কাশ্মীর পুলিশের নতুন প্রধান দিলবাগ সিং


শ্রীনগর : সরিয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদকে। তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল IPS অফিসার দিলবাগ সিংকে। তিনি কারা-র DG পদেও রয়েছেন। কেন্দ্রের সঙ্গে এস পি বৈদ-র মতপার্থক্যের মাঝেই এই বদলি। তাঁকে ট্রান্সপোর্ট কমিশনার পদে বদলি করা হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মী এবং পুলিশকর্মীদের আট আত্মীয়কে অপহরণ করে জঙ্গিরা। জঙ্গিদের পরিবারের ছয় সদস্যকে পুলিশ ছেড়ে দেওয়ার পর পুলিশকর্মী এবং তাঁদের আত্মীয়দের ছেড়ে দেওয়া হয়। জঙ্গি পরিবারের মুক্তিপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছে হিজ়বুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ় নাইকু। জঙ্গি পরিবারের সদস্যদের মুক্তির বিষয়টি জম্মু ও কাশ্মীর পুলিশের মনোবলে প্রভাবে ফেলেছে বলে অভিযোগ ওঠে।

১৯৮৭ সালে IPS ব্যাচ অফিসার দিলবাগ সিং এর আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। রাজ্য ইন্টেলিজ়েন্স প্রধান ছিলেন। কুপওয়ারা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। আর চলতি বছরের মার্চে কারা দপ্তরের প্রধান করা হয় তাঁকে।