Posts

Showing posts from January 28, 2019

ফোন নম্বর চাই! চলন্ত বাসেই যুবতীকে যৌন নিগ্রহ, দিল্লির ছায়া কলকাতায়

Image
যুবতীকে বাসে যৌন নিগ্রহের অভিযোগ। রাতে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় বাসে যাওয়ার সময় তিন ব্যক্তি মহিলাকে নিগ্রহ করে বলে অভিযোগ। তিনজনকেই  গ্রেফতার করা হয়েছে, খবর পুলিশ সূত্রে। সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাত দশটা। সেই সময় প্রগতি ময়দায় এলাকায় টহলদারি পুলিশদল এক মহিলার আর্ত চিৎকার শুনতে পান। এরপরেই পুলিশ ইএম বাইপাস দিয়ে যাওয়া বাসটিকে চিহ্নিত করে দাঁড় করায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার সঙ্গে একদল লোকের তর্কাতর্কি চলছিল সেখানে। সেই সময় মহিলা সাহায্যের জন্য চিৎকার করেন। জানা গিয়েছে, যেই সময় ওই মহিলা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, সেই সময় ওই মহিলাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। ওই মহিলা মালঞ্চ থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি ঘটক পুকুরে থাকার সময়ে একদল লোক বাসে উঠে কটূক্তি শুরু করে।  সেই সময় বাসে লোক ছিল কম। চালক কিংবা কন্ডাক্টর কোনও কিছু না বলায় মহিলা প্রতিবাদ শুরু করেন। পুলিশের প্রাথনিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ পারভেজ, শেখ মুজিবর এবং শেখ আফতাব ঘটক পুকুরের একটি চামরা প্রোসেসিং প্ল্যান্টে কাজ করেন।  এই সময় প্রায় প্রতিদিনই তার...

রস টেলরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিউইদের, তৃতীয় একদিনের ম্যাচে ভারতের টার্গেট ২৪৪ রান

Image
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। সিরিজে টিকে থাকার লড়াইয়ে ডু অর ডাই ম্যাচে রস টেলরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা। প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড ২৪৩ রানে অল আউট হয়ে যায়। সিরিজ জিততে ভারতের প্রয়োজন ২৪৪ রান। বে ওভালে তৃতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ওপেনার কলিন মুনরো(৭) আর মার্টিন গাপটিলকে(১৩) দ্রুত সাজঘরে ফেরালেন মহম্মদ আমি আর ভুবনেশ্বর কুমার। কেন উইলিমসনও ফিরে যান ২৮ রানে। এরপর রস টেলর ও টম ল্যাথামের চতুর্থ উইকেট জুটি কিউইদের শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ১১৯ রানের পার্টনারশিপ গড়ের তাঁরা। ল্যাথাম ৫১ রানে আউট হলেন। আর ৯৩ রানে প্যাভিলিয়নে ফিরলেন রস টেলর। ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি। শেষ পর্যন্ত ৪৯ ওভারেই ২৪৩ রানে অল আউট হয়ে যায় নিউ জিল্যান্ড। ভারতের হয়ে মহম্মদ শামি ৩টি উইকেট নিলেন। ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল ও হার্দিক পাণ্ডিয়া ২টি করে উইকেট নেন। নির্বাসন উঠতেই নিউ জিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতেই প্রথম একাদশে সুযোগ পেয়েই দুটি উইকেট নিলেন হার্দিক প...

কর্ণাটকে জোট-সঙ্কট, কংগ্রেস বাড়াবাড়ি করছে অভিযোগ তুলে ইস্তফার হুমকি কুমারস্বামীর

Image
কর্ণাটকে কংগ্রেসের সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কংগ্রেস তার মন্ত্রী ও বিধায়কদের নিয়ন্ত্রণ করতে অক্ষম, এই অভিযোগ তুলে এদিন পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।  এদিন কুমারস্বামী বলেন, কংগ্রেসের বিধায়করা বলছেন সিদ্ধারামাইয়া তাঁদের নেতা। এসব আমার দেখার কথা নয়। তারা যদি এমনটাই করতে থাকেন তাহলে আমি পদত্যাগ করতে তৈরি। কংগ্রেস সীমা অতিক্রম করছে।  গত জুনে কর্ণাটক লোকসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা থেকে ৯ আসন দূরে থেমেছে বিজেপি। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৪টি আসন। কংগ্রেস পেয়েছে ৮০টি আসন, জনতা দল সেকুলার পেয়েছে  ৪০টি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল। কিন্তু সংখ্যা জোগাড় করতে না-পারায় আস্থাভোটের আগেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এর পর কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন জনতা দল সেকুলার নেতা এইচডি কুমারস্বামী। শপথের পর থেকেই অম্লমধুর সম্পক কুমারস্বামী ও কংগ্রেসের। বারবার কংগ্রেসের দাদাগিরিতে বিরক্ত হয়ে বয়ান দিয়েছেন তিনি। ফের একবার ধৈর্যের বাঁধ ভাঙল তাঁর। লোকসভা নির্বাচনের মুখে তাঁর এই বয়ানের তা...

কেডি সিংয়ের ২৩৮কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Image
কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। প্রতারণা মামলার তদন্তে নেমে সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করেছেন তদন্তকারীরা। কে ডি সিংয়ের  সিমলার কুফরির বাংলো, পাঞ্চকুলার জমি ও চণ্ডীগড়ে অ্যালকেমিস্টের শো রুম বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট বিভাগ। তাঁর বিরুদ্ধে ১৯০০কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করে সেবি। ওই প্রতারণা মামলার তদন্তেই  সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করে ইডি। এর আগে চিটফান্ডকাণ্ডে নাম জড়ায় কেডি সিংয়ের। আদালতে তথ্য প্রমাণ দিয়ে সেবি উল্লেখ করে, মুম্বইয়ের এক ব্যবসায়ীর ছত্রছায়ায় চিটফান্ডের নামে টাকা তোলেন কেডি সিং। এবিষয়ে আদালতে বেশ কিছু নথিও জমা দেয় সেবি।  সেই টাকার পরিমাণ ছিল ৬৮৪ কোটি টাকা। তদন্তে আরও উঠে আসে, সেসময় গ্রীসের এক ব্যবসায়ীর সঙ্গে সাইপ্রাসের সংস্থা কেনার জন্য চুক্তি করে ফেলেন। এইসবের ফাঁকে ইউরোপে 'পালিয়ে যাওয়ার'ও ফাঁদ পেতেছিলেন তিনি। মুম্বইয়ের ওই ব্যবসায়ীর সাহায্যে তিনি পাসপোর্টও তৈরি করে ফেলেছিলেন। এমনকি কলকাতাতেও প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে তাঁর নামে। এছাড়া নারদাকাণ্ডেও জড়িয়ে পড়ে কেডি সিংয়ের নাম। লোকসভা নির্বাচনের আগে কেডি সিংয়ের এহেন ...

‘হিন্দু মেয়েদের ছুঁলে হাত কেটে নেব’, কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে টুইট-যুদ্ধ

Image
কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড়। উস্কানিমূলক মন্তব্য। তার প্রেক্ষিতে উন্নয়ন নিয়ে প্রশ্ন। জবাবে ফের বিতর্কিত মন্তব্য। ধারাবাহিক ভাবে এমনই টুইট যুদ্ধে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে এবং কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও। মন্ত্রী মন্তব্য করেছিলেন, "হিন্দু মেয়েদের গায়ে হাত দিলে হাত কেটে নেওয়া হবে।" এই মন্তব্য ঘিরেই শুরু হয় টুইট যুদ্ধ। গুন্ডু রাও রাজনৈতিক ভাবে প্রশ্ন তুললেও হেগড়ের পর পর বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এ নিয়ে সরগরম কর্নাটকের রাজনীতি। রবিবার কর্নাটকের কোদাউগু জেলার সোমরপেট এলাকার মাদাপুরা গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু জাগরণ বেদিকে নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেখানে যোগ দেন উত্তর কর্নাটকের পাঁচ বারের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। সেখানেই তিনি বলেন, ''কেউ হিন্দু মহিলাদের গায়ে হাত দিলে তাঁর হাত কেটে নেওয়া হবে।'' এর পাশাপাশি তাজমহলেরও বিতর্কিত ব্যাখ্যা দিয়ে হেগড়ে বলেন, ''তাজমহল আগে হিন্দু শিবমন্দির ছিল। রাজা পরমতীর্থ সেই মন্...

দেওয়াল ভাঙতেই উদ্ধার মুদ্রাভর্তি কলসি! সরগরম গোয়ালতোড়

Image
উদ্ধার হওয়া মুদ্রা। প্রজাতন্ত্র দিবসের সকালে গুপ্তধনের খোঁজ! মাটির দেওয়াল ভাঙতেই মিলল মাঝারি মাপের কলসি। আর তাতে বোঝাই পুরনো মুদ্রা। খবর রটতে দেরি হয়নি। গোয়ালতোড়ের হাঁড়িমারা গ্রামে সিংহ মহাপাত্র পরিবারের মাটির বাড়ির সামনে মুহূর্তে লোকারণ্য। কেউ নিয়ে এলেন ঝুড়ি, কোদাল। কেউ আবার হাত দিয়েই মাটির স্তূপের মধ্যে খুঁজলেন মুদ্রা। যাঁরা পেলেন, তাঁরা তা নিয়ে দিলেন ছুট। তাঁদের দেখে আরও বাড়ল ভিড়। পরিস্থিতি সামলাতে ডাকতে হল পুলিশ। রবিবারও দেখা গেল, পাড়ার আড্ডায় বিষয় সেই মুদ্রা। গড়বেতা ২-এর বিডিও স্বপনকুমার দেব বললেন, ''মাটির দেওয়ালের গাঁথনি ভাঙতেই প্রাচীন মুদ্রা বেরানোর খবরটা শুনেছি। সেগুলি সংরক্ষণ করা যায় কি না খতিয়ে দেখা হবে।'' ওই পরিবারের সদস্য অচিন্ত্য সিংহ মহাপাত্রের দাবি, প্রায় ১২০০ মুদ্রা পাওয়া গিয়েছে। বেশিরভাগই ১৯২১ থেকে ১৯৪২ সালের মধ্যেকার। তিনি জানান, অনেক মুদ্রায় রাজা ষষ্ঠ জর্জের ছবিও রয়েছে। ইংরেজিতে কোনওটায় লেখা ওয়ান রুপি, কোনওটায় হাফ রুপি। আসলে মুদ্রাগুলি কিসের? ছোট বড় নানা আকারের ওই মুদ্রাগুলি তাম্র ও নিকেল মিশ্রিত ধাতব মুদ্রা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ইতিহাসে...

বুথপিছু ৭০০ লিড চাই, ওয়ার্নিং দিলেন অনুব্রত

Image
প্রচার: ইলামবাজারে জনসভায় অনুব্রত মণ্ডল। বুথ-পিছু ৭০০ ভোট। লোকসভা ভোটে শুধু ইলামবাজার থেকেই কত ভোটে দলকে জেতাতে হবে, সভামঞ্চে দাঁড়িয়ে সেই লক্ষ্য বেঁধে দিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবারের ওই প্রকাশ্য সভা থেকে ইলামবাজার ব্লক তৃণমূলের নেতা দুলাল রায়ের 'একের বদলে এগারোটা বোমা মারার' হুঁশিয়ারি ঘিরেও নতুন বিতর্ক শুরু হয়েছে। ইলামবাজার ব্লকে ১৩৭টি বুথ রয়েছে। তৃণমূল সূত্রেই খবর, এখানকার সাতটি বুথে হেরে রয়েছে দল। সেই আসনগুলিতে জয় তো বটেই, শুধু ইলামবাজার ব্লক থেকে ৭০ হাজার ভোটের লিড চান বলে জানিয়ে দিয়েছেন অনুব্রত। জেলা তৃণমূলের সভাপতির এমন ঘোষণায় লোকসভাতেও গা-জোয়ারি ভোটের সম্ভাবনা দেখতে শুরু করেছেন বাম-বিজেপির নেতারা। অনেকের আবার মনে পড়েছে পঞ্চায়েত বা গত পুরভোটের স্মৃতি।  সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, ''আসলে এদের চরিত্রের পরিবর্তন হয়নি। ভোট পাওয়া নয়। আগামী নির্বাচনে দখল করার রাজনীতির কথাই এখন থেকে বলতে শুরু করে দিয়েছেন। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন কতটা হবে, সেই নিয়ে আমরা আশঙ্কায় রয়েছি।'' বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ...

বুকরিনা ফাসোতে জঙ্গি হামলায় মৃত ১০

Image
ওয়াগাদুগুর: জঙ্গি হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে৷ আহত আরও দুই৷ তাদের দু'জনের অবস্থা গুরুতর বলে খবর৷ জঙ্গি হামলাটি হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুকরিনা ফাসোয়৷ প্রশাসন জানিয়েছে, রবিবার সিকিরি গ্রামে সশস্ত্র ১০ জঙ্গি ঢুকে পড়ে৷ এরপর এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে৷ তাতেই দশজনের মৃত্য হয়েছে৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলাকারীরা গোটা গ্রামকে তছনছ করে৷ পালানোরর আগে বিভিন্ন দোকানে আগুন ধরিয়ে দেয়৷ এরপর মোটরবাইকে করে পালিয়ে যায়৷ অতীতেও সিকিরিতে বহু হামলা হয়েছে৷ সম্প্রতি এই ধরনের হামলার ঘটনা বেড়ে গিয়েছে৷ সাধারণ মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে৷ অপরদিকে সিকিরি থেকে ১০০ কিমি পশ্চিমে ডিজিবো থেকে গুলির লড়াইয়ের খবর মিলেছে৷ সেখানে এখন কার্ফু জারি করা হয়েছে৷   কিছুদিন আগে ১০ জানুয়ারি অনুরূপ কায়দায় বুকরিনা ফাসোর উত্তরাঞ্চলে জঙ্গি হামলা হয়৷ সশস্ত্র প্রায় ৩০ জন ব্যক্তি গাসেলিক গ্রামে ঢুকে হামলা চালায়৷ তাতে ১২ জনের মৃত্যু হয়৷ হামলাকারীরা গাড়ি ও ছ'টি দোকানে আগুন ধরিয়ে দেয়৷

ফিলিপিন্স বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস জঙ্গিরা

Image
ম্যানিলা: ফিলিপিন্সের ক্যাথলিক চার্চ বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করল আইএস জঙ্গিরা৷ রবিবার রাতে এই জঙ্গি সংগঠনটি দায় স্বীকার করেছে৷ তাদের এই স্বীকার করে নেওয়ার আন্তর্জাতিক মহলে রীতিমতো হইচই পড়েছে৷ বেশ কিছুদিন চুপ থাকার পর ফের আইএস জঙ্গিরা সক্রিয় হয়ে ওঠায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসনও৷ রবিবার এশিয়ার মাটিতে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় নাশকতার সাক্ষী থাকে দ্বীপরাষ্ট্র ফিলিপিন্স৷ দেশটির দক্ষিণাঞ্চলের জোলো দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে পরপর বিস্ফোরণ ঘটানো হয়৷ এর জেরে প্রার্থনায় উপস্থিত অনেকের মৃত্যু হল৷ প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়৷ জখম হয় আরও ৫০ জন৷ তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক৷   সংবাদ সংস্থা এএফপি এবং ফিলিপিন্সের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে নাশকতার পর রক্তাক্ত গির্জার ছবি৷ সংবাদে বলা হয়েছে, রবিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাঁদের বিশেষ প্রার্থনার জন্য গির্জায় জড় হয়েছিলেন৷ তখনই জোড়া বিস্ফোরণ ঘটানো হয়৷ প্রথম বোমাটি বিস্ফোরণ হওয়ার পরেই গির্জা সংলগ্ন পার্কিং লটে আরও একটি বোমা ফাটানো হয়৷ এতে কয়েকজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ বিস্ফোরণে...

পরীক্ষায় উত্তরপত্র আছে, প্রশ্নপত্র নেই! PSC-তে বাঁকুড়ার স্কুলে চাঞ্চল্য

Image
বাঁকুড়া: পরীক্ষা শুরু হয়েছে, অথচ প্রশ্নপত্র নেই। চাকরির পরীক্ষা দিতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়ে ফুঁসে উঠলেন পরীক্ষার্থীরা। বিক্ষোভ দেখিয়ে, প্রতিবাদ করে পিএসসি বয়কট করলেন পরীক্ষার্থীদের একাংশ। পুলিশের আবেদনে সাড়া দিয়ে এক ঘণ্টা পর পরীক্ষায় বসলেন বাকিরা। ঘটনা ঘিরে অশান্তি বাঁকুড়ার কাঞ্চনপুর হাইস্কুলে। রাজ্য সরকারি স্তরের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য পিএসসি পরীক্ষার দিন ছিল আজ, রবিবার। বাঁকুড়ার ২ নং ব্লকের কাঞ্চনপুর হাইস্কুলে ২০০ জন পরীক্ষার্থীর সিট পড়েছিল। নির্ধারিত সময়েই স্কুলের দরজা খুলে দেওয়া হয় তাঁদের জন্য। রোল নম্বর, সিট নম্বর মিলিয়ে সকলে যথাযথ আসনে বসে পড়েন। উত্তরপত্র বিলি করে দেওয়া হয়। পরীক্ষা শুরুর হওয়ার কথা ছিল দুপুর ১টায়। কিন্তু ১টা ১৫ বেজে গেলেও, হাতে প্রশ্নপত্র পাননি ২০০ জনের কেউই। স্বভাবতই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৫ মিনিট সময় নষ্ট হয়ে যাওয়ার ফলে কিছুটা ক্ষোভ তৈরি হয় তাঁদের মধ্যে। হতাশাও দানা বাঁধতে শুরু করে। একটা সময় পর যার বহিঃপ্রকাশ ঘটে। ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলচত্বরে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীরা। স্টাফ রুমে ঢুকেও অভিযোগ জানাতে থাকেন। জানতে চান, ...

১৫ বছর পর লিগের জোড়া ডার্বির রঙ লাল-হলুদ! নায়ক জাস্টিন, খলনায়ক রেফারি, ২ নম্বরে ইস্টবেঙ্গল

Image
আই লিগ ২০১৮-১৯ মরসুমের দ্বিতীয় ডার্বিতেও জয় পেল লাল-হলুদ। প্রথম লেগে মোহনবাগানের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিল আলেহান্দ্রো মেনেন্দেজের দল। শঙ্করলালের পরিবর্তে খালিদ জামিল এসেও অবস্থাটা বদলাতে পারলেন নাষ দ্বিতীয় লেগে ফলাফল হল ২-০ ফলে, ১৫ বছর পর লিগের জোড়া কলকাতা ডার্বির রঙই হল লাল-হলুদ। এদিন আরও একবার দুর্দান্ত ম্যাচ খেললেন জবি জাস্টিন। ৩৫ মিনিটের মাথায় তাঁর সাজিয়ে দেওয়া বল থেকেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন হাইমে কোলাদো। আর দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটের মাথায় কর্নারে মাতা ছুঁইয়ে নিজেই হেডে গোল করে ইস্টবেঙ্গলের ৩ পয়েন্ট পাওয়া নিশ্চিত করলেন কেরলের ফুটবলারটি। তবে ম্যাচে খারাপ রেফারিং-এর শিকার হতে হল দুই দলকেই। শুরুর আগেই ধাক্কা এদিন প্রথমে মোহনবাগানের প্রথম একাদশে নেরোকা ম্যাচের দলের থেকে মাত্র একটিই পরিবর্তন করেছিলেন খালিদ জামিল। ৫৬ দিন পর চোট সারিয়ে ফেরেন পিন্টু মাহাতো। তাঁকে খেলানো হয় আজহারউদ্দিন মল্লিকের পরিবর্তে। কিন্তু একেবারে ওয়ার্ম-আপ চলাকালীন জাপানি মিডফিল্ডার কিনোয়াকি চোট পাওয়ায় শুরুতেই মুশকিলে পড়ে বাগান। তাঁর জায়গায় এদিন খেলেন কিসেকা। অপরদিকে এস্কেদার চোট সেড়ে গেলেও এদিন তাঁ...

পরপর কন্যাসন্তান, পরপর খুন! ধৃত পরিবার

Image
পরপর কন্যাসন্তান জন্মাচ্ছিল। তাই একের পর এক তাদের খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল বাবা-মা সহ গোটা পরিবারের বিরুদ্ধে। রবিবার এই ঘটনা ঘটেছে হাওড়ার লিলুয়া এলাকার পশ্চিম ঘুঘুপাড়ায়। ঘটনাটি এ দিন সকালে ফাঁস হয়ে যাওয়ার পর এলাকার মহিলারা ওই পরিবারের ওপর চড়াও হয়ে মারধর করেন। তার পর পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেন তাঁরা। পুলিশ খুনের অভিযোগে বাবা-মা সহ দাদু, ঠাকুরমা ও এক পিসিকে গ্রেফতার করেছে। অভিযুক্তেরা হলেন সঞ্জয় গুপ্ত, তাঁর স্ত্রী সঙ্গীতা গুপ্ত, সঞ্জয়ের বাবা অমরেন্দ্রনাথ গুপ্ত, মা আশা গুপ্ত ও দিদি পুনম বর্মা। লিলুয়া থানা এলাকার শেষ প্রান্তে জয়পুর বিলের কাছে পশ্চিম ঘুঘুপাড়ায় টালির চালের দু'কামরা ঘরে বাবা-মা ও এক অবিবাহিতা বোনকে নিয়ে সস্ত্রীক বাস করতেন সঞ্জয়। পেশায় তিনি একটি ঢালাই কারখানার কর্মী। পরিবারের একমাত্র রোজগেরে। স্ত্রী সঙ্গীতা গৃহবধূ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে সঞ্জয় ও সঙ্গীতার একটি মেয়ে হয়। কিন্তু আড়াই মাস বয়সে শিশুটি মারা যায়। পরিবারের দাবি, মাথায় ঘা হয়ে শিশুটি মারা গিয়েছিল। এক বছর পরে ফের আর একটি কন্যাসন্তান হয়। তার যখন ছ'মাস বয়স, তখ...

জলে ৬১০০ কোটি, তবু মোদীর জমানায় দূষণ বেড়েছে গঙ্গায়!

Image
নরেন্দ্র মোদী এক দিকে গঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প 'নমামি গঙ্গে'-য় টাকা ঢালতে নিজের উপহার নিলাম করছেন। আর এক দিকে, এই প্রকল্পটির নামে ঢাকঢোল পেটানো হলেও বাস্তবে মোদী জমানায় গঙ্গায় দূষণ  আরও বেড়েছে বলে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রশ্ন উঠেছে, গঙ্গাকে দূষণ-মুক্ত করার প্রকল্প ব্যর্থ হওয়াতেই কি নরেন্দ্র মোদী এখন 'নমামি গঙ্গে' প্রকল্পের নামে উদার হয়ে নিজের উপহার নিলাম শুরু করলেন? কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট বলছে, ২০১৪-র তুলনায় ২০১৮-য় দূষণ বেড়েছে গঙ্গায়। উত্তরাখণ্ডে এই চার বছরে দূষণের মাত্রা বেড়েছে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে গঙ্গায় দূষণের মাত্রা একই। গত লোকসভা ভোটে বারাণসীতে মনোনয়ন জমা দিতে গিয়ে মোদী বলেছিলেন, তিনি মা গঙ্গার ডাকে এসেছেন। পর্ষদের পরীক্ষায় গঙ্গায় সব থেকে বেশি দূষণের মাত্রা মিলেছে মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতেই। ২০১৮-র জুনে এই রিপোর্ট তৈরি হলেও এত দিন তা ধামাচাপা ছিল। এ বার সুপ্রিম কোর্টের নির্দেশে তা প্রকাশ হয়েছে। কংগ্রেস নেতা অহমেদ পটেল বলেন, ''বিজেপি সরকার নিজের ব্যর্থতা স্বীকারের বদলে রিপোর্ট লুকোনোর চেষ্ট...

শ্রীকান্ত মোহতা গোপন জবানবন্দি দেবেন আদালতে? জল্পনা তুঙ্গে

Image
শ্রীকান্ত মোহতা। ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে কাল, মঙ্গলবার শ্রীভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতার জামিন সংক্রান্ত মামলাটি আবার উঠতে পারে। শ্রীকান্ত এখন জেলে আছেন। শারীরিক অবস্থার কারণে তাঁকে জেল হাসপাতালে রাখার জন্য যে-আবেদন জানানো হয়েছিল, বিচারক তা খারিজ করে দিয়ে জেলের চিকিৎসকের রিপোর্ট চেয়েছেন। গ্রেফতার করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার পরেও সিবিআই শ্রীকান্তকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সেখানকার আদালতে আবেদন জানাল না কেন, সেই প্রশ্ন তো আছেই। শ্রীকান্ত আদালতে গোপন জবানবন্দি দিতে পারেন বলেও জল্পনা চলছে। আইনজীবীদের একাংশের অনুমান, শ্রীকান্ত তদন্তে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেই এই 'ব্যবস্থা'। তাঁদের মতে, শ্রীকান্ত ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে। যদিও শ্রীকান্তের আইনজীবী রাজদীপ মজুমদার রবিবার ফোনে বলেন, ''গোপন জবানবন্দির কোনও প্রশ্নই নেই।'' সিবিআই সূত্রের খবর, ২৪ জানুয়ারি শ্রীকান্তকে গ্রেফতারের আগে প্রায় এক মাস ধরে তাঁর গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল। তদন্তকারী অফিসারদের দাবি, শ্রীকান্ত তার আঁচ পেয়ে ঘনঘন গা...

কেন্দ্রীয় সরকারি চাকরিতে ১ ফেব্রুয়ারি থেকে সংরক্ষণ পেতে চলেছেন সবর্ণরা

Image
সংসদে বিল পাশ হয়েছে আগেই। রাষ্ট্রপতি স্বাক্ষরও করে দিয়েছেন বিলে। দেরি না করে ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে সাধারণ সংরক্ষণের সুবিধা পেতে চলেছেন গরিব চাকরিপ্রার্থীরা।  সাধারণ শ্রেণির গরিবদের জন্য সংসদের উভয়কক্ষে সংরক্ষণ বিল পাশ করিয়েছে মোদী সরকার। সেই বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশে মোট ৩৩৯টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই সংস্থাগুলিতে বিনিয়োগ করা হয়েছে ১৩.৭৩ কোটি টাকা। ওই সংস্থাগুলিতে সাধারণদের সংরক্ষণের নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।  নির্দেশিকায় জানানো হয়েছে, সকল মন্ত্রকের কাছে অনুরোধ, তাদের অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থাগুলিতে গরিবদের ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ১ ফেব্রুয়ারি থেকে সকল নিয়োগপ্রক্রিয়া এই নিয়ম মেনে চলবে হবে সংস্থাগুলিকে। এব্যাপারে প্রতি ১৫ দিন অন্তর রিপোর্ট দিতে হবে তাদের।  এর আগে সব মন্ত্রকের বিস্তারিত বিবরণ-সহ নির্দেশিকা পাঠিয়েছিল কর্মী এবং প্রশিক্ষণ মন্ত্রক। কোনওরকম জটিলতা ছাড়াই সাধারণদের সংরক্ষণ লাগু করার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমান সংরক্ষণের আওতায় না আসা এমন গরিব পরিবারের যুবক-যুবতীরা সংরক্ষণ পে...