Posts

Showing posts from May 5, 2018

কাজ করতে করতে হঠাত্ই মেশিনে ঢুকে গেল হাত-পা, মৃত্যু শ্রমিকের

Image
কারখানায় কাজ করার সময় মেশিনে ঢুকে গেল হাত-পা। ঘটনাস্থলেই মৃত্যু হল এক শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ির একটি কারখানায়। মৃতের নাম অভয় নাথ। ফুলবাড়ির ওই কারখানাটিতে থার্মোকলের সামগ্রী তৈরি করা হয়। শুক্রবার সন্ধ্যায় শিফট শেষ হয়ে যাওয়ার পরেও ওভারটাইম করছিলেন অভয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুটা অনমন্যস্ক হয়েই কাজ করছিলেন তিনি। হঠাত্ই মেশিনের মধ্যে তাঁর হাত-পা ঢুকে যায়। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন কারখানার অন্য শ্রমিকরা। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় অভয় নাথের। আদতে বিহারের বাসিন্দা ছিলেন অভয়। নিজের অসাবধানতার জন্যই এতবড় দুর্ঘটনা ঘটে গেল বলে দাবি করেছেন কারখানার অন্য শ্রমিকরা। একজন জানিয়েছেন, দু'হাতে দুটো কাজ করছিলেন অভয়। অন্যমনস্কতাই ডেকে আনল এতবড় বিপদ। কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?  দেখুন ভিডিও - Classified এ।

ফোনের বদলে মিলল হনুমানের মূর্তি, লটারির ফাঁদে পড়ে প্রতারিত ছাত্র

Image
'লটারিতে নামি সংস্থার মোবাইল ফোন জিতেছেন' বলে দিনকয়েক ধরেই এসমএস আসছিল সঞ্জয়ের কাছে। এর পর তাঁকে ফোনে জানানো হয়, পোস্ট অফিসে ৩,৭০০ টাকা জমা দিয়ে নিতে হবে ওই ফোন। সেই মতো ডাকঘরে টাকা দিয়ে ফোন নিয়ে আসে সঞ্জয়। লটারির ফাঁদে পা দিয়ে প্রতারিত স্কুলছাত্র। মোবাইল ফোনের টোপ দিয়ে হনুমানের মূর্তি ধরাল প্রতারকের দল। ঘটনা জলপাইগুড়ির মাল মহকুমার ওদলাবাড়ির। মাথায় হাত সঞ্জয় গুপ্তা নামে ওই ছাত্রের।  'লটারিতে নামি সংস্থার মোবাইল ফোন জিতেছেন' বলে দিনকয়েক ধরেই এসমএস আসছিল সঞ্জয়ের কাছে। এর পর তাঁকে ফোনে জানানো হয়, পোস্ট অফিসে ৩,৭০০ টাকা জমা দিয়ে নিতে হবে ওই ফোন। সেই মতো ডাকঘরে টাকা দিয়ে ফোন নিয়ে আসে সঞ্জয়। কিন্তু বাড়ি ফিরে বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। ফোন নয়, বাক্স থেকে বেরোয় হনুমানের মূর্তি। পালটা ফোন করে সংস্থার কাছে অভিযোগ জানায় ওই ছাত্র। সংস্থার তরফে জানানো হয়, ভুল করে তাঁর কাছে পৌঁছে গিয়েছে হনুমানের মূর্তি। বদলে তাঁর কাছে ফোন পৌঁছে দেবেন সংস্থার কর্মীরা। ঘটনার পর দিন কয়েক কাটলেও সংস্থার সেই কর্মী না আসায় প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন সঞ্জয়।  পুলিসের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন ত

পঞ্জাবে রেল লাইনের কাছে খেলতে দেখে পাথর ছুঁড়ে ২ বছরের ছেলেকে খুন বাবার

Image
লুধিয়ানা: রেল লাইনের কাছে দিদিদের সঙ্গে খেলছিল দু'বছরের ছেলেটা। সেটা দেখেই পাথর ছুঁড়তে শুরু করেন বাবা ছোটে লাল (৪২)। তিন দিদি ছুটে পালিয়ে গেলেও, মোতি নামে ছোট্ট ছেলেটা সেখানেই থেকে যায়। বাবার ছোঁড়া একটা পাথর তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৃশংস এই ঘটনা ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটি দিদিদের সঙ্গে স্লেম তাবরি অঞ্চলে রেল লাইনের কাছে খেলছিল। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। তবে তার আগেই তাকে ধরে ফেলেন স্থানীয় ব্যক্তিরা। পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

চাকরির নামে থানার মধ্যেই যুবতীকে ধর্ষণ, ধৃত পুলিশ অফিসার

Image
কাঠুয়া থেকে উন্নাও৷ দেশের দুই প্রান্তের ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে৷ প্রতিবাদে এক হয়েছিলেন সকলে৷ ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়৷ দাবি উঠেছিল, ধর্ষণে অভিযুক্তদের ঝোলানো হোক ফাঁসির কাঠে৷ দেশের রাজনীতিতে ঝড় ওঠার পর ধর্ষণ রুখতে পুলিশকে আরও কড়া হওয়ার নির্দেশ পাঠায় কেন্দ্র৷ জারি হয় অর্ডিন্যান্স৷ কিন্তু, ধর্ষণ রুখতে যাঁদের ভূমিকা সব থেকে বেশি, সেই পুলিশকেই এবার দেখা গেল 'ভক্ষকে'র ভূমিকায়৷ ধর্ষণ রুখে নয়, বরং থানা চত্বরে যুবতীকে ধর্ষণ করে সংবাদ শিরোনামে উঠে এল অসমের কামরূপ জেলার হাজো এলাকা৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পুলিশ কোয়ার্টারের মধ্যে যুবতীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই এক পুলিশ অফিসার বিনদকুমার দাসকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাজো থানার পুলিশ৷ কামরূপ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ৷ ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করিয়েছে পুলিশ৷ মেডিক্যাল রিপোর্টে প্রাথমিক ভাবে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে৷ পুলিশের অফিসারের বিরুদ্

জল রাখার সহজ পন্থা আবিষ্কার করে জাপানে পাড়ি সিউড়ির পড়ুয়া

Image
সিউড়ি: গরমে ঠান্ডা এবং শীতে গরম। এভাবে জল রাখার সহজ পন্থা উদ্ভাবন করে জাপান যাচ্ছে মাড়গ্রামের এক ছাত্র। আগামী ২০ মে সাত দিনের এক বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে শ্যামল কুমার দাস। জাপানি সংস্থা নিজেদের খরচে তাকে নিয়ে যাবে বলে জানা গিয়েছে। মাড়গ্রাম হাই স্কুলের ছাত্র শ্যামল এবার মাধ্যমিক দিয়েছে। বাড়ি মাড়গ্রামের শিবতলা পাড়ায়। বাবা গোপীনাথ দাস পেশায় তাঁত ব্যবসায়ী। মা প্রভাতী দাস গৃহবধূ। ২০১৩ সালে বিজ্ঞান প্রতিযোগিতায় সে জলের ট্যাঙ্ক তৈরি করে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান দখল করে।  সেই মডেলের দৌলতেই এবার জাপান যাত্রা। শ্যামল জানাচ্ছে, সে এমন একটি সিমেন্টের জলের ট্যাঙ্ক তৈরি করেছে যাতে গরমে জল ঠান্ডা ও শীতে গরম থাকে। তার তৈরি ট্যাঙ্কে দু'টো স্তর রয়েছে। দু'টো স্তরের মাঝের ফাঁকা জায়গায় বালি ভরে দেওয়া হয়। ট্যাঙ্কের ঢাকনাটি কাঠের। গরমের দিন ট্যাঙ্কের জল ভরার সময় কিছু জল উপচে পড়বে দু'টি ট্যাঙ্কের মাঝের স্তরে বালির মধ্যে। ফলে বাইরের তাপ ভিতরে প্রবেশ করতে পারবে না। জল থাকবে ঠান্ডা। এবার শীতের সময় জলের পিভিসি পাইপের বদলে কপার পাইপ লাগাতে হবে। ঢাকনা হবে কাচের। ফলে শীতের সময় জল থাকবে স্বাভ

ডাইনোসরের পায়ের ছাপ! নতুন করে পাওয়া গেল আবারও

Image
ডাইনোসরের পায়ের ছাপ! সম্প্রতি, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ডাইনোসরের প্রায় ৫০টি পায়ের ছাপ। তাঁদের মতে, এই ছাপ বিশ্বের সর্ববৃহৎ ডাইনোসরের, যারা পৃথিবীতে  ছিল প্রায় এক কোটি সত্তর লক্ষ বছর আগে। পৃথিবীর বুকে যে এক সময়ে দাপিয়ে বেড়াত বিশালাকার ডাইনোসরের দল, তা নিয়ে সংশয় কেটে গিয়েছে অনেক দিন আগেই। কিন্তু তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছে অনবরতই। সম্প্রতি, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ডাইনোসরের প্রায় ৫০টি পায়ের ছাপ। তাঁদের মতে, এই ছাপ বিশ্বের সর্ববৃহৎ ডাইনোসরের, যারা পৃথিবীতে  ছিল প্রায় এক কোটি সত্তর লক্ষ বছর আগে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ইন্ডিপেনডেন্ট'-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ডের আইল অফ স্কাই-এ পাওয়া গিয়েছে এই পায়ের ছাপগুলি। বিজ্ঞানীদের মতে, এই প্রজাতির ডাইনোসর আদতে টিরানোসরাস রেক্স-এর 'বড় ভাই'। ইউনিভারসিটি অফ এডিনবার্গ-এর স্কুল অফ জিওসায়েন্সের বিজ্ঞানী স্টিভ ব্রুসেট ও তাঁর দলবলই ডাইনোসরের এই পায়ের ছাপেরসন্ধান পেয়েছেন। স্টিভ ব্রুসেট সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওই অঞ্চলে মোট দু'ধরনের ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন তাঁরা—  • ব্রন্টোসরাসের মতো লম্বা গলা

মাথায় তার সবুজ রংয়ের চুল! এ কোন প্রাণীর খোঁজ দিলেন বিজ্ঞানীরা

Image
মাথায় তার সবুজ রংয়ের চুল! শুধুমাত্র অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেই দেখতে পাওয়া যায় এদের। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে এরা। অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তের সমুদ্র সৈকতেই শুধুমাত্র পাওয়া যায় তাদের। নাম 'মেরি রিভার টার্টল'। মাথায় মো-হক স্টাইলের চুল। তাও আবার সবুজ রংয়ের। তাই তাকে 'পাঙ্ক টার্টল'ও বলা হয়। 'ট্রিহাগার' নামে ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সে দেশের কুইন্সল্যান্ডের এই প্রাণী নিঃশ্বাস নিতে পারে যৌনাঙ্গ দিয়ে। এমন প্রক্রিয়ার ফলে, এই প্রজাতির কচ্ছপ জলের তলায় কাটাতে পারে টানা তিন দিন।  ১৯৯০ সালেই এই প্রজাতির কচ্ছপ স্বীকৃতি পায় এক আলাদা ধরনের প্রাণী হিসেবে। কিন্তু, দুঃখের কথা হল, প্রথম ৩০টি বিপন্ন প্রাণীর মধ্যে রয়েছে এই মেরি রিভার টার্টল। সম্প্রতি, লন্ডনের জুওলজিক্যাল সোসাইটি-র একটি বিভাগ 'এজ' এই তালিকা প্রকাশিত করেছে।  বিজ্ঞানীরা জানিয়েছেন, মেরি রিভার টার্টল জলে ও স্থলে, দু' জায়গাতেই শ্বাসপ্রশ্বাস নিতে পারে। এবং জলের তলায় গিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়ার জন্য এদের 'বাট ব্রিদার'ও বলা হয়।  আকারে খুব ব

এবার ট্রেনের টিকিট বুকিংয়ের টাকা ফেরত্‍ পাবেন মুহূর্তের মধ্যে

Image
নয়াদিল্লি: যাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রক নিয়ে এল আরও এক অভিনব ব্যবস্থা৷ যেখানে বাতিল হয়ে যাওয়া ট্রেন টিকিটের দাম ফেরৎ পাওয়া যাবে নিমেষের মধ্যে৷ শুক্রবার একটি অফিসিয়াল ট্যুইটের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দেন IRCTC কর্তৃপক্ষ৷ বুকিংয়ের সময় ব্যবহৃত অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা ফেরৎ পাবেন যাত্রীরা৷ ট্রেনটি শুরু থেকে শেষ স্টেশন পর্যন্ত বাতিল হলে তবেই প্রযোজ্য হবে পদ্ধতিটি৷ এবিষয়ে আরও জানতে চোখ রাখতে হবে IRCTC র অফিসিয়াল ওয়েবসাইটে ( www.irctc.co.in )৷ এছাড়া, টিকিট বুক করার জন্য IRCTC সাইট কিংবা ভারতীয় রেলওয়ের কম্পিউটারাইজড যাত্রী সংরক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন৷ তৎকাল টিকিট বুক করার জন্য কয়েকটি বিষয়ের দিকে নজর রাখা বিশেষ জরুরি৷ সকাল ১০ থেকে AC ক্লাসের যাত্রীরা বুকিং করতে পারবেন৷ অন্যদিকে, নন AC বুকিং শুরু হয় বেলা ১১ টায়৷ উভয়ক্ষেত্রেই একদিন আগে বুকিংটি করতে হবে৷ বুকিং পদ্ধতিটি শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত টিকিট বুক হয়ে যায়৷ তাই, তৎকাল বুকিংয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন৷ একটি ইউজার ID থেকে ২ টি টিকিট বুক করা যাবে৷ পাশাপাশি সাধারণ টিকিটের বুকি

চিকিৎসা করাতে দেননি শ্বশুরবাড়ির লোকেরা, হায়দরাবাদে রোগে ভুগে মৃত্যু তরুণীর

Image
হায়দরাবাদ: অবহেলাজনিত দীর্ঘ অসুস্থতার জেরে বৃহস্পতিবার রাতে হায়দরাবাদে মারা গিয়েছেন ২৮ বছরের এক গৃহবধূ। মৃতার নাম পি শালিনী। শ্বশুরবাড়ির লোকেরা তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করেননি বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও ৪৯৮এ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। শালিনী ছিলেন এমবিএ, চাকরি করতেন তিনি। বিয়ে করেন শ্রীহরি প্রসাদকে। বিয়ের বছরদুয়েক পর অন্তঃসত্ত্বা হলে তিনি চাকরি ছেড়ে দেন। তখন থেকে তাঁর ওপর শুরু হয় অত্যাচার। ছেলের জন্মের পর তাঁকে মেঝেতে শুতে দেওয়া হয়, শাশুড়ি শুতেন সদ্যজাত বাচ্চার কাছে। এর ফলে শালিনীর ফসুফুসে সংক্রমণ হয়। অভিযোগ, শ্বশুর শাশুড়ি তাঁকে দিয়ে জোর করে লিখিয়ে নেন, তাঁর স্বাস্থ্যের জন্য কেউ দায়ী নয়। এরপর তাঁর বাবা মা বাড়ি নিয়ে যান তাঁকে। সেখানেই পরশু রাতে শালিনীর মৃত্যু হয়। জানা গিয়েছে, শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ এই তরুণী গত বছরও বেশ কিছু ওষুধ খেয়ে ফেলে আত্মহত্যার চেষ্টা করেন। তখনও শ্বশুর শাশুড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি, উল্টে পেট পরিষ্কার করতে সাবানগোলা জল খাইয়ে দেন। মেয়ের ওপর অত্যাচারের কথা জানতে পেরে এর আগেও তাঁর শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন

কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার ১৪, ফেরার ৬

Image
গণধর্ষণের পর কিশোরীকে পুড়িয়ে মারার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ৬ জনের খোঁজ চলছে। এমনটাই জানিয়েছে ঝাড়খণ্ডের চাতরার এক পুলিশ কর্তা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠেচাতরার ইটখেরি থানা এলাকার তেন্দুয়া গ্রামে। শুক্রবার দুপুরে ওই দুষ্কৃতীরা নির্যাতিতার বাড়িতে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে তেন্দুয়া গ্রামেই এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোরী। বিয়ের অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায়। রাতের খাওয়ার পরে সে কলতলায় হাত ধুতে যায়। সেই সময়ে ওই গ্রামেরই কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে যায়। ওই কিশোরীর বাড়ির লোকজন মেয়ের খোঁজে বেরিয়ে একটি নির্জন এলাকায় তাকে অচৈতন্য অবস্থায় পায়। জ্ঞান ফিরলে কিশোরী সব ঘটনা মা-বাবাকে খুলে বলে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে নির্যাতিতার মা বাবা ও অভিযুক্তদের নিয়ে গ্রামসভা বসান গ্রামবাসীরা। নির্যাতিতার বাবা বলেন, ''পুলিশকে ঘটনাটি জানালে মেয়েকে মেরে ফেলা হবে বলে ওই যুবকেরা মেয়েকে হুমকি দিয়েছিল। তাই পুলিশকে ঘটনাটি না জানিয়ে গ্রাম

জিন্নাহর ছবি পোড়ালে লাখ টাকা পুরস্কার ঘোষণা মুসলিম মহাসংঘের

Image
রামপুর (উত্তরপ্রদেশ): আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে মহম্মদ আলি জিন্নাহর যে ছবি আছে, সেটি পুড়িয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করল অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘ। সংগঠনের প্রধান ফারহাত আলি খান বলেন, "স্বাধীনতার জন্য লড়েছেন এমন কোনও ভারতীয়র ফোটো যেমন পাকিস্তানের কোনও প্রতিষ্ঠানে থাকে না, একইভাবে ভারতের কোনও প্রতিষ্ঠানে পাকিস্তানের কোনও নেতার ফোটো থাকা উচিত নয়। প্রত্যেকের কাছে আমার আবেদন জিন্নাহ ও তার মতো মানুষের ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দিন। যিনি একাজ করতে পারবেন, তাঁকে ১ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি।" ভারতে বসবাসকারী মুসলিমরা জিন্নাহ ও পাকিস্তানকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন তিনি।  আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়ুয়াদের ইউনিয়ন অফিসে জিন্নাহর ছবি কেন ? দিনকয়েক আগে এই প্রশ্ন তোলেন আলিগড়ের BJP সাংসদ সতীশ গৌতম। শুরু হয় বিতর্ক। গত মঙ্গলবার তা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের বাইরে ফের বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। আহত হন উভয়পক্ষের ৪১ জন।  হিংসা এড়াতে গতকাল আলিগড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টা

দিল্লিতে খালের মধ্যে ভাসতে দেখা গেল মহিলার টুকরো টুকরো দেহ

Image
নয়াদিল্লি: দিল্লির বাইরে মিঞাওয়ালি নগরে একটি খালের মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া গেল এক মহিলার টুকরো টুকরো দেহ। মহিলার ২ পা, ধড় ও মুণ্ড ভাসছিল খালের জলে। পুলিশের ধারণা, তাঁকে বাইরে কোথাও খুন করে দেহ কেটে খালের জলে ফেলে দেওয়া হয়। মহিলার ধড় ছিল কম্বলে মুড়ে বস্তায় পোরা। কিন্তু পা দুটি খোলাই ছিল। পুলিশের ধারণা, পরিচয় গোপন রাখতেই খণ্ড খণ্ড করা হয় তাঁকে। মনে করা হচ্ছে, মহিলার বয়স ৩০-এর মধ্যে। পুলিশ জানিয়েছে, তাঁর পরিচয় জানতে শেষ কদিনে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে যাবতীয় তথ্য নাড়াচাড়া করছে তারা। পরিচয় মিলে গেলে তাঁর ময়নাতদন্ত করা হবে। এর ফলে তাঁর মৃত্যুর কারণ ও মৃত্যুর আগে যৌন নিগ্রহ করা হয়েছিল কিনা তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে নাসার নবতম মঙ্গলযান

Image
সব প্রস্তুতি সারা। শনিবার স্থানীয় সময় সকাল ৫.০৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে অ্যাটলাস ফাইভ মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে নাসার নবতম মঙ্গলযান। ভারতীয় সময় শনিবার বিকেল ৪.৩৫ মিনিটে দেখা যাবে এই উত্ক্ষেপণ।    সব ঠিক থাকলে চলতি বছরের ২৬ নভেম্বর মঙ্গলের মাটি ছোঁবে ইনসাইট নামে এই যান। তবে বাকি যানগুলির মতো মঙ্গলের মাটিতে বিচরণ করার জন্য তৈরি করা হয়নি একে। বরং, স্থির থেকে মঙ্গল গ্রহের আভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করবে সে। মাপবে মঙ্গল পৃষ্ঠের ভূকম্পন।  ইনসাইটে রয়েছে মূলত তিনটি সেন্সর। এর মধ্যে রয়েছে একটি সিসমোগ্রাফ, বা ভূকম্পন পরিমাপ করার যন্ত্র। থাকবে একটি ভূস্তরের গঠন ও তাপমান পরিমাপের প্রোব। মঙ্গলের পৃষ্ঠ ভেদ করে ৫ মিটার ঢুকে যাবে এই প্রোব। এছাড়া রয়েছে মঙ্গলপৃষ্ঠে রেডিওতরঙ্গ পরিমাপের একটি যন্ত্র। যা  অক্ষকে কেন্দ্র করে গ্রহটির ঘূর্ণনের ত্রুটি পরিমাপ করবে।  ২০১৬ সালে মঙ্গলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এই যানের। কিন্তু শেষ মুহূর্তে যানের সিসমোগ্রাফে ত্রুটি ধরা পড়ায় বাতিল হয় উত্ক্ষেপণ। দুই গ্রহের অবস্থানের প্রেক্ষিতে ২ বছর অন্তর মঙ্গলের উদ্দেশে যান পাঠানোর সুযোগ আসে।

রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার মুকুল রায়ের শ্যালক

Image
বীজপুর:  রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক। গতকাল রাতে সৃজন রায় নামে ওই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বীজপুর-সহ একাধিক থানায় অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি।

হাওয়াইতে অগ্নুৎপাত! এলাকা খালি করতে বলা হল বাসিন্দাদের

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে আশপাশের বসতি এলাকায় অগ্ন্যুৎপাতের জেরে বৃহস্পতিবার প্রায় ১০ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একের পর এক ধারাবাহিক ভূমিকম্পে ফের জেগে উঠেছে আগ্নেয়গিরিটি। হাওয়াই কাউন্টির অসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, 'ভূমিকম্পে বিগ আইল্যান্ডের পাহোয়া শহরের কাছে লিলানি এস্টেটে একটি ফাটল দেখা দিয়েছিল। সেটি থেকে বাষ্প ও লাভা বের হচ্ছে।' স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখানো ফুটেজেও দেখা গিয়েছে, মাঝরাস্তায় একটি ফাটল থেকে ফোয়ারার মতো লাভা বের হচ্ছে। ড্রোন-ফুটেজে পাশের জঙ্গলে লাভা-স্রোত বইতে দেখা গিয়েছে। বিগ আইল্যান্ডের বাসিন্দা ইকিকা মারজো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফাটল থেকে একেকটি লাভার গোলা প্রায় ১৫০ ফুট ওপরে উঠে যাচ্ছে তারপর নিচে প্রায় ২০০ ইয়ার্ড এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে গলন্ত লাভা। তিনি বলেন, 'মনে হচ্ছে যেন একটা জেট ইঞ্জিন চলছে। সময়ের সঙ্গে সঙ্গ অবস্থা খারাপ হচ্ছে।' ভূমিকম্পের পর থেকেই অগ্নুৎপাতের আশঙ্কা করেছিল প্রশাসন। কাউন্টি, স্টেট ও ফেডেরাল কর্মকর্তারা বাসিন্দাদের বারবার সতর্ক করেছি

'গণতন্ত্রকে ধর্ষণ করেছে মমতার পুলিশ'

Image
বহরমপুর: মমতা বন্দ্যোপাধ্যয়ের পুলিশ ও দলের গুন্ডাবাহিনী মিলিতভাবে সন্ত্রাস করে বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করছে৷ রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ভোট প্রচারে মুর্শিদাবাদ এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা মহুলা এলাকায় নির্বাচনী জনসভা করেন তিনি৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ''যেখানে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয় লাভ করে সেখানে সুষ্ঠ পরিবেশ থাকতে পারে না। এর থেকেই স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর শাসকদলের গুন্ডাবাহিনী হেরে যাওয়ার ভয়ে মিলিতভাবে বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করেছে৷'' একই সঙ্গে তাঁর দাবি, ''যে ৬৬ শতাংশ আসনে ভোট হবে, সেখানে বিজেপি ভালো ফল করবে৷ পঞ্চায়েত ভোট দিয়ে শুরু হল, আগামিদিনে আরও অনেক কিছু দেখতে পাবেন৷'' মমতার জমানায় মহিলারা সুরক্ষিত নন, উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করে বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, ''পঞ্চায়েতে চোর, ডাকাতরা বসে থাকলে উন্নয়ন হবে কী করে? তাই পঞ্চায়েত থেকেই পরিবর্তনের পরিবর্তন করতে হবে।'

ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় মারধর মা ও মেয়েকে

Image
তমলুক: কথায় আছে 'মামা ভাগ্নি যেখানে, ভয় নেই সেখানে'৷ তবে এই ঘটনা শুনলে আপনার ধারণা পালটে যেতে পারে৷ নিজের ভাগ্নিকে ধর্ষণ করার চেষ্টার অভিোগ উঠল মামার বিরুদ্ধে৷ অভিযোগ, আর তার প্রতিবাদ করলে মা ও মেয়েকে অত্যাচারের শিকার হতে হল৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের সিউড়ি গ্রামে। অভিযুক্ত সম্পর্কে ছাত্রীর কাকিমার ভাই শম্ভুনাথ দাস৷   স্থানীয় সূত্রে খবর, সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ছাত্রীটির৷ পারিবারিক অভাবের কারণে ছাত্রীর মা অন্যের বাড়িতে কাজ করে৷ তাই স্কুল না থাকায় বাড়িতে একাই বেশিরভাগ সময় কাটায় ওই ছাত্রী৷ আর এই সুযোগকেই কাজে লাগাল ছাত্রীর 'কংস' মামা৷ সে ছাত্রীকে একা পাওয়ার সুযোগে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ৷ ঘটনার প্রতিবাদ করলে মারধর, এমনকী খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার। এদিকে অন্যের বাড়ির কাজ শেষ করে বাড়িতে এসে সব শোনেন নির্যাতিতার মা৷ ঘটনার প্রতিবাদ করলে নির্যাতিতা ও তার মাকেও মারধর করে অভিযুক্ত৷ মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত

বাড়ির মেঝে খুঁড়তেই মিলল নিখোঁজ গৃহবধূর কঙ্কাল

Image
রায়দিঘি: পরিত্যক্ত বাড়ির মেঝে খুঁড়তেই মিলল নিখোঁজ গৃহবধূর কঙ্কাল৷ এগারো মাস আগেই নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ। তাঁর নাম সোমা সর্দার। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে। অভিযুক্ত স্বামী গোপাল সর্দার পলাতক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে উদ্ধার করেছে সোমা সর্দারের কঙ্কাল। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারার কারণেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও মৃতার পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে রায়দীঘি থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রী সোমাকে নিয়ে কলকাতায় থাকতেন স্বামী গোপাল সর্দার। বছর খানেক আগে রায়দিঘির এই গ্রামের বাড়িতে আসে গোপাল। তাদের সংসার ঠিকই চলছিল৷ কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যান সোমা। গোপাল থানায় অভিযোগও করেন৷ সোমার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে মৃতার পরিবার। শুক্রবার গোপালের মামা মারা যাওয়ায় তার ভাইরাভাই পাঁচু নাইয়া নন্দকুমারপুরের বাড়িতে আসেন। সেখানে পরিত্যক্ত বাড়িতে পচা গন্ধ পান। ঘরের ভিতরে মাটি খোঁড়া অবস্

বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

Image
সিউড়ি: বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মহঃবাজারের পুরাতনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পুরাতন গ্রামে৷ নির্যাতিতার মার অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ মেয়েকে বিয়ে বাড়ি থেকে ওই পাড়ার তিনটি ছেলে পাচু টুডু, অবিনাশ বেসরা ও চন্ডি বাসকি মিলে পাশের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে৷ ধর্ষণের পর ভয়ও দেখায় তারা৷ এমনকি সে যদি তার বাড়িতে কাউকে কিছু জানায় তাহলে তাকে প্রাণে মারার হুমকি দেয় তারা৷ সেই ভয়ে বাড়িতে কিছু জানায়নি নির্যাতিতা মেয়েটি৷ কিন্তু দুদিন ধরে তাকে অসুস্থ দেখে বাড়ির লোক৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারের সদস্যরা৷ প্রাণের ভয়ে ঘটনার বিষয়ে প্রথমে সে কিছু জানাতে চায়নি৷ পরে বাড়ির লোকের বকাবকিতে ঘটনার কথা সে সব বলে দেয় তার মাকে৷ এরপর তারা তাদের বিচারের আশায় গ্রামের মস্তাগিরিতে জানায়৷ তারা কোনও পদক্ষেপ না নেওয়ায় অসুস্থ মেয়েকে নিয়ে যায় মহঃবাজার স্বাস্থ্য কেন্দ্রে৷ যদিও এই ঘটনায় মহম্মদ বাজার থানায় কোনও লিখিত অভিযোগ করেনি নির্যাতিতা পরিবার৷

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক, চাঞ্চল্য পুরুলিয়ায়

Image
পুরুলিয়া: এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ৷ পুরুলিয়ার বোরো থানা এলাকার ঘটনা৷ গ্রেফতার করা হয় তাঁকে৷ ছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক তার সঙ্গে অভব্য আচরণ করত৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক৷ শিক্ষকের বিকৃত যৌন লালসার শিকার ওই ছাত্রী গত দু'দিন আগে ছাত্রীনিবাসে অসুস্থ হয়ে পড়ে৷ এরপরই সামনে আসে বিষয়টি৷ বন্ধুদের জানায় সে৷ এরপর সহপাঠীরাই প্রধান শিক্ষককে বিষয়টি জানায়৷ অভিযোগ, প্রধান শিক্ষক বিষয়টি কানে নেননি৷ প্রতিবাদে শুক্রবার স্কুলের সামনে প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি চালায় পড়ুয়ারা৷ সেখান থেকেই দাবি ওঠে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার৷ বোরো থানার পুলিশ সেই দাবি মেনে নিলে অবরোধ ওঠে৷ এদিন সন্ধ্যায় গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষক এস কে জালালউদ্দিন৷ পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, 'অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পদক্ষেপ করি৷ অভিযুক্ত শিক্ষাকর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ তদন্ত চলছে৷' এদিকে এদিনের পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিতে পাশে দাঁড়ান এলাকার বহু মানুষ৷ এগিয়ে আসেন অন্য অভিভাবকরাও৷ রাস্তায় বেঞ্চ নামিয়ে চলে প্র

বিনামূল্যে মেয়েদের স্মার্টফোন, ল্যাপটপ পড়ুয়াদের, চাষীদের চিন-ইজরায়েল সফর, এক লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণে সুদ মকুব, কর্নাটকে ভোটের ইস্তাহারে প্রতিশ্রুতি বিজেপির

Image
নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করে গরিবি সীমারেখার নীচে থাকা মহিলাদের নিখরচায় স্মার্টফোন, কলেজে ভর্তি হতে চলা পড়ুয়াদের ফ্রি ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় ফেরাকে পাখির চোখ করে তারা কৃষকদের ভোট টানতেও বেশ কিছু 'চমক' রেখেছে। যেমন, প্রতি বছর চিন, ইজরায়েল সফরে পাঠানো হবে এক হাজার চাষিকে যাতে তারা মুখ্যমন্ত্রীর ফেলোশিপ ফর এগ্রিকালচার কর্মসূচিতে সেখানে গিয়ে কৃষিক্ষেত্রে হালের কলাকৌশল শিখে আসবে। ইস্তাহার প্রকাশ করে কর্নাটক বিজেপি সভাপতি তথা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা বলেন, কর্নাটকের জনগণের আশাপ্রত্যাশা পূর্ণ করাই আমাদের ইস্তাহারের লক্ষ্য। আমরা কৃষক, মহিলা, যুব ও পিছিয়ে পড়া অংশের ওপর জোর দিয়েছি। ইস্তাহারে রাষ্ট্রায়ত্ত্ব ও সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া এক লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদ মকুব, জলসেচ প্রকল্পে ১.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপি জানিয়েছে, তারা সরাসরি ১০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করে প্রায় ২০ লক্ষ ক্ষুদ্র, মাঝারি অনুর্বর জমির কৃষককে সাহায্য করবে। ৬০ পৃষ্ঠার ইস্তাহারে রয়েছে, উত্পাদন খরচের দেড়

ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মার্কিন আদালত

Image
কানসাস: আমেরিকায় নিহত ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার খুনি অ্যাডান পুরিন্টনকে মার্কিন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিল। এছাড়া ২ জনকে খুনের চেষ্টার কারণে তাকে আরও দুটি সাজা দেওয়া হয়েছে, প্রতিটি সাজার ১৬৫ মাস জেলে কাটাতে হবে তাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অধিষ্ঠিত হওয়ার ১ মাসের মাথায় ওলাথে শহরের একটি বারে খুন হয়ে যান হায়দরাবাদ থেকে আসা ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। আহত হন তাঁর বন্ধু অলোক মাদাসানি, তাঁদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন মার্কিন তরুণ ইয়ান গ্রিলট। তাঁদের গুলি করে প্রাক্তন নৌসেনা অ্যাডাম পুরিন্টন, শ্রীনিবাসকে দেখে ইরানি ভেবেছিল সে। এটি একেবারেই ঘৃণাপ্রসূত অপরাধ ছিল, গুলি করার আগে অ্যাডাম চিৎকার করে, আমার দেশ থেকে বেরিয়ে যাও। এই ঘটনা আন্তর্জাতিকভাবে ধিক্কৃত হয়, পুরিন্টনের বিরুদ্ধে শুরু হয় ঘৃণাপ্রসূত অপরাধের মামলা। সাজা অনুযায়ী ৫২ বছরের পুরিন্টনকে এখন ৫০ বছর জেলে কাটাতে হবে, তারপর প্যারোলের আবেদন করতে পারবে সে। অর্থাৎ অবশিষ্ট জীবনটা সম্ভবত জেলেই কাটাতে হবে তাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনা নিয়ে প্রথমে মুখ না খোলায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।

সুরক্ষায় গলদ টুইটারে, পাল্টাতে হবে পাসওয়ার্ড

Image
পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এই আশঙ্কায় নিজেদের ৩৩ কোটি ৬০ লক্ষ ব্যবহারকারীর পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ দিল মাইক্রো-ব্লগিং সাইট টুইটার। ফেসবুক থেকে কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য হাতানোর ঘটনা নিয়ে তদন্ত চলছে আমেরিকা ও ব্রিটেনে। এরই মধ্যে টুইটারের প্রধান প্রযুক্তি অফিসার পরাগ অগ্রবালের গত কালের একটি ব্লগ সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। পরাগ নিজেই ওই লেখাটি সম্পর্কে টুইট করে সকলকে সতর্ক করে দিয়েছেন। পরাগের বক্তব্য, টুইটার ব্যবহারকারীদের পাসওয়ার্ড তাঁদের সংস্থার 'ইন্টারনাল লগ' ব্যবস্থায় রাখার সময় কোনও ভাবে অরক্ষিত অবস্থায় জমা হচ্ছিল। মানে যে সুরক্ষা কবচের মাধ্যমে পাসওয়ার্ডগুলি জমা রাখার কথা, তাতে ফাঁক রয়ে গিয়েছিল। হ্যাকাররা এই সুযোগে পাসওয়ার্ড হাতিয়ে নিলে তার ব্যবহারকারীর অ্যাকাউন্টের দখলও নিয়ে নিতে পারে বলে আশঙ্কা থেকে যায়। পরাগ যদিও দাবি করেছেন, ইতিমধ্যেই যে হ্যাকারদের হাতে ওই পাসওয়ার্ডগুলি চলে গিয়েছে, এমনটা একেবারেই নয়। ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তাঁরা পাসওয়ার্ড পাল্টানোর আর্জি জানাচ্ছেন। বিশেষ করে যাঁরা একই পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার কর

ইংল্যান্ডের কাউন্সিল ভোটে জিতলেন বাঙালি রোহীত

Image
প্রত্যাশা মতোই ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভদের পিছনে ফেলে দিল জেরেমি করবিনের লেবার পার্টি। শুক্রবার গভীর রাত পর্যন্ত ১৫০টি কাউন্সিলের ১৪৯টির ফল ঘোষণা হয়েছে। তার মধ্যে ৭৩টিতে জিতেছে লেবার। আর ৪৬টি আসনে জিতেছে টেরেসা মে-র কনজারভেটিভ দল। লেবারের জয়ী কাউন্সিলরের সংখ্যা ২২৯৩। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ব লন্ডনে নিউহ্যামের ক্যানিং টাউন সাউথ কেন্দ্রের প্রার্থী, বঙ্গসন্তান রোহীত দাশগুপ্ত। যুবসংস্কৃতি, জনস্বাস্থ্য ও লিঙ্গসাম্যের মতো বিষয় নিয়ে কাজ করেন পেশায় অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এই বাঙালি যুবক। ২০১৭ সালের সাধারণ নির্বাচনে পূর্ব হ্যাম্পশায়ার থেকে লেবার পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। টোরিদের সেই শক্ত ঘাঁটিতে না জিততে পারলেও লেবারদের শক্ত ঘাঁটি নিউহ্যাম তাঁকে ফেরাল না। সব মিলিয়ে লেবারদের কাউন্সিলর সংখ্যা বেড়েছে ৫৫টি। অন্য দিকে, ২৬ জন কাউন্সিলর খুইয়ে কনজারভেটিভদের কাউন্সিলর সংখ্যা হয়েছে ১৩৩০। ৭৫টি কাউন্সিলর বাড়িয়েছে লিবারাল ডেমোক্র্যাট পার্টি। তাদের কাউন্সিলর সংখ্যা হল ৫৩৬। ভাল ফল করেছে গ্রিন পার্টিও। তারা জিতেছে ৩৯টি ওয়ার্ডে, গতবারের থেকে আটটি বেশি। স

তরুণ প্রজন্মকে টানতে উদ্যোগী বিএসএফ

Image
কোনওটা থেকে এক মিনিটে একসঙ্গে ১২০০ রাউন্ড গুলি বেরোতে পারে, কোনওটা আবার প্রায় সাড়ে পাঁচ কিমি দূরে থাকা শক্রপক্ষের ঘাঁটি উড়িয়ে দিতে পারে চোখের নিমেষে। সামিয়ানার নীচে টেবিলে পরপর সাজানো এমনই বিভিন্ন আগ্নেয়াস্ত্র। তা হাতে নিয়ে নেড়েচে়ড়ে দেখছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। কেউ আবার সেই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবিও তুলছেন। হাসিমুখে আগ্নেয়াস্ত্র সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন জলপাই রঙের উর্দিধারী সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানেরা। কলকাতা ও শহরতলির বিভিন্ন স্কুল-ক্লাবের আবেদনে সাড়া দিয়ে নিজেদের অস্ত্রভান্ডার নিয়ে এ ভাবেই পৌঁছে যাচ্ছে বিএসএফ। সম্প্রতি উত্তর শহরতলির বরাহনগর পুরসভার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এমনই এক প্রদর্শনীর আয়োজন হয়েছিল। সেখানে মর্টার, মিডিয়াম মেশিনগান, স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার সিস্টেম, স্নাইপার রাইফেল, লাইট মেশিনগান-সহ আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও ছিল ইজরায়েলে তৈরি অত্যাধুনিক এক্স-৯৫ অ্যাসল্ট গান। কোন অস্ত্রের বৈশিষ্ট্য কী, তা-ও দর্শকদের বুঝিয়ে দেন জওয়ানেরা। তবে শুধু দেখাতেই এই প্রদর্শনী নয় বলে জানান বিএসএফ জওয়ানেরা। বরং স্কুলপড়ুয়া থেকে তরুণ প্রজন্মের মধ্যে দেশাত্ম

গল্ফ গার্ডেন্সের রাস্তায় উদ্ধার রক্তাক্ত কিশোরী, মিলেছে ধর্ষণের প্রমাণ

Image
চোখে-মুখে আঘাতের চিহ্ন। ফুলে গিয়েছে গোটা মুখ। ধারালো কিছু দিয়ে চিরে দেওয়া হয়েছে হাতের বিভিন্ন জায়গা। চোখের উপরের অংশও কাটা। জামাকাপড় ছেঁড়া। শুক্রবার সকাল পৌনে ৭টা নাগাদ কলকাতার গল্ফ গার্ডেন্স এলাকায় প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের একটি আবাসন চত্বরে কিশোরীটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মহিলা। খবর দেন পাশের বস্তিতে। এলাকাবাসীরা এসে দেখেন, বৃহস্পতিবার রাতে তাঁরা যে মেয়েটিকে খুঁজেছিলেন, পড়ে রয়েছে সে-ই। দ্রুত তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান স্থানীয় একটি দোকানের মালিক স্বপন বৈদ্য। হাসপাতালের একটি সূত্রের খবর, ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। যৌনাঙ্গে একাধিক আঘাত রয়েছে। চিকিৎসক ও পুলিশের অনুমান, অত্যাচারে বাধা দেওয়ায় মারধর করা হয়েছিল তাকে।  রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউয়ে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বছর চোদ্দোর মেয়েটির মা মারা গিয়েছেন। বাবা চলে গিয়েছেন তাকে ছেড়ে। ওই কিশোরী দাদু-দিদার কাছে মানুষ। বৃহস্পতিবার ১১টা নাগাদ স্কুলে যাচ্ছে বলে বেরোয় সে। কিন্তু ছুটির পরেও নাতনি ফিরছে না দেখে তার কয়েক জন বান্ধবীর সঙ্গে কথা বলেন মেয়েটির দাদু। তখনই তিনি জানতে

ব্যবসায়ীদের নিয়ে গবেষণা, মুনাফা বাড়লে মিলবে নম্বর

Image
বঙ্গের প্রতি একদা সদয় ছিলেন বাণিজ্যলক্ষ্মী। সেই সমৃদ্ধির দিন হয়তো গিয়েছে। তবে শিল্প-বাণিজ্যের সঙ্গে শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে কর্মসংস্থানের উদ্যোগ শুরু হয়েছে নতুন ভাবে। এ বার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সফল ব্যক্তিদের খুঁজে বার করে পড়ুয়াদের নম্বর তোলার ব্যবস্থা করছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীদের গবেষণার প্রধান বিষয়ই হবেন ওই সব বাণিজ্যসফল ব্যক্তি। এবং ওই ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে ব্যবসায় আরও উন্নতি ঘটাতে পারলে মিলবে বাড়তি নম্বরও। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) কর্তৃপক্ষ সম্প্রতি রাজ্যের সব সরকারি ও বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন। বেশি করে পেশামুখী পাঠ্যক্রম চালু করেছে ম্যাকাউট। কলকাতার একটি বেসরকারি কলেজে একসঙ্গে ১৯টি পাঠ্যক্রম চালু হয়েছে। তা ছাড়াও নতুন পাঠ্যক্রমে সমাজের সঙ্গে পড়ুয়াদের প্রত্যক্ষ যোগাযোগ বাড়াতে বেশ কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। এ বার একেবারে সমাজের নির্দিষ্ট ব্যক্তিদেরই পাঠ্যক্রমে তুলে আনল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সমাজের সঙ্গে যোগ • এলাকায় ব্যবসা-সফল ব্যক্তিদের খোঁজ। • ব্যবসায় তাঁদের উত্থানের তথ্য সংগ্রহ। • ব্যব

বিরোধী নেই, বোমাবাজি তবু থামে না !

Image
বিতর্ক, অশান্তির ইতিবৃত্ত, দৈনন্দিন জীবনে রাজনীতির টানাপড়েন— বিভিন্ন এলাকার ভোটচিত্রের তথ্যতালাশ আজ শুরু পঞ্চায়েত সমিতি দখলে এসেছে ভোটের আগেই। ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতেও শাসক দলের আধিপত্য নিরঙ্কুশ। তবু এখনও রাতবিরেতের বোমাবাজি ঘুম কাড়ে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের। এলাকাবাসীর একটা বড় অংশের অভিজ্ঞতা, প্রায় বিরোধীশূন্য কেশপুরে লড়াইটা এখন তৃণমূল বনাম তৃণমূলেই! কে কত বড় নেতা, কার প্রভাব কত বেশি তা নিয়ে বোমাবাজি শুরু হয় যে কোনও সময়। স্থানীয় বাসিন্দা রূপসানা খাতুনের কথায়, "বোমা-গুলির শব্দে রাতে ঘুমোতে পারি না!" তবে গোষ্ঠীদ্বন্দ্বের 'তত্ত্ব' খারিজ করে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, "দলে তেমন কোনও দ্বন্দ্ব নেই।" চলতি বছরের গোড়ায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে কেশপুরের কেঁওসা গুলি-বোমায় উত্তপ্ত হয়ে ওঠে। খুন হন চিত্ত ভুঁইয়া নামে এক তৃণমূলকর্মী। তৃণমূলের অন্দরের খবর, এলাকায় দল পরিচালনায় এক দিকে রয়েছেন ব্লক সভাপতি সঞ্জয় পান। প্রাক্তন ব্লক সভাপতি শেখ মহিউদ্দিন, চিত্ত গড়াইরা বিপক্ষ গোষ্ঠীর নেতা। চিত্ত ভুঁইয়া ছিলেন মহিউদ্দিনদের গোষ্ঠীতে। গোষ্ঠীদ্বন্দ্ব এক সময় এম