেটা হবে 'কার্ডলেস' ৷ ২০ হাজার এটিএম দিয়ে আপাতত এই এটিএম শুরু হলেও এবছরের শেষেই দেশজুড়ে ১ লক্ষ এটিএম থেকে টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ My Airtel App-এর মাধ্যমে গ্রাহকরা ক্যাশ উইথড্রয়ালের রিকুয়েস্ট পাঠিয়ে যেকোনও IMT যুক্ত এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷ এর পাশাপাশি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের তরফে প্রথম দুটি লেনেদেনের উপর থেকে ২৫ টাকার ট্রান্স্যাকশন ফি-ও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ডেয়ারি মিল্ক কিনলেই 1 GB ডেটা ফ্রি দেবে JIO

Image
বারকোড স্ক্যান করার ৭-৮ দিনের মধ্যে মাই জিও অ্যাপে ঢুকে যাবে ডেটা। নিজে সেই ডেটা ভাউচার ব্যবহার করতে পারেন বা শেয়ার করতে পারেন অন্য কাউকে।  দেখতে দেখতে কেটে গেল ২টো বছর। দ্বিতীয় জন্মদিনে গ্রাহকদের ১ জিবি করে ফ্রি ডেটা দিচ্ছে Jio। সেজন্য চকোলেট প্রস্তুতকারী সংস্থা ক্যাডবেরির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাডবেরির চকোলেট কিনলে ১ জিবি ফ্রি ডেটা পাবেন জিও গ্রাহকরা। তবে সেজন্য ফোনে অবশ্যই থাকতে হবে My Jio অ্যাপ।  কী করে পাবেন ফ্রি ডেটা? ফ্রি ডেটা পেতে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৪০ টাকা বা ১০০ টাকা দামের ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেট কিনতে হবে।  এর পর My Jio অ্যাপ চালু করে ক্যাডবেরি চকোলেটের মোড়কটির ছবি তুলুন।  এর পর ক্লিক করুন 'Participate Now' বটনে এর পর মোড়কের ওপরে থাকা বারকোডটি স্ক্যান করুন।  ডেয়ারি মিল্ক ক্র্যাকেল, ডেয়ারি মিল্ক রোস্ট আমন্ড, ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট-এর ৪০ বা ৮০ টাকা দামের প্যাকেটেও মিলবে অফার। অফার মিলবে ডেয়ারি মিল্ক লিকেবল-এর ৩৫ টাকা দামের প্যাকেও।  বারকোড স্ক্যান করার ৭-৮ দিনের মধ্যে মাই জিও অ্যাপে ঢুকে যাবে ডেটা। নিজে সেই ডেটা ভাউ

নতুন এই গেরুয়া স্যুটেই মহাকাশে পাড়ি দেবে ভারত

Image
বেঙ্গালুরু: হাতে আর খুব বেশি সময় নেই। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২২-এই মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত। ইসরো বলছে, টার্গেট সেট করা হয়েছে আরও আগে। তাই এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। এবার প্রকাশ্যে এল সেই মহাকাশ অভিযানের পোশাক। বেঙ্গালুরু স্পেস এক্সপোতে সম্প্রতি সেই পোশাক প্রকাশ্যে এনেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানা গিয়েছে, তিরুঅনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে গত দু'বছর ধরে এই স্পেসস্যুট তৈরি হয়েছে। এখনও পর্যন্ত মোটি দুটি স্যুট বানানো হয়েছে। আরও একটি বানানো হবে, কারণ তিনজন মহাকাশচারীকে পাঠানো হবে মহাকাশে।   গেরুয়া রঙের স্যিট পরেই মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় মহাকাশচারীরা। স্যুটে থাকবে একটি অক্সিজেন সিলিন্ডার, যা এক ঘণ্টার অক্সিজেন যোগাতে পারবে। ইসরোর তরফে জানানো হয়েছে, ২০১২-এর ডিসেম্বরেই HSP বা হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রাম লঞ্চ করা হবে। প্রধানমন্ত্রীর দেওয়া ডেডলাইনের সঙ্গে কিছুটা ফারাক রাখতে চাইছেন ইসরোর মহাকাশবিজ্ঞানীরা, যাতে কোনও সমস্যা হলেও ২০২২-এর মধ্যেই মহাকাশে পৌঁছনো যায়। কে শিবান আরও জানান, মূল অভিযানের আগে ২০২০ ও ২০২১-এ দুটি আনম্যান্ড মিশন হবে ইসরোর। স্বাধীনত

টাকার মূল্যহ্রাসে ভয়ঙ্কর ক্ষতি! প্রবল চাপে মোদী সরকার

Image
টাকার মূল্যহ্রাসে ভয়ঙ্কর ক্ষতির মুখে দেশ! এসবিআই-এর হিসেবে চাপে মোদী সরকার একদিকে যেমন টাকার দাম কমছে, ঠিক অন্যদিকে বাড়ছে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ। এবছরে এখনও পর্যন্ত টাকার দাম কমেছে প্রায় ১১ শতাংশের মতো। যার জেরে ভারতবাসীকে বাড়তি ৬৮,৫০০ কোটি টাকা গুণতে হবে বৈদেশিক ঋণ মেটাতে। স্বল্প সময়ের জন্য নেওয়া ঋণ মাসুল সামনের কয়েক মাসে মেটাতে হবে। রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার টাকা দাম এযাবতের মধ্যে সবচেয়ে কম ছিল। ডলার পিছু টাকার দাম ছিল ৭২ টাকারও বেশি।( শুক্রবার যা ছিল ডলার পিছু ৭১.৭৯ টাকা) যদি এবছরের বাকি সময়ে ডলার পিছু টাকা ৭৩ টাকার পৌঁছে যায় এবং ভারতের সবথেকে বড় আমদানি কাঁচা তেলের দাম যদি ব্যারেল পিছু ৭৬ ডলারে পৌঁছে যায় তাহলে দেশের তেলের জন্য খরচ বাড়বে ৪৫,৭০০ কোটি টাকা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন, এসবিআই-এর চিফ ইকনোমিক অ্যাডভাইসর সৌম্যকান্তি ঘোষ। আর্থিক বছরের দ্বিতীয় অর্ধের জন্য, ডলার পিছু টাকার দাম যদি ৭১.৪ টাকাও ধরা হয় তাহলে ধার পরিষোধ করতে হবে ৭.৮ লাখ কোটি টাকা। টাকার দাম কমায় যার মধ্যে অতিরিক্ত যুক্ত হয়েছে প্রায় ৭০ হাজার ক

এশিয়াডে ব্রোঞ্জ জিতেছেন, দেশে ফিরে চা বেচছেন হরিশ

Image
নয়াদিল্লি: সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে পদক জিতে দেশে ফিরেছেন। কিন্তু, অন্য পদকজয়ী অ্যাথলিটের সঙ্গে একটাই ফারাক দিল্লির মজনু-কা-টিল্লা অঞ্চলের বাসিন্দা হরিশ কুমারের। কারণ, সেপাক তাকরো খেলায় ব্রোঞ্জ জিতে দেশে ফিরেই আবার আগের মতো বাবার চায়ের দোকানে বসে চা বেচতে বাধ্য হয়েছেন তিনি। পদক তাঁর রোজনামচা জীবনে কোনও পরিবর্তন আনেনি। দৈনন্দিন সংগ্রাম আজও অটূট হরিশের। তিনি বলেন, আমার পরিবারে অনেক লোক। অথচ, আয় কম। ফলত, আমাকে বাবার চায়ের দোকানে বসতে হয়। তাঁকে সাহায্য করতে হয়। তিনি যোগ করেন, প্রতিদিন দুপুর ২টো থেকে ৬টা আমি অনুশীলনের জন্য বরাদ্দ রাখি। এশিয়াড পদকজয়ী জানান, একদিন ভাল চাকরি করে পরিবারকে সাহায্য করতে চান তিনি। হরিশ জানান, ২০১১ সালে তিনি এই সেপাকতাকরো খেলতে শুরু করেন। কোচ হেমরাজ তাঁকে উৎসাহ দেন। তিনি বলেন, আমরা প্রথমে টায়ার দিয়ে খেলতাম। সেই সময় কোচ আমাদের দেখে সাই-তে নিয়ে যান ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেখান থেকেই প্রতিমাসে টাকা ও ক্রীড়া সরঞ্জাম পেতে শুরু করি। হরিশ আশাবাদী, ভবিষ্যতেও তিনি দেশের হয়ে আরও পদক আনতে চান।

প্রত্যেক জিও গ্রাহক পাবেন ২ জিবি ডেটা

Image
নয়াদিল্লি : ভারতে দু'বছর পূরণ করে ফেলল রিলায়েন্স জিও ৷ নিজেদের ২ বছরের স্পেশাল সেলিব্রেশনে গ্রাহকদের বিশেষ অফার দিচ্ছে ৷ এর জন্য প্রত্যেক গ্রাহক  প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ৷ এই অফার পাওয়া যাবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ৷ আরও অএকটি সংবাদ সংস্থার সূত্র অনুযায়ি জিও সেপ্টেম্বর ও অক্টোবরে ৮ জিবি ডেটা দেবে ৷ এখন থেকে প্রত্যেকের জিও অ্যাকাউন্টে ২ জিবি ডেটা পাওয়া যাবে ৷ যারা জিও -র অ্যাকটিভ গ্রাহক তারা নিজেদের মাই জিও অ্যাপে গিয়ে এই ডেটা চেক করতে পারবেন ৷ জিও-র সেলিব্রেশন প্যাকে ৪ দিনের জন্য এই ২ জিবি করে ডেটা পাওয়া মানে প্রতি গ্রাহক ৮ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৷ যার অ্যাকাউন্টে যবে থেকে এই ডেটা অ্যাকটিভ হবে তার থেকে চারদিন অবধি তারা এই সুবিধা ব্যবহার করতে পারবেন ৷ তবে এই ডেটা একসঙ্গে ৮ জিবি ব্যবহার করার কোনও সুবিধা পাওয়া যাবে না ৷

ফেসবুকের ব্যবহারের বন্ধ করেছেন আমেরিকার ২৬ শতাংশ গ্রাহক

Image
সোশ্যাল মিডিয়ায় আসক্তি। আধুনিক প্রজন্মের একটি অন্যতম বড় সমস্যা। প্রতিদিন, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে গোটা দুনিয়ার খবরাখবর না রাখলে অনেকটা পেটের ভাত হজম না হওয়ার মতো ব্যাপার। ছাত্রছাত্রীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এই আসক্তি রীতিমতো সমস্যার। কিন্তু এবার হয়তো অভিভাবকরা কিছুটা নিশ্চিন্ত হতে পারেন। কারণ সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, ফেসবুকের প্রতি আসক্তি ক্রমশ কমছে। শুধু কমছে বলা ভুল, যুবসমাজ নাকি ফেসবুকের প্রতি রীতিমতো বিতৃষ্ণ। আমেরিকার বিখ্যাত সংস্থা পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি মার্কিন নাগরিকদের উপর সমীক্ষাটি চালায়। সমীক্ষায় দেখা যাচ্ছে মার্কিন মুলুকের একটা বিরাট অংশের মানুষ নিয়মিত ফেসবুক প্রোফাইল চেক করা বন্ধ করে দিয়েছেন। প্রায় ৪২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা কয়েক মাস ফেসবুক থেকে বিরত থাকতে চান। প্রায় ১ চতুর্থাংশ মানুষ বলছেন, ফেসবুকের প্রতি বিতৃষ্ণার জেরে তাঁরা অ্যাপটিই ডিলিট করে দিয়েছেন স্মার্ট ফোন থেকে। মজার কথা হল যে ২৬ শতাংশ মানুষ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন বলে জানা গিয়েছে তাঁদের প্রায় অর্ধেকই ছাত্র এবং যুবসম্প্রদায়ের। কারণ অ্যাকাউন্ট ডিলিট করা গ্রাহকদের মধ্যে ৪৪

বৃহত্তর হ্যাচারির তৈরির পরিকল্পনা হেনরি আইল্যান্ডে

Image
কলকাতা : বিদেশি মাছের চাহিদা সমানে বেড়ে চলেছে রাজ্য়ে। এই চাহিদার কথা মাথায় রেখে বৃহত্তর হ্যাচারি গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্যের মৎস্য দপ্তর। গতকাল ইনাডু বাংলাকে একথা জানালেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মাছ সম্পর্কে শহরবাসীর কৌতূহল বরাবরই তুঙ্গে। আর সেই কথা ভেবেই বিগত কয়েক বছর যাবত বিদেশি মাছ আমদানি করছে রাজ্য। ভিয়েতনাম কই ও সিলভার প‍্যাম্পেনো সহ বেশ কয়েকটি বিদেশি প্রজাতির মাছ এখনও পর্যন্ত আমদানি করা হয়েছে রাজ্য়ে। উৎসবের দিনগুলিতে বাঙালির পাতে বিদেশি মাছের নানা পদ দিতে বরাবরই উদ্যোগ নেয় বেনফিশ। তাই এবারও পুজোর আগে বিদেশ থেকে কোবিয়া ও অন্ধ্র থেকে বিদেশি চিংড়ি আমদানি করার চেষ্টা করছে মৎস্য় দপ্তর।  আগে বেশ কিছু বিদেশি মাছের আমদানির পাশাপাশি সর্ব সাধারণকে সরবরাহ করার জন্য চাষের ব্যবস্থাও করা হয়েছিল। তবে সারা বছর ধরে দেশীয় মাছের পাশাপাশি বিদেশি মাছের জোগান দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়ছিল মৎস্যচাষীদের পক্ষে। এক্ষেত্রে লাভের চেয়ে ব্য়য়ের পরিমাণ বেশি হওয়ায় মৎস্য দপ্তর বিপুল পরিমাণে বিদেশি মাছ চাষ করার উদ্যোগ নিয়েছে।  এর জন্য বকখালির হেনরি আইল্যান্ডে গড়ে তোলা হচ্ছে বৃহত্তর হ্যাচারি।

জঙ্গিদের মুক্ত করার পরই সরানো হল জম্মু কাশ্মীরের পুলিশ প্রধানকে

Image
পুলিশ পরিবারের বদলে জঙ্গিদের পরিবারকে মুক্তির কয়েকদিনের মধ্যেই বড়সড় বদল হল জম্মু-কাশ্মীর পুলিশের। বদলে গেলেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এবং তাঁর সঙ্গে আরও কয়েকজন পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসারদের তালিকায় এই বদল আনা হয়েছে। রাজ্য সরকারের তরফে নেহাত রুটিন বদলি বলা হলেও, পুলিশের একাংশের মধ্যে জল্পনা, এর পিছনে রয়েছে হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকুর বাবা সহ অন্যান্য আটক জঙ্গিদের মুক্তির সিদ্ধান্ত। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এসপি বৈদের জায়গায় জম্মু-কাশ্মীরের নতুন পুলিশ প্রধান হলেন দিলবাগ সিংহ।রাজ্যের ট্রান্সপোর্ট কমিশনার পদে বদলি হলেন এসপি বৈদ। এর আগে মঙ্গলবার আব্দুল গনি মীরের বদলে জম্মু-কাশ্মীর পুলিশের গোয়েন্দা প্রধান হলেন বি শ্রীনিবাস। সপ্তাহখানেক আগে কয়েক জন জঙ্গির পরিবারের সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। তার পাল্টা হিসেবে পুলিশকর্মীদের পরিবারের সদস্যদেরও অপহরণ করে জঙ্গিরা। চাপে পড়ে হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকুর বাবা-সহ জঙ্গিদের পরিবারের সদস্যদের ছেড়ে দেয় পুলিশ। পরে পুলিশকর্মীদের আত্মীয় ও তিন পুলিশকর্মীকে মুক্তি দেয় জঙ্গিরা। এই

দাউদ-সইদের খোঁজে ভারতকে সাহায্য করবে আমেরিকা

Image
বড়সড় ঘোষণা করল আমেরিকা। সেই দেশের তরফে জানানো হয়েছে, মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে খুঁজতে ভারতকে সাহায্য করবে তারা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে এক আলোচনাসভায় একথা জানিয়েছে আমেরিকা। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে অন্যতম চক্রী ছিল দাউদ ইব্রাহিম। মাস্টারমাইন্ড ছিল সে। তারপর থেকে ভারতের ব়্যাডারে রয়েছে দাউদ। আর আমেরিকাও দাউদকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করেছে। তার মাথার দাম ধার্য হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে শুধু দাউদ ইব্রাহিমই নয়। মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের খোঁজেও ভারতকে সাহায্য করা হবে বলে জানিয়েছে আমেরিকা। সইদও আমেরিকার কাছে মোস্ট ওয়ান্টেড। তাই বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারতকে এক্ষেত্রে সবরকমভাবে সাহায্য করবে আমেরিকা। তবে যে শুধু এই দুই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশ একত্রিত হয়েছে, তা নয়। আল কায়দা, আইএস, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, তেহরিক-ই-তালিবান, ডি-কোম্পানি ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গিগোষ্ঠীকেও গোড়া থেকে উপড়ে ফেলার জন্য জোটবদ্ধ হয়েছে ভারত ও আমেরিকা। এর জন্য দরকার পড়লে পাকিস্তানের উপর আরও চাপ

প্রবল জলোচ্ছ্বাস, দিঘায় মাঝসমুদ্র থেকে উদ্ধার ১২ জন মত্‍স্যজীবী

Image
দীঘা: বৃষ্টিতে আজও উত্তাল দিঘার সমুদ্র। উদ্ধার করা হয়েছে ১২ জন ম‍ৎস্যজীবী সহ দুটি ট্রলার। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে ট্রলারটি চলে আসে। উত্তাল সমুদ্রে ডুবে যাচ্ছিল ট্রলারটি। উপকূলের উদ্ধারকারীদের নজরে পড়তেই তাদের উদ্ধার করা হয়েছে। পর্যটকদের উদ্দেশে মাইকে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। দিঘা সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস ৷ পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার প্রশাসনের ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৷ সতর্ক নুলিয়া, বিপর্যয় মোকাবিলা দল ৷ দিঘা মোহনায় উদ্ধার করা হয় কাকদ্বীপের ১২ মৎস্যজীবীকে ৷ গতকাল মাঝসমুদ্রে ২টি ট্রলার দেখা যায় ৷ ট্রলার দেখে দিঘা পুলিশের উদ্ধারকারী দল ৷ ২টি ট্রলারেই ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ ঝোড়ো হাওয়ায় দিঘার দিকে চলে যায় ৷ আতঙ্কে সমুদ্রে ঝাঁপ দেন ৬ মৎস্যজীবী ৷ পরে ১২ জনকেই উদ্ধার করা হয় ৷

জোরকদমে জঙ্গলমহলে ডিজিটাল রেশন কার্ড বিলি রাজ্যের

Image
বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে তাঁদের উপস্থিতির ভালই জানান দিয়েছে গেরুয়া শিবির৷ এতকাল যাদের দূরবীন দিয়ে খুঁজতে হত এবার তাঁরাই একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে৷ বিজেপির এই উত্থানকে যে ভাল চোখে দেখছে না শাসক তা পঞ্চায়েতের ফলাফল ঘোষণার পরই স্পষ্ট করেছে দলের শীর্ষ নেতৃত্ব৷ উনিশের লোকসভার আগে হারানো জমি পুনরুদ্ধারে তাই দলীয় নেতাদের প্রাণ লড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী৷ সূত্রের খবর, সেলক্ষ্য থেকেই চলতি মাস থেকেই জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ডিজিটাল রেশন কার্ড দেওয়া শুরু করছে রাজ্য সরকার৷   এতদিন এই তিন জেলার বাসিন্দাদের একাংশ পেলেও জঙ্গলমহলের একটা বড় অংশের হাতে এখনও হাতে পৌঁছায়নি ডিজিটাল রেশন কার্ড৷ যা নিয়ে বাসিন্দাদের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ৷ কারণ, দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা ডিজিটাল রেশন কার্ডের দাবি তুলে আসছিলেন। ক্ষোভের সীমা এতটাই প্রখর হয় যে, তা সামাল দিতে বাঁকুড়ার দু-একটি এলাকায় ডিজিটাল রেশন কার্ডের টোকেন দিতে হয় প্রশাসন৷ সূত্রের খবর, এই তিন জেলার আঞ্চলিক খাদ্য দপ্তরগুলির থেকে রাজ্য খাদ্য দপ্তরকে এই সমস্যার কথা জানা

বেতনে বিলম্ব, অসহযোগিতার হুমকি জেটের পাইলটদের

Image
মুম্বই : চলতি বছরের মধ্যে পরপর দু'বার আর্থিক ক্ষতির মুখে পড়ে টালমাটাল জেট উড়ান সংস্থা। যার সরাসরি প্রভাব পড়েছে কর্মীদের বেতনের উপর। গত জুন মাসে সমস্ত কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য পাইলটদের ইউনিয়নের প্রবল বাধায় সেই সিদ্ধান্ত স্থগিত রাখে জেট কর্তৃপক্ষ। গত আগস্টে বেতন হয়েছে অনেক দেরি করে। এমাসেও জেটের পাইলট এবং ইঞ্জিনিয়ারদের বেতন এখনও হয়নি বলে খবর। ক্ষুব্ধ পাইলট এবং ইঞ্জিনিয়াররা 'অসহযোগিতা'র পথে হাঁটার হুমকি দিয়েছেন। ১৯৯৩ সালে শিল্পপতি নরেশ গোয়েলের হাত ধরে ভারতে যাত্রা শুরু করে জেট এয়ারওয়েজ। বর্তমানে জেটের ২৪ শতাংশ শেয়ারের মালিক সংযুক্ত আরব আমিরশাহির উড়ান সংস্থা এতিহাদ। কিন্তু চলতি অর্থবর্ষের মধ্যে পরপর দু'বার বিপুল ক্ষতির মুখে পড়ে জেট। প্রথম দফায় লোকসান হয় ১ হাজার ৩৬ কোটি টাকা। দ্বিতীয় দফায় সেই ক্ষতি একলাফে বেড়ে হয় ১ হাজার ৩০০ কোটি। এই আর্থিক ধাক্কা সামলে উঠতে পারেনি জেট। এখন অনিয়মিত বেতন হওয়ায় প্রবল ক্ষুব্ধ বিমানের পাইলটরা। চলতি সপ্তাহের শুরুতে সংস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পাইলটরা বলেছেন, বেতন আটকে রাখা নিয়ে কোনও আগাম ঘোষণা

কাশ্মীর পুলিশের নতুন প্রধান দিলবাগ সিং

Image
শ্রীনগর : সরিয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদকে। তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল IPS অফিসার দিলবাগ সিংকে। তিনি কারা-র DG পদেও রয়েছেন। কেন্দ্রের সঙ্গে এস পি বৈদ-র মতপার্থক্যের মাঝেই এই বদলি। তাঁকে ট্রান্সপোর্ট কমিশনার পদে বদলি করা হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মী এবং পুলিশকর্মীদের আট আত্মীয়কে অপহরণ করে জঙ্গিরা। জঙ্গিদের পরিবারের ছয় সদস্যকে পুলিশ ছেড়ে দেওয়ার পর পুলিশকর্মী এবং তাঁদের আত্মীয়দের ছেড়ে দেওয়া হয়। জঙ্গি পরিবারের মুক্তিপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছে হিজ়বুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ় নাইকু। জঙ্গি পরিবারের সদস্যদের মুক্তির বিষয়টি জম্মু ও কাশ্মীর পুলিশের মনোবলে প্রভাবে ফেলেছে বলে অভিযোগ ওঠে। ১৯৮৭ সালে IPS ব্যাচ অফিসার দিলবাগ সিং এর আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। রাজ্য ইন্টেলিজ়েন্স প্রধান ছিলেন। কুপওয়ারা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। আর চলতি বছরের মার্চে কারা দপ্তরের প্রধান করা হয় তাঁকে।

ফের ভাঙল সেতু, এ বার শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়

Image
মাঝেরহাটের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের আরও একটি সেতু ভেঙে পড়ল।  ভেঙে পড়া সেতু থেকে বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে একটি ট্রাকও। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। পুলিশ সূত্রে খবর, বহু পুরনো ওই সেতু দিয়ে শুক্রবার সকালে একটি খালি ট্রাক যাচ্ছিল। সেতুটি এতটাই জীর্ণ ছিল যে খালি ট্রাকেরও ভার বহন করতে পারেনি। ট্রাক সমেত হুড়মুড় করে ভেঙে পড়ে। ট্রাকটি ভেঙে পড়া সেতু থেকেই ঝুলে রয়েছে। যে কোনও মুহূর্তে সেটি নীচে জলে পড়ে যাবে। কোনওক্রমে ট্রাক থেকে বেরিয়ে এসেছেন চালক। আহত হয়েছেন তিনি।

পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম পারমানবিক শক্তিধর দেশ হতে চলেছে:‌ রিপোর্ট

Image
এই মুহূর্তে পাকিস্তানের হাতে রয়েছে ১৪০–১৫০টি পারমানবিক অস্ত্র। ২০২৫ সালের মধ্যে তা ২২০–২৫০টি বাড়িয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। এই হারে যদি পাকিস্তান পারমানবিক অস্ত্র বাড়াতে থাকে তাহলে তা অনায়াসে ২৫০ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। একটি রিপোর্টের মধ্য দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে বিশ্বে। মার্কিন প্রতিরক্ষা সংস্থার রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রমাগত পারমানবিক অস্ত্র বাড়িয়ে চলেছে। এমনকী তারা সংরক্ষণ করতে শুরু করেছে পারমানবিক অস্ত্রের। যেভাবে বেড়ে চলেছে তাতে ২০২৫ সালে পারমানবিক অস্ত্রের সংখ্যা দাঁড়াবে ২২০ থেকে ২৫০টি। আর যদি এটা ঘটে তাহলে পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম পারমানবিক শক্তিধর দেশে পরিণত হয়ে যাবে। এই রিপোর্টটি দিয়েছেন হ্যান্স এম ক্রিস্টেনসেন, রবার্ট এস নরিস এবং জুলিয়া ডায়মন্ড। ২০১৮ সালের এই রিপোর্টে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।  পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান যখন প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তির সম্পর্কের কথা বলছেন, তখন তলে তলে পারমানবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো এবং সংরক্ষণ নিঃসন্দেহে পিছন থেকে ছুরি মারার কৌশল বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈত

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় হলিউড অভিনেতা

Image
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২৷ বহু ছবি এবং টেলিভিশন শো–তে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে 'ড্যান আগস্ট' এবং 'গান স্মোক' অন্যতম৷ ১৯৯৭ সালে 'বুগি নাইটস' তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ। যা তাঁকে অস্কারের দৌড়েও সামিল করেছিল। রেনল্ডের মৃত্যুর খবর বিজ্ঞপ্তি দিয়ে জানান তাঁর ম্যানেজার। জানা গেছে শুক্রবার ভোরে ফ্লোরিডার জুপিটার মেডিক্যালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷ অস্কারের মনোনয়ন ছাড়াও তিনি এমি এবং গোল্ডেন গ্লোব পুরস্কারও পান৷ 'ইভিনিং শেড'–এ অনবদ্য অভিনয়ই এই পুরস্কার এনে দেয় রেনল্ডকে। তাঁর সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন৷ ১৯৭৮–১৯৮২ তিনি কেরিয়ারের মধ্যগগণে ছিলেন৷ সম্প্রতি তিনি বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। যার মধ্যে 'ওয়ানস আপন আ টাইম ইন হলিউড' উল্লেখ্যযোগ্য৷ যাতে ব্র্যাড পিট এবং লিওনার্ডে ডিক্যাপ্রিও রয়েছেন৷ শিল্পী বিদায় নিলেও রেখে গেলেন তাঁর অগণিত স্মৃতি এবং ছেলে কুইন্টনকে। 

আজও বাড়ল পেট্রোপণ্যের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

Image
নয়াদিল্লি:   আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম কিন্তু পাল্লা দিয়ে কমছে টাকার দাম । টাকার দাম পড়ে হয়েছে প্রায় ৭১.৮৭ । এই অবস্থায় রীতিমত বেলাগাম জ্বালানীর মূল্য । শুক্রবারেও নতুন করে ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের । একনজরে দেখে নিন কোথায় দাঁড়িয়ে জ্বালানীর দাম । আজ কলকাতায় পেট্রোলের দাম ৮২.৫০ টাকা (গতকালের চেয়ে ১৯ পয়সা বৃদ্ধি) মুম্বই-এ পেট্রোলের দাম ৮৭.৩৯ টাকা (গতকালের চেয়ে ৪৮ পয়সা বৃদ্ধি) নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৭৯.৯৯ টাকা (গতকালের চেয়ে ৪৮ পয়সা বৃদ্ধি) চেন্নাই-এ পেট্রোলের দাম ৮২.৬২টাকা (গতকালের চেয়ে ২১ পয়সা বৃদ্ধি) । আজ কলকাতায় ডিজেলের দাম ৭৪.৪৮ টাকা (গতকালের চেয়ে ২১ পয়সা বৃদ্ধি) মুম্বই-এ ডিজেলের দাম ৭৫.৫১ টাকা (গতকালের চেয়ে ২২ পয়সা বৃদ্ধি) নয়াদিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭১.৬৪ টাকা(গতকালের চেয়ে ২১ পয়সা বৃদ্ধি) চেন্নাই-এ ডিজেলের দাম ৭৫.৭০টাকা (গতকালের চেয়ে ২২ পয়সা বৃদ্ধি)। জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । তাঁর মতে OPEC অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির আন্তর্জাতিক সংস্থা জানিয়েছিল যে তারা প্রায় ১০ লক্

Skype –এ যোগ হল গুরুত্বপূর্ণ এই ফিচার

Image
মাস খানেক আগে এক বিবৃতিতে Skype –এ কল রেকর্ডিং ফিচার যোগ করার কথা ঘোঢনা করেছিল Microsoft। মোবাইল ও ডেক্সটপ দুই প্ল্যাটফর্মেই এই ফিচার নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। অবশেষে Skype –এ যোগ হল নতুন কল রেকর্ড ফিচার। নতুন আপডেটে আপাতত অ্যানড্রয়েড ও iOS ডিভাস থেকে এবার Skype কল রেকর্ড করা যাবে। তবে শিঘ্রই এই ফিচার Windows 10 এ যোগ হবে বলে জানিয়েছে কোম্পানি। "Windows 10 ছাড়া সব প্ল্যাটফর্মে Skype কল রেকর্ডিং ফিচার শুরু হয়েছে। সম্পূর্ণ কাউডে Skype কল রেকর্ড হবে। কয়েক সপ্তাহের মধ্যেই Windows 10 অপারেটিং সিস্টেমেও চলে আসবে কল রেকর্ডিং ফিচার" এক ব্লগ পোস্টে জানিয়েছে Skype। ফোন কলে এক জন ব্যবহারকারী কল রেকর্ড শুরু করলে অন্য ব্যবহারকারীকে ডিসপ্লে তে সাথে সাথে নোটিফিকেশান পাঠানো হবে। এবং এই কল রেকর্ডিং সম্পর্কে তাদের সতর্ক করা হবে। ভিডিও কলের ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডিং সহ গোটা কল রেকর্ড করা যাবে। ব্যবহারকারী নিজের কম্পিউটারে এই রেকর্ডিং সেভ করতে পারবেন। অথবা ক্লাউডে ৩০ দিন এই রেকর্ডিং সেভ করে রাখতে পারবেন। ৩০ দিন পরে এই রেকর্ডিং ক্লাউড থেকে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ডেস্কটপ থেকে কল

গোপনাঙ্গ থেঁতলে খুন, স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন সাজা

Image
আরামবাগ : বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্বামী। তাই প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে গোপনাঙ্গ থেঁতলে তাঁকে খুন করে স্ত্রী। এরপর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় মৃতদেহ। ২০১২ সালে আরামবাগের এই খুনের ঘটনায় গতকাল স্ত্রী মিনা মালিক ও তার প্রেমিক মোকা সিংকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। আরামবাগের চুনাইয়ে ধীরেন মালিকরা পাঁচ ভাই। তাঁদের আলাদা সংসার। ছেলে-মেয়ের আগেই বিয়ে হয়ে গেছে। বাড়িতে শুধু থাকতেন ধীরেনবাবু ও তাঁর স্ত্রী। স্বামীর সরলতার সুযোগ নিয়ে জনৈক মোকা সিংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় মিনা। বিষয়টি জানতে পেরে বাধা দেন ধীরেন। এনিয়ে শুরু হয় বচসা। ২০১২ সালের জুলাইয়ে মোকা ও মিনা পরিকল্পনা করে ধীরেনকে খুন করে। প্রথমে ধীরেনের গোপনাঙ্গ থেঁতলে দেওয়া হয়। তারপর আঘাত করা হয় তাঁর কান ও হাতে। এরপর বাড়ির পাশের একটি ডোবায় মৃতদেহ ফেলে দেওয়া হয়। খুনের পর ৪ জুলাই মিনা ও মোকার বিরুদ্ধে আরামবাদ থানায় অভিযোগ দায়ের হয়।  আরামবাগ আদালতে শুরু হয় মামলা। মোট ১১ জন মামলায় সাক্ষ্য দেন। ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় দু'জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। গতকাল আরামবাগের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের সেকেন্ড কোর্

বিবির বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ফেসবুক লাইভে জানিয়ে আত্মঘাতী যুবক

Image
মালদা : বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মানসিক অবসাদ ছিল। তার উপর বিবি ও তাঁর আব্বার বাড়ির লোকজনের চাপে জীবন হয়ে উঠেছিল যন্ত্রণাময়। সেই চাপ সহ্য করতে না পেরে ফেসবুকে লাইভে সমস্ত ঘটনা জানিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম রকি সাটিয়ার(৩৮)৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ায়৷ গতরাতে ইংরেজবাজার থানার যদুপুর সংলগ্ন কমলাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে গভীর রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আত্মঘাতী যুবকের দাদা। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ২০১২ সালে চাঁচল থানার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল আলমের মেয়ে সুহানা পারভিনকে নিকাহ করেন রকি ৷ তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে ৷ বিয়ের পর অবশ্য রকি নিজেদের বাড়িতে থাকতেন না । বিবির কথায় নিজের বাড়ি ছেড়ে গত ৫ বছর ধরে তিনি কমলাবাড়ি গ্রামে সুহানার নানা রানাউল হকের বাড়িতে থাকতেন । রকি ইংরেজবাজার পৌরসভার একজন অস্থায়ী কর্মী ছিলেন । তবে কিছুদিন আগে একটি ব্যবসা শুরু করেন । তাঁর একটি চারচাকার গাড়িও ছিল । ফলে, আর্থিক সমস্যা খুব একটা ছিল না তাঁর । পুলিশে দায়ের করা লিখিত অভিযোগে রকির দাদা লুৎফর রহমান বলে

এ বছরে একদিনে দামে রেকর্ড লাফ! ডিজেলের দাম যাচ্ছে পেট্রোলের কাছে

Image
পেট্রোল ও ডিজেলের দামে রেকর্ড লাফ শুক্রবারে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া খবর অনুযায়ী এদিন পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ৪৮ পয়সা এবং ডিজেলে বেড়েছে লিটার পিছু ২১ পয়সা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন। চলতি বছরে একদিনে এটাই সর্বোচ্চ বৃদ্ধি। কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৮২.৮৮ টাকা ও ৭৪.৯২ টাকা। দুই পেট্রোপণ্যের দামের ফারাক দাঁড়িয়েছে ৭.৯৬ টাকা। একদিনে কলকাতায় পেট্রোলে বেড়েছে ৪৭ পয়সা এবং ডিজেলে বেড়েছ ৫২ পয়সা। গত ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় পেট্রোলে বেড়েছে ১.২৮ টাকা এবং ডিজেলে বেড়েছে ১.৬৫ টাকা। দিল্লিতে এদিন পেট্রোলের দাম লিটার পিছু ৭৯.৯৯ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৭২.০৭ টাকা। আর মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৮৭.৩৯ টাকা ও ৭৬.৫১ টাকা। ১ জানুয়ারি ২০১৮ থেকে দিল্লিতে পেট্রোলের দামের বৃদ্ধি হয়েছে ১৩.৬ শতাংশ। অন্যদিকে, ডিজেলের দাম বৃদ্দি হয়েছে ১৯.৮ শতাংশ। পরপর দশদিন টানা মূল্যবৃদ্ধির পর বুধবার ৫ সেপ্টেম্বর দেশের চার বড় শহরে পেট্রোল-ডিজেলের দামের কোনও পরিবর্তন হয়নি। পেট্রোলিয়াম মন্ত্রী

সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ কর, পাকিস্তানকে সাফ বার্তা ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের

Image
চাপ আরও বাড়ল ইমরান খানের ওপরে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টু-প্লাস-টু বৈঠকে সন্ত্রাস দমনে পাকিস্তানকে সাফ বার্তা দিল দুই দেশ। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয় ও প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের সঙ্গে বৈঠকের পর ইসলামাবাদকে স্পষ্ট বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে সন্ত্রাস বন্ধ কর। পাক মাটিকে সন্ত্রাস চালানের কোনও জায়গা হতে দেওয়া যাবে না। দুদেশের মন্ত্রীরা তাঁদের যৌথ বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যেন তাদের মাটি থেকে কোনও রকম সন্ত্রাস চালান না হয়। পাশাপাশি ২০০৮ সালে মুম্বই হামলা ও ২০১৬ সালে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে বলে দাবি করেছে ভারত। হাল আমলে ট্রাম্প প্রশাসনের পাকিস্তান নীতির প্রশংসা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এসিয়া নীতিকে সমর্থন করে ভারত। উনি যেভাবে পাকিস্তানকে সন্ত্রাস বন্ধ করার কথা বলেছেন তা ভারতেরও দাবি। সন্ত্রাস দমনে পদক্ষেপ নেওয়ারর ব্যাপারে দুদেশ সম্মত হয়েছে। আল কায়দা, ইসলামিক স্টেট, লস্কর-ই-তৈবা, হি

আগামী চারদিন বাতিল থাকছে এই ১৫৮টি লোকাল ট্রেন

Image
বারাকপুর: স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম বসানোর কাজ শুরু হচ্ছে৷ সে কারণে আজ শুক্রবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট মেইন শাখায়৷ ফলে সকাল থেকে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের৷ উত্তর ২৪ পরগনার বারাকপুর ও ইছাপুরের মাঝে এই সিগনাল সিস্টেমটি হচ্ছে৷ শুক্রবার ৭ সেপ্টেম্বর থেকে সোমবার ১০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল৷ শুক্রবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ–‌রানাঘাট মেন শাখায় চলাচলকারী ওই ট্রেনগুলি বাতিল থাকছে৷ শুক্রবারের বাতিল ট্রেনের তালিকায় রয়েছে মোট ৪৪টি লোকাল ট্রেন৷ এরমধ্যে ২২টি আপ ও ২২টি ডাউন ট্রেন রয়েছে৷ বাতিল হয়েছে সাত জোড়া বারাকপুর লোকাল, ন' জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানা‌ঘাট–‌লালগোলা লোকাল ও এক জোড়া দমদম–‌বারাকপুর লোকাল৷ শনিবার, ৮ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে মোট ৩৩জোড়া লোকাল ট্রেন৷ যার মধ্যে রয়েছে ১৩ জোড়া ব্যারাকপুর লোকাল, ১৩ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট লোকাল ও এক জোড়া দমদম–বারাকপুর লোকাল৷ রবিবার, ৯ সেপ্টেম্বর বাতিল থাকছে ১৬ জোড়া লোকাল ট্রেন৷ বাত

সমাবর্তন অনুষ্ঠানে শচীনকে সাম্মানিক ডি-লিট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

Image
মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে সাম্মানিক ডি-লিট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক এক্সিকিউটিভ কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। শচীনের সম্মতি মিললেই অফিসিয়াল ঘোষণা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে মুম্বই গিয়ে ক্রিকেটের ঈশ্বরকে এই সম্মান গ্রহণের অনুরোধ জানানো হবে। দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' পেয়েছেন শচীন। তিনি রাজ্যসভার মনোনীত সাংসদ। অর্জুন, রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ-সহ প্রচুর সরকারি-বেসরকারি সম্মান পেয়েছেন শচীন। আন্তর্জাতিক সম্মানও ভূরি ভূরি আছে। যাদবপুর মনে করছে সাম্মানিক ডি-লিট গ্রহণে মাস্টার ব্লাস্টারের আপত্তি থাকবে না। প্রসঙ্গত, তাঁর সংসদ তহবিল থেকে এ রাজ্যের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতিমধ্যে প্রচুর অর্থসাহায্য করেছেন শচীন। বাংলার প্রতি তাঁর অকুণ্ঠ ভালবাসার কথা একাধিকবার জানিয়েছেন। দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধ তিনি সানন্দে গ্রহণ করবেন বলে মনে করছে যাদবপুর কর্তৃপক্ষ। আগামী ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক। তার আগেই শচীনকে বিষয়টি জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার

সবটাই সিপিএমের আমলে, এই ব্রিজটা ৫৪ বছর আগের, সরকারের উপরে দোষ দিয়ে লাভ নেই: মমতা

Image
'কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল ব্রিজ। দোষ আমাদের নয়', বললেন মুখ্যমন্ত্রী।  গত পাঁচ বছরে কলকাতায় ভেঙেছে ৩টি সেতু। মঙ্গলবার ভাঙল মাঝেরহাট ব্রিজ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে দায় কার্যত পূর্বসূরীদের দিকে ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আমাদের সময় একটাও ব্রিজ তৈরি হয়নি''।  এদিন মুখ্যমন্ত্রী বলেন,'''আমাদের সময় একটাও তৈরি হয়নি। সবটাই সিপিএমের আমলে। তারও আগে। এই ব্রিজটা ৫৪ বছর আগের। সরকারের উপরে দোষ দিয়ে লাভ নেই। অনেক সেতুর কাগজপত্র মিলছে না। বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি'। পরে সংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন মাঝেরহাট উড়ালপুলটি কংগ্রেসি জমানার। মমতার কথায়,''কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল ব্রিজ। দোষ আমাদের নয়''। এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে ২০টি সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা,'' কতগুলি জায়গা নিয়ন্ত্রণ করব। ২০ চাকার ট্রাক অনুমতি দেব না। অতিরিক্ত ভারের লরি অনুমোদন দেব না''।          পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্

ফাটল ছিল, হয়নি মেরামতি: ফরেন্সিক

Image
অনেক সময়েই ভিতর থেকে রোগ না-সারিয়ে চাপাচুপি দিয়ে রাখা হয়। মাঝেরহাট সেতুতেও তেমনটাই হয়েছে বলে জানাচ্ছে ফরেন্সিক বিভাগ। কম্পিউটার প্রযুক্তির সাহায্যে ওই সেতুর ভাঙা অংশ পরীক্ষা করে তারা জেনেছে, ফাটল ছিল। কিন্তু তা মেরামত করা হয়নি। তার উপরেই বারবার দেওয়া হয় পিচের আস্তরণ। ফরেন্সিকের একটি সূত্র জানাচ্ছে, এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার সেতুর লোহার পাত, কংক্রিটের চাঙড়-সহ ফের কিছু নমুনা সংগ্রহ করেছে তারা। সেগুলির গুণমান পরীক্ষা করা হবে। মঙ্গলবার বিকেলে ওই সেতু ভেঙে প়ড়ায় মেট্রো রেলের দুই শ্রমিক এবং বেহালার এক যুবকের মৃত্যু হয়। আহত ২৫ জন।  ওই সেতু যে বেহাল হয়ে পড়েছিল, মানছে পূর্ত দফতরের একাংশও। তারা বলছে, পূর্ত দফতরের পরিকল্পনা শাখা নবান্নে রিপোর্ট দিয়ে জানিয়েছিল, মাঝেরহাট সেতুর অবস্থা খারাপ। তাই ওই সেতুতে যান নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু সেই রিপোর্ট দেখেও  কোনও কাজ করা হয়নি বলে অভিযোগ। পুলিশ জানায়, সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসার এবং মেট্রো প্রকল্পে যুক্ত ঠিকাদার সংস্থার কর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পোস্তার উড়ালপুলের ঘটনায় নির্দিষ্ট অভিযুক্তকে চিহ্নিত করে মামলা রু

শিশুকন্যাকে ‘খুনে’ পাকড়াও মা ও প্রেমিক

Image
আড়াই বছরের মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের দ্বারস্থ হয়েছিল ফুটপাতবাসী মা। অনেক খোঁজাখুঁজির পরে ম্যানহোল থেকে পাওয়া গিয়েছিল নিখোঁজ শিশুটির দেহ। মা মণি দাস পুলিশের কাছে তার অভিযোগে জানিয়েছিল, মাত্র ২০০ টাকা চুরি যাওয়া নিয়ে ঝামেলার জেরেই তার মেয়ে খুন হয়েছে। কালুয়া নামে এক স্থানীয় বাসিন্দা এবং প্রতিবন্ধী এক যুবকের বিরুদ্ধে অভিযোগ এনেছিল সে। এত কিছুর পরেও অবশ্য শেষরক্ষা হল না। এক আত্মীয়-সহ স্থানীয় কয়েক জন বাসিন্দার বয়ানের ভিত্তিতে নিজের মেয়েকে খুনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই মা। ধরা পড়েছে তার নাবালক প্রেমিকও। মণি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। পুলিশের অনুমান, বিয়ে করার ক্ষেত্রে পথের কাঁটা ছিল আড়াই বছরের মেয়ে জবা। সেই কারণেই তাকে খুন করেছিল মা ও তার প্রেমিক। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত নাবালককে কলকাতা জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপ্যাল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। সেখানে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল জানান, অভিযুক্ত নাবালক তদন্তকারীদের কাছে দাবি করেছে, শিশুটি থাকলে তার মাকে বিয়ে করা সম্ভব ছিল না। তাই দু'জনে মিলে শিশুটিকে গলা টিপে খুন করে নর্দমায় ফেলে দেয়। প

জোকা মেট্রোর কাজ রুখে দিলেন মুখ্যমন্ত্রীই

Image
মাঝেরহাট সেতু কেন ভেঙে পড়ল, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি তার কারণ অনুসন্ধান করছে। সেই তদন্ত শেষ হওয়ার আগে পর্যন্ত জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পের কাজ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে মেট্রোর কাজ আরও বিলম্বিত হবে বলে আশঙ্কা করছেন প্রকল্পের কিছু আধিকারিক। নবান্নের খবর, সেতু বিপর্যয়ের পরে মেট্রো-কর্তৃপক্ষ তড়িঘড়ি লিখিত বিবৃতি দিয়ে যে-ভাবে দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন, তাতেই ক্ষোভ বেড়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর প্রশ্ন, তদন্ত শেষের আগেই মেট্রো কী ভাবে জানাল যে, সেতুভঙ্গে তাদের কোনও দায় নেই? মেট্রোর স্তম্ভের ভিত নির্মাণের সময়ে তৈরি হওয়া কম্পনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী জানান, অন্য যে-সব সেতুর কাছে মেট্রো প্রকল্পের কাজ চলছে, সেখানেও সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।  রেল, মেট্রো, বন্দর, সেনার মতো কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রশাসনকে তাদের এলাকায় ঢুকতে দেয় না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেতু বিপর্যয়ের কারণ খুঁজতে রাজ্যের সঙ্গে ওই সব সংস্থার একযোগে কাজ করা দরকার। তদন্তের স্বার্থে ওই সব সংস্থার কর্তাদের সঙ্গেও আলোচনা হবে। মেট্

বরফ গলল, বৈঠকে বসছে দুই কোরিয়া

Image
অনেক জল্পনার শেষে দু'জনের দেখা হয়েছিল সিঙ্গাপুরে। কিন্তু কোরীয় উপদ্বীপে শান্তিপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা হলেও রফাসূত্র মেলেনি। তখন থেকেই সম্পর্কের পুরনো টানাপড়েনে ফিরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। কিন্তু সেই জটিলতা কাটার ইঙ্গিত মিলল বৃহস্পতিবার। উত্তর কোরিয়ার শাসক কিম তাঁর প্রতি আস্থা দেখানোয় তাঁকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে অবশ্য জটিলতা কাটাতে কিমের কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। সেপ্টেম্বরে ফের শীর্ষ বৈঠকে বসতে রাজি হয়েছে দুই কোরিয়া। গত কালই কিমকে একটি ব্যক্তিগত চিঠি লেখেন মুন। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই ইয়ং-এর হাত দিয়ে সেটিকে পিয়ংইয়্যাংয়ে পাঠিয়ে দেন। এর পরেই পরিস্থিতি ঘুরে যাওয়ার ইঙ্গিত মিলতে থাকে। উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানায়, কিম পরমাণু নিরস্ত্রীকরণে তাঁর দায়বদ্ধতা ও লক্ষ্যের কথা তুলে ধরেছেন। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় এগোতে রাজি হয়েছে সোল ও পিয়ংইয়্যাং। আর আজ সোলের তরফে বলা হয়, সেপ্টেম্বরে শীর্ষ বৈঠকে বসবে দুই কোরিয়া। বৈঠক চলবে ১৮ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত। কিম জং উন পরমাণু নিরস্ত্রীক

নৌকাডুবি ভৈরবে, নিখোঁজ ২৭

Image
জনা চল্লিশেক যাত্রী। সঙ্গে তেরোটি মোটরবাইক ও সাইকেল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অতিরিক্ত যাত্রী ও বাইকের বহর দেখে মাঝি রে রে করে উঠেছিলেন। কিন্তু তাঁর কথায় আমল দেননি কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পাড় থেকে কিছুটা এগোনোর পরেই টলোমলো করে যাত্রী নিয়ে উল্টে যায় নৌকাটি। মুর্শিদাবাদের ডোমকলের মধ্য গরিবপুরের ওই ঘটনার পরে ছুটে আসেন ডোমকলের পুলিশ-প্রশাসনের কর্তা ও পুরপ্রধান সৌমিক হোসেন। পুলিশ জেনেছে, মহিলা ও শিশু-সহ নৌকায় প্রায় চল্লিশ জন ছিলেন। রাত ন'টা পর্যন্ত ২৭ জন নিখোঁজ। খোঁজ মেলেনি নৌকাটিরও। ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান বলছেন, ''স্থানীয় মাঝি ও দক্ষ লোকজনদের নিয়েই তল্লাশি চলছে। ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরেও।'' ভাদ্রের ভৈরব। নদীতে জলও রয়েছে বিস্তর। মধ্য গরিবপুর থেকে বিলদামোস পর্যন্ত ফেরি চলাচল করে। এ দিন সন্ধ্যায়, মধ্য গরিবপুর থেকেই যাত্রীরা উঠেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গরিবপুরে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন এক যুবক। তাঁকে কবর দিয়ে ফিরছিলেন অনেকে। তাঁরাও ছিলেন ওই নৌকায়। নৌকায় বেশি ভিড় হয়ে গিয়েছে দেখে মাঝি কয়েক জনকে নামতে

এ বার দেশেই বিনা কাগজপত্রে মুখ দেখিয়েই ওঠা যাবে বিমানে!

Image
বিমানবন্দরে কাগজপত্রের ঝামেলা মিটল বলে। বিমানে ওঠার আগে দেখাতে হবে না বোর্ডিং পাসও। তার বদলে আনা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। যাতে মুখ দেখেই যাত্রীকে শনাক্ত করা সম্ভব হবে। আগামী বছরের শুরু থেকে এই প্রক্রিয়া চালু হবে। শুরুতে হাতে গোনা কিছু বিমান সংস্থাকে এর আওতায় আনা হচ্ছে। সেই মতো লিসবনের বায়োমেট্রিক পরিষেবা প্রদানকারী সংস্থা 'ভিসন বক্স'-এর সঙ্গে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে জানালেন বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এই পরিষেবা চালু হলে বায়োমেট্রিক পদ্ধতিতে মুখ দেখেই যাত্রীদের শনাক্ত করা যাবে। বিমানবন্দরের যে কোনও অংশে বিনা বাধায় যেতে পারবেন তাঁরা। বার বার শনাক্তকরণের ঝামেলা থাকবে না। দেখাতে হবে না বোর্ডিং পাস, পাসপোর্ট বা অন্যান্য কোনও নথিপত্র। বেঙ্গালুরু বিমানবন্দরের এমডি এবং মুখ্য কার্যনির্বাহী কর্তা হরি মারার বলেন, ''ভিসন বক্সের বায়োমেট্রিক প্রযুক্তিতে বিমানযাত্রার ঝুটঝামেলা কমবে। রেজিস্ট্রেশন থেকে বিমানে ওঠা পর্যন্ত কোনও ঝক্কি পোহাতে হবে না তাঁদের।'' ২০১৯ সালের প্রথম তিন মাসে এই প্রযুক্তির প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। জেট এয়ারওয়েজ, এয়ার

দলিত আইনের বিরুদ্ধে ক্ষোভ, অশান্ত বহু রাজ্য

Image
দলিত হিংসা প্রতিরোধ আইনে প্রস্তাবিত সংশোধনীর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাল উচ্চবর্ণের একাধিক সংগঠন। সংগঠনগুলির ডাকা এ দিনের ভারত বন্‌ধে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ একাধিক রাজ্যে গোলমাল ছড়ায়। ভোটের আগে উচ্চবর্ণের এই বিক্ষোভ চিন্তা বাড়িয়েছে বিজেপির।  মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশের নানা জায়গায় টায়ার, কুশপুতুল পোড়ানো হয়। রেল অবরোধ হয়। বহু জায়গায় ক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতারা। মার খান বিহারের সাংসদ পাপ্পু যাদব। মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রেও বিক্ষিপ্ত গোলমাল হয়। রাজস্থানে তিন ধর্মঘটী গ্রেফতার হন।  সব চেয়ে বেশি অশান্তি হয়েছে বিহারে। জোর করে বন্ধ করে দেওয়া হয় দোকান। রেললাইন অবরোধ করা হয়। মুজফ্‌ফরপুরে হেনস্থার মুখে পড়েন জন অধিকারী পার্টির প্রধান ও বিহারের সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। গুরুতর জখম পাপ্পু বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, ''ওরা জাত জানতে চাইল। মুখ খুলতেই মার।'' পটনায় বিহার বিজেপির সদর দফতরও ঘেরা হয়। মধ্যপ্রদেশে কিছু দিন ধরেই মোরেনা, ভিন্দ, গ্বালিয়র, মন্দসৌর প্রভৃতি জায়গায় বিক্ষোভ চলছিল। আগেই কিছু জায়গায় ১৪৪

প্রতিপক্ষ দলের নামে অপপ্রচার! বন্ধ করতে মনিটর করবে ফেসবুক, গুগলরা

Image
সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আর প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করা যাবে না। প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়ো খবরও প্রচার করা যাবে না। কারণ রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের নেতিবাচক বা ভুয়ো পোস্ট বন্ধ করতে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার সঙ্গে হাত মেলালো নির্বাচন কমিশন। ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ফেসবুক, গুগল, টুইটার, হোয়াটস‌্অ্যাপ এই চার সোশ্যাল মিডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে নির্বাচন কমিশন। এই চার সোশ্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নেতিবাচক বা ভুয়ো খবরে যাতে কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের সমর্থকেরা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, তার জন্যই নির্বাচন কমিশনের এই উদ্যোগ। বিগত কয়েক মাস ধরেই এই নিয়ে ওই চার সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছিল কমিশ। তাতে রাজি হয়েছে তারা। ফেসবুক, গুগল এবং টুইটার তাদের টাইমলাইনের প্রত্যিটা পোস্টকেই মনিটর করবে বলে জানিয়েছে কমিশন। যদি কোনও ভুয়ো খবর বা এমন কোনও পোস্ট টাইমলাইনে হয়, যা নেতিবাচক সঙ্গে সঙ্গেই সেই পোস্ট তারা ব্লক করে দেবে। এমনকি, নির্বাচনের দু'দিন আগে থেকে 'সাইলেন্স পিরিয়ড' বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সময়ের মধ্যে টাইমলাইনে যেমন রাজনীতি সম্বন

‘নিজেকে গ্রুম করাটা জরুরি হয়ে পড়েছিল’

Image
প্র: চেহারা তো একেবারে বদলে ফেলেছেন! উ: নিজের জন্যই করলাম। বয় নেক্সট ডোর ইমেজটা ভাঙতে চাইছিলাম। আসলে এই ইমেজটা আমি কোনও দিন চাইনি। বাণিজ্যিক ছবির হিরো বলতে যে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা মাথায় আসে, সেটা আমার দরকার ছিল। 'বলো দুগ্গা মাইকী'র সময়ে রাজদা (চক্রবর্তী) সব অ্যাঙ্গল থেকে আমার ছবি নিতে পারেনি। কারণ আমাকে মোটা লাগছিল। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে! অ্যাকশন ফিল্মের হিরোদের মতো চেহারা তো আমার ছিল না। বড় পর্দায় নিজেকে দেখে নিজেরই ভাল লাগছিল না। তাই ঠিক করেছিলাম, কাজ থেকে বিরতি নিয়ে মুম্বইয়ে গিয়ে নিজেকে গ্রুম করব। প্র: মুম্বইয়ের গ্রুমিং পর্বের গল্পটা একটু বলুন।  উ: সব কিছু এখানে থেকেও করতে পারতাম। কিন্তু নিজের কমফর্ট জ়োন থেকে বেরোনোটা দরকার ছিল। বন্ধুবান্ধব, পরিবারের থেকে আলাদা ছিলাম। ওখানে জিম করতাম, কিক বক্সিং, সুইমিং, জিমন্যাস্টিক্স করতাম। নাচ শিখেছি। আমার জীবনের একটা স্বপ্ন পূর্ণ হল বলতে পারেন। প্র: মুম্বইয়ে কাজের চেষ্টা করলেন না কেন? উ: ওখানে কিন্তু আমি বলিউডের লোকজনের মধ্যেই ছিলাম। দেশের সবচেয়ে নামী ট্রেনার আমাকে ট্রেনিং দিয়েছেন। যাঁর কাছ থেকে কিক বক্সিং শিখেছি, তিনি

‘তোমার ফোন চুরি করছি। কিন্তু টেনশন কোরো না...’ ফোন নিয়ে চিঠি চোরের

Image
জানলা ভেঙে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার আগে বালিশের পাশে দু'টি সিম খুলে রেখে দিয়ে গেল চোর! শুধু তাই নয়, কাঁচা হাতে ইংরেজি ও রোমান হরফে বাংলা মিশিয়ে মোবাইলের মালিকের উদ্দেশে চিঠিও লিখে দিয়ে গিয়েছে 'রসিক' চোর। সেই লেখার মর্মার্থ করলে দাঁড়ায়, 'আমি এক জন চোর। তোমার ফোন চুরি করছি। কিন্তু টেনশন কোরো না। আমি তোমার ফোন আবার এক মাস পর ফিরিয়ে দেব'। ঘুম ভেঙে বৃহস্পতিবার সকালে বালিশের পাশে চিঠি ও সিম দু'টি দেখে ভাতারের কলপাড়ার যুবক সজন মিঞা ভেবেছিলেন, কেউ বুঝি তাঁর সঙ্গে 'ইয়ার্কি' করেছে। কিন্তু, হঠাৎ এমন মজা করার কারণ কী? এটা ভাবার জন্যে চায়ে চুমুক দিতেই তাঁর চোখে পড়ে, মাটির ঘরের ছোট জানলার পাল্লা ভাঙা। তা হলে কি সত্যিই চোর ঢুকেছিল? চায়ের কাপ রেখে ঘর আঁতিপাতি করে খুঁজতেই ওই যুবক বুঝতে পারেন, স্মার্টফোনটি ছাড়া আর কিছুই খোয়া যায়নি। এ দিন বিকেলের দিকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পেশায় লটারির টিকিট বিক্রেতা সজন। সঙ্গে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা চিঠিটিও পুলিশের কাছে জমা দেন।  সজন বলেন, "প্রথমে তো ভেবেছিলাম কেউ মজা করছে। কেন মজা করল, সেটা ভাবতে গিয়ে দেখলাম জানলার একট

হয়তো দেরি হবে, জয় তবু আসবে

Image
দীর্ঘ ১৫৬ বছর পরে ন্যায়বিচার পেলাম। তবে লড়াই এখনই শেষ নয়। ১৮৬১ সালে রানি ভিক্টোরিয়ার আমলে এ দেশে ৩৭৭ ধারা চালু করেছিলেন ব্রিটিশ শাসকেরা। পরে দেশ স্বাধীন হলেও আমরা সকলেই স্বাধীন হইনি। হলাম আজ। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এই রায়ের পরে। কারণ, স্বাধীন ভারতের সংবিধানের পরিপন্থী হলেও ধারাটা রেখে দেওয়া হয়েছিল।  খাজুরাহো-কামসূত্রই প্রমাণ যে, যুগ যুগ ধরে ভারতে সমকামিতাকে মান্যতা দিয়ে এসেছেন আমাদের পূর্বসূরিরা। ব্রিটিশরাও নিজেদের দেশে এই আইন অনেক দিন আগেই ছুড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমরা এত দিন ধরে এই ৩৭৭-কে আঁকড়ে ধরে বসেছিলাম। তবে সমকামিতা নিয়ে পুরনো আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের মনোভাব থেকেই মনে হয়েছিল যে, এ বার সুদিন আসতে চলেছে। যে দিন প্রকাশ্যে 'আমি আমার মতো' বলার জন্য আইনি চোখরাঙানি সহ্য করতে হবে না আমার মতো সমকামীদের। তবে আরও বড় লড়াই অপেক্ষা করছে। কারণ, এই রায়ের পরে অনেকেই পরিবার ও সমাজের কাছে আসল পরিচয় তুলে ধরতে চাইবেন। তখনই আসবে বাধা। কারণ, সমকামিতা আইনের চোখে আর 'অপরাধ' না হলেও সমাজ-পরিবারের দৃষ্টিভঙ্গি বদলাতে অনেক সময় লাগবে। তাই যাঁরা এত দিন পরিচয় লুকিয়ে বাঁচছিলেন, সত্যি কথ

লড়াকু সেই পাঁচ জন

Image
প্রথম থেকে রুখে দাঁড়িয়েছিলেন ওঁরা পাঁচ জন। সমকামী-রূপান্তরকামী-উভকামীদের অধিকার রক্ষায় নির্ভীক ওই পাঁচ জনই এখন শিরোনামে। ভরতনাট্যম শিল্পী এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারজয়ী নভতেজ সিংহ জোহর ২৫ বছরের সমকামী সঙ্গী সুনীল মেহরার সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বলেছিলেন, ৩৭৭ ধারা জীবনের এবং ব্যক্তিগত স্বাধীনতা ভঙ্গ করে। নভতেজ এখন ৫৬। সুনীল ৬৩। লড়াইয়ের সময়ে তাঁদের মনে ছিল একটাই আশা, এমন একটা পথ তৈরি করে যাবেন, যাতে ভবিষ্যতে সমকামীরা নিগৃহীত না হন। সুনীল মেহরা পেশায় সাংবাদিক। জনপ্রিয় পত্রিকার ভারতীয় সংস্করণের সম্পাদক ছিলেন। ১৯৯৯-২০০১ সালের মধ্যে দূরদর্শনের অনুষ্ঠানের জন্য ৮৬টি পর্বের দায়িত্বে ছিলেন। এখন নভতেজের সঙ্গে তৈরি করেছেন 'স্টুডিয়ো অভ্যাস।' যোগাসন, নাচ, এবং পথ-পশুদের যত্ন, দিল্লিতে নগরোন্নয়ন সংক্রান্ত কাজ করে তারা। লড়াইয়ে এগিয়ে এসেছিলেন রীতু ডালমিয়াও। বছর ৪৫-এর এই সেলিব্রিটি শেফ রেস্তরাঁ চেনেরও মালিক। পর্যটনে খুবই উৎসাহ। কলকাতার মারোয়াড়ি ব্যবসায়ী পরিবারে জন্ম। ২৩ বছর বয়সে বুঝেছিলেন, তিনি সমকামী। বাবা-মাকে বলেওছিলেন। তাঁরা পাশে ছিলেন। রীতু বলেন, যে দিন বাবা-মাকে  খবরটা