জিন্নাহর ছবি পোড়ালে লাখ টাকা পুরস্কার ঘোষণা মুসলিম মহাসংঘের


রামপুর (উত্তরপ্রদেশ): আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে মহম্মদ আলি জিন্নাহর যে ছবি আছে, সেটি পুড়িয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করল অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘ। সংগঠনের প্রধান ফারহাত আলি খান বলেন, "স্বাধীনতার জন্য লড়েছেন এমন কোনও ভারতীয়র ফোটো যেমন পাকিস্তানের কোনও প্রতিষ্ঠানে থাকে না, একইভাবে ভারতের কোনও প্রতিষ্ঠানে পাকিস্তানের কোনও নেতার ফোটো থাকা উচিত নয়। প্রত্যেকের কাছে আমার আবেদন জিন্নাহ ও তার মতো মানুষের ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দিন। যিনি একাজ করতে পারবেন, তাঁকে ১ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি।"

ভারতে বসবাসকারী মুসলিমরা জিন্নাহ ও পাকিস্তানকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন তিনি। 

আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়ুয়াদের ইউনিয়ন অফিসে জিন্নাহর ছবি কেন ? দিনকয়েক আগে এই প্রশ্ন তোলেন আলিগড়ের BJP সাংসদ সতীশ গৌতম। শুরু হয় বিতর্ক। গত মঙ্গলবার তা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের বাইরে ফের বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। আহত হন উভয়পক্ষের ৪১ জন। 

হিংসা এড়াতে গতকাল আলিগড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে আগামীকাল বেলা ১২টা পর্যন্ত।